বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-২

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-২

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা

১। ‘অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
ক. আদ্যন্ত
খ. মূর্খ
গ. অনভিজ্ঞ
ঘ. অবিমৃষ্যকারী
উত্তরঃ ঘ. অবিমৃষ্যকারী

২। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি?
ক. শান্ত
খ. কঠিন
গ. উগ্র
ঘ. উদ্বৃত্ত
উত্তরঃ গ. উগ্র

৩। ‘হনন করার ইচ্ছা’-
ক. হত্যা
খ. হননেচ্ছা
গ. জিঘাংসা
ঘ. জিজ্ঞাসা
উত্তরঃ গ. জিঘাংসা

৪। ‘মাছের মা’ বাগধারাটির অর্থ-
ক. অত্যাচারী
খ. নিষ্ঠুর
গ. কঠোর
ঘ. নীতিহীন
উত্তরঃ খ. নিষ্ঠুর

৫। “To speak ill of others is a sin”-এর সঠিক অনুবাদ-
ক. অপরের নিন্দা করো না
খ. কারো নিন্দা করতে হয় না
গ. অপরের নিন্দা করা পাপ
গ. কারো নিন্দা করলে পাপ হয়
উত্তরঃ গ. অপরের নিন্দা করা পাপ

৬। ‘ভাল করে পড়লে সফল হবে’- এখানে ক্রিয়ার যে ভাব প্রকাশ পেয়েছে-
ক. নির্দেশক
খ. সাপেক্ষ
গ. আকাঙ্খা
ঘ. অনুজ্ঞা
উত্তরঃ ঘ. অনুজ্ঞা

৭। “মন্ত্রের সাধন কিংবা শরীর পতন’’- এখানে ‘কিংবা’ কোন অব্যয়?
ক. অনুকার
খ. বিয়োজক
গ. সমুচ্চয়ী
ঘ. সংযোজন
উত্তরঃ খ. বিয়োজক

৮। ‘কাঠালের আমসত্ব’- বাগধারাটির অর্থ-
ক. বেমানান সজ্জা
খ. অসম্ভব ব্যাপার
গ. বাজে কথা
ঘ. নাছোড় বান্দা
উত্তরঃ খ. অসম্ভব ব্যাপার

৯। ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. জল + একা
খ. জলো + ঐক্য
গ. জল + ওকা
ঘ. জল + ঐকা
উত্তরঃ গ. জল + ওকা

১০। ‘সবই দুষ্টুলোকের রটনা’ - কোন গল্পের অংশ?
ক. বিলাসী
খ. কলিমদ্দি দফাদার
গ. হৈমন্তী
ঘ. অপরাহ্নের গল্প
উত্তরঃ ঘ. অপরাহ্নের গল্প

১১। ‘কবর’ কবিতায় বৃদ্ধ বড় ভালবাসে-
ক. স্ত্রীকে
খ. মেয়েকে
গ. নাতনীকে
ঘ. মাটিকে
উত্তরঃ ঘ. মাটিকে

১২। বাড়ুই জাতীয় হিন্দুর বাস বাজারের-
ক. দক্ষিণে
খ. পূর্ব - দক্ষিণে
গ. পশ্চিম-দক্ষিণে
ঘ. উত্তর - পশ্চিমে
উত্তরঃ গ. পশ্চিম-দক্ষিণে

১৩। ‘চোগা’ হল এক ধরনের-
ক. নৌকা
খ. পাগড়ি
গ. বাদ্যযন্ত্র
ঘ. জামা
উত্তরঃ ঘ. জামা

১৪। ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় পিতৃহৃদয়ের হাহাকারধ্বনিত হয়েছে-
ক. তৃতীয় স্তবকে
খ. দ্বিতীয় স্তবকে
গ. প্রথম স্তবকে
ঘ. চতুর্থ স্তবকে
উত্তরঃ খ. দ্বিতীয় স্তবকে

১৫। ‘সফেদ’ কোন ভাষার শব্দ?
ক. ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. তুর্কি
উত্তরঃ ক. ফারসি

১৬। দুর্নীতি দমন কমিশন (দুদক. প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ২০০২
খ. ২০০৩
গ. ২০০৪
ঘ. ২০০৫
উত্তরঃ গ. ২০০৪

১৭। দরিদ্র দেশের একটি অভিশাপ হল-
ক. দুর্নীতি
খ. অশিক্ষা
গ. AIDS
ঘ. পতিতাবৃত্তি
উত্তরঃ ঘ. পতিতাবৃত্তি

১৮। ‘বেশ হাসিখুশি তার মুখ’ কার?
ক. তপুর
খ. সানুর
গ. রাহাতের
ঘ. নতুন রুমমেটের
উত্তরঃ ঘ. নতুন রুমমেটের

১৯। ‘দর্শক ও শ্রোতামন্ডলীর নয়ন আকর্ষণ করা যায় না’-
ক. উঁচুতে না চড়লে
খ. বেদীতে না বসলে
গ. রঙ্গমঞ্চে না চড়লে
ঘ. কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে
উত্তরঃ ক. উঁচুতে না চড়লে

২০। Ballad কি?
ক. লোকগীতি
খ. লোকগাঁথা
গ. গীতিকা
ঘ. গাথা
উত্তরঃ গ. গীতিকা

২১। কোন শব্দটি ফারসি?
ক. মুসাফির
খ. তকদির
গ. পেরেশান
ঘ. মজলুম
উত্তরঃ গ. পেরেশান

২২। ‘বাক্স > বাসক’ কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জন বিকৃতি
খ. ব্যঞ্জনচ্যুতি
গ. ধ্বনি বিপর্যয়
ঘ. বিষমীভবন
উত্তরঃ গ. ধ্বনি বিপর্যয়

২৩। কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
ক. ঋণমুক্ত
খ. অকেশা
গ. জলদ
ঘ. অকেজো
উত্তরঃ গ. জলদ

২৪। “লাপাত্তা’’-এর ‘লা’ উপসর্গি
ক. আরবি
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক. আরবি

২৫। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি- কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. মিশ্র
উত্তরঃ গ. যৌগিক

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
In a very recent time, Italian Prime Minister (PM) has shown his country’s keen interest to invest more in the promising sectors of Bangladesh. During a bilateral meeting with Chief Advisor (CA. on the side lines of the United Nations General Assembly (UNGA., the Italian premier highly appreciated Bangladesh’s active role in the opportunities that exist for foreign investors in Bangladesh. He said Italian companies would be most welcome adding that ideal conditions for investments are present in power, infrastructure and energy sectors.

The CA underscored the fact that Bangladesh was in a position to expand the export basket to Italy, particularly with larger components of pharmaceuticals and leather goods in addition to RMG and knitwear. He sought Italy’s support for simplification of Rules of Origin (RO) of Bangladesh exports to the EU countries. The CA said this was a win-win situation for both the Minister praised Bangladeshi workers in Italy saying that they were “peaceful, disciplined and economically active”. The CA also explained the steps taken by the caretaker government to ensure the timely holding of free, fair and credible election.

1. The best title of the passage is:
A. Italy not interested to invest in Bangladesh
B. keen to invest in Bangladesh
C. No improvement of climate change for investment
D. Timely holding of election
Answer: B. keen to invest in Bangladesh

2. In which sectors are ideal conditions prevalent for investment according to the CA?
A. Pharmaceuticals and Leather sectors
B. RMG and Knitwear sectors
C. Power, Infrastructure and Energy sectors
D. Manufacturing sectors
Answer: C. Power, Infrastructure and Energy sectors

3. What needs to be done for boosting Bangladesh’s exports to EU countries?
A. Diversification of export products
B. Simplification of Rules of Origin
C. Development of cost competitiveness
D. Depreciation of Bangladeshi Taka
Answer: B. Simplification of Rules of Origin

4. “Win-Win” situation in the passage refers to:
A. Creating employment for Italy and economic growth for Bangladesh.
B. Creating development for Bangladesh and employment for Bangladesh.
C. Creating opportunities for Bangladesh and economic growth for Italy.
D. Creating employment for Bangladesh and economic growth for Italy.
Answer: D. Creating employment for Bangladesh and economic growth for Italy.

5. Bangladeshi workers in Italy were praised to be:
A. Peaceful, laborious and uneconomically active.
B. Peaceful, laborious and economically active.
C. Peaceful, disciplined and uneconomically active.
D. Peaceful, disciplined and economically active.
Answer: D. Peaceful, disciplined and economically active.

6. ___________ in front of a camera lens changes the color of the light that reaches the film.
A. Placed a filter
B. A filter is placed
C. A filter placed
D. When a filter placed
Answer: C. A filter placed

7. The antonym of “WITHER” is
A. equal
B. flourish
C. pierce
D. hasten
Answer: B. flourish

8. The house was ___ fire, because the heater had overturneD.
A. at
B. a
C. in
D. on
Answer: D. on

9. A clause must have
A. a finite verb and a subject
B. a subject and a predicate
C. an adjective and a subject
D. a modifier
Answer: A. a finite verb and a subject

10. ‘Lucy came down with something’ means Lucy became
A. rich
B. Poor
C. angry
D. ill
Answer: D. ill

Choose the appropriate preposition. (Question 11-12)
11. He ______ his father.
A. resembles to
B. is resemblance to
C. resemblances
D. resembling
Answer: B. is resemblance to

12. Mr. X was walking _______ a wood ______ a rainy day.
A. to . . . of
B. through . . . on
C. of . . . through
D. by . . . in
Answer: B. through . . . on

13. In your text, “You can certainly learn through mistakes” is stated in the following lesson.
A. Dealing with grammar
B. How to learn English
C. Why learn English
D. Learning a language.
Answer: B. How to learn English

14. The basic distinction between simile and metaphor is:
A. A simile exerts the common feature of comparison but a metaphor does not do that.
B. A metaphor exerts the common feature of comparison but a simile does not do that.
C. Similes and metaphors are totally contradictory.
D. Similes are frequently used whereas metaphors are rarely used by poets.
Answer: A. A simile exerts the common feature of comparison but a metaphor does not do that.

15. You can always look ___her address in the directory if you have forgotten it.
A. up
B. at
C. into
D. in
Answer: A. up

16. Synonym of Severe
A. Tenuous
B. lavish
C. supine
D. stringent
Answer: D. stringent

Identify the incorrrect option (17-19)
17. A. He is resemblance to his father.
B. We entered into a conversion.
C. People often take my brother to me.
D. He was not only brilliant but also was benevolent.
Answer: D. He was not only brilliant but also was benevolent.

18. A. I am your father who is taking your care.
B. Either of these buses goes past the University.
C. He is considering not to go.
D. I could not think she had deceived me.
Answer: B. Either of these buses goes past the University.

19. A. Either of these players is capable of performing better
B. He and not I are blame.
C. He himself told us that the story was true.
D. He started writing.
Answer: B. He and not I are blame.

20. She stood by her through thick and thin. Here the underlined phrase is closely related to
A. Under difficulties
B. Under opportunities
C. Under all condition
D. Behaving indifferently
Answer: C. Under all condition

21. The word “substantive” means
A. Prodigious
B. Authentic
C. Demystify
D. Exasperate
Answer: A. Prodigious

22. Find out the correct spelling
A. abberration
B. aberration
C. aberation
D. aberration
Answer: B. aberration

23. Correct English translation of “তোমার ঘড়িতে এখন কয়টা বাজে” ?
A. What time is it in your watch?
B. What is the time is it by your watch?
C. What is the time now by your watch?
D. What time is it by your watch?
Answer: D. What time is it by your watch?

24. I have smattering idea about the current situations.
A. slight knowledge
B. deep knowledge
C. ambivalent
D. medium
Answer: A. slight knowledge

25. Almost poetry is more enjoyable when it is read aloud. No. error
A.
B.
C.
D.
Answer: A.

General Knowledge about Bangladesh Affairs andGeneral Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
বাংলাদেশ এবংআন্তর্জাতিকবিষয়াবলী
১. কোন সীমান্ত এলাকাকে কেন্দ্র করে ভারত - চীন যুদ্ধ সংঘটিত হয়?
ক. সিয়াচেন হিমবাহ
খ. কুরিল
গ. লাদাখ
ঘ. মংডু
উত্তরঃ গ. লাদাখ

২. ক্যাসাব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর।
ক. ইতালি
খ. মরোক্কো
গ. মিশর
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ. মরোক্কো

৩. ‘‘দেশবন্ধু’’ কোন ব্যক্তির উপাধি?
ক. চিত্তরঞ্জন দাশ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আব্দুল গাফফার খান
ঘ. চিত্ররঞ্জন রায়
উত্তরঃ ক. চিত্তরঞ্জন দাশ

৪. ব্রুনাই দারুস সালাম যে দ্বীপে অবস্থিত?
ক. সুমাত্রা দ্বীপ
খ. সেলিবিস দ্বীপ
গ. মিন্দানাও দ্বীপ
ঘ. বোর্নিও দ্বীপ
উত্তরঃ ঘ. বোর্নিও দ্বীপ

৫. বাংলাদেশের সাংবিধানিক নাম?
ক. Peoples Republic in Bangladesh
খ. Bangladesh People’s Republic
গ. The Republic of Bangladesh
ঘ. People’s Republic of Bangladesh.
উত্তরঃ ঘ. People’s Republic of Bangladesh.

৬. বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্তবর্তী জেলা কোনটি?
ক. ৩০টি
খ. ৩২টি
গ. ৩৪টি
ঘ. ৩৬টি
উত্তরঃ খ. ৩২টি

৭. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ক. ১৬. ৫ কিঃমিঃ
খ. ২০. ৫ কিঃমিঃ
গ. ১৮কিঃমিঃ
ঘ. ১৯. ৩কিঃমিঃ
উত্তরঃ ক. ১৬. ৫ কিঃমিঃ

৮. বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত?
ক. ২৪ শতাংশের কম
খ. ২০. ৬০ শতাংশ
গ. ২৪-২৫ শতাংশের মধ্যে
ঘ. ২৫ শতাংশের বেশি
উত্তরঃ খ. ২০. ৬০ শতাংশ

৯. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. জয়দেবপুর
খ. ময়মনসিংহ
গ. ঢাকা
ঘ. দিনাজপুর
উত্তরঃ ক. জয়দেবপুর

১০. বাংলাদেশের কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়?
ক. ১৯১৭
খ. ১৯৭২
গ. ১৯৭৫
ঘ. ১৯৮০
উত্তরঃ গ. ১৯৭৫

১১. ‘‘আফ্রিদি’’ উপজাতির বসবাস কোন দেশে?
ক. শ্রীলঙ্কা
খ. ইন্দোনেশিয়া
গ. ভারত
ঘ. পাকিস্তান
উত্তরঃ ঘ. পাকিস্তান

১২. পঞ্চশক্তির কোন দেশটি WTO এর সদস্য নয়?
ক. রাশিয়া
খ. জাপান
গ. চীন
ঘ. জার্মানী
উত্তরঃ ক. রাশিয়া

১৩. স্বাধীনতা লাভের আগে পূর্বতিমুর যে দেশের অংশ ছিল -
ক. অষ্ট্রেলিয়া
খ. পাপুয়া নিউগিনি
গ. ইন্দোনেশিয়া
ঘ. পর্তুগাল
উত্তরঃ গ. ইন্দোনেশিয়া

১৪. ‘‘ম্যাকমোহন লাইন’’ কোন্ দেশের সীমান্ত নির্ধারণ করে?
ক. ভারত ও পাকিস্তান
খ. চীন ও ভারত
গ. চীন ও রাশিয়া
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ খ. চীন ও ভারত

১৫. Asian Drama গ্রন্থের লেখক কে?
ক. নেলসন ম্যান্ডেলা
খ. শেক্সপিয়ার
গ. গুনার মিরডাল
ঘ. কেও নয়
উত্তরঃ গ. গুনার মিরডাল

১৬. জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বপ্রথম সভাপতি কে ছিলেন?
ক. পল হেনরি স্মাক
খ. কার্লোস পি রোমুলো
গ. ট্রিগভেলী
ঘ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
উত্তরঃ ক. পল হেনরি স্মাক

১৭. কোন দেশ সর্বপ্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে?
ক. নিউজিল্যান্ড
খ. ইংল্যান্ড
গ. সুইডেন
ঘ. আমেরিকা
উত্তরঃ ক. নিউজিল্যান্ড

১৮. ভিসুভিয়াস কি?
ক. সাগর
খ. আগ্নেয়গিরি
গ. হৃদ
ঘ. শহর
উত্তরঃ খ. আগ্নেয়গিরি

১৯. শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী হচ্ছে -
ক. বার্থাভন সুটনার
খ. মাদার তেরেসা
গ. মাদাম কুরী
ঘ. সেলমা লেগেরহফ্
উত্তরঃ ক. বার্থাভন সুটনার

২০. মুসলমান অধ্যুষিত মান্নার দ্বীপটি কোন দেশে অবস্থিত?
ক. ভারতে
খ. শ্রীলংকায়
গ. ফিলিপাইনে
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ. শ্রীলংকায়

২১. হ্যালির ধুমকেতু ‘‘আবার দেখা যাবে’’ -
ক. ২০০৪ সালে
খ. ২০৭২ সালে
গ. ২০৫২ সালে
ঘ. ২০৬২ সালে
উত্তরঃ ঘ. ২০৬২ সালে

২২. মার্কিন যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা -
ক. ৫৫৩
খ. ৫৩৮
গ. ৫৪০
ঘ. ৫৪৪
উত্তরঃ খ. ৫৩৮

২৩. ফারাহ আইদিদ কোন দেশের নেতা ছিলেন?
ক. সোমালিয়া
খ. ঘানা
গ. তঞ্জানিয়া
ঘ. মরক্কো
উত্তরঃ ক. সোমালিয়া

২৪. ‘‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ঠ শাসনব্যবস্থা’’ উক্তিটি কার?
ক. মিল
খ. প্লেটো
গ. এরিস্টটল
ঘ. লর্ডব্রাইস
উত্তরঃ ঘ. লর্ডব্রাইস

২৫. ‘‘লেইসে ফেয়ার নীতি’’ তত্ত্বের প্রবক্তা কে?
ক. রুশো
খ. জন লক
গ. এডাম স্মিথ
ঘ. মার্শাল
উত্তরঃ গ. এডাম স্মিথ

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-২ 🎓 University Admission Test 2023

২৬. ‘‘যশোর’’ এর পূর্ব নাম কি?
ক. জাহানাবাদ
খ. খালিফাতাবাদ
গ. নদীয়া
ঘ. শমসের নগর
উত্তরঃ খ. খালিফাতাবাদ

২৭. স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
ক. সালাউদ্দিন
খ. রনজিৎ
গ. নবী চৌধুরী
ঘ. জাকারিয়া পিন্টু
উত্তরঃ ঘ. জাকারিয়া পিন্টু

২৮. লালবার্গ দুর্গের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন কে?
ক. মীর জুমলা
খ. শায়েস্তা খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. ইসলাম খান
উত্তরঃ খ. শায়েস্তা খান

২৯. ‘‘লালপুকুর’’ কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. কুমিল্লা
গ. রাজশাহী
ঘ. বরিশাল
উত্তরঃ ক. রংপুর

৩০. ‘‘তাস’’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. রাশিয়া
খ. জাপান
গ. চীন
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক. রাশিয়া

৩১. ভারত মহাসাগরকে আরব সাগরের সাথে সংযোগ করেছে -
ক. পক প্রণালী
খ. ডোভার প্রণালী
গ. জিব্রাল্টার প্রণালী
ঘ. মালাক্কা প্রণালী
উত্তরঃ ক. পক প্রণালী

৩২. পূর্বে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মতবাদ কি ছিলো?
ক. ইহুদীবাদ
খ. নাৎসীবাদ
গ. বর্ণবাদ
ঘ. মাক্রবাদ
উত্তরঃ গ. বর্ণবাদ

৩৩. NATO এর বর্তমান সদস্য কত?
ক. ১৬টি
খ. ১৭টি
গ. ১৮টি
ঘ. ২৬টি
উত্তরঃ ঘ. ২৬টি

৩৪. আয়তনে সার্কভুক্ত কোন দেশটি প্রায় বাংলাদেশের সমান?
ক. শ্রীলংকা
খ. নেপাল
গ. পাকিস্তান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ খ. নেপাল

৩৫. পেসো কোন দেশের মুদ্রা?
ক. কিউবা
খ. মেক্সিকো
গ. পানামা
ঘ. ক+খ
উত্তরঃ ঘ. ক+খ

৩৬. কে ফ্রান্স এর সাহিত্যিক?
ক. পার্ল এম বাক
খ. অ্যাঞ্জেলস
গ. সলাবেলো
ঘ. ভলটেয়ার
উত্তরঃ ঘ. ভলটেয়ার

৩৭. ওয়াটারসেট কেলেংকারীর সাথে জড়িত ছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
ক. জন এফ কেনেডি
খ. জিমি কার্টার
গ. রিচার্ড নিক্সন
ঘ. উইলিয়াম ফোর্ড
উত্তরঃ গ. রিচার্ড নিক্সন

৩৮. সান ফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম?
ক. লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ. ভিনসেন্ট ভ্যানগন
গ. ক্লদ মোনে
ঘ. মাইকেল অ্যাঞ্জেল
উত্তরঃ খ. ভিনসেন্ট ভ্যানগন

৩৯. ‘‘সবার জন্য শিক্ষা’’ - গ্লোবাল মনিটরিং রিপোর্ট ২০০৯ অনুযায়ী সর্বনিম্ন স্বাক্ষরতার হার কোন দেশে?
ক. টঙ্গো
খ. গিনি - বিসাউ
গ. সিয়েরা লিওন
ঘ. মালি
উত্তরঃ ঘ. মালি

৪০. বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে কোথায়?
ক. অষ্ট্রেলিয়া
খ. ইংল্যান্ড
গ. যুক্তরাষ্ট্র
ঘ. নরওয়ে
উত্তরঃ ক. অষ্ট্রেলিয়া

৪১. ২০০৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী?
ক. সেলিনা হোসেন
খ. রাবেয়া খাতুন
গ. সুফিয়া কামাল
ঘ. রবুনো হক
উত্তরঃ ঘ. রবুনো হক

৪২. বাংলাদেশে স্কাউটের প্রধান কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. সেনাবাহিনী প্রধান
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রি
উত্তরঃ ক. রাষ্ট্রপতি

৪৩. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে আবহাওয়া কেন্দ্র কতটি?
ক. ৩৬
খ. ৩৭
গ. ৩৮
ঘ. ৩৯
উত্তরঃ ক. ৩৬

৪৪. ভাষা আন্দোলনের একজন পথ প্রদর্শক হিসেবে খ্যাত -
ক. জ্যোতির্ময় গুহঠাকুরতা
খ. জিতেন ঘোষ
গ. মুহাম্মদ আব্দুল হাই
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত

৪৫. বাংলাদেশের ৩০০ নং আসন কোথায়?
ক. চট্রগ্রাম
খ. রাঙ্গামাটি
গ. বান্দরবান
ঘ. খাগড়াছড়ি
উত্তরঃ গ. বান্দরবান

৪৬. আকালী ভারতের কোন রাজ্যের রাজনৈতিক দল?
ক. অরুণাচল
খ. পাঞ্জাব
গ. মিজোরাম
ঘ. ত্রিপুরা
উত্তরঃ খ. পাঞ্জাব

৪৭. তুরস্কের আইনসভার নাম কি?
ক. গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলী
খ. পার্লামেন্ট
গ. সিনো
ঘ. কংগ্রেস
উত্তরঃ ক. গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলী

৪৮. ‘‘ডয়েচল্যান্ড’’ বলা হয় কোন দেশকে?
ক. জার্মানি
খ. জাপান
গ. সুইজারল্যান্ড
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক. জার্মানি

৪৯. ‘‘আইনু’’ কোন দেশের অধিবাসীদের নাম?
ক. চীন
খ. ইরান
গ. সেনেগাল
ঘ. জাপান
উত্তরঃ ঘ. জাপান

৫০. জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি?
ক. ৭টি
খ. ৯টি
গ. ২৩টি
ঘ. ১১টি
উত্তরঃ ক. ৭টি
Share:

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৩

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৩

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১. ‘‘কপালকুন্ডলা’’ উপন্যাসটি কার লেখা?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. অমিয় চক্রবর্তী
উত্তরঃ খ. বঙ্কিমচন্দ্র

২. ‘‘মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য’’- উক্তিটি কোন গল্প থেকে নেয়া?
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. একটি তুলসী গাছের কাহিনী
ঘ. একুশের গল্প
উত্তরঃ ক. হৈমন্তী

৩. ‘‘বীরবল’’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ গ. প্রমথ চৌধুরী

৪. ‘‘অর্ধাঙ্গী’’ প্রবন্ধে কার কবিতা উদ্ধৃত হয়েছে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র
গ. ভানুসিংহ
ঘ. শরৎচন্দ্র
উত্তরঃ গ. ভানুসিংহ

৫. ‘‘পদ্মা মেঘনা যমুনা’’ উপন্যাসটি কার লেখা?
ক. মানিক বন্দোপাধ্যায়
খ. প্রমথ চৌধুরী
গ. শওকত ওসমান
ঘ. আবু জাফর শামসুদ্দিন
উত্তরঃ ঘ. আবু জাফর শামসুদ্দিন

৬. মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে তৈরী প্রথম ছবি কোনটি?
ক. স্টপ জেনোসাইড
খ. লেট দেয়ার বি লাইট
গ. ওরা ১১জন
ঘ. আবার তোরা মানুষ হ
উত্তরঃ ক. স্টপ জেনোসাইড

৭. মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মেঘনাদবধ কাব্য
খ. বঙ্গভাষা
গ. শর্মিষ্ঠা
ঘ. The captive lady
উত্তরঃ ঘ. The captive lady

৮. ‘‘জীবন বন্ধনা’’ কবিতাটি কোন ছন্দে লেখা?
ক. ৬ মাত্রার স্বরবৃত্ত
খ. ৮ মাত্রার অক্ষরবৃত্ত
গ. ৬ মাত্রার মাত্রাবৃত্ত
ঘ. ৮ মাত্রার মাত্রাবৃত্ত
উত্তরঃ গ. ৬ মাত্রার মাত্রাবৃত্ত

৯. ‘‘কবর’’ কবিতায় মৃত্যুর সময় কবির ছোট মেয়ের বয়স ছিল-
ক. ৫ বছর
খ. ৬ বছর
গ. ৭ বছর
ঘ. ৮ বছর
উত্তরঃ গ. ৭ বছর

১০. কাকে ইসলামী রেনেসার কবি বলা হয়?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. ফররুখ আহমদ
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ গ. ফররুখ আহমদ

১১. চর্যাপদের মোট পদ কতটি?
ক. ৪২টি
খ. ৪৭টি
গ. ৫১টি
ঘ. ৫৪টি
উত্তরঃ গ. ৫১টি

১২. কোনটি ঘোষ ধ্বনি?
ক. খ
খ. ছ
গ. থ
ঘ. হ
উত্তরঃ ঘ. হ

১৩. জুতা>জুতো এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. স্বরসঙ্গতি
খ. সম্প্রকর্ষ
গ. বিপ্রকর্ষ
ঘ. প্রগত সমীভবন
উত্তরঃ ক. স্বরসঙ্গতি

১৪. কোনটি লবণের সন্ধি বিচ্ছেদ?
ক. লু+অন
খ. লু+অণ
গ. লো+অন
ঘ. লো+অণ
উত্তরঃ গ. লো+অন

১৫. নিচের কোনটি প্রযোজক ধাতু?
ক. √আঁক্
খ. √কাট্
গ. √ঘুমা
ঘ. √পড়া
উত্তরঃ ঘ. √পড়া

১৬. আধিক্য অর্থে ‘প্র’ উপসর্গের ব্যবহার হয়েছে কোথায়?
ক. প্রচেষ্টা
খ. প্রবল
গ. প্রগতি
ঘ. প্রভাব
উত্তরঃ খ. প্রবল

১৭. ‘‘লাল লাল কৃষ্ণচূড়ায় গাছ ভরে আছে।’’- লাল লাল কী পদ?
ক. অণুকার অব্যয়
খ. নির্ধারক বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. ভাববাচক বিশেষ্য
উত্তরঃ খ. নির্ধারক বিশেষণ

১৮. ‘‘জনমানব’’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. রূপক কর্মধারয়
গ. মধ্যপদলোপী কর্মধারয়
ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ ক. দ্বন্দ্ব সমাস

১৯. সামীপ্য অর্থে কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ?
ক. কান্নায় শোক মন্দীভূত হয়
খ. খোকন অঙ্কে কাঁচা
গ. আকাশে চাঁদ উঠেছে
ঘ. রাজার দুয়ারে হাতি বাধা
উত্তরঃ ঘ. রাজার দুয়ারে হাতি বাধা

২০. বাক্য সংকোচন কর: চৈত্র মাসের ফসল
ক. চৈতালী
খ. উফশী
গ. নামিলা
ঘ. চৈতী
উত্তরঃ ক. চৈতালী

২১. বড়র পিরিতি ______(অস্থায়ী বস্তু)। শূণ্যস্থানে কী হবে?
ক. তাসের ঘর
খ. বালির বাঁধ
গ. কাঠালের আমসত্ব
ঘ. ডুমুরের ফুল
উত্তরঃ গ. কাঠালের আমসত্ব

২২. ‘‘উষর’’- এর বিপরীতার্থক শব্দ-
ক. বন্ধুর
খ. সমতল
গ. উর্বর
ঘ. অনুর্বর
উত্তরঃ গ. উর্বর

২৩. ‘‘অম্লজান’’ কোন শব্দের পরিভাষা?
ক. Oxygen
খ. Hydrogen
গ. Nitrogen
ঘ. Methane
উত্তরঃ ক. Oxygen

২৪। ‘‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।’’- এখানে মুখ্যকর্ম/ গৌণকর্ম?
ক. মা/চাঁদ
খ. চাঁদ/শিশু
গ. শিশু/মা
ঘ. মা/শিশু
উত্তরঃ খ. চাঁদ/শিশু

২৫। ‘‘সকল ছাত্রগণ’’-এটি কি কারণে যোগ্যতা গুণ হারিয়েছে?
ক. দুর্বোধ্যতা
খ. অর্থহীনতা
গ. গুরুচন্ডালী
ঘ. বাহুল্য দোষ
উত্তরঃ ঘ. বাহুল্য দোষ

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Economic development in ASEAN countries has been backed by the favorable development of the manufacturing industry and the expanded exports of industrial products. Specifically, in the process of shifting from industrialization by import substitution to an export-oriented industrialization, manufacturing, including that in light industry such as textiles, electric machinery and transportation equipment, was developed and the export of these products expanded through active introduction of foreign capital. Within these conditions, a large number of business groups were supported by the government in fostering of industry and expanded their businesses by pushing joint ventures with foreign firms. Although development of business groups has occurred within various industry types, this development can be characterized by diversification of production and markets in line with the forward and backward linkage of production and participation in new business opportunities in various industries.

1. Transportation equipment is a product of
A. Heavy industry
B. Light industry
C. Export-oriented industry
D. Both B & C
Answer: D. Both B & C

2. Textiles sector developed in ASEAN countries
A. with the help of foreign private investment
B. with government support
C. by private entrepreneurs
D. both A & B
Answer: D. both A & B

3. Entrepreneurs of ASEAN countries preferred
A. import substitution
B. forward linkage industries
C. backward linkage industries
D. export-oriented industries
Answer: D. export-oriented industries

4. Industrialization in ASEAN countries gained momentum when
A. governments and private entrepreneurs worked together
B. governments and foreign investors worked together
C. local and foreign investors worked together
D. export of products expanded through active participation of foreign capital
Answer: B. governments and foreign investors worked together

5. Export of electric machinery from ASEAN countries was promoted largely through
A. governments
B. industrialists
C. foreign private capital
D. business groups
Answer: C. foreign private capital

6. The organs of taste are the ___________ that are mainly located on the tongue.
A. groups of cells, are taste buds
B. taste buds, are groups of cells
C. taste buds, here are groups of cells
D. taste buds, groups of cells
Answer: D. taste buds, groups of cells

7. If I would have known about the traffic jam, I would have taken an alternate route.
A. If I would have known about
B. If I could of know about
C. If I would of known about
D. Had I known about
Answer: D. Had I known about

8. A work published after its author’s death
A. Autobiography
B. Posthumous
C. Post script
D. Manuscript
Answer: B. Posthumous

9. The panel narrowed the field of applicants to the 3 whom it thought were best qualified for the position
A. whom it thought were
B. of whom it thought were
C. who it thought were
D. whom it thought was
Answer: C. who it thought were

10. A poem of mourning _____ .
A. Elegy
B. Sonnet
C. Lyric
D. Epic
Answer: A. Elegy

11. He ________ a fortune when his father dieD.
A. come about
B. came upon
C. came into
D. came into sight
Answer: B. came upon

12. Clear __________ your books. I want to set the table for lunch.
A. away
B. off
C. on
D. out
Answer: A. away

13. A book or paper written in hand _____.
A. Hand written
B. Manuscript
C. Edition
D. Draft
Answer: B. Manuscript

Find the Correct Sentence: (Questions 14 through 17)
14. A. We seat a desk to write a letter.
B. We seat on the desk to write a letter.
C. We seat by the desk to write a letter.
D. We sit at a desk to write a letter.
Answer: D. We sit at a desk to write a letter.

15. I would never do it ___________
A. neither for you nor for any one else
B. for you and any one else
C. either for you or for any other one
D. either for you and for any one else
Answer: C. either for you or for any other one

16. A. They are anxious of his health.
B. They are anxious for his health.
C. They are anxious about his health.
D. They are anxious because his health.
Answer: C. They are anxious about his health.

17. “I wandered lonely as a cloud” is an example of:
A. simile
B. metaphor
C. elegy
D. paradox.
Answer: A. simile

18. The last line of “I wandered lonely as a cloud”
A. Until the hasting day
B. And danced with the daffodils
C. In vacant or in pensive mood
D. Ne’er to be found again.
Answer: B. And danced with the daffodils

19. Find out the correct spelling
A. Coalsec
B. Coalesec
C. Coalesce
D. Coalesec
Answer: C. Coalesce

20. The children are thronging in the hall. Here the phrase thronging means:
A. Getting disappeared
B. Enjoying very much
C. Being evacuated
D. accumulating
Answer: D. accumulating

21. Which one of the following is an adverb?
A. Honesty
B. Miserly
C. Coward
D. Askance
Answer: D. Askance

22. Mark got his transcripts__________ to the university.
A. send
B. to send
C. sent
D. to be sent E. was sent
Answer: C. sent

23. Fill in the blank with appropriate preposition.
I am unable to comply___ you request.
A. To
B. By
C. With
D. For
Answer: D. For

24. The event caused a conflict among those who use pesticide and those who oppose the use of pesticide.
A. among those who use pesticide and
B. between those who use pesticide with
C. among those who use pesticide with
D. between those who use pesticide and
Answer: D. between those who use pesticide and

25. The word “PISS ABOUT” most probably conveys the following meaning
A. very much interested in knowing anything
B.To laugh very hard
C.To waste time in silly way
D.To think negatively
Answer: B.To laugh very hard

General Knowledge about Bangladesh Affairs andGeneral Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
বাংলাদেশ এবংআন্তর্জাতিকবিষয়াবলী
১. জুরিখ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. জাপান
খ. জার্মানী
গ. সুইজারল্যান্ড
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ গ. সুইজারল্যান্ড

২. ‘‘আইন রাষ্ট্রের উর্দ্ধে’’-কে বলেছেন?
ক. লাস্কি
খ. ওয়াল্ডহেইম
গ. ম্যাকাইবার
ঘ. এরিস্টটল
উত্তরঃ ক. লাস্কি

৩. “I have a dream” শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন -
ক. মার্টিন লুথার কিং
খ. নেলসন ম্যান্ডেলা
গ. মাহাত্মা গান্ধী
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ ক. মার্টিন লুথার কিং

৪. ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম -
ক. স্কিগমোম্যানোমিটার
খ. ক্রনোমিটার
গ. সিসমোগ্রাফ
ঘ. ক্যালরিমিটার
উত্তরঃ গ. সিসমোগ্রাফ

৫. বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোন্টি?
ক. ভুটান
খ. নেপাল
গ. সিঙ্গাপুর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. ভুটান

৬. মুসলিম বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্থা OIC এর সচিবালয়?
ক. রিয়াদ
খ. জেদ্দা
গ. কায়রো
ঘ. দুবাই
উত্তরঃ খ. জেদ্দা

৭. পানি পথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয়?
ক. ১৫২৬
খ. ১৫২৫
গ. ১৫৫৬
ঘ. ১৭৬৩
উত্তরঃ গ. ১৫৫৬

৮. বঙ্গভঙ্গ কোন সনে রদ হয়?
ক. ১৯০৫
খ. ১৯০৯
গ. ১৯১১
ঘ. ১৯১২
উত্তরঃ গ. ১৯১১

৯. বাংলার প্রথম স্বাধীন সুলতান?
ক. ফখরুদ্দীন ইলিয়াস শাহ্
খ. ফখরুদ্দীন মোবারক শাহ্
গ. ফখরুদ্দীন জহির শাহ্
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ খ. ফখরুদ্দীন মোবারক শাহ্

১০. ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতা কে?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. নবাব আব্দুল লতিফ
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ ক. রাজা রামমোহন রায়

১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানীর?
ক. বার্লিনে
খ. বনে
গ. ন্যুারেমবার্গ
ঘ. হাইডেনবার্গ
উত্তরঃ গ. ন্যুারেমবার্গ

১২. মারদেকা প্রসাদ নিচের কোন শহরে অবস্থিত?
ক. জাকার্তা
খ. কুয়ালালামপুর
গ. ম্যানিলা
ঘ. কলম্বো
উত্তরঃ ক. জাকার্তা

১৩. “Statue of Liberty” মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসাবে প্রদান করে কোন্ দেশে?
ক. জাপান
খ. ফ্রান্স
গ. বৃটেন
ঘ. ইতালী
উত্তরঃ খ. ফ্রান্স

১৪. ‘‘বেদুঈন’’ কোন দেশের উপজাতি?
ক. দঃ আফ্রিকা
খ. উঃ আফ্রিকা
গ. আরব
ঘ. নামিবিয়া
উত্তরঃ গ. আরব

১৫. কোন দেশটিকে আফ্রিকার মুরুভূমি বলা হয়?
ক. মিশর
খ. দঃ আফ্রিকা
গ. সুদান
ঘ. লাইবেরিয়া
উত্তরঃ ঘ. লাইবেরিয়া

১৬. সলিডারিটি নেতা ‘‘লেস ওয়ালেসা’’ নামটি কোন দেশের সাতে জড়িত?
ক. রুমানিয়া
খ. হাঙ্গেরী
গ. পোল্যান্ড
ঘ. বলিভিয়া
উত্তরঃ গ. পোল্যান্ড

১৭. সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে?
ক. ইংল্যান্ড
খ. নেদারল্যান্ড
গ. সুইডেন
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ. ডেনমার্ক

১৮. পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয়-
ক. ব্যবিলনে
খ. ব্রিটেনে
গ. গ্রীসে
ঘ. ল্যাটিন আমেরিকায়
উত্তরঃ ক. ব্যবিলনে

১৯. নীচের কোন্টি মুদ্রার নাম নয়?
ক. সুক্রে
খ. গোরডে
গ. লাগোস
ঘ. লেভ
উত্তরঃ গ. লাগোস

২০. ‘‘ব্রিটন উডস’’ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪২
খ. ১৯৪৩
গ. ১৯৪৪
ঘ. ১৯৪৫
উত্তরঃ গ. ১৯৪৪

২১. দেশের প্রথম ‘‘হাইটেক পার্ক’’ চালু হচ্ছে কোন জেলায়?
ক. ঢাকা
খ. খুলনা
গ. গাজীপুর
ঘ. মুন্সিগঞ্জ
উত্তরঃ গ. গাজীপুর

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৩ 🎓 University Admission Test 2023

২২. কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ খ. ROM

২৩. বাংলা ভাষায় প্রথম ব্যকরণ রচনা করেন কে?
ক. অক্ষয় দত্ত
খ. মার্সম্যান
গ. ব্রাসি হেলহেড
ঘ. রাজা রামমোহন
উত্তরঃ ঘ. রাজা রামমোহন

২৪. ‘‘অপারেশন ক্লিন স্ট্রিট’’ চালু হয় কবে?
ক. ২০ আগষ্ট, ২০০৯
খ. ২১ আগষ্ট, ২০০৯
গ. ২৫ আগষ্ট, ২০০৯
ঘ. ২৮ আগষ্ট ২০০৯
উত্তরঃ খ. ২১ আগষ্ট, ২০০৯

২৫. বাংলাদেশের সবচেয়ে বেশি আর্সেনিক দূষণমুক্ত জেলা কোন্টি?
ক. চাঁদপুর
খ. মুন্সীগঞ্জ
গ. ব্রাক্ষণবাড়িয়া
ঘ. গোপালগঞ্জ
উত্তরঃ ক. চাঁদপুর

২৬. লিথুনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. ডালিয়া গ্রেবাসকেইট
খ. ক্রিস্টার্ল স্টুয়ার্ট
গ. হারশিতা সাক্রিনা
ঘ. পার্বতী ওসানাকাত্তান
উত্তরঃ ক. ডালিয়া গ্রেবাসকেইট

২৭. ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিচের কোন ব্যক্তি অংশগ্রহণ করে?
ক. হেনা দাস
খ. প্রফুল্ল রায়
গ. নওয়াব আব্দুল লতিফ
ঘ. অমিয় চক্রবর্তী
উত্তরঃ ক. হেনা দাস

২৮. বিশ্বের প্রথম কার্বনমুক্ত মেরু গবেষনা কেন্দ্রের নাম কি?
ক. কুনলুন
খ. প্রিন্সেস এলিজাবেথ বেইস
গ. মেন্ডেল
ঘ. ডেভিস
উত্তরঃ খ. প্রিন্সেস এলিজাবেথ বেইস

২৯. সম্প্রতি পুলিশের স্বতন্ত্র চালু হওয়া ইউনিট ‘‘ট্যুরিস্ট পুলিশ’’ এর যাত্রা শুরু কবে?
ক. ১৪ আগষ্ট ২০০৯
খ. ১৫ আগষ্ট ২০০৯
গ. ১৬ আগষ্ট ২০০৯
ঘ. ১৭ আগষ্ট ২০০৯
উত্তরঃ গ. ১৬ আগষ্ট ২০০৯

৩০. ‘‘জিন্নাহ, ইন্ডিয়া, পার্টিশন’’, ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক কে?
ক. যশবন্ত সিং
খ. লালকৃষ্ণ আদভানি
গ. ইন্দিরা গান্ধী
ঘ. অটল বিহারী বাজপেয়ী
উত্তরঃ ক. যশবন্ত সিং

৩১. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় -
ক. ৭ মার্চ ১৯৭৩
খ. ৭ জুন ১৯৭২
গ. ৭ জানুয়ারী ১৯৭৪
ঘ. ৭ মে ১৯৭২
উত্তরঃ ক. ৭ মার্চ ১৯৭৩

৩২. ভেড়ামাড়া ছিটমহলটি কোথায় অবস্থিত?
ক. হবিগঞ্জ
খ. পঞ্চগড়
গ. কুষ্টিয়া
ঘ. ফেণী
উত্তরঃ গ. কুষ্টিয়া

৩৩. ফ্রান্সের পার্লামেন্টের নাম -
ক. চেম্বার
খ. কংগ্রেস
গ. ডায়েট
ঘ. সিনেট
উত্তরঃ ক. চেম্বার

৩৪. কোন দেশটিকে ‘‘সোভিয়েত ইউনিয়নের শষ্যভান্ডার’’ বলা হতো?
ক. পূর্ব জার্মানী
খ. ইউক্রেন
গ. পোল্যান্ড
ঘ. লাটভিয়া
উত্তরঃ খ. ইউক্রেন

৩৫. পৃথিবীর উচ্চতম রাজধানী কোন্টি?
ক. লাপাজ
খ. অটোয়া
গ. নাইরোবি
ঘ. রাবাত
উত্তরঃ ক. লাপাজ

৩৬. কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত?
ক. হোয়াইট হল
খ. এলিসি প্রাসাদ
গ. মালবরো হাউস
ঘ. শান্তি প্রাসাদ
উত্তরঃ গ. মালবরো হাউস

৩৭. ‘‘অপারেশন বিজয়’’ নামক সামরিক অভিযানটি কোথায় চালানো হয়?
ক. পূর্ব তিমুর
খ. ইরাকে
গ. কুড়িগ্রামে
ঘ. কারগিল সীমান্তে
উত্তরঃ ঘ. কারগিল সীমান্তে

৩৮. ‘‘বৈরাগীর ভিটা’’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. দিনাজপুর
গ. রাজশাহী
ঘ. চট্রগ্রাম
উত্তরঃ ক. বগুড়া

৩৯. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোন্টি?
ক. সোনারগাঁ জাদুঘর
খ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
গ. জাতীয় জাদুঘর
ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর
উত্তরঃ খ. বরেন্দ্র গবেষণা জাদুঘর

৪০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিনের নাম কি?
ক. বেগম আজিজুননেসা
খ. খোদেজা আজম
গ. শেফালী খানম
ঘ. জাহানারা বেগম
উত্তরঃ ক. বেগম আজিজুননেসা

৪১. নিচের কোন সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশে?
ক. CIRDAP
খ. OIC
গ. NAM
ঘ. IDA
উত্তরঃ ক. CIRDAP

৪২. জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হচ্ছে -
ক. ৭ মার্চ
খ. ৭ নভেম্বর
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ২১ ডিসেম্বর
উত্তরঃ খ. ৭ নভেম্বর

৪৩. ‘‘ক্রীতদাসের হাসি’’ কার লেখা?
ক. শওকত ওসমান
খ. সুভাষ চন্দ্র বসু
গ. বুদ্ধদেব বসু
ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ ক. শওকত ওসমান

৪৪. বাংলাদেশে কোন স্পীকার পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. মোহাম্মদ উল্লাহ
খ. শামসুল হুদা চৌধুরী
গ. শাহ্ আব্দুল হামিদ
ঘ. হুমায়ুন রশীদ চৌধুরী
উত্তরঃ ক. মোহাম্মদ উল্লাহ

৪৫. নিম্নের কোনজন ‘‘সওগাত’’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. প্রমথ চৌধুরী
খ. বিষ্ণু দে
গ. মোহাম্মদ নাসির উদ্দিন
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ গ. মোহাম্মদ নাসির উদ্দিন

৪৬. রেডক্রস এর প্রতিষ্ঠাতা কে?
ক. হেনরী ডুনান্ট
খ. পল পি হ্যারিস
গ. পিটার বেনেনসন
ঘ. মেলভিন জোন্স
উত্তরঃ ক. হেনরী ডুনান্ট

৪৭. ‘‘সোয়াইন ফ্লু’’ ভাইরাসের নাম কি?
ক. AB(H1N1)
খ. Inflenza H1N1
গ. A(H1N2)
ঘ. Inflenza A(H1N1)
উত্তরঃ ঘ. Inflenza A(H1N1)

৪৮. কোন সালে দুই জার্মানি একত্রিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৮৯ সালে
ঘ. ১৯৯২ সালে
উত্তরঃ ক. ১৯৯০ সালে

৪৯. অপেরা-১০ কি?
ক. উন্নত জাতের ধান
খ. যাত্রা দল
গ. ল্যাপটপ কম্পিউটার
ঘ. ইন্টারনেট ব্রাউজার
উত্তরঃ ক. উন্নত জাতের ধান

৫০. টিপাইমুখী ড্যাম বা জলাধারে মোট পানি ধারণ ক্ষমতা কত থাকবে?
ক. ১৫. ৪ মিলিয়ন কিউবিক মিটার
খ. ১৫. ৫মিলিয়ন কিউবিক মিটার
গ. ১৫. ৭ মিলিয়ন কিউবিক মিটার
ঘ. ১৫. ৯ মিলিয়ন কিউবিক মি:
উত্তরঃ ঘ. ১৫. ৯ মিলিয়ন কিউবিক মি:
Share:

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৪

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৪

সময়ঃ ৫৫ মিনিট        পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১. ‘‘দুর্গেশনন্দিনী’’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৫০
খ. ১৮৫৫
গ. ১৮৬০
ঘ. ১৮৬৫
উত্তরঃ ঘ. ১৮৬৫

২. ‘‘এই পুতুল গড়া হচ্ছে তার খেলা’’- ‘‘সাহিত্যে খেলা’’ প্রবন্ধে প্রাবন্ধিক কার খেলার কথা বলেছেন?
ক. লেখকের
খ. প্রাবন্ধিকের
গ. ভাস্কর রোদ্যা’র
ঘ. জনতার
উত্তরঃ গ. ভাস্কর রোদ্যা’র

৩. শরৎচন্দ্রের মুদ্রিত প্রথম রচনার নাম কি?
ক. গৃহদাহ
খ. মন্দির
গ. পল্লীসমাজ
ঘ. শ্রীকান্ত
উত্তরঃ খ. মন্দির

৪. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান?
ক. ৪০
খ. ৪১
গ. ৪২
ঘ. ৪৩
উত্তরঃ ঘ. ৪৩

৫. ‘‘একটি তুলসী গাছের কাহিনী’’ গল্পে গল্পপ্রেমিক কে?
ক. ইউনুস
খ. মোদাবেবর
গ. কাদের
ঘ. মতিন
উত্তরঃ গ. কাদের

৬. ‘‘অপরাহ্নের গল্পে’’ আব্দুল মজিদ কোন দেশে গিয়ে এইডসে আক্রান্ত হয়?
ক. মালয়েশিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. সিঙ্গাপুর
ঘ. ভারত
উত্তরঃ খ. ইন্দোনেশিয়া

৭. ‘চারিদিকে বাঁকা জল করিছে খেলা’’-এখানে বাঁকা জল বলতে কী বোঝানো হয়েছে?
ক. কালস্রোত
খ. মৃত্যু
গ. হতাশা
গ. আক্ষেপ
উত্তরঃ ক. কালস্রোত

৮. কবি অমিয় চক্রবর্তী পাকিস্তানি হানাদার বাহিনীকে কি বলে উল্লেখ করেছেন?
ক. বুনোদল
খ. সান্ত্রী কাপুরুষ
গ. মরু-পশু
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ. সবগুলো

৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলতে কাকে বুঝিয়েছেন?
ক. মৃত্যুকে
খ. প্রিয় হারানোর বেদনাকে
গ. শীতকালকে
ঘ. একাকীত্বকে
উত্তরঃ গ. শীতকালকে

১০. সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন?
ক. ছাড়পত্র
খ. আকাল
গ. পূর্বাভাস
ঘ. ঘুম নেই
উত্তরঃ খ. আকাল

১১. কোন কাব্যটি ব্রজবুলি রীতিতে লেখা?
ক. ভানুসিংহ ঠাকুরের পদ্যাবলী
খ. চর্যাপদ
গ. মনসামঙ্গল
ঘ. চার্যাগীতিকা
উত্তরঃ ক. ভানুসিংহ ঠাকুরের পদ্যাবলী

১২. বাংলা বর্ণমালায় অধিমাত্রা যুক্ত বর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ. ৮টি

১৩. কোনটি অন্তর্হতির উদাহরণ?
ক. রিকশা>রিশকা
খ. লাল>নাল
গ. আলাহিদা>আলাদ
ঘ. সুবর্ণ>স্বর্ণ
উত্তরঃ গ. আলাহিদা>আলাদ

১৪. সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. সং+সার
খ. সম+সার
গ. সাং+সার
ঘ. সম্ + সার
উত্তরঃ ঘ. সম্ + সার

১৫. ‘‘মানবিক’’ শব্দটির প্রকৃতি প্রত্যয়-
ক. মানব + ইক
খ. মনু+ষ্ণিক
গ. মনু+ইক
ঘ. মানব+ষ্ণিক
উত্তরঃ খ. মনু+ষ্ণিক

১৬. সংস্কৃত উপসর্গের উদাহরণ কোনটি?
ক. সুনাম
খ. সুনীল
গ. সুদিন
ঘ. সুনজর
উত্তরঃ খ. সুনীল

১৭. কোনটি সাপেক্ষ সর্বনাম নয়?
ক. যথা-তথা
খ. যদিও-তথাপি
গ. যা-তা
ঘ. যে-সে
উত্তরঃ খ. যদিও-তথাপি

১৮. ‘‘কচু-কাটা’’ কোন সমাস নিস্পন্ন পদ?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ খ. উপমান কর্মধারয়

১৯. ‘‘ব্যবহারে বংশের পরিচয়।’’- কোন কারকে কোন সমাস?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ গ. করণে ৭মী

২০. এক কথায় প্রকাশ কর: একই সময়ে।
ক. সমীপবর্তী
খ. একসাথে
গ. যুগপৎ
ঘ. সমসাময়িক
উত্তরঃ গ. যুগপৎ

২১. ‘‘টাকায় বাঘের দুধ মেলে।’’ এখানে বাঘের দুধ অর্থ কী?
ক. দু:সাধ্য বস্তু
খ. নিষিদ্ধ বস্তু
গ. মূল্যবান বস্তু
ঘ. ভৌতিক বস্তু
উত্তরঃ ক. দু:সাধ্য বস্তু

২২. উচাটন শব্দের বিপতার্থক শব্দ কোনটি?
ক. প্রশান্ত
খ. উত্তাল
গ. অশান্ত
ঘ. নিস্প্রাণ
উত্তরঃ ক. প্রশান্ত

২৩. “He has gone to dogs”- অনুবাদ কর।
ক. সে কুকুরের কাছে গাছে
খ. সে গোল্লায় গেছে
গ. যে কুকুর পোষে
ঘ. তার আচরণ কুকুরের মত
উত্তরঃ খ. সে গোল্লায় গেছে

২৪. নিচের কোনটি সমাপিকা ক্রিয়া?
ক. ধুয়ে
খ. কেটে
গ. যাবে
ঘ. বসে
উত্তরঃ গ. যাবে

২৫. ‘‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে।’’- ‘‘মাঝারে’’ অনুসর্গটি এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিমিত্ত
খ. মাঝে
গ. উপরে
ঘ. ব্যাপ্তি
উত্তরঃ ঘ. ব্যাপ্তি

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Rachel Carson was born in 1907 in Springdale, Pennsylvania, She studied biology at college and zoology at Johns Hopkins University, where she received her master’s degree in 1933. In 1936, she was hired by the U. S. Fish and wildlife Service, where she worked most of her life.
Carson’s first book, Under the Sea Wind, was published in 1941. It received excellent reviews, but sales were poor until it was reinsured in 1952. In that year she published The Sea Around Us. which provided a fascinating look beneath the ocean’s surface, emphasizing human history as well as geology and marine biology. Her imagery and language had a poetic quality. Carson consulted no less than 1,000 printed sources. She had voluminous correspondence and frequents discussions with experts in he field. However she always realized the limitations of her no technical readers.
In 1962, Carson published Silent Spring, a book that sparked considerable controversy. It proved how much harm was done by the uncontrolled, reckless use of insecticides. She detailed how they poison the food supply of animals, kill birds and fish, and contaminate human food.
At the time, spokesmen for the chemical industry mounted personal attacks against Carson and issued propaganda to indicate that her findings were flawed. However, her work was vindicated by a 1963 report of the president’s science Advisory Committee.

1. The passage mainly discusses Rachel Carson’s work
A. as a researcher
B. at college
C. at the U. S. Fish and Wildlife Service
D. as a writer
Answer: D. as a writer

2. According to the Passage, what did Carson primarily study at Johns Hopkins University?
A. Oceanography
B. history
C. literature
D. zoology
Answer: D. zoology

3. When she published her first book, Carson was closest to the age of
A. 26
B. 29
C. 34
D. 45
Answer: C. 34

4. The word “reckless” in line 11 is closest meaning to
A. Unnecessary
B. limited
C. continuous
D. irresponsible
Answer: A. Unnecessary

5. Arson is suspected in a fire that razed the Grand Hotel.
A. threatened
B. included
C. destroyed
D. spared
Answer: C. destroyed

6. Rarely _______ seen far from water.
A. spotted turtles
B. spotted turtles are
C. have spotted turtles
D. are spotted turtles
Answer: D. are spotted turtles

7. Because the subject matter was so technical, the instructor made every effort to use ______ terms to describe it.
A. candid
B. simplified
C. discreet
D. specialized
Answer: B. simplified

Choose the appropriate preposition. ( Question 8-9)
8. You are responsible _________ your immediate supervisor
A. for
B. to
C. of
D. into
Answer: B. to

9. Her parents are very their daughter’s education.
A. concerning for
B. concerned of
C. concerned in
D. concerned about
Answer: D. concerned about

10. The correct English translation of “মেয়েটি দেখতে তার মায়ের মত”।
A. The girl is like her mother.
B. The girl resembles her mother.
C. The girl resembles like her mother.
D. The girl looks like her mother.
Answer: D. The girl looks like her mother.

11. ___________ many days since I last gave him money.
A. It was
B. It has been
C. It had been
D. It is
Answer: C. It had been

12. In Robert Herrick’s “To Daffodils”, apart from human beings, what other things are short lived?
A. summer and winter
B. summer and rainy season
C. flowers and animals
D. summer and morning dew.
Answer: D. summer and morning dew.

13. The store manager waited _________ customers all morning.
A. at
B. for
C. on
D. of
Answer: C. on

Find the Correct Sentence: (Questions 14 through 16)
14. A. I have no authority about giving you the opinion.
B. I have no authority on giving you the opinion.
C. I have no authority in giving you the opinion.
D. I have no authority for giving you the opinion.
Answer: D. I have no authority for giving you the opinion.

15. We want the field researcher to be the one who has the best rapport with his respondents.
A. the field researcher to be the one
B. the field researcher to be he
C. him to be field researcher
D. that the field researcher be him.
Answer: B. the field researcher to be he

16. Scientists know that the Hobs crater in Arizona was made by a meteorite, but they do not know . . . . . . .
A. when did the meteorite hit the earth.
B. when the meteorite hit the earth.
C. when did the earth hit the meteorite.
D. when the meteorite the earth hit.
Answer: B. when the meteorite hit the earth.

17. The opposite of the word instigate is
A. inhibit
B. random choice
C. approve vigorously
D. waive
Answer: A. inhibit

18. Several of these washers and dryers are out of order and
A. need to be repairing
B. repairing is required of them
C. require that they be repaired
D. need to be repaired
Answer: D. need to be repaired

19. If John fell for a obvious trick he must be very
A. foolish
B. rich
C. clever
D. honest
Answer: A. foolish

20. If someone gives up smoking then he __________smoking.
A. starts
B. stops
C. hates
D. loves
Answer: B. stops

21. Unlike other cats, the cheetah cannot fully extract_______ claws.
A. them
B. its
C. they
D. that
Answer: B. its

22. A story becomes a fable only when
A. it is compressed to a certain extent.
B. it achieves universality
C. it is based on folk wisdom
D. it is markedly compressed and contains a moral.
Answer: D. it is markedly compressed and contains a moral.

23. Choose the correct spelling;
A. Miscellaneous
B. Misceellaneous
C. Missscellaneous
D. Miscalanecos
Answer: A. Miscellaneous

24. According to ‘Jerry’ the word ‘subterfuge’ means
A. sabotage
B. integrity
C. a dishonest explanation
D. more than honesty
Answer: C. a dishonest explanation

25. Women qualifying themselves with this complicated job is highly required in this erA. No error
A
B
C
D
Answer: C

General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
“বাংলাদেশ বিষয়াবলী’’
১। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে সরকারের কোন বিভাগ?
ক. শাসন বিভাগ
খ. আইন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. কোনটি নয়
উত্তরঃ ক. শাসন বিভাগ

২। বাংলাদেশ ইন্টারপোল এর সদস্য হয় কবে?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ক. ১৯৭৬ সালে

৩। বাংলাদেশের জাতীয় সংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. দিকদর্শন
খ. শিখা
গ. বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ ঘ. বঙ্গদর্শন

৪। বাংলাদেশের সমূদ্র অঞ্চলে আবিস্কৃত প্রথম গ্যাসক্ষেত্র-
ক. জাফোর্ড পয়েন্ট
খ. হাতিয়া প্রণালী
গ. সাঙ্খু ভ্যালী
ঘ. হিরন পয়েন্ট
উত্তরঃ খ. হাতিয়া প্রণালী

৫। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত?
ক. ২৪ শতাংশের কম
খ. ২০. ৬০ শতাংশের কম
গ. ২৪-২৫ শতাংশের মধ্যে
ঘ. ২৫ শতাংশের বেশি
উত্তরঃ খ. ২০. ৬০ শতাংশের কম

৬। বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র-
ক. নাটোর
খ. জালালাবাদ
গ. তালিবাবাদ
ঘ. বেতবুনিয়া
উত্তরঃ গ. তালিবাবাদ

৭। নিম্নের কোনটি বাংলাদেশকে অতিক্রম করেছে?
ক. বিষুব রেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. মকরক্রান্তি রেখা
ঘ. ৩৮ তম সমাক্ষরেখা
উত্তরঃ খ. কর্কটক্রান্তি রেখা

৮। ‘Swatch of no ground’ কোথায়?
ক. ভারত মহাসাসরে
খ. বঙ্গোপসাগরে
গ. পারস্য উপসাগরে
ঘ. জাপান সাগরে
উত্তরঃ খ. বঙ্গোপসাগরে

৯। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ১৯ সেপ্টেম্বর ১৯৭৪
গ. ২০ সেপ্টেম্বর ১৯৭৪
ঘ. ২৩ সেপ্টেম্বর ১৯৭৪
উত্তরঃ ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪

১০। “অপারেশন সার্চ লাইট’’ কোন দেশের সালের ঘটনা?
ক. ১৯৬৯
খ. ১৯৭১
গ. ১৯৭৫
ঘ. ১৯৯০
উত্তরঃ খ. ১৯৭১

১১। কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. পুরী
গ. দিনাজপুর
ঘ. মথুরা
উত্তরঃ গ. দিনাজপুর

১২। বাংলাদেশের প্রাচীণতম নগরকেন্দ্র কোনটি?
ক. মহাস্তান
খ. পাহাড়পুর
গ. ময়নামতি
ঘ. সোনারগাঁ
উত্তরঃ ক. মহাস্তান

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৪ 🎓 University Admission Test 2023

১৩। কমলাপুর রেল স্টেশনের স্লপতি কে?
ক. এফ আর খান
খ. বব বোই
গ. লুই কান
ঘ. মাজহারুল ইসলাম
উত্তরঃ খ. বব বোই

১৪। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম লিখেছেন?
ক. মহুয়া
খ. সন্ধ্যা সংগীত
গ. সন্ধ্যা
ঘ. কহু ও কেকা
উত্তরঃ গ. সন্ধ্যা

১৫। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ওপর নির্মিত প্রামান্য চিত্রের নাম কি?
ক. বাউল রাজা
খ. বাউল সম্রাট
গ. ভাটির পুরুষ
ঘ. হাওরের দ্যুতি
উত্তরঃ গ. ভাটির পুরুষ

১৬। দেশের প্রথম নারী ওসির নাম কি?
ক. ফাতেমা বেগম
খ. রওশান আরা বেগম
গ. জাহানারা বেগম
ঘ. হোসনে আরা বেগম
উত্তরঃ ঘ. হোসনে আরা বেগম

১৭। “কার্জন হল’’ কবে নির্মিত হয়?
ক. ১৯২৭ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯০৪ সালে
ঘ. ১৯২৪ সালে
উত্তরঃ গ. ১৯০৪ সালে

১৮। শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়-
ক. ১৬ ডিসেম্বর
খ. ১৪ ডিসেম্বর
গ. ২৬ মার্চ
ঘ. ৩১ ডিসেম্বর
উত্তরঃ খ. ১৪ ডিসেম্বর

১৯। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন?
ক. মুহাম্মদ বিন কাশিম
খ. মাহমুদ গজনী
গ. মুহাম্মদ ঘোরী
ঘ. কুতুব উদ্দীন আইবেক
উত্তরঃ গ. মুহাম্মদ ঘোরী

২০। শেষ মোঘল সম্রাট কে ছিলেন?
ক. আত্তরঙ্গজেব
খ. শাহজাহান
গ. দ্বিতীয় বাহুদর শাহ জাফর
ঘ. আকবর
উত্তরঃ গ. দ্বিতীয় বাহুদর শাহ জাফর

২১। কোন সালে মুসলিম নীগ গঠিত হয়?
ক. ১৯০৪ সালে
খ. ১৯০২ সালে
গ. ১৯০৯ সালে
ঘ. ১৯০৬ সালে
উত্তরঃ ঘ. ১৯০৬ সালে

২২। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
ক. সালাউদ্দিন
খ. রনজিৎ
গ. নবী চৌধুরী
ঘ. জাকারিয়া পিন্টু
উত্তরঃ ঘ. জাকারিয়া পিন্টু

২৩। জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে?
ক. সারাহ বেগম কবরী
খ. সাগুফতা ইয়াসমিন এমিলি
গ. মাহবুব আরা সিনি
ঘ. রুমানা মাহমুদ
উত্তরঃ ক. সারাহ বেগম কবরী

২৪। বাংলাদেশে কবে ভিকটিম সাপোর্ট সেন্টার চালু হয়?
ক. ১৭ ফ্রেব্রুয়ারী ২০০৯
খ. ১৮ ফেব্রুয়ারি ২০০৯
গ. ১৯ফেব্রুয়ারি ২০০৯
ঘ. ২০ ফেব্রুয়ারি ২০০৯
উত্তরঃ ঘ. ২০ ফেব্রুয়ারি ২০০৯

২৫। বাংলাদেশ কোন দেশটির সাথে মানি লন্ডারিং চুক্তি করেছে?
ক. মালয়েশিয়া
খ. ফিলিপাইন
গ. নেপাল
ঘ. এদের সবগুলো
উত্তরঃ ক. মালয়েশিয়া

General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
“আন্তর্জাতিক বিষয়াবলী’’
১। জাতিসংঘ ঘোষিত ২০১১ সাল কোন বর্ষ?
ক. আন্তর্জাতিক বন এবং রসায়ন বর্ষ
খ. আন্তর্জাতিক পদার্থ এবং রসায়ন বর্ষ
গ. আন্তর্জাতিক জীব এবং ব্যাঙ বর্ষ
ঘ. এদের কোনটি নয়
উত্তরঃ ক. আন্তর্জাতিক বন এবং রসায়ন বর্ষ

২। জিম্বাবুয়ের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক. রবার্ট মুগাবে
খ. মরগ্যান সাভাঙ্গিরাই
গ. জয়েস মুজুরুর
ঘ. নিয়াশা ডেল কামেণা
উত্তরঃ খ. মরগ্যান সাভাঙ্গিরাই

৩। Tin Drum রচনা করেছেন?
ক. এডলফ্ হিটলার
খ. ঝুম্পা লাহিড়ী
গ. গুন্টার গ্রাস
ঘ. অরুন্ধতী রায়
উত্তরঃ গ. গুন্টার গ্রাস

৪। “সান ফ্লাওয়ার’’ কার বিখ্যাত চিত্রকর্ম?
ক. লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ. ভিনসেনট ভ্যানগগ
গ. ক্লদ মোনে
ঘ. মাইকেল এঞ্জেলা
উত্তরঃ খ. ভিনসেনট ভ্যানগগ

৫। ইন্দোনেশিয়া পূর্ব তিমুর দখল করে কত সালে?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৮২ সালে
উত্তরঃ গ. ১৯৭৫ সালে

৬। ভিসুবিয়াস কি?
ক. সাগর
খ. আগ্নেয়গিরি
গ. হ্রদ
ঘ. শহর
উত্তরঃ খ. আগ্নেয়গিরি

৭। শিখদের ধর্মগ্রন্থ?
ক. ত্রিপিটক
খ. তাত - তকিং
গ. জেন্দ আবেস্তা
ঘ. গ্রন্থ সাহেব
উত্তরঃ ঘ. গ্রন্থ সাহেব

৮। কোন ধর্মের ধর্মযাজককে “র‌্যাবাই’’ বলা হয়?
ক. খ্রিষ্টধর্ম
খ. জরথুস্ত ধর্ম
গ. জৈন ধর্ম
ঘ. ইহুদী ধর্ম
উত্তরঃ ঘ. ইহুদী ধর্ম

৯। সলিডারিটি নেতা লেস ওয়াদিয়া কোন দেশের সাথে জড়িত?
ক. থাইল্যান্ড
খ. আয়ারল্যান্ড
গ. পোল্যান্ড
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ গ. পোল্যান্ড

১০। “ইউনিয়ন জ্যাক’’ কোন দেশের পতাকার নাম?
ক. সুইজারল্যান্ড
খ. বৃটেন
গ. বুলগেরিয়া
ঘ. ডেনমার্ক
উত্তরঃ খ. বৃটেন

১১। “দ্বিতীয় বিশ্বযুদ্ধ’’ কোন সালে আরম্ভ হয়েছিলো?
ক. ১৯৩৮
খ. ১৯৩৯
গ. ১৯৪১
ঘ. ১৯৪৪
উত্তরঃ খ. ১৯৩৯

১২। নিচের কোন দ্বীপপুঞ্জ ফরাসি পারমানবিক পরীক্ষা করা হয়ে থাকে?
ক. মরুরুয়া
খ. হাওয়াই
গ. ত্রিনিদাদ / টোবাগো
ঘ. গুয়াম
উত্তরঃ ক. মরুরুয়া

১৩। কোন চুক্তি ইসরাইল ও প্যালেস্টিনীয় কতৃপক্ষের মাঝে সমঝোতার সূত্রপাত ঘটিয়েছে?
ক. ক্যাম্প ডেভিড
খ. ডেটন
গ. ইয়াল্টা
ঘ. মন্ট্রিয়াল
উত্তরঃ ক. ক্যাম্প ডেভিড

১৪। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্রের নাম?
ক. বিড়ালাক্ষী
খ. কপোতাক্ষী
গ. আশাসুনি
ঘ. কোটালি পাড়া
উত্তরঃ ক. বিড়ালাক্ষী

১৫। “জুলু’’ উপজাতি বাস করে?
ক. লাতিন আমেরিকায়
খ. দক্ষিন আফ্রিকায়
গ. ভারতে
ঘ. ফ্রান্সে
উত্তরঃ খ. দক্ষিন আফ্রিকায়

১৬। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটান কে?
ক. নাদির শাহ
খ. জহির শাহ
গ. দাউদ খাঁ
ঘ. আহমেদ শাহ
উত্তরঃ গ. দাউদ খাঁ

১৭। পৃথিবীর প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
ক. আটলান্টায়
খ. জেনেভায়
গ. ম্যারিলোন্ডে
ঘ. মস্কোতে
উত্তরঃ ক. আটলান্টায়

১৮। নিম্নের কোন সংস্থার সবগুলো সদস্য দেশই মুসলমান?
ক. AU
খ. NV
গ. NATO
ঘ. GCC
উত্তরঃ ঘ. GCC

১৯। “আনতারা’’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. মালয়েশিয়া
খ. ভারত
গ. ইন্দোনেশিয়া
ঘ. বৃটেন
উত্তরঃ গ. ইন্দোনেশিয়া

২০। আফ্রিকা মহাদেশের সমূদ্রবন্দরবিহীন দেশ কোনটি?
ক. উগান্ডা
খ. চাদ
গ. বুবুন্ডি
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ. সবগুলোই

২১। পৃথিবীর দীর্ঘতম খাল কোথায় অবস্থিত?
ক. রাশিয়া
খ. চীন
গ. ফ্রান্স
ঘ. গ্রীস
উত্তরঃ খ. চীন

২২। নিচের কোনটি মুদ্রার নাম নয়?
ক. সুক্রে
খ. গোড়ডে
গ. লাসোম
ঘ. লেভ
উত্তরঃ গ. লাসোম

২৩। “M – 96” কোন ধরনের সংগঠন?
ক. গোয়েন্দা সংস্থা
খ. অর্থনৈতিক সংস্থা
গ. সামরিক সংস্থা
ঘ. গেরিলা সংস্থা
উত্তরঃ ক. গোয়েন্দা সংস্থা

২৪। বিশ্বের কোন দেশের সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা “লাল শার্ট’’ বাহিনী নামে পরিচিত?
ক. পুন্থ কমল দাহাল (নেপাল)
খ. থাকসিন সিনাওয়াত্রা (থাইল্যান্ড)
গ. চন্দ্রিকা কুমারাতুঙ্গা (শ্রীলঙ্কা)
ঘ. অটল বিহারী বাজপেয়ি (ভারত)
উত্তরঃ ঘ. অটল বিহারী বাজপেয়ি (ভারত)

২৫। বিশ্বের কার্বন ডাই অক্সাইড (CO2) নিঃসরনে শীর্ষ দেশ কোনটি?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. রাশিয়া
ঘ. ভারত
উত্তরঃ ক. মার্কিন যুক্তরাষ্ট্র
Share:

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৫

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৫

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১. ‘‘হৈমন্তী’’ গল্পটি ‘‘গল্পগুচ্ছ’’ গ্রন্থের কোন খন্ড থেকে সংকলিত হয়েছে?
ক. ১ম খন্ড
খ. ২য় খন্ড
গ. ৩য় খন্ড
ঘ. ৪র্থ খন্ড
উত্তরঃ গ. ৩য় খন্ড

২. ‘‘ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।’’- কে?
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. ভারতীয় নারীগণ
ঘ. রেণু
উত্তরঃ খ. বিলাসী

৩. রাম সীতার সহিত কিরুপ আচরণ করতেন?
ক. স্ত্রীর সহিত স্বামীর মত
খ. বাঁদীর মত
গ. বন্ধুর মত
ঘ. পুতুলের সহিত বালকের মত
উত্তরঃ ঘ. পুতুলের সহিত বালকের মত

৪. কলিমদ্দি দফাদারের পরিবারে সদস্য সংখ্যা কত জন?
ক. ৪জন
খ. ৫জন
গ. ৬জন
ঘ. ৭জন
উত্তরঃ খ. ৫জন

৫. ‘‘একুশের গল্প’’-এ শহরের সেরা নাচিয়ে ছিল বলে কার নাম উল্লেখ করা হয়েছে?
ক. সুমতি
খ. রেণু
গ. রুণী
ঘ. মনোরমা
উত্তরঃ গ. রুণী

৬. এইডস রোগ আবিস্কৃত হয় কত সালে?
ক. ১৯৭৯
খ. ১৯৮০
গ. ১৯৮১
ঘ. ১৯৮২
উত্তরঃ গ. ১৯৮১

৭. ত্রস্তা ধরণী ভীত হয়ে নজরানা দেয় কাকে?
ক. কৃষককে
খ. শ্রমিককে
গ. বৃক্ষকে
ঘ. নদীকে
উত্তরঃ ক. কৃষককে

৮. মাইকেল মদুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২০
খ. ১৮২২
গ. ১৮২৪
ঘ. ১৮২৬
উত্তরঃ গ. ১৮২৪

৯. নিচের কোন কবিতাটি চিত্রকল্পের সমাহারে গঠিত?
ক. বঙ্গভাষা
খ. জীবনবন্দনা
গ. তাহারেই পড়ে মনে
ঘ. আমার পূর্ব বাংলা
উত্তরঃ ঘ. আমার পূর্ব বাংলা

১০. ‘‘একটি ফটোগ্রাফ’’কবিতায় ‘‘বাঁজখাই কেউ’’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. অতিথিকে
খ. সময়কে
গ. মৃত্যুকে
ঘ. ঈশ্বরকে
উত্তরঃ খ. সময়কে

১১. নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়?
ক. বাগধারা
খ. কারক
গ. প্রত্যয়
ঘ. সমাস
উত্তরঃ ক. বাগধারা

১২. নিচের কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
ক. দেহ
খ. দেশ
গ. রেণু
ঘ. এত
উত্তরঃ ঘ. এত

১৩. জোর দিয়ে উচ্চারণ করলে শব্দে কি ধরণের ধ্বনি পরিবর্তন হয়?
ক. সমীভবন
খ. দ্বিত্ব ব্যাঞ্জন
গ. সম্প্রকর্ষ
ঘ. ধ্বনি বিপর্যয়
উত্তরঃ খ. দ্বিত্ব ব্যাঞ্জন

১৪. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. বৃহস্পতি
খ. দুর্যোগ
গ. অহরহ
ঘ. ষষ্ঠ
উত্তরঃ ক. বৃহস্পতি

১৫. ‘‘বধ’’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
ক. √বি+ধ
খ. √বধ্ +অল
গ. √বধ্ +অন
ঘ. √হন্ + অল
উত্তরঃ ঘ. √হন্ + অল

১৬. সংস্কৃত উপসর্গ কতটি?
ক. ১৮
খ. ১৯
গ. ২০
ঘ. ২১
উত্তরঃ গ. ২০

১৭. নিচের কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. দর্শন
খ. তারল্য
গ. তারুণ্য
ঘ. শক্তি
উত্তরঃ ক. দর্শন

১৮. বেআইনি কোন সমাস?
ক. কর্মধারয়
খ. নঞ তৎপুরুষ
গ. নঞবহুব্রীহি
গ. অব্যয়ীভাব
উত্তরঃ খ. নঞ তৎপুরুষ

১৯. সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না।- কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৫মী
খ. করণে ৭মী
গ. অপাদানে ৫মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ ঘ. অপাদানে ৭মী

২০. ‘‘নেই অসূয়া যার’’- এক কথায় প্রকাশ কর:
ক. অনুসূয়া
খ. অনসুয়া
গ. অনসূয়া
ঘ. অনুসুয়া
উত্তরঃ গ. অনসূয়া

২১. ‘‘এক চোখা’’ বাগধারাটির অর্থ কি?
ক. শত্রু
খ. বিভেদকারী
গ. পক্ষপাতদুষ্ট
ঘ. স্বার্থপর
উত্তরঃ গ. পক্ষপাতদুষ্ট

২২. নিচের কোনটি খিড়কি শব্দের বিপরীত শব্দ?
ক. জানালা
খ. ঘুলঘুলি
গ. পেছনের দরজা
ঘ. সিংহদ্বার
উত্তরঃ ঘ. সিংহদ্বার

২৩. Secretary General শব্দের পরিভাষা কী?
ক. সাধারণ সম্পাদক
ক. সাধারণ সচিব
গ. মহাসচিব
ঘ. মহা-সম্পাদক
উত্তরঃ গ. মহাসচিব

২৪. পদাশ্রিত নির্দেশক দ্বারা অনির্দিষ্টতা বোঝাচ্ছে নিচের কোনটিতে?
ক. একটি দেশ
খ. দুটো ভাত
গ. দশটি টাকা
ঘ. তিনটি বছর
উত্তরঃ ক. একটি দেশ

২৫. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি বসে?
ক. শূণ্য
খ. দ্বিতীয়া
গ. তৃতীয়া
ঘ. ষষ্ঠী
উত্তরঃ গ. তৃতীয়া

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Choose the correct sentence: ( Question 1-3)
1. I found him ambiguous in his behavior because simultaneously, _______
A. he behaved benevolently and miserly.
B. he behaved benevolently and miser.
C. he behaved benevolently and in a miserly way
D. he behaved both in a benevolent and miser way.
Answer: C. he behaved benevolently and in a miserly way

2. A. I am not one of those who believes everything I hear.
B. I am not one of those who believe everything they hear.
C. I am not one of those who believes everything he hears.
D. I am not one of those who believe in everything one hear.
Answer: B. I am not one of those who believe everything they hear.

3. If I had a computer,__________.
A. I would have typed a letter.
B. I had typed a letter.
C. I would type a letter
D. I typed a letter.
Answer: C. I would type a letter

4. Although the physical set up of high school’s lunchroom seems run down in many respects, it was enlarged and _______ quite recently.
A. visited
B. examined
C. occupied
D. renovated
Answer: D. renovated

5. His devotion to music his own interest in an art he had once loved as a chilD.
A. revived
B. defiled
C. reviled
D. exiled
Answer: A. revived

6. In R. K. Narayan’s “Under the Banyan Tree” Nambi narrated only those stories which he
A. read in the books
B. heard from people
C. made up in his head
D. saw in his dream
Answer: C. made up in his head

Choose the appropriate preposition from the questions 7 & 8.
7. I cannot conceive __________ such cruelty.
A. of
B. in
C. at
D. with
Answer: A. of

8. He is prone – idleness.
A. at
B. of
C. to
D. with
Answer: C. to

9. His star is in the ascendant. Here the underlined phrase most closely refers to:
A. everything was contradictory to him
B. fortune favors him
C. he was unlucky
D. he has many fans
Answer: B. fortune favors him

10. The synonym of ‘impromptu’ is –
A. extempore
B. prepared
C. improper
D. direct
Answer: B. prepared

11. The antonym of ‘plaintiff’ is –
A. complainant
B. defendant
C. sorrowful
D. witness.
Answer: B. defendant

12. We feel pleasure in contemplating the multitude of our own virtues than over those of others. No error.
A.
B.
C.
D.
Answer: C.

13. Choose the adjective form from the following:
A. heat
B. miser
C. coward
D. none of them.
Answer: D. none of them.

14. A name adopted by an author in his writings
A. Title
B. Nomenclature
C. Nickname
D. Pseudonym
Answer: D. Pseudonym

Not until the mid 1960s did any agriculturally based unions in the Southwest show promise of sustained operation. Mexican Americans were involved in efforts during the 1920s and 1930s to establish farm labor unions, but although these efforts resulted in dramatic and partially successful strikes, they were episodic and without organizational continuity.
The migratory work pattern compounded the problem of labor organization. A dispersed population in motion is not an easy target for organizational appeals. Industrial unionism had the advantage of mobilizing workers who were more concentrated in workplace and residence. It was easier to organize a work force whose members filed in and out of the workspace at fixed locations and at fixed times and who were exposed to daily contact with organizers. In addition, multiple-employer structure of farm work, partially a function of labor mobility, made it less likely that union gains in one area could be transferred to another.

15. The word ‘compounded’ in second phase of the passage indicates to the following ideA.
A. lessens
B. mollifies
C. intensifies
D. moderates.
Answer: C. intensifies

16. According to the passage, when did the first efforts of Mexican Americans to form agricultural unions take place?
A. At turn of the century.
B. During the 1930s.
C. During the 1920s.
D. Immediately after the Second World War
Answer: C. During the 1920s.

17. The passage is primarily concerned with the-
A. causes of poverty among agricultural workers.
B. difficulties of forming agricultural unions in the Southwest.
C. nature of the work done by agricultural workers.
D. problems encountered by agricultural workers who try to join ex sting unions
Answer: B. difficulties of forming agricultural unions in the Southwest.

18. According to the passage, the early efforts of Mexican Americans to establish unions for farm workers resulted in-
A. Strikes but no real unity.
B. numerous successful organizations.
C. strikes and the beginning of successful organizational anity
D. the beginnings of permanent affiliations with national labor unions.
Answer: A. Strikes but no real unity.

19. The word ‘unionism’ belongs to following parts of speech.
A. adjective
B. noun
C. pronoun
D. adverb
Answer: B. noun

20. The light went out while I ______________.
A. read
B. had read
C. was reading
D. had been reading
Answer: C. was reading

21. Most students don’t like black coffee, and_____________.
A. I don’t too
B. either don’t I
C. neither don’t I
D. neither do I
Answer: D. neither do I

22. In the type of _____ radio receivers, a signal is translated up or down in frequency.
A. used mixer in
B. mixer used
C. used in a mixer
D. mixer used in
Answer: D. mixer used in

23. A place where neither grass nor trees grow
A. Desert
B. Uncultivable
C. Barren
D. Fertile
Answer: C. Barren

24. A person who regards the whole world as his country
A. Patriot
B. Nationalist
C. Cosmopolitan
D. Metropolitan
Answer: C. Cosmopolitan

Select the best analogous option that matches the capitalized worD.
25. RICOCHET : BULLET ::
A. soar : falcon
B. aim : crossbow
C. pierce : missile
D. carom : ball
Answer: D. carom : ball

General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
“বাংলাদেশ বিষয়াবলি’’
১। দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে?
ক. বেগম রোকেয়া
খ. তাপসী রাবেয়া
গ. সুলতানা রাজিয়া
ঘ. নূরজাহান
উত্তরঃ গ. সুলতানা রাজিয়া

২।বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কোন সালে দিওয়ানী লাভ করে?
ক. ১৭৬৫
খ. ১৭৯৩
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক. ১৭৬৫

৩। ব্যাঙ্গ চিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে?
ক. রফিকুন্নবী
খ. হাশেম খান
গ. কাইয়ুম চৌধুরী
ঘ. এস এম সুলতান
উত্তরঃ ক. রফিকুন্নবী

৪।গাম্ভীরা কোন অঞ্চলের গান?
ক. রংপুর
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ. রাজশাহী

৫। বাংলাদেশ কতসালে UNESCO স্বাক্ষরতা পুরস্কার লাভ করে?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০০ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তরঃ ক. ১৯৯৮ সালে

৬। শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রশাসনিক পদের নাম কি?
ক. সভাপতি
খ. পরিচালক
গ. মহাপরিচালক
ঘ. নির্বাহী পরিচালক
উত্তরঃ গ. মহাপরিচালক

৭। উপমহাদেশ সর্বপ্রথম মুদ্রা আইন করে পাশ হয়?
ক. ১৮৩৫ সালে
খ. ১৮৩৬ সালে
গ. ১৮৩৭ সালে
ঘ. ১৮২০ সালে
উত্তরঃ ক. ১৮৩৫ সালে

৮। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়?
ক. ৩৮৬ মার্কিন ডলার
খ. ৪০০ মার্কিন ডলার
গ. ৪৭০ মার্কিন ডলার
ঘ. ৬৯০ মার্কিন ডলার
উত্তরঃ ঘ. ৬৯০ মার্কিন ডলার

৯। ভারতের ভেতর বাংলাদেশের কতগুলো ছিটমহল রয়েছে?
ক. ৫১ টি
খ. ৯ টি
গ. ১৪ টি
ঘ. ৮০টি
উত্তরঃ ক. ৫১ টি

১০। বাংলাদেশে এ পর্যন্ত কৃষিশুমারি হয় কতবার?
ক. ২ বার
খ. ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার
উত্তরঃ গ. ৪ বার

১১। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুতের প্রকল্প চালু হয়?
ক. চট্টগ্রাম
খ. নরসিংদী
গ. দিনাজপুর
ঘ. যশোর
উত্তরঃ খ. নরসিংদী

১২। পরিবেশ নীতি ঘোষনা করা হয় কত সালে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ খ. ১৯৯২ সালে

১৩। বাংলাদেশের চিংড়ী গবেষণাকেন্দ্র কোন জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. খুলনা
গ. ঢাকা
ঘ. চাঁদপুর
উত্তরঃ খ. খুলনা

১৪। ‘‘কলোরোয়া’’ স্থল বন্দরটি কোথায় অবস্থিত?
ক. যশোর
খ. সাতক্ষীরা
গ. খুলনা
ঘ. সিলেট
উত্তরঃ খ. সাতক্ষীরা

১৫। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিগেড আকারের ফোর্স হয় কয়টি?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৫ টি
ঘ. ৭ টি
উত্তরঃ খ. ৩ টি

১৬। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
ক. ১৬ ই ডিসেম্বর, ১৯৭৩
খ. ১৬ ই ডিসেম্বর, ১৯৭২
গ. ২৬ শে মার্চ, ১৯৭২
ঘ. ১১ ই মার্চ, ১৯৭৩
উত্তরঃ খ. ১৬ ই ডিসেম্বর, ১৯৭২

১৭। বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে?
ক. জিল্লুর রহমান
খ. হুসেইন মুহাম্মদ এরশাদ
গ. আব্দুল জলিল
ঘ. ডঃ ইয়াজউদ্দিন আহমেদ
উত্তরঃ ক. জিল্লুর রহমান

১৮। বাংলাদেশ রাইফেলস কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ. রাষ্ট্রপতির কার্যালয়
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরঃ ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৯। কোন সংসদে মহিলাদের জন্য কোন সংরক্ষিত আসন ছিল না?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ ঘ. চতুর্থ

২০। বাংলাদেশ ইন্টারপোল এর সদস্য হয় কবে?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ক. ১৯৭৬ সালে

২১। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
ক. ৪. ৮ কি: মি:
খ. ৫. ৮ কি: মি:
গ. ৫. ৯ কি: মি:
ঘ. ৬. ১৫ কি: মি:
উত্তরঃ ঘ. ৬. ১৫ কি: মি:

২২। সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. দিনাজপুর
গ. বাগেরহাট
ঘ. টাঙ্গাইল
উত্তরঃ খ. দিনাজপুর

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৫ 🎓 University Admission Test 2023

২৩। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতির নাম কী?
ক. হামিদুর রহমান
খ. হামিদুজ্জামান
গ. নিতুন কুন্ড
ঘ. জয়নুল আবেদিন।
উত্তরঃ ক. হামিদুর রহমান

২৪। শিক্ষায় ‘‘একুশে পদক - ২০০৯’’ পান কে?
ক. অধ্যাপক মোজাফ্ফর হোসেন
খ. ড: সেলিম মাহবুব
গ. ড: নাজমা চৌধুরী
ঘ. ড: বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
উত্তরঃ ঘ. ড: বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

২৫। ‘‘দৈনিক নবযুগ’’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ আকরাম খাঁ
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথ চৌধুরী
ঘ. সুকুমার রায়
উত্তরঃ খ. কাজী নজরুল ইসলাম

General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
আর্ন্তজাতিক বিষয়াবলী
১. কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে A tale of two cities রচিত হয়?
ক. বলশেভিক বিপ্লব
খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
গ. আমেরিকান বিপ্লব
ঘ. ফরাসি বিপ্লব
উত্তরঃ খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব

২. ‘‘শিলিং’’ নিচের কোন দেশের মুদ্রার নাম?
ক. কেনিয়া
খ. সোমালিয়া
গ. কমোরোস
ঘ. ক+খ
উত্তরঃ ঘ. ক+খ

৩. উত্তমাশা অন্তরীপ কোথায়?
ক. লেসোথো
খ. কেনিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. নামিবিয়া
উত্তরঃ গ. দক্ষিণ আফ্রিকা

৪. আণবিক শীত বলতে কি বুঝায়?
ক. আণবিক যুদ্ধ পরবর্তী সর্বাত্ত্বক অন্ধকার
খ. আণবিক নিয়ন্ত্রিকরণ
গ. আণবিক হিমাবস্থা
ঘ. আণবিক যুদ্ধপূর্ব শীতল আবহাওয়া
উত্তরঃ খ. আণবিক নিয়ন্ত্রিকরণ

৫. Justice delayed justice denied কার উক্তি?
ক. Churchil
খ. Disraeli
গ. Gold stone
ঘ. Lord Atkin
উত্তরঃ গ. Gold stone

৬. ‘‘লেইসে ফেয়ার নীতির’’ প্রবক্তা কে?
ক. . জে. এস. মিল
খ. ডেভিড রিকার্ডো
গ. এডাম স্মিথ
ঘ. জে. এম. কিনস
উত্তরঃ গ. এডাম স্মিথ

৭. ন্যাটো কোন সালে গঠিত হয়েছিল?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৯ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ গ. ১৯৪৯ সালে

৮. মহাকাশে গমনকারী ‘‘লাইকা’’ কি?
ক. বানর
খ. বিড়াল
গ. কুকুর
ঘ. ভেড়া
উত্তরঃ গ. কুকুর

৯. কোনটি জাতিসংঘ দিবস?
ক. ৮ এপ্রিল
খ. ২৪ জুন
গ. ১৪ অক্টোবর
ঘ. ২৪ অক্টোবর
উত্তরঃ ঘ. ২৪ অক্টোবর

১০. সুলায়েসি কোন দেশের একটি প্রদেশ?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. ইরান
ঘ. ইরাক
উত্তরঃ ক. ইন্দোনেশিয়া

১১. ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনের জন্য কোন চুক্তি করা হয়?
ক. তাসখন্দ চুক্তি
খ. পাকিস্তান-ভারত মৈত্রী চুক্তি
গ. সিমলা চুক্তি
ঘ. ম্যাসট্রিখট চুক্তি
উত্তরঃ গ. সিমলা চুক্তি

১২। সময় মাপার যন্ত্রের নাম কি?
ক. ক্রোনোমিটার
খ. ফ্যাদোমিটার
গ. ম্যানোমিটার
ঘ. ট্যাকোমিটার
উত্তরঃ ক. ক্রোনোমিটার

১৩। পোর্ট ব্লেয়ার দ্বীপটি কোথায় অবস্থিত?
ক. বঙ্গোপসাগরে
খ. ভারত মহাসাগরে
গ. ভূমধ্যসাগরে
ঘ. প্রশান্ত মহাসাগরে
উত্তরঃ ক. বঙ্গোপসাগরে

১৪। “মায়া সভ্যতা’’ কোথায় গড়ে উঠেছিল?
ক. মধ্যপ্রাচ্য
খ. দক্ষিন পূর্ব এশিয়া
গ. আফ্রিকা
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ ঘ. দক্ষিন আমেরিকা

১৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-
ক. বার্লিনে
খ. বনে
গ. ন্যুারেমবার্গে
ঘ. হাইডেলবার্স
উত্তরঃ গ. ন্যুারেমবার্গে

১৬। নিচের কোন দ্বীপপুঞ্জে ফরাসি পারমানবিক পরীক্ষা করা হয়ে থাকে?
ক. মরুরুয়া
খ. হাওয়াই
গ. টোবাগো
ঘ. গুয়াম
উত্তরঃ ক. মরুরুয়া

১৭। ২০০৯ সালের বুকার পুরস্কার পেয়েছেন?
ক. এলিস মুনরো
খ. অরবিন্দ আদিভা
গ. কিরন দেশাই
ঘ. তারিক আলী
উত্তরঃ ক. এলিস মুনরো

১৮। “আইনু’’ কোন দেশের অধিবাসীদের নাম?
ক. চীন
খ. ইরান
গ. সেনেগাল
ঘ. জাপান
উত্তরঃ ঘ. জাপান

১৯। নিম্নের কোন দেশটির অর্থনীতির মেরুদন্ড “পর্যটন শিল্প’’?
ক. মালদ্বীপ
খ. ভূটান
গ. শ্রীলংকা
ঘ. নেপাল
উত্তরঃ ঘ. নেপাল

২০। “ওয়াটার গেট’’ কেলেংকারীর সাথে জড়িত নাম কোনটি?
ক. রিচার্ড নিক্সন
খ. জিসি কার্টার
গ. টেড কেনেডি
ঘ. জর্জ আব্রাহাম লিংকন
উত্তরঃ ক. রিচার্ড নিক্সন

২১। সৌদি আরবের প্রথম নারী মন্ত্রীর নাম কি?
ক. থোরাইয়া আহমেদ ওবায়েদ
খ. নোরাহ আল ফাইজ
গ. রাজা আল সানি
ঘ. হায়া বিনতে রশিদ
উত্তরঃ খ. নোরাহ আল ফাইজ

২২। সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে?
ক. নয়াদিল্লী
খ. কাটমান্ডু
গ. ঢাকা
ঘ. ইসলামাবাদ
উত্তরঃ ক. নয়াদিল্লী

২৩। ম্যাগনা কাটা কি?
ক. যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রের বাইবেল
খ. বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল
গ. জার্মানীর শাসনতন্ত্রের বাইবেল
ঘ. কোনটি নয়
উত্তরঃ ক. যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রের বাইবেল

২৪। রাশিয়ার জারদের পতন হয় কত সালে?
ক. ১৯১৭ সালে
খ. ১৯২৩ সালে
গ. ১৯২৭ সালে
ঘ. ১৯৩০ সালে
উত্তরঃ ক. ১৯১৭ সালে

২৫। ফেয়ার ফ্যাক্স হচ্ছে-
ক. গোয়েন্দা সংস্থা
খ. সংবাদ সংস্থা
গ. সাহায্য সংস্থা
ঘ. বাণিজ্য সংস্থা
উত্তরঃ ক. গোয়েন্দা সংস্থা
Share: