HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 1st Paper mcq Question Answer pdf download

উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Civics and Good Governance
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় কাকে?
ক. সরকারি দলকে
খ. সামরিক বাহিনীকে
গ. বিরোধী দলকে
ঘ. সচিবালয়কে

২. কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?
ক. ভারত
খ. কেনিয়া
গ. আমেরিকা
ঘ. সৌদি আরব

৩. 'রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘবিশেষ, যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়'- উক্তিটি কার?
ক. যোসেফ এম সুম্পিটারের
খ. এডমন্ড বার্কের
গ. অধ্যাপক ম্যাকাইভারের
ঘ. আর্নেস্ট বার্কারের

৪. দ্বিদল ব্যবস্থার দেশ হলো-
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. বাংলাদেশ
গ. পাকিস্তান
ঘ. ভারত

৫. কোনটি ব্রিটেনের রাজনৈতিক দল?
ক. বাথ পার্টি
খ. ন্যাশনাল কংগ্রেস
গ. রিপাবলিকান পার্টি
ঘ. কনজারভেটিভ পাটি

৬. গণতন্ত্রের প্রাণ বলা হয় নিচের কোনটিকে?
ক. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
খ. আমলাতন্ত্র
গ. রাজনৈতিক দল
ঘ. গণ-মাধ্যম

৭. কোন দেশের বিরোধী দলকে রাজা ও রানির বিরোধী দল বলা হয়?
ক. বাংলাদেশের
খ. চীনের
গ. ইংল্যান্ডের
ঘ. ইন্দোনেশিয়ার

৮. নিম্নের কোন রাষ্ট্রে দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান?
ক. ফ্রান্স
খ. ইউকে
গ. ভারত
ঘ. ইতালি

৯. বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোন দেশটিতে?
ক. ফ্রান্স
খ. ইউকে
গ. ভারত
ঘ. ইতালি

১০. নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন?
ক. রাজনৈতিক দল
খ. উপদল
গ. সামরিক বাহিনী
ঘ. আমলাতন্ত্র

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' রাষ্ট্রে অনেকদিন যাবৎ সামরিক শাসন বিদ্যমান রয়েছে। এক পর্যায়ে দেশটিতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের সুশীল সমাজ একত্রিত হয়ে একটি দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। আলাপ-আলোচনা শেষে এক পর্যায়ে তারা একটি দল প্রতিষ্ঠা করতে সমর্থ হয়।

১১. উদ্দীপকের নবগঠিত দলটির প্রধান উদ্দেশ্য কী?
ক. শাসনভার গ্রহণ করা
খ. অর্থনৈতিক সুবিধা অর্জন
গ. রাজতন্ত্র প্রতিষ্ঠা করা
ঘ. সরকারকে সহযোগিতা করা

১২. উদ্দীপকের দলটির কর্মসূচির মধ্যে থাকছে-
i. সমস্যা নির্ণয় ও জনগণের নিকট উপস্থাপন
ii. রাজনৈতিক কর্মী সংগ্রহ
iii. দলীয় নীতি বা মতাদর্শ প্রচার করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৩. জনগণকে তাদের স্বার্থসংশিস্নষ্ট বিষয়ে সচেতন করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন?
ক. রাজনৈতিক শিক্ষা
খ. প্রশাসনিক দক্ষতা
গ. সরকারের সমালোচনা
ঘ. সামাজিক ঐক্য

১৪. জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধে কোনটি?
ক. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
খ. রাজনৈতিক দল
গ. সরকার
ঘ. জনগণ

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

১৫. রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কী?
ক. অন্য দলের বিরোধিতা করা
খ. নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন
গ. শুধুই নিজের দলের প্রশংসা করা
ঘ. দলীয় নেতাদের স্বার্থ সংরক্ষণ করা

১৬. 'স্বার্থ একত্রীকরণকারী' বলা হয় কাকে?
ক. চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে
খ. রাজনৈতিক দলকে
গ. সরকারকে
ঘ. জনগণকে

১৭. চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে 'Interest Group' বলে আখ্যায়িত করেছেন কে?
ক. এস. ই. ফাইনার
খ. এইচ. জিগলার
গ. মাইরন ওয়েনার
ঘ. এইচ ও ডানেল

১৮. ক্ষমতায় না গিয়েও নিজেদের স্বার্থে ক্ষমতাকে প্রভাবিত করে-
ক. রাজনৈতিক দল
খ. উপদল
গ. আমলাতন্ত্র
ঘ. স্বার্থগোষ্ঠী

১৯. Miller চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কী হিসেবে অভিহিত করেছেন?
ক. Organised Group
খ. Pressure Group
গ. Interest Group
ঘ. Influence Group

২০. 'নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং এই সংযোগ সম্পর্কে সিজাগ ব্যক্তি সমষ্টিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে' - এটি কার উক্তি?
ক. গ্যাব্রিয়েল অ্যালমন্ড ও পাওয়েল
খ. ম্যাকাইভার ও পেজ
গ. এইচ জিগলার
ঘ. সামনার

২১. Lead শব্দের অর্থ কী?
ক. পরিচালনা করা
খ. নির্দেশ করা
গ. উদ্বুদ্ধ করা
ঘ. অনুপ্রাণিত করা

২২. নেতৃত্ব বলতে বোঝায়-
ক. নেতার ক্ষমতা
খ. নেতার আদর্শ
গ. নেতার প্রভাব
ঘ. নেতার গুণাবলি

২৩. একজন রাজনৈতিক নেতার সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য কর্মীবৃন্দকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রিত করার কৌশলকে বলা হয়?
ক. নেতৃত্ব
খ. ব্যবস্থাপনা
গ. সুশাসন
ঘ. কর্তৃত্ব

২৪. নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজন সবচেয়ে বেশি কোথায়?
ক. রাষ্ট্রে
খ. পরিবারে
গ. সমাজে
ঘ. আন্তর্জাতিক ক্ষেত্রে

২৫. নেতৃত্ব কোন ধরনের গুণ?
ক. রাজনৈতিক
খ. সামাজিক
গ. ধর্মীয়
ঘ. মানবীয়

২৬. জনগণ অন্ধ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্ব?
ক. সম্মোহনী
খ. গণতান্ত্রিক
গ. সনাতন
ঘ. রাজনৈতিক

২৭. কোনো নেতার বক্তব্য ও কাজ দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত হলে, উক্ত নেতৃত্বকে বলে-
ক. সম্মোহনী
খ. গণতান্ত্রিক
গ. সনাতন
ঘ. রাজনৈতিক

২৮. নিশার বাবা একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তার মধ্যে কোন ধরনের নেতৃত্ব গুণ রয়েছে?
ক. বিশেষজ্ঞ সুলভ
খ. সম্মোহনী
গ. রাজনৈতিক
ঘ. ঐতিহাসিক

২৯. বার্ট্রান্ড রাসেলের মতে, একজন নেতাকে কয়টি গুণের অধিকারী হতে হবে?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

৩০. সম্মোহনী নেতৃত্বের অপর নাম হলো-
i. সুনেতৃত্ব
ii. যাদুকরী নেতৃত্ব
iii. দাপটের নেতৃত্ব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরমালা
১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
গঘগকঘগগখগককগকখখ
১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
খখঘকককঘককখকককগক
Share:

0 Comments:

Post a Comment