General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 30

General Knowledge "English Literature" BCS and Govt Job Preparation - 30
Eash sentence contains two blanks. Choose the set of words for each blank that best complete the sentence.
1. The influence of the technological revolution in - and - the concentration of wealth and power in the hands of the few should worry us all.
A. proliferating , diminishing
B. undermining , neutralizing
✅ accelerating , intensifying
D. aggravating , demolishing

🎓 Answer Analysis:
প্রদত্ত বাক্যের সাথে সঙ্গতি আছে কেবল C. এর।
কাজেই সঠিক উত্তর C.

2. Few people would care to take the negative side of the proposition that the women of the world are - and -.
A. admired , provoked
✅ oppressed , scorned
C. rebuked , regaled
D. slighted , celebrated

🎓 Answer Analysis:
এখানে negative side-এর কথা বলা হয়েছে।
কাজেই সঠিক উত্তর B.

3. The word ‘dilly dally’ means -
A. to dilute
B. wait impatiently
C. repeat
✅ waste time

🎓 Answer Analysis:
'Dilly-dally' অর্থ ‘সময় নষ্ট করা’ (waste time)।
কাজেই সঠিক উত্তর D.

4. Anger, even when it is - his one virture, it overcomes -
A. sinful, sloth
B. inevitable, desire
C. unnecessary, malice
✅ intense, hate

🎓 Answer Analysis:
এখানে তীব্র ক্রোধ ও যে ঘৃণা দমন করতে সাহায্য করে positive কাজ করে তাই বলা হচ্ছে।
কাজেই সঠিক উত্তর D.

5. The word 'Euphemism' means -.
A. stating one thing like another
✅ description of a disagreeable thing by an agreeable name
C. contrast of words in made in the same sentence
D. a statement is made emphatic by overstatemen

🎓 Answer Analysis:
'Euphemism' means description of a disagreeable thing by an agreeable name or an example of substituting amild or vague term for one considered harsh.
কাজেই সঠিক উত্তর B.

6. The passive form of the sentence "some children were helping the wounded man"
A. The wounded man was helped by some children.
B. The wounded man was helping some children.
✅ The wounded man was being helped by some children.
D. The wounded man was to be helped by some children.

🎓 Answer Analysis:
Past continuous tense–এর assertive sentence–এ passive voice-এর structure হলো – Sub + was/were + being + past participle + by + obj। এখানে
C. -তে - এই structure-টি অনুসরণ করা হয়েছে;
A.-তে - এই structure-টি অনুসরণ করা হয়নি, তাই এটি সঠিক নয়;
B.-তেও - এই structure-টি অনুসরণ করা হয়নি, তাই এটি সঠিক নয়;
D.-তেও - এই structure-টি অনুসরণ করা হয়নি।
তাই সঠিক উত্তর C.

Read the passage carefully and answer the questions 7 - 10.
Rumour is the most primitive way of spreading stories by passing them on from mouth to mouth. But civilized countries in normal times have better sources of news than rumour. They have radio, television, and newspapers. In times of stress and confusion, however, rumour emerges and becomes rife. At such times different kinds of news are in competition, the press, television and radio versus the grape vine.

Especially do rumours spread when war requires censorship on many important matters. The customary news sources no longer give out enough information. Since the people cannot learn through legitimate channels all that they are anxious to learn, they pick up 'news' whoever they can and when this happens, rumour thrives.

Rumours are often repeated even by those who do not believe the tales. There is a fascination about them. The reason is that the cleverly designed rumour gives expression to something deep in the hearts of the victims the fears, suspicions, forbidden hopes, or daydreams which they hesitate to voice directly. Pessimistic rumours about defeat and disasters show that the people who repeat them are worried and anxious. Optimistic rumours about record production or peace soon coming paint to complacency or confidence and often to overconfidence.

7. The author is mainly concerned with — .
✅ the nature of rumour
B. the fascination of rumours
C. rumours as primitive man's news paper
D. the breeding places of rumours

🎓 Answer Analysis:
passage-টিতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হলো rumour এবং এতে rumour-এর প্রকৃতি সম্পর্কে অধিক আলোকপাত করা হয়েছে।
কাজেই সঠিক উত্তর A.

৪. The author suggests that rumours usually -.
A. alarm their hearers
✅ are hardly in their growth
C. are disheartening
D. can be suppressed by censorship

🎓 Answer Analysis:
passage-টির ৩য় পারাতে বলা হয়েছে 'The reason is that the cleverly designed rumour gives expression to something deep in the hearts of the victims the fears, suspicions, forbidden hopes, or daydreams which they hesitate to voice directly'.
কাজেই সঠিক উত্তর B.

9. The author states that during wartime the regular sources of news present only -.
A. optimistic news
B. pessimistic reports
✅ limited information
D. government propaganda

🎓 Answer Analysis:
passage-টির ২য় পারাতে বলা হয়েছে ' The customary news sources no longer give out enough information'.
কাজেই সঠিক উত্তর C.

10. Which of the following best describes the author's personal attitude towards rumour?
A. Excited enthusiasm
B. Morbid curiosity
✅ Acute indignation
D. Philosophical interest

🎓 Answer Analysis:
পুরো passage-টিতে লেখক rumour নিয়ে তার দর্শন, অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেছেন।
কাজেই সঠিক উত্তর C.

Each sentence below has two blanks. Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a whole:
11. Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well -, now even its mass and radius have come into -.
A. determined, resolution
✅ established, question
C. ignored, danger
D. diminished, disrepute

🎓 Answer Analysis:
Although যুক্ত sentence-এ দুইটি বিপরীত ধারণা যুক্ত করা হয়।
কাজেই সঠিক উত্তর B.

12. Because she had a reputation for-we were surprised and pleased when she greeted us so - .
A. insolence , irately
B. insouciance , cordially
C. arrogance , disdainfully
✅ querulousness , affably

🎓 Answer Analysis:
এখানে বিস্ময় ও আনন্দের কথা বলা হচ্ছে অর্থাৎ অপ্রত্যাশিত কিছু।
কাজেই সঠিক উত্তর D.

13. A - statement is an - comparison; it does not compare things explicitly, but suggest a likeness between them.
A. sarcastic, unfair
B. metaphorical, implied
C. sanguine, inherent
✅ blatant, overt

🎓 Answer Analysis:
প্রদত্ত শূন্যস্থানে দুটি synonymous শব্দ বসবে যা বলা হয়েছে। এখানে
D. blatant অর্থ - অত্যন্ত সঙষ্ট; overt অর্থ - সঙষ্ট।
A. sarcastic অর্থ - শ্লেষাত্মক; unfair অর্থ - অনায্য।
B. metaphorical অর্থ - অলংকারিক; implied অর্থ - নিহিত।
C. sanguine অর্থ - আশাবাদী; inherent অর্থ - সহজাত।
D.-এর শব্দ দুটি ষ্পষ্টতই synonymous.
তাই সঠিক উত্তর D.

Questions 14 to 19 are incomplete sentences. Choose the word or phrase that best fill the blank space to complete the sentence :
14. If ruby is heated it - temporarily loose its colour.
A. Would
✅ Will
C. does
D. has

🎓 Answer Analysis:
If যুক্ত clause-টি যদি present indefinite হয়, তবে অন্য clause-টি future indefinite হবে। এখানে
B. will - future tense নির্দেশ করে।
A. would - past tense নির্দেশ করে।
C. does - present tense নির্দেশ করে।
D. has - present tense নির্দেশ করে।
তাই সঠিক উত্তর B.

15. All of the people at the AME conference are - .
A. Mathematic teachers
✅ Mathematics teachers
C. Mathematics teacher
D. Mathematic's teachers

🎓 Answer Analysis:
AME হলো - Association of Mathematic Educators. AME conference-এর সবাই Mathematics teachers. Associationটি ১৯৯৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত Math শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের সংগঠন। AME-এর ৩৫০ জনেরও বেশি সদস্য এবং ১২৫টিরও বেশি corporate সদস্য রয়েছে। AME এবং NIE (National Institute of Education) এর সমন্বয়ে Mathematics Teachers Conference (MTC) অনুষ্ঠিত হয়। উদ্বোধনী conference ২০০৫ সালে অনুষ্ঠিত হয়েছিল।
তাই সঠিক উত্তর B.

16. Prices for bicycles can run - Tk. 2,000.00.
✅ as high as
B. so high as
C. as high to
D. as high for

🎓 Answer Analysis:
So.......as negative বাক্যের গঠন। পক্ষান্তরে as + adj+as affirmative এর গঠন।
কাজেই সঠিক উত্তর A.

17. Travellers - their reservations well in advance if they want to fly during the Eid holidays.
A. had better to get
B. had to get better
✅ had better get
D. had better got

🎓 Answer Analysis:
had better modal auxiliary-র পর verb-এর base form বসে।
অতএব সঠিক উত্তর C.

18. A seventeen year old is not - to vote in an election.
✅ old enough
B. as old enough
C. enough old
D. enough old as

🎓 Answer Analysis:
Adjective-এর পরে enough বসে।
কাজেই সঠিক উত্তর A.

19. Almost everyone fails - on the first try.
A. in passing his driver's test
✅ to his driver's test
C. to have passed his driver's test
d passing his driver's test

🎓 Answer Analysis:
Fail-এর সাথে pass থাকবে না।
কাজেই সঠিক উত্তর B.

20. If a man is 'worth his salt', he is -
A. a soldier
B. a thirsty man
✅ a valuable employee
D. a highly paid worker

🎓 Answer Analysis:
'Worth one's salt' মানে a valuable employee।
সুতরাং সঠিক উত্তর C.

Many companies now have employee assistance programs that enable employees, free of charge, to improve their physical fitness, reduce stress, and learn ways to stop smoking. These programs increase worker productivity, reduce absenteeism and lessen insurance costs for employee health care. Therefore, these programs benefit the company as well as the employee.

21. Which of the following, if true, most significantly strengthens the conclusion above?
✅ Physical fitness programs are often the most popular services offered to employees.
B. Studies have shown that training in strees management is not effective for many people.
C. Regular exercise reduces people's risk of heart disease and provides them with increased energy.
D. Enployee assistance programs require companies to hire people to supervise the various programs offered.

🎓 Answer Analysis:
বিভিন্ন Company তাদের emploee-দের কর্মক্ষম, ধূমপান থেকে বিরত থাকা ও চাপযুক্ত রাখার জন্যে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক Programme-এর ব্যবস্থা করে থাকে। আর এসব Programme করার কারণে Companyও লাভবান হয়ে থাকে।
a option টার মাধ্যমে এই পুরো বিষয়টি মোটামুটি প্রতিফলিত হয়েছে।
তাই সঠিক উত্তর A.

22. Choose the answer that is closest in meaning to the following sentence :
"Despite the great difference in size shape and function, all human cells have the same 46 chromosomes."
A. All human cells are the same because the 46 chromosomes govern size, shape and function.
B. Difference in size, shape and function are not very great because all human cells have the same 46 chromosomes.
C. The size, shape and function of human cells are the same, but the 46 chromosomes are different.
✅ Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function.

🎓 Answer Analysis:
প্রদত্ত বাক্যটির অর্থ হলো - আকার, আকৃতি ও কাজের ক্ষেত্রে ব্যপক পার্থক্যকে বাদ দিলে সকল মানব কোষে অভিন্ন ৪৬টি ক্রোমোজোম আছে।
এখানে
D.-এর অর্থ - যদিও মানব কোষে ৪৬টি একই ধরনের ক্রোমোজোম আছে তথাপি তাদের মধ্যে আকার, আকৃতি ও কাজের পার্থক্য আছে।
A.-এর অর্থ - সকল মানব কোষ একই কারণ ক্রোমোজোম ৪৬টি আকার, আকৃতি ও কাজকে নিয়ন্ত্রণ করে।
B.-এর অর্থ - আকার, আকৃতি ও কাজের ক্ষেত্রে পার্থক্য ব্যপক নয় কারণ সকল মানব কোষে অভিন্ন ৪৬টি ক্রোমোজোম আছে।
C. -এর অর্থ - মানব কোষের আকার, আকৃতি ও কাজ একই কিন্তু ক্রোমোজোম ৪৬টি ভিন্ন।
অতএব একমাত্র D. -এর অর্থের সাথেই প্রদত্ত বাক্যের অর্থের সামঞ্জস্যতা আছে।
তাই সঠিক উত্তর D.

In the following four questions choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question.
23. INFRINGE
✅ Transgress
B. Purloin
C. Invade
D. Intrude

🎓 Answer Analysis:
Infringe অর্থ লংঘন করা। এর synonymous অর্থবোধক শব্দ Transgress যার অর্থ সীমা লংঘন করা।
সুতরাং সঠিক উত্তর A.

24. BROCHURE
A. Opening
✅ Pamphlet
C. Bureau
D. Censor

🎓 Answer Analysis:
Brochure অর্থ কোনো স্থান বা কর্ম সম্পর্কে ছোট পুস্তিকা। এর synonymous শব্দ pamphlet। কারণ, এর অর্থ ছোট পুস্তিকা।
সুতরাং সঠিক উত্তর B.

25. EQUIVOCAL
A. Universal
B. Mistaken
C. Quaint
✅ Clear

🎓 Answer Analysis:
Equivocal-এর অর্থ দ্ব্যর্থবোধক বা অসঙষ্ট। এর বিপরীতার্থক শব্দ হচ্ছে clear বা সঙষ্ট।
সুতরাং সঠিক উত্তর D.

26. ILLUSIVE
A. Not deceptive
✅ Not certain
C. Not obvious
D. Not coherent

🎓 Answer Analysis:
Illusive অর্থ অসঙষ্ট বা ইন্দ্রজালিক। এর সমার্থক শব্দ not certain যা সঙষ্ট নয়।
সুতরাং সঠিক উত্তর B.

In the following three questions, a related pair of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
27. CARPENTER : SAW
A. Stenographer : Typewriter
✅ Painter : Brush
C. Lawer : Brief
D. Seamstress : Scissors

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pairs of words-এ agent-tool বা ব্যক্তি-যন্ত্র সম্পর্ক বিদ্যমান। একইভাবে, B.-তে ও agent-tool সম্পর্ক বিদ্যমান।
তাই সঠিক উত্তর B.

28. Fire : Ashes
a Accident : delay
✅ Event : Memories
C. Water : waves
D. Wood : Splinter

🎓 Answer Analysis:
এখানে Fire : Ashes-এর মধ্যে cause : effect সম্পর্ক বিদ্যমান।
সুতরাং সঠিক উত্তর B.

29. STARE : GLANCE
✅ Gulp : Sip
B. Confide : Tell
C. Scorn : Admire
D. Participate : Observe

🎓 Answer Analysis:
Glance যেমন stare সমার্থক শব্দ যার অর্থ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তেমনি sip ও gulp সমার্থক শব্দ যার অর্থ চুমুক দেয়া।
তাই সঠিক উত্তর A.

Questions 30 to 33 refer to the following passage. :
Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome's major highway was called the via salaria, that is the Salt Road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying 'worth their salt' which mean to be valuable derives from the custom of payment during the Empire.

30. What does the passage maninly discuss?
A. The old saying, 'worth their salt'
B. The Roman Empire
C. Salt
✅ Ancient Trade

🎓 Answer Analysis:
Passage টি পড়ে জানা যায় যে প্রাচীন যুগে মানুষ বিভিন্ন জিনিস আদান-প্রদানের মাধ্যমে ব্যবসা করতো। পুরো Passageটিতেই প্রাচীন লবণের ব্যবসার (Ancient Trade) কথা বলা হয়েছে।
অতএব সঠিক উত্তর D.

31. According to the passage, salt flats were located in -
A. Rome
B. Tiber
✅ Ostia
D. Salaria

🎓 Answer Analysis:
Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River.
অতএব সঠিক উত্তর C.

32. Salarium is a Latin word that means -
A. salt
✅ salary
C. soldiers
D. the Salt Road

🎓 Answer Analysis:
Salarium is a Latin (Roman) word which means salary.
অতএব সঠিক উত্তর B.

33. If a man is 'worth his salt', he is -
A. a soldier
B. a thirsty man
C. a valuable employee
✅ a highly paid worker

🎓 Answer Analysis:
The old saying 'worth their salt' which mean to be valuable derives from the custom of payment during the Empire, that means a highly paid worker.
অতএব সঠিক উত্তর D.

34. The sentence with correct punctuations -
A. Maria, my student, is on leave today
B. Maria my student, is on leave today
C. Maria my student is on leave today
D. Maria my student is, on leave today

🎓 Answer Analysis:
কিছু সুস্পষ্টভাবে বোঝানোর জন্যে তা কমা বা ব্রাকেটের মধ্যে লিখতে হয়। এখানে মারিয়া কে? আমার ছাত্রী, তা বোঝানোর জন্যে কমা ব্যবহৃত হয়েছে।
অতএব সঠিক উত্তর A.

35. The antonym for `Inimical' -
A. Hostile
✅ Friendly
C. Indifferent
D. Angry

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত inimical শব্দটির অর্থ ‘বৈরীতাপূর্ণ’। এখানে
B. Friendly অর্থ - বন্ধুত্বপূর্ণ;
A. Hostile অর্থ - শত্রুতাপূর্ণ;
C. Indifferent অর্থ - উদাসীন;
D. Angry অর্থ - রাগান্বিত।
অর্থাৎ B.-এর অর্থ প্রশ্নের শব্দটির অথের্র বিপরীত।
তাই সঠিক উত্তর B.

36. The synonym for `efface' -
A. Improve
B. Exhaust
✅ Rub out
D. Cut out

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত efface শব্দটির অর্থ ‘মুছে ফেলা’। এখানে
C. Rub out অর্থ - মুছে ফেলা;
A. Improve অর্থ - উন্নত করা;
B. Exhaust অর্থ - নিঃশেষ করা;
D. Cut out অর্থ - কেটে ফেলা।
অর্থাৎ C. -এর সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল রয়েছে।
তাই সঠিক উত্তর C.

37. The best passive form of the sentence :
`We don't like idle people' -
A. We are not liked by idle people
B. Idle people are not like us
✅ Idle people are not liked by us
D. Idle people are not of our liking

🎓 Answer Analysis:
C. সঠিক - কারণ এখানে Active voice-এর object-কে subject এবং subject-কে object-এ রূপান্তর করা হয়েছে;
A. সঠিক নয় - কারণ এখানে Active voice-এর object-কে subject-এ রূপান্তর করা হয়নি;
B. সঠিক নয় - কারণ এতে past participle ব্যবহার হয়নি;
D. তে - past participle ব্যবহার করা হয়নি।
সুতরাং সঠিক উত্তর C.

38. The correct sentence of the followings -
A. The Nile is longest river in Africa
B. The Nile is longest river in the Africa
C. Nile is longest river in Africa
✅ The Nile is the longest river in Africa

🎓 Answer Analysis:
নদীর নামের পূর্বে 'the' এবং adjective-এর superlative form-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়।
D.-তে নদীর নাম ও superlative form-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়েছে;
A.-তে superlative (longest)-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়নি;
B.-তে superlative form-এর পূর্বে ‘the’ ব্যবহৃত হয়নি;
C. -তে নদীর নামের পূর্বে ও superlative form-এর পূর্বে 'the' ব্যবহৃত হয়নি।
অতএব সঠিক উত্তর D.

39. Browning was the composer of any of the following poems -
A. Two voices
B. The Scholar Gipsy
✅ Andrea Del Sarto
D. Oenone

🎓 Answer Analysis:
'Andrea Del Sarto' কবিতাটি Browning-এর লিখিত কবিতা।
সুতরাং সঠিক উত্তর C.

40. The right word to fit in the gap of the following sentence -
`Give her a telephone number to ring - she gets lost'.
✅ Whether
B. In case
C. Unless
D. Perhaps

🎓 Answer Analysis:
A. Whether অর্থ - যদি; যা দুটি clause-কে সংযুক্ত করে।
B. In case কোনো - phrase নয় কিন্তু in case of একটি phrase যার অর্থ পরিবর্তে।
C. Unless অর্থ - যদি না; যা দুটি clause-কে সংযুক্ত করে।
D. Perhaps অর্থ - হয়তো বা সম্ভবত; যা দুটি clause-কে সংযুক্ত করতে পারে না।
সুতরাং অর্থের প্রয়োজনানুসারে সঠিক উত্তর A.

41. The synonym of `Franchise' -
✅ Privilege
B. Utility
C. French
D. Frankness

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত Franchise শব্দটির অর্থ বিশেষ অধিকার। এখানে
A. Privilege অর্থ - বিশেষ সুবিধা;
B. Utility অর্থ - উপযোগিতা;
C. French অর্থ - ফরাসি;
D. Frankness অর্থ - সরলতা।
অর্থাৎ A.-এর অর্থের সাথে প্রশ্নের শব্দটির অর্থের মিল আছে।
তাই সঠিক উত্তর A.

42. The opposite word of `sluggish' -
✅ Animated
B. Dull
C. Heavy
D. Slow

🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত 'sluggish' শব্দটির অর্থ ‘অলস/ধীরগতিসম্পন্ন’। এখানে
A. Animated অর্থ - উজ্জীবিত;
B. Dull অর্থ - নিরস;
C. Heavy অর্থ - ভারী;
D. Slow অর্থ - ধীরগতিসম্পন্ন।
অর্থাৎ A.-এর অর্থ প্রশ্নের শব্দটির অর্থের সম্পূর্ণ বিপরীত।
তাই উত্তর A.

43. The correct spelling is -
A. Humourous
B. Humourious
✅ Humorous
D. Humorious

🎓 Answer Analysis:
C. Humorous শব্দটির বানান সঠিক যার অর্থ মজাদার, জীবদেহনিঃসৃত রস সংক্রান্ত।
অতএব সঠিক উত্তর C.

44. 'Equivocation' means -
A. A true statement
B. Equal opportunity to get a job
C. Free expression of opinions
✅ Two contrary things in the same statement

🎓 Answer Analysis:
Equivocation is classified as both a formal and informal logical fallacy. It is the misleading use of a term with more than one meaning or sense.
So the correct answer is D.

45. When a person says he's 'all in', it means -
✅ He is very tired
B. He has arrived
C. He has finished packing
D. He has got everything

🎓 Answer Analysis:
'All in' অর্থ ‘পরিশ্রান্ত’ (very tired)।
কাজেই সঠিক উত্তর A.

46. 'Bill of fare' is -
A. A chart of bus fare
✅ A price list
C. A valuable document
D. A list of dishes at a restaurant

🎓 Answer Analysis:
'Bill of fare' অর্থ ‘খাদ্য মূল্যতালিকা’।
কাজেই সঠিক উত্তর B.

47. A ‘bull market means' that share prices are -
A. Falling
✅ Rising
C. Moving
D. Static

🎓 Answer Analysis:
'Bull market' অর্থ যেখানে শেয়ার মূল্য ক্রমাগত বাড়ে।
অতএব, সঠিক উত্তর B.

48. 'Blue chips' are -
A. Securities issued by the government
✅ Industrial shares considered to be a safe investment
C. Industrial shares considered to be a risky investment
D. Flat plastic counters used as money tokens

🎓 Answer Analysis:
'Blue chips' অর্থ ‘নিরাপদ বিনিয়োগ বলে বিবেচিত শেয়ার’।
কাজেই সঠিক উত্তর B.

49. 'Razzmatazz' means -
A. A musical instrument
B. A well-planned programme
✅ A noisy activity
D. A musical drama

🎓 Answer Analysis:
সঠিক উত্তর C.

50. 'Blockbuster' means -
A. A large solid piece of stone
B. A device to cut off a person's head as a punishment
C. Something that makes movement difficult
✅ A powerful explosive to demolish buildings

🎓 Answer Analysis:
'Blockbuster' means a powerful explosive bomb used for demolition purposes or something, such as a film or book, which sustains widespread popularity and achieves enormous sales.
So the correct answer is D.
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide