সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২২

সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২২
১. বেনেলাক্স (Benelux) বলতে যে দেশগুলোকে বোঝায়-
[ক] সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
[খ] চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
✅ বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
[ঘ] ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বেনেলাক্স-এর সদস্য দেশ- বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস।
❀ Benelux-এর পূর্ণরূপ- Belgium, Netherlands and Luxamburg Economic Union.
❀ সংস্থার প্রধানের পদবি- প্রেসিডেন্ট।
❀ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়- দুই বছরের জন্যে।
❀ একটি অর্থনৈতিক জোট- বেনেলাক্স।

২. ‘করনার স্টোন অব পিস’-এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
[ক] মাকাও
✅ হাইতি
[গ] ওকিনাওয়া
[ঘ] ভিয়েতনাম

৩. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয়?
[ক] দ্বিতীয়
[খ] তৃতীয়
[গ] পঞ্চম
✅ ষষ্ঠ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ নয়া আন্তর্জাতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়- ষষ্ঠ অধিবেশনে।
❀ ন্যাম সদস্যসমূহ এবং ৭৭-জাতি গোষ্ঠির পক্ষ থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক মুক্তি ও অগ্রগতির লক্ষ্যে প্রণীত পরিকল্পনা হলো- নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা NIEO।
❀ জাতিসংঘ সাধারণ পরিষদে (ষষ্ঠ বিশেষ অধিবেশন) পাস হয়- ১৯৪৭ সালের ৩০-এ এপ্রিল।
❀ বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে উন্নয়নশীল বিশ্বের উপযোগী একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা- NIEO প্রস্তাবের লক্ষ্য।

8. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
[ক] তাজিকিস্তান
✅ কাজাখস্তান
[গ] উজবেকিস্তান
[ঘ] কিরগিজস্তান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখস্তান।
❀ কাজাখস্তানের আয়তন- ২৭,২৪,৯০০ বর্গ কি. মি. ।
❀ কাজাখস্তান সোভিয়েত প্রজাতন্ত্র হয়- ১৯৩৬ সালে।
❀ চীনের সীমান্ত থেকে কাসিঙয়ান সাগর পর্যন্ত বিস্তৃত- কাজাখস্তান।
❀ কাজাখস্তান স্বাধীনতা লাভ করে- ১৬ই ডিসেম্বর ১৯৯১।
❀ সাবেক সোভিয়েতের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ প্রজাতন্ত্র ছিল- কাজাখস্তান।
❀ কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভকে জাতীয় নেতা ঘোষণা করা হয়- ১৫ই জুন ২০১০।

৫. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয়?
[ক] হারারে, ১৯৮৯ সালে
✅ বেলগ্রেড, ১৯৬১ সালে
[গ] হাভানা, ১৯৭৩ সালে
[ঘ] কায়রো, ১৯৭০ সালে

৬. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেসেন্তারাঁ চালু হয়েছিলো ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেসেন্তারাঁর নাম-
[ক] ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
[খ] জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
✅ স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
[ঘ] ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে

৭. সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো-
[ক] মারেতে
✅ কলম্বোতে
[গ] বাঙ্গালোরে
[ঘ] কাঠমান্ডুতে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২১-এ ডিসেম্বর ১৯৯১।
❀ সার্ক-এর ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৮-২৯-এ এপ্রিল ২০১০।
❀ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে।

৮. রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
✅ Budennovsk
[খ] Keldavisk
[গ] Dasanova
[ঘ] Gariev

৯. বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
[ক] ২১ জানুয়ারি
[খ] ৩১ মার্চ
[গ] ৩০ এপ্রিল
✅ ৩১ মে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ প্রতিবছর ৩১-এ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়ে আসছে- ১৯৮৮ সাল থেকে।
❀ WHO বিশ্ব তামাকমুক্ত দিবসের সূচনা করে- ১৯৮৭ সালে।
❀ WHO ও FIFA যৌথভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলকে ধূমপানমুক্ত ঘোষণা করে- ২০০২ সালে।

১০. মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
[ক] যুক্তরাজ্য
✅ ফ্রান্স
[গ] জাপান
[ঘ] জার্মানি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে- ফ্রান্স।
❀ নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক এবং বিশ্বের অন্যতম বৃহৎ মূর্তি।
❀ তামার তৈরি এ মূর্তিটি- ৯৩ মিটার বা ৩০৫ ফুট উঁচু।
❀ এতে খোদিত রয়েছে- এমা লাজারুসের ‘দ্য নিউ কলম্বাস’।
❀ ৩০০ খন্ডে বিভক্ত মূর্তিটি ১৮৮৪ সালে প্যারিসে তৈরি সম্পন্ন হয় এবং ১৮৮৪ সালে খন্ড খন্ড করে পাঠানো হয়- আমেরিকায়।
❀ এর উচ্চতা- একটি ২২ তলা বিল্ডিং-এর সমান।

১১. নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
[ক] নামিবিয়া
[খ] সুইজারল্যান্ড
[গ] কিউবা
[ঘ] পানামা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
নামিবিয়া
❀ জাতিসংঘের ১৬১তম সদস্য দেশ- নামিবিয়া।
❀ নামিবিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে- ১৯৯০ সালে।
সুইজারল্যান্ড
❀ জাতিসংঘের ১৯০তম সদস্য দেশ- সুইজারল্যান্ড।
❀ সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে- ১০ই সেপ্টেম্বর-২০০২।
কিউবা
❀ জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য- ৫১।
❀ জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ- কিউবা।
❀ কিউবা জাতিসংঘের সদস্যপদ লাভ করে- ২৪-এ অক্টোবর ১৯৪৫ সালে।
পানামা
❀ পানামা জাতিসংঘের সদস্যপদ লাভ করে- ১৯৪৫ সালে।
❀ জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য- পানামা।

১২. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
[ক] বেডেন পাওয়েল
✅ ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
[গ] প্যারেজ দ্য কুয়েলার
[ঘ] জুয়ান এন্টনিও সামারাঞ্চ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ব্যারন পিয়ারে দ্য কুবার্তো IOC-র প্রেসিডেন্ট ছিলেন- ১৮৯৬ - ১৯২৫ মেয়াদকালে।
❀ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান- অলিম্পিক গেমস।
❀ গ্রেটেস্ট শো-অন আর্থ বলা হয়- অলিম্পিক গেমসকে।
❀ অলিম্পিক গেমসের সূচনা হয়- গ্রিসে।
❀ প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়- খ্রিস্টপূর্ব ৭৭৬ সালে।
❀ খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯২ অব্দ পর্যন্ত অলিম্পিকে খেলা অনুষ্ঠিত হয়- মোট ২৯২টি।
❀ প্রাচীন অলিম্পিক খেলা বন্ধ হয়- ৩৯৩ খ্রিস্টাব্দ থেকে।
❀ অলিম্পিক খেলা বন্ধ করে- রোমের সম্রাট বিওত্তোসিয়াম।
❀ অলিম্পিক খেলা বন্ধ থাকে- প্রায় ১৫০০ বছর।
❀ প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়- ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।

১৩. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিলো?
[ক] ব্রিটেন
[খ] ফ্রান্স
✅ অস্ট্রেলিয়া
[ঘ] নিউজিল্যান্ড

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ স্বাধীনতার পূর্বে অস্ট্রেলিয়ার অধীনে ছিল- পাপুয়া নিউগিনি।
❀ প্রশামন্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত- পাপুয়া নিউগিনি।
❀ নিউগিনি দ্বীপের পূর্বাংশ ও কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত- পাপুয়া নিউগিনি।
❀ পাপুয়া নিউগিনি ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়- ১৮৮৪ সালে।
❀ পাপুয়া নিউগিনির স্বায়ত্তশাসন লাভ হয়- ১৯৭৩ সালে।
❀ পাপুয়া নিউগিনির স্বাধীন রাষ্ট্রে উত্তরণ ঘটে- ১৬ই সেপ্টেম্বর ১৯৭৫।
❀ পাপুয়া নিউগিনির উপকূলে বসবাস করে- কৃষ্ণবর্ণ মেলানেশীয়রা।

১৪. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিলো-
✅ ৪ এপ্রিল, ১৯৪৯
[খ] ৩ জানুয়ারি, ১৯৫৪
[গ] ২৬ মে, ১৯৫৫
[ঘ] ১ ফেব্রুয়ারি ১৯৫৬

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ NATO গঠিত হয়- ৪ঠা এপ্রিল ১৯৪৯।
❀ প্রতিষ্ঠাকালীন সদস্য- ১২টি।
❀ NATO-র সর্বাধিনায়ক- ওয়েসলি ক্লার্ক।
❀ NATO-র ১২তম মহাসচিব- ডেনমার্কের অ্যান্ডার্স ফগ রাসমুসেন (১লা আগস্ট ২০০৯)।
❀ NATO ভুক্ত মুসলিম দেশ- ২টি; তুরস্ক ও আলবেনিয়া।
❀ ফ্রান্স NATO-র সামরিক কর্মকান্ডে অংশগ্রহণ করে- ২রা এপ্রিল ২০০৯।
❀ NATO-র বর্তমান সদস্য সংখ্যা- ২৮।
❀ NATO-র সদরদপ্তর- বেলজিয়ামের ব্রাসেলস-এ।

১৫. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-
[ক] ইন্দোনেশিয়া
[খ] মালয়েশিয়া
[গ] থাইল্যান্ড
[ঘ] ফিলিপাইন
❀ সঠিক উত্তর নেই।

১৬. Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
[ক] রাজনীতিবিদ
[খ] ক্রীড়াবিদ
[গ] ব্যবসায়ী
✅ কূটনীতিবিদ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ Persona-non-grata দ্বারা বোঝানো হয়- অবাঞ্ছিত ব্যক্তি।
❀ Persona-non-grata একটি- স্পেনিশ শব্দ।
❀ অবাঞ্ছিত ব্যক্তি শব্দটি সাধারণত ব্যবহৃত হয়- কূটনৈতিক ক্ষেত্রে।
❀ দেশে দেশে প্রেরিত ব্যক্তি বা নিযুক্ত দূত যদি সে দেশের আস্থাভাজন না হয় তবে তাকে ঘোষণা করা হয়- অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে।

১৭. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিলো-
[ক] সুয়েজ যুদ্ধ
✅ কোরীয় যুদ্ধ
[গ] পাক-ভারত যুদ্ধ ১৯৬৫
[ঘ] ফকল্যান্ড যুদ্ধ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জাতিসংঘের সাধারণ পরিষদ ‘শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হবার প্রস্তাব’ (Uniting for peace Resolution) নামক একটি প্রস্তাব গ্রহণ করে- নভেম্বর, ১৯৫০।
❀ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে- ২৫-এ জুন ১৯৫০।
❀ সংকটকালীন সময়ে নিরাপত্তা পরিষদের অক্ষমতা যেন জাতিসংঘকে অসহায় করে তুলতে না পারে তার জন্য- Uniting for Peace Resulation ব্যবস্থা।

১৮. কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা-
[ক] ৪৮
[খ] ৫০
[গ] ৫২
[ঘ] ৫৬

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ কমনওয়েলথ সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা- ৫৪।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

১৯. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?
[ক] ২১ জুলাই, ১৯৯৪
✅ ২২ জুলাই, ১৯৯৪
[গ] ২৩ জুলাই, ১৯৯৪
[ঘ] ২৪ জুলাই, ১৯৯৪

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ গাম্বিয়ার সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে- ২২ -এ জুলাই, ১৯৯৪।
❀ ক্যাপ্টেন (অব) ইয়াহইয়া এ. জে. জে জাম্মেহ নিজেকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করেন- ২৬-এ জুলাই, ১৯৯৪।
❀ ইয়াহইয়া এ. জে. জে জাম্মেহ নির্বাচনের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট হন- ২৬ -এ সেপ্টেম্বর ১৯৯৬।

২০. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
✅ ৭ জুন, ১৯৯৪
[খ] ১১ জুন, ১৯৯৪
[গ] ১ জুলাই, ১৯৯৪
[ঘ] ১২ জুলাই, ১৯৯৪

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বিরোধী নেতা মাসুদ আবিওলা একটি বিশাল জনসভায় সানি আবাচাকে অস্বীকার করে নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন- ১৯৯৪ সালের ৭ই জুন।
❀ জেনারেল সানি আবাচা নাইজেরিয়ার ক্ষমতা দখল করেন- ১৯৯৩ সালের ১৭ই নভেম্বর।

২১. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিলো?
[ক] ১৫টি
[খ] ৬টি
✅ ১১টি
[ঘ] ১০টি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৬৫ সালের আগে জাতিসংগের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল- ১১টি।
❀ জাতিসংঘ সনদের ২৩ ধারা সম্পর্কিত সংশোধনী সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়- ১৭ই ডিসেম্বর ১৯৬৩।
❀ জাতিসংঘ সনদের ২৩ ধারা সম্পর্কিত সংশোধনী কার্যকর হয়- ৩১-এ আগস্ট ১৯৬৫।
❀ ২৩ ধারা সংশোধনী নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা ১১ থেকে বর্ধিত করে- ১৫-তে।

২২. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?
[ক] স্টইচকভ ও রোবার্তো
[খ] সালেনকো ও আর্ভেসন
✅ সালেনকো ও স্টইচকভ
[ঘ] আর্ডেসন ও রোবার্তো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৯৪ সালের বিশ্বকাপে রাশিয়ার ওলেগ সালেনকো গোল করে- ৬টি।
❀ ১৯৯৪ সালের বিশ্বকাপে বুলগেরিয়ার স্টইচকভ গোল করে- ৬টি।
❀ ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র।
❀ ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন- ব্রাজিল।
❀ ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে রানার্সআপ- ইতালি।

২৩. রুয়ান্ডার প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
[ক] ৮ জুলাই, ১৯৯৪
✅ ১৯ জুলাই, ১৯৯৪
[গ] ২৪ জুলাই, ১৯৯৪
[ঘ] ২৭ জুলাই, ১৯৯৪

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ রুয়ান্ডা স্বাধীন হয়- ১লা জুলাই ১৯৬২।
❀ আফ্রিকার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ- রুয়ান্ডা।
❀ ‘হাজার পাহাড়ের দেশ’ নামে পরিচিত- রুয়ান্ডা।
❀ রুয়ান্ডার অধিকাংশ মানুষ- হুটু সম্প্রদায়ের।
❀ রুয়ান্ডা শাসন করছে- টুটসি রাজারা।
❀ সংখ্যালঘু টুটসি সম্প্রদায়ের নেতৃত্বাধীন দল- প্যাট্রিয়াটিক ফ্রন্ট।
❀ প্রথমবারের মত টুটসি সম্প্রদায়ের নলকাগামে রাষ্ট্রপতি নির্বাচিত হন- ২০০০ সনে।

২৪. গিরিজা প্রাসাদ কৈরালা কত তারিখে নেপালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন?
[ক] ৮ জুলাই, ১৯৯৪
[খ] ৯ জুলাই, ১৯৯৪
✅ ১০ জুলাই, ১৯৯৪
[ঘ] ১১ জুলাই, ১৯৯৪

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৯১ থেকে NCP-এর অভ্যন্তরীণ কোন্দল শুরু হয় এবং দলের সিনিয়র নেতা গণেশ মনসিং ও তার অনুসারীরা কৈরালার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন- ১৯৯৪ সালের ১০ জুলাই।
❀ নেপালি কংগ্রেস পার্টির (NCP) প্রধানমন্ত্রী ছিলেন- গিরিজা প্রাসাদ কৈরালা।
❀ ফলে পার্লামেন্টে NCP সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং কৈরালা- পদত্যাগ করেন।

২৫. বি-৫২ কি?
[ক] এ ধরনের যাত্রীবাহী বিমান
[খ] এক বিশেষ ধরনের হেলিকপ্টার
✅ এক ধরনের বোমারু বিমান
[ঘ] ভূমি হতে শূণ্যে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ একটি বৃহদাকার বোমারু বিমান- বি-৫২।
❀ ভেতরে ৮টি এবং ডানায় ২২ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে পারে- বি-৫২ বিমানটি।
❀ শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে- বি-৫২ বিমানটি।
❀ ব্যাপক আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়- বি-৫২ বিমানটি।
❀ বি-৫২ এর প্রস্ত্ততকারী দেশ- যুক্তরাষ্ট্র।

২৬. পিএলও (PLO) চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য করে গাজা ভূখন্ডে আসেন-
[ক] ১১ জুলাই, ১৯৯৪
[খ] ১২ জুলাই, ১৯৯৪
[গ] ১৩ জুলাই, ১৯৯৪
✅ ১ জুলাই, ১৯৯৪

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইয়াসির আরাফাত গাজা ভুখন্ডে আসেন- ১লা জুলাই ১৯৯৪।
❀ কায়রো চুক্তি অনুসারে পিএলও (PLO) পশ্চিম তীর ও গাজা এলাকার নিয়ন্ত্রণ পায়- ১৭ই মে ১৯৯৪।
❀ আরাফাত স্বায়ত্তশাসনের সূচনা করেন- ৫ই জুলাই ১৯৯৪।
❀ ২০-এ জানুয়ারি ১৯৯৬ সালে প্রথমবারের মতো ফিলিস্তিনের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন- ইয়াসির আরাফাত।

২৭. NATO কবে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৪৭ সালের ৪ আগষ্ট
✅ ১৯৪৯ সালের ৪ এপ্রিল
[গ] ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
[ঘ] ১৯৫১ সালের ৪ মে

২৮. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৩৩ সালে
[খ] ১৯৪৩ সালে
✅ ১৯৪৫ সালে
[ঘ] ১৯৪৭ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়- ৪ঠা থেকে ১১ই ফেব্রুয়ারি ১৯৪৫।
❀ তৎকালীন রুশ নেতা স্ট্যালিন, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ নেতা চার্চিল অংশগ্রহণ করেন- ইয়াল্টা কনফারেন্সে।
❀ নিরাপত্তা পরিষদের গঠন, ভোটদান পদ্ধতি ও ভেটো ক্ষমতা প্রয়োগের ব্যাপারে আলোচনা হয়- ইয়াল্টা কনফারেন্সে।

২৯. Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এর অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
[ক] মালয়েশিয়া
[খ] ফিলিপাইন
[গ] অস্ট্রেলিয়া
✅ জাপান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ APEC-এর প্রতিষ্ঠাতা- অস্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট বব হুক।
❀ প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র- ১৩টি।
❀ সর্বশেষ সদস্য রাষ্ট্র- রাশিয়া, ভিয়েতনাম, পেরু।
❀ প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- অস্ট্রেলিয়ার ক্যানবেরায়, ৬-৭ই নভেম্বর ১৯৮৯।
❀ বর্তমান নির্বাহী পরিচালক- মালয়েশিয়ার দাতু মোহাম্মদ নুর ইয়াকুব (১লা জানুয়ারি ২০১০-বর্তমান)।
❀ ১৯৯৩ সালের অ্যাপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- যুক্তরাষ্ট্রের সিয়াটলে।
❀ APEC-এর প্রতিষ্ঠাকাল- ৬ই নভেম্বর ১৯৮৯।
❀ APEC-এর সদরদপ্তর- সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।

৩০. ১৯৯৪-এ নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?
[ক] নজিবুল্লাহ
[খ] আহমেদ শাহ মাসুদ
✅ আবদুর রশীদ দোস্তম
[ঘ] পুলবুদ্দীন হেকমতিয়ার

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আফগানিস্তানের উত্তরাঞ্চলের জাম্বিশ-ই-মিল্লি আন্দোলনের নেতৃত্ব দেন- আবদুর রশীদ দোস্তম।
❀ কমিউনিজমের সমর্থক ছিলেন উজবেক নেতা- জেনারেল আব্দুর রশিদ দোস্তম।

৩১. ধূমকেতু শুমেকার লেভী-৯-এর ভাঙ্গা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
[ক] ১৫ জুলাই, ১৯৯৪
✅ ১৬ জুলাই, ১৯৯৪
[গ] ১৭ জুলাই, ১৯৯৪
[ঘ] ১৮ জুলাই, ১৯৯৪

৩২. 'Rotary International' কবে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯০৩ সালে
✅ ১৯০৫ সালে
[গ] ১৯৬১ সালে
[ঘ] ১৯২২ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ রোটারি ইন্টারন্যাশনাল - (Rotary International)এর প্রতিষ্ঠাকাল- ২৩-এ ফেব্রুয়ারি ১৯০৫।
❀ মানবকল্যাণমূখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা- রোটারি ইন্টারন্যাশনাল।
❀ এ সংস্থার পূর্ববর্তী নাম- রোটারি ক্লাব।
❀ রোটারি ইন্টারন্যাশনাল - (Rotary International)এর সদস্যদের বলা হয়- রোটারিয়ান।
❀ রোটারি ইন্টারন্যাশনাল - (Rotary International)এর প্রতিষ্ঠাতা- পল বার্সি হ্যারিস।
❀ রোটারি ইন্টারন্যাশনাল - (Rotary International)এর সদরদপ্তর- যুক্তরাষ্ট্রের শিকাগো।

৩৩. বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিলো?
[ক] ১৯৪৬ সালে
[খ] ১৯৪৮ সালে
✅ ১৯৬১ সালে
[ঘ] ১৯৬২ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বার্লিন দেয়াল নির্মিত হয়- ১৯৬১ সালে।
❀ বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য ছিল- ১০৬ কিলোমিটার।
❀ বার্লিন প্রাচীরের উচ্চতা ছিলো- ১০ ফুট।
❀ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি একত্রিত হয়ে একক জার্মান রাষ্ট্রে পরিণত হয়- ৩রা অক্টোবর ১৯৯০।
❀ দুই জার্মানির একত্রীকরণের পদক্ষেপ হিসেবে বার্লিন দেয়াল ভেঙ্গে ফেলা হয়- ৯ই নভেম্বর, ১৯৮৯।

৩৪. Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিলো?
✅ Endeavour
[খ] Challanger
[গ] Pathfinder
[ঘ] Apollo

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ হাবল টেলিস্কোপ-এর যান্ত্রিক ত্রুটি ঠিক করে- বিজ্ঞানী জন গ্রান্সফেল্ড।
❀ নাসা হাবল টেলিস্কোপকে মহাকাশযান ডিসকভারির সাহায্যে মহাশূন্যে পাঠায়- ২৪-এ এপ্রিল ১৯৯০।
❀ হাবল টেলিস্কোপকে পৃথিবী থেকে ৫৭০ কি. মি. দূরবর্তী কক্ষপথে প্রতিস্থাপন করা হয়- ২৫-এ এপ্রিল ১৯৯০।
❀ পৃথিবী থেকে যে কোনো টেলিস্কোপ দিয়ে তোলা ছবির চেয়ে হাবলের ছবি কমপক্ষে- দশগুণ স্পষ্ট ও পরিষ্কার।
❀ হাবলের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার- এক জাতীয় মহাজাগতিক মেঘ ‘কারিনা নেব্যুলা’।

৩৫. 'Straw vote' বলতে কি বোঝায়?
✅ Unofficial poll of public opinion
[খ] Poll based on random representations
[গ] `Yes-No' vote
[ঘ] Manipulated elections

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ 'Straw vote' বলতে বোঝায় সাধারণত- Unofficial poll of public opinion-কে।
❀ কোনো বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে গৃহীত হয়- Straw vote।
❀ কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক বেসরকারিভাবে গৃহীত ভোট- Straw vote।

৩৬. জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
[ক] ২৪ জুলাই, ১৯৯৪
[খ] ২৫ জুলাই, ১৯৯৪
✅ ২৬ জুলাই, ১৯৯৪
[ঘ] ২৭ জুলাই, ১৯৯৪

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আকাবা মরু এলাকায় জর্ডান ও ইসরাইলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৪ সালের ২৬-এ অক্টোবর।
❀ চুক্তির মাধ্যমে অবসান ঘটানো হয়- মূলত ৪৬ বছর ধরে চলা যুদ্ধাবস্থার।
❀ চুক্তিতে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

৩৭. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
✅ ১৯৪৫ সাল হতে
[খ] ১৯৪৬ সাল হতে
[গ] ১৯৪৭ সাল হতে
[ঘ] ১৯৪৮ সাল হতে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ IMF আনুষ্ঠানিকভাবে তার কাজ আরম্ভ করে- ২৭-এ ডিসেম্বর ১৯৪৫।
❀ IMF-এর পূর্ণরূপ- International Monetary Fund (আন্তর্জাতিক অর্থ তহবিল)।
❀ IMF-এর ১৮৭তম (সর্বশেষ) সদস্য- ট্যুভালু (২৪-এ জুন ২০১০)।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

৩৮. নিচের কোন তারিখে পিএলও (PLO)-ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
[ক] ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
[খ] ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
✅ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
[ঘ] ২০ সেপ্টেম্বর, ১৯৯৩

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ পিএলও (PLO)-ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে- ১৯৯৩ সালে।
❀ পিএলও (PLO)-ইসরাইল স্বীকৃতি চুক্তি স্বাক্ষরিত হয়- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
❀ পরস্পরকে স্বীকৃতি ও ইসরাইলের দখলকৃত আরব ভূখন্ড ছেড়ে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত হয়- পিএলও (PLO)-ইসরাইল স্বীকৃতি চুক্তি।
❀ চুক্তির মধ্যস্থতাকারী- যুক্তরাষ্ট্র।

৩৯. 'Club of Vienna' কি?
[ক] অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
[খ] পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
[গ] একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
✅ পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন

8০. রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো?
[ক] ১৫০
[খ] ১৫৬
✅ ১৭৮
[ঘ] ১৭৯

8১. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
[ক] ১৯৯১ সাল
[খ] ১৯৯২ সাল
✅ ১৯৯৩ সাল
[ঘ] ১৯৯৪ সাল

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জাতিসংঘ আদিবাসী বর্ষ ঘোষণা করে- ১৯৯৩ সালকে।
❀ জাতিসংঘ প্রতিবছর ৯ আগস্টকে ঘোষণা করে- আন্তর্জাতিক আদিবাসী দিবস।
❀ জাতিসংঘ আদিবাসী দশক ঘোষণা করে- ১৯৯৫-২০০৫ সালকে।

8২. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় প্রতিষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয় হয়েছে?
✅ ফুনসিনপেক
[খ] সিপিপি
[গ] খেমাররুজ
[ঘ] কেপিএল এন এপ

8৩. The United Nations University কোন শহরে প্রতিষ্ঠিত?
[ক] লন্ডন
[খ] ব্রাসেলস
[গ] নিউইয়র্ক
✅ টোকিও

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জাপানের রাজধানী টোকিও-এর শিবুইয়া-কতুতে অবস্থিত- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
❀ সাধারণ পরিষদের সিদ্ধামেন্ত এ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়- ১৯৭৩ সালে।
❀ জাতিসংঘ ও ইউনেস্কোর যৌথ অর্থায়নে পরিচালিত হয়- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
❀ জাতিসংঘের উদ্যোগে কোস্টারিকায় ইউনিভার্সিটি ফর পিস স্থাপিত হয়- ১৯৯১ সালে।

8৪. 'League of arab states'-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] তিউনেসিয়া
✅ কায়রো
[গ] রাবাত
[ঘ] জেদ্দা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আরবলীগের বর্তমান সদরদপ্তর- মিশরের কায়রোতে।
❀ ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত আরব লীগের সদর দপ্তর ছিল- তিউনিসিয়ার তিউনিসে।
❀ আরব লীগের সপ্তম ও বর্তমান মহাসচিব- মিশরের আমর মুসা (২০০১)।
❀ আরব লীগের পর্যবেক্ষক দেশ- ৪টি; ইরিত্রিয়া, ভেনিজুয়েলা, ব্রাজিল ও ভারত।
❀ আরবলীগের অফিসিয়াল ভাষা- আরবি।

8৫. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিতি?
✅ লাসা
[খ] উলানবাটোর
[গ] পিয়ংইয়ং
[ঘ] কাবুল

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ‘লাসা’ নামে পরিচিত নিষিদ্ধ শহর- তিববতের রাজধানী।
❀ বিদেশীদের জন্যে ঊনবিংশ শতাব্দীতেই নিষিদ্ধ হয়- লাসা।
❀ দালাই লামার শহর ছিলো- লাসা।
❀ চীনা আগ্রাসনে দালাই লামা ভারতে পালিয়ে যায়- ১৯৫৯ সালে।
❀ চীনা প্রশাসন লাসাকে বৈদেশিক বাণিজ্যের জন্যে খুলে দেয়- ১৯৮০ সালে।

8৬. নিচের কোন দেশটি Group of Eight (G-8) -এর সদস্য দেশ নয়?
[ক] কানাডা
[খ] ইতালি
✅ সুইডেন
[ঘ] জাপান

8৭. ১৯৯২ সালে Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles-এ কে চ্যাম্পিয়ন হন?
[ক] Boris Becker
[খ] Mechael Stich
✅ Andre Agassi
[ঘ] Stefan Edberg

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ টেনিস খেলার সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন আসর উইম্বলডন চ্যাম্পিয়নশীপ প্রথম অনুষ্ঠিত হয়- লন্ডনের উইম্বলডনে, ১৮৭৭ সালে।
❀ প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশীপের আয়োজক- All England Croquet and Lawn Tennis Club.
❀ প্রথম উইম্বলডন বিজয়ীর পুরস্কার ছিল- একটি রৌপ্য কাপ।
❀ প্রথম উইম্বলডন বিজয়ী পুরুষ- স্পেন্সার জর্জ।
❀ প্রথম উইম্বলডন বিজয়ী নারী- মড ওয়াটসন।
❀ উইম্বলডন টেনিস গ্রাউন্ড- লন্ডনের চার্চ রোডে।

8৮. ১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
[ক] লসএঞ্জেলস
✅ আটলান্টা
[গ] টোকিও
[ঘ] নয়াদিল্লী

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৯৬ সালে ২৬তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
❀ ২৬তম অলিম্পিক অনুষ্ঠিত হয়- ১৯৯৬ সালে।
❀ আটলান্টা অলিম্পিকে যোগদানকারী দেশ- ১৯৭টি।
❀ ২৬তম অলিম্পিকের মাসকট- ইজি।

8৯. আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa-তে কোন দেশটি অবস্থিত?
✅ ইথিওপিয়া
[খ] নাইজেরিয়া
[গ] কেনিয়া
[ঘ] সুদান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ভৌগোলিকভাবে এমন সীমারেখা দ্বারা চিহ্নিত যে মানচিত্রে অনেকটা Horn-এর মতো মনে হয়- ইথিওপিয়াকে।
❀ ইথিওপিয়া শব্দের অর্থ- পোড়ামুখ।
❀ কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ- ইথিওপিয়া।
❀ ইথিওপিয়ার পূর্ব নাম- আবিসিনিয়া।
❀ সেনাবাহিনী ইথিওপিয়ার ক্ষমতা দখল করে- ১৯৭৪ সালে।
❀ ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার জন্ম- মে, ১৯৯৪।
❀ ব্লু নাইল নদী প্রবাহিত- ইথিওপিয়ায়।

GK International Affairs Question Answer PDF Download. GK-International-Affairs-BCS-and-Govt-Job-Preparation.

৫০. বিশ্বব্যাংক-এর কোন অঙ্গ সংগঠনটি 'Soft Loan Window' নামে পরিচিত?
[ক] IBRD
✅ IDA
[গ] IFC
[ঘ] EDI
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide