A Noble man Never Blames His Friend Completing Story pdf download

Read the beginning of the following story and complete it in your own way. Give a suitable title to it.
 Once upon a time in Venice there was a very rich merchant named Antonio. He was a good and kind man. He had a close friend named Bassanio. Bassanio went …........

A Noble man Never Blames His Friend
Once upon a time in Venice there was a very rich merchant named Antonio. He was a good and kind man. He had a close friend named Bassanio. Bassanio went to Antonio for borrowing money. But he had no cash at that time. So, Antonio lent money from Shylock with a bond and gave his friend Bassanio. Bassanio was glad. His heart was filled with gratefulness for his friend Antonio. He went to Portia's house to impress her. There all suitors had to choose one of the three cascades. The cascades were made of gold, silver and lead. Bassanio cunningly chose the third one and won Portia as his wife. Meanwhile the news came that Antonio's all ships had sunk in the sea. He could no more pay his debt to Shylock. Now he had to cut his flesh as it had been mentioned in the bond. But he did not blame his friend Bassanio for this unexpected happening.
pdf download
একজন মহৎ ব্যক্তি কখনো তার বন্ধুকে দোষারোপ করেন না
একদা ভেনিসে এ্যান্টোনিও নামে একজন ধনী ব্যবসায়ী ছিল। সে ছিল একজন ভালো ও দয়ালু মানুষ। ব্যাসানিও নামে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। ব্যাসানিও টাকা ধার করতে এ্যান্টোনিওর কাছে গেল। কিন্তু সেই সময় তার কাছে কোনো টাকা ছিল না। সুতরাং এ্যান্টোনিও শর্ত সাপেক্ষে শাইলকের কাছ থেকে টাকা ধার নিল এবং তার বন্ধু ব্যাসানিওকে দিল। ব্যাসানিও খুশি হল। বন্ধু এ্যান্টোনিওর জন্য তার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হল। তিনি পর্শিয়াকে আকৃষ্ট করতে তার বাড়িতে গেলেন। সেখানে পাণিপ্রার্থীদের তিনটি পাত্র থেকে একটি বাছাই করতে বলা হয়েছিল।
A Noble man Never Blames His Friend Completing Story

পাত্রগুলো ছিল স্বর্ণ, রৌপ্য ও সীসার তৈরি, ব্যাসানিও চাতুর্যের সাথে তৃতীয় পাত্রটি বাছাই করলেন এবং পর্শিয়াকে তার স্ত্রী হিসেবে জয় করলেন। এরই মধ্যে সংবাদ আসল যে এ্যান্টোনিওর জাহাজগুলো সমুদ্রে ডুবে গেছে। তিনি কোনোভাবেই শাইলকের পাওনা মেটাতে পারলেন না। এখন দলিলে উল্লেখিত শর্ত মোতাবেক তার শরীরের মাংস কেটে নেওয়া হবে। কিন্তু এই অপ্রত্যাশিত ঘটনায় সে তার বন্ধু ব্যাসানিওকে কোনোরূপ দোষারোপ করেনি।
Share:

Misdeed Is Always Punished Completing Story pdf download

Read the beginning of a story. Write ten new sentences to complete the story.
Once a gold necklace was lost from the house of a rich man. A few servants used to work in that house. Normally it was suspected that one of the servants had stolen the necklace ................ 

Misdeed Is Always Punished
Once a gold necklace was lost from the house of a rich man. A few servants used to work in that house. Normally it was suspected that one of the servants had stolen the necklace. The rich man made a plan to identify the real thief. He called all the servants. He gave each of them a bamboo stick. He said, "Every one of you take a stick. I shall take back everyone's stick tomorrow. The stick of the real thief will be larger by 1 inch by tomorrow morning." The servant, who stole the necklace, was a fool. He thought that if he cut short the stick by 1 inch that night, it would get larger by night and thus would still get its normal size. He did so and was identified by the rich man to have stolen the necklace.

pdf download
মন্দ কাজ সবসময় শাস্তিযোগ্য
একবার একজন ধনী লোকের ঘর থেকে একটি স্বর্ণের হার হারিয়ে যায়। কয়েকজন চাকর ঐ বাসায় কাজ করতো। স্বাভাবিকভাবে এটাই সন্দেহ করা হল যে চাকরদের কেউ একজন হারটি চুরি করেছে। ধনী লোকটি সত্যিকার চোরটিকে ধরার জন্য একটি পরিকল্পনা আঁটলেন। তিনি সব চাকরদেরকে ডাকলেন। তিনি তাদের প্রত্যেককে একটি বাঁশের লাঠি ধরিয়ে দিলেন। তিনি বললেন, “তোমরা প্রত্যেকেই একটি লাঠি নাও।
Misdeed Is Always Punished Completing Story

আমি প্রত্যেকের লাঠিই আগামীকাল ফিরিয়ে নেব। আগামীকাল সকালের মধ্যে আসল চোরের লাঠি এক ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে।” যে চাকরটি হারটি চুরি করেছিল সে ছিল একজন বোকা। সে চিন্তা করল যে যেহেতু লাঠিটি ঐ রাতে এক ইঞ্চি পরিমাণে বেড়ে যাবে সেহেতু সে যদি রাতের মধ্যে লাঠিটি ঠিক এক ইঞ্চি পরিমাণ ছোট করে তাহলে এটা এর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে এটাই করল এবং হারটি চুরির জন্য ধনী লোকটির কাছে ধরা পড়ল।
Share:

A Lucky Girl Completing Story pdf download

Read the beginning of a story. Write ten new sentences to complete the story.
Once there lived a girl named Reshma in Ghoraghat Upazilla under Dinajpur district. Her father, Jamal married her off with an...............

A Lucky Girl
Once there lived a girl named Reshma in Ghoraghat Upazilla under Dinajpur district. Her father, Jamal married her off with an unemployed man named Rafique at her early age. Their conjugal life was not happy because of their poverty. One day she went out of her home and took a job as a garment worker in Rana Plaza at Savar. She was passing her days well. Like other days, she went to her working place on the 24th April 2013. About 9 am the building collapsed with a horrible sound and turned into a place of destruction. About one thousand and two hundred people lost their valuable lives and many people were seriously injured. But it is a miracle that Reshma was pulled out alive after 391 hours from the disastrous Rana plaza whereas one is not supposed to remain alive after 72 hours, after being trapped in a collapsed building. Reshma was found alive and unhurt on the basement of the eight storeyed building and pulled out by the rescuers at about 4:26 pm and became the part of history. It is proved that if Allah wants to save one, none can destroy him/her. Because of Allah’s mercy Reshma got a new life.

pdf download
একজন ভাগ্যবতী
একদা রেশমা নামে দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট উপজেলায় একটি মেয়ে বাস করত। তার বাবা রায়হান তাকে বাল্যকালেই রফিক নামে এক বেকার যুবকের সাথে বিয়ে দেন। দারিদ্র্যের কারণে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। একদিন সে বাড়ি থেকে বের হয়ে গেল এবং সাভারের রানা প্লাজায় গার্মেন্ট শ্রমিক হিসেবে একটি চাকরি নিল। তার সময় ভালোই কাটছিল। ২০১৩ সালের ২৪ এপ্রিল অন্যান্য দিনের মত সে তার কর্মস্থলে গিয়েছিল। সকাল ৯টার মধ্যে বিকট শব্দ করে ভবনটি ধসে পড়ল এবং এটি ধ্বংসস্তূপে পরিণত হল। প্রায় এক হাজার দুইশত মানুষ তাদের মূল্যবান জীবন হারাল এবং অনেক মানুষ মারাত্মকভাবে আহত হল।

 
A Lucky Girl Completing Story

কিন্তু এটা একটা অলৌকিক ব্যাপার যে, ভবনটি ধসে পড়ার ৩৯১ ঘণ্টা পরও রেশমাকে দুর্ঘটনা কবলিত রানা প্লাজা থেকে জীবিত উদ্ধার করা হল যেখানে ঘটনার ৭২ ঘণ্টা পর ভবন ধসে আটকে পড়া কারো জীবিত থাকার আশা করা যায় না। রেশমাকে জীবিত ও অক্ষত অবস্থায় ৮ম তলা ভবনের বেইজমেন্টে পাওয়া যায় এবং উদ্ধারকারীরা তাকে বিকাল ৪টা ২৬ মিনিটে বের করে আনে এবং এটা ইতিহাসের অংশ হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে, যদি আল্লাহ কাউকে রক্ষা করতে চান তাহলে কোনোকিছুই তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহর দয়ায় রেশমা নতুন জীবন পেয়েছিল।
Share:

Three Friends And the Gold Bag Completing Story pdf download

Read the beginning of the following story and complete it in your own way. Give a title to it.
There lived three friends in a village. One day one of the three friends planned to steal a bag of gold from a house. The second friend, at............

Three Friends And the Gold Bag
There lived three friends in a village. One day, one of the three friends planned to steal a bag of gold from a house. The second friend, at once agreed to the proposal but the third friend refused and requested them not to do it. Two others were very greedy and they decided to steal it.

This was for the first time that they were going to steal something. They were worried too. So they sat together and made a plan. The next night they went to that house at midnight and found everybody sleeping. Then they opened the almirah and found an ornament box. The gold owner was a very clever man and he kept the gold in a place where nobody could guess. He also kept a blank ornament box in his almirah and the thieves thought it might be their desired gold box.

When the thieves were coming out, the dog of the owner saw them and it barked with a high sound. Consequently the gold owner and his neighbours woke up and caught the thieves. They beat them mercilessly and handed them over to police. They were thinking that if they followed their friend's advice, they would not face this ugly situation.

pdf download
তিন বন্ধু এবং সোনার থলে
এক গ্রামে তিন বন্ধু বাস করত। একদিন তিন বন্ধুর একজন একটি বাড়ি থেকে একটি সোনার থলে চুরি করার সিদ্ধান্ত নিল। ২য় বন্ধু সাথে সাথেই প্রস্তাবে রাজি হয়ে গেল কিন্তু ৩য় বন্ধু এটা অস্বীকার করল এবং তাদেরকে এটা না করতে অনুরোধ জানাল। অন্য দুই বন্ধু ছিল খুবই লোভী এবং তারা এটা চুরি করার সিদ্ধান্ত নিল।

এই প্রথমবারের মত তারা কোনোকিছু চুরি করতে যাচ্ছে। তারা খুবই উদ্বিগ্ন ছিল। সুতরাং তারা একসাথে বসল এবং একটি পরিকল্পনা করল। পরের দিন মধ্যরাতে তারা ঐ বাড়িতে গেল এবং সবাইকে ঘুমন্ত অবস্থায় পেল। তারপর তারা আলমারি খুলল এবং একটি অলঙ্কারের বাক্স পেল। স্বর্ণের মালিক ছিল খুবই চালাক প্রকৃতির এবং সে স্বর্ণগুলো এমন জায়গায় রেখেছিল যে কেউ যেন তা ভাবতেও না পারে। তিনি তার আলমারিতে অলংকারের একটি খালি বাক্সও রেখেছিলেন এবং চোরেরা চিন্তা করেছিল এটাই তাদের কাগিুক্ষত স্বর্ণের বাক্স।

Three Friends And the Gold Bag Completing Story

যখন চোরেরা বের হয়ে আসছিল ঐ বাড়ির মালিকের কুকুরটি তাদেরকে দেখেছিল এবং উচ্চস্বরে ঘেউ ঘেউ আওয়াজ করছিল। এর ফলে স্বর্ণের মালিক এবং প্রতিবেশিরা জেগে উঠল এবং চোরদেরকে ধরে ফেলল। তারা তাদেরকে বেদম প্রহার করল এবং পুলিশের কাছে হস্তান্তর করল। তখন তারা চিন্তা করল যে যদি তারা তাদের বন্ধুর পরামর্শ শুনত তাহলে তাদেরকে এই কুৎসিত অবস্থার সম্মুখীন হতে হত না।
Share:

Wisdom of King Solomon Completing Story pdf download

Read the following outlines and develop them into a complete story. Give a suitable title to your story.
King Solomon's fame spread → Queen of Sheba wanted to test his wisdom → the queen placed two garlands → It was difficult to identify the real rose → open the window → Bees entered → identification of real rose → the queen became pleased.

Wisdom of King Solomon
Many many days ago there was a wise king among the Jews. His name was Solomon. He was famous for his wisdom and judgement. His fame spread everywhere. The Queen of Sheba came to know about his wisdom.

The queen wanted to test his wisdom. So, she decided to pay a visit to King Solomon's court with a scheme in her mind. When she reached the King's court, she paid the respect worthy of a queen to a king. The king also greeted her with royal grandeur. However, the queen respectfully told the king that she had brought a little gift for the king. The king asked what it was. And the queen asked her attendants to bring two garlands of flowers. The King was surprised to see such a gift. The queen told him that one of the garlands was not real, and she hoped that the king would be able to say which one.
The king understood the matter, but he didn't get angry. He accepted the challenge. But it was very difficult to say which was the real one and which was not. They looked so alike! They even had the same fragrance! It was spring season and the king noticed that some bees were humming around flowers outside the garden.

The king then ordered the attendants to open the windows and let the bees enter the court. The bees along with the breeze of spring hummed inside the courtroom. They at once went for the garland made up of real flowers and settled there. The king pointed at the garland of real flowers. The queen was very much pleased to witness the wisdom of the king. She paid her tribute to the wise king and returned to Sheba.

pdf download
রাজা সলোমনের বিচক্ষণতা
অনেক অনেক দিন আগের কথা। ইহুদিদের মধ্যে একজন জ্ঞানী রাজা ছিলেন। তার নাম ছিল সলোমন। তিনি তার প্রজ্ঞা ও বিচারবুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। শেবার রানী তার প্রজ্ঞা সম্পর্কে জানতে পারলেন।

রানী তার বিচক্ষণতা পরীক্ষা করতে চেয়েছিলেন। সুতরাং তিনি মনের মধ্যে একটি পরিকল্পনা নিয়ে রাজা সলোমনের দরবারে হাজির হওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন তিনি রাজার দরবারে পৌঁছলেন তখন একজন রানীর পক্ষে রাজাকে যেভাবে সম্মান প্রদর্শন করতে হয় তা তিনি যথাযথভাবে করলেন। রাজাও রানীকে রাজকীয় সম্ভাষণ জানালেন। যা হোক, রানী সশ্রদ্ধভাবে রাজাকে বললেন যে তিনি তার জন্য একটা ছোট্ট উপহার এনেছেন। এটা কী তা রাজা জানতে চাইলেন। রানী তার পারিষদবর্গকে ফুলের মালা দুটি আনতে বললেন। এরকম উপহার দেখে রাজা অবাক হলেন। রানী রাজাকে বললেন যে ফুলের মালাগুলোর একটি সত্যিকার ফুলের মালা না এবং তিনি আশা করলেন যে রাজা বলতে সক্ষম হবেন সেটা কোনটি।

Wisdom of King Solomon Completing Story

রাজা বিষয়টি বুঝতে পারলেন কিন্তু তিনি রাগান্বিত হলেন না। তিনি চ্যালেঞ্জটি গ্রহণ করলেন। কিন্তু কোনটি সত্যিকার ফুল আর কোনটি সত্যিকার না তা বলা খুব কঠিন ছিল। ফুলগুলো দেখতে একই রকম লাগছিল। এমনকি তাদের সুবাসও একইরকম ছিল। এটা ছিল বসন্তকাল এবং রাজা লক্ষ করলেন যে বাগানে ফুলগুলোর চারপাশে কিছু মৌমাছি গুনগুন শব্দ করছে।

তখন রাজা পরিষদবর্গকে সভাকক্ষের জানালা খুলতে এবং মৌমাছিদেরকে দরবারের ভিতরে প্রবেশের সুযোগ দিতে আদেশ করলেন। মৌমাছিরা বসন্তের সুবাস নিয়ে গুনগুন শব্দে দরবার কক্ষে ঢুকে পড়ল। তারা এক পলকে সত্যিকার ফুল দিয়ে সাজানো মালার উপর অবস্থান করল। রাজা সত্যিকার ফুলের মালাকে চিহ্নিত করলেন। রানী সেখানে রাজার এই বিচক্ষণতা অবলোকনের স্বাক্ষী হতে পেরে খুবই আনন্দিত হলেন। তিনি বিজ্ঞ রাজাকে কুর্নিশ করে শেবাতে ফিরে এলেন।
Share:

Sincerity Is the Key to Success Completing Story pdf download

Read the following story. The story is incomplete. Use your imagination to complete the story and give a suitable title to it.
Salman was born in a poor working class family. His father was a landless farmer. But he wanted his son to be educated and one...........................

Sincerity Is the Key to Success
Salman was born in a poor working class family. His father was a landless farmer. But he wanted his son to be educated and one day he would get a job and solvency would come to his family. Salman's father got him admitted to a local free primary school and Salman did a very good result in Primary Education Completion Exam.

This paved the way for his further study. He was then admitted to a nearby High School and most surprisingly he got a place in the board merit list. Salman's name and fame as a brilliant student spread in his locality. Many people extended their help for his study. During his school life every teacher helped him very much. Teachers always gave him extra care. Everything went fine until university entrance. He could not manage a good institution for higher study. However he got admitted to a college with Honours in Accounting. He was a bit disheartened but he continued his struggle. He could manage his expenses by teaching some students of various classes. Even he could help his poor parents from his income.

He graduated with honours and was placed in the first class. Soon he got an offer from a private college as a lecturer. Thus the long cherished dream of his father came true. Now Salman earns enough to maintain himself and his parents.

pdf download
আন্তরিকতা সাফল্যের চাবিকাঠি
সালমান একটি দরিদ্র শ্রমজীবী পরিবারে জš§ নিয়েছিল। তার বাবা ছিল একজন ভূমিহীন কৃষক। কিন্তু সে চেয়েছিল তার ছেলে লেখাপড়া শিখবে এবং একদিন সে একটি চাকরি পাবে এবং তার পরিবারে স্বচ্ছলতা আসবে। সালমানের বাবা তাকে স্থানীয় একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিলেন এবং সালমান সেখানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় খুব ভালো ফলাফল করল। এটা তাকে পরবর্তী শিক্ষার ধাপে পৌঁছে দিল। তারপর তাকে নিকটবর্তী একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হলো এবং সবচেয়ে অবাক করা ব্যাপার যে সে মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের মেধা তালিকায় স্থান পেল। একজন মেধাবী ছাত্র হিসেবে সালমানের নাম ও খ্যাতি এলাকায় ছড়িয়ে পড়ল। অনেক মানুষ তার পড়ালেখায় সাহায্যের হাত বাড়িয়ে দিল। স্কুল জীবনে প্রত্যেক শিক্ষক তাকে খুব সাহায্য করেছিলেন। শিক্ষকগণ সবসময় তার প্রতি অতিরিক্ত যত্ন নিতেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে সবকিছুই ভালোভাবে চলছিল।
Sincerity Is the Key to Success Completing Story

উচ্চ শিক্ষার জন্য সে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলো না। যদিও সে হিসাব বিজ্ঞানে অনার্স (সম্মান) নিয়ে একটি কলেজে ভর্তি হলো। সে কিছুটা ভেঙ্গে পড়েছিল কিন্তু সে তার সংগ্রাম চালিয়ে গেল। সে বিভিন্ন শ্রেণীর কিছু ছাত্র-ছাত্রী পড়িয়ে তার লেখাপড়ার ব্যয়ভার বহন করতে সক্ষম হয়েছিল। এমনকি সে তার ঐ আয় থেকে তার দরিদ্র মা-বাবাকে সাহায্য করতো। সে ১ম শ্রেণীতে সম্মান (অনার্স) সহ স্নাতক ডিগ্রী লাভ করল। শীঘ্রই সে একটি বেসরকারি কলেজ থেকে প্রভাষক পদে যোগদানের প্রস্তাব পেল। এভাবে তার বাবার দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্য হলো। এখন সালমান তার নিজের এবং পরিবারের ব্যয়হার বহনে যথেষ্ট টাকা আয় করে।
Share:

Struggle for Livelihood Completing Story pdf download

Read the following story. It is not complete. Use your imagination to complete it and give a suitable title to it.
Rahim comes of an extremely poor family. He has come to Dhaka with his family in quest of living. His parents and his elder brother do some odd jobs and he .............................

Struggle for Livelihood
Rahim comes of an extremely poor family. He has come to Dhaka with his family in quest of living. His parents and his elder brother do some odd jobs and he collects polythene bags, scrap paper and other materials from the Motijheel area. He sells them at a shop for Tk 5 to 10 a bag. He earns Tk 20 to 50 a day, which he gives to his mother. Rahim and his family live in a slum near Kamalapur Railway Station. This house is a tiny shelter with a sheet of polythene for a roof. They sleep on the dirty floor. Rahim has a bath in a creek near their home. He usually has his meals at home but sometimes begs for food at restaurants. Once he got diarrhoea and had to stay at home for a few days. He could not afford to go to a doctor or buy medicine for himself. He once went to a free school near his home at Tongi but did not continue. He was in the school for about a year and now he wants to go back to school and start his studies again.

pdf download
জীবিকার সংগ্রাম
রহিম অতিশয় দরিদ্র পরিবার থেকে এসেছে। সে তার পরিবারের সাথে বসবাসের উদ্দেশ্যে ঢাকায় এসেছে। তার বাবা-মা এবং বড় ভাই কিছু ছোট কাজ করে এবং সে পলিথিনের থলে, টুকরো কাগজ এবং অন্যান্য জিনিসপত্র মতিঝিল এলাকা থেকে সংগ্রহ করে। সে এগুলো প্রতি ব্যাগ ৫ থেকে ১০ টাকায় একটি দোকানে বিক্রি করে। সে প্রতিদিন ২০ থেকে ৫০ টাকা আয় করে যা সে তার মাকে দিয়ে দেয়। রহিম এবং তার পরিবার কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি বস্তিতে বাস করে। এই ঘরটি এক টুকরো পলিথিনের ছাদে ঘেরা একটি ক্ষুদ্র আশ্রয়। তারা নোংরা মেঝেতে ঘুমায়। রহিম তাদের বাসার কাছে একটি নালাতে গোসল করে।

 
Struggle for Livelihood Completing Story

সে সাধারণত বাসায় তার খাবার খায় কিন্তু মাঝে মাঝে সে খাবারের দোকানগুলো থেকে খাবার ভিক্ষা করে। একদিন তার ডায়রিয়া হয়েছিল এবং কিছুদিন তাকে বাসাতেই থাকতে হয়েছিল। তার ডাক্তারের কাছে যাওয়ার এবং নিজের ঔষধ কেনার সামর্থ্য ছিল না। সে তার বাড়ির কাছে টঙ্গীতে একটি অবৈতনিক বিদ্যালয়ে গিয়েছিল কিন্তু সে তার পড়ালেখা চালিয়ে যায়নি। সে প্রায় এক বছর স্কুলে ছিল এবং বর্তমানে সে স্কুলে ফিরে যেতে চায় এবং আবার তার পড়াশোনা শুরু করতে চায়।
Share: