সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২০

সাধারণ জ্ঞান "আন্তর্জাতিক বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ২০
১. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
[ক] কার্পাস
[খ] লোহা
✅ কাগজ
[ঘ] বস্ত্র

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কানাডার প্রধান শিল্প-কাগজ।
❀ আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ- কানাডা।
❀ ১০টি প্রদেশ ও ৩টি অঞ্চল নিয়ে গঠিত- কানাডা যুক্তরাষ্ট্র।
❀ কানাডা পূর্ণ স্বাধীন হয়- ১৯৩১ সালে।
❀ ঐতিহাসিক ‘কানাডা অ্যাক্ট, ১৯৮২’ আইনে এখনও কানাডার রানী- ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ।
❀ কাগজের শহর বলা হয়- কানাডার রাজধানী অটোয়াকে।
❀ কাগজ উৎপাদনের যুক্তরাষ্ট্র প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে- কানাডা।
❀ নিউজপ্রিন্ট উৎপাদনে অগ্রণী দেশের নাম- কানাডা।

২. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] ঢাকা
[খ] কাঠমান্ডু
✅ থিম্পু
[ঘ] মালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে।
❀ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনের সময়কাল- ২৮-২৯-এ এপ্রিল ২০১০।
❀ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে চুক্তি সাক্ষরিত হয়- ২টি; সাফটায় সেবা বাণিজ্য, পরিবেশ সহযোগিতা বিষয়ক সার্ক সনদ।
❀ ভুটানে ‘সার্ক উন্নয়ন তহবিল’ যাত্রা শুরু করে- ২৮-এ এপ্রিল ২০১০।
❀ SAARC-এর বর্তমান জলবায়ু বিষয়ক শুভেচ্ছা দূত- নেপালের আপা শেরপা।
❀ SAARC-এর বর্তমান চেয়ারপারসন- ভুটানের জিগমে থিনলে (২৮-এ এপ্রিল ২০১০ - বর্তমান)।
❀ SAARC-এর দশম ও প্রথম মহাসচিব নির্বাচিত হন- মালদ্বীপের ফাতিমা দিয়ানা সাঈদ (দায়িত্ব- ১লা মার্চ ২০১১ থেকে)।

৩. 'The Asian Drama' গ্রন্থটির রচয়িতা কে?
✅ অমর্ত্য সেন
[খ] গুনার মিরডাল
[গ] মাইকেল লিফটন
[ঘ] উইলয়াম রস্টো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ 'The Asian Drama'র রচয়িতা কার্ল গুনার মিরডাল একজন- সুইডিশ অর্থনীতিবিদ এবং সমাজতত্ত্ববিদ।
❀ গুনার মিরডাল অর্থনৈতিক তত্ত্ব উন্নয়নে বিশেষ অবদানের জন্যে নোবেল পুরস্কার লাভ করেন- ১৯৭৪ সালে।
❀ গুনার মিরডালের সর্বাধিক আলোচিত গ্রন্থ- Asian Drama: An Inquiry into the Poverty of Nations.
❀ গুনার মিরডালের দীর্ঘ ১০ বছর যাবত এশিয়ার দারিদ্রে্যর কারণ নিয়ে গবেষণার ফলাফল- Asian Drama গ্রন্থটি।
❀ গুনার মিরডালের জীবনকাল- ১৮৯৮-১৯৮৭ সাল।

8. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
[ক] বুদাপেস্ট
[খ] প্রাগ
[গ] এথেন্স
✅ তিরানা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
তিরানা
❀ আলবেনিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর- তিরানা।
❀ তিরানাকে অটোমান শহর হিসেবে প্রতিষ্ঠিত করেন- সুলেজমান ব্রাগজিনি, ১৬১৪ সালে।
❀ তিরানা আলবেনিয়ার রাজধানী শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়- ১৯২০ সালে।
❀ তিরানার বর্তমান লোকসংখ্যা- প্রায় ৬ লক্ষ।

প্রাগ
❀ চেক রিপাবলিকের রাজধানী ও সবচেয়ে বড় শহর- প্রাগ।
❀ মেট্রোপলিটন এলাকাসহ প্রাগের লোকসংখ্যা- ১. ৯ মিলিয়ন।
❀ প্রাগ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়- প্রায় ১১০০ বছর পূর্বে।
❀ ভাল্টাভা নদীর তীরে অবস্থিত- প্রাগ।
❀ প্রাগ ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ সাইট-এর অন্তর্ভুক্ত হয়- ১৯৯৯ সালে।
❀ আলফা ওয়ার্ল্ড শহর হিসেবে আখ্যায়িত হয়- প্রাগ।
❀ ২০১০ সালে ব্যবসার বার্ষিক প্রতিবেদনে পূর্ব ইউরোপের সবচেয়ে ভালো শহর- প্রাগ।

বুদাপেস্ট
❀ হাঙ্গেরির রাজধানী শহর- বুদাপেস্ট।
❀ দানিয়ূর নদীর উভয় তীরে অবস্থিত- বুদাপেস্ট।
❀ ইউরোপের সবচেয়ে সুন্দর শহর- বুদাপেস্ট।
❀ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিনাগগ অবস্থিত- বুদাপেস্টে।
❀ ফরবেসের পরিসংখ্যানে ইউরোপের মধ্যে বসবাসের ক্ষেত্রে ৭ম সুযোগ্য শহর- বুদাপেস্ট।

এথেন্স
❀ গ্রিসের সবচেয়ে বড় শহর ও রাজধানী- এথেন্স।
❀ বিশ্বের সবচেয়ে পুরাতন শহরগুলোর মধ্যে একটি- এথেন্স।
❀ লোকসংখ্যায় ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম শহর- এথেন্স।
❀ গণতন্ত্রের জন্মক্ষেত্র বলা হয়- এথেন্সকে।
❀ প্লেটোর অ্যাকাডেমি এবং এরিস্টটলের লাইসিয়াম অবস্থিত- এথেন্স-এ।
❀ স্বাগতিক শহর হিসেবে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়- ১৮৯৬ সালে।

৫. IFC বলতে কি বোঝায়?
✅ ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
[খ] ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটাল
[গ] ইন্টারন্যাশনাল ফুড কনফারেন্স
[ঘ] এগুলোর কোনোটিই নয়

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ IFC-এর পূর্ণরূপ- International Finance Corporation.
❀ উন্নয়নশীল দেশসমূহের বেসরকারি খাতকে অর্থ সাহায্য করা- IFC-র লক্ষ্য ও উদ্দেশ্য।
❀ IFC-র ১৮২তম (সর্বশেষ) সদস্য- কসোভো (২৯-এ জুন ২০০৯)।
❀ IFC-র প্রতিষ্ঠাতা বলা হয়- রবার্ট এল গার্নার-কে।
❀ IFC প্রতিষ্ঠিত হয়- ২০-এ জুলাই ১৯৫৬।
❀ IFC-এর সদর দপ্তর- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।

৬. Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৬০ সালে
[খ] ১৯৬২ সালে
✅ ১৯৬৩ সালে
[ঘ] ১৯৬৪ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ OAU প্রতিষ্ঠিত হয়- ২৫-এ মে ১৯৬৩।
❀ AU নামকরণ হয়- ৯ই জুলাই ২০০২।
❀ AU-এর পূর্ব নাম- OAU (Organisation of African Unity).
❀ OAU-এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৩২ টি।
❀ OAU-এর সর্বশেষ সদস্য- দক্ষিণ আফ্রিকা (২৬-এ জুন ১৯৯৪)।
❀ AU-এর বর্তমান (৮ম) চেয়ারম্যান- মালাবির বিঙ্গু ওয়া মুথারিকা (৩১-এ জানুয়ারি ২০১০)।
❀ AU-এর প্রতিষ্ঠাকাল- ৯ই জুলাই ২০০২।

৭. বান্দুং কোথায় অবস্থিত?
[ক] মালয়েশিয়া
[খ] ভিয়েতনাম
[গ] থাইল্যান্ড
✅ ইন্দোনেশিয়া

৮. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
[ক] আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
✅ আটলান্টিক মহাসাগর ও প্রশামন্ত মহাসাগর
[গ] প্রশামন্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
[ঘ] ভারত মহাসাগর ও প্রশামন্ত মহাসাগর

৯. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিলো?
[ক] ১৯৪৮ সালে
[খ] ১৯৬০ সালে
✅ ১৯৬৭ সালে
[ঘ] ১৯৭৩ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল প্রতিপক্ষ মিশর, সিরিয়া ও জর্ডানসহ আরব বিশ্বকে পরাজিত করে গাজা, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রাখে- ১৯৬৭ সালে।
❀ ইসরাইলের বিমান বাহিনী একই সঙ্গে গাজা, সিনাই, সিরিয়া ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের উপর আক্রমণ শুরু করে- ৫ই জুন ১৯৬৭।
❀ তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল জর্ডানের নিকট থেকে দখল করে- জেরুজালেমের আরব অধিকৃত অঞ্চল।
❀ তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধের ব্যপ্তি ছিল- ৬ দিন।

১০. 'No Fly Zone' কোন দেশে অবস্থিত?
✅ ইরাক
[খ] কুয়েত
[গ] আফগানিস্তান
[ঘ] ইসরাইল

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর ইরাকে প্রতিষ্ঠিত হয়- 'No Fly Zone'।
❀ কোনো স্থানের উপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা হলো- 'No Fly Zone'।
❀ মিত্রশক্তি 'No Fly Zone' প্রতিষ্ঠা করে- ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত এলাকায়।

১১. মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
[ক] অস্ট্রিয়া
[খ] গ্রিস
[গ] সুইডেন
✅ ইতালি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইতালীয় রেনেসাঁদের অন্যতম পুরোধা ছিলেন- ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল অ্যাঞ্জেলো বুওনারোত্তি।
❀ মাইকেল অ্যাঞ্জেলোর বিশ্ববিখ্যাত ভাস্কর্য ও স্থাপত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো- রোমের সেন্ট পিটারে ‘পিয়েতো’ ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিট’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ ইত্যাদি।
❀ মাইকেল অ্যাঞ্জেলো মৃত্যুবরণ করেন- ১৮ই ফেব্রুয়ারি ১৫৬৪।

১২. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
[ক] চীন ও রাশিয়া
✅ চীন ও ভারত
[গ] ভারত ও পাকিস্তান
[ঘ] পাকিস্তান ও আফগানিস্তান

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ভারতের ১১২৬. ৫৪ কিলোমিটার বা ৭০০ মাইলব্যাপী অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিববতের সুবর্ণ সিঁড়ি, সিয়াং লোহিত সীমান্ত জুড়ে অবস্থিত- ম্যাকমোহন লাইন।
❀ ম্যাকমোহন লাইন সীমারেখার নামকরণ করা হয়- তৎকালীন ব্রিটিশ পক্ষের প্রতিনিধি স্যার ম্যাকমোহন-এর নামানুসারে।
❀ ‘ভারত-তিববত’ চুক্তির আওতায় তিববত ও ভারতের মধ্যে ‘ম্যাকমোহন লাইন’ সীমারেখা চিহ্নিত হয়- ১৯১৪ সালে।
❀ বর্তমানে এ লাইনকে গণ্য করা হয়- ভারত-চীন সীমানা বলে।
❀ ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ ঘটে- ১৯৬০ সালে।

১৩. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
✅ হেমারফেস্ট
[খ] কুইবেক
[গ] তিববত
[ঘ] কোনোটিই নয়

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত- নরওয়ে (হেমারফেস্ট)।
❀ এ অঞ্চলে স্থানীয় সময় মধ্যরাত হলেও দূর মহাকাশের দিগমেন্ত সূর্যকে দেখা যায়, তাই এ অঞ্চলকে বলা হয়- নিশীথ সূর্যের দেশ।
❀ স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিমাংশে অবস্থিত- নরওয়ে।
❀ সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত- নরওয়ের উত্তরাংশ।
❀ নরওয়ের অধিকাংশ মানুষের বাস- দেশের দক্ষিণাংশে।
❀ নরওয়ের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম- স্কি।
❀ নরওয়ের অসলোয় নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়- প্রতি বছরের ১০ই ডিসেম্বর।
❀ সাড়ে ৭০º উত্তর অক্ষাংশে অবস্থিত- নরওয়ের উত্তরাঞ্চলীয় হেমারফেস্ট শহরটি।

১৪. নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
[ক] নাইজেরিয়া
[খ] কঙ্গো
[গ] আবিসিনিয়া
✅ ঘানা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ঘানার জাতীয়তাবাদী নেতা, প্রথম প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট এবং উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদের কট্টর বিরোধী ব্যক্তিত্ব- কোয়ামে নক্রুমা।
❀ ‘প্যান-আফ্রিকান’ ঐক্যের নেতৃস্থানীয় প্রবক্তা- কোয়ামে নক্রুমা।
❀ নক্রুমা ঘানার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জন্মগ্রহণ করেন-১৯০৯ সালের ২১-এ সেপ্টেম্বর।
❀ নক্রুমা রোমানিয়ায় মৃত্যুবরণ করেন- ১৯৭২ সালের ২৭ এপ্রিল।
❀ নক্রুমা ঘানার প্রধানমন্ত্রী ছিলেন- ১৯৫২ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত।
❀ ১৯৬০ সালেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন- নক্রুমা।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরা সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
[ক] তিনজন
[খ] চারজন
✅ পাঁচজন
[ঘ] ছয়জন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ প্রতিটি সদস্য রাষ্ট্র ভোট দিতে পারে- ১টি করে।
❀ প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে গঠিত- সাধারণ পরিষদ।
❀ সম্মিলিত জাতিসংঘের সর্বাপেক্ষা প্রতিনিধিত্বমূলক সংস্থা- সাধারণ পরিষদ।
❀ ‘বিশ্বমানবের সংসদ’ নামে অভিহিত- সাধারণ পরিষদ।
❀ প্রতিটি সদস্যরাষ্ট্র সাধারণ পরিষদে প্রতিনিধি পাঠাতে পারে- ৫ জন।
❀ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন ছাড়া বসতে পারে- বিশেষ ও জরুরি অধিবেশন।
❀ সাধারণ পরিষদের প্রধান কমিটি- ৬টি।

১৬. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] রিয়াদ
[খ] কায়রো
[গ] কুয়েত
✅ জেদ্দা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)-এর সদর দপ্তর- সৌদি আরবের জেদ্দায়।
❀ IDB-র কার্যক্রম চালু হয়- ২০-এ অক্টোবর ১৯৭৫।
❀ IDB-র আর্থিক লেনদেন শুরু হয়- জানুয়ারি, ১৯৭৬।
❀ IDB-র প্রতিষ্ঠাকালীন সদস্য- ২২টি।
❀ IDB-র সর্বশেষ সদস্য- নাইজেরিয়া (২৩-এ জুন ২০০৫)।
❀ IDB প্রতিষ্ঠিত হয়- ডিসেম্বর, ১৯৭৩।
❀ মুসলিম দেশসমূহের অর্থনীতিকে ক্রমান্বয়ে ইসলামী ভাবধারায় পরিচালিত করাই- IDB-এর লক্ষ্য ও উদ্দেশ্য। GK-International-Affairs-BCS-and-Govt-Job-Preparation.

১৭. বেলজিয়ামের মুদ্রার নাম কি?
[ক] শিলিং
[খ] ফ্রাংক
[গ] পাউন্ড
[ঘ] ক্রোনা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
ফ্রাংক
❀ বেলজিয়ামের বর্তমান মুদ্রা- ইউরো।
❀ বেলজিয়ামের পূর্বের মুদ্রা- ফ্রাংক।
❀ ইউরো মুদ্রা চালু আছে এমন দেশ- অ্যান্ডোরা, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্যানমেরিনো, পোভাকিয়া, পোভেনিয়া, স্পেন, ভ্যাটিকান সিটি, কসোভো প্রভৃতি।
❀ ফ্রাংক চালু আছে এমন দেশ- সুইজারল্যান্ড, বেনিন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, শাদ, মালি, গ্যাবন, জিবুতি, নিরক্ষীয় গিনি, গিনি, গিনি বিসাউ, আইভরিকোস্ট, বারকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, নাইজার, সেনেগাল, সোয়াজিল্যান্ড, টোগো।
শিলিং
❀ শিলিং চালু আছে এমন দেশ- সোমালিয়া, উগান্ডা, তানজানিয়া প্রভৃতি।
পাউন্ড
❀ পাউন্ড চালু আছে এমন দেশ- যুক্তরাজ্য, মিশর, লেবানন, সিরিয়া ও সুদান প্রভৃতি।
ক্রোনা
❀ ক্রোনো চালু আছে এমন দেশ- সুইডেন, আইসল্যান্ড প্রভৃতি।

১৮. কোনটি ‘চির শান্তির শহর’ নামে পরিচিত?
✅ রোম
[খ] ভেনিস
[গ] এথেন্স
[ঘ] ওসলো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত- রোম।
❀ ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত- স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি।
❀ ২০০০ বছরের পুরানো রোমান সাম্রাজ্যের রাজধানী- ইতালির ‘রোম’।
❀ রোমানদের তৈরি সর্বাপেক্ষা বড় অ্যামিঙথিয়েটার- রোমের কলোসিয়াম।
❀ রোমের কলোসিয়ামের অবস্থান- ফোরাম, রোম, ইতালি।
❀ রোমের কলোসিয়াম বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়- ১৯৮০ সালে।

১৯. বাবেল মান্দেব কোন ভাষার শব্দ?
✅ ফারসি
[খ] উর্দ্দু
[গ] আরবি
[ঘ] ইংরেজি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ বাবেল মান্দের শব্দটি- ফারসি।
❀ বাবেল মান্দেব-এর অর্থ- মৃত্যু দরজা।
❀ বাবেল মান্দেব বর্তমানে- একটি প্রণালি।
❀ এক সময় প্রচুর জাহাজডুবি হতো ও অনেক মানুষ মারা যেত- বাবেল মান্দেব-এ।
❀ বাবেল পৃথক করেছে- এশিয়া থেকে আফ্রিকাকে।
❀ এডেন সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে- বাবেল মান্দেব প্রণালি।

২০. পিএলও (PLO) কখন গঠিত হয়?
✅ ১৯৬৪ সালে
[খ] ১৯৬৫ সালে
[গ] ১৯৫৫ সালে
[ঘ] ১০৬৭ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ Palestine Liberation Organization (PLO) গঠিত হয়- ১৯৬৪ সালে।
❀ পিএলও (PLO)-র ফাতাহ গ্রুপ গঠিত হয়- ১০ই অক্টোবর ১৯৫৯।
❀ পিএলও (PLO)-র প্রধান পদে ইয়াসির আরাফাত নিযুক্ত হন- ২রা ফেব্রুয়ারি ১৯৬৯।
❀ ইয়াসির আরাফাত আলজিয়ার্সে স্বাধীন ফিলিস্তিন গঠনের ঐতিহাসিক ঘোষণা করেন- ১৫ই নভেম্বর ১৯৮৮।
❀ পিএলও (PLO) এবং ইসরাইল পারস্পারিক স্বীকৃতি জানায়- ১০ই সেপ্টেম্বর ১৯৯৩।
❀ পিএলও (PLO) এবং ইসরাইলের মধ্যে ঐতিহাসিক স্বায়ত্বশাসন চুক্তি স্বাক্ষরিত হয়- ১৩ই সেপ্টেম্বর ১৯৯৩; ওয়াশিংটনে।
❀ প্যালেস্টাইনে ইহুদিরা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে- ১৯৪৮ সালের ১৪ই মে।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

২১. ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
[ক] তেহরান
✅ জেদ্দা
[গ] কায়রো
[ঘ] রিয়াদ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ OIC-এর প্রধান কার্যালয় অবস্থিত- সৌদি আরবের জেদ্দায়।
❀ OIC-এর পূর্ণরূপ- Organisation of the Islamic Conference (ইসলামিক সম্মেলন সংস্থা)।
❀ OIC গঠিত হয়- জেরুজালেমের আল-আকসা মসজিদে অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে।
❀ OIC-র প্রতিষ্ঠাকালীন সদস্য- ২৫টি।
❀ OIC-র সর্বশেষ সদস্য- আইভরি কোস্ট (২০০১)।
❀ OIC সম্মেলন অনুষ্ঠিত হয়- প্রতি ৩ বছর পর।
❀ OIC-র অফিসিয়াল ভাষা- ৩টি; আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

২২. বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
[ক] ১৯৭২ সালে
[খ] ১৯৭৩ সালে
✅ ১৯৭৪ সালে
[ঘ] ১৯৭৫ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ OIC-র বিশেষ শীর্ষ সম্মেলন এ পর্যন্ত অনুষ্ঠিত হয়- ৪ বার; পাকিস্তান (১৯৯৭), কাতার (২০০৩), সৌদি আরব (২০০৫), মালয়েশিয়া (২০০৬)।
❀ OIC-র স্ট্যান্ডিং কমিটির (৪টি কমিটি) অন্যতম একটি কমিটি- আল কুদস কমিটি (গঠন-১৯৭৫, সদস্য-১৬)।
❀ OIC-র একাদশতম প্রেসিডেন্ট- সেনেগালের প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদে (১৩ই মার্চ ২০০৮ - বর্তমান)।
❀ OIC-তে নিযুক্ত প্রথম মার্কিন বিশেষ দূত- সাডা কাম্বার (৩রা মার্চ ২০০৮ - বর্তমান)
❀ মুসলমান প্রধান না হয়েও OIC-র সদস্য দেশ- উগান্ডা (১৯৭৪), ক্যামেরুন (১৯৭৫), বেনিন (১৯৮২), মোজাম্বিক (১৯৯৪),সুরিনাম (১৯৯৬), গায়না (১৯৯৮)।
❀ পাকিস্তানে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালের ২৩-এ ফেব্রুয়ারি।

২৩. জোট নিরপেক্ষ আন্দোলন NAM-এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
[ক] দিল্লী
[খ] ডারবান
[গ] ঢাকা
[ঘ] জাকার্তা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ NAM-এর আগামী (২০১২) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- ইরানের তেহরানে।
❀ জোট নিরপেক্ষ দেশসমূহের নেতৃবৃন্দের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৬১ সালে, বেলগ্রেড, যুগোস্লাভিয়ায়।
❀ বেলগ্রেড সম্মেলনে অংশগ্রহণ করে- ২৫ টি রাষ্ট্র।
❀ ‘জোট নিরপেক্ষতা’ বা non-alignment শব্দটির উদ্ভাবক- ভারতের জওহরলাল নেহেরু।
❀ জোট নিরপেক্ষ নীতির প্রসার ও শীর্ষ সম্মেলন আয়োজনের প্রধান ভূমিকায় ছিলেন- জওহরলাল নেহেরু, জোসেফ ব্রজ টিটো, গামাল আব্দেল নাসের, আহমেদ সুকর্ন ও কোরামে নক্রুমা।
❀ NAM-এর শীর্ষ সম্মেলন বসে- প্রতি ৩ বছর পর।

২৪. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
✅ ১৯৮৫ সালে ঢাকায়
[খ] ১৯৮৩ সালে দিল্লীতে
[গ] ১৯৮৪ সালে কলম্বোতে
[ঘ] ১৯৮৬ সালে মালেতে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়- সার্কের।
❀ SAARC প্রতিষ্ঠার উদ্যোক্তা- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
❀ SAARC প্রতিষ্ঠার জন্যে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৮১ সালে, শ্রীলংকার কলম্বোতে।

২৫. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
✅ দুর্ভিক্ষ ও দারিদ্র্য
[খ] উন্নয়নের গতিধারা
[গ] মাইক্রোক্রেডিট
[ঘ] বৈদেশিক সাহায্য

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ যে বইটি অমর্ত্য সেনকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে তা হলো- ‘দারিদ্র্য ও দুর্ভিক্ষ: স্বত্বাধিকার ও বঞ্চনার একটি রচনা’।
❀ অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন-এ জন্মগ্রহণ করেন- ৩রা নভেম্বর ১৯৩৩।
❀ খাদ্যের যোগান কম হলে দুর্ভিক্ষ হয় এই চিরায়িত সত্যটি ভুল প্রমাণ করেন- অমর্ত্য সেন।
❀ অমর্ত্য সেন অন্যায় শাসন, সামাজিক বঞ্চনা ও দুর্বল অধিকার প্রভৃতি দূর করার লক্ষ্যে ভারত ও বাংলাদেশে ‘প্রতীচী ট্রাস্ট’ গঠন করেন- ১৯৯৮ সালে।

২৬. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর সদস্য সংস্থা কত?
✅ ৬
[খ] ৭
[গ] ৮
[ঘ] ৫

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ GCC-এর সদস্য দেশগুলো হলো- সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
❀ GCC-এর বর্তমান (৪র্থ) মহাসচিব- কাতারের আবদুল রহমান ইবনে হামাদ আল আতিয়া (১লা এপ্রিল ২০০২)।
❀ GCC-এর পূর্ণরূপ- Gulf Co-operation Council.
❀ GCC-এর প্রতিষ্ঠাকাল- ২৫-এ মে ১৯৮১।
❀ GCC-এর সদর দপ্তর- রিয়াদ, সৌদি আরব।

২৭. BIMSTEC কি ধরনের সংগঠন?
[ক] রাজনৈতিক
✅ অর্থনৈতিক
[গ] বাণিজ্যিক
[ঘ] সামাজিক

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে পারস্পারিক সহযোগিতা- BIMSTEC-এর উদ্দেশ্য।
❀ BIMSTEC-এর বর্তমান সদস্য- বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।
❀ BIMSTEC-এর পূর্বের পূর্ণরূপ- Bangladesh, India, Myanmar, Sri lanka, Thailand Economic Co-operation।
❀ BIMSTEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪টি দেশ; বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড।
❀ প্রতিষ্ঠাকালে BIMSTEC-এর নাম ছিল- BISTEC.
❀ BIMSTEC-এর বর্তমান নামকরণ করা হয়- ৩১-এ জুলাই ২০০৪।
❀ BIMSTEC-এর উদ্যোক্তা- থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রা।
❀ BIMSTEC-এর বর্তমান পূর্ণরূপ- Bay Of Bengal Initiative For Multi Sectoral Technical And Economic Co-Operation.

২৮. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
[ক] ১৯৫
[খ] ১৮৯
[গ] ১৭০
[ঘ] ১৭৫

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র- ১৯২টি।
❀ জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র- মন্টিনিগ্রো।
❀ মন্টিনিগ্রো সর্বশেষ সদস্য হিসেবে স্বীকৃতি পায়- ২৮-এ জুন ২০০৬।
❀ জাতিসংঘের ১৯১তম সদস্য রাষ্ট্র- পূর্ব তিমুর (জাতিসংঘের স্বীকৃতি-২৭-এ সেপ্টেম্বর ২০০২)।
❀ জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র- সুইজারল্যান্ড (স্বীকৃতি-১০ই সেপ্টেম্বর ২০০২)।

২৯. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
✅ প্রেসিডেন্ট কিম দায়ে জং
[খ] হোমস জে হেকম্যান
[গ] গাও সিংজিয়ান
[ঘ] এরিক ক্যান্ডেল

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভক্ত কোরিয়ার ঐক্যবদ্ধকরণে তাৎপর্যপুর্ণ ভূমিকা পালনের জন্যে নোবেল পুরস্কার লাভ করেন- প্রেসিডেন্ট কিম দায়ে জং।
❀ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন- ২০০০ সালে।

৩০. রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
[ক] ১২,৮০০ টন
[খ] ১৩,৯০০ টন
[গ] ১৪,২০০ টন
[ঘ] ১৫,০০০ টন

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ ‘কুরস্ক’ সাবমেরিনটির ওজন ছিলো- ২৪০০০ টন।
❀ উত্তর মেরুর নিকটবর্তী ব্যারেন্টস সাগরে দুর্ঘটনার শিকার হয়- ‘কুরস্ক’।
❀ রাশিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন ‘কুরস্ক’ দুর্ঘটনার শিকার হয়- ২০০০ সালের ১২ই আগস্ট।
❀ ‘কুরস্ক’ ডুবে গেলে মারা যান- ১১৮ জন ক্রুর সকলেই।

৩১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
[ক] সুইডেন
[খ] নাইজেরিয়া
[গ] বাংলাদেশ
[ঘ] ভারত

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ টিআই রিপোর্ট- ২০১০ অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ- সোমালিয়া।
❀ ২০১০ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জরিপ চালায়- ১৭৮টি দেশে।
❀ টিআই রিপোর্ট-২০১০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান- ১২তম।

৩২. ‘বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
[ক] পাকিস্তান
[খ] কেনিয়া
✅ পাপুয়া নিউগিনি
[ঘ] বাংলাদেশ

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ UNFPA রিপোর্ট-২০০০ অনুযায়ী পাপুয়া নিউগিনিতে নারী নির্যাতনের হার- সর্বোচ্চ ৬৭ শতাংশ।
❀ UNFPA রিপোর্ট ২০০০ অনুযায়ী বাংলাদেশে নারী নির্যাতনের হার- ৪৭ শতাংশ।

৩৩. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
[ক] আফ্রিকা
[খ] ইউরোপ
✅ এশিয়া
[ঘ] উত্তর আমেরিকা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বিশালাকার মহাদেশ- এশিয়া।
❀ এশিয়ার আয়তন- ৪ কোটি ৪৪ লক্ষ ৯৩ হাজার বর্গ কি. মি. ।
❀ এশিয়ার আয়তন বিশ্বের মোট আয়তনের- শতকরা ২৯. ৬ ভাগ।
❀ এশিয়ার ভৌগোলিক অবস্থান- ১৩º দক্ষিণ থেকে ৭৮º উত্তর অক্ষাংশ এবং ২৫º পূর্ব থেকে ১৭০º পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।
❀ এশিয়ার প্রায় মধ্য দিয়ে অতিক্রমকারী রেখা- ৯০º পূর্ব-দ্রাঘিমা রেখা।
❀ এশিয়া আয়তনে অস্ট্রেলিয়া, ইউরোপ ও আফ্রিকার চেয়ে যথাক্রমে- ৬ গুণ, ৪ গুণ ও দেড় গুণ বড়।

৩৪. হেলসিংকি কোন দেশের রাজধানী?
[ক] সুইডেন
[খ] নরওয়ে
✅ ফিনল্যান্ড
[ঘ] পোল্যান্ড

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
ফিনল্যান্ড
❀ ফিনল্যান্ডের রাজধানী ও সবচেয়ে বড় শহর- হেলসিংকি।
❀ হেলসিংকির লোকসংখ্যা- প্রায় ৫ লক্ষ ৮৮ হাজার ১৯৫ (৩১-এ অক্টোবর ২০১০ পর্যন্ত)।
❀ উত্তর ইউরোপের গুরুত্বপূর্ণ শহর- হেলসিংকি।
❀ ২০১২ সালের জন্যে ওয়ার্ল্ড ডিজাইন ক্যাপিটাল হিসেবে আখ্যায়িত- হেলসিংকি।
সুইডেন
❀ সুইডেনের রাজধানী ও সবচেয়ে বড় শহর- স্টকহোম।
❀ The 2008 Global Cities Index অনুযায়ী স্ক্যানডেনেভিয়া অঞ্চলের মধ্যে প্রথম- স্টকহোম (ইউরোপের মধ্যে ১০ম)।
❀ উত্তরের ভেনিস হিসেবে আখ্যায়িত হয়- স্টকহোম।
নরওয়ে
❀ নরওয়ের রাজধানী ও সবচেয়ে বড় শহর- অসলো।
❀ অসলো মিনিউসিপালিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়- ১লা জানুয়ারি ১৮৩৮।
❀ অসলোর মেট্রোপলিটন এলাকায় বসবাসকারী লোকসংখ্যা- প্রায় ১৪ লক্ষ ২২ হাজার ৪৪২।
❀ কাউন্সিল অব ইউরোপের পাইলট শহর- অসলো।
পোল্যান্ড
❀ পোল্যান্ডের রাজধানী ও সবচেয়ে বড় শহর- ওয়ারশ।
❀ লোকসংখ্যায় ইউরোপীয় ইউনিয়নের ৯ম বৃহত্তম শহর- ওয়ারশ।
❀ ‘ফনিক্স শহর’ হিসেবে আখ্যায়িত- ওয়ারশ।

৩৫. সুইডেনের মুদ্রার নাম কি?
[ক] পাউন্ড
[খ] ডলার
✅ ক্রোনা
[ঘ] পেসো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
ক্রোনা
❀ ইউরোপীয় ইউনিয়নভুক্ত পুরাতন সদস্য রাষ্ট্রের মধ্যে ইউরো গ্রহণ করেনি- যুক্তরাজ্য, ডেনমার্ক ও সুইডেন।
❀ এখনও মুদ্রা হিসেবে ‘ক্রোনা’ ব্যবহার করছে- সুইডেন।
❀ ক্রোনা চালু আছে এমন দেশ- সুইডেন ও আইসল্যান্ড।
পাউন্ড
❀ পাউন্ড যেসব দেশে প্রচলিত সেগুলো হলো- যুক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং), লিবিয়া, সাইপ্রাস, লেবানন, সুদান ও মিশন।
ডলার
❀ ডলার প্রচলিত রয়েছে এরূপ কিছু দেশ হলো- যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, বাহরাইন, পূর্ব তিমুর, কানাডা, জ্যামাইকা, অস্ট্রেলিয়া ইত্যাদি।
পেসো
❀ পেসো প্রচলিত রয়েছে এরূপ কিছু দেশ হলো- ফিলিপাইন, গিনি বিসাউ, মেক্সিকো, কিউবা, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ইত্যাদি।

৩৬. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
✅ মার্লবোরো হাউজ
[খ] হোয়াইট হাউজ
[গ] বাকিংহাম প্রসাদ
[ঘ] দি চেকার্স

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ কমনওয়েলথ-এর সেক্রেটারিয়েট অবস্থিত- মার্লবোরো হাউজে।
❀ যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত- মার্লবোরো হাউজ।
❀ মার্লবোরো হাউজের অপর নাম- পলমল।
❀ কমনওয়েলথ গঠনের পরিকল্পনা (বালফোর ডিকলারেশন) করা হয়- ইম্পিরিয়াল কনফারেন্সে, ১৮ই নভেম্বর ১৯২৬ সালে।
❀ সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহের সংগঠন- কমনওয়েলথ।
❀ কমনওয়েলথ-এর পূর্বনাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস।
❀ কমনওয়েলথ-এর সর্বশেষ সদস্য- রুয়ান্ডা (২৮-এ নভেম্বর ২০০৯)।
❀ কমনওয়েলথ-এর বর্তমান প্রধান- রানী দ্বিতীয় এলিজাবেথ (৬ই ফেব্রুয়ারি ১৯৫২)।
❀ কমনওয়েলথ-এর বর্তমান চেয়ারম্যান- ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসার (২৬-এ মে ২০১০)।

৩৭. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] ঢাকা
[খ] নয়াদিল্লী
[গ] কলম্বো
✅ কাঠমন্ডু

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়- নেপালের কাঠমান্ডুতে, ১৯৮৪ সালে।
❀ সার্ক দেশগুলোর ক্রীড়া প্রতিযোগিতা- সাফ গেমস।
❀ সাফ গেমস-এর পরিবর্তিত নাম ‘সাউথ এশিয়ান গেমস’ চালু হয়- ১লা জানুয়ারি ২০০৫।
❀ ঢাকায় সাফ গেমস অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে।
❀ সাফ গেমস অনুষ্ঠিত হয়- ২ বছর পর পর।
❀ সাফ গেমস-এর আয়োজক- সাউথ এশিয়া স্পোর্টস ফেডারেশন (SASF)।
❀ একাদশ এস এ গেমস (সাফ গেমস) অনুষ্ঠিত হয়- ঢাকায়, ২০১০ সালে।

৩৮. NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
[ক] ১০০
[খ] ১১০
[গ] ১১৪
[ঘ] ১১০

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ NAM- এর বর্তমান সদস্য সংখ্যা- ১১৮।
❀ পূর্ণরূপ- Non Aligned Movement (জোট নিরপেক্ষ আন্দোলন)।
❀ জোট নিরপেক্ষ আন্দোলনে অগ্রণী পদক্ষেপ- পঞ্চশীলা নীতি।
❀ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম পদক্ষেপ নেয়া হয়- ১৯৫৫ সালে, আফ্রো-এশীয় সম্মেলনে।
❀ NAM-এর সর্বশেষ সদস্য- হাইতি এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস (১১ই সেপ্টেম্বর ২০০৬)।
❀ NAM-এর পর্যবেক্ষক দেশ ও সংস্থা যথাক্রমে- ১৭টি ও ৯টি।
❀ NAM-এর এশিয়া অঞ্চলের বর্তমান ভাইস চেয়ারম্যান- শেখ হাসিনা (১৬ই জুলাই ২০০৯)।

GK - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী - International Affairs

৩৯. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
[ক] ভারতে
[খ] বাংলাদেশে
[গ] শ্রীলংকায়
[ঘ] নেপালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ মানব উন্নয়ন রিপোর্ট-২০১০ অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি- মালদ্বীপে (৯৮. ৪%)।
❀ এর নিম্নক্রমে শিক্ষিতের হার- শ্রীলংকা (৯০. ৬%), ভারত (৬২. ৮), পাকিস্তান (৫৩. ৭%), নেপাল (৫৭. ৯%), বাংলাদেশ (৫৫%) ও ভুটান (৫২. ৮%)।

GK International Affairs Question Answer PDF Download.

8০. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৪৫ সালে
[খ] ১৯৪৮ সালে
✅ ১৯৪৯ সালে
[ঘ] ১৯৫১ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সামরিক জোট NATO গঠিত হয়- ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
❀ NATO-এর পূর্ণরূপ- North Atlantic Treaty Organization.
❀ ন্যাটো প্রতিষ্ঠিত হয়- ‘উত্তর আটলান্টিক চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে।
❀ প্রতিষ্ঠাকালীন সদস্য- ১২টি।
❀ সর্বশেষ সদস্য হয়- আলবেনিয়া (২৭তম) ও ক্রোয়েশিয়া (২৮তম), ১লা এপ্রিল ২০০৯।
❀ NATO-র সদরদপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
❀ NATO-র বর্তমান সদস্য সংখ্যা- ২৮।

8১. OPEC ভুক্ত দেশ কয়টি?
[ক] ৮টি
[খ] ১১টি
[গ] ৮টি
✅ ১২টি

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ OPEC-এর দেশগুলো হলো- ভেনিজুয়েলা, সৌদি আরব, লিবিয়া, কুয়েত, নাইজেরিয়া, ইরাক, আলজেরিয়া, ইরান, কাতার, ইকুয়েডর, অ্যাঙ্গোলা ও সংযুক্ত আরব আমিরাত।
❀ OPEC-এর পূর্ণরূপ- Organization of the Petroleum Exporting Countries.
❀ সর্বশেষ সদস্য- ইকুয়েডর।
❀ বর্তমান মহাসচিব- আব্দাল্লা সালেম আল-বাদরি।

8২. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৪১ সালে
✅ ১৯৪৫ সালে
[গ] ১৯৪৮ সালে
[ঘ] ১৯৪৯ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সরকারিভাবে জাতিসংঘ গঠিত হয়- ২৪-এ অক্টোবর ১৯৪৫।
❀ জাতিসংঘ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে- ১৯৪১ সালের ৬ই জানুয়ারি রুজভেল্ট ঘোষিত মার্কিন কংগ্রেস নীতি।
❀ জাতিসংঘ সনদ কার্যকর হয়- ২৪-এ অক্টোবর ১৯৪৫।
❀ জাতিসংঘ দিবস পালিত হয়- প্রতি বছর ২৪ অক্টোবর।
❀ জাতিসংঘের নামকরণ করেন- মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

8৩. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
[ক] ইনকথা ফ্রিডম পার্টি
[খ] ন্যাশনালিস্ট পার্টি
[গ] আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
✅ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ দক্ষিণ আফ্রিকা সরকারের বর্ণবৈষম্যবাদী নীতির প্রতিবাদে প্রধান ভূমিকা নেয়- আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
❀ 'ANC' নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়- ১৯৬৪ সালে।
❀ দক্ষিণ আফ্রিকা সরকার 'ANC' নিষিদ্ধ করে- ১৯৬০ সালে।
❀ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়- ১৯১২ সালে।
❀ নেলসন ম্যান্ডেলার পুরো নাম- নেলসন রোলিহলাহা ম্যান্ডেলা (ডাক নাম ম্যাদিবা)।
❀ নেলসন ম্যান্ডেলা ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন- দক্ষিণ আফ্রিকার ট্রান্সকেই শহরের আমতাতা নামক স্থানে।

8৪. ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
[ক] জেনারেল হাবিবি
[খ] মেঘবর্তী সুকর্ণপুত্রী
[গ] আবদুর রহমান ওয়াহিদ
[ঘ] জেনারেল বিরামেন্তা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট- সুসিলো বামবাং ইউদিয়োনো।
❀ ইন্দোনেশিয়ার ৬ষ্ঠ প্রেসিডেন্ট- সুসিলো বামবাং ইউদিয়োনো।
❀ সুসিলো বামবাং ইউদিয়োনোর রাজনৈতিক দল- ডেমোক্রেটিক পার্টি।
❀ সুসিলো বামবাং ইউদিয়োনোর মেয়াদকাল- ২০-এ অক্টোবর ২০০৪ - বর্তমান।

8৫. সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিস্কার করা হয়েছে?
[ক] নাইজেরিয়া
[খ] শ্রীলংকা
[গ] পাকিস্তান
[ঘ] ভারত

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।
❀ ফিজি-র সামরিক অভ্যুত্থানের জন্যে সদস্যপদ স্থগিত হয়- ১লা সেপ্টেম্বর ২০০৯।
❀ কমনওয়েলথ-এর সচিবালয় সালিশ আদালত (CSAT)-এর বর্তমান প্রেসিডেন্ট- খন্দকার মাহমুদ উল হাসান (১লা জানুয়ারি ২০০৯)।
❀ কমনওয়েলথ-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়- ২৬-এ এপ্রিল ২০০৯।
❀ কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হয়- প্রতি ২ বছর পর।
❀ কমনওয়েলথ-এর ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৭-২৯-এ নভেম্বর ২০০৯ (পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।

8৬. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
[ক] ১৯৭৬ সালে
[খ] ১৯৮৫ সালে
[গ] ১৯৯০ সালে
[ঘ] ১৯৯৪ সালে

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ সঠিক উত্তর নেই।

8৭. শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
[ক] রোম
✅ সিডনি
[গ] মস্কো
[ঘ] টরেন্টো

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ শতাব্দীর সর্বশেষ অলিম্পিক অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়- ২০০০ সালে।
❀ সিডনি অলিম্পিকে- ২০০০ এ অংশগ্রহণকারী দেশ- ২০০টি।
❀ সিডনি অলিম্পিকে সর্বোচ্চ পদক বিজয়ী দেশ- যুক্তরাষ্ট্র।
❀ সিডনি অলিম্পিকের মাসকট- ওলি, সিড ও মিলি।
❀ সিডনি অলিম্পিকের আয়োজক- লন্ডন (২৭-এ জুলাই- ১২ই আগস্ট, ২০১২)।

8৮. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
[ক] ন্যাটো (NATO)
✅ সিটিবিটি (CTBT)
[গ] এনপিটি (NPT)
[ঘ] সল্ট (SALT)

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ নতুন কোনো দেশকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাঁধা দিতে স্বাক্ষরিত হয়- CTBT চুক্তি।
❀ CTBT-র পূর্ণরূপ- Comprehensive Nuclear Test-Ban Treaty.
❀ অস্ট্রেলিয়া CTBT চুক্তি জাতিসংঘে উত্থাপন করে- ১০ই সেপ্টেম্বর ১৯৯৬।
❀ CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি- ভারত, পাকিস্তান, কিউবা, ভুটান, সিরিয়া, সৌদি আরব, উত্তর কোরিয়া।
❀ CTBT চুক্তি অনুমোদনকারী সর্বশেষ (১৫৩তম) দেশ- সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (২৬-এ মে ২০১০)।
❀ CTBT চুক্তি স্বাক্ষরিত হয়- ২৪-এ সেপ্টেম্বর ১৯৯৬।

8৯. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিলো?
[ক] ৪৮টি
✅ ৫০টি
[গ] ৫১টি
[ঘ] ৬০টি

৫০. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
[ক] এশিয়া
[খ] ইউরোপ
[গ] দক্ষিণ আমেরিকা
✅ আফ্রিকা

🍭 প্রশ্ন বিশ্লেষণ:
❀ আফ্রিকার অন্যতম ক্ষুদ্র ও ঘনবসতিপূর্ণ রাষ্ট্র- বেনিন।
❀ পশ্চিম আফ্রিকায় গায়না উপসাগরে অবস্থিত- বেনিন।
❀ ফরাসি উপনিবেশ ছিল- বেনিন।
❀ বেনিন স্বাধীনতা পায়- ১লা আগস্ট ১৯৬০।
❀ ৩০ বছর পর বেনিনে প্রথম অবাধ রাষ্ট্রপতি নির্বাচন হয়- ১৯৯১ সালে।
❀ বেনিনের প্রধান শহর- কোটোনো, পারাকো।
❀ বেনিন প্রজাতন্ত্রের রাজধানী- পোর্টোনোভা।
❀ দেশটির আয়তন- ১,১২,৬২২ বর্গ কি. মি.।
Post a Comment (0)
Previous Post Next Post