এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq Question Answer pdf download
উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪
HSC Civics and Good Governance
2nd Paper
MCQ
Question and Answer pdf download
১. বাংলাদেশ সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে?
ক. বিবর্তনের মাধ্যমে
খ. বিপস্নবের মাধ্যমে
গ. গণপরিষদের মাধ্যমে
ঘ. অনুমোদনের মাধ্যমে
২. ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন-
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. ডঃ কামাল হোসেন
ঘ. মনোরঞ্জন ধর
৩. স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করে?
ক. পাকিস্তান খ ভারত
গ. নেপাল
ঘ. বাংলাদেশ
৪. পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল?
ক. ৫ বছর
খ. ৬ বছর
গ. ৭ বছর
ঘ. ৯ বছর
৫. সংবিধান কী পরিচালনার সর্বোচ্চ দলিল?
ক. রাষ্ট্র
খ. সমাজ
গ. পরিবার
ঘ. গ্রাম
৬. নাগরিকের মৌলিক অধিকারসমূহ কোথায় বর্ণিত থাকে?
ক. সংবিধানে
খ. নাগরিক দলিলে
গ. সচিবালয় আইনে
ঘ. কার্যপ্রণালী বিধিতে
৭. কে গণপরিষদ আদেশ জারি করেন?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. আইনমন্ত্রী
ঘ. স্পিকার
৮. খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কয়টি বৈঠকে মিলিত হয়?
ক. ৩৭টি
খ. ৪৭টি
গ. ৭৪টি
ঘ. ৮৯টি
৯. ডঃ কামাল হোসেন গণপরিষদের খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন-
ক. ১২ জানুয়ারি, ১৯৭২
খ. ১২ এপ্রিল, ১৯৭২
গ. ১২ মে, ১৯৭২
ঘ. ১২ অক্টোবর, ১৯৭২
১০. কত তারিখে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাস হয়?
ক. ৪ নভেম্বের ১৯৭২
খ. ৪ নভেম্বর ১৯৭৩
গ. ৪ নভেম্বর ১৯৭৪
ঘ. ৪ নভেম্বর ১৯৭৫
১১. বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক. ১৪৯
খ. ১৫১
গ. ১৫২
ঘ. ১৫৩
১২. প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন কে?
ক. প্রধান বিচারপতি
খ. স্পিকার
গ. জাতীয় সংসদ
ঘ. রাষ্ট্রপতি
১৩.১৯৭২ সালের সংবিধানের ধরনের মালিকানার কথা বলা হয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৪. মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ পত্র পাঠাবেন?
ক. প্রধানমন্ত্রী
খ. মন্ত্রিপরিষদ
গ. প্রধান বিচারপতি
ঘ. স্পিকার
১৫. কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয়?
ক. রাষ্ট্রপরিচালনার মূলনীতি
খ. সাংবিধানিক প্রাধান্য
গ. সংসদীয় গণতন্ত্র
ঘ. অলিখিত সংবিধান
১৬. গণতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা?
ক. প্রাচীন
খ. স্বৈরাচারী
গ. প্রহসনমূলক
ঘ. প্রতিনিধিত্বমূলক
১৭. সংবিধানে কর্মকমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
ক. ১৩১
খ. ১৩৫
গ. ১৩৬
ঘ. ১৩৭
১৮. কোনটি ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়?
ক. মৌলিক অধিকার
খ. এককেন্দ্রিক রাষ্ট্র
গ. সংসদীয় সরকার
ঘ. সীমিত ভোটাধিকার
১৯. বাংলাদেশের সংবিধানের কয়টি ভাগ রয়েছে?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
২০. বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাটি কেমন?
ক. সুস্পর্শ ও আকর্ষণীয়
খ. অস্পষ্ট ও জটিল
গ. অনাকর্ষণীয় ও স্পষ্ট
ঘ. সংক্ষিপ্ত ও অসাধারণ
২১. বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয়টি কোন ভাগে উল্লেখ রয়েছে?
ক. ৩য় ভাগে
খ. ৫ম ভাগে
গ. ৭ম ভাগে
ঘ. ১০ম ভাগে
২২. বাংলাদেশের সংবিধান সংশোধন করতে কত ভাগ ভোটের প্রয়োজন?
ক. দু-তৃতীয়াংশ
খ. দু- চতুর্থাংশ
গ. অর্ধেক
ঘ. এক পঞ্চমাংশ
২৩. 'জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মৌলিক'- কোথায় বলা হয়েছে?
ক. কার্যবিধিতে
খ. রাষ্ট্রপতি আইনে
গ. সংবিধানে
ঘ. মন্ত্রিসভার ওয়ার্ক পেপারে
২৪. মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি কোথায় লিপিবদ্ধ করা হয়েছে?
ক. সংবিধানে
খ. কার্যবিধিতে
গ. সুপ্রিমকোর্টের আদেশে
ঘ. সরকারি পরিদপ্তরের বিধিতে
২৫. বাংলাদেশের সংবিধান মোতাবেকই নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করেন?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. ন্যায়পাল
২৬. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ক. এককক্ষ
খ. দ্বিকক্ষ
গ. ত্রিকক্ষ
ঘ. বহুকক্ষ
২৭. বাংলাদেশের আইনসভার নাম কী?
ক. ন্যাশনাল পার্লামেন্ট
খ. জাতীয় সংসদ
গ. বাংলাদেশ পার্লামেন্ট
ঘ. জাতীয় অ্যাসেম্বলি
২৮. বাংলাদেশ কী ধরনের প্রজাতন্ত্র?
ক. এককেন্দ্রিক
খ. দ্বিকেন্দ্রিক
গ. বহুকেন্দ্রিক
ঘ. ত্রিকেন্দ্রিক
২৯. রাষ্ট্রপ্রধান কাদের ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন?
ক. সংসদ সদস্যদের
খ. মন্ত্রীদের
গ. সচীবদের
ঘ. বিচারপতিদের
৩০. একটি স্বাধীন বিচার বিভাগ কিসের রক্ষাকবচ হিসেবে কাজ করে?
ক. রাজতন্ত্রের
খ. গণতন্ত্রের
গ. সমাজতান্ত্রিক
ঘ. সামন্ততন্ত্রের
উত্তরমালা
১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
ঘগঘঘকককগঘকঘঘখঘঘ
১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
ঘঘঘখকঘকগকককখককখ
0 Comments:
Post a Comment