বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-০১

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-১

সময়ঃ ৫৫ মিনিট                   পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
০১। ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হলো-
ক. সমক্ষ
খ. পরোক্ষ
গ. প্রত্যক্ষ
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ ক. সমক্ষ

০২। ‘আকাশেতো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. অপাদানে তৃতীয়া
ঘ. অধিকরনে সপ্তমী
উত্তরঃ ঘ. অধিকরনে সপ্তমী

০৩। ‘জঙ্গম’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. অরণ্য
খ. পর্বত
গ. স্থাবর
ঘ. সমুদ্র
উত্তরঃ গ. স্থাবর

০৪। “সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’’। ‘সুন্দর’ কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ ক. বিশেষ্য

০৫। কাঁচি কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. তুর্কি
উত্তরঃ ঘ. তুর্কি

০৬। ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-
ক. দাতা
খ. কম খরচে
গ. দরিদ্র
ঘ. কৃপন
উত্তরঃ ঘ. কৃপন

০৭। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ব ধ্বনির পরিবর্তন হওয়াকে বলে-
ক. প্রগত সমীভবন
খ. পরাগত সমীভবন
গ. অন্যোন্য সমীভবন
ঘ. বিষমীভবন
উত্তরঃ খ. পরাগত সমীভবন

০৮। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি?
ক. মধুমালা
খ. ঝিলিমিলি
গ. বাঁধনহারা
ঘ. আলেয়া
উত্তরঃ ক. মধুমালা

০৯। “যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়ত তাহার শক্তি সম্বন্ধে আজও না-ওয়াকিব’’ কোন রচনার অংশ?
ক. সাহিত্য খেলা
খ. অর্ধাঙ্গী
গ. বিলাসী
ঘ. যৌবনের গান
উত্তরঃ ঘ. যৌবনের গান

১০। কোন সুনির্দিষ্ট পর্ব বা মাত্রাসাম্য রক্ষিত হয় না কোন ছন্দে?
ক. অশারবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. গদ্যছন্দে
ঘ. প্রবাহমান অক্ষরবৃত্তে
উত্তরঃ গ. গদ্যছন্দে

১১। ‘একটি তুলসীগাছের কাহিনী’ গল্পে বেসুরে হারমোনিয়াম বাজাত কে?
ক. হাবিবুল্লাহ
খ. আমজাদ
গ. মোদাবেবর
ঘ. বদরুদ্দিন
উত্তরঃ ক. হাবিবুল্লাহ

১২। সাহিত্যের বাজারে কোনটি বিদ্যমান নয়?
ক. কাব্যের ঝুমঝুমি
খ. দর্শনের রাঙালাঠি
গ. ধর্য্যের জয়ঢাক
ঘ. নীতির টিনের ভেঁপু
উত্তরঃ ক. কাব্যের ঝুমঝুমি

১৩। এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে কারা?
ক. এদেশের যুব সমাজ
খ. এদেশের মেয়েরা
গ. অসৎ ব্যক্তিরা
ঘ. দুর্নীতিবাজরা
উত্তরঃ খ. এদেশের মেয়েরা

১৪। ‘বৃহস্পতি’-এর সন্ধি বিচ্ছেদ হল-
ক. বৃহস + পতি
খ. বৃহৎ + পতি
গ. বৃহঃ + পতি
ঘ. বৃহস্পত + ই
উত্তরঃ খ. বৃহৎ + পতি

১৫। ‘বল বীর...... বল উন্নত মম শির’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
ক. ইচ্ছা
খ. প্রশ্ন
গ. বিষ্ময়
ঘ. আদেশ
উত্তরঃ ঘ. আদেশ

১৬। ‘মাধ্যমিক’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. মাধ্য + ষ্ণিক
খ. মাধ্য + মিক
গ. মাধ্যমিক + অ
ঘ. মাধ্যম + জ্ঞিক
উত্তরঃ ক. মাধ্য + ষ্ণিক

১৭। ‘যে নারীর সন্তান বাঁচে না’ এক কথায় কি হবে?
ক. মৃত মা
খ. মৃত জননী
গ. কাক বন্ধ্যা
ঘ. মৃত বৎসা
উত্তরঃ ঘ. মৃত বৎসা

১৮। কোনটি সঠিক বানান?
ক. সমীচিন
খ. সমীচীন
গ. সমিচীন
ঘ. সমিচিন
উত্তরঃ খ. সমীচীন

১৯। ‘সোনার তরী’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে?
ক. আষাঢ়
খ. শ্রাবণ
গ. ফাল্গুন
ঘ. চৈত্র
উত্তরঃ খ. শ্রাবণ

২০। “সহস্রের অবসান’’ হন্তারক বারুদে বন্দুকে’’ - কোন কবিতার চরণ?
ক. বাংলাদেশ
খ. পাঞ্জেরি
গ. জীবন বন্দনা
ঘ. আঠারো বছর বয়স
উত্তরঃ ক. বাংলাদেশ

২১। উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক. সুখচন্দ্র
খ. ক্রোধানল
গ. ঘনশ্যাম
ঘ. মনমাঝি
উত্তরঃ গ. ঘনশ্যাম

২২। “অহ্ন’’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সূর্য
খ. গতি
গ. অপর
ঘ. রাত্রি
উত্তরঃ ঘ. রাত্রি

২৩। ‘কান্না’র সমার্থক শব্দ-
ক. বিলাপ
খ. আহাজারি
গ. রোনাজারি
ঘ. অশ্রু
উত্তরঃ গ. রোনাজারি

২৪। ‘প্রকৃতি’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. প্রত্যয়
খ. বিকৃতি
গ. নিস্কৃতি
ঘ. স্বীকৃতি
উত্তরঃ খ. বিকৃতি

২৫। ‘গাফলত’ শব্দের অর্থ-
ক. ক্রন্দন
খ. কৃপণ
গ. চিন্তিত
ঘ. ভুলচুক
উত্তরঃ ঘ. ভুলচুক

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Early French visitors to the wilderness of the Lower Mississippi Valley were impressed by the hostility of the Natchez Indians. The LaSalle voyagers, who in 1682 stopped beneath the steep bluff on which the tribe resided, were sure that the Indians were plotting “some evil design and were “resolved to betray and kill us”. Jesuits journeyed to the Natchez villages soon after the birth of the Louisiana colony at Biloxi in 1699, but so fruitless was their work that the mission was abandoned eight years later. The priests were shocked by the “barbarous” and “vicious” natives. Whether the Natchez were more unreceptive to the Gallic ways than were neighboring Indians is moot, but certainly the French encountered in them a strong and unusual tribe.

01. The Jesuits began their work at the Natchez villages –
A. in 1699
B. in 1682
C. in 1999
D. around 1707
Answer: A. in 1699

02. How did the Natchez respond to the French?
A. they abandoned their mission
B. they founded the Louisiana colony at Biloxi
C. they were hostile to the French
D. they were receptive to the French
Answer: C. they were hostile to the French

03. The one thing about the Natchez that most impressed early French settler as –
A. their unfriendliness
B. their numbers
C. their highly developed civilization
D. their methods of government
Answer: A. their unfriendliness

04. The word “fruitless” probably means –
A. Successful
B. Unpredictable
C. that the fruit trees the Jesuits planted were barren
D. that the fruit trees the Jesuits planted were flourishing
Answer: D. that the fruit trees the Jesuits planted were flourishing

05. What qualities were not attributed to Natchez?
A. barbarity
B. viciousness
C. insanity
D. strength
Answer: C. insanity

6. _________ a long distance, its engine is slightly damaged by its repeatedly moving.
A. During a bus runs
B. As a bus runs
C. Buses run
D. A bus’s running
Answer: B. As a bus runs

7. Because folk art is neither completely rejected nor accepted as an art form by art historians, their final evaluation of it necessarily remain ______________.
A. arbitrary
B. estimable
C. unspoken
D. equivocal
Answer: D. equivocal

8. When I opened the hood and saw smoke pouring from the engine, I ___________________ .
A. realized that I forgot to add oil
B. had realized that I forgot to add oil
C. realized that I would forget to add oil
D. realized that I had forgotten to add oil
Answer: D. realized that I had forgotten to add oil

9. A person who is indifferent to pleasure and pain can be suitably defined as
A. Sterilizer
B. Stoic
C. Parasite
D. Soliloquy
Answer: B. Stoic

10. You certainly wouldn't like ___ in such bad company.
A. to have seen
B. to be seen
C. to see
D. to be seeing
Answer: B. to be seen

Direction for ques. No. 11-13
Choose the correct form of sentence.
11. A. Slamming on the brakes, the car skidded into the guardrail
B. Richard skidded into the guardrail when the car slammed on the brakes.
C. Richard slammed on the brakes; the car skidded into the guardrail
D. The car was slammed by Richard on the brakes and skidded into the guardrail
Answer: C. Richard slammed on the brakes; the car skidded into the guardrail

12. A. You would rather went to school than went to play.
B. You would rather gone to school than go to play.
C. You would rather that you went to school.
D. You would rather have gone to school than went to play
Answer: C. You would rather that you went to school.

13. A. Pen is used to write.
B. Pen is used to writing
C. Pen used to write.
D. Pen uses to write
Answer: A. Pen is used to write.

14. A poem written on the death of someone loved and lost.
A. Ode
B. Epic
C. Sonnet
D. Elegy
Answer: A. Ode

15. Suppose, a recent study shows that winter season is highly preferred by tourists. This would be suitably expressed by the following sentence.
A. Tourists mostly visit in winter.
B. Tourists visit in winter mostly.
C. Mostly tourists visit only in winter
D. Tourists visit mostly in winter.
Answer: D. Tourists visit mostly in winter.

16. I do not want to argue ...........you ............ the bill.
A. against .... about
B. with .... over
C. with ..... on
D. for ....with
Answer: B. with .... over

17. Find out the correct spelling.
A. euphemestic
B. pharmaceticals
C. conciliate
D. adolescense
Answer: C. conciliate

18. The woolly musk ox, _______, survives on Ellesmere Island
A. once hunted almost to extinction
B. hunted almost once to extinction
C. almost hunted once to extinction
D. hunted almost to once extinction
Answer: A. once hunted almost to extinction

19. “Sprightly dance” in Wordsworth’s poem on the daffodils refers to
A. lively dance
B. new dance
C. jocular dance
D. shaky dance
Answer: A. lively dance

20. Synonym of “CONNOISSEUR” is:
A. Ignorant
B. Interpreter
C. Delinquent
D. Lover of art
Answer: D. Lover of art

21. Norman Weiner, ___________ mathematician and logician, had an important role in the development of the computer.
A. who, as a
B. was a
C. whom a
D. a
Answer: D. a

22. He died ______ neglect.
A. By 
B. from 
C. through 
D. of
Answer: C. through 

23. The headmaster wound up the meeting. Here the underlined phrase closely refers to:
A. Claimed
B. Finished
C. Started
D. Supported financially
Answer: B. Finished

24. Which figure of speech do you find in the expression “Batter me and create me”?
A. simile
B. metaphor
C. personification
D. paradox
Answer: D. paradox

25. Find the correct translation of “গতরাতে আমার ভাল ঘুম হয়েছেহ ’’।
A. I had a good sleep last night.
B. I slept a good sleep last night.
C. I slept a sound sleep last night.
D. My sleep was smooth last night.
Answer: C. I slept a sound sleep last night.

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-০১ | University Admission Test 2023

General Knowledge about Bangladesh Affairs and General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী
১. যে শহরে United Nations Charter স্বাক্ষরিত হয় -
ক. নিউইয়র্ক
খ. সান ফ্রান্সিসকো
গ. জেনেভা
ঘ. লন্ডন
উত্তরঃ খ. সান ফ্রান্সিসকো

২. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
ক. ১৫০ মিলিয়ন কিঃমিঃ
খ. ১০০ মিলিয়ন কিঃমিঃ
গ. ১২০ মিলিয়ন কিঃমিঃ
ঘ. ২০০ মিলিয়ন কিঃমিঃ
উত্তরঃ ক. ১৫০ মিলিয়ন কিঃমিঃ

৩. মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্থানের সীমান্ত নেই?
ক. তুর্কমেনিস্তান
খ. তাজাকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
উত্তরঃ ঘ. কাজাকিস্তান

৪. গণচীন কখন ম্যাকাত্তর উপর সার্বভৌমত্ব ফিরে যায়?
ক. ১৯৯০
খ. ১৯৯৬
গ. ১৯৯৮
ঘ. ১৯৯৯
উত্তরঃ ঘ. ১৯৯৯

৫. ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভূক্ত রাজনৈতিক দল নয়?
ক. আওয়ামী লীগ
খ. কৃষক প্রজা পার্টি
গ. নেজামে ইসলাম
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি

৬. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?
ক. ৩৪ জন
খ. ৩৫ জন
গ. ৩৬ জন
ঘ. ৩৭ জন
উত্তরঃ খ. ৩৫ জন

৭. বিশ্বের কোন দেশের সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা ‘‘লাল শার্ট’’ বাহিনী নামে পরিচিত?
ক. পুষ্প কমল দাহাল (নেপাল)
খ. থাকসিন সিনাওয়াত্র (থাইল্যান্ড)
গ. চন্দ্রিকা কুমারাতুঙ্গা (শ্রীলঙ্কা)
ঘ. অটল বিহারী বাজপায়ী (ভারত)
উত্তরঃ খ. থাকসিন সিনাওয়াত্র (থাইল্যান্ড)

৮. জমিদারী প্রথা বিলুপ্ত হয়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ খ. ১৯৫০ সালে

৯. ‘‘সার্ক আবহাওয়া গবেষনা কেন্দ্র’’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. শ্রীলঙ্কা
গ. নেপাল
ঘ. ভারত
উত্তরঃ ক. ঢাকা

১০. ২০০৯ সালে কোন দেশে বাংলাদেশী অর্গানিক বা জৈব চা রপ্তানী শুরু হয়?
ক. পাকিস্তান
খ. রাশিয়া
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ. জাপান

১১. মালয়েশিয়া বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক. আব্দুল্লাহ আহমেদ বাদাবি
খ. নজিব তুন রাজ্জাক
গ. তুন হোসেন অন
ঘ. তুন আব্দুল রাজ্জাক
উত্তরঃ খ. নজিব তুন রাজ্জাক

১২. বাংলাদেশের পাহাড়ী এলাকার গড় উচ্চতা কত?
ক. ২০০০ ফুট
খ. ২০৫০ ফুট
গ. ৩০০০ ফুট
ঘ. ১৫০০ ফুট
উত্তরঃ খ. ২০৫০ ফুট

১৩. আধুনিক বাংলা নাটকের জনক কে?
ক. মাইকেল মধুসুদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শাহজাহান সিরাজ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক. মাইকেল মধুসুদন দত্ত

১৪. দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে?
ক. বেগম রোকেয়া
খ. তাপসী রাবেয়া
গ. সূলতানা রাজিয়া
ঘ. নূরজাহান
উত্তরঃ গ. সূলতানা রাজিয়া

১৫. দ্বিজাতি তত্ত্ব ঘোষনা করা হয় কত সালে?
ক. ১৯৩৯
খ. ১৯৪০
গ. ১৯৪৭
ঘ. ১৯৪৮
উত্তরঃ ক. ১৯৩৯

১৬. যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘‘দ্য মেডেল অব ফ্রিডম’’ লাভকারী প্রথম বাংলাদেশী কে?
ক. ফজলে হাসান আবেদ
খ. ডঃ মুহাম্মদ ইউনূস
গ. কাজী ফারুক
ঘ. আবুল হুসসাম
উত্তরঃ খ. ডঃ মুহাম্মদ ইউনূস

১৭. বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগে শীর্ষ দেশ কোন্টি?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. মিসর
ঘ. কানাডা
উত্তরঃ ক. যুক্তরাষ্ট্র

১৮. বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরনে শীর্ষ দেশ কোন্টি?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. রাশিয়া
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ক. মার্কিন যুক্তরাষ্ট্র

১৯. গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কাকে?
ক. গ্রীসকে
খ. ইংল্যান্ডকে
গ. ইতালিকে
ঘ. বাংলাদেশকে
উত্তরঃ ক. গ্রীসকে

২০. নেপালের আইনসভার নাম কি?
ক. পঞ্চায়েত
খ. মজলিস
গ. কংগ্রেস
ঘ. লোকসভা
উত্তরঃ গ. কংগ্রেস

২১. বিশ্বের উচ্চতম ভবনটি কোন শহরে?
ক. শিকাগোতে
খ. নিউইয়র্কে
গ. দুবাই
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ. দুবাই

২২. ‘‘রামায়ণ’’ মহাকাব্যের রচয়িত কে?
ক. বেদব্যাস
খ. নবীনচন্দ্র সেন
গ. বাল্মীকি
ঘ. যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ গ. বাল্মীকি

২৩. ‘‘চিম্বুক পাহাড়’’ কোথায় অবস্থিত?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. রাঙ্গামাটি
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ খ. বান্দরবান

২৪. ফরাসি বিপ্লব ঘটিত হয় -
ক. ১৮৮৯ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ১৭৮৯ সালে
ঘ. ১৬৮৯ সালে
উত্তরঃ গ. ১৭৮৯ সালে

২৫. ‘‘ক্রেমলিন’’ কোথায় অবস্থিত?
ক. মস্কো
খ. লন্ডন
গ. ব্রাসেলস
ঘ. শিকাগো
উত্তরঃ ক. মস্কো

২৬. ভারতের ভিতরে বাংলাদেশের কতগুলো ছিটমহল আছে?
ক. ৫১টি
খ. ৯টি
গ. ১৪টি
ঘ. ৮০টি
উত্তরঃ ক. ৫১টি

২৭. বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিস্কৃত প্রথম গ্যাসক্ষত্রে ?
ক. জাফোর্ড পয়েন্ট
খ. হাতিয়া প্রণালী
গ. সাঙ্গু ভ্যালি
ঘ. হিরণ পয়েন্ট
উত্তরঃ গ. সাঙ্গু ভ্যালি

২৮. গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?
ক. ৬ ঘন্টা
খ. ৭ ঘন্টা
গ. ৮ ঘন্টা
ঘ. ৫ ঘন্টা
উত্তরঃ খ. ৭ ঘন্টা

২৯. বর্তমান কুমিল্লা এক সময়ে ভারতের কোন জেলার অংশ ছিল?
ক. মেয়ালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. নদীয়া
উত্তরঃ গ. ত্রিপুরা

৩০. বাম কোথায় অবস্থিত?
ক. ইরাক
খ. সিরিয়া
গ. ইরাক
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ক. ইরাক

৩১. ‘‘অনুরাধাপুর’’ কোথায় অবস্থিত?
ক. ভুটান
খ. বাংলাদেশ
গ. শ্রীলঙ্কা
ঘ. ভারত
উত্তরঃ গ. শ্রীলঙ্কা

৩২. আফগানিস্তানের প্রধান ভাষার নাম কি?
ক. ফার্সী
খ. আফগানি
গ. পশতু
ঘ. তুর্কী
উত্তরঃ গ. পশতু

৩৩. FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ভিয়েনা
খ. নিউইয়র্ক
গ. রোম
ঘ. প্যারিস
উত্তরঃ গ. রোম

৩৪. মধ্যপ্রাচ্যের একমাত্র ফার্সি ভাষাভাষি দেশ-
ক. ইরান
খ. ইরাক
গ. ওমান
ঘ. কাতার
উত্তরঃ ক. ইরান

৩৫. নারী দিবস -
ক. ১৫ মার্চ
খ. ৮ মার্চ
গ. ২৪ মার্চ
ঘ. ২৮ মার্চ
উত্তরঃ খ. ৮ মার্চ

৩৬. বাংলাদেশে কটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ ঘ. ৪টি

৩৭. পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদীকে?
ক. গড়াই নদী
খ. যমুন নদী
গ. মেঘনা নদী
ঘ. তিস্তা নদী
উত্তরঃ ক. গড়াই নদী

৩৮. বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে?
ক. ১৯৫৫ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৮৭ সালে
উত্তরঃ খ. ১৯৫৭ সালে

৩৯. OIC এর বর্তমান সদস্য কতটি?
ক. ৫৪টি
খ. ৫৫টি
গ. ৫৬টি
ঘ. ৫৭টি
উত্তরঃ ঘ. ৫৭টি

৪০. “The Brief History of Time” গ্রন্থটির লেখক কে?
ক. আইজ্যাক নিউটন
খ. আইনস্টাইন
গ. স্টিফেন হকিং
ঘ. আবদুস সালাম
উত্তরঃ গ. স্টিফেন হকিং

৪১. ‘পোয়েটিকস্’ কি?
ক. সাহিত্যতত্ত্ব
খ. কাব্যগ্রন্থ
গ. নাটক সংগ্রহ
ঘ. ধর্মগ্রন্থ
উত্তরঃ খ. কাব্যগ্রন্থ

৪২. ‘‘হাজার পাহাড়ের দেশ’’ বলা হয় কাকে?
ক. রুয়ান্ডা
খ. গ্রীনল্যান্ড
গ. জাপান
ঘ. নেপাল
উত্তরঃ ক. রুয়ান্ডা

৪৩. ‘‘সেনেগাল’’ উপনিবেশ ছিল?
ক. স্পেন
খ. ফ্রান্স
গ. ব্রিটেন
ঘ. কোনটি নয়
উত্তরঃ খ. ফ্রান্স

৪৪. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবীর জন্ম হয়?
ক. যুক্তরাষ্ট্র
খ. আয়ারল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. ব্রিটেন
উত্তরঃ ঘ. ব্রিটেন

৪৫. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা?
ক. অটোভন বিসমার্ক
খ. হিটলার
গ. দ্বিতীয় উইলিয়াম
ঘ. উল্লেখিত কেও নয়
উত্তরঃ ক. অটোভন বিসমার্ক

৪৬. ‘‘ল্যুভর’’ মিউজিয়াম কোথায় অবস্থিত?
ক. প্যারিস
খ. ভার্সাই
গ. বেইজিং
ঘ. মাদ্রিদ
উত্তরঃ ক. প্যারিস

৪৭. পৃথিবীর গভীরতম খালের নাম কি?
ক. সুয়েজ খাল
খ. গ্র্যান্ড খাল
গ. পানামা খাল
ঘ. কিয়েল খাল
উত্তরঃ গ. পানামা খাল

৪৮. আসিয়ান একটি ---------- জোট?
ক. আঞ্চলিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. ক+খ
উত্তরঃ ঘ. ক+খ

৪৯. মহাকাশে গমনকারী ‘‘লাইকা’’ কি?
ক. বানর
খ. বিড়াল
গ. কুকুর
ঘ. ভেড়া
উত্তরঃ গ. কুকুর

৫০. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানী মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয় তার নাম -
ক. বুলতানিয়া
খ. ওরিয়র এক
গ. ওরিয়র দুই
ঘ. লুসিতানিয়া
উত্তরঃ ঘ. লুসিতানিয়া
Share:

কম্পিউটার (Computer) এবং আইসিটি (ICT) বিষয়ক সাধারণ জ্ঞান

Computer
and
ICT Knowledge

কম্পিউটার এবং আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞান - Computer and ICT Knowledge

০১. পৃথিবীর প্রথম Computer Programmer কে?
উত্তরঃ  এ্যাডা অগাস্টা ল্যাভলেস
 
০২. ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটরের আবিস্কার কত সালে?
উত্তরঃ ১৬৭৪
 
০৩. কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ
 
০৪. আধুনিক স্বয়ংক্রিয় কম্পিউটারের জনক কে?
উত্তরঃ ড. হেরম্যান হলোরিথ
 
০৫. বৃহত্তম কম্পিউটার তৈরির প্রতিষ্ঠান IBM এর পূর্ণ রুপ কি?
উত্তরঃ International Business Machines
 
০৬. পৃথিবীর প্রথম বৈদ্যুতিক কম্পিটার মার্ক-১ কত সালে আবিস্কার করা হয়?
উত্তরঃ ১৯৪৪
 
০৭. Computer Network কত প্রকার?
উত্তরঃ ৪ প্রকার
 
০৮. বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।
 
০৯. বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়?
উত্তরঃ ৪ জুন, ১৯৯৬ সালে।
 
১০. WIMAX কি?
উত্তরঃ তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি।
 
১১. বাংলা অভ্র কীবোর্ড সফটওয়্যার চালু হয় কবে?
উত্তরঃ ২৬ মার্চ ২০০৩ সালে।
 
১২. ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
 
১৩. বাংলাদেশে E-mail চালু হয় কবে?
উত্তরঃ ১৯৯৪ সালে।
 
১৪. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
 
১৫. বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
উত্তরঃ আইবিএম-১৬২০।
 
১৬. বিল গেটসের প্রথম প্রোগ্রাম কোনটি?
উত্তরঃ MS DOS.
 
১৭. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তরঃ ENIAC.
 
১৮. কম্পিউটারের ব্রেইন কোনটি?
উত্তরঃ মাইক্রো প্রসেসর।
 
১৯.‘কম্পিউটার বাগ’ কি?
উত্তরঃ কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
 
২০. কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ ন্যানো সেকেন্ড।
 
২১. ১ ন্যানো সেকেন্ড সমান কত?
উত্তরঃ ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ।
 
২২. ১ পিকো সেকেন্ড সমান কত?
উত্তরঃ ১ সেকেন্ডের ১ লক্ষ কোটি ভাগের ১ ভাগ।
 
২৩. Google কবে বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে?
উত্তরঃ ২১ জুন ২০১১ সালে।
 
২৪. Spam কি?
উত্তরঃ অনাকাংখিত E-mail.
 
২৫. Google Buzz চালু হয় কবে?
উত্তরঃ ৯ ফেব্রুয়ারি ২০১০ সালে।
 
২৬. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
উত্তরঃ সিলিকন।
 
২৭. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতির নাম কি?
উত্তরঃ টেলিমেডিসিন।
 
২৮. Google News চালু হয় কবে?
উত্তরঃ ২০০২ সালে।
 
২৯. Twitter এর প্রথম টুইট কি ছিল?
উত্তরঃ Just setting up my twitter.

৩০. বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু হয় কবে?
উত্তরঃ ২৪ এপ্রিল ২০১১ সালে।
 
৩১. ফেসবুকের সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তরঃ Graph Search.
 
৩২. বাংলাদেশে তৈরি ল্যাপটপ DOEL বাজারে আসে কবে?
উত্তরঃ ১১ অক্টোবর ২০১১ সালে।
 
৩৩. অ্যাপেল-এর প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ১ এপ্রিল ১৯৭৬ সালে।
 
৩৪. E-mail এর জনক কে?
উত্তরঃ রে টমলি সন।
 
৩৫. মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭৫ সালে।
 
৩৬. মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তরঃ উইলিয়াম হেনরি বিল গেটস।
 
৩৭. কত সালে E-Mail সিস্টেম চালু হয়?
উত্তরঃ ১৯৫২ সালে।
 
৩৮. E-Mail কি?
উত্তরঃ Electronic Mail.
 
৩৯. Gmail চালু হয় কবে?
উত্তরঃ ৭ ফেব্রুয়ারি ২০০৭ সালে।
 
৪০. SMS-এর জনক কে?
উত্তরঃ ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)।
 
৪১. Yahoo Mail সেবা চালু হয় কবে?
উত্তরঃ ৮ অক্টোবর ১৯৯৭ সালে।
 
৪২. সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়?
উত্তরঃ হোস্ট।
 
৪৩. প্রথম SMS পাঠান কে?
উত্তরঃ নেইল পাপওয়ার্থ (যুক্তরাজ্য)।
 
GK in Computer and ICT question answer pdf download.

৪৪. Scareware কি?
উত্তরঃ নকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
 
৪৫. প্রথম SMS পাঠানো হয় কবে?
উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৯২ সালে।
 
৪৬. বিটা টেস্ট কি?
উত্তরঃ বাণিজ্যিক প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফটওয়্যারগুলির Trial পরীক্ষা।
 
৪৭. কোন নেটওয়ার্কের মাধ্যমে এবং কত সালে প্রথম ইমেইল পাঠানো হয়?
উত্তরঃ ARPANET, ১৯৭২ সালে।
 
৪৮. ARPANET বন্ধ হয় কবে?
উত্তরঃ ১৯৯০ সালে।
 
৪৯. কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার ২০০৩ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ জে.এম. কোয়েটজি।
 
৫০. ইন্টারনেটে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
উত্তরঃ আউটসোর্সিং।
 
৫১. নেটিজেন কারা?
উত্তরঃ নেট নাগরিক (যারা ইন্টারনেট ব্যবহার করেন)।
 
৫২. সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে বলা হয়?
উত্তরঃ ডিবাগ।
 
৫৩. ব্যক্তি সনাক্তকরণে কি ব্যবহৃত হয়?
উত্তরঃ বায়োমেট্রিক্স পদ্ধতি।
 
৫৪. কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে?
উত্তরঃ ৫ম প্রজন্মের কম্পিউটারে।
 
৫৫. অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে কী বলে?
উত্তরঃ অফিস অটোমেশন।
 
৫৬. নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারকে দেওয়া ঠিকানাকে কী বলা হয়?
উত্তরঃ IP Address.
 
৫৭. প্রথম স্মার্ট ফোন কখন চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৯২ সালে।
 
৫৮. কম্পিউটারের প্রথম প্রজন্মের মধ্যে কোন বৈদ্যুতিক উপাদান ব্যবহৃত হয়েছিল?
উত্তরঃ Vacuum tubes.
 
৫৯. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
 
৬০. প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
উত্তরঃ MARK-1.
 
৬১. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী কোনটিকে বাস্তব মনে করে?
উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি।
 
৬২. PC-তে সর্বপ্রথম Operating System ব্যবহার করা হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালে।
 
৬৩. রোবটের উপাদান কি?
উত্তরঃ Power System, Actuator, Sensor, Manipulation.
 
৬৪. কোন পণ্য মোবাইল ফোন ব্যবহার করে কিনলে তখন এই লেনদেনকে কি বলা হয়?
উত্তরঃ M-Commerce.
 
৬৫. কোনটি সবচেয়ে দ্রুততম, বৃহত্তম এবং ব্যয়বহুল কম্পিউটার?
উত্তরঃ Super Computer.
 
৬৬. ওয়েব ডিজাইনের মূল কাজ কি?
উত্তরঃ টেমপ্লেট তৈরি করা।
 
৬৭. অনলাইনের মাধ্যমে ব্যবসাকে কী বলে?
উত্তরঃ ই-কমার্স।
 
৬৮. ফ্লিকার কি?
উত্তরঃ Flickr হলো ছবি শেয়ারিং সাইট।
 
৬৯. বহু বছরের ডেটাকে লাইব্রেরীর মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা  যায় কোনটির মাধ্যমে?
উত্তরঃ সাইক্লোপিডিয়ার মাধ্যমে।
 
৭০. IP Address কি?
উত্তরঃ ইন্টারনেটের ঠিকানা।
 
৭১. বাংলাদেশের সুপার কম্পিউটার কোনটি?
উত্তরঃ IBM RS/ 6000 SP.
 
৭২. Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে।
 
৭৩. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর পক্রিয়াকে কী বলে?
উত্তরঃ রাউটিং।
 
৭৪. পোস্ট স্ক্রিপ্ট কি?
উত্তরঃ প্রিন্টারের ভাষা।
 
৭৫. কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে কী বলা হয়?
উত্তরঃ RAM.
 
৭৬. VPN এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Virtual Private Network
 
৭৭. কম্পাইলার কোন ধরণের প্রোগ্রাম?
উত্তরঃ অনুবাদক।
 
৭৮. SMS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Short Message Service
 
৭৯. সুবিন্যাস্তভাবে সঠিক নিয়মে তথ্য সমূহের সূচি তৈরিকে কি বলে?
উত্তরঃ ইনডেক্সিং।
 
৮০. SIM এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Subscriber Indentity Module
 
৮১. Twitter এর লোগোর পাখিটির নাম কি?
উত্তরঃ ল্যারি।
 
৮২. ROM এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Read Only Memory
 
৮৩. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘পিপিলিকা’ চালু হয় কবে?
উত্তরঃ ১৩ এপ্রিল ২০১৩ সালে।
 
৮৪. RAM এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Random Access Memory
 
৮৫. ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
উত্তরঃ ডট কম ।
 
৮৬. PUK এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Personal Unblocking Number
 
৮৭. কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে?
উত্তরঃ  Leap Frog এর মাধ্যমে।
 
৮৮. PNG এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Portable Network Graphics
 
৮৯. DOS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Disk Operating System
 
৯০. YouTube কি?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট।
 
৯১. PIN এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Personal Identity Number
 
৯২. PDF এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Portable Document Format
 
৯৩. OS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Operating System
 
৯৪. C++, Visual Basic কোন ধরণের ভাষা?
উত্তরঃ উচ্চ স্তরের ভাষা।
 
৯৫. OMR এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Optical Mark Recognition
 
৯৬. PC এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Personal Computer
 
৯৭. WWW এর পূর্ণরুপ কি?
উত্তরঃ World Wide Web
 
৯৮. Internet শব্দটি কোন শব্দ থেকে গৃহীত?
উত্তরঃ International Network.
 
৯৯. MMS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Multimedia Messaging Service

১০০. Wifi এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Wireless fidelity

১০১. www কে ইন্টারনেটের কী বলা হয়?
উত্তরঃ বুলেটিন বোর্ড।

১০২. LED এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Light Emitting Diode
 
১০৩. সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরটির নাম কি?
উত্তরঃ intel 4004.
 
১০৪. LCD এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Liquid Crystal Display
 
১০৫. সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয় কত সালে?
উত্তরঃ ২০০৪ সালে।
 
১০৬. LAN এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Local Area Network
 
১০৭. WAN এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Wide Area Network
 
১০৮. OR , AND এবং NOT তিনটিকে কী গেট বলা হয়?
উত্তরঃ মৌলিক গেট।
 
GK in Computer and ICT question answer pdf download.

১০৯. MAN এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Metropoliton Area Network
 
১১০. মৌলিক গেট কয়টি?
উত্তরঃ ৩ টি।
 
১১১. KB এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Kilo Bytes
 
১১২. MB এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Mega Bytes
 
১১৩. GB এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Giga Byte
 
১১৪. TB এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Tera Bytes
 
১১৫. E-Commerce কি?
উত্তরঃ Electronic Commerce.
 
১১৬. UPS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Uninterrupted Power Supply
 
১১৭. ডেটা এনক্রিপ্টশন ও ডিএনক্রিপ্টশন করার বিষয়কে কী বলে?
উত্তরঃ ক্রিপ্টগ্রাফী।
 
১১৮. URL এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Uniform Resource Locator
 
১১৯. .mpg কি?
উত্তরঃ ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন।
 
১২০. USB এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Universal Serial Bus
 
১২১. হ্যাকারদের মধ্যে উচ্চ সম্মানে আসীন হ্যাকারদের কী বলা হয়?
উত্তরঃ Elite Hacker.
 
১২২. VIRUS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Vital Information Resources Under Seize
 
১২৩. ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে কী করতে হয়?
উত্তরঃ Encrypt.
 
১২৪. CPU এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Central Processing Unit
 
১২৫. প্রোগ্রামের ভুলকে কি বলে?
উত্তরঃ Bug.
 
১২৬. উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কি ব্যবহৃত হয়?
উত্তরঃ  কম্পাইলার।
 
১২৭. WWW এর জনক কে?
উত্তরঃ টিম বার্নাস লি।
 
১২৮. DVD এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Digital Video Disk
 
১২৯. জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট Twitter কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৬ সালে।
 
১৩০. একটি আধুনিক সাবমেরিন কেবলে কয়টি স্তরে তার থাকে?
উত্তরঃ ৮ টি স্তরে।
 
১৩১. বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি?
উত্তরঃ Osborne 1.
 
১৩২. রোবট শব্দের অর্থ কি?
উত্তরঃ যন্ত্র মানব।
 
১৩৩. কত সালে ভাইরাসের নামকরণ করা হয়?
উত্তরঃ ১৯৮০ সালে।
 
১৩৪. ওয়েব পেজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পন্থাকে কী বলে?
উত্তরঃ Formatting.
 
১৩৫. YouTube মুক্ত ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে কখন?
উত্তরঃ ২০০৫ সালে।
 
১৩৬. VIRUS শব্দের অর্থ কী?
উত্তরঃ তথ্যের ক্ষতিসাধন করা।
 
১৩৭. বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
উত্তরঃ  কক্সবাজার।
 
১৩৮. পাথ কী?
উত্তরঃ অবজেক্টের প্রান্তরেখা।
 
১৩৯. ISD এর পূর্ণরুপ কি?
উত্তরঃ International Subscriber Dialing
 
১৪০. Query দ্বারা কী কাজ করা হয়?
উত্তরঃ তথ্য অনুসন্ধান।
 
১৪১. কম্পিউটারের প্রধান স্মৃতি কোনটি?
উত্তরঃ ROM.
 
১৪২. IP এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Internet Protocol
 
১৪৩. Facebook কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।
 
১৪৪. IC এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Integrated Circuit
 
১৪৫. CD এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Compact Disk
 
১৪৬. Resolution কী?
উত্তরঃ নির্দিষ্ট  এককে পিক্সেলের পরিমাণ।
 
১৪৭. HTTP এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Hyper Text Transfer Protocol
 
১৪৮. Digital কপির অপর নাম কী?
উত্তরঃ Soft কপি।
 
১৪৯. HTML এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Hyper Text Markup Language
 
১৫০. Thumbnail অর্থ কী?
উত্তরঃ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ।
 
১৫১. Bit এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Binary digit
 
১৫২. Pixel কী?
উত্তরঃ ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক।
 
১৫৩. GPS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Global Positioning System
 
১৫৪. টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে, ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
 
১৫৫. উইকিপিডিয়া কি?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
 
১৫৬. উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে।
 
১৫৮. ORACLE কী?
উত্তরঃ ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার।
 
১৫৯. BIOS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Basic Input Output System
 
১৬০. উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
 
১৬১. ICT এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Information and Communication Technology
 
১৬২. বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
 
১৬৩. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ।
 
১৬৪. ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি?
উত্তরঃ প্রথম চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
 
১৬৫. 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উত্তরঃ ২০০১ খ্রিঃ
 
১৬৬. 4g এর প্রকৃত bandwidth কত?
উত্তরঃ 10MBps
 
১৬৭. কম্পিউটার মাউসের জনক কে?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
 
১৬৮. Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ ১৯৯৮ খ্রিঃ
 
১৬৯. Printer কি ধরনের device?
উত্তরঃ Output
 
১৭০. Compact Disc কে আবিষ্কার করেছেন?
উত্তরঃ জেমস টি রাসেল।
 
১৭১. APN stands for—?
উত্তরঃ Access Point Name.
 
GK in Computer and ICT question answer pdf download.

১৭২. জাভা কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জেমস এ গোসলিং।
 
১৭৩. PAL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Phase Alternation by Line
 
১৭৪. SQL কি?
উত্তরঃ Structured Query Language
 
১৭৫. COBOL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Common Business Oriented Language
 
১৭৬. 1 কিলোবাইট কত বাইট সমান?
উত্তরঃ 1024 বাইট।
 
১৭৭. কীবোর্ড, মাউস, জয়স্টিক এগুলো কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ ইনপুট ডিভাইস
 
১৭৮. ব্রডব্যান্ডের গতি কত?
উত্তরঃ 1 Mbps
 
১৭৯. UPS এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ uninterruptable power supply.
 
১৮০. এক্সেল স্প্রেডশিট, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং কোন ধরণের সফ্টওয়্যার উদাহরণ?
উত্তরঃ অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার।
 
১৮১. AMOLED এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Active Matrix Organic Light Emitting Diode.
 
১৮২. OTG এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ on the go
 
১৮৩.‘ctrl’ and ‘shift’ কোন ধরনের কী?
উত্তরঃ Modifier
 
১৮৪. VGA এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Video Graphics Array.
 
১৮৫. রিফ্রেশের শর্টকাট কী কোনটি?
উত্তরঃ F5
 
১৮৬. Unicode উদ্ভাবন করে কে?
উত্তরঃ Apple and Xerox Corporation (1991)
 
১৮৭. মৌলিক Logic Gate কয়টি?
উত্তরঃ ৩টি (OR, AND, NOT)
 
১৮৮. Wifi এর দ্রুততম সংস্করণ কোনটি?
উত্তরঃ IE
 
১৮৯. MODEM এ কি থাকে?
উত্তরঃ Modulator + Demodulator
 
১৯০. Python তৈরি করেন কে?
উত্তরঃ গুইডো ভ্যান রোসাম (১৯৯১)
 
১৯১. Pseudo Code কি?
উত্তরঃ ছদ্ম কোড
 
১৯২. PAN এর ধারণা দেন কে?
উত্তরঃ থমাস জিমারম্যান
 
১৯৩. HTML আবিষ্কার করেন কে?
উত্তরঃ টিম বার্নার লী (১৯৯০)
 
১৯৪. LAN সীমাবদ্ধতা কত?
উত্তরঃ ১০ কিলোমিটারের মধ্যে
 
১৯৫. প্রোগ্রাম বা ফাইলগুলি স্থায়ীভাবে মুছতে কোন কী ব্যবহার করা হয়?
উত্তরঃ Shift + Del
 
১৯৬. Bluetooth ব্যবহার করে?
উত্তরঃ frequency hopping spread spectrum
 
১৯৭. SQL ডাটাবেস থেকে কোনো সারণী অপসারণ করতে কোন আদেশ ব্যবহার করা হয়?
উত্তরঃ DROP TABLE
 
১৯৮. ISP এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Internet Service Provider
 
১৯৯. MAC এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Media Access Control
 
২০০. PHP এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Hypertext Preprocessor
 
২০১. CSS এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Cascading Style Sheets
 
২০২. PNG এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Portable Network Graphics
 
২০৩. USB এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Universal Serial Bus
 
২০৪. CP এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Transmission Control Protocol
 
২০৫. CCTV এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Closed Circuit Television
 
২০৬. XML এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Extensible Markup Language
 
২০৭. COMPUTER এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Commonly Operated Machine Particularly Used for Technical Education and Research.
 
২০৮. বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের নাম কি?
উত্তরঃ ARPANET.
Share:

সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলী প্রশ্ন ও উত্তর-৩১ | General Knowledge in Bangla Update MCQ 31

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলি। সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলী প্রশ্ন উত্তর। সাম্প্রতিক বাংলা সাধারণ জ্ঞান আপডেট। বিসিএস বাংলা বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান সাম্প্রতিক বাংলা বিষয়াবলি। General knowledge in Bangla current affairs question and answer. Bangla Current Affairs General Knowledge MCQ. General Knowledge Bangla Current affairs for BCS Preparation. General Knowledge in Bangla affairs for Govt Job Preparation. General Knowledge Bangla affairs for all Jobs Preparation.
 সাধারণ জ্ঞান 
 বাংলা 
 ৩১তম পর্ব 

১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
[ক] সুকুমার সেন
✅ দীনেশচন্দ্র সেন
[গ] মুহম্মদ শহীদুল্লাহ
[ঘ] অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

উত্তর বিশ্লেষণ:
দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯ খ্রি)
🔶 বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন ১৮৯৬ সালে রচনা করেন- প্রাচীন ও মধ্যুগের বাংলা সাহিত্যের সুশৃংখল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিমূলক ‘বঙ্গভাষা ও সাহিত্য’ নামক গ্রন্থটি।
🔶 আবেগময়, প্রাঞ্জল ও কাব্যমন্ডিত ভাষায় লিখিত বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত- ‘বঙ্গভাষা ও সাহিত্য’ বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
🔶 তিনি এটি রচনা করেন- পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে সংগৃহীত প্রাচীন বাংলা পুঁথি থেকে উপকরণ গ্রহণ করে।
সুকুমার সেন
🔶 ড.  সুকুমার সেন রচিত ইতিহাস বিষয়ক গ্রন্থ- ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ (১৯৪০)।
🔶 প্রখ্যাত ভাষাতত্তববিদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার- সুকুমার সেন।
🔶 সুকুমার সেন সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য- সেখশুভোদয়া, বাঙলা ভাষার ইতিবৃত্ত, চর্যাগীতি পদাবলী, চৈতন্যচরিতামৃত প্রভৃতি।
মুহম্মদ শহীদুল্লাহ
🔶 ড.  মুহম্মদ শহীদুল্লাহ রচিত ইতিহাস বিষয়ক গ্রন্থ- ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ (১৯৫৯)।
অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
🔶 অসিতকুমার বন্দ্যোপাধ্যায় রচিত ইতিহাস বিষয়ক গ্রন্থ- ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (১ম খন্ড-১৯৫৯)।

২. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
[ক] প্যারীচাঁদ মিত্র
✅ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[গ] রবীন্দ্রনাথ ঠাকুর
[ঘ] প্রমথ চৌধুরী

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 বাংলা উপন্যাস সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪ খ্রি) প্রথম ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন- ১৮৭২ সালে এবং তিনিই এ পত্রিকার প্রথম সম্পাদক।
🔶 ১৮৭২ সালে এটি প্রথম প্রকাশিত হয়ে মাত্র ৪ বছর প্রকাশিত হয়- ১৮৭৬ পর্যন্ত।
🔶 স্বল্প সময়ের জন্য পত্রিকাটি সম্পাদনা করেছিলেন- বঙ্কিমচন্দ্রের পর তার ভাই সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র।
🔶 বঙ্কিমচন্দ্র সম্পর্কে জানতে ৩০তম বিসিএস (BCS)-এর ৩নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।

৩. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
[ক] বিদ্রোহী
[খ] আনন্দময়ীর আগমনে
[গ] প্রলয়োল্লাস
✅ রক্তাম্বরধারিণী মা

প্রশ্ন বিশ্লেষণ:
রক্তাম্বরধারিণী মা
🔶 ব্রিটিশ সরকার অগ্নিবীণা কাব্যকে নিষিদ্ধ করে-‘রক্তাম্বরধারিণী মা’ কবিতাটিতে তৎকালীন রাজনৈতিক চেতনা প্রাধান্য পাওয়ায়।
🔶 ‘রক্তাম্বরধারিণী মা’ কবিতাটি প্রথম ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়- ১৩২৯ বঙ্গাব্দের ভাদ্র মাসে।
🔶 বিদ্রোহী কবি নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’, ‘বিদ্রোহী’ ও ‘রক্তাম্বরধারিণী মা’ কবিতা তিনটি অন্তর্ভুক্ত- বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’তে-।
🔶 কাজী নজরুল সম্পর্কে জানতে ২৭তম বিসিএস (BCS)-এর ১নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।
🔷বিগত ১০ম বিসিএস (BCS) পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন এসেছে।

৪. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
✅ সমাপ্তি
[খ] দেনা-পাওনা
[গ] পোস্ট-মাস্টার
[ঘ] মধ্যবর্তিনী

উত্তর বিশ্লেষণ:
সমাপ্তি
🔶 রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্পের নায়িকা-‘মৃন্ময়ী’ এবং নায়ক ‘অপূর্বকৃষ্ণ’।
দেনা-পাওনা
🔶 ‘দেনাপাওনা’ ছোটগল্পের নায়িকা- ‘নিরু’।
পোস্ট-মাস্টার
🔶 ‘পোস্টমাস্টার’ গল্পের বালিকা চরিত্র- ‘রতন’।
মধ্যবর্তিনী
🔶 ‘মধ্যবর্তিনী’ গল্পের নায়িকা- ‘হরসুন্দরী’ ও ‘শৈলবালা’ এবং নায়ক ‘নিবারণ’।

৫. ‘উত্তম পুরষ’ উপন্যাসের রচয়িতা কে?
[ক] শওকত ওসমান
[খ] জহির রায়হান
[গ] শহীদুল্লাহ কায়সার
✅ রশীদ করিম

উত্তর বিশ্লেষণ:
রশীদ করিম
🔶 রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস- ‘উত্তম পুরুষ’।
🔶 ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি রচিত- নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে।
🔶 তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘প্রসন্ন পাষাণ’ (১৯৬৩), ‘আমার যত গ্লানি’ (১৯৭৩), ‘মায়ের কাছে যাচ্ছি’ ইত্যাদি।
শওকত ওসমান
🔶 শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস- ‘সজনী’ (১৯৬৮), ‘ক্রীতদাসের হাসি’ (১৯৬২), ‘জাহান্নাম হতে বিদায়’ (১৯৭১) ইত্যাদি।
জহির রায়হান
🔶 জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস- ‘হাজার বছর ধরে’ (১৩৭১), ‘আরেক ফাল্গুন’ (১৩৭৫), ‘বরফ গলা নদী’ (১৩৭৫) ইত্যাদি।
শহীদুল্লাহ কায়সার
🔶 শহীদুল্লাহ কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস-‘সারেং বউ’ (১৯৬২) ও ‘সংশপ্তক’ (১৯৬৫)।

৬. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
[ক] নাটক
✅ উপন্যাস
[গ] কাব্য
[ঘ] ছোটগল্প

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ঔপন্যাসিক শামসুদ্দীন আবুল কালাম রচিত অন্যতম উপন্যাস- ‘কাশবনের কন্যা’।
🔶 উপন্যাসটির উপজীব্য- জেলে সম্প্রদায়ের জীবনধারণ।
🔶 ১৯৫৪ সালে প্রকাশিত (গ্রন্থাকারে) উপন্যাসটিতে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে- বরিশাল অঞ্চলের মুখের ভাষা ও জীবনবোধ।
🔷বিগত ২৪তম বিসিএস (BCS) পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন এসেছে।

৭. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
[ক] ভাষার ইতিবৃত্ত
[খ] আধুনিক ভাষাতত্তব
✅ মনীষা মঞ্জুষা
[ঘ] বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

উত্তর বিশ্লেষণ:
মনীষা মঞ্জুষা
🔶 বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুহম্মদ এনামুল হক (১৯০৬-১৯৮২) রচিত সংকলন গ্রন্থ- ‘মনীষা মঞ্জুষা’।
🔶 দুই খন্ডের এ গ্রন্থের প্রথম খন্ড প্রকাশিত হয়- ১৯৭৫ সালে এবং দ্বিতীয় খন্ড ১৯৭৬ সালে।
আধুনিক ভাষাতত্ত
🔶 ‘আধুনিক ভাষাতত্তব’ গবেষণা গ্রন্থটি রচনা করেন- আবুল কালাম মনজুর মোরশেদ।
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
🔶 ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ গ্রন্থটি সম্পাদনা করেন- ড.  মুহম্মদ শহীদুল্লাহ।

৮. বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে?
✅ মাইকেল মধুসূদন দত্ত
[খ] রবীন্দ্রনাথ ঠাকুর
[গ] দেবেন্দ্রনাথ সেন
[ঘ] মোহিতলাল মজুমদার

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
🔶 ইংরেজি ‘সনেট’ শব্দটির বাংলা অর্থ- চতুর্দশপদী কবিতা।
🔶 সনেটে লাইন বা পঙ্ক্তি থাকে- ১৪টি এবং প্রতিটি লাইন বা পঙ্ক্তিতে ১৪টি অক্ষর থাকে।
🔷বিগত ২৯তম বিসিএস (BCS) পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্ন এসেছে।

৯. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
[ক] তত্তববোধিনী পত্রিকা
[খ] ধূমকেতু
✅ কল্লোল
[ঘ] কালি ও কলম

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 পল্লীকবি জসীমউদ্দীনের (১৯০৩-১৯৭৬ খ্রি) বিখ্যাত কবিতা ‘কবর’ প্রথম প্রকাশিত হয়- ‘কল্লোল’ পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়।
🔶 কবিতাটি অন্তর্ভুক্ত- তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) তে।
🔶 তিনি এ কবিতাটি রচনা করেছিলেন- যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

১০. ‘ক্ষীয়মাণ’-এর বিপরীত শব্দ কি?
[ক] বৃহৎ
[খ] বর্ধিষ্ণু
✅ বর্ধমান
[ঘ] বৃদ্ধিপ্রাপ্ত

উত্তর বিশ্লেষণ:
বর্ধমান
🔶 ক্ষীয়মান’-এর বিপরীতার্থক শব্দ- বর্ধমান।
🔶 ‘ক্ষীয়মান’ শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ- ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন।
বৃহৎ
🔶 ‘বৃহৎ’ শব্দটির বিপরীতার্থক শব্দ- ক্ষুদ্র।
বর্ধিষ্ণু
🔶 বর্ধিষ্ণু’ শব্দটির বিপরীতার্থক শব্দ- ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত।
বৃদ্ধিপ্রাপ্ত
🔶 বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ- হ্রাসপ্রাপ্ত।

১১. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
[ক] নিদাঘ
✅ নশ্বর
[গ] নষ্টমান
[ঘ] বিনশ্বর

উত্তর বিশ্লেষণ:
নশ্বর
🔶 ‘নষ্ট হওয়ার স্বভাব যার’-এর এককথায় প্রকাশ- নশ্বর।
🔶 নশ্বর-এর অপর অর্থ- নাশশীল, অনিত্য বা অস্থায়ী।
নিদাঘ
🔶 নিদাঘ অর্থ- গ্রীষ্মকাল বা উত্তাপ।
নষ্টমান
🔶 নষ্টমান অর্থ- নষ্ট হয়ে যাচ্ছে যা।
বিনশ্বর
🔶 বিনশ্বর অর্থ- বিনাশধর্মী বা অনিত্য।

১২. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-
[ক] দ্বন্দ্ব সমাস
[খ] রূপক সমাস
[গ] বহুব্রীহি সমাস
✅ দ্বিগু সমাস

উত্তর বিশ্লেষণ:
দ্বিগু সমাস
🔶 যে সমাসে সমাহার অর্থাৎ সমষ্টি অর্থে সংখ্যাবাচক পূর্বপদের সাথে উত্তরপদের সমাস হয় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে প্রতীযমান হয় তাকে বলে- দ্বিগু সমাস। যেমন- সে (তিন) তারের সমাহার = সেতার।
দ্বন্দ্ব সমাস
🔶 যে সমাসে সমান বিভক্তিবিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয় এবং সমস্যমান প্রত্যেকটি পদের অর্থ সমভাবে প্রধানথেকে যায় তাকে বলে- দ্বন্দ্ব সমাস। যেমন- মা ও বাবা = মা-বাবা।
রূপক সমাস
🔶 উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করে পূর্বপদ উপমেয়র সাথে পরপদ উপমানের যে সমাস হয় তাকে বলে- রূপক কর্মধারয় সমাস। যেমন- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন।
বহুব্রীহি সমাস
🔶 যে সমাসে পূর্বপদ বা উত্তরপদের কোনোটিরই অর্থ বোঝায় না এবং সমস্তপদটি অন্য একটি পদের অর্থ নির্দেশ করে তাকে বলে- বহুব্রীহি সমাস। যেমন- আশীতে বিষ যার = আশীবিষ (সর্প)।

১৩. কোন বাক্যটি শুদ্ধ?
[ক] তাহার জীবন সংশয়পূর্ণ
[খ] তাহার জীবন সংশয়ময়
✅ তাহার জীবন সংশয়াপূর্ণ
[ঘ] তাহার জীবন সংশয়ভরা

উত্তর বিশ্লেষণ:
🔶 ‘সংশয়’ শব্দটি একটি বিশেষ্য পদ, যার বিশেষণ হলো- ‘সংশয়াপূর্ণ’।
🔶 সংশয়াপূর্ণ শব্দটির অর্থ- সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।
🔶 উপরিউক্ত বাক্যে ‘তাহার জীবন সংশয়াপূর্ণ’ দ্বারা প্রকাশ করা হয়েছে-গভীর অনিশ্চয়তা।

১৪. ‘চাঁদমুখ’-এর ব্যাসবাক্য হলো-
[ক] চাঁদমুখের ন্যায়
✅ চাঁদের মত মুখ
[গ] চাঁদ মুখ যার
[ঘ] চাঁদরূপ মুখ

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ‘চাঁদমুখ’ শব্দটি একটি বিশ্লেষণ পদ, যার ব্যাসবাক্য হলো- চাঁদের মতো মুখ বা চন্দ্রের ন্যায় সুন্দর মুখবিশিষ্ট।
🔶 এটি অন্তর্গত- উপমান কর্মধারয় সমাসের।

১৫. ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’-এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
✅ কর্ম কারকে শূন্য
[খ] সম্প্রদানে সপ্তমী
[গ] অধিকরণে শূন্য
[ঘ] কর্তৃকারকে শূন্য

উত্তর বিশ্লেষণ:
কর্ম কারকে শূন্য
🔶 কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে- কর্মকারক। যেমন- তুমি বই পড়; এখানে ‘বই’ কর্মকারক।
🔶 সুতরাং প্রশ্নে ‘ঔষধ’ কর্মকে কেন্দ্র করে ক্রিয়াটি সম্পন্ন হওয়ায় ‘ঔষধ’ শব্দটি- কর্মকারক (শূন্য বিভক্তি)।
সম্প্রদানে সপ্তমী
🔶 যাকে স্বতব ত্যাগ করে কিছু দান করা হয় তাকে বলে- সম্প্রদান কারক। যেমন- দরিদ্রকে ধন দাও।
অধিকরণে শূন্য
🔶 ক্রিয়ার সময়, বিষয় ও স্থানকে বলে- অধিকরণ কারক। যেমন- প্রভাতে সূর্য উদিত হয়।
কর্তৃকারকে শূন্য
🔶 যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে বলে- কর্তা বা কর্তৃকারক। যেমন- শিশুরা খেলা করছে।

সাধারণ জ্ঞান বাংলা বিষয়াবলী প্রশ্ন ও উত্তর-৩১ | General Knowledge in Bangla Update MCQ 31

১৬. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
[ক] সরল
✅ জটিল
[গ] যৌগিক
[ঘ] অনুজ্ঞামূলক

উত্তর বিশ্লেষণ:
জটিল
🔶 উপরোক্ত বাক্যে ‘সুতরাং তুমি প্রথম হবে’ অংশটি প্রধান খন্ড বাক্য এবং ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ’ অংশটি অপ্রধান বা অধীন খন্ডবাক্য হওয়ায় এটা- জটিল বাক্য।
🔶 গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার- সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য।
🔶 যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান বা অধীন খন্ড বাক্য থাকে তাকে বলে- মিশ্র বা জটিল বাক্য। যেমন- যে সত্য কথা বলে, তাকে সবাই ভালোবাসে।
সরল
🔶 যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে বলে- সরল বাক্য। যেমন- রহিম খেলা করছে।
যৌগিক
🔶 দুই বা ততোধিক সরল বাক্যের সংমিশ্রণে যে বাক্য গঠিত হয় তাকে বলে- যৌগিক বাক্য। যেমন- লোকটি গরিব, কিন্তু সৎ।
অনুজ্ঞামূলক
🔶 অর্থগত দিক থেকে বাক্য প্রধানত পাঁচ প্রকার- নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, কামনামূলক বা ইচ্ছামূলক বাক্য ও বিস্ময়সূচক বাক্য।
🔶 যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ ও উপদেশ বোঝানো হয় তাকে বলে- অনুজ্ঞাসূচক বাক্য। যেমন- নিয়মিত পড়াশুনা করবে।

১৭. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
✅ বলাকা
[খ] সোনারতরী
[গ] চিত্রা
[ঘ] পুনশ্চ

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৮৪১ খ্রি) ‘বলাকা’ কাব্যগ্রন্থের ‘বলাকা’ নামক কবিতার প্রথম পংক্তি- ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’।
🔶 কবি শ্রীনগরে থাকাকালীন সময়ে এ কবিতাটি রচনা করেন- ১৩২২ বঙ্গাব্দের কার্তিক মাসে।
🔶 বলাকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়- ১৯১৫ সালে।
🔶 উল্লেখ্য, এ কাব্যগ্রন্থের অন্তর্গত অন্য কিছু কবিতা- সবুজের অভিযান, শংখ, ছবি, শা-জাহান, চঞ্চলা ইত্যাদি।
🔶 রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে ৩০তম বিসিএস (BCS) এর ১০নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।

১৮. বাংলা ছন্দ কত রকমের?
[ক] এক রকমের
[খ] দু রকমের
✅ তিন রকমের
[ঘ] চার রকমের

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 বাংলা ছন্দ তিন রকমের- ক.  মাত্রাবৃত্ত খ.  স্বরবৃত্ত ও গ.  অক্ষরবৃত্ত।
🔶 বাংলা ছন্দ সম্পর্কে জানতে ৩০তম বিসিএস (BCS)-এর ১২নং প্রশ্ন বিশ্লেষণ দেখুন।

১৯. কোনটি শুদ্ধ বানান?
[ক] দন্দ
[খ] দ্বন্দ
✅ দ্বন্দ্ব
[ঘ] দ্বন্ব

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 ‘দ্বন্দ্ব’ শব্দটি একটি বিশেষ্য পদ, যার অর্থ- ঝগড়া, বিবাদ, যুদ্ধ ইত্যাদি। শব্দটির বিশ্লেষণকৃত রূপ হলো- দ্বি + দ্বি।

২০. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
[ক] অন্ত্যমিল আছে
✅ অন্ত্যমিল নেই
[গ] চরণের প্রথমে মিল থাকে
[ঘ] বিশ মাত্রার পর্ব থাকে

প্রশ্ন বিশ্লেষণ:
🔶 অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
🔶 মধ্যযুগীয় পয়ার ছন্দের যতি, পর্বগত সাম্য ও অন্ত্যমিলহীন ছন্দই হলো- অমিত্রাক্ষর ছন্দ।
🔶 ইংরেজিতে একে বলে- Blank verse।
🔶 এতে নেই- ভাবের গভীরতা এবং এতে থাকে ১৪ মাত্রার অন্ত্যমিলহীন চরণ।
🔶 মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্য- ‘তিলোত্তমাসম্ভব’ কাব্য।
🔶 এছাড়া মধুসূদনের এই ছন্দে রচিত কাব্য- ‘বীরাঙ্গনা’ ও ‘মেঘনাদবধ কাব্য’।
🔶 তিনি প্রথম এই ছন্দের ব্যবহার করেন- তাঁর ‘পদ্মাবতী’ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে।


Share: