HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq Question Answer pdf download

উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Civics and Good Governance
2nd Paper
MCQ
Question and Answer pdf download

উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ডাউনলোড পিডিএফ

১. গ্রাম ও শহর অঞ্চলের স্থানীয় সংস্থা কর্তৃক পরিচালিত স্থানীয় জনপ্রতিনিধিদের শাসনকে কী বলে?
ক. স্বায়ত্তশাসন
খ. স্থানীয় শাসন
গ. স্ব-শাসন
ঘ. সামরিক শাসন

২. 'যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভোগ করে তাহলে সেই শাসনব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে।'- উক্তিটি কার?
ক. জন ক্লার্ক
খ. হেনরি মেডিক
গ. ই এল হ্যালজাক
ঘ. ডব্লিউ সি. রবসন

৩. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতাপ্রাপ্ত হয় কীসের মাধ্যমে?
ক. প্রথা
খ. আইন
গ. সম্পদ
ঘ. ধর্ম

৪. ১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশে জেলার কত ছিল?
ক. ২২টি
খ. ২৬টি
গ. ২৮টি
ঘ. ৩০টি

৫. স্থানীয় সরকার কীসের অংশ?
ক. জনগণের অংশ
খ. বিদেশি সংস্থার অংশ
গ. জাতীয় সরকারের অংশ
ঘ. বিদেশি রাষ্ট্রের অংশ

৬. 'আইনসংগত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার' বলে উল্লেখ করা হয়েছে কোথায়?
ক. বাংলাদেশ সংবিধানে
খ. ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন রিপোর্টে
গ. লোকাল গভর্নমেন্ট কোয়ার্টারলিতে
ঘ. সামাজিক বিজ্ঞান কোষে

৭. স্থানীয় স্বায়ত্তশাসন কী?
ক. জনপ্রতিনিধিদের শাসন
খ. কেন্দ্রীয় সরকারের শাসন
গ. স্থানীয় সরকারের শাসন
ঘ. সরকারি কর্মকর্তাদের শাসন

৮. বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
ক. গ্রাম পরিষদ
খ. ইউনিয়ন পরিষদ
গ. উপজেলা পরিষদ
ঘ. জেলা পরিষদ

৯. বাংলাদেশের স্থানীয় সরকারের কর্মকর্তা কর্মচারী হলেন-
ক. বেসরকারি
খ. সরকারি
গ. স্বায়ত্তশাসিত
ঘ. আধা-সরকারি

১০. স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কী?
ক. জেলা প্রশাসন
খ. উপজেলা
গ. ইউনিয়ন
ঘ. পৌরসভা

১১.স্থানীয় সমস্যাগুলো কাদের দ্বারা সমাধান হওয়া উচিত?
ক. রাজনৈতিক নেতাদের দ্বারা
খ. রাষ্ট্রের মাধ্যমে
গ. স্থানীয় জনগণের মাধ্যমে
ঘ. রাষ্ট্রপতির মাধ্যমে

১২. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌণ?
ক. নির্বাচনি প্রতিনিধিদের
খ. স্থানীয় জনগণের প্রতিনিধিদের
গ. সরকারি কর্মকর্তাদের
ঘ. প্রাদেশিক সরকারের নিযুক্ত কর্মকর্তাদের

১৩. স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়, কেননা-
i. জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়
ii. নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা বৃদ্ধি পায়
iii. রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৪. ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫

১৫. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হন?
ক. জনগণের প্রত্যক্ষ ভোটে
খ. গণভোটে
গ. সদস্যদের দ্বারা
ঘ. জেলা প্রশাসকের দ্বারা

১৬. স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ জারি করা হয় কত সালে?
ক. ১৯০২ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৮৪ সালে

১৭. কত সালের পর থেকে ৩ জন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন?
ক. ১৯৮২ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৯৭ সালে
ঘ. ১৯৮৪ সালে

১৮. ব্যয় নির্বাহের জন্য ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে-
i. ঘর বাড়ির মূল্য ও জমির আয়ের ওপর
ii. যানবাহনের ওপর
iii. হাটবাজার ও জনমহলের ওপর

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৯. পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কী?
ক. চেয়ারম্যান
খ. পৌর মেয়র
গ. কমিশনার
ঘ. কাউন্সিলর

২০. পৌরসভার সূচনা হয় কত সালে?
ক. ১৮৮২ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৯৮৪ সালে

২১. বাংলাদেশে বর্তমানে পৌরসভার সংখ্যা প্রায় কত?
ক. ৩০৯টি
খ. ৩১৯টি
গ. ৩০০টি
ঘ. ৩১২টি

২২. পৌরসভার জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলির অন্তর্ভুক্ত নিচের কোনটি?
ক. জাদুঘর স্থাপন
খ. মশক নিধন
গ. বৃক্ষ রোপণ
ঘ. ভিক্ষাবৃত্তি প্রতিরোধ

২৩. পৌরসভা কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত?
ক. স্থানীয় সরকার মন্ত্রণালয়
খ. স্থানীয় সরকার
গ. পল্লি উনণয়ন মন্ত্রণালয় পল্লি উনণয়ন মন্ত্রণালয়
ঘ পল্লি উনণয়ন ও সমবায় মন্ত্রণালয়

২৪. পৌরসভার প্রধান কাজ কোনটি?
ক. জনকল্যাণমূলক
খ. আইন প্রণয়ন
গ. প্রশাসনিক
ঘ. ন্যায়বিচার

২৫. পৌরসভার বিচার কমিটি কত সদস্য নিয়ে গঠিত?
ক. তিন জন
খ. পাঁচ জন
গ. চার জন
ঘ. ছয় জন

২৬. কত সালের আইন অনুযায়ী কর্পোরেশনের মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন?
ক. ১৯৮২ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৮৪ সালে

২৭. পৌরসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয়-
i. আয়তনের ভিত্তিতে
ii. অবস্থানের ভিত্তিতে
iii. লোকসংখ্যার ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব রূপকানিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত। তিনি সকল শ্রেণি পেশার জনগণকে সম্পৃক্ত করে এলাকার আয়ের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ, নলকূপ স্থাপন, বিচার সালিশ সম্পাদনসহ নানান উন্নয়নমূলক কাজ করেন। তার প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনায় জনকল্যাণ নিশ্চিত হয়েছে।

২৮. উদ্দীপকে করিম সাহেব যে পদের অধিকারী-
ক. মেয়র
খ. কাউন্সিলর
গ. হেডম্যান
ঘ. সদস্য

২৯. করিম সাহেবের এরকম ভূমিকার ফলে এলাকায় দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে সহায়ক হবে-
i. বিচারকার্যে অংশগ্রহণ করতে পারে
ii. রাজনৈতিক শিক্ষালাভ করতে হবে
iii. স্থানীয় শাসনকার্যে সরাসরি অংশগ্রহণ পারে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩০. নিচের কোন সংস্থায় মহিলা ভাইস-চেয়ারম্যানের পদ রয়েছে?
ক. উপজেলা পরিষদ
খ. ইউনিয়ন পরিষদ
গ. পৌরসভা
ঘ. সিটি কর্পোরেশন

উত্তরমালা

১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
খগখকগককখগখগগঘঘক

১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
গগখখগখখগকখগখঘঘক
Share:

0 Comments:

Post a Comment