General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 28

General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 28
1. As the sun -, I decided to go out.
A. shines
B. has shone
C. shine
✅ was shining

🎓 Answer Analysis:
main clause যদি past tense হয় তাহলে subordinate clause টিও past tense হয়।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর D.

2. He gave up - football when he got married.
A. to play
✅ playing
C. play
D. to playing

🎓 Answer Analysis:
দুটি verb পাশাপাশি ব্যবহৃত হলে পরবর্তী verb -এর সাথে 'ing' যুক্ত হয়।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর B.

3. I have - interest in the matter.
A. not
B. any
C. play
✅ no

🎓 Answer Analysis:
নাই বা অভাব বোঝানোর জন্যে `no`, অমিল বা ভিন্নতা বোঝাতে `not`, কেউই নয় বোঝাতে `none` এবং প্রশ্নবোধক বাক্যে `any` ব্যবহৃত হয়। এখানে কোনো বিষয়ের প্রতি আগ্রহের অভাব বোঝাতে noই যুক্তিযুক্ত।
তাই সঠিক উত্তর D.

4. - is not the only thing that tourists want to see.
A. A scenery
B. Sceneries
C. The sceneries
✅ Scenery

🎓 Answer Analysis:
abstract noun - এর পূর্বে কোনো article বসে না। Scenery একটি abstract noun বিধায় এর পূর্বে কোনো article বসে না।
কাজেই সঠিক উত্তর D.

5. Just now he - his dinner but he says he'll see you when he's finished.
A. is having
✅ has had
C. was having
D. had

🎓 Answer Analysis:
Just now থাকলে present perfect tense হয়। তাই এখানে
B. has had - present perfect tense.
A. is having - present continuous tense.
C. was having - past continuous tense.
D. had - past indefinite tense.
সুতরাং সঠিক উত্তর B.

6. The children were entrusted - the care of their uncle. 
A. with
B. for
✅ to
D. at

🎓 Answer Analysis:
'Entrusted to' phrase-টির অর্থ কারও ওপর দায়িত্ব অর্পণ করা।
সুতরাং সঠিক উত্তর C.

7. He parted - his friends in tears.
A. with
✅ from
C. against
D. beside

🎓 Answer Analysis:
‘বিদায় নেয়া’ অর্থে part-এর পরে from বসে।
সুতরাং সঠিক উত্তর B. ‘

৪. "I'll have a cup of tea," my father said, "Because I'm not hungry". Which of the following sentences is the correct indirect speech?
A. My father said that he will have a cup of tea because he wasn't hungry.
B. My father said that he would have had a cup of tea because he wasn't hungry.
✅ My father said that he would have a cup of tea because he wasn't hungry.
D. My father said that he had a cup of tea because he wasn't hungry.

🎓 Answer Analysis:
Reporting verb যদি past tense-এ হয় তাহলে reported speech-কেও past tense-এ পরিবর্তন করতে হয়। এ নিয়মানুযায়ী reported speech-এর 1st person সর্বদা reporting verb-এর number, person ও gender অনুসারে পরিবর্তিত হয়। এখানে my father যেহেতু 1st person এবং singular number তাই I পরিবর্তিত হয়ে he হবে। অন্যদিকে অপর অংশের is পরিবর্তিত হয়ে past form-এ was হবে। নিয়মানুযায়ী
C. -তে - সকল নিয়ম মানা হয়েছে।
A.-তে - will-কে would করা হয়নি।
B.-তে - অতিরিক্ত had ব্যবহার করা হয়েছে।
D.-তে - will বা would কোনটাই ব্যবহার করা হয়নি।
সুতরাং সঠিক উত্তর C.

9. The expression `lingua franca' means -
A. International language
B. The first language
✅ The common language
D. The French language

🎓 Answer Analysis:
'Lingua Franca' একটি phrase-যার অর্থ ‘সাধারণ ভাষা’।
সুতরাং সঠিক উত্তর C.

10. Choose the correct meaning -
He raised his eyebrow at my explanation.
✅ Show surprise or disapproval
B. Show agreement
C. Show happiness
D. Show indifference

🎓 Answer Analysis:
এখানে 'Raising one's eyebrow' অর্থ চোখ কপালে তোলা বা আশ্চর্য হওয়া বা বিরাগ হওয়া।
সে অর্থে এখানে সঠিক উত্তর A.

11. `Razzmatazz' means -
A. A musical instrument
B. A well-planned programme
✅ A noisy activity
D. A musical activity

🎓 Answer Analysis:
'Razzmatazz' means (অর্থ) - কোলাহলপূর্ণ কাজ।
C. 'A noisy activity' অর্থ - কোলাহলপূর্ণ কাজ।
A. 'A musical instrument' অর্থ - একটি বাদ্যযন্ত্র।
B.'A well-planned programme' অর্থ - সুপরিকল্পিত অনুষ্ঠান।
D. 'A musical activity' অর্থ - একটি সুরেলা কাজ।
সুতরাং এখানে সঠিক উত্তর C.

12. The antonym for `Recalcitrant' -
✅ Compliant
B. Passive
C. Indifferent
D. Careful

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত recalcitrant শব্দের অর্থ ‘অবাধ্য’।
A. Compliant অর্থ - বাধ্যগত।
B. Passive অর্থ - লাজুক।
C. Indifferent অর্থ - উদাসীন।
D. Careful অর্থ - সতর্ক।
এখানে A.-এর অর্থ প্রশ্নে প্রদত্ত শব্দের অর্থের বিপরীত (অবাধ্য-বাধ্যগত)।
তাই সঠিক উত্তর A.

13. The synonym for Obdurate -
A. Deceitful
✅ Stubborn
C. Shy
D. Swindler

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'Obdurate' শব্দটির অর্থ ‘একগুঁয়ে’ বা ‘একরোখা’। এখানে,
B. Stubborn অর্থ - একগুঁয়ে।
A. Deceitful অর্থ - প্রতারণাপূর্ণ।
C. Shy অর্থ - লাজুক।
D. Swindler অর্থ - প্রতারণা করা।
B. এর অর্থের সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর B.

General Knowledge (GK) English Question Answer

Select the pair that best expresses a relation-ship similar to that expressed in the original pair.
14. Conscious ......... Careless
✅ Careful .........Indifferent
B. Graceful ......... Ugly
C. Generous ......... Unkind
D. Well-informed ......... Knowing little

🎓 Answer Analysis:
এখানে conscious ও careless অর্থ যথাক্রমে সাবধান ও অসাবধান বা অমনোযোগী। এদের মধ্যে antonymous বা বিপরীতার্থক সম্পর্ক বিদ্যমান।
A. Careful ও Indifferent অর্থ যথাক্রমে - সাবধান ও অসাবধান বা অমনোযোগী।
B. Graceful ও Ugly অর্থ যথাক্রমে - চকচকে ও কুৎসিত।
C. Generous ও Unkind অর্থ যথাক্রমে - দয়ালু ও নিষ্ঠুর।
D. Well-informed ও Knowing little অর্থ যথাক্রমে - ভালোভাবে জ্ঞাত ও স্বল্প জ্ঞাত।
উপরি-উক্ত options গুলোর মধ্যে A.- তেই যথোপযুক্ত antonymous সম্পর্ক বিদ্যমান।
তাই সঠিক উত্তর A.
Choose the correct meaning of the following words:

15. Gullible
A. Foolish
✅ Willing to believe anything or anyone
C. Simple
✅ Easily deceived

🎓 Answer Analysis:
Gullible অর্থ যে কাউকে বা যেকোনো কিছুতে বিশ্বাসপ্রবণ বা সহজে ঠকানো যায় এমন। এখানে
B.Willing to believe anything or anyone বোঝাতে - যে কাউকে বা যেকোনো কিছুতে বিশ্বাসপ্রবণ।
D. Easily deceived অর্থ - যাকে সহজে প্রতারিত করা যায়।
A. Foolish অর্থ - বোকা।
C. Simple অর্থ - সহজ সরল বা সাধারণ।
এখানে সঠিক উত্তর দুটি B. ও D.

16. Handy
A. Comfortable
✅ Useful
C. Convenient to handle or use
D. Necessary

🎓 Answer Analysis:
Handy অর্থ উপকারী। এখানে
B. Useful অর্থ - উপকারী।
A. Comfortable অর্থ - আরামদায়ক।
C. Convenient to handle or use অর্থ - নাড়াচাড়া বা ব্যবহার করতে খুবই সুবিধাজনক।
D. Necessary অর্থ - প্রয়োজনীয়।
সুতরাং সঠিক উত্তর B.

17. Viable
✅ Possible
✅ that can be done
C. Capable
✅ that will work

🎓 Answer Analysis:
Viable অর্থ সম্ভব বা যা করা যেতে পারে। এখানে
A. Possible অর্থ - সম্ভব বা সম্ভাব্য।
B. that can be done অর্থ - যা করা যেতে পারে।
D. that will work অর্থ - যা চলবে বা টিকে থাকতে সমর্থ।
C. Capable অর্থ - সক্ষম।
এখানে সঠিক উত্তর তিনটি A., B. ও D.

18. The second World War broke - in September, 1939.
A. through
B. away
✅ out
D. in

🎓 Answer Analysis:
এখানে
C. break out অর্থ – প্রাদুর্ভাব হওয়া।
A. break through অর্থ – জোর করে পথ চলা।
B. break away অর্থ – পলায়ন করা।
D. Break in অর্থ – বলপূর্বক প্রবেশ করা।
বাক্যের অর্থানুযায়ী 'break out'-ই যথার্থ।
তাই সঠিক উত্তর C.

19. The government gave - the demands of the people.
✅ into
B. in
C. to
D. over to

🎓 Answer Analysis:
Give into অর্থ কারো কাছে বা কোনো কিছুর প্রতি আত্মসমর্পণ করা বা কারো কিছু মেনে নেয়া। B., C. এবং D. অর্থগত দিক দিয়ে প্রযোজ্য নয়।
সুতরাং উত্তর A.

20. She is beautiful but she is - her mother.
A. most beautiful
B. less beautiful
C. as beautiful
✅ not so beautiful as

🎓 Answer Analysis:
But যুক্ত clause-এ সাধারণত পূর্ববর্তী clause-এর বিপরীত উক্তি (opposite statement) প্রকাশ করা হয়।
সেই অনুসারে এখানে সঠিক উত্তর D.

21. The minister arrived - a decision last night.
A. to
✅ at
C. on
D. by

🎓 Answer Analysis:
'Arrive at' অর্থ কোনো কিছুতে ‘পৌঁছা’।
কাজেই সঠিক উত্তর B.

22. I thought that - was the last one.
A. the most prettiest of all
B. prettiest one of all
C. the prettiest one from all
✅ the prettiest one of all

🎓 Answer Analysis:
Superlative-এর পরে সাধারণত of এবং আগে the বসে।
কাজেই সঠিক উত্তর D.

23. I don't think you will have any difficulty - a driving license.
A. to get
✅ in getting
C. for getting
D. get

🎓 Answer Analysis:
সাধারণত কোনো কিছুতে সমস্যার ক্ষেত্রে difficulty in ব্যবহৃত হয়ে থাকে।
কাজেই সঠিক উত্তর B.

24. Please - the necessity of arriving early.
A. emphasise about
B. emphasise to
C. emphasise on
✅ emphasise

🎓 Answer Analysis:
Emphasise একটি transitive verb যার পরে সরাসরি object (noun/pronoun) বসে।
কাজেই সঠিক উত্তর D.

25. At least one of the students - full marks every time.
A. get
B. are getting
✅ gets
D. have got

🎓 Answer Analysis:
'One of the students' হলো একটি phrase এবং এর headword হলো one যা মূলত singular। আর তাই singular subject-এর জন্যে singular verb ব্যবহার করতে হবে।
C. gets - singular
A. get - plural
B. are getting - plural
D. have got- plural
সুতরাং সঠিক উত্তর C.

26. My wife reminded me -.
✅ of my appointment
B. to go my appointment
C. to my appointment
D. my appointment

🎓 Answer Analysis:
Remind-এর পরে preposition 'of' বসে।
কাজেই সঠিক উত্তর A.

27. The team is - eleven players.
A. made of
✅ made up of
C. made up
D. made

🎓 Answer Analysis:
B. made up of - পরিপূর্ণ বা গঠিত অর্থে ব্যবহৃত হয়।
A. made of - কিছু দিয়ে নির্মিত অর্থে ব্যবহৃত হয়।
C. made up - মনস্থির করা অর্থে ব্যবহৃত হয়।
D. made - তৈরি অর্থে ব্যবহৃত হয়।
এখানে একটা দল ১১ জন খেলোয়াড় নিয়ে গঠিত হয় অর্থে made up of ব্যবহৃত হবে।
কাজেই সঠিক উত্তর B.

28. We need two hundred dollars - this to pay for everything.
A. as well
B. also
C. beside
✅ besides

🎓 Answer Analysis:
'Besides' অর্থ যা আছে তাছাড়াও। অন্য শব্দগুলো এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর D.

29. My friend always goes home - foot.
A. by
B. with
C. on a
✅ on

🎓 Answer Analysis:
'On foot' অর্থ ‘পায়ে হেঁটে’; অন্য কোনো preposition এই অর্থে প্রযোজ্য নয়।
কাজেই সাঠিক উত্তর D.

30. In order to improve farming methods, we need -
A. machine
✅ machinery
C. a machinery
D. machineries

🎓 Answer Analysis:
Machinery একটি uncountable noun; আর machine' common noun বলে determiner ছাড়া singular-এ ব্যবহৃত হয় না।
তাই সঠিক উত্তর B.

31. My uncle arrived while I - the dinner.
A. would cook
B. had cooked
C. cook
✅ was cooking

🎓 Answer Analysis:
যেকোনো sentence-এর while-যুক্ত clause-টি continuous tense-এর হয়। এখানে D. was cooking-continuous tense।
তাই সঠিক উত্তর D.

32. I decided to go - with friends as I needed some exercise.
A. to a walk
✅ for a walk
C. for a walking
D. walk

🎓 Answer Analysis:
Phrasal use-এ for a walk এখানে উপযুক্ত। অন্যান্য option-গুলো অর্থগত দিক দিয়ে উপযুক্ত নয়।
সুতরাং সঠিক উত্তর B.

33. I don't mind - with the cooking but I am not going to wash the dishes.
A. to help
B. help
✅ helping
D. for helping

🎓 Answer Analysis:
কিছু verb আছে যেমন mind, start প্রভৃতির পরে verb-এর ing form (gerund) ব্যবহৃত হয়। এখানে C. helping (verb-এর ing form)।
তাই সঠিক উত্তর C.

General Knowledge (GK) English Question Answer

34. Complete the following sentence :
'If had known you were coming -
A. I would go to the station
B. I had gone to the station
✅ I would have gone to the station
D. I would be going to the station

🎓 Answer Analysis:
Third conditional-এর গঠন অনুযায়ী এর উত্তর বের করা হয়েছে। If যুক্ত clause-এ past perfect থাকলে পরবর্তী clause-এ subject-এর পর would/might/ could have + verb-এর past participle form ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর C.

35. Choose the correct option :
Even as harvesting was going on -
✅ the rainy season began
B. the rainy season was began
C. the rainy season had began
D. the rainy season begins

🎓 Answer Analysis:
Even as/even though যুক্ত sentence-এর দুইটি clause-ই সাধারণত একই tense-এ হবে। B. এবং C. past tense-এ হলেও গঠন অনুযায়ী ভুল।
সুতরাং সঠিক উত্তর A.

36. Which phrase contains words opposed to each other in meaning?
A. Hopes and aspirations
B. Heat and dust
✅ Reproduction and death
C. Emerged and advanced

🎓 Answer Analysis:
এখানে
C. Reproduction অর্থ - পুনরুৎপাদন বা পুনর্জন্ম এবং death অর্থ মৃত্যু; এখানে antonymous অর্থ বিদ্যমান।
A. Hopes অর্থ - আশা এবং aspirations অর্থ আকাংক্ষা, যা synonymous অর্থ প্রকাশক;
B. Heat অর্থ - তাপ এবং dust অর্থ ধুলা, এই শব্দ দুইটির মধ্যে synonymous এবং antonymous কোনো ধরনের সম্পর্ক নেই;
D. Emerged অর্থ - বের হয়ে আসা এবং Advanced অর্থ অগ্রসর হওয়া।
এখানে কোনো Antonymous অর্থ নেই।
সুতরাং সঠিক উত্তর C.

37. Find out the correct translation :
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
A. It is raining from morning
B. It has been raining from morning
✅ It has been drizzling since morning
D. It is drizzling since morning

🎓 Answer Analysis:
যেহেতু বৃষ্টি সকালে শুরু হয়ে এখনো হচ্ছে তাই এটি present perfect continuous tense;
C. tense এবং শব্দের ব্যবহার সঠিক;
A. is raining থাকায় এটি present continuous tense;
B. tense ঠিক থাকলেও ‘গুড়ি গুড়ি’ বৃষ্টির অর্থ দেয়া নেই;
D. is drizzling থাকায় এটি present continuous tense।
কাজেই সঠিক উত্তর C.

38. 'Maiden speech' means -
✅ First speech
B. Last speech
C. Late speech
D. Early speech

🎓 Answer Analysis:
A maiden speech is the first speech given by a newly-elected member of a legislature or parliament.
কাজেই সঠিক উত্তর A.

39. A person whose 'head' is in the 'clouds' is -
A. Proud
✅ a day dreamer
C. an aviator
D. useless

🎓 Answer Analysis:
'A person whose 'head' is in the clouds' অর্থ ‘স্বপ্নবিলাসী ব্যক্তি’।
কাজেই সঠিক উত্তর B.

40. Identify the correct sentence -
✅ She had faith in and hopes for the future
B. She had faith and hopes for the future
C. She had faith and hopes in the future
D. She had faith and hopes in future

🎓 Answer Analysis:
A.-তে preposition (in, for) - এর সঠিক প্রয়োগ হয়েছে;
B., C. ও D.-তে - সঠিকভাবে preposition-এর প্রয়োগ করা হয়নি।
তাই সঠিক উত্তর A.

41. Choose the correct tense -
A. Javed was so exhausted that he laid down for a sleep
B. Javed was so exhausted that he had laid down for a sleep
✅ Javed was so exhausted that he was lying down for a sleep
D. Javed was so exhausted that he will lay down for a sleep

🎓 Answer Analysis:
So........that-এর নিয়মানুসারে সঠিক উত্তর C.

42. A synonym for 'resentment' is -
A. fear
✅ anger
C. indignation
D. panic

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'resentment' শব্দটির অর্থ ‘রাগ’। এখানে
B. anger অর্থ হলো - রাগ;
A. fear অর্থ হলো - ভয়;
C. indignation অর্থ হলো - অবিচারের কারণে রোষ বা ক্ষোভ;
D. panic অর্থ হলো - আতংক।
B.-এর সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর B.

43. The captain left the boat, because it -
A. turned down
B. turned up
C. turned bottom
✅ turned over

🎓 Answer Analysis:
এখানে
D. turned over-এর অর্থ হলো - উল্টে গেল।
A. turned down-এর অর্থ হলো - প্রত্যাখ্যান করেছিল;
B. turned up-এর অর্থ হলো - ওপরের দিকে ঘোরালো ; C. turned bottom-এর অর্থ হলো - নিচের অংশ ঘোরানো।
নৌকা উল্টে যাবার কারণে চালক নৌকা ত্যাগ করল।
তাই সঠিক উত্তর D.

44. One should be careful about - duty.
A. his
B. her
✅ one's
D. the

🎓 Answer Analysis:
One-এর possessive হলো one's।
কাজেই সঠিক উত্তর C.

45. Three-fourths of the work - finished.
✅ have been
B. had
D. has been
D. were

🎓 Answer Analysis:
'Three-fourths' সাধারণত plural subject হিসেবে ব্যবহৃত হয়। তাই verb-ও plural হবে। আর force হবে passive। এখানে
A. have been - passive voice-এর plural verb;
B. had - active voice-এর verb;
C. has been - passive voice-এর verb হলেও singular;
D. were - plural হলেও active voice এর verb।
সুতরাং সঠিক উত্তর A.

46. We waited until the plane -.
A. did not take off
✅ took off
C. had not taken off
D. had taken off

🎓 Answer Analysis:
এখানে until নিজেই একটি negative conjunction। তাই এর পরে কোনো negative clause ব্যবহার করলে double negative হয়ে যাবে যা গ্রহণযোগ্য নয়। তাই A. did not take off, C. had not taken off ব্যবহার করা যাবে না। আবার until দ্বারা যুক্ত দুটো clause একই tense এর হয়। এখানে D. had taken off-ও ব্যবহার করা যাবে না কারণ এটি past perfect tense যেখানে main clause-টি past indefinite tense-এ আছে। তাই এখানে একমাত্র সঠিক উত্তরটি হবে B. took off যা past simple কিন্তু negative নয়।

47. I spent - with the patient
A. sometimes
B. sometime
✅ some time
D. some times

🎓 Answer Analysis:
Sometimes-অর্থ মাঝে মাঝে, তবে কিছু সময় বোঝাতে some time বসে। এক্ষেত্রে মাঝে space প্রযোজ্য।
তাই সঠিক উত্তর C.

48. Choose the correct sentence -
✅ Rahim ate almost the whole fish
B. Rahim almost ate the whole fish
C. Almost Rahim ate the whole fish
D. Rahim ate the whole fish almost

🎓 Answer Analysis:
'Almost' একটি adverb আর adverb সাধারণত verb, adjective or অন্য কোনো adverb-কে modify করে। এখানে
A.-তে 'almost' adverb-টি 'ate' verb-কে modify করেছে, তাই এটি সঠিক।
B.-তে এটি the whole fish (NP)-কে;
C. -তে Rahim-কে ও
D.-তে the whole fish-এর modifier হিসেবে ব্যবহৃত হয়েছে যা সঠিক নয়।
তাই সঠিক উত্তর A.

49. Choose the right preposition for the sentence :
She argued - me about the marriage.
✅ with
B. for
C. to
D. from

🎓 Answer Analysis:
A. argue with-এর অর্থ হলো - কারো সাথে কোনো ব্যাপারে ভিন্নমত পোষণ করা;
B. argue for-এর অর্থ হলো - কোনো ব্যাপারে যুক্তি দেখানো;
C. argue to ব্যাকরণগত দিক থেকে - Inappropriate.
D. argue from ব্যাকরণগত দিক থেকে - Inappropriate.
এখানে যেহেতু gap-এর পর me আছে তাই argue with -ই যুক্তিযুক্ত।
অতএব সঠিক উত্তর A.

50. Choose the right preposition for the sentence:
I count - your help.
A. after
✅ upon
C. for
D. with

🎓 Answer Analysis:
এখানে
B. count upon-এর অর্থ হলো - নির্ভর/বিশ্বাস করা।
A. count after - ব্যাকরণগতভাবে Inappropriate;
C. count for-এর অর্থ হলো - গুরুত্বপূর্ণ হওয়া;
D. count with - ব্যাকরণগতভাবে Inappropriate;
তাই এখানে সঠিক উত্তর B.
Post a Comment (0)
Previous Post Next Post