HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 1st Paper mcq Question Answer pdf download

উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Civics and Good Governance
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Civis
[খ] Civitas
[গ] Polis
✅ Civics

২. Civitas শব্দের অর্থ কী?
[ক] নগর
✅ নগররাষ্ট্র
[গ] রাষ্ট্র
[ঘ]নাগরিকতা

৩. নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি?
[ক] ইতিহাস
[খ] অর্থনীতি
[গ] পৌরনীতি
✅ যুক্তিবিদ্যা

৪. ‘মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব।’ উক্তিটি কে করেছেন?
[ক] প্লেটো
[খ] উইলোবি
[গ] রুশো
✅ এরিস্টটল

৫. কোনটি পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
✅ Civics and Good Governance
[খ] Civis and Good Governance
[গ] Civitas and Good Governance
[ঘ] Civics and Civitas

৬. ‘নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি’-উক্তিটি কার?
[ক] সক্রেটিস
[খ] এফ আই গস্নাউড
[গ] এরিস্টটল
✅ ই এম হোয়াইট

৭. পৌরনীতি শব্দটি কোন ভাষার শব্দ?
✅ সংস্কৃত
[খ] ফার্সি
[গ] উর্দু
[ঘ] হিন্দি

৮. কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়?
[ক] গুজরাটি
[খ] ফরাসি
✅ সংস্কৃত
[ঘ] মণিপুরী

৯. আজমল সাহেব এলঅকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মেঘনাথ বাবু একই এলাকায় একটি মন্দির পরিচালনা করেন। উভয়ের পরিচালিত প্রতিষ্ঠানগুলো কী ধরণের প্রতিষ্ঠান?
[ক] আন্তর্জাতিক প্রতিষ্ঠান
✅ সামাজিক প্রতিষ্ঠান
[গ] রাজনৈতিক প্রতিষ্ঠান
[ঘ] অর্থনৈতিক প্রতিষ্ঠান

১০. বর্তমান নগররাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি?
[ক] মহাদেশ
[খ] বৃহদায়তন রাষ্ট্র
✅ প্রদেশ
[ঘ] সিটি কার্পোরেশন

১১. পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা?
[ক] ভৌত বিজ্ঞান
[খ] অজৈব বিজ্ঞান
✅ সামাজিক বিজ্ঞান
[ঘ] প্রাণ বিজ্ঞান

১২. প্রাচীন গ্রিসে কোন অধিকার ভৈাগকারীদের নাগরিক বলা হতো?
✅ রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

১৩. জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন?
[ক] এরিস্টটল
[খ] টমাস হবস
[গ] রুশো
✅ ম্যাকিয়াভেলি

১৪. পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়?
[ক] সামাজিক স্বার্থ
✅ ব্যক্তি স্বার্থ
[গ] গোষ্ঠী স্বার্থ
[ঘ] দলীয় স্বার্থ

১৫. The Philosophy of Citizenship গ্রন্থটির রচয়িতা কে?
[ক] জেমস গুন্ড
[খ] এফ আই প্লাউড
✅ ই এম হোয়াইট
[ঘ] জর্জ জেলেনিক

১৬. উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে?
[ক] অর্থনীতি
[খ] ইতিহাস
✅ পৌরনীতি ও সুশাসন
[ঘ] যুক্তিবিদ্যা

১৭. রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে বলল। মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বলল?
[ক] অর্থনীতি
[খ] সমাজবিজ্ঞান
[গ] নীতিশ্বাস্ত্র
✅ পৌরনীতি ও সুশাসন

১৮. Civis + Civitas = Civics. যার আলোচ্য বিষয় হচ্ছে-
i. নাগরিকের অধিকার ও কর্তব্য
ii. নাগরিকের আচার-আচারণ ও সংস্কৃতি
iii. বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

১৯. পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে-
i. রাষ্ট্রের অতীত ও বর্তমান
ii. প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে
iii. সম্পদবন্টনের অতীত ও বর্তমান রূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়াজ একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়। সে দেশের অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল ও দুর্নীতি রোধ করে সর্বস্তরে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অর্জিত শিক্ষা কাজে লাগাতে চায়।

২০. উদ্দীপকের রিয়াজের পাঠ্যবিষয় হিসেবে কোন বিষয়টা রাখা উচিত?
✅ পৌরনীতি ও শুসাশন
[খ] অর্থনীতি
[গ] যুক্তিবিদ্যা
[ঘ] সমাজ বিজ্ঞান

২১. উদ্দীপকে আলোকিত প্রসঙ্গসমূহ উচ্চ শিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে?
[ক] সমাজবিজ্ঞান
[খ] ভূগোল
✅ রাষ্ট্রবিজ্ঞান
[ঘ] ইতিহাস

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ এবং ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব লতিফ সাহেব একজন ধনী কিন্তু স্বল্প শিক্ষিত ব্যক্তি। তিনি প্রায়ই আয়কর ফাঁকি দেন। এছাড়া পানি বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়মিত পরিশোধ করেন না। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের কোনো নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ করেন না। তিনি তার নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন নন বলেই দেশাত্মবোধে উজ্জীবিত হন না।

২২. জনাব লতিফ সাহেবের কোন বিষয়ের জ্ঞানের অভাব রয়েছে?
✅ পৌরনীতি ও সুশাসন
[খ] সমাজবিজ্ঞান
[গ] লোক প্রশাসন
[ঘ] অর্থনীতি

২৩. জনাব লতিফ সাহেবের দেশাত্মবোধ জাগ্রত করতে হলে-
i. নাগরিক অধিকার সচেতন হতে হবে
ii. কর্তব্যবোধ জাগ্যত করতে হবে
iii. নাগরিক মূল্যবোধ বৃদ্বি করতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. পৌরনীতি বিষয়ের নতুন নাম কী?
[ক] পৌরনীতি ও শাসন
[খ] পৌরনীতি ও লোক প্রশাসন
[গ] পৌরনীতি ও শাসন ব্যবস্থা
✅ পৌরনীতি ও সুশাসন

২৫. জাতিরাষ্ট্র আয়তনে কেমন?
[ক] ক্ষুদ্র
[খ] নগরের সদৃশ্য
[গ] বিশাল
✅ অতি বিশাল

২৬. ‘দেশ ঠিক মায়ের মতোই- এ উপলব্ধিকে কী বলা যায়?
[ক] মানবতাবোধ
[খ] ভ্রাতৃত্ববোধ
✅ দেশাত্মবোধ
[ঘ] মমত্ববোধ

২৭. মানবসভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি?
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
✅ পরিবার
[ঘ] গোষ্ঠী

২৮. কোন ধরনের তত্ত্ব পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
[ক] জনসংখ্যা
✅ রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] বিবর্তন

২৯. কোনটি বৈশ্বিক সংগঠন?
[ক] সার্ক
✅ জাতিসংঘ
[গ] আসিয়ান
[ঘ] ইইউ

৩০. ইতিহাস নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার কোন পথকে নির্দেশ করে?
[ক] বর্তমানের
[খ] উন্নতির
✅ ভবিষ্যতের
[ঘ] প্রগতির

৩১. বাংলাদেশ সংবিধান সম্পর্কিত আলোচনা নাগরিকতার কোন দিক সম্পর্কিত আলোচনার অন্তর্ভুক্ত?
[ক] আন্তর্জাতিক
[খ] আঞ্চলিক
✅ জাতীয়
[ঘ] স্থানীয়

৩২. বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এ বিষয় সম্পর্কে জানতে হলে কোনো ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে?
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
✅ রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

৩৩. ভাষা আন্দোলন, ৬দফা, ১৯৭০ এর নির্বাচন, ১৯৯০- এর গণঅভ্যুন্থান প্রভৃতি বিষয়গুলো কোন জাতীয় ঘটনা?
[ক] প্রশাসনিক
✅ রাজনৈতিক
[গ] সামাজিক
[ঘ] দলীয়

৩৪. সংবেদনশীলতা শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
[ক] লজ্জা
✅ সাড়া
[গ] দায়িত্বশীলতা
[ঘ] স্বচ্ছতা

৩৫. মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয় দ্বারা কোনটি বোঝা যায়?
✅ আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা
[খ] অর্থনৈতিক অগ্রগতি
[গ] মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য
[ঘ] মানবতা

৩৬. হাসান গাজীপুর সিটি কার্পোরেশন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে। হাসানের সিটি কার্পোরেশননাগরিকতার কোন দিক?
[ক] জাতীয় দিক
[খ] আন্তর্জাতিক দিক
✅ স্থানীয় দিক
[ঘ] আঞ্চলিক দিক

৩৭. মিজান সাহেব একজন সরকারি কলেজের শিক্ষক। তিনি ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি নাগরিকের অধিকার, কর্তব্য ও সুনাগরিকদের গুণাবলি অর্জনের উপায়ও শিক্ষা দেন। তিনি নাগরিকতার কোন দিকটি নিয়ে কাজ করেছেন?
✅ জাতীয় দিক
[খ] স্থানীয় দিক
[গ] আন্তর্জাতিক দিক
[ঘ] আঞ্চলিক দিক

৩৮. বাংলাদেশের জনগণ ভঅষঅর দাবিতে ১৯৫২ সালে ভাষা আন্দোলন করে। এটি নাগরিকতার কোন দিকটি ইঙ্গিত করে?
[ক] স্থানীয় দিক
✅ জাতীয় দিক
[গ] আন্তর্জাতিক দিক
[ঘ] আঞ্চলিক দিক

৩৯. রওনক তার দেশের বিভিন্ন সময়কার সরকারের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে জানতে চায়। তার কোন বিষয়টি পাঠ করা উচিত?
[ক] সমাজবিজ্ঞান
[খ] ইতিহাস
✅ পৌরনীতি
[ঘ] নৃ-বিজ্ঞান

৪০. কামাল ইসলাম ধর্মে আর রাজিব সাহা হিন্দু ধর্মে বিশ্বাসী। দুজনেই সাম্প্রদায়িক গোঁড়ামি, দীনতা, কুসংস্করি প্রভৃতি থেকে মুক্ত। কামাল ও রাজিব কোন বিষয়ের জ্ঞান লাভ করেছে বলে মনে কর?
[ক] লোক প্রশাসন
[খ] অর্থনীতি
[গ] প্রাণ বিজ্ঞান
✅ পৌরনীতি ও সুশাসন

৪১. পৌরনীতি পাঠে যে সব বিষয় সম্পর্কে জানা যায়-
i. নাগরিক কার্যাবলি
ii. নাগরিকের আচার আচারণ
iii. নাগরিকের সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. সুশাসন এক ধরনের-
✅ রাজনৈতিক ধারণা
[খ] প্রশাসনিক ধারণা
[গ] সামাজিক ধারণা
[ঘ] মানসিক ধারণা

৪৩. উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্কযুক্ত?
[ক] Citizen
[খ] City state
✅ Governance
[ঘ] Civics

৪৪. ‘Governance’ ইংরেজি প্রতিশব্দ কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
✅ গ্রিক
[খ] ল্যাটিন ও জার্মান
[গ] চীনা ও টিউটনিক
[ঘ] রোমান ও জার্মান

৪৫. বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৪৬. সুশাসন প্রত্যয়টি দ্বারা কোনটি নির্দেশ করে?
✅ শাসনের প্রকৃতি
[খ] সরকার কাঠামো
[গ] সরকারের ধরন
[ঘ] নাগরিক অধিকারের প্রকৃতি

৪৭. পৌরনীতি ও সুশাসন বিষয়ের দৃষ্টিতে গভনের্ন্স কী?
✅ শাসনের ব্যবস্থা
[খ] সুশাসন
[গ] সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া
[ঘ] জন- অংশগ্রহণ

৪৮. ইউএনডিপি- এর দৃষ্টিতে গভর্নেন্স মূলত কী?
[ক] ক্ষমতার ব্যবহার
[খ] জনগণের চাহিদা
✅ কর্তৃত্বের চর্চা
[ঘ] জনগণের বৈধ অধিকার

৪৯. সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত?
✅ বিশ্বব্যাংক
[খ] জাতিসংঘ
[গ] ইউরোপীয় ইউনিয়ন
[ঘ] আইএলও

৫০. বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছিল?
[ক] ১৯৯১ সালে
[খ] ১৯৯২ সালে
[গ] ১৯৯৩ সালে
✅ ১৯৯৪ সালে
Share:

1 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide