ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষ-মানা এ প্রাণ ... সকল বাধা-হীন | সারমর্ম

ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষ-মানা এ প্রাণ ... সকল বাধা-হীন | সারমর্ম

ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষ-মানা এ প্রাণ 
 বোতাম-আঁটা জামার নিচে শান্তিতে শয়ান।
 দেখা হলেই মিষ্ট অতি,
 মুখের ভাব শিষ্ট অতি,
 অলস দেহ ক্লিষ্ট গতি,
 গৃহের প্রতি টান-
 তৈল-ঢালা স্নিগ্ধ তনু নিদ্রা রসে ভরা
 মাথায় ছোটো বহরে বড় বাঙালি সন্তান।
 ইহার চেয়ে হতাম যদি আরব বেদুইন
 চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন।
 ছুটছে ঘোড়া উড়েছে বালি,
 জীবনস্রোত আকাশে ঢালি
 হৃদয়-তলে বহ্নি জ্বালি চলেছি নিশিদিন-
 বরশা হাতে, ভরসা প্রাণে,
 সদাই নিরুদ্দেশ
 মরুর ঝড় যেমন বহে সকল বাধা-হীন।

সারমর্ম: বাঙালি শান্তশিষ্ট, কর্মহীন, আরামপ্রিয় ও অলস জাতি। এ জীবন কারো কাম্য হতে পারে না। তার চেয়ে সাহসী, কর্মী ও চঞ্চলতা-মুখর জীবনের অধিকারী হওয়া অনেক বেশি সম্মানের।
Post a Comment (0)
Previous Post Next Post