সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২১

সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২১
১. কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
[ক] বাংলাদেশে
[খ] জাপানে
[গ] সুইডেনে
[ঘ] সিঙ্গাপুর

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ ২০০১ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুস্কাল ছিলো- ৬১. ৮ বছর।
❀ ২০০১ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী পুরুষ ও মহিলার গড় আয়ু যথাক্রমে- ৬২. ৯ ও ৬১. ২ বছর।
❀ ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুস্কাল- ৬৬. ৮ বছর।
❀ ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী পুরুষ ও মহিলার গড় আয়ু যথাক্রমে-৬৫. ৬ ও ৭০ বছর।

২. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
[ক] উন্নত
✅ উন্নয়নশীল
[গ] ঔপনিবেশিক
[ঘ] অনুন্নত

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষা- জি-৭৭-এর উদ্দেশ্য।
❀ G-77-এর পূর্ণরূপ- Group of 77.
❀ G-77 ত্যাগকারী সর্বশেষ দেশ- রোমানিয়া (২০০৭)।
❀ জি-৭৭-এর প্রেসিডেন্ট দেশ- ইয়েমেন (২০১০)।
❀ গ্রুপ-৭৭ গঠিত হয়- ১৫ই জুন ১৯৬৪ সালে।
❀ বর্তমানে এর সদস্য- ১৩০।

৩. ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
[ক] আর কে নারায়ণন
[খ] অরুন্ধতি বায়
[গ] হারমান হেস
✅ গুন্টার গ্রাস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান- জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস।
❀ গুন্টার গ্রাস এ পুরস্কার লাভ করেন- উপন্যাস ‘দি টিন ড্রাম’-এর জন্যে।
❀ সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান- সুইডিশ অ্যাকাডেমি।
❀ সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান- ফ্রান্সের সুলি প্রুধোম।
❀ ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন- মারিও বার্গাস য়োসা।

8. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
[ক] জেনেভা
[খ] মেক্সিকো সিটি
[গ] নিউইয়র্ক
✅ রিওডি জেনিরিও

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ প্রথম ধরিত্রী সম্মেলন ব্রাজিলের রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত হয়- ৩ - ১৪ই জুন ১৯৯২ সালে।
❀ প্রথম ধরিত্রী শীর্ষ সম্মেলন-এ অংশগ্রহণকারী দেশ- ১৭৮টি।
❀ এ সম্মেলনে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়- ২টি।
❀ সম্মেলনের চুক্তি ২টি হচ্ছে- ১. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি নিরোধকল্পে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত চুক্তি এবং ২. প্রাণীজ ও বনজ সম্পদ রক্ষার জন্যে জৈব-বৈচিত্র্য চুক্তি।

৫. আইফেল টাওয়ার কোথায় প্রতিষ্ঠিত?
[ক] লন্ডনে
[খ] মিউনিখে
[গ] হংকং-এ
✅ প্যারিসে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ফ্রান্সের প্যারিস নগরীতে তৈরি করা হয়- আইফেল টাওয়ার।
❀ আইফেল টাওয়ার-এর নকশা করেন- প্রখ্যাত ফরাসি সেতু প্রকৌশলী আলেকজান্ডার গুসন্তাভ।
❀ প্রায় ৩০০ মিটার উঁচু- আইফেল টাওয়ার।
❀ জালের মতো নকশা করা রড আয়রনের তৈরি আইফেল টাওয়ারের ওজন- ৭২২৪ টন।
❀ ২ বছর ২ মাস কাজ করার পর ১৮৮৯ সালের ৩১-এ মার্চ এর নির্মাণ কাজ শেষ হয়- আইফেল টাওয়ার-এর।
❀ আইফেল টাওয়ারের সিঁড়ির ধাপ আছে- ১৭৯২টি।
❀ আইফেল টাওয়ারের নির্মান কাজে ব্যয় হয়েছে- ৭৭,৯২,৪০১ ফ্রাঙ্ক ৩৬ সেন্টিম।

৬. ১৯৯৫ সালে বেইজিং-এ প্রতিষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিলো?
✅ নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
[খ] বিশ্বের নারীরা এক হও
[গ] নারীর অধিকার মানবাধিকার
[ঘ] নারী নির্যাতন বন্ধ কর

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান ছিলো- নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ।
❀ চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের গুরুত্বপূর্ণ প্রাপ্তি- Platform for Action (PFA).
❀ নারী সমাজের অগ্রগতির জন্যে একটি নীল নকশা- PFA.
❀ PFA-এর আলোকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়- ১২টি; ১. দারিদ্র ২. শিক্ষা ৩. স্বাস্থ্য ৪. নির্যাতন ৫. সশস্ত্র ও অন্যান্য সংঘাত ৬. অর্থনৈতিক অংশগ্রহণ ৭. ক্ষমতা বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণ ৮. জাতীয় ও আন্তর্জাতিক মিশনারি ৯. মানবাধিকার ১০. গণমাধ্যম ১১. পরিবেশ ও উন্নয়ন ১২. কন্যা শিশু।
❀ চীনের বেইজিং-এ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ৪ - ১৫ই সেপ্টেম্বর ১৯৯৫।
❀ জাতিসংঘের উদ্যোগে সম্মেলনের উদ্বোধন করেন মহাসচিবের পক্ষে- ইসমত কিটানি।
❀ সম্মেলনে সভাপতিতব করেন- চীনের চেন মহুয়া।

৭. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
✅ লসএঞ্জেলস
[খ] আটলান্টা
[গ] মস্কো
[ঘ] মেক্সিকো সিটি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বিশ্ব অলিম্পিকে বাংলাদেশের অভিষেক ঘটে- ২৩তম অলিম্পিকে (লস এঞ্জেলস)।
❀ বালাদেশ প্রথম বিশ্ব অলিম্পিকে অংশ নেয়- ১৯৮৪ সালে।
❀ বাংলাদেশ বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে- ১৯৮০ সালের ১৫ই ফেব্রুয়ারি।

৮. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] জেনেভায়
[খ] ওয়াশিংটনে
✅ ভিয়েনায়
[ঘ] ব্রাসেলসে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ IAEA-এর সদর দপ্তর অবস্থিত- অস্ট্রিয়ার ভিয়েনায়।
❀ IAEA-এর পূর্ণরূপ- International Atomic Energy Agency (আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা)।
❀ IAEA প্রধানের মেয়াদ- ৪ বছর।
❀ বিশ্বের সকল দেশের আণবিক শক্তিকে শান্তি ও প্রগতিতে ব্যবহার করা- IAEA-এর লক্ষ্য ও উদ্দেশ্য।
❀ IAEA-এর প্রতিষ্ঠাকাল- ২৯-এ জুলাই ১৯৫৭।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

৯. ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন’-এটি কার উক্তি?
[ক] সালজার
[খ] ফ্রাঙ্কো
✅ হিটলার
[ঘ] মুসোলিনী

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ হিটলার জার্মানির চ্যান্সেলর হন- ১৯৩৩ সালে।
❀ হিটলার তৃতীয় রাইখের রাষ্ট্রপতি হন- ১৯৩৪ সালে।
❀ হিটলার অস্ট্রিয়া ও চেকোশ্লোভাকিয়া আক্রমণ করেন- ১৯৩৮ সালে।
❀ ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়- হিটলার পোল্যান্ড আক্রমণ করলে।
❀ হিটলারের রাজনৈতিক দলের নাম- নাৎসী।
❀ এডলফ হিটলার রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ- মাইন ক্যামঙ।
❀ হিটলারের নেতৃতেব নাৎসিরা জার্মানির রাষ্ট্রক্ষমতায় এলে গেস্টাপো নামের গুপ্ত পুলিশ বাহিনী গঠন করা হয়- ১৯৩০ সালে।

১০. এশিয়ার দীর্ঘতম নদ কোনটি?
[ক] হোয়াংহো
✅ ইয়াংসিকিয়াং
[গ] গঙ্গা
[ঘ] সিন্ধু

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং।
❀ ইয়াংসিকিয়াং-এর উৎপত্তিস্থল- তিববতের মালভূমি।
❀ ইয়াংসিকিয়াং-এর পতনস্থল- পূর্ব চীন সাগর।
❀ ইয়াংসিকিয়াং নদী প্রবাহিত- চীনের মধ্য দিয়ে।
❀ ইয়াংসিকিয়াং-এর দৈর্ঘ্য- ৬৩৮০ কি. মি. ।

১১. ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়?
[ক] ৭টি
✅ ৯টি
[গ] ১১টি
[ঘ] ১২টি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেটের প্রথম আসরে অংশ নেয়- ৯টি টেস্ট দল।
❀ মিনি বিশ্বকাপ খ্যাত- উইলস ইন্টারন্যাশনাল কাপ।
❀ উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেটে অংশ নেওয়া দল - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

১২. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
[ক] এফ, এম, মার্কস
✅ ম্যাক্সওয়েবার
[গ] রবার্ট প্রেস্থাস
[ঘ] কার্ল মার্কস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা- ম্যাক্সওয়েবার।
❀ নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে বলে- আমলাতন্ত্র।

১৩. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
[ক] অরুন্ধতি রায়
[খ] সালমান রুশদী
[গ] ভি এস নাইপল
✅ হোসে সারামাগো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ পর্তুগিজ সাহিত্যিক হোসে সারামাগো সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন- ১৯৯৮ সালে।

১৪. কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
✅ থাইল্যান্ড
[খ] মিয়ানমার
[গ] ইন্দোনেশিয়া
[ঘ] মালয়েশিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কখনও ইউরোপীয় শাসনের ছায়া পড়েনি- থাইল্যান্ডে।
❀ থাইল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়- ১৯৩২ সালে।
❀ থাইল্যান্ডে সেনাবাহিনী ক্ষমতা দখল করে- ১৯৭৪ সালে।
❀ থাইল্যান্ড অর্থ- মুক্ত ভূমি।
❀ থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী- অভিজিৎ ভেজ্জাজিভা (১৫ই ডিসেম্বর ২০০৮ - বর্তমান)।
❀ বর্তমান পৃথিবীতে দীর্ঘকাল রাজ্যশাসন করার কৃতিত্ব- থাইল্যান্ডের রাজা ভূমিবলের (৬৩ বছর)।

১৫. ইউরোপিয়ান ইউনিয়ন (EU)-এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে?
✅ ১ জানুয়ারি, ১৯৯৯
[খ] ১ জুলাই, ১৯৯৯
[গ] ১ মার্চ, ২০০০
[ঘ] ১ জুলাই, ২০০০

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে- ১৭টি দেশে।
❀ সর্বশেষ ইউরো মুদ্রা চালু হয়- এসেন্তানিয়ায়, ১লা জানুয়ারি ২০১১।
❀ ইউরো মুদ্রা চালু নেই জোটভুক্ত- ১১টি দেশে।
❀ ইউরো একক মুদ্রা হিসেবে চালু হয়- ১লা মার্চ ২০০২।

১৬. চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাসন্তবতার নিরীখে গৃহীত?
[ক] বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
[খ] মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
✅ হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
[ঘ] তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ চীনের সমাজতান্ত্রিক অর্থনীতি এবং হংকং-এর পুঁজিবাদী অর্থনীতির সামঞ্জস্য বিধানের লক্ষ্যে চীনে চালু হয়- দ্বৈত অর্থনীতি।
❀ হংকং চীনের অন্তর্ভুক্ত হলেও হংকং-এ এক নীতি আর চীনে অন্য নীতি প্রচলিত, এজন্যই চীনকে বলা হয়- একদেশ দুই নীতি’র দেশ।
❀ ব্রিটিশদের কাছ থেকে চীন হংকং ফিরে পায়- ১লা জুলাই ১৯৯৭।
❀ হংকং ব্রিটেনের অধীনে ছিল- ১৫৬ বছর।
❀ হংকং ও চীনের মধ্যে ‘একদেশ দুই নীতি’ চালু থাকবে- ২০৪৭ সাল পর্যন্ত।
❀ হংকং ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়- ১৮৪৩ সালে।
❀ হংকং-এ বিদ্যমান রয়েছে- মুক্তবাজার অর্থনীতি।
❀ চীনে প্রচলিত রয়েছে- সমাজতান্ত্রিক অর্থনীতি।

১৭. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
[ক] সাইবেরিয়া
✅ ভ্লাদিভস্টক
[গ] খায়বারভস্ক
[ঘ] বোখারা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে- রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টকে।
❀ এজন্যে নিরাপত্তার কারণে শহরটিকে বিবেচনা করা হয়- গোপনীয় শহর হিসেবে।
❀ ভ্লাদিভস্টক হতে শুরু হয়ে লেনিনগ্রাড পর্যন্ত বিস্তৃত- পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্সসাইবেরিয়ান রেলপথ।

১৮. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
[ক] আলবার্টা
✅ কুইবেক
[গ] মেনিটোবা
[ঘ] নোভাস্কোশিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী সর্বাধিক সংখ্যায় বাস করে- কানাডার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কুইবেক-এ।

১৯. কসোবো নগরীর সাথে সার্বীয়দের সঙর্শকাতর সম্পর্কের কারণ কি?
[ক] এর রণকৌশলগত গুরুত্ব
✅ এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
[গ] মুসলিম বিদ্বেষের প্রবণতা
[ঘ] আলবেনীয়দের ঔদ্ধত্য

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কসোভো বিশ্বের বেশ কযেকটি দেশের সমর্থনে সার্বিয়া থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে- ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি।
❀ কসোভো অবস্থিত- ইউরোপ মহাদেশে।
❀ বিশ্বের ১৯৪তম স্বাধীন দেশ- কসোভো (ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ)।
❀ কসোভোয় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর নাম- UNMIK।
❀ কসোভোর সরকার পদ্ধতি- সংসদীয় প্রজাতন্ত্র।
❀ কসোভোর নতুন জাতীয় সংগীত ‘ইউরোপ’ রচনা করেন- মেন্দি মেনঝিকি।

২০. আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কুটনীতিবিদদের হত্যা করেছে?
✅ মাজার-ই-শরীফ
[খ] হেরাট
[গ] জালালাবাদ
[ঘ] কান্দাহার

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ তালেবানরা মাজার-ই-শরীফে ৯জন ইরানি কূটনীতিককে হত্যা করে- ১৯৯৮ সালে।
❀ উত্তর আফগানিস্তানের একটি বিখ্যাত শহর- মাজার-ই-শরীফ।
❀ রাজধানী কাবুল থেকে মাজার-ই-শরীফ-এর দূরতব- প্রায় ১৫০ কি. মি. ।
❀ তালেবান দখলের পূর্বে মাজার-ই-শরীফ ছিলো- তালেবান বিরোধী আব্দুল রশীদ দোস্তম ও আহমদ শাহ মাসুদের শক্ত ঘাঁটি।
❀ তালেবান বাহিনী মাজার-ই-শরীফ দখল করে নেয়- মে, ১৯৯৭।

২১. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
✅ জ্যামিতিক সীমারেখা
[খ] ঔপনিবেশিক সীমারেখা
[গ] উপজাতিভিত্তিক সীমারেখা
[ঘ] অচিহ্নিত সীমারেখা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত- আলজেরিয়া।
❀ উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত- তিউনিশিয়া।
❀ আফ্রিকার উত্তর-পশ্চিম কোণে অবস্থিত- মরক্কো।
❀ আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সুদান, মরক্কো, লিবিয়া ইত্যাদি দেশগুলো অবস্থিত- উত্তর আফ্রিকা অঞ্চলে।
❀ বৈশিষ্ট্যমন্ডিত পর্বত বা নদী না থাকায় মরুভূমির ওপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নির্ধারণ করা হয়- উত্তর আফ্রিকার বিসন্তীর্ণ অঞ্চলে।
❀ ভূমধ্যসাগরীয় উপকূলের আরব রাষ্ট্র- লিবিয়া।
❀ ‘নীল নদের দান’ নামে পরিচিত- মিশর।

২২. কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
[ক] ইতালি
[খ] জার্মানি
✅ জাপান
[ঘ] চীন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা) ফেলা হয়- জাপানের হিরোশিমা নগরীতে।
❀ যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় ‘লিটল বয়’ নামক পারমাণবিক বোমা ফেলে- ৬ই আগস্ট ১৯৪৫।
❀ লিটল বয় পারমাণবিক বোমার তেজস্ক্রিয় পরমাণু- ইউরেনিয়াম-২৩৫।
❀ লিটল বয় পারমাণবিক বোমার দৈর্ঘ্য- ৯. ৮৪ ফুট (পরিধি ২৮ ইঞ্চি)।
❀ লিটল বয় নিক্ষেপকারী বিমানের পাইলটের নাম- কর্নেল পল ওয়ারফিল্ড টিবেটস।
❀ বি-২৯ সুপারফোর্টেস (অন্য নাম- এনোলাগে) নামক বিমান থেকে নিক্ষেপ করা হয়- ‘লিটল বয়’ নামক বোমাটি। GK-International-Affairs-BCS-and-Govt-Job-Preparation.

২৩. নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় প্রতিষ্ঠিত?
[ক] SAARC
[খ] APEC
[গ] ADP
✅ CIRDAP

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ CIRDAP -এর সদরদপ্তর অবস্থিত- ঢাকায়।
❀ CIRDAP-এর পূর্ণরূপ- Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
❀ CIRDAP গড়ে ওঠে- জাতিসংঘের সংস্থা FAO-এর সহযোগিতায়।
❀ এশিয়া ও প্রশামন্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়ন- CIRDAP-এর উদ্দেশ্য।
❀ CIRDAP-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ৮ই এপ্রিল ১৯৮৭।
❀ CIRDAP-এর বর্তমান চেয়ারম্যান- সৈয়দ আশরাফুল ইসলাম।
❀ CIRDAP প্রতিষ্ঠিত হয়- ৫ই জুলাই ১৯৭৯।

২৪. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭৫ সালে
✅ ১৯৮৫ সালে
[গ] ১৯৮৭ সালে
[ঘ] ১৯৯০ সালে

২৫. কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
[ক] সিঙ্গাপুর
[খ] থাইল্যান্ড
[গ] ইন্দোনেশিয়া
✅ মালয়েশিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করা হয়- ২রা সেপ্টেম্বর ১৯৯৮।
❀ দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগে বরখাস্ত করা হয়- আনোয়ার ইব্রাহিমকে।
❀ ন্যাশনাল জাস্টিস পার্টি (পিকেএন) গঠন করেন- আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ।
❀ উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুক্তি লাভ করেন- সেপ্টেম্বর, ২০০৪।
❀ উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজনীতিতে প্রত্যাবর্তন করেন- মে ২০০৭।

২৬. ইউরোপের কোন দেশের সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
[ক] স্কটল্যান্ড
✅ আয়ারল্যান্ড
[গ] নেদারল্যান্ড
[ঘ] সুইজারল্যান্ড

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডে গেরিলা গোষ্ঠির মধ্যে 'GOOD FRIDAY TREATY' নামক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- ১০-এ এপ্রিল ১৯৯৮।
❀ আয়ারল্যান্ডের শান্তিচুক্তি অনুষ্ঠানের সভাপতি ছিলেন- মার্কিন সিনেটর জর্জ মিশেল।
❀ উত্তর আয়ারল্যান্ডের ৩০ বছরের জাতিগত দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ দূর করে সম্পাদিত হয়- আয়ারল্যান্ড শান্তি চুক্তি।

২৭. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের ?
✅ এশিয়া
[খ] আফ্রিকা
[গ] ইউরোপ
[ঘ] দক্ষিণ আমেরিকা

২৮. ‘ম্যাকাও’ চীন সাগরের অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কি?
[ক] নেদারল্যান্ড
[খ] স্পেন
✅ পর্তুগাল
[ঘ] ইউকে

২৯. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিলো?
[ক] জেনেভা চুক্তি
[খ] মাদ্রিদ চুক্তি
✅ ডেটন চুক্তি
[ঘ] প্যারিস চুক্তি

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

৩০. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
[ক] জর্জ ওয়াশিংটন
✅ আব্রাহাম লিংকন
[গ] রুজভেল্ট
[ঘ] কেনেডি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন- ১৮৬৩ সালে।
❀ যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট- আব্রাহাম লিংকন।
❀ রিপাবলিকান দলীয় প্রার্থী ছিলেন- আব্রাহাম লিংকন।
❀ আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন- ৪ঠা মার্চ ১৮৬১-১৫ই এপ্রিল ১৮৬৫।
❀ আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে নিহত হন- ১৫ই এপ্রিল ১৮৬৬।
❀ আব্রাহাম লিংকনের হত্যাকারী আততায়ীর নাম- জন উইলকিস বুথ।

৩১. ১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে?
[ক] রোনালদো
[খ] জিদান
✅ সুকের
[ঘ] বেবেতা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পান- ক্রোয়েশিয়ার ডেভর সুকের।
❀ ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল করেন- ডেভর সুকের।
❀ ২০০২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পান- ব্রাজিলের রোনালদো (৮গোল)।
❀ ২০০৬ বিশ্বকাপে গোল্ডেন বুট পান- জার্মানির মিরোপাভ ক্লোজ (৫ গোল)।
❀ সর্বশেষ ২০১০ এর বিশ্বকাপে গোল্ডেন বুট পান- জার্মানির থমাস মুলার (৫ গোল)।

৩২. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] জেনেভা
✅ নিউইয়র্ক
[গ] লন্ডন
[ঘ] রোম

৩৩. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
[ক] জেনভো
[খ] প্যারিস
[গ] লন্ডন
✅ রোম

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদরদপ্তর অবস্থিত- রোমে।
❀ FAO-এর এশিয়া ও প্রশামন্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর- ব্যাংকক, থাইল্যান্ড।
❀ FAO-এর ল্যাটিন আমেরিকা অঞ্চলের সদরদপ্তর- সান্টিয়াগো, চিলি।
❀ FAO-এর পূর্ব আফ্রিকা অঞ্চলের সদরদপ্তর- আরুসা, তানজানিয়া।
❀ FAO-এর পশ্চিম আফ্রিকা অঞ্চলের সদরদপ্তর- আক্রা, ঘানা।

৩৪. কসোভো কোথায় অবস্থিত?
[ক] আলবেনিয়ায়
[খ] সার্বিয়ায়
[গ] রুমানিয়ায়
[ঘ] গ্রিসে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।

৩৫. গিল্ডার কোন দেশের মুদ্রার নাম?
[ক] নরওয়ে
[খ] নেদারল্যান্ড
[গ] রুমানিয়া
[ঘ] গ্রিস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ নেদারল্যান্ডের পূর্বের মুদ্রার নাম- গিল্ডার।
❀ ১লা জানুয়ারি ১৯৯৯ ইউরোপে একক মুদ্রা ইউরা চালু হলেও নেদারল্যান্ডে পাশাপাশি চালু থাকে- গিল্ডার।
❀ ২০০২ সালে স্থানীয় মুদ্রা সরকারিভাবে বিলুপ্ত হলে একইসাথে বিলুপ্ত হয়- গিল্ডার।
❀ বর্তমানে নেদারল্যান্ডের একক মুদ্রা- ইউরো।

৩৬. নেপালের পার্লামেন্টের নাম কি?
[ক] সিনেট
[খ] পঞ্চায়েত
[গ] কংগ্রেস
[ঘ] মজলিস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ নেপালের আইনসভার নাম- গণপরিষদ।
❀ নেপালের পার্লামেন্টের আসন সংখ্যা- ৬০১।

৩৭. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
[ক] গ্রিসে
[খ] ইতালিতে
✅ তুরস্কে
[ঘ] স্পেনে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ট্রয় নগরী অবস্থিত- তুরস্কে।
❀ ট্রয় নগরীর সাথে বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে- মহাবীর হেক্টরের।
❀ সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংঘটিত যুদ্ধে হেক্টরকে পরাসন্ত করে ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়- গ্রিকরা।
❀ ‘ট্রয়’-এ বসতি শুরু হয়- লিওলিথিক যুগে, যা লৌহ যুগ পর্যন্ত ছিল।

৩৮. নাসা কোন দেশের সংস্থা ?
[ক] জার্মানি
[খ] রাশিয়া
[গ] ফ্রান্স
✅ যুক্তরাষ্ট্র

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসা।

৩৯. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
[ক] বাংলাদেশ
[খ] পাকিস্তান
[গ] সৌদি আরব
✅ ইন্দোনেশিয়া

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ- ইন্দোনেশিয়া।
❀ ইন্দোনেশিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার- ১. ২%।
❀ UNFPA রিপোর্ট-২০১০ অনুযায়ী ইন্দোনেশিয়ার বর্তমান লোকসংখ্যা- ২৩ কোটি ২৫ লক্ষ।

8০. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
[ক] ব্যাংকক
[খ] সিঙ্গাপুর
[গ] টোকিও
✅ ম্যানিলা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সদরদপ্তর- ফিলিপাইনের ম্যানিলায়।
❀ ADB-র পূর্ণরূপ- Asian Development Bank.
❀ ADB-র কার্যক্রম চালু হয়- ১৯-এ ডিসেম্বর ১৯৬৬।
❀ ADB-র প্রতিষ্ঠাকালীন সদস্য- ৩১টি।
❀ ADB-র সর্বশেষ সদস্য- জর্জিয়া (২রা ফেব্রুয়ারি ২০০৭)।
❀ ADB-র বর্তমান প্রেসিডেন্ট- জাপানের হারুহিকো কুয়োদা (১লা ফেব্রুয়ারি ২০০৫ - বর্তমান)।
❀ ADB-এর প্রতিষ্ঠাকাল- ২২-এ আগস্ট ১৯৬৬।

8১. যুক্তরাষ্ট্র চায় ইসরাঈল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
[ক] ১২ শতাংশ
[খ] ১০ শতাংশ
✅ ১৩ শতাংশ
[ঘ] ১১ শতাংশ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ‘ওয়েই রিভার চুক্তি’ বা ‘ভূমির বিনিময়ে শান্তি’ চুক্তি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ওয়েইরিভার সম্মেলন কেন্দ্রে আলোচনার পর হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়- ২৪-এ অক্টোবর ১৯৯৮।
❀ ওয়েইরিভার চুক্তির মধ্যস্থতা করেন- মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্ডানের বাদশাহ হোসেন।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

8২. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
✅ ইরাক
[খ] ইরান
[গ] তুরস্ক
[ঘ] সিরিয়া

8৩. একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
✅ চার্চিল
[খ] কিসিঞ্জার
[গ] দ্য গল
[ঘ] রুজভেল্ট

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ স্যার উইনস্টন চার্চিলকে নোবেল পুরস্কার দেওয়া হয়- ১৯৫৩ সালে।
❀ স্যার উইনস্টন লেওনার্ড স্পেনসার চার্চিল অক্সফোর্ড-এর সন্নিকটে ব্লেনহাইম প্রাসাদে জন্মগ্রহণ করেন- ১৮৭৪ সালে।
❀ চার্চিল রাজনীতিতে যোগদান করেন- ১৯০০ সালে।
❀ প্রথম বিশ্বযুদ্ধের সময় চার্চিল ছিলেন- ক্যাবিনেট মন্ত্রী।
❀ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- চার্চিল।
❀ উইনস্টন চার্চিলের সর্বপ্রধান সাহিত্য সৃষ্টি- ‘দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’।
❀ চার্চিল লন্ডনে মৃত্যুবরণ করেন- ২৪-এ জানুয়ারি ১৯৬৫।

8৪. ২০০০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
[ক] বেইজিং
✅ সিডনি
[গ] টোকিও
[ঘ] মেলবোর্ন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ২০০০ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়- অস্ট্রেলিয়ার সিডনিতে।
❀ সিডনি অলিম্পিকে যোগদানকারী দেশ- ২০০টি।
❀ সিডনি অলিম্পিকে সর্বোচ্চ পদক বিজয়ী দেশ- যুক্তরাষ্ট্র।

8৫. সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
[ক] ২২
[খ] ২৩
[গ] ২১
✅ ২২

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আইসিসি ট্রফির বর্তমান নাম- আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ট্রফি।
❀ বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হয়- ১৯৯৭ সালে।
❀ আইসিসি ট্রফি ’৯৭-এর সেরা খেলোয়াড়- কেনিয়ার মরিস ওদুম্বে।
❀ আইসিসি ট্রফি ’৯৭-এর ‘ম্যান অব দ্য ফাইনাল’ হয়- কেনিয়ার স্টিভ টিকোলো।
❀ আইসিসি ট্রফি ’৯৭-তে প্রথম অংশ নেয়- ইসরাইল।

8৬. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
[ক] ট্রিগভেলি
[খ] কুর্ট ওয়াল্ডহেইম
✅ দ্যাগ হ্যামারশোল্ড
[ঘ] উ থান্ট

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বিমান দুর্ঘটনায় মারা যান- দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড।
❀ কঙ্গো সংকট নিষঙত্তিতে সাহায্যের জন্যে দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পান- ১৯৬১ সালে।
❀ জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্যাগ হ্যামারশোল্ড-এর কার্যকাল ছিল- ১৯৫৩-৬১ সাল পর্যন্ত।

8৭. ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ক] মাইকেল এঞ্জেলো
✅ লিওনার্দো দ্য ভিঞ্চি
[গ] ভ্যানগগ
[ঘ] পাবলো পিকাসো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মোনালিসা চিত্রটির চিত্রকর হলেন ইতালির বিখ্যাত শিল্পী- লিওনার্দো দ্য ভিঞ্চি।
❀ বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে- মোনালিসা।
❀ ছবিটি অাঁকতে শিল্পী সময় নিয়েছিলেন- ১৫০২ থেকে ১৫০৭ সাল পর্যন্ত।
❀ মাদোনা লিসা ঘেরার দিনি নামক মহিলাকে মডেল করে লিওনার্দো অঙ্কন করেন- ‘মোনালিসা’ ছবিটি।
❀ ইতালিয়ান বনিক ফ্রান্সিসকো দ্য জিওকোসদোর স্ত্রী ছিলেন- লিসা ঘেরার দিনি।

8৮. কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?
[ক] সুদান
[খ] তিউনেশিয়া
[গ] উয়েমেন
✅ আফগানিস্তান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আফগানিস্তানে ‘তালিবান’ বা ‘ধর্মের ছাত্র’ নামে একটি সংগঠন গঠিত হয়- ১৯৯৪ সালে।
❀ তালিবানরা আফগানিস্তানে কঠোর ইসলামিক আইন প্রতিষ্ঠা করে- সেপ্টেম্বর, ১৯৯৬।
❀ তালিবানরা আফগানিস্তানে বামিয়ানের বিশাল বুদ্ধমূর্তি ভেঙে ফেলে- মার্চ, ২০০১।
❀ মার্কিন সেনা আফগানিস্তান দখল করে- নভেম্বর, ২০০১।
❀ আফগানিস্তানে তালিবান সরকারের পতন ঘটে- ১২ই নভেম্বর ২০০১।
❀ ১২ই নভেম্বর ২০০১ পর্যন্ত আফগানিস্তানের প্রধান ছিলেন- মোল্লা ওমর।
❀ তালেবানদের নেতা ছিলেন- মোল্লা মুহম্মদ ওমর।

8৯. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ?
[ক] হরমুজ
✅ জিব্রাল্টার
[গ] বসফরাস
[ঘ] দার্দানেলিস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
জিব্রাল্টার প্রণালি
❀ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগকারী প্রণালি- জিব্রাল্টার প্রণালি।
❀ আফ্রিকা ও ইউরোপকে পৃথককারী প্রণালী- জিব্রাল্টার প্রণালি।
হরমুজ প্রণালি
❀ পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী প্রণালি- হরমুজ প্রণালি।
❀ ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথককারী প্রণালি- হরমুজ প্রণালি।
বসফরাস প্রণালি
❀ মরমর সাগর ও কৃষ্ণসাগরকে সংযুক্তকারী প্রণালি- বসফরাস প্রণালি।
দার্দানেলিস প্রণালি
❀ ইজিয়ান সাগর ও মরমর সাগরকে সংযুক্তকারী প্রণালি- দার্দানেলিস প্রণালি।
❀ এশিয়া ও ইউরোপকে পৃথককারী প্রণালি- দার্দানেলিস প্রণালি।

৫০. আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে-
[ক] ১৯৭০ সালে
✅ ১৯৭৩ সালে
[গ] ১৯৭৪ সালে
[ঘ] ১৯৭৮ সালে
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide