সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২৩

সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২৩
১. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয় বাংলাদেশের চাঁদার হার কত?
[ক] ২৫.০ মিলিয়ন ইসলামিক দিনার
[খ] ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার
✅ ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
[ঘ] কোনো চাঁদা দিতে হয় না

২. 'The World Economic Forum কর্তৃক নির্ধারিত International Comperitiveness Ranking-এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] জাপান
[গ] জার্মানি
✅ দক্ষিণ কোরিয়া

৩. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
[ক] মিয়ানমার
✅ জর্ডান
[গ] ইরাক
[ঘ] ইসরাইল

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর- আকাবা।
❀ আকাবা উপসাগরের পূর্ব তীরে অবস্থিত- আকাবা বন্দর।
❀ লরেন্স অব অ্যারাবিয়া আকাবা বন্দর অধিগ্রহণ করেছিলো- ১৯৯৭ সালে।

8. ‘ক্রজিরো’ কোন দেশের মুদ্রার নাম ?
[ক] লুক্সেমবার্গ
[খ] ব্রাজিল
[গ] কম্বোডিয়া
[ঘ] মঙ্গোলিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
লুক্সেমবার্গ
❀ লুক্সেমবার্গের মুদ্রার নাম- ইউরো।
❀ ইউরো মুদ্রা চালু আছে এমন দেশ- অস্ট্রিয়া, অ্যান্ডোরা, সাইপ্রাস, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, মাল্টা, বেলজিয়াম, মোনাকো, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্যানমেরিনো, পোভাকিয়া, পোভেনিয়া, স্পেন, কসোভো, ভ্যাটিকান সিটি ইত্যাদি।
ব্রাজিল
❀ ব্রাজিলের মুদ্রার নাম- রিয়াল।
❀ রিয়াল চালু আছে এমন দেশ- ইরান, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, কম্বোডিয়া প্রভৃতি।
কম্বোডিয়া
❀ কম্বোডিয়ার মুদ্রার নাম- রিয়াল।
মঙ্গোলিয়া
❀ মঙ্গোলিয়ার মুদ্রার নাম- তুগরিক।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs. GK-International-Affairs-BCS-and-Govt-Job-Preparation.

৫. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশ, দুই নীতি’ চালু হবে?
[ক] লাওস
[খ] ভিয়েতনাম
[গ] মঙ্গোলিয়া
✅ গনচীন

৬. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
✅ অস্ট্রেলিয়া
[খ] কানাডা
[গ] সাইপ্রাস
[ঘ] মরিসাস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ অস্ট্রেলিয়ার ১৯০১ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় প্রধান- ব্রিটেনের রানি।
❀ বর্তমানে রানি দ্বিতীয় এলিজাবেথ- রাষ্ট্রপ্রধান (১৯৫২ সাল থেকে)।
❀ রানির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন- রানি কর্তৃক নিযুক্ত গভর্নর।

৭. জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
[ক] সুইজারল্যান্ড
[খ] পোল্যান্ড
✅ অস্ট্রিয়া
[ঘ] ডেনমার্ক

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ অস্ট্রিয়ার অফিসিয়াল ভাষা- জার্মান।
❀ অস্ট্রিয়ার প্রায় সব লোক কথা বলে- জার্মান ভাষায়।
❀ কেবলমাত্র বার্গেনল্যান্ড এলাকায় কিছু লোক ক্রোয়েট ভাষায় এবং ক্যারিলসিয়ায় কিছু লোক কথা বলে- পোভেন ভাষায়।

৮. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
[ক] ইয়েন
[খ] পেসো
[গ] ইউয়ান
✅ উয়ন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
উয়ন
❀ দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- ওন (উয়ন)।
❀ ওন মুদ্রা চালু আছে এমন আরেকটি দেশ- উত্তর কোরিয়া।
ইয়েন
❀ জাপানের মুদ্রার নাম- ইয়েন।
পেসো
❀ পেসো চালু আছে এমন কয়েকটি দেশ- ফিলিপাইন, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে, চিলি প্রভৃতি।
ইউয়ান
❀ চীনের মুদ্রার নাম- ইউয়ান।

৯. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
[ক] নলিনী
[খ] নাথু
[গ] থানু
[ঘ] আনু

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ রাজীব গান্ধী হত্যার সাথে জড়িত ৬ দলের অন্যতম সদস্য- নলিনী।
❀ রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী তামিল নারীর প্রকৃত নাম- তেনমুলি রাজারত্নম (Thenmuli Rajaratnam) ওরফে ধানু।
❀ রাজীব গান্ধী হত্যা মামলার জন্য গঠিত জৈন কমিশনের তদমন্ত রিপোর্টে ধানুর নাম উল্লেখ করা হয়- ‘গায়ত্রী’।
❀ ভারতের তামিলনাড়ূ রাজ্যের রাজধানী চেন্নাই-এর অনতিদূরে শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এক আত্মঘাতী তামিল গেরিলা হামলায় রাজীব গান্ধী নিহত হন- ২১-এ মে ১৯৯১ সালে।

১০. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
[ক] জাপানকে সাহায্য করা
[খ] ভিয়েতনামকে দমন করা
✅ ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
[ঘ] দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আসিয়ানকে সমর্থনের মাধ্যমে এর সাথে সংশ্লিষ্ট হতে এবং নিজস্ব মুক্তবাজার অর্থনীতির বিসন্তারণে প্রয়াসী- যুক্তরাষ্ট্র।
❀ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অঞ্চলকেন্দ্রিক পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্যের পরই অত্যমন্ত গুরুত্বপূর্ণ- পূর্ব এশিয়া।
❀ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক সংগঠন হচ্ছে- আসিয়ান।

১১. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
✅ UNIMOG
[খ] UNGOMAP
[গ] UNFICP
[ঘ] UNIMOG

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ UNIMOG-এর পূর্ণরূপ হচ্ছে- United Nations Iran-Iraq Military Observer Group.
❀ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক যুগোশ্লাভিয়ার মেজর জেনারেল পাভকো জোভিরকে প্রধান করে এটি প্রতিষ্ঠিত হয়- ১৯৮৮ সালের আগষ্টে।
❀ UNIMOG-এর মেয়াদকাল- ১৯৮৮ - ১৯৯১ সাল পর্যন্ত।

১২. ক্যাটালন কোন দেশের ভাষা?
✅ স্পেন
[খ] বেলজিয়াম
[গ] নাইজেরিয়া
[ঘ] মঙ্গোলিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ স্পেনের ক্যাটামিনিয়া প্রদেশের ভাষা- ক্যাটালন (Catalon)।
❀ স্পেনের একটি প্রদেশ- ক্যাটালনিয়া।
❀ স্প্যানিশ ও ফ্রেঞ্চ উভয় ভাষার সাথে সম্পর্কিত- ক্যাটালন ভাষা।
❀ স্পেনের সরকারি ভাষা স্প্যানিশ হলেও বার্সিলোনাসহ দেশের ৩০ শতাংশ লোক কথা বলে- ক্যাটালন ভাষায়।

১৩. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
✅ প্রথম সোমবার
[খ] দ্বিতীয় সোমবার
[গ] তৃতীয় সোমবার
[ঘ] চতুর্থ সোমবার

১৪. কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাসন্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
[ক] UNV
[খ] DTCD
[গ] UNFPA
✅ UNDP

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ উন্নয়নশীল দেশের প্রাকৃতিক ও মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি লাভে সাহায্য করা- UNDP-র লক্ষ্য ও উদ্দেশ্য।
❀ UNDP-এর পূর্ণরূপ- United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)।
❀ প্রতি বছর ‘মানব উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশ করে- UNDP.
❀ UNDP-এর বর্তমান ও প্রথম নারী প্রশাসক- সুইজারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক (১৭ই এপ্রিল ২০০৯)।
❀ UNDP প্রতিষ্ঠিত হয়- ১৯৬৫ সালে।
❀ UNDP সদরদপ্তর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

১৫. ‘গ্লাসনস্ত’-এর অর্থ কি?
[ক] সমাজতন্ত্রের সংগঠন
[খ] সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
✅ খোলামেলা আলোচনা
[ঘ] সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ রুশ শব্দ গ্লাসনস্ত মানে- খোলানীতি।
❀ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভ গ্লাসনস্ত প্রবর্তন করেন- ১৯৮৭ সালে।
❀ গ্লাসনস্ত নীতির কারণেই সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়- ১৯৯১-এ।

১৬. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
[ক] IBRD
[খ] IDA
✅ IMF
[ঘ] IFC

১৭. কোনটি ‘ওআইসি - (OIC)’-এর অঙ্গসংস্থা নয়?
[ক] আন্তর্জাতিক ইসলামী আদালত
[খ] সাধারণ সচিবালয়
✅ ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
[ঘ] ইসলামী উন্নয়ন ব্যাংক

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ OIC-র অঙ্গ সংগঠন- ১১টি; ১. বাদশাহ, রাষ্ট্র বা সরকার প্রধানদের সম্মেলন, ২. পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, ৩. সাধারণ সচিবালয়, ৪. আন্তর্জাতিক ইসলামী বিচার আদালত, ৫. স্ট্যান্ডিং কমিটি, ৬. নির্বাহী কমিটি, ৭. মানবাধিকার বিষয়ক স্বাধীন স্থায়ী কমিশন, ৮. স্থায়ী প্রতিনিধি কমিটি, ৯. সাবসিডিয়ারি অর্গান, ১০. বিশেষায়িত ইনস্টিটিউট ১১. অনুমোদিত ইনস্টিটিউট।
❀ OIC-এর সবচেয়ে কার্যকরী পদক্ষেপ- IDB প্রতিষ্ঠা।
❀ OIC-র মহাসচিবের মেয়াদকাল- ৫ বছর (পূর্বে ৪ বছর ছিল)।

১৮. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
[ক] ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
[খ] ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
✅ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
[ঘ] ১৯৬৭ সালের ৩০ জানুয়ারি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ তাসখন্দ চুক্তি সাক্ষরিত হয়- ১০ই জানুয়ারি ১৯৬৬।
❀ তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়- উজবেকিস্তানের তাসখন্দে।
❀ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকেন্দ্রিক যুদ্ধ বন্ধ করা ও শান্তি স্থাপন- ‘তাসখন্দ’ চুক্তির লক্ষ্য।
❀ তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী- রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
❀ তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী দেশ- সাবেক সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া।

১৯. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
[ক] ১৯৬৫ সালে
✅ ১৯৬৬ সালে
[গ] ১৯৬৭ সালে
[ঘ] ১৯৬৮ সালে

২০. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-।
[ক] জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
[খ] সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
[গ] পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
✅ সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কাশ্মীর ভারতের সাথে যোগ দেয়- ২৬-এ অক্টোবর ১৯৪৭।
❀ ১৯৪৮ সালে পাকিস্তান কাশ্মীরের এক-তৃতীয়াংশ এলাকা দখল করে নাম দেয়- আজাদ কাশ্মীর।
❀ জাতিসংঘের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়- ১লা জানুয়ারি ১৯৪৯।

২১. পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয়?
[ক] মিয়ানমার, থাইল্যান্ড ও চীন
✅ মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
[গ] মিয়ানমার, আফগানিস্তান ও কম্বোডিয়া
[ঘ] ইরান, আফগানিস্তান ও পাকিস্তান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ পপি উৎপাদন ক্ষেত্রে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলে পরিচিত- মিয়ানমার, থাইল্যান্ড, লাওস।
❀ এক ধরনের মাদক দ্রব্য- ওপিয়াম পপি।
❀ দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসে ব্যাপকভাবে উৎপাদিত হয়- পপি।

২২. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
[ক] জর্ডান
[খ] লেবানন
✅ ইরান
[ঘ] বাহরাইন

১৯. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
[ক] ধর্ম
[খ] জাতি
✅ সংস্কৃতি
[ঘ] ভাষা

২৩. বিশ্বখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ক] মাইকেল অ্যাঞ্জেলো
✅ লিওনার্দো দ্য ভিঞ্চি
[গ] পাবলো পিকাসো
[ঘ] ভ্যানগগ

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

২৪. ১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি-
✅ টোকিওতে
[খ] নিউইয়র্কে
[গ] তেহরানে
[ঘ] আবিদজানে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ব্রিটিশ প্রতিষ্ঠান ‘মার্সার’ রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর- অ্যাঙ্গোলার রাজধানী রুয়ান্ডা (দ্বিতীয়- টোকিও, জাপান)।

২৫. উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা-
✅ আইবিএম
[খ] জেনারেল মটরস
[গ] রয়াল ডাচ/শেল
[ঘ] ইক্সন (Ecxon)

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) The Global Competitiveness Report (GCR) ২০১০-২০১১ প্রকাশ করে- ৯ই সেপ্টেম্বর ২০১০।
❀ জিসিআর রিপোর্ট ২০১০-১১ তে শীর্ষ দেশ- সুইজারল্যান্ড।
❀ জিসিআর রিপোর্ট ২০১০-১১ তে সর্বনিম্ন দেশ- শাদ (চাদ)।
❀ জিসিআর রিপোর্ট ২০১০-১১ অনুযায়ী বাংলাদেশের অবস্থান- ১০৭তম (অংশগ্রহণকৃত দেশ ১৩৯টি)।

২৬. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি-
[ক] ইউরোপে
[খ] উত্তর আমেরিকায়
✅ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
[ঘ] মধ্য এশিয়ায়

২৭. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
[ক] ভারতে
✅ পাকিস্তানে
[গ] শ্রীলংকায়
[ঘ] বাংলাদেশে

২৮. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
[ক] ফিলিপাইন
[খ] জাপান
[গ] চীন
✅ ভারত

২৯. ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ-
[ক] চীন
[খ] যুক্তরাষ্ট্র
[গ] পাকিস্তান
✅ থাইল্যান্ড

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বর্তমানে শীর্ষ চাল রপ্তানিকারক দেশ- থাইল্যান্ড।
❀ ধান উৎপাদনে শীর্ষদেশ- চীন, মহাদেশ-এশিয়া।
❀ পৃথিবীর প্রায় ৯০% ধান উৎপাদিত হয়- এশিয়া মহাদেশে।
❀ বিশ্বের ৩৪% (প্রায়) ধান উৎপাদিত হয়- চীনে।
❀ ‘পৃথিবীর ধানের আধার’ বলে- চীনের হুনান প্রদেশকে।
❀ IRRI প্রতিষ্ঠিত হয়- ১৯৬০ সালে (সদরদপ্তর- লস ব্যানোস, লেগুনা, ফিলিপাইন)।

৩০. ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
✅ জুন ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
[খ] জেলখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
[গ] পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
[ঘ] আলজিরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ তিয়েনআনমেন স্কোয়ারে গণতন্ত্রের দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়- ১৯৮৯ সালে।
❀ চীনের রাজধানী বেইজিং নগরীতে ৪০ হেক্টর এলাকা নিয়ে অবস্থিত- তিয়েনমেন স্কোয়ার।
❀ সেনা অভিযান চালনার মাধ্যমে চীন সরকার বিক্ষোভ দমন করে- ৪ঠা জুন ১৯৮৯।

৩১. এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
✅ APEC
[খ] CREC
[গ] EAEG
[ঘ] ECO

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ APEC-এর পূর্ণরূপ- Asia-Pacific Economic Co-operation.
❀ ২২তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- সিঙ্গাপুরে, ১৪-১৫ই নভেম্বর ২০০৯।

৩২. ‘জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
[ক] প্রায় ৭৫ শতাংশ
[খ] প্রায় ৮০ শতাংশ
[গ] প্রায় ৮৫ শতাংশ
[ঘ] প্রায় ৯০ শতাংশ

৩৩. মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জামন্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
[ক] এনডিএল
[খ] এলএনডি
✅ এনএলডি
[ঘ] বিএসপিপি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৯০ সালের নির্বাচনে মিয়ানমারের জয়ী দল- বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির National League for Democracy (NLD) যা বর্তমানে বিলুপ্ত (৭ই মে ২০১০)।
❀ বর্তমানে সেনাশাসিত এশিয়ান দেশ- মিয়ানমার।
❀ ১৯৬২ সাল থেকে সামরিক জামন্তা কর্তৃক শাসিত হচ্ছে- মিয়ানমার।
❀ মিয়ানমারে ১৯৬২ সালে ক্ষমতা দখল করে- জেনারেল নে উইন।
❀ মিয়ানমারের বর্তমান সামরিক জামন্তা প্রধান- জেনারেল থান শোয়ে।
❀ ১৯৬২ সালের পর মিয়ানমারে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়- মে, ১৯৯০।
❀ জেনারেল থান শোয়ে ক্ষমতায় আসেন- ১৮ই সেপ্টেম্বর ১৯৮৮।

৩৪. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
[ক] ২ অক্টোবর (সকালে)
[খ] ২ অক্টোবর (মাঝরাতে)
[গ] ১ অক্টোবর (দুপুরে)
✅ ৩ অক্টোবর (মাঝরাতে)

৩৫. ‘ইউনিডো’ (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
[ক] টোকিও
[খ] প্যারিস
[গ] নিউইয়র্ক
✅ ভিয়েনা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ UNIDO-এর সদর দপ্তর অবস্থিত- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে।
❀ উন্নয়নশীল দেশসমূহের দ্রুত শিল্পায়ন এবং এক্ষেত্রে জাতিসংঘের কার্যক্রমের সমন্বয় সাধন- UNIDO-এর লক্ষ্য ও উদ্দেশ্য।
❀ UNIDO কাজ আরম্ভ করে- ১লা জানুয়ারি ১৯৮৬।
❀ UNIDO-এর বর্তমান প্রধান- সিয়েরা লিওনের কানডেহ কে ইয়ামকেল্লা (২১-এ জুন ২০০৫)।
❀ UNIDO- এর পুর্ণরূপ হলো- United Nations Industrial Development Organization.

৩৬. 'International Institute on Aging' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
[ক] জেনেভা
[খ] রোম
[গ] প্যারিস
✅ ভ্যালেটা

৩৭. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
✅ ১৯৬৬ সাল থেকে
[খ] ১৯৬৭ সাল থেকে
[গ] ১৯৬৮ সাল থেকে
[ঘ] ১৯৮৯ সাল থেকে

৩৮. পিএলও (PLO)-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
✅ নিউইয়র্ক
[খ] প্যারিস
[গ] জেনেভা
[ঘ] ভিয়েনা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বীকৃতি পায়- ১৭৮৮ সালে।
❀ নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী- আলবানি।
❀ নিউইয়র্কের আয়তন- ১,২৭,১৯০ বর্গ কিলোমিটার।
❀ নিউইয়র্কের ইলেকটোরাল ভোট- ৩১টি।

৩৯. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলো?
[ক] কুয়েত
[খ] নাইজেরিয়া
[গ] সৌদি আরব
✅ ভেনিজুয়েলা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যোগে OPEC গঠন করা হয়- ১৪ই সেপ্টেম্বর ১৯৬০ সালে।
❀ OPEC-এর সদরদপ্তর- অস্ট্রিয়ার ভিয়েনায়।
❀ OPEC-এর বর্তমান সদস্যসংখ্যা- ১২।

8০. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] জাপানের নাগাসাকিতে
[খ] অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
✅ রাশিয়ার আশখাবাদে
[ঘ] কানাডার ভেঙ্কুবারে

8১. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
✅ UNDP
[খ] DTCD
[গ] UNFPA
[ঘ] UNEP

8২. ১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
[ক] মাইকেল চ্যাং
[খ] জিন ফিলিপস
✅ মাইকেল স্টিচ
[ঘ] পিট সামঙ্রাস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ২০১০ সালে পুরুষ (একক)-এ উইম্বলডন চ্যাম্পিয়ন- স্পেনের রাফায়েল নাদাল।
❀ ২০১০ সালে মহিলা একক-এ উইম্বলডন চ্যাম্পিয়ন- যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

8৩. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?
[ক] সিঙ্গাপুর
[খ] মালয়েশিয়া
[গ] থাইল্যান্ড
✅ দক্ষিণ কোরিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ উল্লেখিত রাষ্টগুলোর মধ্যে ‘আসিয়ান’ জোটভুক্ত নয়- দক্ষিণ কোরিয়া।
❀ ASEAN-এর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়- ১৯৭৬ সালে।
❀ ASEAN-এর প্রতিষ্ঠাতা সদস্য- ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড এবং মালয়েশিয়া।
❀ ASEAN-এর সর্বশেষ সদস্য- কম্বোডিয়া (৩০-এ এপ্রিল ১৯৯৯)।
❀ Association Of South-East Asia Nation (ASEAN) প্রতিষ্ঠিত হয়- ৮ই আগস্ট ১৯৬৭।
❀ আসিয়ানের বর্তমান সদস্য দেশগুলো হচ্ছে- থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ব্রুনেই, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

8৪. জাপান পার্ল হারবার আক্রমণ করে-
✅ ৭ ডিসেম্বর, ১৯৪১
[খ] ২৩ জুন, ১৪৪২
[গ] ৩ নভেম্বর, ১৯৪২
[ঘ] ২৬ জুলাই, ১৯৪৩

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অক্ষশক্তির অন্যতম জাপান নিজস্ব প্রভাব বলয় সম্প্রসারণের জন্যে মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে বোমা বর্ষণ করে- ৭ই ডিসেম্বর ১৯৪১।
❀ যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়- ৮ই ডিসেম্বর ১৯৪১।

8৫. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
✅ ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
[খ] ইরাকে কুয়েত দখল অবসান করা
[গ] স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
[ঘ] উপরের সবকটি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইরাক কুয়েত দখল করলে সৌদি আরবের নিরাপত্তা বিধানকল্পে সৌদি ভূখন্ডে সৈন্য মোতায়েন করে- যুক্তরাষ্ট্র।
❀ ইরাক-কুয়েত দখল করে- ২রা আগস্ট ১৯৯০।
❀ জাতিসংঘের সংযুক্ত বাহিনী কুয়েত দখল মুক্ত করে- ২৩-এ ফেব্রুয়ারি ১৯৯১।
❀ শিল্পোন্নত দেশগুলোর প্রধান জ্বালানি উপাদান খনিজ তেলের নিরাপদ সরবরাহ নিশ্চিতকরণ এবং তেলের মূল্য যাতে না বাড়ে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ছিলো- মার্কিন সৈন্য মোতায়েনের প্রচ্ছন্ন উদ্দেশ্য।

8৬. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
[ক] পিকিং স্পোর্টস স্টেডিয়াম
[খ] বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
✅ ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
[ঘ] চায়না স্পোর্টস স্টেডিয়াম

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১১তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়- চীনের বেইজিং-এ।
❀ ১১তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়- ১৯৯০ সালে।
❀ ১১তম এশিয়ান গেমস-এ চ্যাম্পিয়ন- চীন।

8৭. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
[ক] ১৩৭
[খ] ১২১
[গ] ১১৭
[ঘ] ১১০

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যুর হার- ৪১ জন (প্রতি হাজার জীবিত জন্মে)।
❀ UNFPA রিপোর্ট-২০১০ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার- ১. ৪%।
❀ জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের- ৭ম।

8৮. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
[ক] দামেস্ক চুক্তি
✅ আলজিয়ার্স চুক্তি
[গ] কায়রো চুক্তি
[ঘ] বৈরুত চুক্তি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জাতিসংঘের আহবানে ইরাক-ইরান যুদ্ধ বিরতি মেনে নেয়- ২৯-এ আগস্ট ১৯৮৮।
❀ ইরান-ইরাক উপসাগরীয় যুদ্ধ শুরু হয়- ২২-এ সেপ্টেম্বর ১৯৮০।
❀ ইরান ও ইরাকের যুদ্ধে ইরাককে মদদ দেয়- মিশর ও জর্ডান।
❀ ইরান ও ইরাকের যুদ্ধে ইরানকে মদদ দেয়- সিরিয়া ও লিবিয়া।
❀ ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ চলে- ১৯৮০-৮৮ পর্যন্ত।

8৯. ‘৫০০ দিনের প্ল্যান’ বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে-
[ক] ‘ওয়ারশ’ জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
[খ] রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রকল্প সম্পন্ন করা
✅ সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রকল্প সম্পন্ন করা
[ঘ] পূর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কমিউনিস্ট অর্থনীতিকে বাজার অর্থনীতিতে রূপামন্তরের জন্য সোভিয়েত ইউনিয়নে যে প্রকল্প হাতে নেয়া হয় তা হলো- ৫০০ দিনের প্লান।

৫০. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বের প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
[ক] ৪,০০,০০০
✅ ৪০,০০০
[গ] ৪৪,০০০
[ঘ] ৫৪,০০০
Post a Comment (0)
Previous Post Next Post