এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 1st Paper mcq Question Answer pdf download
উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯
HSC Civics and Good Governance
1st Paper
MCQ
Question and Answer pdf download
১. আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Mobocracy
খ. Bureaucracy
গ. Bureaucraty
ঘ. Bureaucrat
২. উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কী?
ক. Desk Government
খ. Table Government
গ. Chair Government
ঘ. Permanent Government
৩. 'আমলাতন্ত্র হলো এক ধরনের চাকরিজীবী শ্রেণি যারা বেতনভুক্ত, স্থায়ী ও দক্ষ'-উক্তিটি কে করেছেন?
ক. ফাইনার
খ. ম্যাক্সওয়েবার
গ. লাস্কি
ঘ. ব্রাইস
৪. Bureau শব্দের অর্থ কী?
ক. টেবিল
খ. চেয়ার
গ. সভা
ঘ. শাসন
৫. কোনটি রাজনৈতিক ব্যবস্থার সর্বস্তরে বিদ্যমান?
ক. সুশীল সমাজ
খ. আমলাতন্ত্র
গ. তৃণমূল নেতৃবৃন্দ
ঘ. রাজনৈতিক নেতৃত্ব
৬. কোন প্রতিষ্ঠান ছাড়া একটি দেশের পক্ষে সরকার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে?
ক. সুশীল সমাজ
খ. আমলাতন্ত্র
গ. তৃণমূল নেতৃবৃন্দ
ঘ. রাজনৈতিক নেতৃত্ব
৭. রাজনৈতিক ব্যবস্থার শীর্ষে থাকে কোনটি?
ক. সুশীল সমাজ
খ. আমলাতন্ত্র
গ. তৃণমূল নেতৃবৃন্দ
ঘ. রাজনৈতিক নেতৃত্ব
৮. ম্যাক্স ওয়েবারের মতে, আমলাতন্ত্র কোন ধরনের সংগঠন?
ক. আদর্শিক
খ. বিপ্লবী
গ. নৈতিক
ঘ. আইনানুগ
৯. আমলাগণের নিয়োগদান সমালোচনার উর্ধ্বে। কারণ তারা নিয়োগ লাভ করেন-
ক. অর্থের ভিত্তিতে
খ. বংশের ভিত্তিতে
গ. মেধার ভিত্তিতে
ঘ. আত্মীয়তার সূত্রে
১০. কোনটি আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্য?
ক. নিরপেক্ষতা
খ. উদারতা
গ. অস্থায়ী
ঘ. আনুষ্ঠানিকতা
১১. সরকারের পরিবর্তন ঘটলেও কারা দায়িত্ব ও কর্তৃত্বে থেকেই যায়?
ক. আমলা প্রশাসক
খ. রাজনীতিবিদগণ
গ. আইনসভার স্পিকার
ঘ. মন্ত্রীগণ
১২. 'লালফিতার দৌরাত্ম্য' খুব বেশি কোথায় দেখা যায়?
ক. রাজতন্ত্রে
খ. আমলাতন্ত্রে
গ. একনায়কতন্ত্রে
ঘ. গণতন্ত্রে
১৩. লাল ফিতার দৌরাত্ম্য-এ কথাটি কাদের ক্ষেত্রে প্রচলিত?
ক. সাময়িক শাসকদের
খ. সংসদ সদস্যদের
গ. আমলাদের
ঘ. রাজনীতিকদের
১৪. নিয়োগের শর্ত অনুযায়ী আমলারা বিরত থাকেন-
ক. জনসেবা থেকে
খ. রাজনীতি হতে
গ. সুশীল সমাজ হতে
ঘ. জনগণ থেকে
১৫. আমলারা কোন বিভাগের সদস্য?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. প্রতিরক্ষা বিভাগ
১৬. আমলা প্রশাসন রাজনীতি নিরপেক্ষ সংগঠন। কারণ তারা বিরত থাকে-
ক. রাজনীতি থেকে
খ. দেশপ্রেম হতে
গ. জনগণ হতে
ঘ. শিক্ষা হতে
১৭. আমলাতান্ত্রিক প্রশাসন কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক. মন্ত্রীদের দ্বারা
খ. পুলিশ দ্বারা
গ. রাজনৈতিক দল দ্বারা
ঘ. জনগণ দ্বারা
১৮. আমলাগণের কাজকর্মের সাফল্যের অন্যতম মানদন্ড কোনটি?
ক. পরিশ্রম
খ. দলীয় আনুগত্য
গ. সরকারি আনুকূল্য
ঘ. নিয়মানুবর্তিতা
ক. ২০টি
খ. ২৮টি
গ. ৩০টি
ঘ. ৩৫টি
২০. আমলারা হলেন-
i. দক্ষ
ii.স্থায়ী
iii.বেতনভুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. আমলাগণ চাকুরিচ্যুত হতে পারেন-
i. সরকার পরিবর্তন ঘটলে
ii. দৈহিক অসামর্থ্যের ফলে
iii. মানসিক অসামর্থ্যের কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
জনাব 'ক' একজন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব ও সহকারী সচিবগণ তাকে সহায়তা করেন। জনাব 'ক' সরকারি দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
২২. উদ্দীপকে আমলাতন্ত্রের কোন বৈশিষ্ট্যটি লক্ষ করা যায়?
ক. পদসোপান
খ. আনুষ্ঠানিক
গ. দাপ্তরিক
ঘ. অনানুষ্ঠানিক
২৩. জনাব 'ক' আমলাতন্ত্রের কোন বৈশিষ্ট্য লঙ্ঘন করেছেন-
ক. রাজনৈতিক নিরপেক্ষতা
খ. আনুষ্ঠানিক
গ. দাপ্তরিক
ঘ. অনানুষ্ঠানিক
নিচের রেখাচিত্র থেকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
২৪. '?' চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
ক. আমলাতন্ত্র
খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ
ঘ. শাসন বিভাগ
২৫. চিত্রে প্রদর্শিত বিষয়টির প্রধান ত্রুটি হলো-
ক. ক্ষমতালিপ্সা
খ. দীর্ঘসূত্রিতা
গ. অভিজাততান্ত্রিকতা
ঘ. আমলাতন্ত্রের কার্যাবলি
২৬. বাংলাদেশে আমলাতন্ত্রের অতি বিকাশের কারণ কী?
ক. স্বাধীনতা লাভের পর অতি দ্রুত পদোন্নতি
খ. রাজনৈতিক অস্থিরতা
গ. নেতৃত্বের দুর্বলতা
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠানের অভাব
২৭. আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রে কাদের কাজের পরিধি ব্যাপক?
ক. পেশাজীবীর
খ. ব্যবসায়ীদের
গ. রাজনীতিবিদদের
ঘ. আমলাদের
২৮. প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৫ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে
ঘ. ২ ভাগে
২৯. আমলাতন্ত্র সাধারণ জনগণের কাছে অপ্রিয় হয়ে ওঠে কেন?
ক. পদসোপান নীতির
খ. জবাবদিহিতার উপস্থিতির জন্য
গ. শৃঙ্খলাবোধের জন্য
ঘ. প্রভুসুলভ দৃষ্টিভঙ্গির জন্য
৩০. অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র কীসের জন্য হুমকিস্বরূপ?
ক. পুঁজিবাদ
খ. সমাজতন্ত্র
গ. সামন্তবাদ
ঘ. গণতন্ত্র
উত্তরমালা
১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
খকককখখঘকখককখগখখ
১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
ককঘখঘগকককখগঘঘঘঘ
0 Comments:
Post a Comment