HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৮ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ২য় পত্র
৮ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Physics 2nd Paper pdf download
Chapter-08
MCQ
Question and Answer

১. ভীন কোন দেশের বিজ্ঞানী?
ক) ইটালি
খ) জার্মান
গ) ইংল্যান্ড
ঘ) গ্রীস
উত্তর: খ) জার্মান

২.মাইকেলসন ও মর্লির ইথারের সাপেক্ষে পৃথিবীর পরম বেগ নির্ণয়ে আলাকরশ্মি দর্পণের সাথে কত কোণে আপতিত হয়?
ক) 00
খ) 450
গ) 600
ঘ) 900
উত্তর: খ) 450

৩.ধূমকেতু উল্কাপিন্ডের গতি কোন তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায়?
ক) আপেক্ষিকভাবে সার্বিক তত্ত্ব
খ) আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব
গ) চিরায়ত বলবিদ্যার সূত্র
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) আপেক্ষিকভাবে সার্বিক তত্ত্ব

৪.ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত?
ক) 1.24×10-14 m
খ) 1.50×10-14 m
গ) 1.75×10-14 m
ঘ) 2.0×10-14 m
উত্তর: ক) 1.24×10-14 m

৫.6630×10-10 m তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের শক্তি কত?
ক) 2×1019 J
খ) 5×1018 J
গ) 3×1019 J
ঘ) 3×1018 J
উত্তর: গ) 3×1019 J

৬.ফোটন কী?
ক) তরঙ্গ
খ) ভরযুক্ত কনা
গ) শক্তিগুচ্ছ
ঘ) বল
উত্তর: গ) শক্তিগুচ্ছ

৭.পৃথিবীর সাথে আটকানো বা কম্পিত তলকে কী হিসাবে গণ্য করা হয়?
ক) গূর্ণনশীল কাঠামো
খ) গতিশীল কাঠামো
গ) জড় কাঠামো
ঘ) ত্বরিক কাঠামো
উত্তর: গ) জড় কাঠামো

৮.কোনো ধাতব পৃষ্ঠে আলো পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাকে কী বলা হয়?
ক) ফটোতড়িৎ ক্রিয়া
খ) আপেক্ষিকতা
গ) তরঙ্গ তত্ত্ব
ঘ) তড়িৎ ক্রিয়া
উত্তর: ক) ফটোতড়িৎ ক্রিয়া

৯.কোনটি আবিষ্কারকের মধ্যদিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু হয়?
ক) গতিসূত্র
খ) তড়িৎ চুম্বকত্ব
গ) তাপগতিবিদ্যা
ঘ) এক্স-রে
উত্তর: ঘ) এক্স-রে

১০.কৃষ্ণবস্তুর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে 850k তাপমাত্রায় কোন বর্ণ ধারণ করে?
ক) লাল
খ) কমলা
গ) হলুদ
ঘ) সাদা
উত্তর: ক) লাল

১১.কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে ভর কীরূপ হবে?
ক) শূন্য
খ)অসীম
গ) পূর্বের অর্ধেক
ঘ) পূর্বের দ্বিগুণ
উত্তর: খ)অসীম

১২.ঘূর্ণয়মান বস্তু কোন কাঠামোর অন্তর্ভূক্ত?
ক) জড় কাঠামো
খ) অজড় কাঠামো
গ) গ্যালিলিও কাঠামো
ঘ) সবগুলো
উত্তর: খ) অজড় কাঠামো

১৩. এক্সেরে হচ্ছে-
i. তাড়িতচৌম্বক বিকিরণ
ii. আয়ন সৃষ্টিকারী বিকিরণ
iii. দৃশ্যমান বিকিরণ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

১৪.আহ্নিক গতি কী?
ক) পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি
খ) কক্ষপথে পৃথিবীর গতি
গ) গ্যালাক্সি হতে পৃথিবীর দূরে সরে যাওয়ার গতি
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি

১৫.দুটি ফোটন পরস্পরের দিকে c গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের আপেক্ষিক বেগ কত হবে?
ক) 0
খ) 1/2 c
গ) c
ঘ) 2c
উত্তর: গ) c

১৬.লরেঞ্জ রূপান্তরের ফলাফল-
i. দৈর্ঘ্য সংকোচন
ii. ভর বৃদ্ধি
iii. কাল দীর্ঘায়ন

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

১৭.কোনো বস্তুর দ্রুতি কত হলে এর মোটশক্তি স্থিরবস্থায় শক্তির দ্বিগুণ হবে?
ক) 2.75×1010 eV
খ) 11.2×1010 eV
গ) 9.1×1019 eV
ঘ)5×105 eV
উত্তর: ক) 2.75×1010 eV

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৮

১৮.একটি বস্তু কণা 0.5 c বেগে গতিশীল। এর স্থির ভর ও চলমান ভরের অনুপাত কত?
ক) 1.15
খ) 1
গ) 0.866
ঘ) 0.5
উত্তর: গ) 0.866

১৯.কত সালে রঞ্জন রশ্মি আবিষ্কৃত হয়?
ক) 1897
খ) 1911
গ) 1895
ঘ) 1932
উত্তর: গ) 1895

২০.কত সালে নিউটন মহাকর্য বল আবিষ্কার করেন?
ক) 1668
খ) 1686
গ) 1696
ঘ) 1698
উত্তর: খ) 1686

২১.মাইকেলসন-মোরলে পরীক্ষায় অপসারণ ব্যতিচার রেখায় কত অংশ?
ক)5 ভাগের 1 ভাগ
খ) 25 ভাগের 1 ভাগ
গ) 10 ভাগের 1 ভাগ
ঘ) 50 ভাগের 1 ভাগ
উত্তর: খ) 25 ভাগের 1 ভাগ

২২.আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: খ) ২

২৩.গতিজনিত ভর বৃদ্ধিকে কী বলে?
ক) ভরের ভারসাম্য
খ) ভরের আপেক্ষিকতা
গ) ভরের অসীমতা
ঘ) ভরের সাম্যতা
উত্তর: খ) ভরের আপেক্ষিকতা

২৪.কুলীজ নল পদ্ধতিতে কানটি উৎপাদন করা হয়?
ক) গামা রশ্মি
খ) ক্যাথোড রশ্মি
গ) এক্সরে রশ্মি
ঘ) আলফা রশ্মি
উত্তর: গ) এক্সরে রশ্মি

২৫.3×1019 Hz কম্পাঙ্কের একটি এক্স-রে ফোটন একটি ইলেকট্রনের সংঘর্ষের 900 কোণে বিক্ষিপ্ত হয়। ইলেকট্রনের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য 8×10-12 হলে ফোটনের নতুন কম্পাঙ্গ কত হবে?
ক) 2.42×1029 s-1
খ) 1.6×1019 s-1
গ) 6.2×1019 s-1
ঘ) 2.42×1019 s-1
উত্তর: ঘ) 2.42×1019 s-1

২৬.কোনো ঘটনার শুরু ও শেষের মধ্যবর্তী সময়কে কী বলা হয়?
ক) সময় ব্যবধি
খ) সময় ব্যবধান
গ) সময় পরিধি
ঘ) সময় পরিসর
উত্তর: খ) সময় ব্যবধান

২৭.একজন নভোচারী 2.8×108 ms-1 বেগে গতিশীল মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীতে তার ভর 60 kg হলে মহাকাশযানে তার ভর কত হবে?
ক) 60kg
খ) 167 kg
গ) 90 kg
ঘ) 120 kg
উত্তর: খ) 167 kg

২৮.তড়িৎবিদ্যা ও চুম্বক বিদ্যার মৌলিক সূত্রগুলো কোথায় আলাদা হয়?
ক) গ্যালিলীয় রূপান্তরে
খ) লরেঞ্জ রূপান্তরে
গ) নিউটনীয় বলবিদ্যায়
ঘ)আপেক্ষিক তত্ত্বে
উত্তর: ক) গ্যালিলীয় রূপান্তরে

২৯.ঐ ব্যক্তির বয়স কত হবে?
ক) 50 বছর
খ) 46 বছর
গ) 56 বছর
ঘ)60 বছর
উত্তর: খ) 46 বছর

৩০.একটি প্রোটন কণা 0.05 c বেগে গতিশীল হলে এর দ্য ব্রগলী তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
ক) 2.64×1010 m
খ) 6.2×1010 m
গ) 6.24×1010 m
ঘ) 6.64×108 m
উত্তর: ক) 2.64×1010 m

৩১.ইথারের সাপেক্ষে কোনো গতি নির্ণয়ের জন্য পরীক্ষা করেন কোন বিজ্ঞানী?
ক) নিউটন
খ) হাইগেন
গ)মাইকেলসন
ঘ) ম্যাক্সওয়েল
উত্তর: গ)মাইকেলসন

৩২.কোন তত্ত্ব থেকে লরেঞ্জ রূপান্তরের সমীকরণ প্রতিপাদিত হয়?
ক) তরঙ্গতত্ত্ব
খ) তড়িৎচুম্বকীয় তত্ত্ব
গ) কণাতত্ত্ব
ঘ) কোয়ান্টাম তত্ত্ব
উত্তর: খ) তড়িৎচুম্বকীয় তত্ত্ব

৩৩.কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্র এককের নাম দেন “কোয়ান্টাম”?
ক) গ্যালিলিও
খ) সিভি রমন
গ) ম্যাক্সওয়েল
ঘ) ম্যাক্স প্লাঙ্ক
উত্তর: ঘ) ম্যাক্স প্লাঙ্ক

৩৪."স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে" এ ঘটনাকে কী বলে?
ক) দৈর্ঘ্য সঙ্কোচন
খ) ভর বৃদ্ধি
গ) সময় সংক্ষেপণ
ঘ) কাল দীর্ঘায়ন
উত্তর: ঘ) কাল দীর্ঘায়ন

৩৫.নিচের কোনটি তরঙ্গধর্মী?
ক) এক্সরে
খ) ক্যাথোড রশ্মি
গ) প্রোটন
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) এক্সরে

৩৬.গ্যালিলীয় রুপান্তরে মৌলিক সমীকরণগুলো আলাদা হয়-
i. তড়িৎবিদ্যায়
ii. চুম্বকবিদ্যায়
iii. তাপীয় বিদ্যার

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii
ঘ) i
উত্তর: ক) i ও ii

৩৭.বস্তু তরঙ্গ-
ক) তড়িচ্চুম্বকীয় তরঙ্গ
খ) আড় তরঙ্গ
গ) লম্বিক তরঙ্গ
ঘ) অপবর্তন প্রদর্শন করে
উত্তর: ঘ) অপবর্তন প্রদর্শন করে

৩৮.ইথার মাধ্যমের সাপেক্ষে ব্যতিচার অপসারণ কত?
ক) 5
খ) 1/5
গ) 1/3
ঘ) 2/3
উত্তর: খ) 1/5

৩৯.আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব-
i. অত্বরিত বা শূন্য বেগবিশিষ্ট সিস্টেম নিয়ে আলোচিত করে
ii. দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত
iii. তিনটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৪০.মহাকর্ষ বলের বৈশিষ্ট্য হচ্ছে-
i. এ বল আকর্ষণধর্মী
ii. বলের মান বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভরশীল
iii. বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব বাড়লে মহাকর্ষ বলের মান বাড়ে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৪১.ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ভর করে-
i. আলোর তিব্রতার ওপর
ii. আলোর কম্পাঙ্কের ওপর
iii. ধাতুর কার্যাপেক্ষকের ওপর

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৪২.মহাকর্ষ বল-
i. দুর্বলতম মৌলিক বল
ii. বস্তুর ভরের কারণে সৃষ্ট হয়
iii. নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর: ক) i ও ii

৪৩.কম্পটন প্রভাবে আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত হবার পর-
ক) কমে যায়
খ) বৃদ্ধি পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) দ্বিগুণ হয়
উত্তর: খ) বৃদ্ধি পায়

৪৪. আইনস্টাইন কোয়ান্টামের কী নাম দেন?
ক) ফোটন
খ) মেসন
গ) বোসন
ঘ) কৃষ্ণবস্তু
উত্তর: ক) ফোটন

৪৫.জীবন্ত কোষকে ধ্বংস করে কোনটি?
ক) আলফা কণা
খ) বিটা রশ্নি
গ) ক্যাথোড
ঘ) এক্স রশ্মি
উত্তর: ঘ) এক্স রশ্মি

৪৬.ইলেকট্রনটির স্থির ভর ও চলমান ভরের অনুপাত কত?
ক) 1.866
খ) 0.866
গ) 0.5
ঘ) 0.025
উত্তর: খ) 0.866

৪৭.গ্রহ-নক্ষত্রের গতিবিধি কোন বল দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক)মহাকর্ষ বল
খ) সবল নিউক্লীয় বল
গ) তাড়িতচৌম্বক বল
ঘ) দুর্বল নিউক্লীয় বল
উত্তর: ক)মহাকর্ষ বল

৪৮. নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গমনের জন্য কোন বল দায়ী?
ক) মহাকর্ষ বল
খ) সবল নিউক্লিয় বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) তাড়িতচৌম্বক বল
উত্তর: গ) দুর্বল নিউক্লিয় বল

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একটি ধাতুর কার্য অপেক্ষক 2.3 eV । এর উপর 2500 A তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনী রশ্মি ফেলা হলো।

৪৯.ভীন কোন দেশের বিজ্ঞানী?
ক) 5.9×1014 Hz
খ) 5.55×1013 Hz
গ) 6.55×1014 Hz
ঘ) 5.55×1014 Hz
উত্তর: খ) 5.55×1013 Hz

৫০.মাইকেলসন ও মর্লির ইথারের সাপেক্ষে পৃথিবীর পরম বেগ নির্ণয়ে আলাকরশ্মি দর্পণের সাথে কত কোণে আপতিত হয়?
ক) 969 ms-1
খ) 969 kms-1
গ) 3×108 ms-1
ঘ) 2.6×108-19 ms-1
উত্তর: খ) 969 kms-1
Share:

29+ Article exercise with answer pdf download

English Grammar Model Test Question for jsc, ssc and hsc exam
Model Test Question 
English 2nd Paper 
Article exercise with answer pdf download

1. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
English is (a) __ international language. We feel (b) __ necessity of learning English at every step. This is (c) __ only language of international overseas business, communication, co-operation and (d) __ co-existence. It is essential to receive (e) __ foreign degree or higher education.
Answer: (a) an, (b) the, (c) the, (d) x, (e) a.

2. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Money cannot buy (a) __ happiness. To speak the truth, money is (b) __ must for our life. But it is not (c) __ necessary to bring our happiness. Happiness is absolutely (d) __ psychological thing. It is (e) __ name of a feeling.
Answer: (a) x , (b) a, (c) x, (d) a, (e) a.

3. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
(a) __ Cricket is (b) __ foreign game in our country. But it is (c) __ international game. After winning (d) __ ICC Trophy in (e) __ Malaysia in 1996, it has become more popular than football in our country.
Answer: (a) x, (b) a, (c) an, (d) the, (e) x.

4. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Our life is (a) __ sum total of hours, days and years. But all days are not equally memorable to us. Most of (b) __ days are forgotten with (c) __ passage of time. Only (d) __ few of these days remain ever fresh in our memory. My (e) __ first day at school is such a day.
Answer: (a) a, (b) the, (c) the, (d) a, (e) x.

5. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
The great ship Titanic sailed for New York from Southampton on April 1912. At that time she was (a) __ largest ship. (b) __ tragic sinking of this great (c) __ liner will always be remembered for she went down on her first voyage. Four days after sailing out, while it was sailing across (d) __ icy (e) __ waters of the North Atlantic, a huge ice-berg was suddenly spotted.
Answer: (a) the, (b) the, (c) x, (d) the, (e) x.

6. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
A true friend is (a) __ asset. He stands by his (b) __ friend in time of danger. He is not (c) __ greedy man. He always wishes for (d) __ welfare of his friend. It is (e) __ matter of fact that an ideal friend is not available today.
Answer: (a) an, (b) x, (c) a, (d) the, (e) a.

7. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Akbar (a) the Great was one of (b) the greatest emperors of India. He was on the one side a great ruler and on the other side a man of (c) x wisdom. Among all (d) the Mughal rules he was (e) the best.
Answer: (a) the, (b) the, (c) x, (d) the, (e) the.

8. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Patriotism is a noble (a) __ virtue. It inspires (b) __ man to shed the last drop of blood to defend the freedom of his (c) __ country. (d) __ man without patriotism is no better than (e) __ beast.
Answer: (a) x, (b) a, (c) x, (d) a, (e) a.

9. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Truthfulness is (a) __ greatest of all (b) __ virtues which make (c) __ person really great. If we do not cultivate (d) __ habit of speaking (e) __ truth, we cannot hope to get truthfulness from others.
Answer: (a) the, (b) x, (c) a, (d) the, (e) the.

10. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
(a) __ Discipline is seen in (b) __ nature. Every morning (c) __ sun rises in (d) __ east, day follows (e) __ night, birds sing and plants blossom.
Answer: (a) x, (b) x, (c) the, (d) the, (e) x.

11. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Juthi is (a) __ M.A. examine. She has been suffering from fever. She made (b) __ appointment with an experienced doctor who had his degree from (c) __ USA. On (d) __ fixed day, she reached the doctor’s chamber. There she saw (e) __ one-eyed man.
Answer: (a) an, (b) an, (c) the, (d) the, (e) a.

12. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Once __ snake charmer was playing on __ flute and __ other was beating a drum. As __ music grew louder and louder, more people from here and there joined __ crowd.
Answer: (a) a, (b) the, (c) the, (d) the, (e) the.

13. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
 (a) __ Sunderbans has been declared (b) __ World Heritage Site by (c) __ UNESCO. There is (d) __ great variety of plants and wild animals in this mangrove forest. This forest is specially known around (e) __ world for (f) __ Royal Bengal Tigers.
 Answer: (a) The, (b) a, (c) the, (d) a, (e) the, (f) the.

14. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Mount Everest has always fascinated climbers. It is in (a) __ Himalayan Mountains. It is (b) __ highest mountain peak in (c) __ world. It was named after (d) __ English man George Everest. He was (e) __ first man to survey the Himalayas in 1841.
Answer: (a) the, (b) the, (c) the, (d) an, (e) the.

15. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Hamlet was once (a) __ happiest young man in the country. But (b) __ great trouble came into his life. His father died suddenly in (c) __ mysterious way. Hamlet was told that (d) __ old king had died from the bite of (e) __ snake when he was asleep.
Answer: (a) the, (b) a, (c) a, (d) the, (e) a.

Practice now!
English Second Paper
Model Test Question with Answer

16. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Everybody knows that sincerity is (a) __ key to success. (b) __ person can prosper in life by doing hard work. The man who does not follow (c) __ rules of sincerity can never go (d) __ long way in this world. There are (e) __ lot of examples of it.
Answer: (a) the, (b) A, (c) the, (d) a, (e) a.

17. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 0.5x10=5
I saw (a) __ film last night. (b) __ film was about (c) __ soldier and (d) __ beautiful girl. The soldier was in love with (e) __ girl but (f) __ girl was in love with (g) __ teacher. So (h) __ soldier shot (i) __ teacher and married (j) __ girl.
Answer: (a) a, (b) The, (c) a, (d) a, (e) the, (f) the, (g) a, (h) the, (i) the, (j) the.

18. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Education is (a) __ backbone of  (b) __ nation. No nation can prosper keeping (c) __ large section of her population illiterate. Primary education forms (d) __ basis of one’s life. (e) __ educated citizen can read books, newspapers etc.
Answer: (a) the, (b) a, (c) a, (d) the, (e) An.

19. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
William Wordsworth, (a) __ second son of  (b) __ attorney-at-law read in (c) __ university named Cambridge. He wrote a remarkable poem on (d) __ French Revolution. (e) __ English are proud of him.
Answer: (a) the, (b) an, (c) a, (d) the, (e) the.

20. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Bob Collins has recently become (a) __ minister in (b) __ new government. He was (c) __ professional footballer in the 1960s. He is supposed to be (d) __ most skillful player of his generation. He became (e) __ Member of parliament in 1990.
Answer: (a) a, (b) a, (c) a, (d) the, (e) the.

21. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
At (a) __ meeting held yesterday (b) __ workers of (c) __ factory raised many problems and discussed them. They requested (d) __ chairman to prepare (e) __ report.
Answer: (a) the, (b) the, (c) a, (d) the, (e) a.

22. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
The population of a country is (a) __ asset, but it becomes (b) __ problem when the country cannot afford to her people (c) __ basic needs of life. Bangladesh is (d) __ country having (e) __ area of about 1, 44,000 square kilometers.
Answer: (a) an, (b) a, (c) the, (d) a, (e) aan.

23. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Man is (a) __ best creation of Allah. He is (b) __ rational animal. His creation is not a mere (c) __ play or without any purpose. He has to do a lot but his life is (d) __ short. So he must decide what he should do. He must have (e) __ aim in life.
Answer: (a) the, (b) x, (c) x, (d) x, (e) an.

24. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
We live in the age of (a) x science. Newspaper is (b) a wonder or modern science. Newspaper is (c) a paper which carries news of (d) the whole world. It is such (e) an important thing that we cannot go a single day without it.
Answer: (a) x, (b) a, (c) a, (d) the, (e) an.

25. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Money is called (a) __ fuel of life. Though money is (b) __ must in our practical life, it cannot ensure all happiness. Happiness lies in (c) __ contentment. Morality plays (d) __ important role in this regard. We should exercise morality in walks of our life to build up (e) __ corruption-free nation.
Answer: (a) the, (b) a, (c) x, (d) an, (e) a.

26. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Newspaper is (a) __ paper which carries news of (b) __ home and abroad. It is such (c) __ important thing without which we cannot think to pass even (d) __ single day. In educated society, it is regarded as (e) __ storehouse of knowledge.
Answer: (a) a, (b) x, (c) an, (d) a, (e) the.

27. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
(a) __ 16th December is a red letter day in the history of Bangladesh. On this day, we achieved victory at the cost of (b) __ bloody war. Bangladesh came into being as (c) __ independent country. It occupied a place in the world map. Every year we observe (d) __ day with due solemnity. We remember (e) __ supreme sacrifice of our heroic sons. The day is a public holiday and the national flag is hoisted on the top of each house.
Answer: (a) the, (b) a, (c) an, (d) the, (e) the.

28. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
A computer is (a) __ ultra-modern invention. It is (b) __ electronic device for storing and analyzing (c) __ information. It works on (d) __ basis of commands given by (e) __ operator.
Answer: (a) an, (b) an, (c) the, (d) the, (e) the.

29. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
Sports are not only a matter of entertainment but also an important aspect of the development of (a) __ global relationship. (b) __ sports venue is a meeting place of people from different countries. They can come closer to each other and express their views and (c) __ opinions. They create (d) __ sense of brotherhood among them. Thus they develop a global relationship which is (e) __ effective way of globalization.
Answer: (a) x, (b) a, (c) x, (d) a, (e) an.

30. Use articles where necessary. Put a cross (x) where an article is not needed: 1x5=5
After summer comes (a) __ rainy season. People have to sigh of (b) __ relief. The sky is overcast with clouds and (c) __ sun cannot be seen for hours. Rivers are full to the brim. Ours is (d) __ agricultural country. Rina is (e) __ great blessing for us.
Answer: (a) the, (b) x, (c) the, (d) an, (e) a.

Practice now!
English Second Paper
Model Test Question with Answer

Share:

14+ Right form of Verbs exercise with answer pdf download

English Grammar Model Test Question for jsc, ssc and hsc exam
Model Test Question 
English 2nd paper 
Right form of Verbs
exercise with answer pdf download

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 1
(a) Sabrina said that she already (finish) all her courses.
(b) What you (do) now?
(c) They (learn) English for seven days.
(d) We must invent the ways of (increase) our wealth again.
(e) A pair of shoes (be) on the table.
(f) She proceeded as though I (not speak).
(g) Had you much money, you (buy) a car.
Answer:
(a) Sabrina said that she had already finished all her courses. (b) What are you doing now? (c) have been learning (d) increasing (e) is (f) had not spoken. (g) would have bought

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 2
(a) I wish I (sing) a folk song.
(b) The play just (begin).
(c) If you wanted, I (help) you.
(d) English (speak) all over the world.
(e) I have (had) my revenge at last.
(f) He (visit) his mother every week.
(g) French is not easy to (learn).
Answer:
(a) sang, (b) has just bigun, (c) would help, (d) is spoken, (e) had, (f) visits, (g) learn.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 3
In Dhaka city we (a) ––––– (live) in a polluted environment. It is (b) ––––– (become) more and more polluted day by day. We know that a sound environment (c) ––––– (ensure) a sound life. The people are (d) ––––– (be) attacked with various diseases. It must be (e) ––––– (check) immediately.
Answer:
(a) Live/are living (b) becoming (c) can ensure / ensures, (d) being (e) checked.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 4
Written English (a) ––––– (to be) not always the same as spoken English. In sopken English, many people (b) ––––– (to be) not careful about the way they (c) ––––– (wording) sentences. The sentences should be (d) ––––– (write) properly. If not, sentence making will not (e) ––––– (prove) successful.
Answer:
(a) is (b) are (c) word / are wording (d) written (e) prove.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 5
Man is never (a) ––––– (satisfy) with what he has (b) ––––– (know) and (c) ––––– (see). He (d) ––––– (want) to see and know more and more. This curiosity, (e) ––––– (couple) with his indomitable spirit of adventure has promoted him to undertake difficult tasks.
Answer:
(a) satisfied (b) known (c) seen (d) wants (e) coupled.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 6
We (a) ––––– (to start) for Dhaka early in the morning. Our bus (b) ––––– (to run) fast. We saw farmers (c) ––––– (to work) in the fields. The man (d) ––––– (to seat) beside me looked thoughtful. For his only son (e) ––––– (to go) to leave Bangladesh soon.
Answer:
(a) started (b) was running (c) working (d) seated (e) was going.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 7
As women (a) ––––– (constitutes) almost 50 per cent of our population, they should also be (b) ––––– (include) in our development programs. For the development of the country full participation of the women in the economic activities (c) ––––– (be) essential. Women have already (d) ––––– (prove) their efficiency in some areas. They (e) ––––– (worked) not only in the agricultural fields now but also in the mills and factories.
Answer:
(a) constitute, (b) included, (c) is, (d) proved, (e) are working.

Practice now!
English Second Paper
Model Test Question with Answer

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 8
True that man (a) ––––– (be) the architect of his own fate. He can achieve what he (b) ––––– (desire) to achieve. It is wrong to think that man’s life on earth (c) ––––– (decide) by fate. It is not fate but sincere efforts and indomitable courage that (d) ––––– (mould) his fate. There may be ups and downs but he should not (e) ––––– (lose) heart.
Answer:
(a) is (b) desires (c) is decided (d) mould (e) lose.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 9
Then a terrible thing (a) ––––– (happen). While we were (b) ––––– (wait) for the coffee, the head waiter, with an ingratiating smile on his false face (c) ––––– (come) up to us (d) ––––– (bearing) a large basket full of huge peaches. But surely peaches were not in season then. Lord knew what they (e) ––––– (cost). I knew too a little later.
Answer:
(a) happened, (b) waiting, (c) came, (d) bearing, (e) cost.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 10
Once the Queen of Belgium (invite) ––––– Albert Einstein to Brussels. He came by a train. When he got off the train, he did (not think) ––––– that there were gorgeously dressed officials to receive him. The officials also expected somebody who (appear) ––––– to be rich and aristocratic to them. They never imagined that this shabby man (be) ––––– Einstein himself. So, they went back to the Queen and informed her that he (not come) ––––– by the train.
Answer:
Once the Queen of Belgium invited Albert Einstein to Brussels. He came by a train. When he got down from the train, he did not think that there were gorgeously dressed officials to receive him. The officials also expected somebody who would appear to be rich and aristocratic to them. They never imagined that this shabby man would be Einstein himself. So, they went back to the Queen and in-formed her that he had not come by the train.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 11
My parents  (a) ––––– (be) dear to me. Both of them (b) ––––– (be) highly educated. My father  (c) ––––– (to work) at a govt. college and my mother is a bank-officer. They are (d)  –––––
(to engage) in professional activities. At night we
(e) ––––– (to get) together and feel happy.
Answer:
(a) are, (b) are,  (c) works, (d) engaged, (e) get.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 12
(a) You have (do) ––––– a wrong to him.
(b) He (strike) ––––– me so hard that I fell down. 
(c) He as well as his friends (be) ––––– selfish. 
(d) He (lie) ––––– down as he was tired. 
(e) The river has (overflow) ––––– its banks.
(f) I cannot help (laugh) –––––.
(g) The fruit (taste) ––––– sweet.
Answer:
(a) done, (b) struck, (c) is, (d) lay, (e) overflowed, (f) laughing, (g) tastes.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 13
(a) The rain (stop) –––– before the guests came.
(b) Charity (begin) ––––– at home. 
(c) You had better (to speak) ––––– the truth. 
(d) What you (read) ––––– at this moment? 
(e) It is many years since I (see) ––––– you last.
(f) Had I been a rich man, I (help) ––––– the poor.
(g) I got the letter (open) ––––– by him.
Answer:
(a) had stopped, (b) begins, (c) speak, (d) What are you reading at this moment, (e) saw, (f) would have helped, (g) opened.

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 14
(a) Man (verb to be) –––––  mortal.
(b) The sun (rise) –––––  at 5:16 tomorrow. 
(c) Wait here until I (call) –––––  you. 
(d) I saw my friend (walk) ––––– in the field. 
(e) You are not to (leave) –––––  the school without my permission.
(f) Had you been serious about your study you (pass) –––––  the examination.
(g) The new computer (arrive)––––next week.
Answer:
(a) is; (b) will rise; (c) call; (d) walking; (e) leave; (f) would have passed; (g) will arrive. 

English 2nd Paper Right Form of Verbs Model Test Question. 15
(a)The rain (stop)––––before the guests came.
(b) Charity (begin) ––––– at home.
(c) You had better (to speak) ––––– the truth.
(d) What you (read) ––––– at this moment?
(e)It is many years since I (see)–––––you last.
(f)Had I been a rich man, I (help)–––the poor.
(g) I got the letter (open) ––––– by him.
Answer:
(a) had stopped, (b) begins, (c) speak, (d) What are you reading at this moment? (e) saw, (f) would have helped, (g) opened.

Practice now!
English Second Paper
Model Test Question with Answer
Share:

49+ Transformation of Sentences exercise with answer pdf download

English Grammar Model Test Question for jsc, ssc and hsc exam
Model Test Question 
English 2nd paper 
Transformation of Sentences
exercise with answer pdf download
[The answer is given Below the question.]

English 2nd Paper Model Test Question Transformation of Sentences. Part-01

1. When I reached there, my friend received me cordially. (Compound)
2. Though a healthy man is an asset to his family, an unhealthy man is a liability. (Simple)
3. He wants to be a doctor to serve people. (Complex)
4. He sits to read when it is time to read. (Simple)
5. Although it may not make one rich, it brings peace of mind. (Compound).
6. Though she was a nice little girl, she was not an ordinary child. (Compound).
7. She got loan from Grameen Bank and started to make a plan. (Make it Simple)  
8. Though a healthy man is an asset to his family, an unhealthy man is a liability. (Compound)
9. In spite of her working very hard, there was happiness in her heart. (Make it compound).
10. Selling these mangoes, people earn a lot of money. (Compound)
11. As he works hard, he stands first in every class. (Compound)
12. He always works hard to improve his result. (Complex)
13. The thief saw the policeman and ran away. (Simple)
14. They cannot send their children to school for poverty. (Complex)
15. The villagers work hard to support themselves. (Complex)
16. If you study, you will pass. (Make it Compound)
17. If you read attentively, you will pass in the examination. (Simple)
18. I saw a lame man. (Complex)
19. The tiger is a ferocious animal. (Complex)
20. I bought a very interesting book. (Complex)
21. The authoress lived in a small cabin. (Complex)
22. They live in a tiny flat. (Complex)
23. Great A. K. Fazlul Haq was the leader of Krishak League. (Complex)
24. A boy who is obedient is loved by his teachers.(Simple)
25. I saw a crow flying in the sky. (Complex)

Answer Part-01
1. I reached there and my friend received me cordially.
2. In Spite of a healthy man’s being an asset to his family, an unhealthy man is a liability.
3. He wants to be a doctor so that he can/may serve people.
4. At the time of reading, he sits to read.
5. It may not make one rich, but it brings peace of mind.
6. She was a nice little girl, but she was not an ordinary child.
7. Getting loan from Grameen Bank, she started to make a plan.
8. A healthy man is an asset to his family, but an unhealthy man is a liability.
9. She worked very hard, but there was happiness in her heart.
10. People sell these mangoes and earn a lot of money.
11. He works hard and so he stands first in every class.
12. He always works hard so that he can improve his result.
13. They build their houses on high platforms so that they can keep them free from damp.
14. They cannot send their children to school as/because they are poor.
15. The villagers work hard so that they can support themselves.
16. Study and you will pass.
17. By reading attentively, you will pass in the examination.
18. I saw a man who was lame.
19. The tiger is an animal which is ferocious.
20. I bought a book which was very interesting.
21. The authoress lived in a cabin which / that was small.
22. They live in a flat which / that is tiny.
23. A. K. Fazlul Haq who was great was the leader of Krishak League.
24. An obedient boy is loved by his teachers. 
25. I saw a crow which was flying in the sky.

Practice now!
English Second Paper
Model Test Question with Answer

English 2nd Paper Model Test Question Transformation of Sentences. Part-02
1. It looks very ugly. (Negative)
2. I was very glad to see the sea-beach. (Exclamatory)
3. So the illiteracy rate in Bangladesh is very poor.  (Negative)
4. Salma is a very good student. (Exclamatory)
5. Everybody knows this. (Interrogative)
6. Everybody wants friends.  (Negative)
7. She is always attentive to studies.  (Negative)
8  I wish I could visit this place.  (Exclamatory)
9. So everybody cannot but be conscious of his health. (Affirmative).
10. He is a regular student. (Negative)
11. He is never late to attend his classes.  (Affirmative)
12. Her parents liked her very much.  (Negative)
13. Their contribution will never be forgotten. (Affirmative)  
14. Amina’s life was very difficult. (Make it exclamatory)
15. She was a very hardworking and responsible loanee.   (Make it Negative)

Answer Part-02
1. It does not look very beautiful.
2. I was very glad to see the sea-beach.
2. How glad I was to see the sea-beach!
3. So the illiteracy rate in Bangladesh is not very high!
4. What a good student Salma is!
5. Who doesn’t know this?
6. There is nobody who does not want friends.
7. She is never inattentive to studies.
8. Would that I could visit this place!
9. So everybody must be conscious of his health. 
10. He is not a irregular student.
11. He is always punctual to attend his classes.
12. Her parents did not like her a little.
13. Their contribution will always be remembered.
14. How difficult Amina’s life was!
15. She was not a very lazy and irresponsible loanee.

English 2nd Paper Model Test Question Transformation of Sentences. Part-03
1. He can succeed in life.  (Interrogative)
2. Everybody respects a truthful person(Interrogative)
3. She passed her time in reading and writing. (Interrogative)
4  We are proud of our freedom fighters. (Interrogative)
5. Everyone has heard of Solomon. (Interrogative)
6. Everyone knows this. (Interrogative)
7. He goes to school in time.  (Interrogative)
8. They are your real friends in your life. (Negative-Interrogative)
9. Everyone has heard of Solomon.  (Interrogative)
10. Everybody knows a day laborer.  (Interrogative)

Answer Part-03
1. Can’t he succeed in life?
2. Who disrespects a truthful person?
3. Didn’t she/Did she not pass her time in reading and writing?
4. Aren’t we proud of our freedom fighters?
5. Who has not heard of Solomon?
6. Who does not know this?
7. Doesn’t he go to school in time?
8. Aren’t they/Are they not your real friends in your life?
9. Who has not heard of Solomon?
10. Who doesn’t know a day laborer?

Practice now!
English Second Paper
Model Test Question with Answer
Share:

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ২য় পত্র
৯ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Physics 2nd Paper pdf download
Chapter-09
MCQ
Question and Answer

১. যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
ক) আইসোবার
খ) আইসোমার
গ) আইসোটোপ
ঘ) ইলেকট্রন
উত্তর: ক) আইসোবার

২. কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1922
খ) 1911
গ) 1919
ঘ) 1913
উত্তর: ঘ) 1913

৩. কোনটি তড়িৎ নিরপেক্ষ?
ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) আলফা
উত্তর: গ) নিউট্রন

৪. কত সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন?
ক) 1857 সালে
খ) 1867 সালে
গ) 1887 সালে
ঘ) 1897 সালে
উত্তর: ঘ) 1897 সালে

৫. কত সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1811
খ) 1913
গ) 1919
ঘ) 1911
উত্তর: ঘ) 1911

৬. তেজস্ক্রিয় অবক্ষয় সূত্র কত সালে আবিষ্কৃত হয়?
ক) 1902
খ) 1900
গ) 1911
ঘ) 1896
উত্তর: ক) 1902

৭. নিচের কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক?
ক) বেকেরেল
খ) ওয়েবার/মিটার
গ) কুলম্ব
ঘ) নিউটন
উত্তর: ক) বেকেরেল

৮. আলফা কণিকার বিক্ষেপণ পরীক্ষায় পারমাণবিক গঠনের যে মডেল পাওয়া যায় তাকে কী বলে?
ক) বোর মডেল
খ) রাদারফোর্ড মডেল
গ) ডাল্টন মডেল
ঘ) থমসন মডেল
উত্তর: খ) রাদারফোর্ড মডেল

৯. তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ ১ম বোর কক্ষের ব্যাসার্ধের কত গুণ?
ক) চার
খ) ছয়
গ) নয়
ঘ) ষোল
উত্তর: গ) নয়

১০. যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভরসংখ্যা সমান কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ভিন্ন তাদেরকে কী বলে?
ক) আইসোবার
খ) আইসোমার
গ) আইসোটোপ
ঘ) আইসোটোন
উত্তর: ক) আইসোবার

১১. ইলেকট্রনগুলোর ঘূর্ণনজনিত সময়ে কোন বল কাজ করে?
ক) কেন্দ্রবিমুখী বল
খ) কেন্দ্রমুখী বল
গ) নিউটন বল
ঘ) মহাকষীয় বল
উত্তর: ক) কেন্দ্রবিমুখী বল

১২. নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদেরকে কী বলে?
ক) ভরসংখ্যা
খ) পারমাণবিক সংখ্যা
গ) নিউক্লিয়ন
ঘ) নিউক্লাইড
উত্তর: গ) নিউক্লিয়ন

১৩. নিচের কোনটিকে পরমাণুর শক্তির আধার বলা হয়?
ক) ইলেকট্রন
খ) মেসন
গ) নিউক্লিয়াস
ঘ) আইসোটোন
উত্তর: গ) নিউক্লিয়াস

১৪. পরমাণু হতে শক্তি উৎপন্ন করা যায়-
i. নিউক্লীয় ফিশন বিক্রিয়ায়
ii. নিউক্লীয় ফিউশন বিক্রিয়ার
iii. চেইন বিক্রিয়ায়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

১৫. পরমাণুতে সম পরিমাণে রয়েছে-
i. ধনচার্জ
ii. ঋণচার্জ
iii. নিরপেক্ষ চার্জ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

১৬. যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কী বলা হয়?
ক) আইসোবার
খ) আইসোটোন
গ) আইসোটোপ
ঘ) আইসোমার
উত্তর: ক) আইসোবার

১৭. আলফা কণার-
i. ভর হিলিয়াম নিউক্লিয়াসের ভরের সমান
ii. চার্জ ইলেকট্রন চার্জের সমান
iii. চার্জ ধনাত্মক ধর্মী

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
উত্তর: গ) ii ও iii

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

১৮. পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হয়-
ক) পায়ন
খ) গ্রাভিটন
গ) নিউক্লিয়ন
ঘ) আয়ন
উত্তর: গ) নিউক্লিয়ন

১৯. যার ভরসংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে বলে-
ক) আইসোটোপ
খ) আইসোবার
গ) আইসোটোন
ঘ) আইসোমার
উত্তর: খ) আইসোবার

২০. কোনটি একই মৌলিক পদার্থের বিভিন্ন প্রজাতি?
ক) আইসোবার
খ) আইসাটোন
গ) আইসোমোর
ঘ) আইসোটোপ
উত্তর: ঘ) আইসোটোপ

২১. হিলিয়াম নিউক্লিয়াসে-
i. চারটি প্রোটন থাকে
ii. দুইটি ইলেকট্রন থাকে
iii. মোট ধনাত্মক চার্জের পরিমাণ 2e+

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
উত্তর: গ) ii ও iii

২২. কোনটি চৌম্বক ও তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়?
ক) গামা রশ্মি
খ) এক্সরে রশ্মি
গ) আলফা রশ্মি
ঘ) অতি বেগুণি রশ্মি
উত্তর: গ) আলফা রশ্মি

২৩. যে সব ভারি নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে কী বলে?
ক) তেজস্ক্রিয় মৌল
খ) তেজস্ক্রিয়তা
গ) ক্যাথোড রশ্মি
ঘ) আলফা রশ্মি
উত্তর: ক) তেজস্ক্রিয় মৌল

২৪. রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় কত গুণ বেশি?
ক) পাঁচ হাজার
খ) দশ হাজার
গ) দশ লক্ষ
ঘ) দশ কোনটি?
উত্তর: গ) দশ লক্ষ

২৫. হাইডোজেনের আইসোটোপ হলো-
i. রোগ নির্ণয়
ii. রোগ নিরাময়
iii. রোগ সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

২৬. বিজ্ঞানী নীলস বোর কোন দেশের অধিবাসী ছিলেন?
ক) ডেনমার্ক
খ) আমেরিকা
গ) রাশিয়া
ঘ) নিউজিল্যান্ড
উত্তর: ক) ডেনমার্ক

২৭. বোরের তৃতীয় কক্ষপথের মোট শক্তি এর প্রথম কক্ষপথের শক্তির কত গুণ?
ক) ¼
খ) 9
গ) 1/9
ঘ) 1/16
উত্তর: গ) 1/9

২৮. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. গবেষণা বিজ্ঞানে
ii. কৃষিক্ষেত্রে
iii. শিল্পক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

২৯. তেজস্ক্রিয় পদার্থের ক্ষরণে পরমাণু সংখ্যা 3/4 (No) হলে অবশিষ্ট পরমাণু সংখ্যা হলো-
ক) 0. 50No
খ) 0. 25No
গ) 0. 80No
ঘ) 0. 71No
উত্তর: খ) 0. 25No

৩০. হাইড্রোজেন মৌলের নিউক্লিয়াসে কোনটি থাকে না?
ক) প্রোটন
খ) ইলেকট্রন
গ) নিউট্রন
ঘ) ডিউটেরিয়াম
উত্তর: গ) নিউট্রন

৩১. গড় আয়-
i. অর্ধায়ুর সমানুপাতিক
ii. অর্ধায়ুর ব্যস্তানুপাতিক
iii. বাড়লে অর্ধায়ু বাড়ে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৩২. তেজস্ক্রিয়তার S. I একক কোনটি?
ক) কুরী
খ) বেকেরেল
গ) জুল
ঘ) ওয়াট
উত্তর: খ) বেকেরেল

৩৩. তেজস্ক্রিয়তা-
i. আবিষ্কার করে হেনরি বেকরেল
ii. একক হচ্ছে বেকরেল
iii. কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৩৪. নিচের কোনটির ভর সবচেয়ে কম?
ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) হাইড্রোজেন
উত্তর: ক) ইলেকট্রন

৩৫. যে সব মৌলিক পদার্থ অতি সুক্ষ্ম অবিভাজ্য নিরেট কণার সম্বয়ে গঠিত এ কথাগুলোকে কী বলা হয়?
ক) অণু
খ) পরমাণু
গ) আয়ন
ঘ) পদার্থ
উত্তর: খ) পরমাণু

৩৬. কে প্রস্তাব করেন যে, চিরায়ত বলবিদ্যা এবং বিদ্যুৎ চুম্বকত্ব এর সূত্রসমূহ পরমাণুতে বিকল হয়ে পড়ে?
ক) নীলস বোর
খ) আর্নেস্ট রাদারফোর্ড
গ) জন ডাল্টন
ঘ) ম্যাক্স প্লাঙ্ক
উত্তর: ক) নীলস বোর

৩৭. ইলেকট্রন উচ্চ থেকে নিম্নের দিকে গেলে কোনটি ঘটে?
ক) শক্তির বিকিরণ
খ) শক্তির শোষন
গ) শোষন ও বিকিরণ
ঘ) শক্তির পরিবর্তন
উত্তর: খ) শক্তির শোষন

৩৮. কৃত্রিম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
ক) কুরী
খ) বেকেরেল
গ) জুলি ও কুরী
ঘ) রন্টজেন
উত্তর: গ) জুলি ও কুরী

৩৯. নিচের কোনটির ভর নেই?
ক) ইলেকট্রন
খ) নিউট্রিনো
গ) প্রোটন
ঘ) নিউট্রন
উত্তর: খ) নিউট্রিনো

৪০. পারমাণবিক সংখ্যা হলো-
ক) নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা
খ) নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা
গ) নিউক্লিয়ন সংখ্যা
ঘ) পরমাণুর ইলেকট্রন সংখ্যা
উত্তর: খ) নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা

৪১. কে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষাটি করেছিলেন?
ক) মার্সডেন
খ) টাইকোব্রাহা
গ) কেপলার
ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর: ক) মার্সডেন

৪২. কোনো শক্তির পরিমাণ বেশি হলে নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি হয়?
ক) বন্ধন শক্তি
খ) রাসায়নিক শক্তি
গ) বিভব শক্তি
ঘ) গতিশক্তি
উত্তর: ক) বন্ধন শক্তি

৪৩. প্রোটন ও নিউট্রনকে একত্রে কী বলা হয়?
ক) নিউক্লিয়ন
খ) নিউট্রিনো
গ) ইলেকট্রন
ঘ) আইসোটোপ
উত্তর: খ) নিউট্রিনো

৪৪. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
i. রোগ নির্ণয়ে
ii. রোগ নিরাময়ে
iii. কৃষি ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৪৫. প্রতি ফিশনে গড়ে নিউক্লিয়াস হতে কতটি নিউট্রন নির্গত হয়
ক) 2. 1 টি
খ) 2. 47 টি
গ) 3. 4 টি
ঘ) 3. 8 টি
উত্তর: খ) 2. 47 টি

৪৬. ভারী ধাতু কোনটি?
ক) হিলিয়াম
খ) টাংস্টেন
গ) সোডিয়াম
ঘ) সোনা
উত্তর: ঘ) সোনা

৪৭. যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন-
ক) পারমাণবিক সংখ্যা এক কমে য়ায়
খ) ভর সংখ্যা এক কমে যায়
গ) পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়
ঘ) পারমাণবিক সংখ্যা দুই কমে যায়
উত্তর: গ) পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়

৪৮. যেকোনো কক্ষপথের শক্তি-
i. অনুমোদিত
ii. ছিন্নায়িত
iii. অনুমোদিত নয়

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
হাইড্রোজেন পরমাণুর বোর কোয়ান্টাম সংখ্যার ব্যাসার্ধ 0. 0100mm প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0. 53A এবং ভূমি অবস্থার শক্তি-13. 6eV.

৪৯. যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
ক) 443
খ) 344
গ) 434
ঘ) 500
উত্তর: ক) 443

৫০. কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর: ঘ) iii
Share: