General knowledge in English literature mcq with answer | GK-01

General Knowledge MCQ in English
01. The passive form of the sentence: He said, 'I did not refuse to help.'
a. He denied that he had refused to help
b. He said that he does not want to help
c. He denied that he refused to help
d. He said he did not refuse.to help
Answer: c. He denied that he refused to help

02. He was accused of......others to revolt.
a. alluring
b. attracting  
c. inciting
d. inviting
Answer: c. inciting

03. I gave him all the money…...I had.
a. which
b. what   
c. those
d. that
Answer: b. what   

04. She.......her parents and got married.
a. defied
b. denied  
c. denounced
d. approached
Answer: a. defied

05. The news of her death circulated—
a. fast
b. instantly   
c. abruptly  
d. quickly
Answer: c. abruptly  

06. I called......his address on the computer.
a. on    
b. after   
c. up     
d. for
Answer: c. up     

07. She was......by her beauty
a. bewildered
b. besotted
c. bewitched
d. besieged
Answer: c. bewitched

08. She has cast her old friend—
a. inside  
b. outside   
c. aside     
d. away
Answer: c. aside     

09. His parents seemed very—
a. amiability  
b. amiably
c. amiable
d. amicable
Answer: c. amiable

10. The skirt does......at the back
a. on    
b. in   
c. out   
d. up
Answer: d. up

11. They......expensive combs, she knew
a. are
b. have  
c. were  
d. had
Answer: c. were  

12. Choose the adjective form of the following words:
a. Excitement
b. Exciting
c. Excite
d. Excitingly
Answer: b. Exciting

13. Which sentence is correct?
a. He does not trust even his friends
b. He does not trust and his friends
c. He does not trust in and his friends
d. He does not trust with his friends
Answer: a. He does not trust even his friends

14. My uncle looks after me. Passive form is:
a. I am looking after by my uncle.
b. I was looked after by me uncle.
c. I am being looked after by my uncle.
d. I am looked after by my uncle
Answer: d. I am looked after by my uncle

15. Choose, the appropriate meaning of the idiom 'Swan Song'-
a. Middle Work
b. First work
c. Last work   
d. Early work
Answer: c. Last work

16. Let's have a cup of tea—-? Add a question tag to this sentence.
a. shan't we
b. have we
c. shall we
d. haven't we
Answer: c. shall we

17. The correct spelling is:
a. Humorious
b. Humorous
c. Humourous
d. Humonrious
Answer: b. Humorous

18. Genocide is.....
a. a verb
b. an adjective
c. a preposition
d. a noun
Answer: d. a noun

19. He.........so hard that he is certain to succeed.
a. worked
b. work   
c. works      
d. was working
Answer: c. works      

20. Synonym of SUBSTANTIATE is:
a. stage
b. confirm
b. Diverse    
c. Reflect
Answer: b. confirm

21. What is the past Participle form of the word SWING?
a. Swong
b. Swang   
c. Sang       
d. Swung
Answer: d. Swung

22. Fill in the blanks with appropriate words (35-39):
Four and four………eight.
a. makes         
b. make        
c. is     
d. as
Answer: a. makes

23. He made his children……….their homework every afternoon.
a. fo    
b. to do    
c. to study      
d. minded
Answer: a. makes

24. Bread is usually made.......wheat.
a. in       
b. at      
c. from
d. of
Answer: c. from        

25. Fifty miles........a long distance.
a. are     
b. is    
c. had    
d. were
Answer: b. is
Share:

SSC পদার্থবিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান
ত্রয়োদশ অধ্যায়

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Physics
 MCQ 
Question and Answer pdf download

১। হিউমাসের উপাদান হলো-
✅ ইউরিয়া
[খ] নাইট্রোজেন
[গ] অক্ষিজেন
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

২। পরিবেশের জীব উপাদানগুলো প্রধানত কয় প্রকার?
[ক] একপ্রকার
✅ তিন প্রকার
[গ] দুই প্রকার
[ঘ] চার প্রকার

৩। উৎপাদক উদ্ভিদগুলো-
[ক] পরভোজী
✅ স্বভোজী
[গ] অণুজীব
[ঘ] মৃতজীবী

৪। আবর্জনাভুক প্রাণী নয় কোনটি?
[ক] শকুন
[খ] শিয়াল
[গ] হায়েনা
✅ হরিণ

৫। বিয়োজক কোনটি?
[ক] হরিণ
[খ] মুরগি
[গ] শকুণ
✅ ব্যাকটেরিয়া

৬। পুকুরের পানিতে বসবাসকারী বিযোজন অনুজীব কোনটি?
✅ ব্যাকটেরিয়া
[খ] ভাইরাস
[গ] একটি নোমাইসিটিস
[ঘ] মাইকোপ্লাজমা

৭। প্রকৃতির ধাঙ্গর কোনটি?
[ক] ময়ুর
[খ] সাপ
✅ হায়েনা
[ঘ] কুমির

৮। সকল প্রাণীর বর্জ্য পদার্থ কোথায় মিশে যায়?
[ক] বায়ুতে
[খ] মাটিতে
[গ] পানিতে
✅ পরিবেশে

৯। প্রকৃতির জঞ্জাল সাফ করতে ভুমিকা রাখে
✅ শকুন চিল কাক
[খ] দোয়েল বাবুই ময়না
[গ] শালিক পেচা বাদুর
[ঘ] কবতুর মুরগি

১০। বসতবাড়িতে একজোড়া ইদুর বিনা বাধায় অংশ বিস্তার করলে বছরে শেষে এর সংখ্যা কত হবে?
[ক] ৮০০টি
[খ] ৮৩০টি
✅ ৮৮০টি
[ঘ] ৯০০টি

১১। নিচের কোনটি প্রত্যেক বৈশিষ্ট্যর জন্য নিদির্ষ্ট থাকে-
✅ জিন
[খ] লোকাস
[গ] কোষ
[ঘ] রক্তকণিকা

১২। চেকপিক উপকুলের বিলুপ্ত ঝিনুক প্রজাতি শতকরা কত ভাগ?
[ক] ৯৮ ভাগ
✅ ৯৯ ভাগ
[গ] ৯৫ ভাগ
[ঘ] ৯৮ ভাগ

১৩। পূর্ণবয়স্ক ব্যাঙ তার ওজনের কত ভাগ পোকা মাকড় খেতে পারে?
✅ সমপরিমাণ
[খ] অর্ধেক
[গ] অর্ধেকের কম
[ঘ] এক তৃতীয়াংশ

১৪। মৌমাছির মধুআহরণ কোন ধরনের মিথস্ক্রিয়া?
[ক] কমেনসেলিজম
[খ] শোষণ
[গ] প্রতিযোগিতা
✅ মিউচুয়ালিজম

১৫। রাইজোবিয়াম কী?
[ক] শৈবাল
[খ] ভাইরাস
✅ ব্যাকটেরিয়া
[ঘ] ছত্রাক

১৬। নিচের কোনটি ধনাত্বক আমত্ম ক্রিয়ার অন্তুর্ভূক্ত?
[ক] শোষন
✅ মিউচুয়ালিজম
[গ] প্রতিযোগিতা
[ঘ] অ্যান্টিবায়োসিস

১৭। জড় উপাদান-
i. জীবের শারীরিক বৃদ্ধি তরান্বিত করে
ii. শ্বসনের জন্য অক্ষিজেন যোগায়
iii. বেশ কিছু পুষ্টি উপাদান সরবরাহ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

১৮। ত্রিকোণাকার ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কী বলে?
✅ ত্রিভূজ
[খ] স্টোন হেঞ্জ
[গ] পিরামিড
[ঘ] ব্লক

১৯। নিচের কোনটি শক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
✅ উৎপাদক
[খ] তৃণভোজী খাদক
[গ] মাংসাশী খাদক
[ঘ] বিয়োজক

২০। এখন পর্যমত্ম প্রায় কত লক্ষ প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
[ক] ১২ লক্ষ
[খ] ১৩ লক্ষ
[গ] ১৪ লক্ষ
✅ ১৫ ল

২১। পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতাকে কী বলে?
[ক] জীব সম্প্রদায়
✅ জীববৈচিত্র্য
[গ] জীব প্রাচুর্য
[ঘ] জীব পরিবার

২২। কোনটির মাধ্যমে জীবের বংশগতীয় বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়?
[ক] মাইটোকন্ড্রিয়া
[খ] নিউক্লিয়াস
✅ জীন
[ঘ] রাইবোজোম

২৩। মানুষের বসত বাড়ীতে ইঁদুর বিনা বাঁধায় বংশবৃদ্ধি করলে বছর শেষে এর সংখ্যা কত হবে?
[ক] ৬৮০টি
[খ] ৭৮০টি
✅ ৮৮০টি
[ঘ] ৯৮০টি

২৪। জীবদের মধ্যে স্বকীয় বৈশিষ্ট্যের বৈচিত্র্য হয়-
i. প্রজাতিগত
ii. বংশগতীয়
iii. বাসস্থানগত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫। গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলিকে কী বলে?
[ক] কমেনসেলিজম
[খ] মিউচুয়ালিজম
[গ] কম্পিটিশন
✅ সিমবায়োসিস

২৬। কোন বিজ্ঞানী আন্তঃনির্ভরশীল সম্পর্ককে দুভাগে ভাগ করেন?
✅ এরিস্টটল
[খ] ওডাম
[গ] গ্যালিলিও
[ঘ] নিউটন

২৭। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদ থেকে কী পেয়ে থাকে?
✅ শর্করা
[খ] ক্যালসিয়াম
[গ] জিঙ্ক
[ঘ] নাইট্রোজেন

২৮। একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বিকাশ বাধাপ্রাপ্ত হলে ঐ সম্পর্ককে কী বলে?
[ক] মিউচুয়ালিজম
[খ] কমেনসেলিজম
[গ] কম্পিটিশন
✅ এন্টিবায়োসিস

২৯। শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল হওয়ার কারণ-
i. কমেনসেলিজম
ii. অ্যান্টিবায়োসিস
iii. মিউচুয়ালিজম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

পদার্থবিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৩ নবম-দশম শ্রেণির গাইড Class 9-10 Physics MCQ with Answer Chapter-13

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও:
মিজানের বাড়ীর সামনে একটি বড় গাছে রোহিনী গাছ বড় হচ্ছিল। তার বাবা বললো এগাছ দুটির মধ্যে একটি আন্তঃসম্পর্ক বিদ্যমান।

৩০। উদ্দীপকে যে সম্পর্কের কথা বলা হয়েছে তা কী ধরনের?
✅ কমেনসেলিজম
[খ] মিউচুয়ালিজম
[গ] অ্যান্টিবায়োসিস
[ঘ] কম্পিটিশন

৩১। উক্ত সম্পর্কের মধ্যে-
i. রোহিনী গাছ উপকৃত হয়
ii. বড় গাছটি অপ্রকৃত হয়
iii. বড় গাছটি ক্ষতিগ্রস্থ হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২। প্রতিদিনে যে পরিমান গাছ কাটা হয় তার কত অংশ লাগানোর ব্যবস্থা রাখতে হবে?
[ক] অর্ধেক
[খ] সমান
✅ দ্বিগুণ
[ঘ] চারগুণ

৩৩। জীববৈচিত্র্যের অতীব প্রয়োজনীয় আধার হলো-
i. অরণ্য
ii. পাহাড়
iii. গ্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪। ধাঙর প্রাণীর ক্ষেত্রে
i. এরা আর্বজনা খায়
ii. শকুন শিয়াল হায়েনা ইত্যাদি
iii. এরা মৃতদেহ খেয়ে পরিবেশ নোংরা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৩৫। জীবজগতের শ্বসনের প্রয়োজনীয় অক্ষিজেনের বড় অংশ কোন প্রক্রিয়া থেকে আসে?
[ক] প্রস্বেদন
[খ] শ্বসন
✅ সালোকসংশ্লেষণ
[ঘ] ব্যাপন

৩৬। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং উভয় প্রকার জীব ও জড় পদার্থের মধ্যে শক্তির আদান-প্রদানকে কী বলে?
[ক] খাদ্যশৃঙ্খল
✅ মিথস্ক্রিয়া
[গ] খাদ্যজাল
[ঘ] শক্তি প্রবাহ

৩৭। মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে কী বলে?
[ক] গ্লুকোজ
✅ হিউমাস
[গ] সার
[ঘ] ভৌত বস্তু

৩৮। বাস্তুতন্ত্রে নিচের কোনটি উৎপাদক?
✅ সবুজ গাছপালা
[খ] মাটি
[গ] ব্যাকটেরিয়া
[ঘ] সূর্যালোক

৩৯। প্রাণিদেরকে কী বলা যায়?
[ক] স্বভোজী
✅ পরভোজী
[গ] মৃতভোজী
[ঘ] পরজীবী

৪০। কোনটি প্রথম শ্রেণির খাদক?
[ক] ব্যাঙ
[খ] সাপ
[গ] গুঁইসাপ
✅ ঘাসফড়িং

৪১। গৌণ খাদকেরা নিচের কোন প্রাণিদের ভÿণ করে?
[ক] উৎপাদক
✅ তৃণভোজী
[গ] মৎস্যভোজী
[ঘ] মাংসাশী

৪২। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ থেকে কী খেযে থাকে?
✅ শর্করা
[খ] ক্যালসিয়াম
[গ] জিঙ্গ
[ঘ] নাইট্রোজেন

৪৩। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ কি সরবরাহ করে?
[ক] অক্ষিজেন
✅ নাইট্রোজেন
[গ] শর্করা
[ঘ] ক্যালসিয়াম

৪৪। শিম গাছের মুলে কোন ধরনের আমত্ম ক্রিয়া দেখা যায়?
✅ Mutualism
[খ] Commensalism
[গ] Exploitation
[ঘ] Antibiosis

৪৫। হস্টোরিয়া নামক চোষক অঙ্গ কোন উদ্ভিদে থাকে?
[ক] চোষক
✅ স্বর্ণলতা
[গ] শৈবাল
[ঘ] ছত্রাক

৪৬। গ্রিণ হাউজ গ্যাসের প্রভাবে কী হয়?
✅ পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়
[খ] পরিবেশের তাপমাত্রা কমে যায়
[গ] পরিবেশের তাপমাত্রা অপরিবতির্ত থাকে
[ঘ] পরিবেশের তাপমাত্রা অত্যাধিক কমে যায়

৪৭। পরিবেশ সুরক্ষিত থাকলে
[ক] ঘরবাড়ি তৈরিতে সুবিধা হয়
✅ গ্রীন হাউজ প্রভাব থেকে রক্ষা পাওয়াযায়
[গ] সহজে অর্থ সম্পদ লাভ করা যায়
[ঘ] দেশে বিদেশে ভ্রমণ করা যায়

৪৮। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার কী করে?
[ক] আবহাওয়া ও জলবায়ুর প্রভাব ফেলে
[খ] গাছের গুণাগুণ বৃদ্ধি করে
[গ] অধিক ফসল উৎপাদনে সাহায্য করে
✅ মাটির গুণাগুণ নষ্ট করে।

৪৯। অজৈব বস্তু-
i. পানি বায়ূ এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ
ii. ক্যালসিয়াম পটাসিয়াম লৌহ নাইট্রোজেন প্রভৃতি
iii. মৃতদেহে উদ্ভিদের ভাঙা অংশ প্রভৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৫০। সবুজ উদ্ভিদের উৎপাদিত রাসায়নিক শক্তি প্রথমে নিচের কোনটিতে পৌঁছে?
✅ তৃণভোজী
[খ] মাংসাশী
[গ] বিয়োজক
[ঘ] পুষ্টিভান্ডার

৫১। অজৈব বস্তুকে পরিবেশে ফিরিয়ে দেয় কারা?
[ক] উৎপাদক
[খ] তৃণভোজী প্রাণী
[গ] মাংসাশী প্রাণী
✅ বিয়োজক

৫২। পরিবেশের উপাদান হলো-
i. জীবজ উপাদান
ii. জড় উপাদান
iii. ভৌত উপাদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩। জলজ বাস্তুতন্ত্রের সবচেয়ে ভাল উদাহরণ কোনটি?
✅ পুকুর
[খ] নদী
[গ] হ্রদ
[ঘ] সাগর

৫৪। পুকুরে তৃতীয় স্তুরের খাদক কোনটি?
✅ শোল
[খ] ব্যাঙ
[গ] ছোট মাছ
[ঘ] জলজ পতঙ্গ

৫৫। পুকুরের বাস্তুসংস্থানে কোন জীবটি উৎপাদকে ব্যবহার উপযোগী জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি করে?
✅ ছত্রাক
[খ] প্লাংকটন
[গ] শৈবাল
[ঘ] জুয়োপ্লাংকটন

৫৬। বাস্তুতন্ত্রের উপাদান গঠিত হয়?
i. জড় উপাদানের সাহায্য
ii. ভৌত উপাদানের সাহায্য
iii. জীব উপাদানের সাহায্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১-২৩নং প্রশ্নের উত্তর দাও:
শৈবাল → প্রাণিপ্লাংকটন → বড়মাছ →বাজপাখি
ছোটমাছ

৫৭। উপরের প্রবাহ চিত্রটি কী নির্দেশ করে?
✅ খাদ্যজাল
[খ] খাদ্য শিকল
[গ] খাদ্য পিরামিড
[ঘ] শক্তি পিরামিড

৫৮। উপরের প্রবাহ চিত্রটিতে কতটি খাদ্য শিকল পাওয়া যায়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৫৯। উপরের প্রবাহচিত্রের খাদ্য শিকল হলো-
i. শৈবাল → বাজপাশি → বড়গাছ
ii. শৈবাল → ছোটমাছ → বড়মাছ → বাজপাখি
iii. শৈবাল → প্রাণিপ্ল্যাংকটন → ছোটমাছ → বড়মাছ → বাজপাখি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০। খাদ্য শিকলের প্রতিটি স্তুরকে কী বলা হয়?
[ক] শক্তি প্রবাহ
✅ ট্রফিক লেভেল
[গ] শক্তি পিরামিড
[ঘ] বায়োমাসের পিরামিড

৬১। শিয়ালকে বলা হয়
[ক] পরিবর্তক
[খ] বিয়োজক
[গ] লাঙল
✅ ধাঙর

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
রবির বাড়ির সামনেএকটি বড় গাছে রোহিনী গাছ বড় হচ্ছিল। তার বাবা বললো এগাছ দুটির মধ্যে আন্তঃ সম্পর্ক বিদ্যমান

৬২। উদ্দীপকে যে সম্পর্কের কথাবলা হযেছে তা কী ধরনের?
[ক] মিউচুয়ালিজম
[খ] কম্পিাটিশন
✅ কমেনসেলিজম
[ঘ] অ্যান্টিবায়োটিক

৬৩। উক্ত সম্পর্কের মধ্যে
i. রোহীনগাছ উপকৃত হয়
ii. বড় গাছটি উপকৃত হয়
iii. বড় গাছটি ক্ষতিগ্রস্থ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
শৈবাল → শামুক → ব্যাঙ → সাপ → ঈগল

৬৪। উপরের প্রবাহ চিত্রের উৎপাদক কোনটি?
[ক] শামুক
[খ] সাপ
[গ] ব্যাঙ
✅ শৈবাল

৬৫। প্রবাহচিত্রের ৩য় স্তুরের খাদক কমে গেলে
i. ২য় স্তুর বৃদ্ধি পাবে
ii. ১ম স্তুর বৃদ্ধি পাবে
iii. ৪র্থ স্তুর বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৬৬। নিচের কোনটি উদ্বিদের জন্য বেশি পুষ্টিকর?
✅ জৈব বস্তু
[খ] অজৈব বস্তু
[গ] পানি
[ঘ] খনিজ লবণ

৬৭। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও বস্তুর আদান প্রদানকে কী বলে?
[ক] ভারসাম্যতা
[খ] লেনদেন
[গ] বাস্তুতন্ত্র
✅ মিথস্ক্রিয়া

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮ ও২৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
জনি একদিন বাগানে হাটতে গিয়ে লক্ষ করল সেখানে ফুলের উপর মৌমাছি প্রজাপতি পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল।

৬৮। উদ্দীপকে প্রাণীগুলোর সাথে গাছের সম্পকটি কী ধরনের ?
✅ মিউচুয়ালিজম
[খ] কমেনসেলিজম
[গ] কম্পিটিশন
[ঘ] এন্ডিকবায়োসিস

৬৯। প্রাণীগুলোর সাথে গাছের উক্ত সম্পর্কে
i. প্রাণীগুলোর খাবার পেয়ে উপকৃত হয়
ii. প্রাণীগুলোর পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের উপকার করে
iii. উদ্ভিদ ও প্রাণী উভয়েই ক্ষতিগ্রস্থ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৭০। হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে?
✅ স্বর্ণলতা
[খ] শৈবাল
[গ] ছত্রাক
[ঘ] পান

৭১। কোনটি দ্বিতীয় স্তুরের খাদক?
[ক] শস্য
[খ] ইদুর
✅ সাপ
[ঘ] ঈগল

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে জীব বৈচিত্র্যময়তা বিদ্যমান।

৭২। এখানে প্রজাতিগত বৈশিষ্ট্য দেখা যায়
[ক] সুন্দরী গাছের মাঝে
✅ সুন্দরী ও গেওয়া বৃক্কের মাঝে
[গ] রয়েল বেঙ্গল টাইগারের মাঝে
[ঘ] মৌমাছির মাঝে

৭৩। এ বনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলো
i. মাটির লবণাক্ততা
ii. জরায়ুজ অঙ্কুরোদগম
iii. ঘুর্ণিঝড়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
✅ i ও ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৭৪। একটি পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি করতে অধিক প্রযোজন
i. ফাইটোপ্ল্যাঙ্কটন
ii. জুয়োপ্ল্যাঙ্কটন
iii. বিয়োজক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৭৫। পুকুরের বাস্তুসংস্থানে অজৈব উপাদান-
i. অক্ষিজেন
ii. ক্যালসিয়াম
iii. হিউমাস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬। বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে কোনগুলো প্রথমে কাজে নামে?
[ক] সুবজ উদ্ভিদ
[খ] ব্যাকটেরিয়া
✅ ক্ষুদ্র প্রাণী
[ঘ] ছত্রাক

৭৭। নিচের কোনটি মৃতজীবী খাদ্য শিকল?
[ক] মুরগী→শিয়াল→ব্যাকটেরিয়া
[খ] ঘাস → ফড়িং→ব্যাঙ→সাপ→গুইসাপ
✅ মৃতদেহ → ছত্রাক → কেঁচো
[ঘ] মানুষ → মশা → ডেঙ্গু ভাইরাস

৭৮। বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের অমত্মর্ভূক্ত-
i. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
ii. পরজীবী খাদ্যশৃঙ্খল
iii. মৃতজীবী খাদ্যশৃঙ্খল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯। উদ্ভিদ কোন ধরনের বস্তু গ্রহণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
[ক] জৈব
✅ অজৈব
[গ] ভৌত
[ঘ] রাসায়নিক

৮০। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী?
✅ সূর্য
[খ] উৎপাদক
[গ] খাদক
[ঘ] বিয়োজক

৮১। উদ্ভিদ সৌর শক্তিকে কোন শক্তি হিসেবে শর্করায় মজুদ করে?
✅ রাসায়নিক
[খ] তাপ
[গ] যান্ত্রিক
[ঘ] আনবিক

৮২। পুকুরের বাস্তুতন্ত্রের সজীব উপাদান
i. এতে আছে উৎপাদক
ii. এতে আছে খাদক
iii. এতে আছে সূর্যালোক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৮৩। জীব ও জড় পদার্থের মধ্যে শক্তিও বস্তুর আদান প্রদানকে বলে
[ক] আন্তঃ ক্রিয়া
✅ মিথস্ক্রিয়া
[গ] মিথোজীবিতা
[ঘ] ধনাত্বক ক্রিয়া

৮৪। খাদ্য তৈরিতে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কোনটি গ্রহন করে?
[ক] অক্ষিজেন
[খ] হাইড্রোজেন
✅ কাবর্ন ডাইঅক্সাইড
[ঘ] নাইট্রোজেন

৮৫। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে?
[ক] রেচন
[খ] পরিবহন
[গ] পরিচলন
✅ সালোকসংশ্লেষণ

৮৬। উদ্ভিদ ও প্রাণীর পচনক্রিয়ায় অংশ নেয় কী?
[ক] মশা
✅ ব্যাকটেরিয়াসহ কিছু অণুজীব
[গ] কেচো
[ঘ] কৃমি

৮৭। উদ্ভিদও প্রাণীর বর্জ্য পদার্থ বস্তুতন্ত্র যোগ হওয়াকে কী বলে?
✅ জৈব উপাদান
[খ] অজৈব উপাদান
[গ] জীবজ উপাদান
[ঘ] ভৌত উপাদান

৮৮। বস্তুতন্ত্রের জড় উপাদানগুলো কত প্রকার?
[ক] এক প্রকার
[খ] তিন প্রকার
✅ দুই প্রকার
[ঘ] চার প্রকার

৮৯। হিউমাসের উপাদান হলো
✅ ইউরিয়া
[খ] নাইট্রোজেন
[গ] অক্ষিজেন
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

৯০। পরিবেশের জীব উপাদানগুলো প্রধানত কয় প্রকার?
[ক] এক প্রকার
✅ তিন প্রকার
[গ] দুই প্রকার
[ঘ] চার প্রকার

৯১। উৎপাদক উদ্ভিদগুলো
[ক] পরভোজী
✅ স্বভোজী
[গ] অণুজীব
[ঘ] মৃতজীবী

৯২। ব্যাঙ শিয়াল বাগ কোন শ্রেণির খাদক?
[ক] প্রথম শ্রেণির
[খ] তৃতীয় শ্রেণির
✅ দ্বিতীয় শ্রেণির
[ঘ] সবকয়টি

৯৩। যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে কী বলে?
[ক] ১ম শ্রেণির খাদক
[খ] ৩য় শ্রেণির খাদক
✅ গৌণ খাদক
[ঘ] সর্বোচ্চ খাদক

৯৪। মুরগি গরু ছাগল কোন শ্রেণির খাদক?
✅ প্রথম শ্রেণির
[খ] দ্বিতীয় শ্রেণির
[গ] সর্বোচ্চ খাদক
[ঘ] সব কয়টি

৯৫। জীবজগতের পুষ্টিসাধন ও শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজন হয়
i. মাটি
ii. পানি
iii. বায়ু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৯৬। মাটির গুণাগুণ নষ্টকারী সার হলো
i. রাসায়নিক সার
ii. কীটনাশক সার
iii. জৈব সার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৯৭। একটি পরিবেশ গঠনের উপাদান হলো
i. জীব
ii. জড়
iii. ভৌত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৯৮। যেসব পদার্থ জীবদেহ থেকে আসেনি তারা হলো
i. জৈব উপাদান
ii. অজৈব উপাদান
iii. ভৌত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৯৯। জীবের উদ্ভবের আগে পরিবেশে বাস্তুতন্ত্রের যে উপাদানটি ছিল তা হলো
i. জৈব বস্তু
ii. অজৈব বস্তু
iii. ভৌত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০। ধাঙর হলো-
i. শকুণ
ii. শিয়াল
iii. হায়েনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০১। পুকুরের বাস্তুসংস্থানে জৈব উপাদান
i. অক্ষিজেন
ii. ক্যালসিয়াম
iii. হিউমাস

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii
✅ iii
[গ] ii
[ঘ] i, ii ও iii

১০২। সর্বদা অসম্পূর্ণ থাকে
i. পরজীবী খাদ্যশৃঙ্খল
ii. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
iii. শিকারজীবী খাদ্যশৃঙ্খল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

SSC পদার্থবিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৪ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান
চতুর্দশ অধ্যায়

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Physics
 MCQ 
Question and Answer pdf download

১। বিটি ধান কোন দেশর উদ্ভবিত হয়েছে?
[ক] বাংলাদেশ
[খ] মায়ানামার
[গ] জাপান
✅ চীন

২। কলিওপটেরা বর্গের অমত্মভহক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম কোনটি?
[ক] আউশ ধান
[খ] আমন ধান
✅ বিটি ধান
[ঘ] বোরো ধান

৩। লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটি নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে?
[ক] ধান
[খ] টমেটো
✅ গোল আলু
[ঘ] কার্প

৪। আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে?
[ক] গম
✅ ভূট্টা
[গ] ধান
[ঘ] ছোলা

৫। ভেড়ার পশমের পরিমাণ ও গুনগত মান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে ব্যাকটেরিয়ার কয়টি জিন স্থানান্তর করা হয়?
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৬। মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানানএররমাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে?
[ক] বাঘ
[খ] গাধা
✅ ভেড়া
[ঘ] তিমি

৭। নিচের কোন ব্যক্তি যুক্তরাষ্ট্রে জিন প্রকৌশলেরুপর গবেষণা করেন?
[ক] রাসেল ওয়ালেস
[খ] উইলিয়াম হার্ভে
[গ] ডেভিট প্রেইন
✅ ড এম কে চক্রবর্তী

৮। টিস্যুকালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত-
[ক] পুরাতন শাখা
✅ নতুন শাখা
[গ] বিশুদ্ধ শাখা
[ঘ] বিশেষিত শাখা

৯। টিস্যুকালচারের মাধ্যমে নিচের কোনটিকে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবানুমুক্ত অবস্থায় কালচার করা হয়?
[ক] কান্ড
[খ] শাখা
[গ] প্রশাখা
✅ পরাগরেণু

১০। ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে?
[ক] টিস্যুকালচার
[খ] ট্রান্সজেনিক
✅ রিকম্বিনেট DNA
[ঘ] সবগুলো

১১। বিটি ধান কোন দেশে উদ্ভাবিত হয়েছে?
[ক] বাংলাদেশ
[খ] মায়ানমার
[গ] জাপান
✅ চীন

১২। আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে?
[ক] গম
✅ ভুট্টা
[গ] ধান
[ঘ] ছোলা

১৩। গরুর দুধে Protein C জিন স্থানান্তরের কারণে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়?
[ক] খাদ্যপ্রাণ
✅ আমিষ
[গ] শর্করা
[ঘ] সেণহ

১৪। মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে?
[ক] বাঘ
[খ] গাধা
✅ ভেড়া
[ঘ] তিমি

১৫। ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে ব্যাকটেরিয়ার কয়টি জিন স্থানান্তর করা হয়?
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

১৬। শিল্পক্ষেত্রে বর্জ্যশোধন পয়ঃনিষ্কাশন ইত্যাদির ব্যবস্থাপনায় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
[ক] টিস্যুকালচার
✅ জীব প্রযুক্তি
[গ] বায়োইনফরমেটিসক
[ঘ] প্রাণ রসায়ন

১৭। টিস্যু কালচারের মাধ্যমে সৃষ্টি ভাইরাস প্রতিরোধী জাত হল-
i. আলু
ii. তামাক
iii. পেঁপে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮। জৈব সার তৈরিতে যে ধরনের অণুজীব ব্যবহার করা হয় তা হল-
i. ব্যাকটেরিয়া
ii. নীলাভ সুবজ শৈবাল
iii. ছত্রাক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯। Alexander Fleming সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে-
i. তিনি একজন অণুজীববিদ
ii. তিনি পেনিসিলিন নামক এ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন
iii. তিনি Birdman of India নামে পরিচিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০। জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর উদ্দেশ্য-
i. নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা
ii. মানুষকে সর্বোত্তমভাবে লাভবান করা
iii. জনসংখ্যা বৃদ্ধির গতি তরান্বিত করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১। সঠিক রোগ শনাক্তকরণে জীব প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাখার গবেষণার ফল-
i. মনোক্লোনাল এন্টিবডি
ii. DNA প্রাইমার
iii. RNA পলিমারেজ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও:
পৃথিবীর ক্রমবর্তমান জনগোষ্ঠীর খাদ্য যোগন দিতে জৈব প্রযুক্তির অফুরমত্ম সম্ভাবনা রয়েছে। উন্নত কৃষি উৎপাদনে জৈব প্রযুক্তি তথা জিন প্রকৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

২২। কৃষির উন্নয়নে জৈব প্রযুক্তির ব্যবহার কোনটি?
[ক] পেনিসিলিন প্রস্ত্তত
[খ] হরমোন উৎপাদন
[গ] ইন্টারফেরন উৎপাদন
✅ ট্রানজেনিক উদ্ভিদ উৎপাদন

২৩। ট্রানজেনিক উদ্ভিদের উদাহরণ হল-
i. টমেটো
ii. জাম
iii. কলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪। চারাগাছে যদি মুল উৎপন্ন না হয় তবে একটি নিদির্ষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে বিচ্ছিণ করে কোথায় রাখা হয়?
[ক] ক্যালাস মাধ্যমে
✅ মুল উৎপাদনকারী আবাদ মাধ্যমে
[গ] জীবাণুক্ত আবাদ মাধ্যমে
[ঘ] অ্যাগার মাধ্যমে

২৫। মুলযুক্ত চারাগুলোকে কিসে ধুয়ে অ্যাগারমুক্ত অবস্থায় মাটি ভরা ছোট ছোট গাত্রে স্থানান্তর করা হয়?
[ক] এসিডে
✅ পানিতে
[গ] ভিটামিনে
[ঘ] খনিজ লবণ

২৬। পূর্ণাঙ্গ চারাগুলো প্রাকৃতিক পরিবেশে কখন লাগানো হয়?
[ক] সজীব ও সবুজ হয়ে উঠলে
✅ সজীব ও সবল হয়ে উঠলে
[গ] কান্ড মোটা উঠলে
[ঘ] কান্ড থেকে শাখা প্রশাখা গজালে

২৭। কোন বিজ্ঞানী প্রমাণ করেন সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম থেকে বছরে ৪০ হাজার চারা পাওয়া যায়?
[ক] কার্ল এরেফি
[খ] টমাস ম্যালথাস
✅ জর্জ মোরেল
[ঘ] চেরাপুঞ্জিতে

২৮। কোন প্রযুক্তির ব্যবহারে উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য পাওয়া গেছে?
[ক] ট্রান্সজেনিক
[খ] জিএমও
✅ টিস্যুকালচার
[ঘ] জি ই

২৯। বিলুপ্ত উদ্ভিদ উৎপাদন ও সংরÿণে নির্ভরযোগ্য প্রযুক্তি কোনটি?
[ক] জিএমও
✅ টিস্যুকালচার
[গ] মেরিস্টেম
[ঘ] বায়োপ্ল্যান্ট

৩০। শস্যকলা বিহীন ভ্রণ থেকে কীভাবে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়?
✅ ভ্রুণ কালচারের মাধ্যমে
[খ] কান্ডের কালচারের মাধ্যমে
[গ] পত্র কালচারের মাধ্যমে
[ঘ] শাখার কালচারের মাধ্যমে

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও:
প্রযুক্তি মানব সভ্যতার শুরু থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবহৃত হচ্ছে। ১৯৭০ এর দশকে রিকম্বিনেন্ট DNA তথা জিন প্রকৌশল উদ্ভাবিত হওয়ায় ট্রানজেনিক প্রাণী উদ্ভাবন করা সম্ভব হয়েছে।

৩১। উদ্দীপকে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে?
✅ জৈব প্রযুক্তি
[খ] RNA প্রযুক্তি
[গ] জিন প্রযুক্তি
[ঘ] তথ্য প্রযুক্তি

৩২। জৈব প্রযুক্তি হল-
i. জৈবিক প্রক্রিয়াসমূহ শিল্পক্ষেত্রে প্রয়োগ
ii. উৎপাদন ও বিপণন শিল্পগুলোকে জৈব প্রক্রিয়ার প্রয়োগ
iii. একটি কোষ কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থানান্তর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩। জীব প্রযুক্তি ব্যবহারে দ্রুত প্রসার লাভ করছে-
i. DNA থেরাপি
ii. টেস্টটিউব নিষেকে শিশুজন্ম
iii. ফরেনসিক মেডিসিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪। মালয়েশিয়ার কোন উদ্ভিদটির বংশবৃদ্ধি টিস্যুকালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়?
[ক] অর্জুন
[খ] রাবার
[গ] গামার
✅ অয়েল পাম

৩৫। উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য কোন মাছের তেল প্রয়োজন হয়?
[ক] ডলফিন
✅ তিমি
[গ] সোয়ার্ড
[ঘ] হাঙ্গর

পদার্থবিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৪ নবম-দশম শ্রেণির গাইড Class 9-10 Physics MCQ with Answer Chapter-14

৩৬। টিস্যুকালচার প্রয়োগ করে কোনটির রোগমুক্ত চারা এবং বীজ মাইক্রোটিউবার উৎপাদন করা সম্ভব হয়েছে?
[ক] টমেটো
[খ] বাদাম
[গ] পাট
✅ আলু

৩৭। জীব প্রযুক্তির বিশেষ রূপ হিসেবে কোষ কেন্দ্রের জিনকণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপামত্মর ঘটানোই হল-
✅ জিন প্রকৌশল
[খ] বংশগতি বিদ্যা
[গ] জিন প্রযুক্তির মূলনীতি
[ঘ] ক্রোমোসোম বিদ্যা

৩৮। জেনেটিক ইঞ্চিনিয়ারিং এর অন্য নাম কী?
[ক] ক্লোনিং প্রযুক্তি
[খ] রিকম্বিনেন্ট RNA প্রযুক্তি
[গ] ট্রান্সজেনিক প্রযুক্তি
[ঘ] রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি

৩৯। Genetic engineering এর গুরুত্বপূর্ণ সাফল্য কোনটি?
[ক] রিকম্বিনেন্ট RNA
[খ] রিকম্বিনেন্ট mRNA
✅ রিকম্বিনেন্ট DNA
[ঘ] সবগুলো

৪০। GMO এর পূর্ণরূপ কী?
✅ Genetically Modified Organism
[খ] General Modified Organism
[গ] Genetically Mathod Orgun
[ঘ] Gene Modified Organism

৪১। নিচের কোন ব্যক্তি যুক্তরাষ্ট্রে জিন প্রকৌশলের উপর গবেষণা করেন?
[ক] রাসেল ওয়ালেস
[খ] উইলিয়াম হার্ভে
[গ] ডেভিট প্রেইন
✅ ড. এম. কে চক্রবর্তী

৪২। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট Pseudomonas ব্যাকটেরিয়াকে কী প্রদানের জন্য নির্দেশ দেন?
[ক] শিগুড়
✅ প্যাটেন্ট
[গ] সার্গেট
[ঘ] মিক্সটার্ড

৪৩। কোন প্রযুক্তির মাধ্যমে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে?
✅ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
[খ] ট্রান্সজেনিক
[গ] ডেভিট প্রেইন
[ঘ] সবগুলো

৪৪। জীবপ্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে কৃষি উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয় কোনটি?
[ক] জিন প্রযুক্তি
[খ] তথ্য প্রযযুক্তি
✅ টিস্যুকালচার ও জিন প্রকৌশল
[ঘ] বিজ্ঞান প্রযুক্তি

৪৫। কার্ল এরেকি পেশায় ছিলেন?
[ক] চিত্রশিল্পী
✅ প্রকৌশলী
[গ] লেখক
[ঘ] ধর্মযাজক

৪৬। কোনটি প্রয়োগে কোনো জীবকোষ অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীব এর উদ্ভাবন সম্ভব?
[ক] জিন প্রযু্ক্তি
[খ] বিজ্ঞান প্রযুক্তি
✅ জীব প্রযুক্তি
[ঘ] তথ্য প্রযুক্তি

৪৭। মানুষ জীবপ্রযুক্তির কতিপয় প্রয়োগ শুরু করে কখন?
[ক] মানব সভ্যতার পূর্বে
✅ মানব সভ্যতার উষালগ্নে
[গ] মানব সভ্যতার শেষে
[ঘ] মানব সভ্যতার মধ্যে খানে

৪৮। গাজন এবং চেলাইকরণের প্রযুক্তিজ্ঞান মানুষ কত বছর আগে রপ্ত করেছিল?
[ক] ৫০০০
[খ] ৬০০০
[গ] ৭০০০
✅ ৮০০০

৪৯। জেনেটিক বা কৌলিতত্ত্বের আবিষ্কারকের নাম কী?
[ক] ওয়াটসন
[খ] কার্ল এরেকি
✅ মেন্ডেল
[ঘ] ক্রীক

৫০। গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্সের কয়টি সূত্র আবিষ্কার করেন?
[ক] ৩টি
[খ] ৪টি
✅ ২টি
[ঘ] ৫টি

৫১। গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
[ক] জার্মানি
[খ] রাশিয়া
✅ অস্ট্রিয়া
[ঘ] ইংল্যান্ড

৫২। গ্রেগর জোহান মেন্ডেল পেশায় ছিলেন?
[ক] চিত্রশিল্পী
[খ] প্রকৌশলী
[গ] লেখক
✅ ধর্মযাজক

৫৩। জীবাণুমুক্ত তরল আবদাকে কী অবস্থার পর এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়?
[ক] গরম অবস্থার
✅ ঠান্ডা ও জমাট বাধা
[খ] তরল অবস্থার
[ঘ] গ্যাসীয় অবস্থার

৫৪। আবাদে স্থাপিত্য টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি কী তৈরি করে?
[ক] উদ্ভিদ
✅ অণুচারা
[খ] এক্রপ্লান্ট
[ঘ] উন্নত গুণসম্পন্ন গাছ

৫৫। একাধিক অনুচারা উৎপন্ন হয় নিচের কোনটি হতো?
[ক] কান্ড
✅ টিস্যুমন্ড
[গ] এক্সপ্লান্ট
[ঘ] অটোক্লেভ

৫৬। সিম্বিডিয়াম নামক কোন প্রজাতির একটি মেরিস্টের হতে বছরে৪০ হাজার চারা পাওয়া সম্ভব?
[ক] অর্জুন
[খ] গামার
[গ] গর্জন
✅ অর্কিড

৫৭। টিস্যুকালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অনুচারই
✅ অর্কিড
[খ] নিম
[গ] গজার
[ঘ] গর্জন

৫৮। GMO এর অপর নাম কী?
[ক] GOM
[খ] GML 
✅ GE
[ঘ] GLO

৫৯। জৈব প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে ব্যবহার করা যায়
i. অণুজীব
ii. উদ্ভিদ দ্রব্যাদি
iii. প্রাণিজ সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০। আধুনিক জীব প্রযুক্তির ব্যবহার রয়েছে
i. ক্ষতিকর পোকার আক্রমণ প্রতিহতকারী ফসল উৎপাদনে
ii. উচ্চ ফলনশীল ধান উৎপাদনে
iii. AIDS এর চিকিৎসায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১। জিন প্রকৌশলের ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়?
i. চিকিৎসা ক্ষেত্রে
ii. প্রাণী উন্নয়নে
iii. পরিবেশ রক্ষায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২। ইনসুলিন তৈরি করা হয়
i. ব্যাকটেরিয়া হতে
ii. ভাইরাসে হতে
iii. ঈষ্ট হতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তরদাওঃ
জীব প্রযুক্তির পাঠ পড়াতে গিয়ে শিক্ষক উড়োজাহারকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালাতে তিমি মাছের তেলের প্রয়োজনের কথা বললেন। বর্তমানে তিনি মাছ ক্রমশ, নিশ্চিহ্ন হযে যাওয়ায় বিকল্প হিসেবে একটি গাছের নিষ্কাশিত তেলের কথা জানালেন।

৬৩। উল্লিখিত গাছটির নাম
✅ জোজোবা
[খ] গ্লাডিওলাস
[গ] কার্নেশান
[ঘ] জারুল

৬৪। উক্ত গাছে
i. মরুভুমির বিশেষ পরিবেশে জন্মায়
ii. টিস্যু কালচার প্রয়োগ অসম্ভব
iii. বংশবৃদ্ধি অত্যমত্ম সময় সাপেÿ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়্ এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তরদাওঃ
পৃথিবীর ক্রমবর্তমান জনগোষ্ঠীর খাদ্য যোগান দিতে জৈব প্রযুক্তির অফুরমত্ম সম্ভাবনা রয়েছে। উন্নত কৃষি উৎপাদনে জৈব প্রযুক্তি তথা জিন প্রকৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

৬৫। কৃষির উন্নয়নে জৈব প্রযুক্তির ব্যবহার কোনটি?
[ক] পেনিসিলিন প্রস্ত্তত
[খ] হরমোন উৎপাদন
[গ] ইন্টারফেরন উৎপাদন
✅ ট্রানজেনিক উদ্ভিদ উৎপাদন

৬৬। উক্ত প্রযুক্তিতে উৎপন্ন ট্রানজেনিক উদ্ভিদের উদাহরণ হলো
i. টমেটো
ii. জাম
iii. কলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅  i ও iii
[ঘ] i, ii ও iii

৬৭। ভাইরাসযুক্ত আলূ উৎপাদনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
[ক] রুট কালচার
[খ] ভ্রুণ কালচার
[গ] ক্যালাস কালচার
✅ মেরিস্টের কালচার

৬৮। জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভবিত সুপারধানে নিচের কোন উপাদানের জিনগুলো প্রতিস্থাপন করা হয়েছে?
✅ প্রোটিন ও আয়রণ
[খ] বিটা ক্যারোটিন ও প্রোটিন
[গ] বিটা ক্যারোটিন ও আয়রন
[ঘ] প্রোটিন ও ক্যালসিয়াম

৬৯। একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে কী বলে?
✅ সেল ক্লোনিং
[খ] জিন ক্লোনিং
[গ] ক্লোনিং
[ঘ] জীব ক্লোনিং

৭০। টিস্যুকালচার প্রযুক্তিতে ব্যবহৃত হয়
i. মূলাংশ
ii. পরাগধানী
iii. শীর্ষ মুকুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১। জীব প্রযুক্তির প্রযোগ হয়
i. গাজনে
ii. টিস্যুকালচারে
iii. ট্রানজেনিক জীব উৎপান্নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২। জৈব সার তৈরিতে যে ধরনের অনুজীব ব্যবহার করা হয় তা হলো
i. ছত্রাক
ii. নীলাভ সবুজ শৈবাল
iii. ব্যাকটেরিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅  ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়্ এবং৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
গভঃ ল্যাবেরেটরী স্কুলের ১০ ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিস্যুকালচার ল্যাব পরিদর্শণ করতে যায়

৭৩। ছাত্ররা ল্যাবে যা দেখতে পাবে
[ক] সরল মাইক্রোস্কোপ
[খ] স্টেথোস্কোপ
✅ অটোক্লেভ
[ঘ] সৌরকোষ

৭৪। অনুচারা উৎপাদনের সময় জীবাণু আসতে পারে
i. মিডিয়া হতে
ii. এক্সপ্লান্ট ইনোকুনেট করার সময়
iii. কাচ পাত্রের মুখ বন্ধের সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii (
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়্ এবং৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাওঃ
কামাল সাহেবের আলু খেতে গত বছর আলুর ফলন ভালো হয়নি। তাই তিনি এবার রফিক সাহেবের ক্ষেত্রের ভালোজাতের আলু গাছ নিয়ে ল্যাবরেটরিতে বিপুল পরিমাণ চারা উৎপাদন করে ক্ষেত্রে লাগাল এবং সে বিপুল পরিমাণ ফলন পেল।

৭৫। কামাল সাহেবের আলুর ফলন বৃদ্ধিতে কোন প্রযুক্তির অবদান রয়েছে?
[ক] জিন প্রযুক্তি
✅ টিস্যুকালচার
[গ] বীজ কালচার
[ঘ] এনজাইম প্রযুক্তি

৭৬। উপরে বর্ণিত প্রযুক্তি ব্যবহার করা হয়
i. ডালিয়া
ii. কাঠাল
iii. জুই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭। নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে কোন পদ্ধতিটি অধিক কার্যকাকরী?
[ক] প্রচলিত প্রজনন পদ্ধতি
✅ জিন প্রকৌশল
[গ] অগ্রজপ্রজনন পদ্ধতি 
[ঘ] যৌন প্রজনন পদ্ধতি

৭৮। এক্সপ্লান্টের জন্য নির্বাচিত অঙ্গ কোনটি?
[ক] উন্নত গুণসম্পন্ন
[খ] স্বাস্থ্যবান
[গ] রোগমুক্ত
✅ সবগুলো

৭৯। কোনটি সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যমে তৈরি করাহয়
[ক] ভিটামিন
✅ অ্যাগার
[গ] সুক্রোজ
[ঘ] ফাইটোহরমোন

৮০। আবাদ মাধ্যমকে কিসের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করা হয়?
[ক] কাঠের পাত্রে
[খ] চীনামাটির পাত্রে
✅ কাচের পাত্রে
[ঘ] মাটির পাত্রে

৮১। আবাদ মাধ্যমকে কোন যন্ত্র রেকে জীবাণুমুক্ত করা হয়?
[ক] কানিক্যাল ফ্যাক্স
[খ] পেট্রিডিশ
[গ] টেস্টটিউব
✅ অটোক্লেভ

৮২। আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে কত মিনিট রেখে জীবাণুমুক্ত করা হয়?
[ক] ১৫মিনিট
[খ] ২০মিনিট
[গ] ২৫ মিনিট
✅ ১০ মিনিট

৮৩। শস্যকলা বিহীন ভ্রুণ থেকে কীভাবে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়?
✅ ভ্রুণ কালচারেরমাধ্যমে
[খ] কান্ডের কালচারের মাধ্যমে
[গ] পত্র কালচারেরমাধ্যমে
[ঘ] শাখার কালচারের মাধ্যমে

৮৪। Biotechnology শব্দটি কয়টি শব্দের সমন্বয়ে গঠিত?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৮৫। Biology শব্দের অর্থ কী?
[ক] প্রযুক্তি সম্পর্কে জ্ঞান
[খ] মনসম্পর্কিত জ্ঞান
[গ] শরীর সম্পর্কিত জ্ঞান
✅ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান

৮৬। Technology শব্দের অর্থ কোনটি?
[ক] বিজ্ঞান
✅ প্রযুক্তি
[গ] জীব প্রযুক্তি
[ঘ] জ্ঞান

৮৭। Biology এবং Technolog-র আমত্মঃসম্পর্কিত বিষয় হল-
✅ Biotechnology
[খ] Biogeography
[গ] Biostahisics
[ঘ] Biochemistry

৮৮। সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন কে?
[ক] Harbert Boyer
✅ Karl Ereky
[গ] Stanely Chohen
[ঘ] Paul Bery

৮৯। কত সালে শব্দটি প্রবর্তিত হয়?
[ক] ১৮২৩
[খ] ১৯০৬
[গ] ১৯১৩
✅ ১৯১৯

৯০। কোনটির আক্রমনের আলুর লেট ব্লাইট রোগ হয়?
[ক] ভাইরাস
[খ] ছত্রাক
[গ] ব্যাকেটরিয়া
[ঘ] প্রোটজোয়া

৯১। বিটি ভুট্টা বিটি তুলা ইত্যাদি শস্যে কোনটির জিন প্রবেশ করানো হয়েছে?
✅ ব্যাকটেরিয়া
[খ] প্রোটোজোম
[গ] ছত্রাক
[ঘ] ভাইরাস

৯২। তুলা ও ভুটার মধ্যে একই সাথে আগাছা সহনশীল ও রোগ প্রতিরোধী বৈশিষ্ট্য অণু প্রবেশ করানো সম্ভব হয়েছে যে প্রযুক্তির মাধ্যমে
[ক] ফটোফসপেরাইলেশন
[খ] টিস্যু কালচার
✅ রিকম্ববিনেন্ট DNA প্রযুক্তি
[ঘ] হাইব্রিডাইজেশন

৯৩। কৃষি এবং আমাদের খাবার দাবারে ব্যাপক পবিরর্তন এনেছে কী?
✅ জীব প্রযুক্তি
[খ] টিস্যু কালচারের
[গ] অনুলিপনের
[ঘ] কলমের

৯৪। গ্রেগর জোহান মেন্ডেল কতসালে জেনেটিক্সের সূত্রসমূহ আবিষ্কার করেন?
[ক] ১৯৬৩
✅ ১৮৬৩
[গ] ১৯৫৩
[ঘ] ১৮৫৩

৯৫। এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে বলা হয়-
✅ টিস্যু
[খ] শস্য
[গ] GMO
[ঘ] DNA

৯৬। টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়ার নাম কী?
[ক] শস্য উন্নয়ন (
✅ টিস্যুকালচার
[গ] অ্যাগার
[ঘ] Toxicity

৯৭। টিস্যুকালচারের মাধ্যমে নিচের কোনটিকে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়-
[ক] কান্ড
[খ] শাখা
[গ] প্রশাখা
✅ পরাগরেণু

৯৮। কোন প্রযুক্তির ব্যবহারে উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য পাওয়া গেছে?
[ক] ট্রান্সজেনিক
[খ] জিএমও
✅ টিস্যুকালচার
[ঘ] জি ই

৯৯। George Morel কোন দেশের বিজ্ঞানি?
[ক] সুইডেন
✅ ফরাসি
[গ] জার্মানি
[ঘ] যুক্তরাষ্ট্র

১০০। টিস্যুকালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অণুচারাই-
✅ অর্কিড
[খ] নিম
[গ] গজার
[ঘ] গর্জন

Share: