ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে | সারমর্ম

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে | সারমর্ম

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা
হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা
তোমার আদেশে। যেন রসনায় মম
সত্যবাক্য ঝলি ওঠে খরখর সম
তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান
তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।

সারমর্ম: ক্ষমা মানুষের শ্রেষ্ঠ গুণ এবং এটি মহত্ত্বের লক্ষণ। কিন্তু এই ক্ষমা যেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অন্তরায় না হয়, যেন তা অন্যায়কে প্রশ্রয় না দেয়। কারণ, অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুই-ই সমান অপরাধ।
Post a Comment (0)
Previous Post Next Post