এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq Question Answer pdf download
উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১০
HSC Civics and Good Governance
2nd Paper
MCQ
Question and Answer pdf download
১. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?
ক. অনাথ
খ. উপজাতি
গ. ভিক্ষুক
ঘ. প্রতিবন্ধী
২. 'প্রতিবন্ধী' শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Disability
খ. Disable
গ. Dispass
ঘ. Discount
৩. বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধিতার সমস্যায় আক্রান্ত?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
৪. জাতিসংঘ কোন সালে 'প্রতিবন্ধীদের অধিকার সনদ' প্রণয়ন করে?
ক. ১৯৭৯
খ. ১৯৯০
গ. ২০০০
ঘ. ২০০৬
৫. কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ১৭ মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী?
ক. জাতিসংঘ
খ. ইউনিসেফ
গ. ইউনেস্কো
ঘ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৬. প্রকৃতি অনুযায়ী কত ধরনের প্রতিবন্ধী লক্ষ্য করা যায়?
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
৭. বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্যে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
ক. সচেতনতা বৃদ্ধি
খ. শক্তি প্রদর্শন
গ. সহমর্মিতা দেখানো
ঘ. সমতা বিধান
৮. প্রতিবন্ধীরা সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে কী করতে পারেনা?
ক. স্বাধীন জীবনযাপন
খ. পরিপূর্ণ জীবনযাপন
গ. স্বাভাবিক জীবনযাপন
ঘ. উন্নত জীবনযাপন
৯. আধুনিক কালে কোন ধরনের সম্প্রসারণ ঘটেছে?
ক. প্রতিবন্ধী সংক্রান্ত ধারণা
খ. অর্থনৈতিক ধারণা
গ. দুর্নীতি সংক্রান্ত ধারণা
ঘ. রাজনীতি সংক্রান্ত ধারণা
১০. প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের সব সর্বাগ্রে কিসের প্রয়োজন?
ক. দৃষ্টিভঙ্গির পরিবর্তন
খ. মানবাধিকারের পরিবর্তন
গ. সামাজিক পরিবর্তন
ঘ. অর্থনৈতিক পরিবর্তন
১১.সর্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে কী নীতিমালা অনুসরণ করতে হবে?
ক. অসমতার নীতিমালা
খ. সমতার নীতিমালা
গ. প্রশিক্ষণের নীতিমালা
ঘ. কারিগরি নীতিমালা
১২. প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে কী ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে?
ক. পুনবার্সন কর্মসূচি
খ. সংস্কার কর্মসূচি
গ. উন্নয়নমূলক কর্মসূচি
ঘ. প্রশিক্ষণ কর্মসূচি
১৩. বধিরদের কী ধরনের শিক্ষায় শিক্ষিত করতে হবে?
ক. অর্থনৈতিক শিক্ষায়
খ. রাজনৈতিক শিক্ষায়
গ. কারিগরি শিক্ষায়
ঘ. রাজনীতি শিক্ষায়
১৪. সমম্বিত অন্ধ শিক্ষাকার্যক্রম কাদের জন্য গ্রহণ করা হয়েছে?
ক. বুদ্ধি প্রতিবন্ধী
খ. শারীরিক প্রতিবন্ধী
গ. শ্রবণ প্রতিবন্ধী
ঘ. দৃষ্টি প্রতিবন্ধী
১৫. দুর্নীতি সামাজিক ব্যাধি কেন?
ক. শৃঙ্খলা বজায় রাখে
খ. সংহতি বজায় রাখে
গ. শৃঙ্খলা হারায়
ঘ. সংক্রমিক বলে
১৬. মানুষের সমঅধিকার নিশ্চিত করা যাচ্ছে না কেন?
ক. দুর্নীতির কারণে
খ. আইনের অভাবে
গ. বিবেকহীনতার জন্যে
ঘ. সাংবিধানিক জটিলতায়
১৭. অবৈধ পন্থায় জনস্বার্থ বিরোধী কাজ কে বলে?
ক. স্বজনপ্রীতি
খ. চতুরতা
গ. প্রতারণা
ঘ. দুর্নীতি
১৮. বাংলাদেশে কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে?
ক. অশিক্ষা
খ. বেকারত্ব
গ. যোগ্য ব্যক্তির অভাব
ঘ. ন্যায় পরায়ণতা
১৯. বাংলাদেশের বেকার সমস্যার অন্যতম কারণ কী?
ক. উচ্চাভিলাষী জীবনযাপন
খ. কর্মসংস্থানের অপর্যাপ্ততা
গ. অধিক জনসংখ্যা
ঘ. রাজনৈতিক অস্থিরতা
২০. দুর্নীতির কারণে কী সংগঠিত হয়?
ক. সামাজিক অসমতা
খ. ধনী-গরীব বৈষম্য
গ. অর্থনৈতিক দৈনতা
ঘ. ক্ষমতার অপব্যবহার
২১. দুর্নীতি বিষয়ক স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার নাম কী?
ক. ট্রান্সপারেন্সি ব্যুরো
খ. ট্রান্সফারেন্সি ফাউন্ডেশন
গ. ট্রান্সপারেন্সি এজেন্সি
ঘ. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
২২. বাংলাদেশের দুর্নীতি দমনে সাংবিধানিক সংস্থা নাম কী?
ক. দুর্নীতি দমন কমিশন
খ. দুর্নীতি দমন ব্যুরো
গ. দুর্নীতি দমন ফাউন্ডেশন
ঘ. দুর্নীতি দমন কমিটি
২৩. আইনের নিরপেক্ষ প্রয়োগ কিসের জন্য প্রয়োজনে?
ক. স্বজনপ্রীতি রোধে
খ. আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায়
গ. আইনের শাসন প্রতিষ্ঠায়
ঘ. দুর্নীতি দমনে
২৪. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে?
ক. ৭৭ নং অনুচ্ছেদে
খ. ৭৯ নং অনুচ্ছেদে
গ. ৮১ নং অনুচ্ছেদে
ঘ. ৯১ নং অনুচ্ছেদে
২৫. বাংলাদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠন করা হয়?
ক. ২০০১ সালে
খ. ২০০৩ সালে
গ. ২০০৪ সালে
ঘ. ২০০৫ সালে
২৬. কোনটি দুর্নীতি দমন কমিশনের গৃহীত কর্মসূচি?
ক. দুর্নীতির প্রতিকার করুন
খ. দুর্নীতির বিরুদ্ধে আমরা
গ. আমরা দুর্নীতি রুখবো
ঘ. দুর্নীতিকে না বলুন
২৭. কোনটির ফলে মানুষের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ঘটে?
ক. মেয়াদ উত্তীর্ণ খাবার
খ. শব্দ দূষণ
গ. বায়ু দূষণ
ঘ. খাদ্যে ভেজাল
২৮. কোন রসায়নটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নয়?
ক. ফরমালিন
খ. ক্যালসিয়াম কার্বাইড
গ. সোডিয়াম সাইকক্রমেট
ঘ. সোডিয়াম ক্লোরাইড
২৯. কোনটি কীটনাশক?
ক. ফরমালিন
খ. পিসিবি তৈল
গ. ক্যালসিয়াম কার্বাইড
ঘ. সোডিয়াম কার্বনেট
৩০. খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কোন দ্রব্য যদি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাকে কী বলে?
ক. দূষিত খাদ্য
খ. ফরমালিন যুক্ত খাদ্য
গ. ভেজাল খাদ্য
ঘ. মেয়াদ উত্তীর্ণ খাদ্য
উত্তরমালা
১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫
ঘখকঘঘগকগককখকগখঘ
১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০
কঘখখঘঘকঘকগঘঘঘখগ
0 Comments:
Post a Comment