General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 33

General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 33
1. What is the synonym of "Incite"?
✅ Instigate
B. Permit
C. Urge
D. Deceive

🎓 Answer Analysis:
'Incite' -অর্থ ‘উত্তেজিত করা’। এখানে
A. Instigate অর্থ - প্ররোচিত করা;
B. Permit অর্থ - অনুমতি দেওয়া;
C. Urge অর্থ - তাড়না;
D. Decieve অর্থ - প্রতারণা করা;
অর্থাৎ A.-এর অর্থের সাথে প্রশ্নের অর্থের মিল আছে।
তাই সঠিক উত্তর A.

2. What is the antonym of "Honorary?
A. Official
B. Honorable
✅ Salaried
D. Literary

🎓 Answer Analysis:
Honorary শব্দের অর্থ ‘অবৈতনিক’। এখানে
C. Salaried অর্থ - বেতন পোষ্য;
A. Official অর্থ - অফিস সংক্রান্ত;
B. Honourable অর্থ - সম্মানিত;
D. Literary অর্থ - সাহিত্যিক;
অর্থাৎ C. -এর অর্থ প্রশ্নের শব্দটির অর্থের বিপরীত।
তাই সঠিক উত্তর C.

3. What is the verb of the word "Ability"?
A. Ableness
B. Able
C. Ably
✅ Enable

🎓 Answer Analysis:
এখানে
D. Enable (সক্ষম) - verb;
A. Ableness - noun;
B. Able - adjective।
C. Ably - adverb;
সুতরাং সঠিক উত্তর D.

4. Who is the poet of the "Victorian Age"?
A. Helen Keller
B. Mathew Arnold
C. Shakespeare
✅ Robert Browning

🎓 Answer Analysis:
Robert Browning ছিলেন Victorian Age-এর একজন বিখ্যাত কবি।
সুতরাং সঠিক উত্তর D.

5. Who is the author of "For Whom The Bell Tells"?
A. Charles Dickens
B. Homer
C. Lord Tennison
✅ Ernest Hemingway

🎓 Answer Analysis:
'For Whom the Bell Tells' হেমিংওয়ের লিখিত একটি উপন্যাস।
সুতরাং সঠিক উত্তর D.

6. Fill in the blanks "He has assured me- safety."
A. with
B. at
C. for
✅ of

🎓 Answer Analysis:
Assure verb-টির পর 'of' ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর D.

7. "May Allah help you". What kind of sentence is this?
✅ Optative
B. Imperative
C. Assertive
D. Exclamatory

🎓 Answer Analysis:
A. Optative দ্বারা - কোনো ইচ্ছা বা আকাংক্ষা প্রকাশ বোঝায়;
B. Imperative দ্বারা - আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়;
C. Assertive দ্বারা - যেকোনো কিছুর বর্ণনা বোঝায়;
D. Exclamatory দ্বারা - মনের যেকোনো আবেগকে বোঝায়।
প্রদত্ত sentence-এ বক্তার মনের আকাংক্ষা প্রকাশ পেয়েছে।
তাই সঠিক উত্তর A.

৪. A rolling stone no moss. What "rolling"is?
A. Gerund
✅ Verbal noun
C. Participle
D. Adjective

🎓 Answer Analysis:
এখানে
B. participle - একটি non-finite verb যা adjective, verb ও adverb-এর মতো কাজ করে। এখানে 'rolling' adjective হিসেবে stone-কে qualify করেছে;
A. gerund (verb + ing) - কখনও অন্য word-কে modify/qualify করে না;
C. verbal noun (verb + ing) - অন্য কোনো word-কে qualify করে না;
D. adjective - অন্য word-কে qualify করলেও প্রদত্ত 'rolling' শব্দটি participial adjective হিসেবে কাজ করেছে।
তাই সঠিক উত্তর B.

9. "He has been ill - Friday last" Fill in the blanks.
✅ Since
B. In
C. From
D. On

🎓 Answer Analysis:
কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝাতে since ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর A.

10. Which is the noun of the word ‘beautiful’?
A. Beautious
✅ Beauty
C. Beautifully
D. Beautify

🎓 Answer Analysis:
সঠিক উত্তর B.

11. ‘Hold water’ means -
A. Keep water
B. Drink water
✅ Bear examination
D. Store water

🎓 Answer Analysis:
'Hold water' অর্থ টিকে থাকা, চালিয়ে যাওয়া, ধারণ করা অর্থাৎ বাদ না পড়া। এখানে
C. Bear examination অর্থ - পরীক্ষায় টিকে থাকা;
A. Keep water - কোনো Phrase/ Idiom নয়;
B. Store water - কোনো Phrase/Idiom নয়;
D. Drink water - কোনো Phrase/Idiom নয়।
সুতরাং সঠিক উত্তর C.

12. ‘Out and Out’ means -
A. Not at all
✅ Throughly
C. To be last
D. Man of outside

🎓 Answer Analysis:
‘Out and Out’ means throughly.
অতএব সঠিক উত্তর B.

13. Choose the correct sentence -
A. Rich is not always happy
B. The rich is not always happy
C. The rich is not happy always
✅ The rich are not always happy

🎓 Answer Analysis:
যখন কোনো adjective, subject হিসেবে ব্যবহার হয়, তখন plural verb ব্যবহার হয়। এখানে
D.-তে - plural verb (are) ব্যবহার করা হয়েছে।
কিন্তু A., B., C. -তে - singular verb (is) ব্যবহার করা হয়েছে। তাই এদের কোনোটিই সঠিক নয়।
তাই সঠিক উত্তর D.

14. Choose the correct sentence -
A. He had been hunged for murder
B. He has been hunged for murder
✅ He has been hunged for murder
D. He was hunged for murder

🎓 Answer Analysis:
ফাঁসিতে ঝোলানো এর ইংরেজি হলো hang যার past participle hanged। এখানে
C. -তে - ফাঁসিতে ঝোলানো অর্থে 'hanged' ব্যবহার করা হয়েছে;
A.-তে - ব্যবহৃত hang-এর অর্থ ঝোলানো কিন্তু ফাঁসিতে ঝোলানো নয়;
D.-তে - past perfect ব্যবহার হয়েছে যা এখানে প্রযোজ্য নয়।
তাই সঠিক উত্তর C.

15. ‘Syntax’ means -
A. Manner of speech
✅ Sentence building
C. Supplementary
D. Synchrounzing act

🎓 Answer Analysis:
‘Syntax’ অর্থ pattern of formation of sentences or phrases in a language, that is, sentence building.
তাই সঠিক উত্তর B.

16. ‘Justice delayed is justice denied’ was stated by -
A. Disraeli
B. Emerson
✅ Gladstone
D. Shakespeare

🎓 Answer Analysis:
উক্তিটি Gladstone-এর।
সুতরাং সঠিক উত্তর C.

General Knowledge (GK) English Question Answer

17. Choose the correct alternative to complete the sentence, "He - to see us if he had been able to."
A. would come
✅ would have come
C. may have come
D. may come

🎓 Answer Analysis:
If যুক্ত clause-টি যদি past perfect হয়, তবে অন্য clause-টিও perfect conditional হয়। এখানে B. would have come- past perfect।
সুতরাং সঠিক উত্তর B.

18. Choose the appropriate alternative to complete the sentence. "He had a - of fever".
A. strong attack
✅ severe attack
C. serious kind
D. bad attack

🎓 Answer Analysis:
জ্বরের ক্ষেত্রে সাধারণত প্রচন্ড (severe) বিশেষণ ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর B.

19. Choose the correct sentence.
A. I asked Javed had he passed
✅ I asked Javed if he had passed
C. I asked Javed if you had passed
D. I asked Javed that had he passed

🎓 Answer Analysis:
B.-তে - সঠিক conjunction 'if' ব্যবহার হয়েছে এবং person (he)-এর ব্যবহারও সঠিক হয়েছে;
A.-তে - conjunction হিসেবে 'if' or 'whether' ব্যবহার হয়নি;
C. -তে - person (you)-এর ব্যবহার সঠিক নয়;
D.-তে - conjunction হিসেবে 'if'-এর পরিবর্তে ভুল করে 'that' ব্যবহার হয়েছে।
তাই সঠিক উত্তর B.

20. Choose the correct sentence
A. A few of the three boys got a prize
✅ Each of the three boys got a prize
C. Every of the three boys got a prize
D. All of the three boys got a prize

🎓 Answer Analysis:
Singular noun-কে বোঝাতে 'each of' ব্যবহৃত হয়।
তাই উত্তর B.

21. Choose the correct sentence.
A. The man that said that was a fool
✅ The man who said that was a fool
C. The man that said that was a fool
D. The man which said that was a fool

🎓 Answer Analysis:
সাধারণত ব্যক্তির ক্ষেত্রে relative pronoun হিসেবে 'who' ব্যবহার হয়। এখানে B.-তে - 'who' ব্যবহার হয়েছে। কিন্তু A. C. ও D.-তে - ব্যক্তির জন্যে 'who' ব্যবহার না করে যথাক্রমে A. that C. that ও D. which ব্যবহার করা হয়েছে।
তাই সঠিক উত্তর B.

22. Choose the correct answer. How long did you wait -
A. Till lunch time
✅ Till he came
C. Until six o'clock
D. Since this morning

🎓 Answer Analysis:
Till-এর পরে একটি clause ব্যবহৃত হয়। সঠিক clause-টি B.-তে রয়েছে।
তাই উত্তর B.

23. What will be the correct preposition to complete the sentence "I am not bad- tennis".
A. in
✅ at
C. about
D. with

🎓 Answer Analysis:
কোনো কিছুতে ‘খারাপ’ অর্থে 'bad'-এর পরে at বসে।
কাজেই সঠিক উত্তর B.

24. What is the antonym of 'gentle'?
✅ harsh
B. modest
C. clever
D. rude

🎓 Answer Analysis:
'Gentle'-এর অর্থ ‘ভদ্র’। এখানে
A. harsh অর্থ - রুক্ষ;
B. modest অর্থ - বিনয়ী;
C. clever অর্থ - চতুর;
D. rude অর্থ - অভদ্র।
অর্থাৎ A.-এর অর্থ প্রশ্নের শব্দটির অর্থের বিপরীত।
তাই সঠিক উত্তর A.

25. What is the synonym of 'Jovial'?
A. Jolly
B. Gay
✅ Jealous
D. Happy

🎓 Answer Analysis:
'Jovial'-এর অর্থ ‘উৎফুল্ল’। এখানে
C. gay অর্থ - উচ্ছ্বল;
A. jolly অর্থ - হাসি-খুশি;
B. Jealous অর্থ - হিংসুটে;
D. happy অর্থ - খুশি।
এখানে C. -এর অর্থের সাথে প্রশ্নের শব্দটির মিল রয়েছে।
তাই সঠিক উত্তর C.

26. What is the synonym of 'Competent'?
A. Circumspect
✅ Discrete
C. Capable
D. Prudent

🎓 Answer Analysis:
Competent শব্দের অর্থ ‘দক্ষ’। এখানে
B. Discrete অর্থ - দূরদৃষ্টিসম্পন্ন;
A. Circumspect অর্থ - সতর্ক;
C. Capable অর্থ - সক্ষম;
D. Prudent অর্থ - প্রজ্ঞাসম্পন্ন।
অর্থাৎ B.-এর সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল আছে।
তাই সঠিক উত্তর B.

27. Who is the author of "A Farewell to Arms"?
A. H. G. Wells
B. George Orwel
C. Thomas Hardy
✅ Ernest Hemingway

🎓 Answer Analysis:
সঠিক উত্তর D.

28. Who is the author of "Animal Farm"?
A. Thomas More
✅ George Orwel
C. Thomas Hardy
D. Charles Dickens

🎓 Answer Analysis:
'Animal Farm' George Orwel কর্তৃক রচিত একটি বহুল আলোচিত Satire।
সুতরাং সঠিক উত্তর B.

29. Who is the author of "India Wins Freedom"?
A. Mahatma Gandhi
B. J. L. Nehru
✅ Abul Kalam Azad
D. Moulana Akram Khan

🎓 Answer Analysis:
'India Wins Freedom' ঐতিহাসিক গ্রন্থটি আবুল কালাম আজাদ কর্তৃক রচিত। তিনি এই বইটিতে ব্রিটিশ শাসনকালীন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সমস্যা, ঘটনা এবং কীভাবে, কখন ভারত স্বাধীনতা অর্জন করে তা বিস্তারিতভাবে বিবৃত করেছেন।
সুতরাং সঠিক উত্তর C.

30. What kind of noun is "Cattle"?
A. Proper
B. Common
✅ Collective
D. Material

🎓 Answer Analysis:
C. Collective noun হলো - শ্রেণি বা গোষ্ঠীর সমষ্টিগত নাম (জনতা, দল);
A. Proper noun হলো - কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম (কোরআন, হিমালয়);
B. Common noun হলো - কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম (রহিম, করিম);
D. Material noun হলো - কোনো পদার্থের নাম (সোনা, রুপা)।
তাই সঠিক উত্তর C.

31. What kind of noun is "Girl"?
A. Proper
✅ Common
C. Collective
D. Material

🎓 Answer Analysis:
সঠিক উত্তর B.

32. What is the meaning of "White Elephant"?
A. An elephant of white colour
✅ A very costly or troublesome possession
C. A black marketer
D. A hoarder

🎓 Answer Analysis:
সঠিক উত্তর B.
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide