এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq Question Answer pdf download
উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯
HSC Civics and Good Governance
2nd Paper
MCQ
Question and Answer pdf download
১. বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য হল-
ক. বিশেষ কারও সাথে বন্ধুত্ব কারও প্রতি শত্রুতা নয়
খ. সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে শত্রুতা
গ. সকলের সাথে শত্রুতা
ঘ. গোষ্ঠী বিশেষের সাথে মিত্রতা নয়
২. বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান শর্ত কী?
ক. শত্রুতার নীতি
খ. বন্ধুত্বের নীতি
গ. আঞ্চলিক নীতি
ঘ. নিরপেক্ষ নীতি
৩. পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি গ্রহণ করেছে?
ক. জোটপূর্ণ নীতি
খ. জোট নিরপেক্ষ নীতি
গ. বৃহৎ শক্তির জোট
ঘ. সাম্রাজ্যবাদী জোট
৪. "National policy" শব্দের অর্থ কী?
ক. অভ্যন্তরীণ নীতি
খ. বাহ্যিক নীতি
গ. বৈদেশিক নীতি
ঘ. জাতীয় নীতি
৫. বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য হল-
i. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা
ii. প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরী সম্পর্ক গড়ে তোলা
iii. প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. সার্ক গঠিত হয় কত সালে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৮৫ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
৭. সার্কের বর্তমান মহাসচিবের নাম কী?
ক. শীলকান্ত শর্ম
খ. আহমেদ সালাম
গ. নিহলে রডারিগো
ঘ. চেনকিয়াব দরজি
৮. প্রতিষ্ঠাকালীন সময়ে সার্কের সহযোগিতার ক্ষেত্র ছিল কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
৯. সার্কের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকায়
খ. নয়াদিল্লিতে
গ. কলম্বোতে
ঘ. করাচিতে
১০. কত সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৮৭ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
১১. সার্কভুক্ত কোন দেশের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে?
ক. চীন
খ. দক্ষিণ কোরিয়া
গ. ভারত
ঘ. মায়ানমার
১২. কে সার্কের প্রথম মহাসচিব ছিলেন?
ক. আবুল আহসান
খ. জিয়াউর রহমান
গ. ফাতিমা দিয়ানা সাঈদ
ঘ জিগমে ওয়াই ফিনলে
নিচের ছক থেকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
১৩. উদ্দীপকে '?' চিহ্নিত সংস্থাটির নাম কী?
ক. জাতিসংঘ
খ. আসিয়ান
গ. ওআইসি
ঘ. সার্ক
১৪. ছকে '?' চিহ্নিত সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর ওপর-
i. অর্থনৈতিক সহযোগিতা করে
ii. পরস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে
iii. অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
১৬. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কত তম মুসলিম রাষ্ট্র?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. চতুর্থ
১৭. কত সালে ইসলামিক সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
১৮. কোন সালে ঢাকায় ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
১৯. ওআইসির প্রধান কাজ কী?
ক. নীতি ও দৃষ্টিভঙ্গির সমন্বয়
খ. মন্ত্রীদের আনুগত্য
গ. চার-পাঁচ সদস্যের সিদ্ধান্ত
ঘ. পার্শ্ব সংগঠন
২০. সেক্রেটারিয়েট গঠিত হয়-
i. একজন সেক্রেটারি জেনারেল
ii. তিজন সহকারী সেক্রেটারি জেনারেল
iii. প্রয়োজনীয় স্টাফ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. ইউরোপীয় ইউনিয়নের সদস্য কতটি?
ক. ২০টি
খ. ২৭টি
গ. ২৮টি
ঘ. ৩০টি
২২. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোমে
খ. প্যারিসে
গ. ব্রাসেলসে
ঘ. লন্ডনে
২৩. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত?
ক. ৭৫টি
খ. ৫৮টি
গ. ২৮টি
ঘ. ১০টি
২৪. ইইউ দেশগুলোর মধ্যে যে একক মুদ্রা চালু হয়েছে তার নাম কী?
ক. টাকা
খ. ডলার
গ. দিনার
ঘ. ইউরো
২৫. ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগের নাম কী?
ক. ইউসি
খ. ইসি
গ. আইসিসি
ঘ. ওসি
২৬. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম কী?
ক. টাকা
খ. ডলার
গ. দিনার
ঘ. ইউরো
২৭. কোন ক্ষেত্রে ইউরোপ এখন বিশ্বশক্তি?
ক. রাজনৈতিক ক্ষেত্রে
খ. অর্থনৈতিক ক্ষেত্রে
গ. সামাজিক ক্ষেত্রে
ঘ. সাংস্কৃতিক ক্ষেত্রে
২৮. ইইউ কোন দেশের শক্ত প্রতিপক্ষ হতে পারে?
ক. রাশিয়া
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
২৯. ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্যত
i. বাণিজ্যিক অর্থনৈতিক উন্নতি সাধন
ii. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
iii. সদস্য দেশগুলোর পারস্পরিক বিশ্বাস স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. ১৯৭২ সালে বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. কমনওয়েলথ
খ. জাতিসংঘ
গ. জোট নিরপেক্ষ আন্দোলন
ঘ. ও আই সি
উত্তরমালা
১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
খখখঘখখখগগখগকঘকখ
১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
খখখকঘগগগঘখঘখগকক
0 Comments:
Post a Comment