HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন ২০২৪ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper Suggestion question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
সাজেশন ২০২৪

HSC Finance, Banking and Bima 1st Paper
Suggestion 2024
pdf download

সাজেশনটিতে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে। সাজেশনটি সেরা কলেজগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ টপিকের আলোকে তৈরি করা হয়েছে।

অধ্যায়-১ : অর্থায়নের সূচনা

১. অর্থসংক্রান্ত সকল কার্যক্রমের সমষ্টিকে কী বলে? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] পরিকল্পনা
[খ] অর্থায়ন
[গ] মূলধন বাজেটিং
[ঘ] তহবিল ব্যবস্থাপনা
উত্তর: [খ]

২. ব্যবসায়ের জীবনীশক্তি কোনটি? (জ্ঞান) [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
[ক] অর্থ
[খ] পণ্য
[গ] বাজার
[ঘ] লেনদেন
উত্তর: [ক]

৩. সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কী বলা হয়? (জ্ঞান) [কুমিল্লা কমার্স কলেজ]
[ক] মিউনিসিপ্যাল বন্ড
[খ] ট্রেজারি বন্ড
[গ] কর্পোরেট বন্ড
[ঘ] জাঙ্ক বন্ড
উত্তর: [খ]

৪. ফিন্যান্স বিষয়ের প্রথম বই ‘কর্পোরেশন ফিন্যান্স’ বইটি কখন প্রকাশিত হয়? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] ১৮৯০
[খ] ১৮৯৭
[গ] ১৯৫২
[ঘ] ১৯৬০
উত্তর: [খ]

৫. ব্যবসায়ের মৌলিক উপকরণ কী? (জ্ঞান) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
[ক] পুঁজি
[খ] পরিকল্পনা
[গ] বাজার
[ঘ] পরিবহন
উত্তর: [ক]

৬. অর্থায়নের সনাতন ধারা অনুযায়ী অর্থায়ন বলতে কী বোঝায়? (জ্ঞান) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
[ক] তহবিল সংগ্রহ
[খ] তহবিল বণ্টন
[গ] তহবিল সংগ্রহ বণ্টন
[ঘ] অর্থের লেনদেন
উত্তর: [ক]

৭. কোথায়, কীভাবে বিনিয়োগ করতে হবে তা নির্ধারণ করে কোনটি? (অনুধাবন) [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] ব্যবস্থাপনা
[খ] হিসাববিজ্ঞান
[গ] অর্থনীতিতে
[ঘ] অর্থায়ন
উত্তর: [ঘ]

৮. কে Option Theory আবিষ্কার করেন? (জ্ঞান) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] Markowitz
[খ] Sharpe
[গ] Black and Scholes
[ঘ] Linter
উত্তর: [গ]

৯. মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল উদ্ভাবন করেন কে? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
[ক] মিলার
[খ] ব্লাক
[গ] শার্প
[ঘ] ইট ম্যান
উত্তর: [গ]

১০. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়? (জ্ঞান) [সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
[ক] ১৯৪০-৫০
[খ] ১৯৫০-৬০
[গ] ১৯৬০-৭০
[ঘ] ১৯৭০-৮০
উত্তর: [খ]

১১. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনার কাজ কোনটি? (জ্ঞান)
[ক] যন্ত্রপাতি ক্রয়
[খ] আসবাবপত্র ক্রয়
[গ] ব্যবসায় সম্প্রসারণ
[ঘ] প্রশাসনিক খরচ সম্পাদন
উত্তর: [ঘ]

১২. জনাব শফিক একজন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিক কর্মীদের মজুরি প্রদানের জন্য আলাদা একটি তহবিল গঠন করেন। জনাব শফিকের কাজটিকে কোন ধরনের ব্যবস্থাপনা বলা যায়? (প্রয়োগ)
[ক] মধ্যমেয়াদি তহবিল
[খ] দীর্ঘমেয়াদি তহবিল
[গ] স্বল্পমেয়াদি তহবিল
[ঘ] পরিশোধিত মূলধন
উত্তর: [গ]

১৩. নিচের কোনটি সর্বাধিক তরল সম্পদ রূপে বিবেচনা করা হয়? (জ্ঞান)
[ক] প্রাপ্য বিল
[খ] ঋণপত্রগ নগদ অর্থ
[ঘ] স্বর্ণ
উত্তর: [গ]

১৪. অর্থনীতি একটি দেশের চালিকাশক্তি। এ শক্তির মূল উৎস কী? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] ব্যবসায় বাণিজ্য
[খ] আমদানি বাণিজ্য
[গ] রপ্তানি বাণিজ্য
[ঘ] শক্তিশালী বানিজ্য বাজার
উত্তর: [ক]

১৫. রাষ্ট্রের সামগ্রিক চাহিদা কীসের অন্তর্ভুক্ত? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] ব্যষ্টিক অর্থনীতি
[খ] সামষ্টিক অর্থনীতি
[গ] যোগান
[ঘ] চাহিদা
উত্তর: [খ]

১৬. একটি জাপানি কোম্পানি বাংলাদেশের সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশে একটি প্রকল্প তৈরি করে। এটি কোন ধরনের অর্থায়ন? (প্রয়োগ) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] অভ্যন্তরীণ অর্থায়ন
[খ] বাহ্যিক অর্থায়ন
[গ] ব্যক্তিগত অর্থায়ন
[ঘ] আন্তর্জাতিক অর্থায়ন
উত্তর: [ঘ]

১৭. একটি কোম্পানির মূল লক্ষ্য কী? (জ্ঞান)
[ক] মুনাফা সর্বাধিকরণ
[খ] সম্পদ সর্বাধিকরণ
[গ] সামাজিক মর্যাদা অর্জন
[ঘ] ব্যবসায়ের সুনাম বৃদ্ধি
উত্তর: [খ]

১৮. ব্যাংক তৎক্ষণাৎ অর্থ পরিশোধে অপারগ হয় কেন? (অনুধাবন) [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]
[ক] কর্মকর্তাদের ব্যস্ততা থাকায়
[খ] দীর্ঘ আনুষ্ঠানিকতা থাকায়
[গ] ব্যাংক কর্তৃপক্ষ অনীহ থাকায়
[ঘ] তারল্যসংকট থাকায়
উত্তর: [ঘ]

১৯. প্রতিবেদন অবশ্যই সহজ, সুন্দর ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হতে হবে কোন নীতি অনুযায়ী? (অনুধাবন) [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
[ক] সমন্বয় সাধন নীতি
[খ] স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি
[গ] লভ্যাংশ বন্টন নীতি
[ঘ] উপযুক্ততার নীতি
উত্তর: [খ]

২০. ব্যবস্থাপকীয় অর্থনীতির প্রধান বিষয়সমূহ কয়টি? (জ্ঞান) [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
[ক] ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি
উত্তর: [ক]

২১. মুনাফা বৃদ্ধিকরণের সীমাবদ্ধতা দূর হয় কোনটি দ্বারা? (অনুধাবন) [কক্সবাজার সরকারি কলেজ]
[ক] মুনাফা অর্জন দ্বারা
[খ] সম্পদ সর্বাধিকরণ দ্বারা
[গ] লেনদেন বৃদ্ধিকরণ দ্বারা
[ঘ] ক্রেতার আস্থা অর্জন দ্বারা
উত্তর: [খ]

২২. সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটি হ্রাস পেলে ফার্মের শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি পাবে? (অনুধাবন) [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] নগদ প্রবাহের পরিমাণ
[খ] বাট্টার হার বিক্রয়ের পরিমাণ
[ঘ] সুদের পরিমাণ
উত্তর: [খ]

২৩. সম্পদ সর্বাধিকরণে সম্পদের নির্দেশক কোনটি? (অনুধাবন) [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
[ক] বন্ডের বর্তমান বাজারমূল
[খ] শেয়ারের গত বছরের মূল্য
[গ] বন্ডের গত বছরের বাজারমূল্য
[ঘ] শেয়ারের বর্তমান বাজারমূল্য
উত্তর: [ঘ]

২৪. সমাজের প্রতি মানুষের যেসব দায়-দায়িত্ব আছে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] সামাজিক মূল্যবোধ
[খ] নৈতিক দায়িত্ববোধ
[গ] সামাজিক দায়বদ্ধতা
[ঘ] অবশ্যপালনীয় কর্তব্য
উত্তর: [গ]

২৫. ব্যবসায় অর্থায়ন হলো- (অনুধাবন) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
i. মুনাফা অর্জন
ii. তারল্য বৃদ্ধি
iii. মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

২৬. তারল্য বৃদ্ধি পেলে- (অনুধাবন) [সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, পিরোজপুর]
i. মুনাফা হ্রাস পায়
ii. মুনাফা বৃদ্ধি পায়
iii. ব্যয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

২৭. অর্থায়নের অন্তর্ভুক্ত বিষয় হলো- (অনুধাবন) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
i. অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ
ii. অর্থের যথাযথ ব্যবহার
iii. অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৮. সম্পত্তির মূল্যায়ন মডেলের উন্নতির ফলে উদ্ভব ঘটে যেসব বিষয়ের, তা হলো- (অনুধাবন)
i. মূলধন বাজেটিং-এর
ii. লভ্যাংশ নীতির
iii. মূলধন কাঠামো বিশ্লেষণের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

২৯. অর্থায়নকে বাহ্যিক সংযোগ রক্ষা করতে হয়- (অনুধাবন) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
i. সরকারি সংস্থাসমূহের সাথে
ii. আর্থিক প্রতিষ্ঠানের সাথে
iii. মূলধন বাজারের সাথে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৩০. প্রাতিষ্ঠানিক অর্থায়নের উৎস হলো- (অনুধাবন) [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী]
i. বাণিজ্যিক ব্যাংক
ii. বিমা কোম্পানি
iii. অবচয় তহবিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৩১. ব্যাংকে তারল্য সংকট থাকলে- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. সুনাম হ্রাস পায়
ii. গ্রাহকের আস্থা বৃদ্ধি পায়
iii. আমানত সংগ্রহের হার কম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

৩২. সামাজিক দায়িত্ব হিসেবে আর্থিক ব্যবস্থাপক করেন- (অনুধাবন) [সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
i. মানসম্পন্ন পণ্য উৎপাদন
ii. নিরাপদ কর্মক্ষেত্র তৈরি
iii. ন্যায্য মজুরি কাঠামো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৩৩. মুনাফা সর্বাধিকরণের উপায় হচ্ছে- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. বিক্রয় বৃদ্ধি করা
ii. শেয়ারমূল্য বৃদ্ধি করা
iii. পণ্যমূল্য বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
ডাচ-বাংলা ব্যাংক প্রতিবছর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে। এর ফলে উক্ত প্রতিষ্ঠানটির দেশব্যাপী সুনাম বৃদ্ধি পাচ্ছে। [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]

৩৪. ডাচ্-বাংলা কী ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
[ক] সরকারি
[খ] বেসরকারি
[গ] আধাসরকারি
[ঘ] স্বায়ত্তশাসিত
উত্তর: [খ]

৩৫. ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটির সাথে সম্পর্কযুক্ত? (উচ্চতর দক্ষতা)
[ক] সামাজিক দায়ব্রলতার
[খ] নৈতিকতারগ মূল্যবোধের
[ঘ] সজ্ঞক্সদ সবট্টাধিকরএণর
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
আলফা কোম্পানি গত দশ বছর যাবৎ সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানির শেয়ারের বাজারমূল্য দিন দিন বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আর্থিক ব্যবস্থাপক চিন্তা করছেন কোম্পানির শেয়ার প্রতি আয় কীভাবে বাড়ানো যায়। [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]

৩৬. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক কোন বিষয়টির কথা ভাবছেন? (প্রয়োগ)
[ক] সম্পদ সর্বাধিকরণ
[খ] মুনাফা সর্বাধিকরণ
[গ] শৈয়াএরর মূলঞ্ঝ বৃদ্ধিকরণ
[ঘ] ব্যয় হ্রাসকরণ
উত্তর: [খ]

৩৭. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক যে উদ্দেশ্য নিয়ে চিন্তাভাবনা করছেন তার সীমাবদ্ধতা হলো- (উচ্চতর দক্ষতা)
i. নগদ প্রবাহ বিবেচনা করা হয় না
ii. মুনাফা বিবেচনা করা হয় না
iii. ঝুঁকি বিবেচনা করা হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

অধ্যায়-২ : আর্থিক বাজারের আইনগত দিকসমূহ

৩৮. শেয়ারবাজারে সার্কিট ব্রেকার চালু হয় কত সালে? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] ১৯৫০ সালে
[খ] ১৯৬০ সালে
[গ] ১৯৯০ সালে
[ঘ] ১৯৯৬ সালে
উত্তর: [ঘ]

৩৯. অর্থায়নের কোন উদ্দেশ্যটি শেয়ারের বাজার দর রক্ষা করে? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
[ক] মুনাফা সর্বোচ্চকরণ
[খ] আয় বৃদ্ধি
[গ] ব্যয়-হ্রাস
[ঘ] সম্পদ সর্বোচ্চকরণ
উত্তর: [ঘ]

৪০. IPO কোন বাজারের সাথে জড়িত? (জ্ঞান) [ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] মুদ্রাবাজার
[খ] বন্ড বাজার
[গ] প্রাথমিক বাজার
[ঘ] মাধ্যমিক বাজার
উত্তর: [গ]

৪১. BSEC-এর পূর্ণরূপ কী? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] Bangladesh Securities and Export Commission
[খ] Bangladesh Security and Export Commission
[গ] Bangladesh Security and Exchange Commission
[ঘ] Bangladesh Securities and Exchange Commission
উত্তর: [ঘ]

৪২. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য কী? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] মুনাফা অর্জন
[খ] বানিজ্যিকভাবে ঋণ প্রদান
[গ] নোট ও মুদ্রা সরবরাহ
[ঘ] ক ও খ
উত্তর: [গ]

৪৩. BSEC কোন বাজার নিয়ন্ত্রণ করে? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] প্রাথমিক বাজার
[খ] মাধ্যমিক বাজার
[গ] মুদ্রাবাজার
[ঘ] শেয়ারবাজার
উত্তর: [ঘ]

৪৪. কোনটি মুদ্রাবাজারের উপাদান বহির্ভূত? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] বাণিজ্যিক পত্র
[খ] ব্যাংকের স্বীকৃতিপত্র
[গ] ট্রেজারি চালান
[ঘ] ডিবেঞ্চার
উত্তর: [ঘ]

৪৫. মূলধন বাজারে নিচের কোনটি ক্রয়-বিক্রয় হয়ে থাকে? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] বৈদেশিক মুদ্রা
[খ] বিনিময় বিল
[গ] স্থায়ী সম্পত্তি
[ঘ] ডিবেঞ্চার
উত্তর: [ঘ]

৪৬. Big Board বলা হয় নিম্নের কোন স্টক এক্সচেঞ্জ কে? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ
[খ] টোকিও স্টক এক্সচেঞ্জ
[গ] ঢাকা স্টক এক্সচেঞ্জ
[ঘ] চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
উত্তর: [ক]

৪৭. কোনটি সরকারি নোট? (জ্ঞান) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
[ক] ২ টাকা
[খ] ৫০ টাকা
[গ] ১০০ টাকা
[ঘ] ১,০০০ টাকা
উত্তর: [ক]

৪৮. ট্রেজারি বিল কোন ধরনের ঝুঁকিবহির্ভূত? (অনুধাবন) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
[ক] খেলাপি ঝুঁকি
[খ] বাজার ঝুঁকি
[গ] সুদের হার ঝুঁকি
[ঘ] মুদ্রাস্ফীতি ঝুঁকি
উত্তর: [ক]

৪৯. বাণিজ্যিক পত্র কোন বাজারে লেনদেন করা হয়? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] পুঁজিবাজারে
[খ] মুদ্রাবাজারে
[গ] ইক্যুইটি বাজারে
[ঘ] বন্ড বাজারে
উত্তর: [খ]

৫০. নতুন কোম্পানিকে শেয়ার বাজারে ছাড়তে হলে কোন সংস্থার অনুমোদন প্রয়োজন? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] SEC
[খ] MRA
[গ] IDRA
[ঘ] DSE
উত্তর: [ক]

৫১. কোন সংস্থাটির অনুমতি ছাড়া দেশে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা যায় না? (জ্ঞান) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]
[ক] ডিএসসি
[খ] সিএসসি
[গ] বিএসইসি
[ঘ] ইনভেস্টমেন্ট কর্পোরেশন
উত্তর: [গ]

৫২. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি? (জ্ঞান)
[ক] শরিকানা
[খ] চুক্তি
[গ] অর্থ
[ঘ] সদ্বিশ্বাসের সম্পর্ক
উত্তর: [খ]

৫৩. প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস কোনটি? (অনুধাবন) [শ্রীমঙ্গল সরকারি কলেজ]
[ক] ঋণপত্র ইস্যু
[খ] অগ্রাধিকার শেয়ার ইস্যু
[গ] রাইট শেয়ার ইস্যু
[ঘ] সাধারণ শেয়ার ইস্যু
উত্তর: [ঘ]

৫৪. কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] অংশীদারি
[খ] একমালিকানা
[গ] যৌথ মূলধনী
[ঘ] ব্যবসায় জোট
উত্তর: [গ]

৫৫. কোম্পানির আয় ও সম্পদের ওপর কার দাবি সবার আগে? (অনুধাবন) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
[ক] সাধারণ শেয়ারহোল্ডারের
[খ] অগ্রাধিকার শেয়ার হোল্ডারের
[গ] বন্ড হোল্ডারের
[ঘ] ব্যবস্থাপকদের
উত্তর: [গ]

৫৬. বাংলাদেশে লিজিং কোম্পানি পরিচালনার জন্য কোন আইনটি প্রযোজ্য? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] বিমা আইন ২০১০
[খ] কোম্পানি আইন ১৯৯৪
[গ] আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩
[ঘ] ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১
উত্তর: [গ]

৫৭. মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের নিকট থেকে পণ্যের মূল্য বাবদ চেক, বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। মি. সুমনের প্রাপ্ত দলিলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (প্রয়োগ) [কুমিল্লা কমার্স কলেজ]
[ক] ব্যাংক কোম্পানি আইন ১৯৯১
[খ] কোম্পানি আইন ১৯৯৪
[গ] বিমা আইন ২০১০
[ঘ] হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১
উত্তর: [ঘ]

৫৮. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয়- (অনুধাবন) [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী]
i. বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য
ii. পুঁজিবাজার নিয়ন্ত্রণের জন্য
iii. ব্যবসায় উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৫৯. বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ গঠনের ফলাফল হলো- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. ক্ষুদ্র অর্থায়নে গতিশীলতা
ii. ক্ষুদ্র অর্থায়নে উন্নয়ন
iii. ক্ষুদ্র ঋণ হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৬০. মূলধন বাজার বৃদ্ধির সাথে সাথে ঘটবে- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. অত্যধিক বিনিয়োগ
ii. অর্থনৈতিক উন্নতি
iii. কর্মসংস্থান বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৬১. অংশীদারী ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে- (অনুধাবন) [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
i. সম্মতিক্রমে
ii. বাধ্যতামূলকভাবে
iii. বিজ্ঞপ্তির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৬২. কোম্পানির বিলোপসাধন হয়- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. আদালতের নির্দেশে
ii. সকলের সম্মতিক্রমে
iii. বাধ্যতামূলকভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৬৩. মানি লন্ডারিং আইনে স্পেশাল জজ-এর বিশেষ এখতিয়ার হলো- (অনুধাবন) [প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহ্ম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
i. অধিকতর তদন্ত
ii. ক্রোক
iii. সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও।
সাজ্জাদের কাছে ১০,০০০ টাকা মূল্যের শেয়ার ছিল। বর্তমানে আর্থিক সংকটের কারণে সে এই শেয়ার বিক্রয় করতে চাচ্ছে। সে এই শেয়ার তার বন্ধু রাশেদের কাছে বিক্রি করে দিল। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

৬৪. সাজ্জাদের পুঁজি বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? (প্রয়োগ)
[ক] বাংলাদেশ ব্যাংক
[খ] বিএসইসি
[গ] বাণিজ্যিক ব্যাংক
[ঘ] সরকার
উত্তর: [খ]

৬৫. রাশেদ কোন বাজার থেকে তার বন্ধুর শেয়ার কিনল? (প্রয়োগ)
[ক] প্রাথমিক বাজার
[খ] সরকারি বাজার
[গ] মাধ্যমিক বাজার
[ঘ] কাঁচা বাজার
উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং ৬৬-৬৮ নং প্রশ্নের উত্তর দাও।
মাসুমের বাবা বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করে। সে এই ব্যবসায় পরিচালনার জন্য একটি লাইসেন্স সংগ্রহ করেছে। তিনি একটি নির্ধারিত বিনিময় হার ব্যতীত বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করতে পারেন না। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

৬৬. মাসুমের বাবা বৈদেশিক মুদ্রার কী? (প্রয়োগ)
[ক] সংগ্রহকারী
[খ] ব্রোকার
[গ] অনুমোদিত ডিলার
[ঘ] সাধারণ লৈনএদনকারী
উত্তর: [গ]

৬৭. কোন প্রতিষ্ঠান থেকে তিনি ব্যবসায় পরিচালনার লাইসেন্স সংগ্রহ করেছেন? (প্রয়োগ)
[ক] বাংলাদেশ ব্যাংক
[খ] সিটি কর্পোরেশন
[গ] পৌরসভা
[ঘ] BSEC
উত্তর: [ক]

৬৮. তিনি কোন প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বিনিময় হারে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করেন? (প্রয়োগ)
[ক] BSEC
[খ] বাংলাদেশ ব্যাংক
[গ] DSE
[ঘ] CSE
উত্তর: [খ]

অধ্যায়-৩ : অর্থের সময়মূল্য

৬৯. অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কীসের ওপর ভিত্তি করে গৃহীত হয়? (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] অর্থের সময়মূল্যের ওপর
[খ] সাংগাঠনিক কাঠামোর
[গ] পরিকল্পনার ওপর
[ঘ] প্রাতিষ্ঠানিক দক্ষতার ওপর
উত্তর: [ক]

৭০. একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে নির্দিষ্ট বছর পর যে টাকা পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান) [সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ]
[ক] অর্থের বর্তমান মূল্য
[খ] অর্থের ভবিষ্যৎ মূল্য
[গ] বার্ষিক বৃত্তি
[ঘ] চক্রবৃদ্ধি সুদ
উত্তর: [খ]

৭১. সময় রেখা দ্বারা কী নির্ধারণ করা হয়? (জ্ঞান) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] অর্থের সময়মূল্য
[খ] সম্পদ
[গ] আয়
[ঘ] ব্যয়
উত্তর: [ক]

৭২. ঋণ নেয়ার পূর্বে কোনটি করা আবশ্যক? (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই
[খ] সুদের পরিমাণ নির্ধারণ
[গ] ঋণের পরিমাণ নির্ণয়
[ঘ] অর্থের মূল্য নির্ধারণ
উত্তর: [ক]

৭৩. শিহাব একটি প্রকল্প নির্বাচন করতে চান। এজন্য তাকে কী জানতে হবে? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
[ক] সংসদীয় আইন
[খ] অর্থ আইন
[গ] অর্থের সময়মূল্য
[ঘ] বিনিময় হার
উত্তর: [গ]

৭৪. ডিসকাউন্টিং প্রক্রিয়ার অর্থ কী? (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] কম অর্থ গ্রহণ
[খ] গুরুত্ব হ্রাস করা
[গ] ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা
[ঘ] বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা
উত্তর: [গ]

৭৫. চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কোন মূল্য কমবে? (জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] বর্তমান মূল্য
[খ] ভবিষ্যৎ মূল্য
[গ] মুনাফা বৃদ্ধি
[ঘ] বার্ষিকী বৃদ্ধি
উত্তর: [ক]

৭৬. বর্তমানে তুমি কত টাকা বিনিয়োগ করবে যদি ৬ বছর পর ১০% সুদে ১০,০০০ টাকা গ্রহণ করতে চাও? (প্রয়োগ) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] ৭,৬৪৮ টাকা
[খ] ১৭,৭১৬ টাকা
[গ] ৫,৬৪৪ টাকা
[ঘ] ৮,৭৫৮ টাকা
উত্তর: [গ]

৭৭. জনাব হাসান আজ থেকে ৩ বছর পর ১৩,৩১০ টাকা পেতে চায়। সুদের হার ১০% হলে বর্তমানে কতটাকা জমা করতে হবে? (প্রয়োগ) [আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
[ক] ৯,০০০
[খ] ৯৫০০
[গ] ১০০০০
[ঘ] ১০৫০০
উত্তর: [গ]

৭৮. বাট্টার হার বাড়লে বর্তমান মূল্য কেমন হবে? (অনুধাবন) [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]
[ক] কমবে
[খ] বাড়বে
[গ] অপরিবর্তিত থাকবে
[ঘ] দ্বিগুণ হবে
উত্তর: [ক]

৭৯. রাফি ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা পায় তাহলে তার জমাকৃত অর্থের বর্তমান মূল্য কত? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] ১,১৯,৯৮৮
[খ] ১০,৯২৯
[গ] ১১,২০৭
[ঘ] ১০,৫৬২
উত্তর: [ক]

৮০. জনাব আমিন ৪ বছর পর অফিস থেকে ২,০০,০০০ টাকা পাবেন। ১০% অর্ধবার্ষিক বাট্টার হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? (প্রয়োগ) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] ১,২৫,২৮২ টাকা
[খ] ১,৩৫,৩৬৮ টাকা
[গ] ১,৪৬,২৩২ টাকা
[ঘ] ১,৫৯,২৩৪ টাকা
উত্তর: [খ]

৮১. একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] বাট্টাকরণের মাধ্যমে
[খ] কমিশনের মাধ্যমে
[গ] অনুদানের মাধ্যমে
[ঘ] ছাড়ের মাধ্যমে
উত্তর: [ক]

৮২. সুদের হার ১০% হলে আজকের ১০০ টাকা ২ বছর পরের কত টাকার সমান মূল্য বহন করে? (প্রয়োগ) [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ১০০ টাকা
[খ] ১১০ টাকা
[গ] ১২০ টাকা
[ঘ] ১২১ টাকা
উত্তর: [ঘ]

৮৩. জনাব জনি ১০% অর্ধবার্ষিক সুদে ব্যাংকে ১০,০০০ টাকা ৫ বছরের জন্য জমা রাখেন। ৫ বছর পর তিনি কত টাকা গ্রহণ করবেন? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ১৫,০০০ টাকা
[খ] ১৬,২২৮ টাকা
[গ] ২৬,৫৩২ টাকা
[ঘ] ২৬,৯১৫ টাকা
উত্তর: [খ]

৮৪. জামাল আগামী ৫ বছর যাবৎ প্রতিবছর ৫,০০০ টাকা করে জমা রাখবে। সুদের হার ১০% হলে মেয়াদ পূর্তিতে জামাল কত পাবে? (প্রয়োগ) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] ৩০,৫২৫.৫০ টাকা
[খ] ৩৩,৫৭৮.০৫ টাকা
[গ] ২৭,৫০০ টাকা
[ঘ] ৪০,২৬২.৭৫ টাকা
উত্তর: [ক]

৮৫. ব্যাংক জমার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে কী হ্রাস পাবে? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] ভবিষ্যৎ মূল্য
[খ] বর্তমান মূল্য
[গ] পূর্ব মূল্য
[ঘ] মূল্য অপরিবর্তিত থাকে
উত্তর: [খ]

৮৬. জনাব অনিক তার ব্যবসায়ের জন্য ব্যাংক হতে ৫০,০০০ টাকা ১৪% সুদে ৫ বছরের জন্য ঋণ গ্রহণ করেছে। মাসিক কিস্তি নির্ণয়ের জন্য নিম্নের কোন পদ্ধতি ব্যবহার করতে হবে? (প্রয়োগ) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
[ক] বর্তমান মূল্য
[খ] ভবিষ্যৎ মূল্য
[গ] অ্যানুইটির বর্তমান মূল্য
[ঘ] অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য
উত্তর: [গ]

৮৭. আফজাল প্রতি মাসের শেষে ১০০ টাকা করে জনতা ব্যাংকে আগামী ১০ বছরের জন্য জমা করছে। সুদের হার ১০% হলে, ১০ বছর পরে আফজাল সর্বমোট কত টাকা পাবে তা নিচের কোনটি ব্যবহার করে নির্ণয় করা যায়? (প্রয়োগ) [ঝালকাঠী সরকারি কলেজ]
[ক] বর্তমান মূল্য
[খ] ভবিষ্যৎ মূল্য
[গ] অ্যানুইটির বর্তমান মূল্য
[ঘ] অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য
উত্তর: [ঘ]

৮৮. প্রতিবছর শেষে ১,০০০ টাকা ৭% সুদে জমা রাখলে ৫ বছর পর ১,০০০ টাকার ভবিষ্যৎ মূল্য কত? (প্রয়োগ) [ঝালকাঠী সরকারি কলেজ]
[ক] ৫,০০০ টাকা
[খ] ৫,৪০০ টাকা
[গ] ৫,৭৫১ টাকা
[ঘ] ৫,৯৫০ টাকা
উত্তর: [গ]

৮৯. ঋণ পরিশোধ তালিকার ধাপ কয়টি? (জ্ঞান) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক]

৯০. সোনালী ব্যাংকে টাকা রাখলে তা ৮ বছরে দ্বিগুণ হয়। সোনালী ব্যাংকের সুদের হার কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ৯%
[খ] ১০%
[গ] ১২%
[ঘ] কোনটিই নয়
উত্তর: [ক]

৯১. জনাব শিমিওন আইডিয়াল ব্যাংকে ২ বছরের জন্য ১,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেছে। ২ বছর পর জনাব শিমিওন মোট ১,২১,০০০ টাকা পরিশোধ করেছে। বার্ষিক সুদের হার কত? (প্রয়োগ) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
[ক] ১০%
[খ] ১১%
[গ] ১২%
[ঘ] ১২.৫%
উত্তর: [ক]

৯২. যদি ১২% সুদের হারে ঋণ গ্রহণ করা হয় এবং মাসিক বৃত্তিতে সুদ গণনা করা হয়, তবে প্রকৃত সুদের হার কত? (প্রয়োগ) [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
[ক] ১০%
[খ] ৮%
[গ] ১২.৬৮%
[ঘ] ১১.৮০%
উত্তর: [গ]

৯৩. অর্থের সময়মূল্যের সাথে সম্পৃক্ত বিষয় হলো- (অনুধাবন) [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
i. বর্তমান মূল্য
ii. ভবিষ্যৎ মূল্য
iii. চক্রবৃদ্ধি প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৯৪. যে ক্ষেত্রে বর্তমান মূল্য ব্যবহৃত হয়- (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয়ে
ii. নিট বর্তমান মূল্য নির্ণয়ে
iii. মোট বর্তমান মূল্য নির্ণয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৯৫. প্রান্তিক মূল্য হলো- (অনুধাবন) [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
i. বর্তমান মূল্য
ii. ভবিষ্যৎ মূল্য
iii. চক্রবৃদ্ধি মূল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

৯৬. ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বছরে যদি ১২ বার চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে- (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হবে
ii. মেয়াদকে ১২ দিয়ে ভাগ করতে হবে
iii. মেয়াদকে ৬ দিয়ে ভাগ করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৯৭. বার্ষিক বৃত্তি হলো- (অনুধাবন) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
i. বর্তমান মূল্য
ii. স্থিতিশীল মূল্য
iii. ভবিষ্যৎ মূল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

৯৮. অ্যানুইটি কিস্তির অর্থ পরিশোধের প্রতি মেয়াদের শুরুতে নগদ প্রবাহ নিশ্চিত করে- (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
i. সাধারণ অ্যানুইটি
ii. অ্যানুইটি ডিউ
iii. অগ্রিম অ্যানুইটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

৯৯. ঋণ পরিশোধ সূচিতে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে- (অনুধাবন) [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী]
i. সুদের পরিমাণ হ্রাস পায়
ii. আসল পরিশোধ বৃদ্ধি পায়
iii. আসল পরিশোধ হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১০০. ৫% সরল সুদে ২০,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করা হল- (অনুধাবন) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
i. পঞ্চম বছরের শেষে সুদ পাওয়া যাবে ১,০০০ টাকা
ii. ৫ বছরে মোট সুদ পাওয়া যাবে ৫,০০০ টাকা
iii. বিনিয়োগের প্রান্তীয় মূল্য হবে ২৫,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

১০১. সরল সুদ নির্ণয় করতে জানতে হয়- (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
i. আসলের পরিমাণ
ii. সুদের হার
iii. সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আজাদ মেঘনা ব্যাংকের একটি হিসাবে ১,০০,০০০ টাকা জমা রাখেন। মেঘনা ব্যাংকের এ স্কিমে ৫ বছরে টাকা দ্বিগুণ হয়। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; কক্সবাজার সরকারি কলেজ]

১০২. মি. আজাদ কর্তৃক ব্যাংকে জমাকৃত টাকাকে কোন ধরনের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত করা যায়? (প্রয়োগ)
[ক] সাধারণ বার্ষিক বৃত্তি
[খ] অগ্রিম বার্ষিক বৃত্তি
[গ] এককালীন নগদ প্রবাহ
[ঘ] মিশ্র নগদ প্রবাহ
উত্তর: [গ]

১০৩. জনাব আজাদের এ প্রকল্পে সুদের হার কত? (প্রয়োগ)
[ক] ১৪.৮৭%
[খ] ১৫.৩৫%
[গ] ১৫.৮৭%
[ঘ] ১৪.৪%
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও।
তালুকদার সাহেব একজন গ্রামীণ মহাজন। কৃষক মকবুল তার কাছ থেকে সাপ্তাহিক ১.৫% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করে। সংসারের টানাপোড়নের জন্য ১১ বছর লেগে যায় তার টাকা পরিশোধ করতে। [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

১০৪. মকবুল প্রকৃত পক্ষে মহাজনকে শতকরা কত হারে সুদ প্রদান করবে? (প্রয়োগ)
[ক] ১০০%
[খ] ১১৬.৮৯%
[গ] ১৫২%
[ঘ] ১৫৭.১৫%
উত্তর: [খ]

১০৫. এক্ষেত্রে মকবুল অর্থের সময়মূল্যের কোন সূত্র প্রয়োগের মাধ্যমে মহাজনকে বার্ষিক সুদ প্রদান করে? (প্রয়োগ)
[ক] ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র
[খ] বার্ষিক বৃত্তি নির্ণয়ের সূত্র
[গ] বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র
[ঘ] প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র
উত্তর: [ঘ]

অধ্যায়-৪ : আর্থিক বিশ্লেষণ

১০৬. একটি কোম্পানির মুনাফা পরিমাপের নির্ণায়ক কী? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
[ক] শেয়ারের বাজার মূল্য
[খ] সংরক্ষিত আয়
[গ] শেয়ারপ্রতি আয়
[ঘ] শেয়ারপ্রতি ব্যয়
উত্তর: [গ]

১০৭. বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয়মূল্যের ওপর কী প্রভাব ফেলে? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] প্রকৃত বিক্রয়মূল্য হ্রাস পায়
[খ] প্রকৃত বিক্রয়মূল্য বৃদ্ধি পায়
[গ] মূলধন স্থির থাকে
[ঘ] মূলধন বৃদ্ধি পায়
উত্তর: [ক]

১০৮. আর্থিক বিশ্লেষণ একজন ব্যবস্থাপককে কোনটিতে সাহায্য করে? (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] পরিকল্পনা প্রণয়নে
[খ] ঋণ পরিশোধে
[গ] শেয়ার প্রতি আয় নির্ধারণে
[ঘ] দায় পরিশোধে
উত্তর: [ক]

১০৯. সুযোগ ব্যয় বৃদ্ধি পেলে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার কী হয়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] বৃদ্ধি পায়
[খ] হ্রাস পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] দ্বিগুণ হয়
উত্তর: [ক]

১১০. ‘চলতি দায়-ব্যাংক জমাতিরিক্ত’ এটি দিয়ে কী বোঝায়? (জ্ঞান) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
[ক] চলতি দায়
[খ] তরল দায়
[গ] মোট দায়
[ঘ] নিট দায়
উত্তর: [ক]

১১১. তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণকে কোনটির সাথে তুলনা করা যায়? (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
[ক] অভ্যন্তরীণ বিশ্লেষণ
[খ] বাহ্যিক বিশ্লেষণ
[গ] উলম্ব বিশ্লেষণ
[ঘ] সমান্তরাল বিশ্লেষণ
উত্তর: [ক]

১১২. রক্ষিত আয় বিবরণী কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৈরি করা হয়? (জ্ঞান) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] অব্যবসায়ী
[ঘ] যৌথ মূলধনী
উত্তর: [ঘ]

১১৩. International Accounting Standard (IAS-7) অনুযায়ী কোন বিবরণী তৈরি করা হয়?
(জ্ঞান) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] নগদ প্রবাহ বিবরণী
[খ] আয়-ব্যয় বিবরণী
[গ] উদ্বর্তপত্র বিবরণী
[ঘ] বেত্তক-ইভেন বিশ্লেষণ
উত্তর: [ক]

১১৪. নগদ প্রবাহ নির্ণয় করার জন্য নিট মুনাফার সাথে কোনটি যোগ করতে হয়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] ক্রয়
[খ] অবচয়
[গ] প্রাথমিক বিনিয়োগ
[ঘ] বিক্রয়
উত্তর: [খ]

১১৫. কোম্পানি কর্তৃক ঋণপত্র বিক্রয় নগদ প্রবাহ বিবরণীতে কোন ধরনের কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়? (অনুধাবন) [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
[ক] পরিচালন
[খ] বিনিয়োগ
[গ] অর্থায়ন
[ঘ] ব্যবসায়
উত্তর: [গ]

১১৬. নগদ আয়কর প্রদান কোন ধরনের কার্যকলাপ? (অনুধাবন) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] স্বাভাবিক
[খ] বিনিয়োগ
[গ] পরিচালন
[ঘ] আর্থিক
উত্তর: [গ]

১১৭. নগদ প্রবাহ বিবরণীর প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য নিম্নের কার্যক্রমের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? (অনুধাবন) [আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
[ক] পরিচালন
[খ] বিনিয়োগ
[গ] অর্থায়ন
[ঘ] উৎপান
উত্তর: [ক]

১১৮. জনাব জামালের নিট লাভ ১১,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ৩,০০০ টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ ৩,০০০ টাকা। তার পরিচালন কার্যাবলির নিট নগদ প্রবাহ কত হবে? (প্রয়োগ) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] ৫,০০০ টাকা
[খ] ৯,০০০ টাকা
[গ] ১০,০০০ টাকা
[ঘ] ১১,০০০ টাকা
উত্তর: [ক]

১১৯. কোনটি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ বহিঃপ্রবাহ? (জ্ঞান) [পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও]
[ক] ভূমি ক্রয়
[খ] শেয়ার ইস্যু
[গ] লভ্যাংশ প্রাপ্তি
[ঘ] যন্ত্রপাতি ক্রয়
উত্তর: [ক]

১২০. অপারেটিং প্রবাহের আন্তঃ ও বহিঃপ্রবাহ ফার্মের কোনটির সাথে সরাসরি সম্পর্কিত? (অনুধাবন) [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
[ক] উৎপাদন
[খ] ক্রয়
[গ] ব্যয়
[ঘ] মুনাফা
উত্তর: [ঘ]

১২১. মি. সুমনের প্রতিষ্ঠান মোট নগদ আন্তঃপ্রবাহ ছিল ২০,০০০ টাকা। পরবর্তীতে কোম্পানির মেশিন ২৫,০০০ টাকায় বিক্রয় হলে আন্তঃপ্রবাহে কী পরিবর্তন ঘটবে? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] ২৫,০০০ টাকা হ্রাস
[খ] ২৫,০০০ টাকা বৃদ্ধি
[গ] ২০,০০০ টাকা বৃদ্ধি
[ঘ] ২০,০০০ টাকা হ্রাস
উত্তর: [খ]

১২২. কোনটি থেকে বিনিয়োগ সংক্রান্ত নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হয়? (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
[ক] সম্পত্তি বিক্রয়
[খ] ঋণ পরিশোধ
[গ] কর প্রদান
[ঘ] ঋণপত্র বিক্রয়
উত্তর: [ক]

১২৩. মোট ব্যয় রেখা যে বিন্দুতে মোট বিক্রয় রেখাকে ছেদ করে তাকে কী বলে? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] পরিচালন সমএণছদ বিক্টদু
[খ] আয়-ব্যয় রেখা
[গ] মোট ব্যয় রেখা
[ঘ] পরিবর্তনশীল ব্যয় রৈখা
উত্তর: [ক]

১২৪. স্থায়ী ব্যয় ২০,০০০ টাকা। এককপ্রতি কন্ট্রিবিউশন ৪ টাকা হলে সমচ্ছেদ বিন্দু কত একক? (প্রয়োগ) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] ৫,০০০ একক
[খ] ৪,০০০ একক
[গ] ২,৫০০ একক
[ঘ] ২,০০০ একক
উত্তর: [ক]

১২৫. সুবর্ণা ১০% সুদে ২০,০০০ টাকা ২ বছর মেয়াদে ঋণ হিসেবে গ্রহণ করলেন। তার মোট প্রত্যক্ষ ব্যয় কত? (প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] ২,০০০ টাকা
[খ] ৪,০০০ টাকা
[গ] ৬,০০০ টাকা
[ঘ] ৮,০০০ টাকা
উত্তর: [খ]

১২৬. পরিচালন ব্রেক-ইভেন চিত্রে ব্রেক ইভেন বিন্দুর নিচের অঞ্চলকে কী বলা হয়? (জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] মুনাফা অঞ্চল
[খ] ক্ষতি অঞ্চল
[গ] বিক্রয় অঞ্চল
[ঘ] উৎপাদন অঞ্চল
উত্তর: [খ]

১২৭. সমচ্ছেদ বিক্রয় হতে নির্ধারিত বিক্রয়মাত্রা পর্যন্ত দূরত্বকে কী বলে? (জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] মুনাফা অঞ্চল
[খ] ক্ষতি অঞ্চল
[গ] নিরাপত্তা প্রান্ত
[ঘ] নিট মুনাফা
উত্তর: [গ]

১২৮. স্থির ব্যয় ১০,০০০ টাকা। প্রতি একক বিক্রয়মূল্য ৭ টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ২ টাকা হলে পরিচালন সমচ্ছেদ বিন্দু কত একক? (প্রয়োগ) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] ১,০০০ একক
[খ] ২,০০০ একক
[গ] ৫,০০০ একক
[ঘ] ১০,০০০ একক
উত্তর: [খ]

১২৯. কন্ট্রিবিউশন মার্জিনকে কী দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন অনুপাতে পাওয়া যায়? (জ্ঞান) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
[ক] বিক্রয়মূল্য
[খ] স্থির ব্যয়
[গ] পরিচালনা ব্যয়
[ঘ] নিট লাভ
উত্তর: [ক]

১৩০. শামীম একজন শিল্পপতি। তিনি কলম উৎপাদন করেন। ১ম মাসে তিনি ৫,০০০ কলম উৎপাদন করেছেন। ২য় মাসে ৮,০০০ কলম উৎপাদন করেছেন। এক্ষেত্রে তার পরিবর্তনশীল ব্যয়ের অবস্থা কী রূপ হবে? (প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] বাড়বে
[খ] কমবে
[গ] সমান হবে
[ঘ] অপরিবর্তনীয়
উত্তর: [ক]

১৩১. আর্থিক বিশ্লেষণ দ্বারা একটি প্রতিষ্ঠানে যা বোঝায় তা হলো- (অনুধাবন) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
i. নগদ প্রবাহের অবস্থা
ii. মুনাফার গতিপ্রকৃতি
iii. ব্যয়ের গতিপ্রকৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৩২. আয় বিবরণীর মাধ্যমে জানা যায়- (অনুধাবন) [পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও]
i. পরিচালন আয়
ii. পরিচালন ব্যয়
iii. সম্পদের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৩৩. নগদ বলতে বোঝায়- (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
i. নগদ অর্থ
ii. ট্রেজারি বিল
iii. বাণিজ্যিক পেপার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৩৪. ফার্মের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হচ্ছে- (অনুধাবন) [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
i. অপারেটিং প্রবাহ
ii. বিনিয়োগ প্রবাহ
iii. অর্থায়ন প্রবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

১৩৫. বিনিয়োগ সংক্রান্ত নগদ বহিঃপ্রবাহ সৃষ্টি করে- (অনুধাবন) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
i. শেয়ার ক্রয়
ii. সম্পত্তি ক্রয়
iii. লভ্যাংশ প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৩৬. ব্রেক-ইভেন বিন্দুতে- (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
i. লাভও হবে না আবার ক্ষতিও হবে না
ii. সুদ ও কর-পূর্ব আয় শূন্য হয়
iii. মোট আয় ও মোট পরিবর্তনশীল ব্যয় সমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৩৭. ব্রেক-ইভেন পয়েন্টকে প্রভাবিত করে- (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
i. স্থির ব্যয়
ii. পরিবর্তনশীল ব্যয়
iii. বিক্রয়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ১৩৮ ও ১৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
RFL টিউবওয়েল কোম্পানি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবসায় পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিটি টিউবওয়েলের পরিবর্তনশীল ব্যয় ২০০০ টাকা এবং প্রতিটির বিক্রয়মূল্য ৩০০০ টাকা। বার্ষিক স্থির পরিচালনা খরচ ১০,০০,০০০ টাকা। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

১৩৮. RFL কোম্পানি কতটি টিউবওয়েল বিক্রি করলে ব্রেক-ইভেন বিন্দুতে পৌঁছবে? (প্রয়োগ)
[ক] ৫০০
[খ] ১,০০০
[গ] ১০,০০০
[ঘ] ১,০০,০০০
উত্তর: [খ]

১৩৯. কোম্পানির ব্রেক-ইভেন পয়েন্টে- (উচ্চতর দক্ষতা)
i. আয়-ব্যয় সমান
ii. সুদ ও কর-পূর্ব আয় শূন্য হয়
iii. সুদ ও কর-পরবর্তী আয়শূন্য হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

অধ্যায়-৫ : স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন

১৪০. বাণিজ্যিক ব্যাংকে স্বল্পমেয়াদি জামানতহীন ঋণ কয়টি পদ্ধতিতে প্রদান করে থাকে? (জ্ঞান) [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
উত্তর: [খ]

১৪১. স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবহার করার ক্ষেত্র কোনটি? (অনুধাবন) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
[ক] আসবাবপত্র ক্রয়
[খ] যন্ত্রপাতি ক্রয়
[গ] কাঁচামাল ক্রয়
[ঘ] দালান কৈাঠা নির্মাণ
উত্তর: [গ]

১৪২. বাণিজ্যিক পত্রের সর্বোচ্চ মেয়াদ কত? (জ্ঞান) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] ৯০ দিন
[খ] ২৭০ দিন
[গ] ৩৬৫ দিন
[ঘ] ৪০ দিন
উত্তর: [খ]

১৪৩. একটি কোম্পানির কাম্য নগদ অর্থের পরিমাণ নির্ণয়ের জন্য নিম্নের কোন মডেলটি ব্যবহার করা হয়? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] Q =  eq  \r (\f(2bi,t))
[খ] Q =  eq  \r (\f(2bt,i))
[গ] Q =  eq  \r (\f(2ti,b))
[ঘ] Q =  eq  \r (\f(bi,t))
উত্তর: [খ]

১৪৪. নিচের কোনটি অর্থায়নের বাহ্যিক উৎস? (জ্ঞান) [তেজগাঁও কলেজ, ঢাকা]
[ক] প্রাথমিক মূলধন
[খ] সংরক্ষিত মুনাফা
[গ] ব্যবসায় ঋণ
[ঘ] বকেয়া খরচসমূহ
উত্তর: [গ]

১৪৫. অর্থায়নের ক্ষেত্রে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য উৎস চিহ্নিত করতে পারি কেমন করে? (অনুধাবন) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] অর্থের সময় মূল্যের ধারণার সাহায্যে
[খ] পূর্বেকার পরিসংখ্যানের সাহায্যে
[গ] ফিন্যান্সিয়াল ক্যালকুলেটরের সাহায্যে
[ঘ] প্রকৃত সুদের হার নির্ণয় করে
উত্তর: [ঘ]

১৪৬. নিচের কোনটি জামানতবিহীন স্বল্পমেয়াদি অর্থায়ন? [ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা] (জ্ঞান)
[ক] বাণিজ্যিক কাগজ
[খ] শেয়ার
[গ] কুপন বন্ড
[ঘ] প্রাপ্যবিল বন্ধকীকরণ
উত্তর: [ক]

১৪৭. ঋণ রেখা কী? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] আনুষ্ঠানিক চুক্তি
[খ] লিখিত চুক্তি
[গ] অনানুষ্ঠানিক চুক্তি
[ঘ] মৌখিক চুক্তি
উত্তর: [গ]

১৪৮. ব্যবসায় ঋণের চূড়ান্ত ব্যয় বহন করে কে? (জ্ঞান) [শ্রীমঙ্গল সরকারি কলেজ]
[ক] ক্রেতা
[খ] ব্যাংক
[গ] এনজিও
[ঘ] উৎপাদক
উত্তর: [ক]

১৪৯. চলতি সম্পদে বিনিয়োগ করা হলে নিচের কোনটি হ্রাস পেতে পারে? (অনুধাবন) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] তারল্য
[খ] উৎপাদন
[গ] মুনাফা
[ঘ] দায় পরিশোধ ক্ষমতা
উত্তর: [গ]

১৫০. দৈনিক নগদ খরচের পরিমাণ ৫,০০০ টাকা। নগদ আবর্তন চক্রের মেয়াদ ৬০ দিন হলে সর্বনিম্ন নগদ উদ্বৃত্ত কত টাকা? (প্রয়োগ) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] ৩,০০,০০০
[খ] ৩,২০,০০০
[গ] ৩,৩০,০০০
[ঘ] ৩,৪০,০০০
উত্তর: [ক]

১৫১. বার্ষিক কাঁচামালের চাহিদা ২,৭০০ একক, ফরমায়েশ ব্যয় ১৫ টাকা, মালের বহন খরচ ৯ টাকা, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত? (প্রয়োগ) [কক্সবাজার সরকারি কলেজ]
[ক] ২৫০ একক
[খ] ৩০০ একক
[গ] ২০০ একক
[ঘ] ২৮০ একক
উত্তর: [খ]

১৫২. ব্যবসায়ের চলতি মূলধন নির্ভর করে কোনটির ওপর? (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
[ক] অর্থায়নের উৎসের ওপর
[খ] তহবিলের মেয়াদের ওপর
[গ] সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর
[ঘ] ব্যবসায়ের মুনাফার ওপর
উত্তর: [খ]

১৫৩. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ধারণে নিচের কোনটি বহন খরচের অন্তর্ভুক্ত হবে? (জ্ঞান) [ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] গুদামজাতকরণ খরচ
[খ] পরিবহন খরচ
[গ] ফরমায়েশ খরচ
[ঘ] কাঁচামাল খরচ
উত্তর: [খ]

১৫৪. ACI লি. কোম্পানি প্রতিমাসে ৪,০০০ একক মাল ব্যবহার করে, ফরমায়েশ প্রতি ব্যয় ২০০ টাকা এবং প্রতি একক মালের বহন ব্যয় ২ টাকা। মালের ক্রয়মূল্য একক প্রতি ৮০ টাকা হলে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কত? (প্রয়োগ) [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] ৩,০০০ একক
[খ] ৩০৯৮ একক
[গ] ৪,০০০ একক
[ঘ] ৫,০০০ একক
উত্তর: [খ]

১৫৫. সময়ের সাথে ব্যবসায় ঋণের ব্যয় এর সম্পর্ক কীরূপ? (অনুধাবন) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] সমমুখী
[খ] বিপরীত মুখী
[গ] উর্ধ্বমুখী
[ঘ] পশ্চাৎমুখী
উত্তর: [ক]

১৫৬. ঋণগ্রহীতা ঋণ গ্রহণের সময় যে সম্পদ ঋণদাতার কাছে বন্ধকি রাখে তাকে কী বলে? (জ্ঞান) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] মেয়াদ
[খ] ঋণের পরিমাণ
[গ] জামানত
[ঘ] তহবিলের ব্যবহার
উত্তর: [গ]

১৫৭. শিমুল প্রতি মাসে ১,০০০ টাকা ভাড়া প্রদানের শর্তে ১০ মাসে পরিশোধ্য একটি মেশিন ক্রয় করেন। এখানে ভাড়া ব্যয় কত হবে? (প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] ১,০০০ টাকা
[খ] ২,০০০ টাকা
[গ] ১০,০০০ টাকা
[ঘ] ২০,০০০ টাকা
উত্তর: [গ]

১৫৮. কোনো বহিঃস্থ উৎস হতে মূলধন সংগ্রহ করলে কী সুবিধা পাওয়া যায়? (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
[ক] লভঞ্ঝাংশ না দিএলও হয়
[খ] আয়কর কম দিতে হয়
[গ] আয়কর বৈশি দিএত হয়
[ঘ] সুদ মওকুফ হয়
উত্তর: [খ]

১৫৯. মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি অর্থায়ন হলো- (অনুধাবন) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
i. বাণিজ্যিক পত্র
ii. ব্যাংকের স্বীকৃতিপত্র
iii. বিনিময় বিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৬০. চলতি মূলধন ব্যবহৃত হয়- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. জমি ক্রয়ে
ii. কাঁচামাল ক্রয়ে
iii. কর্মচারীর বেতন প্রদানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১৬১. স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো- (অনুধাবন) [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী]
i. ব্যবসায় ঋণ
ii. বকেয়া খরচ
iii. ক্রেতাদের নিকট হতে অগ্রিম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১৬২. জামানতযুক্ত স্বল্পমেয়াদি অর্থায়ন হলো- (অনুধাবন) [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
i. প্রাপ্য বিল বন্ধকিকরণ
ii. মজুদ পণ্য বন্ধকিকরণ
iii. বাণিজ্যিক পত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৬৩. কাঁচামাল ক্রয়ের জন্য অর্থায়নের যে উৎসকে উপযোগী বলে মনে হয়- (অনুধাবন) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
i. ব্যবসায় ঋণ
ii. ঋণ রেখা
iii. মধ্যমেয়াদি ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১৬৪. স্বল্পমেয়াদি উৎস হতে সংগৃহীত অর্থ ব্যবহৃত হয়- (অনুধাবন) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
i. যন্ত্রপাতি ক্রয়ে
ii. মজুরি পরিশোধে
iii. কাঁচামাল ক্রয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১৬৫. মজুদ নিয়ন্ত্রণ দ্বারা কোনো প্রতিষ্ঠানের যা হ্রাস পায় তা হলো- (অনুধাবন) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
i. স্থায়ী খরচ
ii. মূলধন ব্যয়
iii. পণ্যের বিনষ্টতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i, ii ও iii
[ঘ] iও iii
উত্তর: [খ]

১৬৬. নগদ রূপান্তর চক্রের উপাদান হলো- (আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী)
i. মজুদ পণ্যের গড় সময়
ii. বাকি আদায়ের গড় সময়
iii. গড় বেতন পরিশোধকাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ১৬৭ ও ১৬৮ নং প্রশ্নের উত্তর দাও।
রনি একজন ফল ব্যবসায়ী। ব্যবসায়ের বিনিয়োগ নিয়ে সে তার বন্ধুর নিকট আর্থিক সহায়তা চেয়েছেন। তার দোকানে প্রায়ই ফলের পচনের জন্য সে তার বিনিয়োগ নিয়েও চিন্তিত। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

১৬৭. রনি তার বন্ধুর নিকট হতে কোন মেয়াদের অর্থ সংগ্রহ করতে পারে?
[ক] স্বল্পমেয়াদি
[খ] দীর্ঘমেয়াদি
[গ] মধ্যমেয়াদি
[ঘ] ঋণ নিবে না
উত্তর: [ক]

১৬৮. রনি কীভাবে ব্যবসায়ের পণ্য নষ্টের ঝুঁকি কমাবে?
[ক] ব্যাংকিং
[খ] পরিবহন
[গ] গুদামজাতকরণ
[ঘ] বিমা
উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং ১৬৯-১৭১ নং প্রশ্নের উত্তর দাও।
পপি লাইব্রেরি প্রতিটি ১২৫ টাকা দরে ৪,৫০০টি বই ক্রয় করার পরিকল্পনা করছে। স্টোরে প্রতিটি বই রাখার বাৎসরিক ব্যয় হবে ১০ টাকা। ফরমায়েশ প্রতি ব্যয় ১০০ টাকা। [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]

১৬৯. পপি লাইব্রেরির কাম্য ফরমায়েশের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৪৫০ একক
[খ] ৪০০ একক
[গ] ৩০০ একক
[ঘ] ২০০ একক
উত্তর: [গ]

১৭০. দৈনিক গড় মজুদ ব্যবহার হার? (প্রয়োগ)
[ক] ১২.৩৩
[খ] ১৩.৩৬
[গ] ১৪.৩৩
[ঘ] ১৫.৩৩
উত্তর: [ক]

১৭১. বার্ষিক ফরমায়েশ সংখ্যা? (প্রয়োগ)
[ক] ৪৫ বার
[খ] ৪০ বারগ ২৫ বার
[ঘ] ১৫ বার
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ১৭২ ও ১৭৩ নং প্রশ্নের উত্তর দাও।
আজগর সাহেব ছোট একটি ব্যবসায় শুরু করতে চান। তাই তিনি ১০% হারে বার্ষিক ১ টাকা করে আগামী ১০ বছর পরিশোধ করে তাহলে বর্তমানে সে যে পরিমাণ ঋণ পাবে তা জানতে চায়। [মাইলস্টোন কলেজ, ঢাকা]

১৭২. উদ্দীপকে নির্দেশিত অবস্থা বিবেচনা করে বর্তমানে কত টাকা ঋণ পাওয়া যায়? (প্রয়োগ)
[ক] ৬.১৪ টাকা
[খ] ৭.১৪ টাকা
[গ] ৪.১৪ টাকা
[ঘ] ৫.১৪ টাকা
উত্তর: [ক]

১৭৩. আজগর সাহেব যদি প্রতি কিস্তি ১০,০০০ টাকা করে পরিশোধ করে তাহলে প্রাপ্ত ঋণের পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৭১,৪৪৫ টাকা
[খ] ৪১,৪৪৫ টাকা
[গ] ৫১,৪৪৫ টাকা
[ঘ] ৬১,৪৪৫ টাকা
উত্তর: [ঘ]

অধ্যায়-৬: দীর্ঘমেয়াদি অর্থায়ন

১৭৪. দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? (জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] ব্যবসায় ঋণ
[খ] প্রাপ্য বিল
[গ] ক্রেতা হতে অগ্রিম
[ঘ] শেয়ার বিক্রয়
উত্তর: [ঘ]

১৭৫. পাবলিক লিমিটেড কোম্পানি যে দলিলের মাধ্যমে জনগণের নিকট হতে ঋণ গ্রহণ করে তাকে কী বলে? (জ্ঞান) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
[ক] শেয়ার পত্র
[খ] ঋণপত্রগ স্টক পত্র
[ঘ] বন্ধকীপত্র
উত্তর: [খ]

১৭৬. কোম্পানির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারা ভোটাধিকার প্রয়ো
[গ] করতে পারে না?
(জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] বন্ডহোল্ডাররা
[খ] সাধারণ শেয়ারহোল্ডাররা
[গ] অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা
[ঘ] মালিক
উত্তর: [ক]

১৭৭. যে বন্ডের কোন নির্দিষ্ট মেয়াদকাল থাকে না তাকে কী বলে? (জ্ঞান) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] কুপন বন্ড
[খ] জিরো কুপন বন্ড
[গ] ফেরতযোগ্য বন্ড
[ঘ] অফেরতযোগ্য বন্ড
উত্তর: [ঘ]

১৭৮. মেয়াদপূর্তির পূর্বেই প্রতিষ্ঠান বন্ড ফেরত নিতে পারলে তাকে কী বলে? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] কল বন্ড
[খ] পুট বন্ড
[গ] জাঙ্ক বন্ড
[ঘ] সবগুলোই সঠিক
উত্তর: [ক]

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন ২০২৪ pdf download

১৭৯. বন্ডের কুপন সুদের হার বাজার সুদের হারের চেয়ে বেশি হলে কোন বন্ড বেশি কার্যকরী? 
(অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] কল বন্ড
[খ] পুট বন্ড
[গ] জাঙ্ক বন্ড
[ঘ] সবগুলোই সঠিক
উত্তর: [ক]

১৮০. বন্ড ইন্ডেনচার কী? (জ্ঞান) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
[ক] বন্ড বিক্রয়ের দলিল
[খ] বন্ডের সুদের হার
[গ] বন্ডের মেয়াদ
[ঘ] বন্ডের লিখিত মূল্য
উত্তর: [ক]

১৮১. যে ঋণপত্রের কোন সুদের হার উল্লেখ থাকে না তাকে কী বলে? (জ্ঞান) [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
[ক] তরলযোগ্য বন্ড
[খ] রূপান্তরযোগ্য বন্ড
[গ] আয় বন্ড
[ঘ] জিরো কুপন বন্ড
উত্তর: [ঘ]

১৮২. কর্পোরেট বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
[ক] সরকার
[খ] যৌথ মূলধনী কারবার
[গ] সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
[ঘ] বিশ্বব্যাংক
উত্তর: [খ]

১৮৩. কোম্পানির পাওনাদার হিসেবে বিবেচিত হয় কে? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] শেয়ারের ক্রেতা
[খ] ঋণপত্র ক্রেতা
[গ] অগ্রাধিকার শেয়ারের ক্রেতা
[ঘ] প্রবর্তন শেয়ার ক্রেতা
উত্তর: [খ]

১৮৪. কোন বন্ডটি সাধারণ অবহারে বিক্রয় করা হয়? (জ্ঞান) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
[ক] কুপন বন্ড
[খ] জাঙ্ক বন্ড
[গ] জিরো কুপন বন্ড
[ঘ] কল বন্ড
উত্তর: [গ]

১৮৫. একটি বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ১,২০০ টাকা। কুপন রেট ১০% হলে বার্ষিক সুদের পরিমাণ কত? (প্রয়োগ) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] ৯০ টাকা
[খ] ১০০ টাকা
[গ] ১১০ টাকা
[ঘ] ১২০ টাকা
উত্তর: [খ]

১৮৬. কখন একটি বন্ড অবহারে বিক্রয় করা হয়? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] ঋণের ব্যয় < কুপন সুদের হার
[খ] ঋণের ব্যয় = কুপন সুদের হার
[গ] ঋণের ব্যয় > কুপন সুদের হার
[ঘ] ঋণের ব্যয় - কুপন সুদের হার
উত্তর: [গ]

১৮৭. একটি চিরস্থায়ী বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা। কুপন রেট ১২% এবং প্রয়োজনীয় আয়ের হার ১০% হলে বন্ডের বর্তমান মূল্য কত? (প্রয়োগ) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] ১,৩০০ টাকা
[খ] ১০০ টাকা
[গ] ১,১০০ টাকা
[ঘ] ১,২০০ টাকা
উত্তর: [ঘ]

১৮৮. জনাব বদরুল একটি বন্ড ইস্যু করেছেন। যার বিপরীতে তিনি ৭০ টাকা সুদ প্রদান করেছেন। বন্ডটির কোনো নির্দিষ্ট মেয়াদকাল নেই। তবে এটি হতে প্রত্যাশিত আয়ের হার ১০%। বন্ডটির মূল্য কত? (প্রয়োগ) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] ৭,০০০ টাকা
[খ] ৭০০ টাকা
[গ] ৭০ টাকা
[ঘ] ৭ টাকা
উত্তর: [খ]

১৮৯. রাফা লিমিটেডের ৫ বছর মেয়াদি জিরো কুপন বন্ডের লিখিত মূল্য ১,০০,০০০ টাকা, প্রত্যাশিত আয়ের হার ১১% হলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ৬৪,৫১৬
[খ] ৫৯,৩৪৫
[গ] ৪৫,৪৫৫
[ঘ] ৪৫,০০০
উত্তর: [খ]

১৯০. বাজারে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্যে কী প্রভাব পড়ে? (অনুধাবন) [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]
[ক] বৃদ্ধি পাবে
[খ] হ্রাস পাবে
[গ] অপরিবর্তিত থাকবে
[ঘ] দ্বিগুণ বৃদ্ধি পাবে
উত্তর: [খ]

১৯১. বার্ষিক সুদ ৫০ টাকা এবং প্রত্যাশিত আয়ের হার ১০% হলে বন্ডটির বর্তমান মূল্য কত? (প্রয়োগ) [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]
[ক] ৪০০ টাকা
[খ] ৫০০ টাকা
[গ] ৫৫ টাকা
[ঘ] ৫৫০ টাকা
উত্তর: [খ]

১৯২. অনন্য লি. এর চিরস্থায়ী বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা। কুপন রেট ১২% এবং প্রত্যাশিত আয়ের হার ১০% হলে বন্ডটির বর্তমান মূল্য কত? (প্রয়োগ) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] ১,২০০ টাকা
[খ] ১,১২০ টাকা
[গ] ১,০০০ টাকা
[ঘ] ৮,৮০ টাকা
উত্তর: [খ]

১৯৩. চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? (জ্ঞান) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] Kd =  eq \f (NSV,Dp)
[খ] Kp =  eq \f (NSV,Dp (1-T))
[গ] Kp =  eq \f (NSV,DP)
[ঘ] Kp =  eq \f (DP,NSV)
উত্তর: [ঘ]

১৯৪. তানিয়া কোম্পানি লি. ১,০০০ টাকা লিখিত মূল্যের অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে। লভ্যাংশের হার ১০% এবং নিট বিক্রয়মূল্য ৯৬০ টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? (প্রয়োগ) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
[ক] ১৫%
[খ] ১২.৫%
[গ] ১০.৪২%
[ঘ] ৮%
উত্তর: [গ]

১৯৫. আরিফ গত বছর স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির ১০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যে ক্রয় করে। প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য ১১০ টাকা। ঐ কোম্পানিতে বর্তমানে আরিফের সম্পদের পরিমাণ কত? (প্রয়োগ) [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
[ক] ১০,০০০ টাকা
[খ] ১১,০০০ টাকা
[গ] ১১,১০০ টাকা
[ঘ] ১১,১১০ টাকা
উত্তর: [খ]

১৯৬. জনাব X, ABC কোম্পানির ১০০টি শেয়ার ১০০ টাকা মূল্যের শেয়ার ক্রয় করলেন। প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য ১১০ টাকা হলে জনাব x এর সম্পদের পরিমাণ কত? (প্রয়োগ) [আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন কলেজ, গাইবান্ধা]
[ক] ১০,০০০
[খ] ১১,০০০
[গ] ১১,১০০
[ঘ] ১১,১১০
উত্তর: [খ]

১৯৭. শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কী বলে? (জ্ঞান) [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]
[ক] সুদ
[খ] মুনাফা
[গ] আয়
[ঘ] লভ্যাংশ
উত্তর: [ঘ]

১৯৮. রুবায়েত লিমিটেড বাজারে ১৫% অগ্রাধিকার শেয়ার বিক্রির জন্য ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য ১৩৫ টাকা এবং বিক্রি থেকে অর্জিত অর্থ ১১০ টাকা। রুবায়েত লিমিটেডের অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হবে? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
[ক] ১৯.২৮%
[খ] ১৮.৪১%
[গ] ১৭.৩৬%
[ঘ] ১৬.৬৩%
উত্তর: [খ]

১৯৯. ব্যক্তিগত কর কোনটির সাথে সমন্বয় করা হয়? (অনুধাবন) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
[ক] সাধারণ শেয়ার মূলধন ব্যয়
[খ] অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়
[গ] ঋণ মূলধন ব্যয়
[ঘ] সংরক্ষিত আয়ের ব্যয়
উত্তর: [ঘ]

২০০. কোম্পানির অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোন শেয়ারের পরিপক্বতা বিদ্যমান? (অনুধাবন) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] সাধারণ শেয়ার
[খ] অগ্রাধিকার শেয়ার
[গ] ঝুঁকি
[ঘ] দায় শূন্যতা
উত্তর: [ক]

২০১. রাজু তার ২ লক্ষ টাকা মাধ্যমিক বাজারে বিনিয়োগ না করে নিশ্চিত আয়ের জন্য সরকারি বন্ডে বিনিয়োগ করেন। রাজুর এরূপ বিনিয়োগ সিদ্ধান্ত হতে কোনটি তার জন্য প্রযোজ্য? (প্রয়োগ) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] ঝুঁকি নিতে আগ্রহী
[খ] ঝুঁকি নিতে অতি আগ্রহী
[গ] ঝুঁকি নিতে অনাগ্রহী
[ঘ] ঝুঁকি নিতে নিরপেক্ষ
উত্তর: [গ]

২০২. ১৯৫৪ সালের এপ্রিল মাসে প্রথম ‘দি ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ’ কোথায় প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] ঢাকা
[খ] নারায়ণগঞ্জ
[গ] খুলনা
[ঘ] চট্টগ্রাম
উত্তর: [খ]

২০৩. অর্থসংক্রান্ত কার্যাবলিগুলো হলো- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. ঋণপত্র ইস্যুলব্ধ অর্থ
ii. বন্ড ও বন্ধকি ঋণ ইস্যু
iii. পুনঃশেয়ার ক্রয়ের জন্য মালিককে প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২০৪. সরকারি বন্ড কিনে থাকে- (অনুধাবন) [শ্রীমঙ্গল সরকারি কলেজ]
i. বাণিজ্যিক ব্যাংক
ii. আর্থিক প্রতিষ্ঠান
iii. ব্যক্তি বিনিয়োগকারীগণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২০৫. মার্চেন্ট ব্যাংক যে কাজটি করে তা হলো- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. শেয়ার বিক্রয়ের দায় গ্রহণ
ii. ইস্যুয়ার হিসেবে দায়িত্ব পালন করে
iii. অবলেখক হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২০৬. অবণ্টিত মুনাফা- (অনুধাবন) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
i. প্রতিষ্ঠানের মূলধন হিসেবে কাজ করে
ii. প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে সহায়তা করে
iii. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২০৭. স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলে- (অনুধাবন) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
i. লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে
ii. লভ্যাংশ বৃদ্ধির হার প্রতি বছর হ্রাস পাবে
iii. লভ্যাংশ বৃদ্ধির হার প্রতি বছর স্থির থাকবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

২০৮. শেয়ার বাজারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
i. এটি একটি প্রাথমিক বাজার
ii. এটি একটি মাধ্যমিক বাজার
iii. এটি একটি সংগঠিত বাজার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২০৯. স্টক মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রয় পদ্ধতির আওতাভুক্ত- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. মর্টগেজ পদ্ধতি
ii. কল ওভার পদ্ধতি
iii. জবিং পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং ২১০ ও ২১১ নং প্রশ্নের উত্তর দাও।
লাকী করপোরেশন বাজারে বন্ড ছেড়ে মূলধন সংগ্রহ শুরু করে। জনাব হাফিজ প্রতিষ্ঠানটির ২,০০০ টাকা লিখিত মূল্যের বন্ড ক্রয় করেন, যার বাজারমূল্য ৭২০ টাকা। এ বন্ডটির মেয়াদ ১২ বছর ও কুপন হার ৮%। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

২১০. লাকী কর্পোরেশনের আন্তঃআয় হার কত? (প্রয়োগ)
[ক] ১৩%
[খ] ১৯.৬০%
[গ] ১৩.০৮%
[ঘ] ১৪%
উত্তর: [খ]

২১১. হাফিজের বন্ড ক্রয়ের যৌক্তিকতা হলো- (উচ্চতর দক্ষতা)
i. অধিক আয়
ii. নিশ্চিত আয়
iii. অনিশ্চিত মুনাফা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ২১২ ও ২১৩ নং প্রশ্নের উত্তর দাও।
সুমন লি. শতকরা ১২ টাকা হারে বন্ড ইস্যু করেছে, যার অভিহিত মূল্য ১,০০০ টাকা। বন্ডের বর্তমান বাজারমূল্য ১,২০০ টাকা। প্রয়োজনীয় আয়ের হার ১০%। [মাইলস্টোন কলেজ, ঢাকা]

২১২. সুমন লি.-এর বন্ডের চলতি ইল্ড কত? (প্রয়োগ)
[ক] ১১%
[খ] ১২%
[গ] ৯%
[ঘ] ১০%
উত্তর: [ঘ]

২১৩. প্রয়োজনীয় আয়ের হার হ্রাস পেয়ে ৭% হলে- (উচ্চতর দক্ষতা)
i. বন্ডের অন্তর্নিহিত মূল্য হবে ১,৭১৪ টাকা
ii. বন্ডের বিনিয়োগ লাভজনক হবে
iii. বার্ষিক সুদের পরিমাণ হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

অধ্যায়-৭ : মূলধন ব্যয়

২১৪. মূলধন ব্যয় নির্ণয়ের সুবিধা কী? (জ্ঞান) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
[ক] মূলধন বৃদ্ধি
[খ] মূলধন ব্যয় নির্ণয়
[গ] মূলধন তহবিলের উৎস নির্বাচন
[ঘ] বাট্টা নির্ণয়
উত্তর: [গ]

২১৫. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয়? (জ্ঞান) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
[ক] মুনাফার হার
[খ] মূলধন ব্যয়
[গ] তহবিলের উৎস
[ঘ] বিনিয়োগের সুদ
উত্তর: [খ]

২১৬. প্রত্যাশিত লভ্যাংশ ৫.৫ টাকা। লভ্যাশং বৃদ্ধির হার ১০% হলে অতীত লভ্যাংশ কত? (প্রয়োগ) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] ৫ টাকা
[খ] ৫.৫ টাকা
[গ] ৫.৬ টাকা
[ঘ] ৭ টাকা
উত্তর: [ক]

২১৭. XYZ কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১২০ টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার ১০%, বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ ১৫ টাকা, কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? (প্রয়োগ) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] ১৫%
[খ] ১৭%
[গ] ২২.৫%
[ঘ] ২৫%
উত্তর: [গ]

২১৮. সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় কেন? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] এর বিভিন্ন জটিলতার জন্য
[খ] শেয়ারের মালিক সংখ্যা বেশির জন্য
[গ] কোম্পানির মুনাফা বৃদ্ধির জন্য
[ঘ] কোম্পানির ব্যয় হ্রাসের জন্য
উত্তর: [ক]

২১৯. নিচের কোন সিকিউরিটির ক্ষেত্রে মূলধনী লাভ সর্বাধিক? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ক্রয়মূল্য ৪০ টাকা, বিক্রয়মূল্য ৫২ টাকা
[খ] ক্রয়মূল্য ৭০ টাকা, বিক্রয়মূল্য ৯৫ টাকা
[গ] ক্রয়মূল্য ১০০ টাকা, বিক্রয়মূল্য ১২০ টাকা
[ঘ] ক্রয়মূল্য ১৫০ টাকা, বিক্রয়মূল্য ২৩৫ টাকা
উত্তর: [ঘ]

২২০. প্রতি শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা ও শেয়ারপ্রতি প্রাপ্ত লভ্যাংশ ২৬ টাকা হলে সাধারণ শেয়ারের ব্যয় কত? (প্রয়োগ) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] ৬.৫%
[খ] ১০%
[গ] ১৩%
[ঘ] ১৯%
উত্তর: [গ]

২২১. গাজি কোং লি. ১৫ শতাংশ অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করবে, যার প্রতিটির বাজারমূল্য ১০০ টাকা, বিক্রয় খরচ ৫ শতাংশ। গাজি কোং লিমিটেডের মূলধন খরচ কত হবে? (প্রয়োগ) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] ১১.৯৪%
[খ] ১২.৮৮%
[গ] ১৪.২৯%
[ঘ] ১৫.৭৯%
উত্তর: [ঘ]

২২২. 'Flotation cost' কোন মূলধন ব্যয়কে প্রভাবিত করে না? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] সাধারণ শেয়ার
[খ] অগ্রাধিকার শেয়ার
[গ] ঋণপত্র
[ঘ] রক্ষিত আয়
উত্তর: [ঘ]

২২৩. উত্তরণ ব্যয় ও ব্যক্তিগত কর না থাকলে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নিচের কোনটির সমান হবে? (অনুধাবন) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] ঋণ মূলধনের ব্যয়
[খ] সংরক্ষিত আয়ের ব্যয়
[গ] অগ্রাধিকার শেয়ারের ব্যয়
[ঘ] নতুন সাধারণ শেয়ারের ব্যয়
উত্তর: [খ]

২২৪. উত্তরণ ব্যয় না থাকলে কোনটি সঠিক? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] Ks > Kr
[খ] Ks < Kr
[গ] Ks = Kr
[ঘ] Ks = Kd
উত্তর: [গ]

২২৫. কখন কোম্পানিকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] শেয়ার বিক্রি করলে
[খ] প্রিমিয়াম গ্রহণ করলে
[গ] নতুন শেয়ার ইস্যু করলে
[ঘ] বিনিয়োগ হ্রাস করলে
উত্তর: [গ]

২২৬. কোনটির জন্য নতুন সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয়ের চেয়ে বেশি হয়? (অনুধাবন) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] নতুন লভ্যাংশ
[খ] সুদ
[গ] উত্তরণ ব্যয়
[ঘ] মেয়াদ
উত্তর: [গ]

২২৭. ভার আরোপিত গড় মূলধন ব্যয়ে কোন ব্যয়গুলো অন্তর্ভুক্ত? (অনুধাবন) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] প্রতিটি উৎসের ব্যক্ত ব্যয়
[খ] প্রতিটি উৎসের ঐতিহাসিক ব্যয়
[গ] প্রতিটি উৎসের গড় মূলধন ব্যয়
[ঘ] প্রতিটি উৎসের করপরবর্তী ব্যয়
উত্তর: [গ]

২২৮. ঋণের ব্যয় পরিবর্তন হয় কোনটির প্রভাবে? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] জামানত
[খ] লভ্যাংশ
[গ] মুদ্রাস্ফীতি
[ঘ] কর হার
উত্তর: [ঘ]

২২৯. কোন মূলধন ব্যয় নির্ণয়ে কোম্পানির কর বাদ দেয়া হয়? (জ্ঞান) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] অগ্রাধিকার শেয়ার মূলধন
[খ] সাধারণ শেয়ার মূলধন
[গ] ঋণ মূলধন
[ঘ] সংরক্ষিত আয়
উত্তর: [গ]

২৩০. করপূর্ব ঋণের ব্যয় ১০%। করের হার ৪০% হলে কর পরবর্তী ঋণের ব্যয় কত? (প্রয়োগ) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] ৬%
[খ] ৭%
[গ] ৮%
[ঘ] ১০%
উত্তর: [ক]

২৩১. ঋণ মূলধন ব্যবহারের সাথে নিচের কোনটি সম্পর্কিত? (জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] তারল্য ঝুঁকি
[গ] সুদহার ঝুঁকি
[ঘ] আর্থিক ঝুঁকি
উত্তর: [ঘ]

২৩২. ঋণপত্রের সুদের পরিমাণের সাথে জড়িত কোনটি? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] বাজারমূল্য
[খ] উত্তরণ ব্যয়
[গ] মেয়াদপূর্তি মূল্য
[ঘ] অভিহিত মূল্য
উত্তর: [ঘ]

২৩৩. সাবিনা ইয়াসমিন ১৫% হারে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে মুদি দোকান ব্যবসায় আরম্ভ করেন। করের হার ১০% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত হবে? (প্রয়োগ) [কক্সবাজার সরকারি কলেজ]
[ক] ১০.৬%
[খ] ১২.৫%
[গ] ১৩.৫%
[ঘ] ১৪.৭%
উত্তর: [গ]

২৩৪. মূলধন ব্যয় বলতে বোঝায়- (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
i. মূলধন কাঠামোর বিভিন্ন উৎসের ব্যয়
ii. গড় মূলধন ব্যয়
iii. সার্বিক মূলধন ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৩৫. মূলধন ব্যয়ের প্রভাব রয়েছে- (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
i. তহবিল সংগ্রহের ক্ষেত্রে
ii. তহবিল বিনিএয়াএগর প্টৈএষ্ণ
iii. লভ্যাংশ নীতির ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৩৬. ঋতু ফ্রেন্ডস কোম্পানির ১০% অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছে। এজন্য তিনি বিবেচিত হবেন- (প্রয়োগ)
i. নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অধিকারী হিসেবে
ii. কোম্পানির প্রকৃত মালিক হিসেবে
iii. সাধারণ শেয়ারহোল্ডার ও বন্ডহোল্ডারদের মাঝামাঝি অবস্থানকারী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

উদ্দীপকটি পড়ো এবং ২৩৭ ও ২৩৮ নং প্রশ্নের উত্তর দাও।
‘ক’ কোম্পানির বিগত বছরের শেয়ারপ্রতি লভ্যাংশ ১০ টাকা, লভ্যাংশ বৃদ্ধির হার ২০% ও শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

২৩৭. চলতি বছর শেষে ‘ক’ কোম্পানির লভ্যাংশ কত হবে? (প্রয়োগ)
[ক] ১২ টাকা
[খ] ১৫ টাকা
[গ] ১৮ টাকা
[ঘ] ২০ টাকা
উত্তর: [ক]

২৩৮. প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ারের ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ১৭%
[খ] ১৮%
[গ] ২০%
[ঘ] ৩২%
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ২৩৯-২৪১ নং প্রশ্নের উত্তর দাও।
নেলসন কোম্পানির মূলধন সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
মূলধনের উৎস - পরিমাণ - ব্যয়
সাধারণ শেয়ার - ৪ লক্ষ - ১৫%
অগ্রাধিকার শেয়ার - ৩ লক্ষ - ১২%
ঋণ - ২ লক্ষ - ১০%
সংরক্ষিত আয় - ১ লক্ষ - ১৪%
[ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]

২৩৯. উদ্দীপকের সাধারণ শেয়ার মূলধনের ভার (weight) কত?
(প্রয়োগ)
[ক] ০.১০
[খ] ০.২০
[গ] ০.৩০
[ঘ] ০.৪০
উত্তর: [ঘ]

২৪০. কোম্পানির ভার আরোপিত মূলধন ব্যয় কত? (প্রয়োগ)
[ক] ১০%
[খ] ১১.৫০%
[গ] ১২.৮০%
[ঘ] ১৩%
উত্তর: [ঘ]

২৪১. উদ্দীপকে উল্লিখিত কোন উৎসের ব্যয় সর্বনিম্ন? (প্রয়োগ)
[ক] সাধারণ শেয়ার
[খ] অগ্রাধিকার শেয়ার
[গ] ঋণপত্র
[ঘ] সংরক্ষিত তহবিল
উত্তর: [গ]

অধ্যায়-৮: মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত

২৪২. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণকে কী বলা হয়? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] মূলধন ব্যয়
[খ] মূলধন বাজেটিং
[গ] মূলধন রেশনিং
[ঘ] অর্থের সময় মূল্য
উত্তর: [খ]

২৪৩. মূলধন বাজেটিং মূলত কোন মেয়াদের অর্থায়ন? (জ্ঞান) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] অতি দীর্ঘমেয়াদি
উত্তর: [গ]

২৪৪. কোনটি মূলধন বাজেটিং-এর অন্যতম বিবেচ্য বিষয়? (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] আয়
[খ] সম্পত্তি ক্রয়
[গ] সম্পত্তি বিক্রয়
[ঘ] সময়কাল
উত্তর: [খ]

২৪৫. কোনটি মূলধন বাজেটিং মূল্যায়নের সনাতন কৌশল? (জ্ঞান) [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
[ক] পরিশোধকাল
[খ] নিট বর্তমান মূল্য
[গ] অভ্যন্তরীণ মুনাফার হার
[ঘ] বাট্টাকৃত পরিশোধ কাল
উত্তর: [ক]

২৪৬. প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে মূলধন বরাদ্দ দেয়া হলে তাকে কী বলে? (জ্ঞান) [শেখ বোরহানুদ্দীন কলেজ, ঢাকা]
[ক] মূলধন বাজেটিং
[খ] মূলধন নিয়ন্ত্রণ
[গ] ব্যয় নিয়ন্ত্রণ
[ঘ] আয় বিশ্লেষণ
উত্তর: [ক]

২৪৭. কোনটি মূলধন বাজেটিং প্রণয়নে প্রথম পদক্ষেপ? (জ্ঞান) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] প্রকল্প উদ্ভাবন
[খ] প্রকল্প মূল্যায়ন
[গ] প্রকল্প নির্বাচন
[ঘ] ফলোআপ
উত্তর: [ক]

২৪৮. x ও y দুই বন্ধু মিলে মাছ চাষ করার চিন্তা-ভাবনা করছেন। মূলধন বাজেটিং এর সাহায্যে তারা নিচের কোন সিদ্ধান্ত নিবেন? (প্রয়োগ) [আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
[ক] পুকুরের জন্য জমি ক্রয়
[খ] মাছের পোনা ক্রয়
[গ] মাছের খাদ্য ক্রয়
[ঘ] খামার রক্ষণাবেক্ষণ ব্যয়
উত্তর: [ক]

২৪৯. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়? (অনুধাবন) [কক্সবাজার সরকারি কলেজ]
[ক] বর্তমান আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা
[খ] ভবিষ্যৎ আয়ের সাথে বর্তমান আয়ের তুলনা
[গ] চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদের তুলনা
[ঘ] সময়ের সাথে ব্যয়ের তুলনা
উত্তর: [খ]

২৫০. যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হয় তাকে কী প্রকল্প বলে? (জ্ঞান) [শেখ বোরহানুদ্দীন কলেজ, ঢাকা]
[ক] স্বাধীন
[খ] পরাধীন
[গ] পরস্পর বর্জনশীল
[ঘ] নির্ভরশীল
উত্তর: [গ]

২৫১. একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত না হলে তাকে কী বলা হয়? (জ্ঞান) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
[ক] বর্জনশীল প্রকল্প
[খ] নির্ভরশীল প্রকল্প
[গ] অধীন প্রকল্প
[ঘ] স্বাধীন প্রকল্প
উত্তর: [ঘ]

২৫২. কোনটি মূলধন বাজেটিং-এর প্রয়োগক্ষেত্র? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
[ক] স্থায়ী সম্পত্তি ক্রয়
[খ] কাঁচামাল ক্রয়
[গ] মজুদ পণ্য বিক্রয়
[ঘ] কর্মচারীদের বেতন প্রদান
উত্তর: [গ]

২৫৩. গড় উপার্জন হার পদ্ধতির উদ্দেশ্য কোনটি? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] প্রকল্পের সময়কাল নিরূপণ
[খ] প্রকল্পের বিনিয়োগের পরিমাণ নির্ণয়
[গ] প্রকল্পের লাভজনকতা নির্ণয়
[ঘ] প্রকল্পের খরচ নিরূপণ
উত্তর: [গ]

২৫৪. বাট্টাকৃত নগদ প্রবাহ বিবেচনায় কোনটিতে আয়ের হার প্রধান বিবেচ্য বিষয়? (অনুধাবন) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] IRR
[খ] NPV
[গ] PBP
[ঘ] ARR
উত্তর: [ক]

২৫৫. একটি প্রকেল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৪,০০,০০০ টাকা এবং গড় করপরবর্তী নিট মুনাফা ৫০,০০০ টাকা। প্রকল্পটির গড় মুনাফার হার কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ১২.৫%
[খ] ২৫%
[গ] ৪০%
[ঘ] ৫০%
উত্তর: [ক]

২৫৬. মূলধন বাজেটিং-এর কোন পদ্ধতিকে হিসাববিজ্ঞান উপার্জন হার বলা হয়? (জ্ঞান) [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
[ক] পে-ব্যাক সময়
[খ] গড় মুনাফার হার
[গ] নিট বর্তমান মূল্য
[ঘ] আন্তঃআয়ের হার
উত্তর: [খ]

২৫৭. বাট্টার হার IRR এর চেয়ে বেশি হলে NPV কী হবে? (অনুধাবন) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
[ক] ঋণাত্মক
[খ] ধনাত্মক
[গ] বিনিয়োগের সমান
[ঘ] বিনিয়োগের চেয়ে বেশি
উত্তর: [ক]

২৫৮. IRR এর NPV ধনাত্মক হলে কীভাবে ঋণাত্মক করা যাবে? (অনুধাবন) [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
[ক] বাট্টার হার কমিয়ে
[খ] বাট্টার হার বাড়িয়ে
[গ] সমান রেখে
[ঘ] শূন্য করে
উত্তর: [খ]

২৫৯. একটি প্রকল্পের IRR = Cost of Capital হলে NPV কত হবে? (জ্ঞান) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
[ক] শূন্য
[খ] ধনাত্মক
[গ] ঋণাত্মক
[ঘ] নির্ণয়যোগ্য নয়
উত্তর: [ক]

২৬০. আবির এন্ড সন্স-এর প্রকল্প এর গড় মুনাফার হার ২৫% এবং গড় বিনিয়োগ, ৪,০০,০০০ টাকা হলে, প্রকল্প এর গড় নিট মুনাফা কত? (প্রয়োগ) [শ্রীমঙ্গল সরকারি কলেজ]
[ক] ৫০,০০০ টাকা
[খ] ১,০০,০০০ টাকা
[গ] ১,৫০,০০০ টাকা
[ঘ] ২,০০,০০০ টাকা
উত্তর: [খ]

২৬১. কোন প্রকল্পের PBP ৪ বছর। বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ ১৫,০০০ টাকা হলে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ৫০,০০০
[খ] ৩০,০০০
[গ] ৪০,০০০
[ঘ] কোনটিই নয়
উত্তর: [ঘ]

২৬২. যদি নগদ বহিঃপ্রবাহকে সমান নগদ আন্তঃপ্রবাহ দ্বারা ভাগ করা হয় তাহলে কী পাওয়া যাবে? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] গড় আয়ের হার
[খ] নিট বর্তমান মূল্য
[গ] আন্তঃআয়ের হার
[ঘ] পরিশোধকাল
উত্তর: [ঘ]

২৬৩. 'X' কোম্পানি লি. ১০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করল। যা থেকে আগামী ৫ বছর প্রতিবছর ৪,০০০ টাকা করে পেলেন। পরিশোধকাল নির্ণয় করো। (প্রয়োগ) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
[ক] ১.৬ বছর
[খ] ২.৫ বছর
[গ] ৩.১ বছর
[ঘ] ৪.৩ বছর
উত্তর: [খ]

২৬৪. নিচের কোনটি মূলধন বাজেটিং-এর অবাট্টাকৃত পদ্ধতি? (জ্ঞান) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] নিট বর্তমান মূল্য
[খ] পৈ-বঞ্ঝাক সময় প্রলতি
[গ] আন্তঃআয় হার
[ঘ] মুনাফা অর্জন সূচক
উত্তর: [খ]

২৬৫. যে বাট্টার হারে নিট নগদ আন্তঃপ্রবাহ এবং মূল বিনিয়োগ সমান হয় তাকে কী বলা হয়? (জ্ঞান) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
[ক] গড় আয়ের হার
[খ] নিট বর্তমান মূল্য
[গ] অভ্যন্তরীণ আয়ের হার
[ঘ] পরিশোধকাল
উত্তর: [গ]

২৬৬. মূলধন বাজেটিং-এর যে সকল পদ্ধতিতে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. নিট বর্তমান মূল্য
ii. পে-ব্যাক সময়
iii. গড় মুনাফার হার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

২৬৭. মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্যগুলো হলো- (অনুধাবন) [সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
i. স্থায়ী সম্পত্তি ক্রয়
ii. মূলধন ব্যয়
iii. অবশেষ মূল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

২৬৮. মূলধন বাজেটিং-এর আওতা হলো- (অনুধাবন) [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
ii. সম্পত্তির প্রতিস্থাপন
iii. সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৬৯. মূলধন বাজেটিং-এর সঠিক পদ্ধতি নির্বাচন করতে হয়- (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
i. বিনিয়োগ প্রকল্পের গড় নিট মুনাফা অনুসারে
ii. বিনিয়োগ প্রকল্পের ঝুঁকি বিবেচনা করে
iii. বিনিয়োগ প্রকল্পের বিভিন্ন ধরন অনুসারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

২৭০. মূলধন বাজেটিং এ প্রকল্পের মূল্যায়নে বাট্টাকৃত পদ্ধতি- (অনুধাবন) [সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ]
i. IRR
ii. NPV
iii. ARR

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

২৭১. NPV ≥ O হলে তা নির্দেশ করে- (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
i. প্রাথমিক বিনিয়োগ অপর্যাপ্ত
ii. প্রকল্পের বাতিলযোগ্যতা
iii. প্রকল্পের গ্রহণযোগ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও ii
[ঘ] iii
উত্তর: [ঘ]

২৭২. পে-ব্যাক সময় পদ্ধতির জন্য প্রযোজ্য হবে- (অনুধাবন) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
i. বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ii. প্রারম্ভিক বিনিয়োগ
iii. বাট্টার হার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ২৭৩ ও ২৭৪ নং প্রশ্নের উত্তর দাও।
ঝর্ণা কোম্পানি আর্থিক ব্যবস্থাপক মি. রায়হান একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পরস্পর ৫ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট ৫ দ্বারা ভাগ করেন। কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন। [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]

২৭৩. মি. রায়হানের অনুসৃত পদ্ধতি কোনটি? (প্রয়োগ)
[ক] গড় মুনাফা হার
[খ] পে-ব্যাক সময়
[গ] নিট বর্তমান মূল্য
[ঘ] আন্তঃআয় হার
উত্তর: [ক]

২৭৪. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতির সীমাবদ্ধতা হলো- (উচ্চতর দক্ষতা)
i. অর্থের সময় মূল্য উপেক্ষিত
ii. সকল নগদ প্রবাহের মূল্য সমান
iii. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

উদ্দীপকটি পড়ো এবং ২৭৫ নং প্রশ্নের উত্তর দাও।
XYZ প্রকল্পের ১০% হারে নিট বর্তমান মূল্য ৫,০০০ টাকা এবং ১২% হারে নিট বর্তমান মূল্য
(৩০০) টাকা। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
২৭৫. XYZ প্রকল্পের অভ্যন্তরীণ উপার্জন হার কত? (প্রয়োগ)
[ক] ১১.৮৭%
[খ] ১২.২০%
[গ] ১৩.১০%
[ঘ] ১৩.৮৭%
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ২৭৬ নং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা। আগামী ৫ বছর প্রাপ্ত নগদ প্রবাহ যথাক্রমে ১৭,৭০০, ১৬,৮০০, ২৫,৫০০, ১৯৫৬০ ও ২৬,৭৬০ এবং বাট্টার হার ২০%। [মাইলস্টোন কলেজ, ঢাকা]

২৭৬. প্রকল্পটির নিট বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১১,৩৬০ টাকা
[খ] ১২,০০০ টাকা
[গ] ১২,৩৬০ টাকা
[ঘ] ১০,০০০ টাকা
উত্তর: [ক]

অধ্যায়-৯ : ঝুঁকি এবং মুনাফার হার

২৭৭. ঝুঁকি ও আয়ের সম্পর্কের স্বরূপ কোনটি? (জ্ঞান)
[ক] ধনাত্মক
[খ] ঋণাত্মক
[গ] সম্পর্কহীন
[ঘ] অনির্ণয়যোগ্য
উত্তর: [ক]

২৭৮. কে ট্রেজারি বিল ইস্যু করেন? (জ্ঞান)
[ক] বাণিজ্যমন্ত্রী
[খ] ব্যবস্থাপনা পরিচালক
[গ] সরকার
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর: [গ]

২৭৯. বৈচিত্র্যায়ন/বহুবিধকরণের মাধ্যমে কোন ঝুঁকি হ্রাস করা যায়? (জ্ঞান) [শেখ বোরহানুদ্দীন কলেজ, ঢাকা]
[ক] একক
[খ] বাজার
[গ] সুদহার
[ঘ] আর্থিক
উত্তর: [ক]

২৮০. যদি প্রকৃত আয় প্রত্যাশিত আয় অপেক্ষা কম হয় তবে তাকে কী বলে? (প্রয়োগ) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] বিনিয়োগ
[খ] মুনাফা
[গ] ঝুঁকি
[ঘ] ক্ষতি
উত্তর: [গ]

২৮১. কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হয়? (জ্ঞান) [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
[ক] ব্যবসায়িক
[খ] আর্থিক
[গ] সুদের হারের
[ঘ] তারল্য
উত্তর: [খ]

২৮২. করহার বৃদ্ধি পেলে কোন ঝুঁকি বৃদ্ধি পায়? (জ্ঞান) [তেজগাঁও কলেজ, ঢাকা]
[ক] ব্যবসায়িক
[খ] বাজারগ রাজনৈতিক
[ঘ] আর্থিক
উত্তর: [ঘ]

২৮৩. নিচের কোন নীতির ওপর ব্যবসায়িক ঝুঁকি নির্ভর করে? (অনুধাবন) [তেজগাঁও কলেজ, ঢাকা]
[ক] মূলধন কাঠামো নীতি
[খ] বিনিয়োগ নীতি
[গ] ক্রয় ও বিক্রয় নীতি
[ঘ] উপার্জন নীতি
উত্তর: [খ]

২৮৪. অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? (অনুধাবন) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
[ক] তারল্য ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] ব্যবসায়িক ঝুঁকি
[ঘ] অর্থায়ন ঝুঁকি
উত্তর: [গ]

২৮৫. কোন ধরনের ঝুঁকিকে বিটা দ্বারা প্রকাশ করা হয়? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] প্রকৃত ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] অপরিহারযোগ্য ঝুঁকি
[ঘ] পরিহারযোগ্য ঝুঁকি
উত্তর: [গ]

২৮৬. বাজার ঝুঁকি সম্পর্কিত নিচের কোনটি সত্য? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
[ক] পরিহার করা যায়
[খ] অতিরিক্ত ঋণের কারণে সৃষ্টি হয়
[গ] অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়
[ঘ] পরিহার করা যায় না
উত্তর: [ঘ]

২৮৭. মুদ্রাস্ফীতি ও বিনিয়োগ নীতির পরিবর্তনের কারণে কী সৃষ্টি হয়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] মুদ্রা ঝুঁকি
[খ] বাজার ঝুঁকি
[গ] কোম্পানি ঝুঁকি
[ঘ] স্ফীতি ঝুঁকি
উত্তর: [খ]

২৮৮. মোট ঝুঁকি হতে সামগ্রিক বাজার ঝুঁকি বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান) [তেজগাঁও কলেজ, ঢাকা]
[ক] বাজার ঝুঁকি
[খ] পরিহারযোগ্য ঝুঁকি
[গ] আর্থিক ঝুঁকি
[ঘ] ব্যবসায়িক ঝুঁকি
উত্তর: [খ]

২৮৯. রিন লিমিটেডের গত ৫ বছরের অর্জিত আয় থেকে গড় আয়ের ব্যবধানের বর্গের যোগফল ৫৩২। রিন লিমিটেডের আদর্শ বিচ্যুতি কত? (প্রয়োগ) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] ১০%
[খ] ১০,৩১%
[গ] ১১.৫৩%
[ঘ] ২০.০৬%
উত্তর: [গ]

২৯০. ২০১২ সালে আলম ট্রেডার্সের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৯১.৪৮। আলম ট্রেডার্সের আদর্শ বিচ্যুতি কত হবে? (প্রয়োগ) [কক্সবাজার সরকারি কলেজ]
[ক] ১১.৩২
[খ] ১২.৬৭৫
[গ] ১২.৭৫
[ঘ] ১৩.৮৪
উত্তর: [ঘ]

২৯১. তাসনুভা করপোরেশনে ৫ বছরের প্রকৃত আয় ও গড় আয়ের ব্যবধানের বর্গ ৮৪০। তার ঝুঁকির পরিমাণ কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ১২%
[খ] ১৪.৪৯%
[গ] ১৫%
[ঘ] ১৬%
উত্তর: [খ]

২৯২. একটি কোম্পানির মুনাফার আদর্শ বিচ্যুতি ১৫% এবং গড় মুনাফা ৮% হলে, বিভেদাঙ্ক কত? (প্রয়োগ) [কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
[ক] ১.৮৮%
[খ] ২.২৫%
[গ] ২.৫%
[ঘ] ২.৮৮%
উত্তর: [ক]

২৯৩. একটি কোম্পানির মুনাফার গড় ২০, ভেদাঙ্ক ৩৬ হলে কোম্পানিটির বিভেদাঙ্ক কত? (প্রয়োগ) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
[ক] ২৫.৫৫%
[খ] ৩০.০০%
[গ] ১৮০.০০%
[ঘ] ৫৫.৫৫%
উত্তর: [গ]

২৯৪. একাধিক খাতে বিনিয়োগ হতে সৃষ্ট ঝুঁকিকে কী বলে? (জ্ঞান) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
[ক] একাধিক ঝুঁকি
[খ] বিনিয়োগ ঝুঁকি
[গ] অনিশ্চিত ঝুঁকি
[ঘ] পোর্টফোলিও ঝুঁকি
উত্তর: [ঘ]

২৯৫. সুমনা দুটি সিকিউরিটি X ও Y তে বিনিয়োগ করতে চায়। X-এ বিনিয়োগ করবে ৬০% এবং Y-এ করবে ৪০% । যদি প্রত্যাশিত আয়ের হার X-এর ১০% এবং Y-এর ১২% হয়, তবে পোর্টফোলিও আয়ের হার কত হবে? (প্রয়োগ) [ঢাকা কমার্স কলেজ]
[ক] ৮.৭%
[খ] ৯.০৫%
[গ] ১০.৮%
[ঘ] ১১.০২%
উত্তর: [গ]

২৯৬. প্রত্যাশার বাইরে কিছু ঘটার সম্ভাবনাকে কী বলে? (জ্ঞান) [সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা]
[ক] নিশ্চয়তা
[খ] অনিশ্চয়তা
[গ] ঝুঁকি
[ঘ] অস্বাভাবিকতা
উত্তর: [গ]

২৯৭. Rf = ১০%, ঝুঁকি প্রিমিয়াম ২% হলে Rm = কত? (প্রয়োগ) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] ২০%
[খ] ১২%
[গ] ৮%
[ঘ] ৫%
উত্তর: [খ]

২৯৮. SML অনুযায়ী ঝুঁকি প্রিমিয়ামের সূত্র কোনটি? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] (Rm@ Ro) ´ bo
[খ] (Rm@ Rf) ´ b
[গ] (Rm@ b) ´ Rf
[ঘ] (Rf@ b) ´ Bm
উত্তর: [খ]

২৯৯. শামস লিমিটেডের বেটার (β) মান ২। ঝুঁকিমুক্ত আয়ের হার ৬% এবং বাজার ঝুঁকি অধিহার ১০%। প্রত্যাশিতব্য আয়ের হার কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] ২৬%
[খ] ১৬%
[গ] ১৪%
[ঘ] ৮%
উত্তর: [ক]

৩০০. ঝুঁকিমুন্ঠ আএয়র হার ৮% বাজার আএয়র হার ১৫% এবং বিটা ২ হলে প্রয়োজনীয় উপার্জন হার কত? (প্রয়োগ) [আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
[ক] ২০%
[খ] ২২%
[গ] ২৩%
[ঘ] ২৫%
উত্তর: [খ]

৩০১. নিরালির বাজার ঝুঁকি ১২% ও ট্রেজারি বিলের সুদের হার ৮% হলে ঝুঁকি প্রিমিয়াম কত হবে? (প্রয়োগ) [কক্সবাজার সরকারি কলেজ]
[ক] ৪%
[খ] ৮%
[গ] ১২%
[ঘ] ২০%
উত্তর: [ক]

৩০২. বাজার আয় হতে ঝুঁকিযুক্ত আয় বাদ দেয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে কী বলে? (জ্ঞান) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
[ক] ঝুঁকিযুক্ত আয়
[খ] বাজার ঝুঁকি অবহার
[গ] বিটা
[ঘ] বাজার ঝুঁকি অধিহার
উত্তর: [ঘ]

৩০৩. আর্থিক ঝুঁকি যেসব বিষয়ের ওপর নির্ভর করে তা হলো- (অনুধাবন) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
i. ঋণ মূলধনের পরিমাণ
ii. করের হার
iii. বিক্রয়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৩০৪. ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা
ii. কর্মী অসন্তোষ
iii. নতুন ব্যবস্থাপকের আগমন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৩০৫. বাজার ঝুঁকির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
i. অনিয়ন্ত্রণযোগ্য
ii. পরিহারযোগ্য
iii. সামষ্টিক পরিবেশ দ্বারা সৃষ্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

৩০৬. ঝুঁকির উদ্ভব হয়- (অনুধাবন) [শ্রীমঙ্গল সরকারি কলেজ]
i. প্রাকৃতিক অনিশ্চয়তা থেকে
ii. অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে
iii. মানবিক অনিশ্চয়তা থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৩০৭. ঝুঁকিমুক্ত বিনিয়োগ হলো- (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
i. ট্রেজারি বিল
ii. শেয়ার ও বন্ড
iii. সঞ্চয়পত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

৩০৮. CAPM-এর অনুমিত শর্তাবলি হলো- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. বিক্রয় খরচ থাকবে না
ii. কোনো আয়কর থাকবে না
iii. কোনো মূদ্রাস্ফীতি নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ৩০৯ ও ৩১০ নং প্রশ্নের উত্তর দাও।
রবি লিমিটেডের ঝুঁকিমুক্ত হারের হার ৭%, বাজার আয়ের হার ১১%, যার বেটা হচ্ছে ১.৫। [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিল্লা]

৩০৯. রবি লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার কত হবে? (প্রয়োগ)
[ক] ১৩%
[খ] ১৩.৫০%
[গ] ১১%
[ঘ] ১২.৫০%
উত্তর: [ক]

৩১০. ঝুঁকির অধিহার (ঝুঁকির প্রিমিয়াম) কত?
(প্রয়োগ)
[ক] ৭%
[খ] ৪%
[গ] ৬%
[ঘ] ১৩%
উত্তর: [গ]

Share: