HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 1st Paper mcq Question Answer pdf download

উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Civics and Good Governance
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. মিডিয়ার স্বাধীনতা প্রয়োজন কেন?
[ক] সরকারের সফলতা তুলে ধরার জন্য
✅ প্রকৃত তথ্য জানার জন্য
[গ] সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য
[ঘ] সরকারের সমালোচনা করার জন্য

২. সুশাসনের জন্য স্বচ্ছতা প্রয়োজন কেন?
[ক] দুর্নীতি রোধ করে
✅ আমলা নির্ভরতা কমায়
[গ] আইনের শাসন নিশ্চিত করে
[ঘ] ধনী গরিবের বৈষম্য কমায়

৩. জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করে?
[ক] UNESCO
✅ UNDP
[গ] UNICEF
[ঘ] UNHCR

৪. সুশাসন পূর্বশর্ত কী?
[ক] সরকারের শাসন
[খ] নেতার শাসন
[গ] জনগণের শাসন
✅ আইনের শাসন

৫. সুশাসন হচ্ছে একটি-
[ক] প্রশ্চিমা ধ্যান ধারণা
✅ আদর্শ পরিচালনা ব্যবস্থা
[গ] আমলাতান্ত্রিক ব্যবস্থা
[ঘ] পুরাতন- ধ্যান ধারণা

৬. কোনটি সামাজিক ক্ষেত্রে সুশাসন?
✅ [ক] সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষা
[খ] আইনের শাসন প্রতিষ্ঠা
[গ] রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি
[ঘ] বেকারত্ব হ্রাস

৭. সাম্প্রদাযিক সম্প্রীতি কোনটিকে আগ্রাসন থেকে রক্ষা করে?
[ক] জাতিকে
[খ] ব্যক্তিকে
✅ ধর্মকে
[ঘ] আত্মবিশ্বাসকে

৮. বাংলাদেশে কখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয?
[ক] ২০০৬ সালের ১ নভেম্বর
✅ ২০০৭ সালের ১ নভেম্বর
[গ] ২০০৮ সালের ১ নভেম্বর
[ঘ] ২০০৯ সালের ১ নভেম্বর

৯. ‘জনগণের কন্ঠস্বর’ বলা হয় কোনটিকে?
[ক] নির্বাচন
[খ] আইনসভা
✅ গণমাধ্যম
[ঘ] বিচার বিভাগ

১০. স্বচ্ছতার ইরেজি কী?
[ক] Transport
[খ] Transparency
✅ Transformation
[ঘ] Translate

১১. মানবাধিকারের মুখপাত্র কোনটি?
[ক] ইউনেস্কা
[খ] ইউনিসেফ
✅ জাতিসংঘ
[ঘ] জাতিপুঞ্জ

১২. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-
[ক] সরকার প্ররিচালনা
[খ] অধিকার ভোগ করা
[গ] নিয়মিত ব্যবসা করা
✅ নিয়মিত কর প্রদান

১৩. সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচারক নিয়োগ প্রক্রিযা হতে হবে-
[ক] গোপনীয়
✅ স্বেচ্ছা
[গ] আইন বিভাগ কর্তৃক
[ঘ] শাসন বিভাগ

১৪. Democracy is a government of the people, by the people and for the peole.-উক্তিটি কার?
[ক] এরিস্টটলের
✅ আব্রাহাম লিংকনের
[গ] লর্ড ব্রাইসের
[ঘ] অধ্যাপক গার্নারের

১৫. প্রতিষ্ঠানের বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি?
✅ সুশাসন
[খ] ন্যায়বিচার
[গ] গণতান্ত্রিক মূল্যবোধ
[ঘ] ক্ষমতার কাঠামো

১৬. বর্তমানে ‘ক’ রাষ্ট্রে দুর্নীত, অপরাধ ও সন্ত্রাস অনেকাংশেই কমে গেছে। সবাই সমানভাবে তাদের অধিকার ও স্বাধীনতা ভেঅগ করঐে। ‘ক’ রাষ্ট্রে কী বিদ্যমান?
[ক] প্রশাসন
✅ সুশাসন
[গ] স্বায়ত্তশাসন
[ঘ] স্বৈরশাসন

১৭. সুশাসন বলতে বোঝায়-
i. রাজনৈতিক স্থিতিশীলতা
ii. সরকারি সিদ্ধামেত্মর বৈধতা
iii. শাসক ও শাসিতের বৈধতা

নিচের কোনটি সঠিক?
[ক] ii ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১৮. সুশাসনেরে জন্য নাগরিকের করনীয় হলো-
i. শিক্ষিত ও সচেতন হওয়া
ii. সাম্প্রদাযিক ও সচেতন হওয়া
iii. দেশপ্রেমিক হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. সুশাসন প্রতিষ্ঠায় সর্বাপ্রেক্ষা গুরুত্বপূর্ণ হলো-
i. কল্যাণমূলক রাষ্ট্র
ii. নিরপ্রেক্ষ সুশীল সমাজ
iii. নিরন্তন ও সমন্বিত কর্মপ্রচেষ্টা

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

২০. দারিদ্রোর মূল কারণ কোনটি?
✅ দুর্নীতি
[খ] আমলাতন্ত্র
[গ] অস্থির নেতৃত্ব
[ঘ] গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা

২১. চিত্রে উল্লেখিত বিষযের ফলে-
i. নাগরিকরা প্র্ররস্পরের প্রতি সহনশীল হয়
ii. নাগরিকদের সাধারণ ইচ্ছায় প্রতিফলন ঘটে
iii. প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. বাংলাদেশের সুশাসন প্রিতষ্ঠায বাঁধা কোনটি?
✅ দুর্নীতি
[খ] অধিক জনসংখ্যা
[গ] একাধিক রাজনৈতিক দল
[ঘ] এককেন্দ্রিক সরকার ব্যবস্থা

২৩. সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে -
[ক] জনসমর্থনের অভাব
[খ] অধিক রাজনৈতিক দল
✅ জবাবদিহিতার অভাব
[ঘ] অগ্রতান্ত্রিক আচরণ

২৪. সুশাসন কখন বাধাগস্থ হয়েছে?
[ক] অর্থ-সম্পদের অভাবে
[খ] জনসংখ্যা কম হলে
✅ আইনের শাসন না থাকলে
[ঘ] সুসজ্জিত সেনাবাহিনীর অভাবে

২৫. পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায?
[ক] নাগরিকদের মধ্যে
[খ] শিক্ষকদের মধ্যেই
[গ] বিশেষজ্ঞদের মধ্যে
✅ আমলাদের মধ্যে

২৬. সুশাসনের মানদন্ড কোনটি?
✅ জনগণের সম্মতি ও সন্তুষ্টি
[খ] জনস্বার্থ
[গ] সম্মতি
[ঘ] সন্তুষ্টি

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

২৭. 'ক' দেশ দূর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় । 'ক' দেশের আমলাদের মধ্যে যেটির অভাব রয়েছে-
✅ স্বচ্ছা ও জবাবদিহিতা
[খ] অর্থ-সম্পদ না থাকলে
[গ] ধর্মীয় সহিঞ্চুতা
[ঘ] শিক্ষা ও সচেতনতা

২৮. সুশাসন বাধাগ্রস্থ হয়েছে
✅ আইনের শাসন না থাকলে
[খ] অর্থ-সম্পদ না থাকলে
[গ] সুসজ্জিত সেনাবাহিনীর না থাকলে
[ঘ] জনসংখ্যা কম থাকলে

২৯. যদি শুধু নামমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকে তবে কোনটি ঘটবে?
✅ স্বেচ্ছাচারিতার জন্ম হবে
[খ] আইনের শাসন প্রতিষ্ঠিত হবে
[গ] সুশাসন প্রতিষ্ঠা হবে
[ঘ] গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে

৩০. 'আইনের চোখে সকলে সমান।'-উক্তিটি কে করেন?
[ক] অধ্যাপক হ্যারন্ড জে. লাস্কি
[খ] লর্ড ব্রাইস
✅ অধ্যাপক ডাইহি
[ঘ] অধ্যাপ্রক হারমান ফাইনার

৩১. 'ক' হল 'খ' রাষ্ট্রের নাগরিক। এই 'খ' রাষ্ট্রে প্রত্যেক নাগরিককে নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণ তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করে।'খ' রাষ্ট্রে বিদ্যমান রয়েছে কোনটি?
[ক] স্বেচ্ছাচারিতা
✅ সুশাসন
[গ] চরম রাজতান্ত্রিকতা
[ঘ] দক্ষ বিচারক

৩২. কুর্দি কী?
✅ একটি বিদ্রোহী গোষ্ঠী
[খ] একটি স্বাধীন দেশ
[গ] একটি জলপ্রপাত
[ঘ] একটি দেশের রাজধানী

৩৩. দারিদ্রোর মূল কারণ কোনটি?
✅ দুর্নীতি
[খ] আমলাতন্ত্র
[গ] অস্থির নেতৃত্ব
[ঘ] গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা

৩৪. কার দক্ষতার ওপর প্রশাসনের দক্ষতা নির্ভর করে?
✅ আমলা
[খ] ইঞ্জিনিয়ার
[গ] আইনজীবি
[ঘ] সরকার প্রধান

৩৫. ক্ষমতার কাঠামো কীসের ওপর নির্ভর করে?
[ক] অর্থনৈতিক ব্যবস্থা
✅ রাজনৈতিক ব্যবস্থা
[গ] সামাজিক ব্যবস্থা
[ঘ] সাংস্কৃতিক ব্যবস্থা

৩৬. টেকসই উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
[ক] অগণতান্ত্রিক
✅ প্রাতিষ্ঠানিকীকরণ
[গ] দুর্বল প্রশাসন
[ঘ] অদক্ষ নেতৃত্ব

৩৬. বোরহান সরকারি আমলা। কোনো কাজ তিনি আনুষ্ঠানিক পদ্ধতির বাইরে করতে চান না এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করেন। কোন বিষয়টি বোরহানের দায়িত্বশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে?
[ক] উচ্চবেতন
[খ] সুষ্ঠু কর্ম পরিবেশ
✅ জবাবদিহিতা
[ঘ] কঠোর শাস্তি

৩৮. দুর্নীতির কারণে-
i. উন্নয়ন ব্যাহত হয়
ii. জনগণ বিদ্রোহী হয়
iii. সুশাসন বাধাগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. দুর্নীতির বিচার না হলে-
i. দুর্নীতি বেড়ে যায়
ii. উন্নয়ন বাধাগ্রস্থ হয়
iii. সমাজে অযোগ্যদের দাপট বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০. বিচার বিভাগ স্বাধীন না হলে-
i. আইনের শাসন কার্যকর হয়
ii. ন্যায়বিচার ভূলুন্ঠিত হয়
iii. সবল দুর্বলকে গ্রাস করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪১. সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে-
i. দুর্নীতি
ii. রাজনৈতিক অস্থিতিশীলতা
iii. অদক্ষ নেতৃত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে কোনটির প্রয়োজন??
[ক] রাজনৈতিক ঐকমত্য
[খ] আন্তর্জাতিক
[গ] আঞ্চলিক ঐকমত্য
✅ জাতীয় ঐকমত্য

৪৩. কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি?
[ক] জেন্ডার সমতা আনয়ন
[খ] সরকার ঐকমত্য
✅ সুশাসন প্রতিষ্ঠা
[ঘ] নির্বাচিত সরকার

৪৪. দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য কোন সংস্থা UNCAC নামে কনভেনসন প্রণয়ন করে?
✅ জাতিসংঘ
[খ] এডিবি
[গ] জাইকা
[ঘ] জাতিপুঞ্জ

৪৫. সুশাসনে নাগরিকদের অংশগ্রহণ কীসের ওপর নির্ভর করে?
[ক] নাগরিকদের সামর্থোর ওপর
✅ নাগরিকদের সচেতনতার ওপর
[গ] নাগরিকদের শিক্ষার ওপর
[ঘ] নাগরিকদের চরিত্রের ওপর

৪৬. সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কী?
[ক] রাজতন্ত্র
✅ গণতন্ত্র
[গ] স্বৈরতন্ত্র
[ঘ] অভিজাততন্ত্র

৪৭. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কে?
[ক] রাষ্ট্রনায়ক
✅ নাগরিক
[গ] পার্লামেন্ট
[ঘ] প্রধান বিচারপতি

৪৮. জবাবদিহিতা থাকলে কোনটি হ্রাস পায়?
✅ দুর্নীতি
[খ] গণতন্ত্র
[গ] জনসচেতনতা
[ঘ] আইনের শাসন

৪৯. আইনের শাসন অর্থ কী?
[ক] কেউ কেউ আইনের ঊর্ধ্বে
[খ] আইনের দৃষ্টিতে অসমান
✅ আইনের দৃষ্টিতে সকলেই সমান
[ঘ] রাজনৈতিক অস্থিতিশীলতা

৫০. কোনটি রাষ্ট্রের সম্পদ?
[ক] দুর্নীতিগ্রস্ত ব্যক্তি
[খ] আমলারা
✅ সচেতন জনগণ
[ঘ] মন্ত্রীগণ
Share:

0 Comments:

Post a Comment