এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 1st Paper mcq Question Answer pdf download
উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮
HSC Civics and Good Governance
1st Paper
MCQ
Question and Answer pdf download
১. জনমতের বৈশিষ্ট্য কোনটি?
ক. জনমত সৎ ও জনকল্যাণধর্মী
খ. জনমত সুচিমিত্মত মতের বিরোধী
গ. জনমত সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নয়
ঘ. জনমত অযুক্তিভিত্তিক
২. 'একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত' -এটি কার উক্তি?
ক. অস্টিন রেনি
খ. অধ্যাপক লাওয়েল
গ. জন স্টুয়ার্ট মিল
ঘ. কিম্বল ইয়ং
৩. কোন দার্শনিকের লেখনীতে সর্বপ্রথম জনমত শব্দটি ব্যবহৃত হয়?
ক. টমাস হবস
খ. জ্যা জ্যাক রুশো
গ. মন্টেস্কু
ঘ. জন লক
৪. সুনির্দিষ্ট, সুচিমিত্মত সংখ্যাগরিষ্ঠের যুক্তিভিত্তিক মত- এগুলো নিচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক. রাজনৈতিক সংস্কৃতি
খ. রাজনৈতিক সংহতি
গ. গণতন্ত্র
ঘ. জনমত
৫. জনমত কী?
ক. সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত
খ. কয়েকজন লোকের কল্যাণকামী মতামত
গ. বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত
ঘ. জনগণের বুদ্ধিদীপ্ত মতামত
৬. জনমত বলতে বোঝায়-
ক. প্রভাবশালী ব্যক্তির মতকে
খ. বহু ব্যক্তির মতকে
গ. কল্যাণকামী ও যুক্তিসিদ্ধ মতকে
ঘ. সংগঠিত মতকে
৭. 'জনমত আইনের অন্যতম উৎস'- উক্তিটি কার?
ক. মোহন সিংহ
খ. জন অস্টিন
গ. ওপেন হেইম
ঘ. জন লক
৮. পৌরনীতি ও সুশাসনের ভাষায় জনমত হলো-
i. সুস্পষ্ট মতামত
ii. কল্যাণকামী মতামত
iii. যুক্তিভিত্তিক মতামত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. সুষ্ঠু জনমত ব্যাহত হয়-
i. কুসংস্কারের মধ্যে
ii. ব্যক্তিগত স্বার্থ ও সংকীর্ণতার মধ্যে
iii. প্রগতিশীলতার মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. কোনটি রাজনৈতিক ব্যবস্থার দর্পণ?
ক. রাজনৈতিক সংস্কৃতি
খ. রাজনৈতিক সংহতি
গ. গণতন্ত্র
ঘ. জনমত
১১. সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
ক. ঐক্য ও সংহতির মনোভাব
খ. শিক্ষার প্রসার
গ. সামাজিক স্বার্থ
ঘ. মতামত প্রকাশের স্বাধীনতা
১২. কোথায় রাজনৈতিক সংস্কৃতির শিকড় গ্রোথিত থাকে?
ক. নির্বাচনের মধ্যে
খ. রাজনৈতিক দলের মধ্যে
গ. সমাজের গভীরে
ঘ. পরিবারের অভ্যন্তরে
১৩. রাজনৈতিক দলগুলো জনমত গঠন করে কীভাবে?
ক. অস্ত্রের জোরে
খ. নির্বাচনের মাধ্যমে
গ. প্রচারণার মাধ্যমে
ঘ. সরকারের আনুকূল্যে
১৪. জনসাধারণের ইচ্ছা কীসের মাধ্যমে প্রকাশিত হয়?
ক. রাজনৈতিক সংস্কৃতি
খ. রাজনৈতিক সংহতি
গ. গণতন্ত্র
ঘ. জনমত
ক. ঈশ্বরের
খ. ধর্মীয় গুরুর
গ. মহান নেতার
ঘ. মনীষীর
১৬. সংবাদপত্রে মিথ্যা ও বিকৃত সংবাদ পরিবেশন করা উচিত নয়। কারণ এর ফলে রাষ্ট্রে সৃষ্টি হয়-
ক. বিশৃঙ্খলা
খ. গৃহযুদ্ধ
গ. বিদ্রোহ
ঘ. অনৈক্য
১৭. গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
ক. বিরোধীদলের সমালোচনার ভয়ে
খ. সেনাবাহিনীর ভয়ে
গ. গৃহযুদ্ধের আশংকায়
ঘ. ক্ষমতা হারানোর ভয়ে
১৮. কোন ধরনের শাসনব্যবস্থা জনমতের ওপর নির্ভরশীল?
ক. স্বৈরতন্ত্র
খ. রাজতন্ত্র
গ. সমাজতন্ত্র
ঘ. গণতন্ত্র
১৯. জনমতের ফসল হলো-
i. স্বচ্ছ ব্যালট বক্স
ii. ছবিযুক্ত ভোটার তালিকা
iii. স্বেচ্ছাচারিতার প্রসার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
সাইফ সাহেব একটি পত্রিকার রিপোর্টার। তিনি কুমিলস্না শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানের রাস্তা মেরামত করার ব্যাপারে একটি রিপোর্ট ছাপান। ফলে দেখা গেল কিছু দিনের মধ্যেই সরকারি লোকজন রাস্তাটি পরিদর্শন করল এবং দ্রুত মেরামতের কাজ শুরু করল।
২০. পত্রিকার রিপোর্টের মাধ্যমে সরকার জনগণের কোন বিষয়ে জানতে পারল?
ক. অভাব অভিযোগ
খ. দাবি দাওয়া
গ. আলাপ আলোচনা
ঘ. ক্ষোভ চাওয়া
২১. রিপোর্টটির মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায়-
i. রিপোর্টারের
ii. সরকারের
iii. সরকারি কর্মকর্তাদের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতকে অগ্রাহ্য করার অর্থ-
ক. সরকারের পতন ডেকে আনা
খ. সরকারের ক্ষমতা শক্ত হওয়া
গ. জনগণের শক্তি বৃদ্ধি করা
ঘ. সরকারের স্থায়িত্ব কাল বৃদ্ধি করা
২৩. সুশাসনের অন্যতম বাধা কোনটি?
ক. দুর্নীতি
খ. রাজনৈতিক অস্থিতিশীলতা
গ. সাম্প্রদায়িকতা
ঘ. ধর্ম
২৪. রাজনৈতিক সংস্কৃতি হলো-
ক. রাজনৈতিক আদর্শ
খ. রাজনৈতিক ধ্যান-ধারণা
গ. রাজনৈতিক আবেগ
ঘ. রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি
২৫. মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
ক. জনমত
খ. গণতন্ত্র
গ. রাজনৈতিক মতৈক্য
ঘ. রাজনৈতিক সংস্কৃতি
২৬. রাজনৈতিক সংস্কৃতি হলো-
ক. রাজনৈতিক আদর্শ
খ. রাজনৈতিক আবেগ
গ. রাজনৈতিক ধ্যান ধারণা
ঘ. রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি
২৭. রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিভঙ্গি কত প্রকার?
ক. তিন
খ. পাঁচ
গ. দুই
ঘ. চার
২৮. রাজনৈতিক সংস্কৃতি কীরূপ?
ক. পক্ষপাতদুষ্ট
খ. নিরপেক্ষ
গ. সংবেদনশীল
ঘ. বিশৃঙ্খলা
২৯. রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিভঙ্গি-
i. জ্ঞানসংক্রান্ত
ii. অনুভূতিমূলক
iii.. মূল্যায়ন সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. রাজনৈতিক সংস্কৃতিতে জনমত জরিপের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে কোন দেশগুলোতে?
ক. যুক্তরাষ্ট্র ও কানাড়া
খ. ব্রুনাই ও সিঙ্গাপুর
গ. লাওস ও ভিয়েতনাম
ঘ. ওমান ও কুয়েত
উত্তরমালা
১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
কঘখঘকগগঘককঘখগঘক
১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
ককঘককগককঘঘঘকখঘখ
0 Comments:
Post a Comment