HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 1st Paper mcq Question Answer pdf download

উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Civics and Good Governance
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. কে নাগরিকের অধিকার রক্ষা করে?
ক. আইন
খ. পরিবার
গ. সমাজ
ঘ. রাষ্ট্র

২. 'অধিকার হচ্ছে সমাজজীবনের সে সকল শর্তাবলি যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না' - উক্তিটি কার?
ক. এরিস্টটল
খ. অধ্যাপক লাস্কি
গ. টি এইচ গ্রিন
ঘ. হব হাউস

৩. অধিকারকে রক্ষার জন্য কাকে অগ্রণী ভূমিকা নিতে হবে?
ক. জনগণকে
খ. সরকারকে
গ. বিরোধী দলকে
ঘ. সুশীল সমাজকে

৪. 'অধিকার হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি'- উত্তিটি কার?
ক. অধ্যাপক জে লাম্বি
খ. অধ্যাপক হল্যান্ড
গ. এরিস্টটল
ঘ. বোসানকোয়েত

৫. অধিকারের প্রধান রক্ষাকবচ কোনটি?
ক. গণতন্ত্র
খ. প্রথা
গ. আইন
ঘ. সংবাদপত্র

৬. কোনটি সকল অধিকারের উৎস?
ক. বিচার বিভাগ
খ. সংবিধান
গ. ন্যায়পাল
ঘ. প্রধানমন্ত্রী

৭. নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য কোনটি?
ক. কর প্রদান করা
খ. সুনাগরিক হওয়ার
গ. রাষ্ট্রের সেবা করা
ঘ. আনুগত্য প্রকাশ করা

৮. অধিকার হলো সেই সকল বাহ্যিক অবস্থা যা মানুষের অধিক উন্নতি সাধন করে। উক্তিটি কার?
ক. টি এইচ গ্রিনের
খ. অধ্যাপক হল্যান্ডের
গ. ম্যাকাইভার
ঘ. লাস্কির

৯. তথ্য অধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার?
ক. অর্থনৈতিক অধিকার
খ. রাজনৈতিক অধিকার
গ. সাংস্কৃতিক অধিকার
ঘ. নৈতিক অধিকার

১০. বাংলাদেশে কত সালে সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়?
ক. ২০০০ সালে
খ. ২০০২ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০৩ সালে

১১. কোন অধিকারটি সকল দেশেই স্বীকৃত সামাজিক অধিকার?
ক. ভাষা ও সংস্কৃতির অধিকার
খ. পরিবার গঠনের অধিকার
গ. ধর্মীয় অধিকার
ঘ. সভা-সমিতির অধিকার

১২. কোনটি রাজনৈতিক অধিকার?
ক. চিকিৎসা
খ. ভোট প্রদান
গ. বস্ত্র
ঘ. অন্ন

১৩. নিচের কোনটি নাগরিকের সামাজিক অধিকার?
ক. ভোটদানের অধিকার
খ. সমালোচনা করার অধিকার
গ. নির্বাচিত হওয়ার অধিকার
ঘ. শিক্ষা লাভের অধিকার

১৪. অবকাশ লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

১৫. অধিকারের প্রথম রূপ কী?
ক. আইনগত অধিকার
খ. নৈতিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. ব্যক্তিগত অধিকার

১৬. সভা-সমিতি করা জনগণের কোন ধরনের অধিকার?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক

১৭. আইনগত অধিকার কয় ধরনের?
ক. সাত
খ. পাচ
গ. ছয়
ঘ. আট

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৮. উপরের ছকের (?) প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক ও করিম দুই বন্ধু গল্প করছিল। 'X' নামক জনৈক বৃদ্ধ তাদের কাছে ভিক্ষা চাইলে রফিক দশ টাকা ভিক্ষা দিল।

১৯. 'X' নামক বৃদ্ধের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক

২০. উক্ত অধিকারের পিছনে থাকে-
i. রাষ্ট্রীয় অনুমোদন
ii. সমাজের অনুমোদন
iii. নৈতিক অনুমোদন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২১. ২০০৯ সালের আইন অনুযায়ী বাংলাদেশি মহিলার বিদেশি স্বামী কত বছর বাংলাদেশে অবস্থান করলে নাগরিকত্ব পাবে?
ক. তিন
খ. দুই
গ. চার
ঘ. পাঁচ

২২. সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত?
ক. বিশ্বব্যাংক
খ. জাতিসংঘ
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. আইএলও

২৩. সর্বক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে-
ক. সুশাসন নিশ্চিত হচ্ছে
খ. দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে
গ. ধর্মের অবমাননা বৃদ্ধি পাচ্ছে
ঘ. রক্ষণশীলতা দূর হচ্ছে

২৪. ১১-১৪ শতকে কোথায় 'Town Cricnes' নামে এক ধরনের লোক নিয়োজিত ছিল?
ক. দক্ষিণ-পূর্ব এশিয়ায়
খ. পূর্ব ইউরোপে
গ. মধ্য ইউরোপে
ঘ. মধ্য পূর্ব এশিয়ায়

২৫. কখন মার্কিন যুক্তরাষ্ট্রে 'Freedom of Information Act' আইন পাস হয়?
ক. ১ এপ্রিল ১৯৬৬
খ. ৪ এপ্রিল ১৯৬৬
গ. ১ জুলাই ১৯৬৬
ঘ. ৪ জুলাই ১৯৬৬

২৬. বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্যের বিবরণ রয়েছে?
ক. ২০ অনুচ্ছেদে
খ. ২০ ও ২১ অনুচ্ছেদে
গ. ২৪ অনুচ্ছেদে
ঘ. ২২ ও ২৩ অনুচ্ছেদে

২৭. জনগণ কীভাবে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে?
ক. আইন মান্য করে
খ. কর প্রদান করে
গ. ভোট প্রদান করে
ঘ. আনুগত্য প্রদর্শন করে

২৮. কর্তব্য বলতে কী বুঝায়?
ক. কাজ
খ. দায়িত্ব
গ. অধিকার
ঘ. গুরুত্ব

২৯. নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য কোনটি?
ক. স্বাধীনতা ও সংহতি রক্ষা
খ. কর প্রদান
গ. সন্তানদের শিক্ষাদান
ঘ. রাষ্ট্রের সেবা

৩০. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কোন ধরনের কর্তব্য?
ক. জাতীয়
খ. নৈতিক
গ. রাষ্ট্রীয়
ঘ. আইনগত

উত্তরমালা
১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
ঘখকঘগখঘকখঘখখঘঘখ
১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
কগকগগগককঘঘখঘখকখ

Share:

0 Comments:

Post a Comment