এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 1st Paper mcq Question Answer pdf download
উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩
HSC Civics and Good Governance
1st Paper
MCQ
Question and Answer pdf download
১. মূল্যবোধ কী?
[ক] সামাজিক মানুষের কার্যাবলি
✅ সামাজিক আচার-আচারণের সমষ্টি
[গ] আইন মেনে চলা
[ঘ] ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য
২. পরিবার কী ধরনের সংগঠন?
✅ সামাজিক
[খ] নৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক
৩. নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য?
✅ পরিবর্তনশীলতা
[খ] পরাধীনতা
[গ] শৃঙ্খলাবোধ
[ঘ] ন্যায়বিচার
৪. সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হলো-
[ক] সামাজিক মানদন্ড
[খ] বিভিন্নতা
[গ] পরিবর্তনশীলতা
✅ বৈচিত্র্যময়তা
৫. Values শব্দের অর্থ কী?
[ক] বস্তুগত মূল্য
[খ] সামাজিক গ্রুপ
[গ] বস্তুর মানদন্ড
✅ তুলনামূলক অর্থমূল্য
৬. মূল্যবোধ কোন ধরনের বিষয়?
[ক] মানসিক
✅ সামজিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] রাজনৈতিক
৭. সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি?
[ক] আচরণ
[খ] ধর্মীয় অনুশাসন
✅ মূল্যবোধ
[ঘ] অভ্যাস
৮. সমাজের মূল্যবোধ হলো তাই যা সমাজের অধিকাংশ মানুষ-
i. ব্যবহার করে
ii. চর্চা করে
iii. বিশ্বাস করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯. Sociology- A Critical Approach গ্রন্থটি লিখেছেন-
i. কেনথ জে নিউকেব
ii. মেটা স্পেন্সার
iii. ডেবিড সেলফেন প্লাসবার্গ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
অনুচ্ছেদটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব সকল পেশার মানুষকে ‘আপনি’ বলে সম্বোধন করেন। একদিন একজন বৃদ্ধ লেঅক বাসে উঠতে পারছিল না বলে তিনি নিজ পাড়িতে করে তাকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন।
১০. রফিক সাহেবের আচারণ কোন মূল্যবোধ ফুটে উঠেছে?
[ক] শৃঙ্খলাবোধ
✅ সৌজন্যবোধ
[গ] শ্রমের মর্যাদা
[ঘ] আত্মসংযম
১১. রফিক সাহেবের উপযুক্ত আচরণ সুদৃঢ় করে-
i. সামাজিক মূল্যবোধ
ii. নৈতিক মূল্যবোধ
iii. ধর্মীয় মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
আরমান সাহেব অনেক টাকার মালিক। আরমান সাহেব টাকার জোরে অনেক অপকর্ম করেন। লোকবল ও লাঠির বলে পাশের বাড়ির স্কুল শিক্ষকের একখন্ড জমি দখল করে নেন। স্কুল শিক্ষক আইনের শরণাপন্ন হলেও তিনি সুফল পাননি।
১২. অনুচ্ছেদে আরমান সাহেবের চরিত্রে কীসের অভাব?
[ক] শৃঙ্খলার
✅ মূল্যবোধের
[গ] সামাজিকতার
[ঘ] সদাচরণের
১৩. আরমান সাহেব ক্ষমতার অপব্যবহার করতে পারতেন না যদি-
i. আইনের অনুশাসন থাকত
ii. রাষ্ট্রে গণতন্ত্র বজায় থাকত
iii. রাষ্ট্রে সুশাসন নিশ্চিত থাকত
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
১৪. মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫
১৫. নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত?
✅ সাহসিকতা
[খ] সত্যকে সত্য বলা
[গ] রাজনৈতিক সহনশীলতা
[ঘ] শ্রমের মর্যাদা
১৬. সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি?
✅ আপেক্ষক্ষকতা
[খ] জনকল্যাণমুখিতা
[গ] সহমর্মিতা
[ঘ] সহনশীলতা
১৭. মানুষের কাজের ভালো-মন্দ বিচার হয় কীসের দ্বারা?
[ক] ইচ্ছা ও ঔচিত্যবোধের মাপকাঠি দ্বারা
✅ বংশ মর্যাদার দ্বারা
[গ] টাকা পয়সার দ্বারা
[ঘ] পেশিশক্তির দ্বারা
✅ গ্রিস
[খ] ইতালি
[গ] স্পেন
[ঘ] জার্মানি
১৯. নীতি ও ঔচিত্যবোধ থেকে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে কী বলে?
[ক] নৈতিক মূল্যবোধ
✅ রাজনৈতিক মূল্যবোধ
[গ] সামাজিক মূল্যবোধ
[ঘ] বাহ্যিক মূল্যবোধ
২০. কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
[ক] শ্রমের সর্যাদা
[খ] সত্যকথা বলা
✅ আনুগত্য
[ঘ] দানশীলতা
২১. সাংস্কৃতিক মূল্যবোধগুলো কী থেকে বেশি পরিমাণে উদ্ভূত হয়?
[ক] সামাজিক আচরণ
✅ সামাজিক প্রথা
[গ] সামাজিক বৈষম্য
[ঘ] সামাজিক নীতি
২২. রাইসুল তার সংগঠনের সাফল্যদের মধ্যে সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, জনসেবা ইত্যাদি গুণাবলি দেখে মুগ্ধ হয়। উক্ত বিষয়গুলো কোন মূল্যবোধকে নির্দেশ করে?
[ক] দলীয় মূল্যবোধ
[খ] পারিবারিক মূল্যবোধ
✅ সামাজিক মূল্যবোধ
[ঘ] ব্যক্তিগত মূল্যবোধ
অনুচ্ছেদটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
শিল্পপতি তাহসান সাহেব সাধারণত নিয়ম মেনে চলা ও সময়ানুবর্তিতাকে সবসময় উৎসাহিত করেন। কর্মকর্তা- কর্মচারীদের প্রয়োজনীয় সুযোগ- সুবিধা নিশ্চিত করেন।
২৩. তাহসান সাহেবের আচরণে কোন ধরণের মূল্যবোধ ফুটে উঠেছে?
✅ অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
[গ] ধর্মীয়
[ঘ] নান্দনিক
২৪. উদ্দীপকে সুশাসনের কোন মূল বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি?
[ক] সত্যবাদিতা
[খ] ন্যায়ানুগ থাকা
✅ জবাবদিহিতা
[ঘ] সাম্য প্রতিষ্ঠার চেষ্টা
২৫. মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত?
[ক] সাধারণ জনগণ
[খ] শিক্ষিত জনগণ
[গ] সমাজের সকল মানুষ
✅ সমাজের বৃহৎ অংশ
২৬. সামাজিক মূল্যবোধকে কী হিসেবে ব্যবহার করা যায়?
[ক] সামাজিক ন্যায়বিচার
✅ সামাজিক মাপকাঠি
[গ] সামাজিক বৈচিত্র্যময়তা
[ঘ] সামাজিক সেতুবন্ধন
২৭. সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নিচের কোনটি?
✅ মূল্যবোধ
[খ] প্রথা
[গ] স্বাধীনতা
[ঘ] সাম্য
২৮. রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয়?
[ক] স্বৈরশাসন
✅ সুশাসন
[গ] আইনের অপব্যবহার
[ঘ] দায়িত্বের অবহেলা
২৯. সরকার ও রাষ্ট্র জনকল্যাণমূখী না হলে তাকে কী হিসেবে চিহ্নিত করা হয়?
[ক] মূল্যবোধের সঠিক প্রয়োগ
✅ মূল্যবোধের অবক্ষায়
[গ] সামাজিক অসমতা
[ঘ] ন্যায়বিচারের অভাব
৩০. সুশাসন নিশ্চিত করতে কীরূপ সরকার ব্যবস্থা প্রয়োজন?
✅ গণতান্ত্রিক
[খ] রাজতান্ত্রিক
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
৩১. মূল্যবোধ কী?
[ক] ব্যক্তির আচরণের নিয়ন্ত্রক
[খ] রাষ্ট্রের উন্নয়নের পথে বাধা দেওয়া
✅ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ভিত্তি
[ঘ] আদর্শহীন কাজে সম্পৃক্ততা
৩২. ফিরোজ এমন একটি দেশে বসবাস করে যেখঅনে শাসকশাসিত, ধনী-গরিব সকলেই এই অপরাধর জন্য সমানভাবে শাস্তিযোগ্য। ফিরোজের দেশে কোনটি বিদ্যামান?
[ক] সুশাসন
[খ] সামজিক ন্যায় বিচার
✅ আইনের শাসন
[ঘ] সহশীলতা
৩৩. সামাজিক মূল্যেবোধের ভিত্তি হলো-
i. সামজিক ন্যায়বিচার
ii. সহশীলতা
iii. আইনের শাসন
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪. সুশাসনের উপাদানগুলো হলো-
i. জনগণের অংশগ্রহণ
ii. আইনের অপব্যবহার
iii. দায়িত্বশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫. স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?
✅ আইনের শাসন
[খ] জনগণের সজাগ সচেতন দৃষ্টি
[গ] ক্ষমতা স্বতন্ত্রীকরণ
[ঘ] বিচারবিভাগ
৩৬. আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
[ক] প্রথা
[খ] বিচারকের রায়
[গ] ন্যায়বোধ
✅ আইন পরিষদ
৩৭. গণতন্ত্রের প্রাণ হলো-
[ক] রাজনৈতিক দল
[খ] অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
[গ] নেতৃত্ব
✅ আইনের শাসন
৩৮. অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭
৩৯. আইনের প্রধান উৎস কোনটি?
[ক] প্রথা
[খ] ধর্ম
[গ] ন্যায়বোধ
✅ আইন পরিষদ
৪০. কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর?
[ক] আমেরিকা
[খ] ফ্রান্স
✅ ব্রিটেন
[ঘ] বাংলাদেশ
৪১. ‘‘আইন হচ্ছে আবেগহীন যুক্তি’’- কে বলেছেন?
✅ এরিস্টটল
[খ] হল্যান্ড
[গ] অধ্যাপক লাস্কি
[ঘ] অধ্যাপক ডাইসি
৪২. স্ব্যর্থবোধক আইন পরিহার করা হয় কেন?
✅ জটিলতা সৃষ্টি করে বলে
[খ] পরিবর্তনশীল বলে
[গ] গতিশীল বলে
[ঘ] অপরিবর্তনীয় বলে
৪৩. আইনের অপরিহার্য শর্ত কোনটি?
✅ রাষ্ট্রীয় স্বীকৃতি
[খ] সামাজিক স্বীকৃতি
[গ] ধর্মীয় স্বীকৃতি
[ঘ] ব্যক্তিগত স্বীকৃতি
৪৪. আইন কী?
[ক] নিয়ম
[খ] বিধি
[গ] সুপ্রতিষ্ঠিত ধ্যান ধারণা
✅ স্বীকৃতি বিধি- বিধিান
৪৫. আইনের বৈশিষ্ট্য কোনটি?
[ক] সার্বজননিতা
[খ] আচরণ নিয়ন্ত্রক
[গ] অবশ্য পালনীয়
✅ অনুমোদিত ও স্বীকৃত
৪৬. আইন মেনে চলার মূল কারণ কী?
[ক] ভয়
[খ] বুদ্ধি
✅ উপযোগিতা
[ঘ] আনুগত্য
৪৭. ‘ন্যায় সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত নীতির স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন’-উক্তিটি কার?
[ক] হল্যান্ড
[খ] উইলসন
✅ এ্যালমন্ড
[ঘ] অস্টিন
৪৮. আইনের ইংরেজি প্রতিশব্দ Law এটি এসেছে-
[ক] গ্রিক শব্দ থেকে
[খ] ল্যাটিন শব্দ থেকে
[গ] জার্মান শব্দ থেকে
✅ টিউটনিক শব্দ থেকে
৪৯. ইংরেজি Law শব্দাট কোন কোন টিউটনিক শব্দ থেকে এসেছে-
[ক] Low
[খ] Leg
✅ Lag
[ঘ] Log
৫০. আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন?
[ক] অধ্যাপক হল্যান্ড
[খ] জন অস্টিন
[গ] টমাস হবস
✅ উড্রো উইলসন
0 Comments:
Post a Comment