1. Identify the correct passive form - 'Open the window'
A. The window should be opened
✅ Let the window be opened
C. Let the window be opened by you
D. The window must be opened
🎓 Answer Analysis:
Imperative sentence–এর passive voice-এর structure হলো : Let + sub + be + past participle। এখানে
B.-তে - উপরি-উক্ত structure-টি সঠিকভাবে ব্যবহার করা হয়েছে;
A.-তে - এই structure-টি অনুসরণ করা হয়নি এবং একটি assertive sentence দেওয়া হয়েছে যা কোনোভাবেই সঠিক নয়;
C. -তে - 'by you' ব্যবহার করার কারণে ভুল হয়েছে;
D.-তেও - একটি assertive sentence ব্যবহার করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়।
তাই সঠিক উত্তর B.
2. Choose the appropriate meaning of the idiom 'Swan song'
A. First work
✅ Last work
C. Middle work
D. Early work
🎓 Answer Analysis:
'Swan song' অর্থ কোনো শিল্পীর ‘শেষ সৃষ্টিকর্ম’ (last work)।
অতএব সঠিক উত্তর B.
3. Complete the sentence -
Trees have - off their leaves.
A. thrown
B. fallen
✅ cast
D. put
🎓 Answer Analysis:
Throw off অর্থ ছুড়ে ফেলা, fall off অর্থ কোনো জায়গায় পড়া, cast off অর্থ ফেলে দেয়া এবং put off অর্থ খুলে ফেলা।
সুতরাং সঠিক উত্তর C.
4. The Asian Drama গ্রন্থের রচয়িতা কে?
A. অমর্ত্য সেন
✅ গুনার মিরডাল
C. মাইকেল লিপটন
D. উইলিয়াম রস্টো
🎓 Answer Analysis:
গুনার মিরডাল
(৬ই ডিসেম্বর ১৮৯৮ - ১৭ই মে ১৯৮৭)
★ The Asian Drama গ্রন্থের রচয়িতা - গুনার মিরডাল।
★ গুনার মিরডাল ছিলেন একজন - সুইডিশ অর্থনীতিবিদ, সমাজবজ্ঞানী ও রাজনীতিবিদ।
★ তিনি অর্থনীতিতে নোবেল পুরষ্কার পান - ১৯৭৪ সালে।
অমর্ত্য সেন
(৩রা নভেম্বর ১৯৩৩ - )
★ অমর্ত্য সেন একজন - ভারতীয় অর্থনীতিবিদ।
★ তিনি অর্থনীতিতে নোবেল পান - ১৯৯৮ সালে।
মাইকেল লিপটন
(১৯৩৭ - )
★ মাইকেল লিপটন একজন - ব্রিটিশ অর্থনীতিবিদ।
★ তিনি সাসেক্স ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-এর - প্রতিষ্ঠাতা ও গবেষণা অধ্যাপক।
উইলিয়াম রস্টো
(২৪-এ এপ্রিল ১৯০৩ - ৩রা ফেব্রুয়ারি ১৯৪৯)
★ উইলিয়াম রস্টো ছিলেন একজন - ব্রিটিশ কমিউনিস্ট ও পত্রিকা সম্পাদক।
★ উইলিয়াম রস্টো সম্পাদক ছিলেন - কমিউনিস্ট পত্রিকা ‘দ্য ডেইলি ওয়ার্কার’-এর।
সুতরাং সঠিক উত্তর B.
General Knowledge (GK) English Question Answer
Each question below consists of a related pair of words; select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
5. Submission : Yielding
A. Subjection - Liberation
B. Restrain - lndulge
✅ Complaint - Acquiescent
D. Restriction - Relaxation
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক শব্দ) সম্পর্ক বিদ্যমান। কারণ Submission এর অর্থ নম্রতা, বাধ্য এবং Yielding এর অর্থ নম্র, ভদ্র। অর্থাৎ যার মধ্যে Submission বা নম্রতা আছে সেই Yielding বা নম্র। এখানে
C. Complaint (বাধ্য) - Acquiescent (বাধ্য); Synonymous
A. Subjection (অধীন, পরাধীনতা) - Liberation (স্বাধীনতা, মুক্তি); Antonymous
B. Restrain (নিয়ন্ত্রণ করা) - lndulge (অনুগ্রহ করা); Anonymous
D. Restriction (বাধা, শর্ত) - Relaxation (বাধামুক্ত, অব্যাহতি); Antonymous
এখানে একমাত্র synonymous সম্পর্ক বিদ্যমান C. -তে।
অতএব সঠিক উত্তর C.
6. Vacillate : Hesitate
A. Persevere - Waiver
B. Impulsive - Deliberate
C. Obstinate - Accommoditing
✅ Irresolute - lndecisive
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক) সম্পর্ক বিদ্যমান। কারণ Vacillate এবং Hesitate-এর অর্থ একই - দ্বিধা করা। এখানে
D. Irresolute (অস্থিরচিত্ত) - lndecisive (অস্থিরচিত্ত); Synonymous
A. Persevere (অধ্যবসায় করা) - Waiver(দাবিত্যাগ);
Anonymous
B. Impulsive (ধাক্কা, প্রেরণা) - Deliberate (স্বেচ্ছাপ্রণোদিত); Anonymous
C. Obstinate (একগুঁয়ে, জেদি)- Accommoditing (উপকারপরায়ন); Anonymous
এখানে একমাত্র synonymous সম্পর্ক বিদ্যমান D.-তে।
অতএব সঠিক উত্তর D.
7. Assert : Dissent
✅ Afffirm - Object
B. Reject - Disapprove
C. Aknowledge -Recognize
D. Endorse - Ratify
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ antonymous (বিপরীতার্থক) সম্পর্ক বিদ্যমান কারণ assert অর্থ মত দেওয়া ও dissent অর্থ অমত প্রকাশ করা। এখানে
A. Affirm (নিশ্চিত করা) - object (বাধা দেয়া, বস্তু); Antonymous
B. Reject (প্রত্যাখ্যান করা) - Disapprove (অননুমোদন); Synonymous
C. Aknowledge (স্বীকার করা) - Recognize (চিনতে পারা, স্বীকার করা) ; Synonymous
D. Endorse (অনুমোদন করা) - Ratify (অনুমোদন করা); Synonymous
এখানে A.-তে প্রদত্ত pair of words–এ বিপরীত সম্পর্ক বিদ্যমান।
তাই সঠিক উত্তর A.
৪. Distort : Twist
A. Straighten -Bend
B. Deform - Reform
✅ Harmonize - Balance
D. Observe - Blur
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক) সম্পর্ক বিদ্যমান কারণ distort মানে বিকৃত করা এবং twist অর্থ হলো জটিল করা, পেঁচানো। এখানে
C. Harmonize (খাপ খাওয়ানো) - Balance (সমন্বয় সাধন); synonymous
A. Straighten (সোজা করা) - Bend (বাঁকানো); Antonymous
B. Deform (বিকৃত করা) - Reform (সংশোধন করা); Antonymous
D. Observe (পর্যবেক্ষণ করা) - Blur (অসঙষ্ট); synonymous relation আছে একমাত্র C. -তে।
তাই সঠিক উত্তর C.
Question Nos. 5-9 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence.
9. Government has been entrusted - elected politicians.
✅ with
B. for
C. to
D. at
🎓 Answer Analysis:
এখানে
A. entrusted-এর অর্থ হলো - কাউকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া;
B.entrusted for ব্যাকরণগতভাবে - inappropriate;
D. entrusted at ব্যাকরণগতভাবে - inappropriate;
C. entrusted to-এর অর্থ হলো - কোনো কিছু কারো দায়িত্বে অর্পণ করা।
এ কারণে entrust with ও entrust to- এই দুটো দিয়েই সঠিক বাক্য তৈরি করা যায়। তবে প্রথমটির ক্ষেত্রে Indirect object প্রথমে ও দ্বিতীয়টির ক্ষেত্রে Direct object প্রথমে ব্যবহার করা হয়। যেমন :
(i) He entrusted me with the task.
indirect object
(ii) He entrusted the task to me.
direct object
সঠিক উত্তর A.
General knowledge (GK) in English literature question answer pdf download.
10. He has paid the penalty - his crimes - five years in prision.
✅ for, with
B. at, by
C. about, at
D. after, in
🎓 Answer Analysis:
এখানে
A. for ও with-এর অর্থ হলো - যথাক্রমে ‘জন্যে’ ও ‘মাধ্যমে’। এভাবে পুরো বাক্যটির অর্থ দাঁড়ায়-পাঁচ বছর জেল খাটার মাধ্যমে সে তার অপরাধের জন্যে প্রায়শ্চিত্ত করেছে।
B. at, by C. about, at D. after, in ব্যকরণগতভাবেই - inappropriate.
সুতরাং সঠিক উত্তর A.
11. The path - paved, so we were able to walk through the path.
A. was
✅ had been
C. has been
D. being
🎓 Answer Analysis:
দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি past perfect tense-এ হয়। সুতরাং প্রথমটি past perfect tense-এ হবে।
উত্তর B.
12. Inspite of my requests, he did not -
A. give in
B. fall in
✅ get off
D. give forth
🎓 Answer Analysis:
প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো :
C. get off – নেমে আসা, অবতরণ করা।
A. give in – বশ্যতা স্বীকার করা;
B. fall in – ভেঙ্গে পড়া, সারি বেঁধে দাঁড়ানো;
D. give forth – উদগীরণ করা, নিঃসৃত করা বা হওয়া।
সুতরাং সঠিক উত্তর C.
13. The children studied in a class room - windows were never opened.
A. that
B. which
C. where
✅ whose
🎓 Answer Analysis:
এখানে windows-এর আগে possessive হবে।
তাই সঠিক উত্তর D.
Question No. 10-12 are incomplete sentences. Fill in the gaps by choosing one word from the choices given.
14. To stay healthy, we must plan to have a balanced -
A. food
✅ diet
C. outlook
D. figure
🎓 Answer Analysis:
Balanced diet অর্থ সুষম খাদ্য।
কাজেই সঠিক উত্তর B.
15. We must keep our fingers - that the weather will stay fine for the picnic tomorrow.
A. raised
B. pointed
C. lifted
✅ Cressed (crossed)
🎓 Answer Analysis:
Cross one's finger অর্থ কোনোকিছু ঘটবে এ ব্যাপারে প্রচন্ডভাবে আশা করা।
সুতরাং সঠিক উত্তর D.
16. They have - their support for our case.
✅ pledged
B. disavowed
C. provided
D. deferred
🎓 Answer Analysis:
A. pledged অর্থ - অঙ্গীকার করা, আমানত;
B. disavowed অর্থ - অস্বীকার করা;
C. provided অর্থ - সরবরাহ করা;
D. deferred অর্থ - বিলম্বিত বা স্থগিত করা।
অর্থানুসারে সঠিক উত্তর A.-ই যুক্তিযুক্ত।
Choose the correct meaning of the following words.
17. Cul-de-sac -
A. selection
✅ dead end
C. error
D. bubble
🎓 Answer Analysis:
‘Cul-de-sac’ is a road with a dead end and only one way in or out অথাৎর্ যেকোনো পথের শেষ মাথা যেখান থেকে আর আগানো যায় না। এটি একটি ফরাসি শব্দ। এখানে
B. dead end অর্থ - কোনো পথের শেষ মাথা যেখান থেকে আর আগানো যায় না; কানাগলি;
A. selection অর্থ - নির্বাচন বা পছন্দ;
C. error অর্থ - ভুল;
D. bubble অর্থ - বুদ্বুদ্ শব্দ।
সুতরাং সঠিক উত্তর B.
18. parcel -
A. Quarrel
✅ Piece of land
C. Postage
D. Unobstructed view
🎓 Answer Analysis:
Parcel অর্থ মোড়ক বা একখন্ড জমি। এখানে
B. Piece of land অর্থ - একখন্ড জমি;
A. Quarrel অর্থ - ঝগড়া বা ঝগড়া করা;
C. Postage অর্থ - ডাক মাশুল;
D. Unobstructed view অর্থ - প্রতিবন্ধকতাহীন দৃষ্টি।
সুতরাং সঠিক উত্তর B.
19. Ruminant -
✅ Cud-chewing animal
B. Soup
C. Gossip
D. Noise-maker
🎓 Answer Analysis:
Ruminant অর্থ জাবরকাটা প্রাণী। এখানে
A. Cud-chewing animal অর্থ - জাবরকাটা প্রাণী;
B. Soup অর্থ - ঝোল বা স্যুপ;
C. Gossip অর্থ - গল্প গুজব করা;
D. Noise-maker অর্থ - কোলাহল সৃষ্টিকারী।
সুতরাং সঠিক উত্তর A.
Read the following passage and answer questions 20-24.
On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where. Yet they have something in common, both allow astronomers to explore the universe.
Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for an astronomer actually to visit a telescope to make observation.
20. According to the passage which statement of the following is true?
✅ Telescopes and data bases complement each other for the astronomer
B. Telescopes and data bases are both becoming relevant for the astronomer
C. Telescopes and data bases have nothing in common for the astronomer
D. Telescopes and data bases can be confusing to the astronomer
🎓 Answer Analysis:
Passage পড়ে বোঝা যায় যে টেলিস্কোপ এবং ডাটাবেজ একে অপরের পরিপূরক অর্থাৎ astronomer-রা এদের দ্বারা একই ধরনের কাজ করতে পারে।
সে হিসেবে সঠিক উত্তর A.
21. Databases sit on computer disks, humming away implies -
A. Data bases are singing instrument
B. Data bases are useless and static
✅ Data bases make soft sound but are working away
D. Data bases are things of the past
🎓 Answer Analysis:
‘humming away’ অর্থ অবিরতভাবে গুণগুণ করে কাজ করে যাওয়া। এখানে
C. -তে বলা হচ্ছে - ডাটাবেজ মৃদু শব্দ তৈরি করে কাজ করে।
A.-তে বলা হচ্ছে - ডাটাবেজ গানের যন্ত্র।
B.-তে বলা হচ্ছে - ডাটাবেজ অনর্থক ও স্থিতিশীল।
D.-তে বলা হচ্ছে - ডাটাবেজ অতীতের বিষয়।
অতএব সঠিক উত্তর C.
22. Modern data base produce reams of observational data.
✅ Data bases produce lot of information
B. Data bases are packed with paper
C. Data bases create information instantly
D. Data bases are of limited use in storing information
🎓 Answer Analysis:
‘Modern data base produce reams of observational data’ অর্থ আধুনিক ডাটাবেজ প্রচুর পর্যবেক্ষনিক উপাত্ত উৎপাদন করে। এখানে
A.-তে বলা হচ্ছে - ডাটাবেজ প্রচুর পর্যবেক্ষনিক উপাত্ত উৎপাদন করে।
B.-তে বলা হচ্ছে - ডাটাবেজ কাগজে মোড়ানো।
C. -তে বলা হচ্ছে - ডাটাবেজ তাৎক্ষণিকভাবে উপাত্ত তৈরি করে।
D.-তে বলা হচ্ছে - ডাটাবেজ সীমিতাকারে উপাত্ত সঞ্চয় করে।
অতএব সঠিক উত্তর A.
23. Which of the following statements is correct?
A. The contemporary astronomer needs to look at the sky from a mountain top
B. The contemporary astronomer needs a telescope to explore the universe
C. The contemporary astronomer needs heavy machinery to explore the universe
✅ The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe
🎓 Answer Analysis:
Passage-এর দ্বিতীয় পারাতে বলা হয়েছে যে astronomer-দের digital sensors যুক্ত টেলিস্কোপ প্রয়োজন।
তদানুযায়ী সঠিক উত্তর D.
24. A good title for the passage will be -
A. Telescope and exploration of the universe
✅ Digital telescope and exploration of the universe
C. Astronomers and exploration of the universe
D. Space exploration in the new millennium
🎓 Answer Analysis:
Passage-টিতে যেসব উল্লেখযোগ্য শব্দ রয়েছে তাদের মধ্যে telescope, database, explore, universe, digital sensors অন্যতম। এসব শব্দ ব্যবহার করে একমাত্র উপযুক্ত title টি B. Digital telescope and exploration of the universe- এর মাধ্যমে প্রকাশ পেয়েছে।
অতএব সঠিক উত্তর B.
General Knowledge (GK) English Question Answer
Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
25. Eager : Indifferent
A. concerned : careful
B. anxious : nervous
✅ enthusiastic : halfhearted
D. devoted : dedicated
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ বিপরীত (antonymous) সম্পর্ক রয়েছে কারণ Eager অর্থ হলো আগ্রহী বা উৎসাহী ও Indifferent অর্থ হলো উদাসীন। এখানে, C. -তে - opposite সম্পর্ক আছে যেহেতু enthusiastic অর্থ হলো উৎসাহী ও half-hearted অর্থ হলো দ্বিধাগ্রস্ত/উদাসীন। কিন্তু A. , B. এবং D.-তে প্রদত্ত pairs of word-গুলোর মধ্যে - synonymous (সমার্থক) সম্পর্ক রয়েছে, তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.
26. Lengthen : Prolong
✅ Stretch : extend
B. distance : reduce
C. draw out : shorten
D. reach out : cut short
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ synonymous (সমার্থক) সম্পর্ক রয়েছে কারণ উভয়ের অর্থ দীর্ঘায়িত করা। এখানে
A. -তে - synonymous (সমার্থক) relation বিদ্যমান; যেহেতু stretch এবং extend উভয়ের অর্থ বিস্তৃত করা। কিন্তু
B., C. ও D.-তে প্রদত্ত pair of words-গুলোর মধ্যে - বিপরীত কিংবা সমার্থক কোনো সম্পর্ক নেই; তাই এগুলো সঠিক নয়;
তাই সঠিক উত্তর A.
27. Delay : Retard
A. postpone : promote
B. adjourn : start
✅ slow down : hold up
D. defer : accelerate
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of word-এ synonymous (সমার্থক) সম্পর্ক বিদ্যমান কারণ delay এবং retard-উভয়ের অর্থ বিলম্বিত করা। এখানে
C. -তে - synonymous (সমার্থক) relation রয়েছে যেহেতু slow down ও hold up উভয়েরই অর্থ থামিয়ে দেওয়া। কিন্তু
A., B. ও D.-তে প্রদত্ত pair of words-গুলোর মধ্যে - বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.
28. Submissive : Disobedient
A. comply : conform
B. heed : acquiesce
✅ observe : defy
D. obey : hearken to
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ opposite সম্পর্ক বিদ্যমান; submissive অর্থ হলো বশ্যতা স্বীকার করে এমন ও disobedient অর্থ হলো বশ্যতা স্বীকার করে না এমন। এখানে
C. -তে - opposite (বিপরীত) সম্পর্ক বিদ্যমান কারণ observe অর্থ হলো মেনে চলা ও defy অর্থ হলো অমান্য করা। কিন্তু
A., B. ও D.-এর pair of words-গুলোর মধ্যে - synonymous (সমার্থক) relation বিদ্যমান; তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.
Q. 29 to 34 are incomplete sentences. choose the word or phrase that best completes the sentence.
29. He fantasized - winning the lottery.
A. with
B. from
C. after
✅ about
🎓 Answer Analysis:
About সম্বন্ধে বা উদ্দেশ্যে বোঝাতে ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর D.
30. The parthenon is said - erected in the Age of Pericles.
A. to have become
B. to have begun
✅ to have been
D. to have had begun
🎓 Answer Analysis:
এখানে 'Parthenon' erect-এর object বলে passive voice হবে।
কজেই, সঠিক উত্তর C.
31. He divided the money - the two children.
A. among
✅ between
C. in between
D. over
🎓 Answer Analysis:
দুই জনের মধ্যে ভাগাভাগি করা বোঝাতে ‘between’ preposition ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর B.
32. As they waited Rahim argued against war -.
A. while his brother discusses the effects of pollution
B. while his brother discussed the effects of pollution
✅ while his brother was discussing the effects of pollution
D. while his brother had discussed the effects of pollution
🎓 Answer Analysis:
While-এর পরে সাধারণত continuous tense হয়। Main clause past tense বলে subordinate clause ও past tense হবে।
কাজেই সঠিক উত্তর C.
33. If we want concrete proof, we are looking for - .
✅ clear evidence
B. building material
C. a cement mixer
D. something to cover a path
🎓 Answer Analysis:
বাক্যের ভাবার্থ অনুযায়ী concrete proof-এর জন্যে যা প্রয়োজন তাই শূন্যস্থানে বসবে। Concrete proof-এর অর্থ হলো অকাট্য বা বাস্তব প্রমাণ। এক্ষেত্রে building material, cement mixture, something to cover path কোনোটাই অর্থগতভাবে প্রযোজ্য নয়। Clear evidence-এর অর্থ সুসঙষ্ট প্রমাণ।
সুতরাং সঠিক উত্তর A.
34. The Olympic Games were watched - billions of people all over the world.
A. exactly
B. usually
C. truly
✅ literally
🎓 Answer Analysis:
এখানে literally অর্থ ‘সত্যি সত্যিই’।
কাজেই সঠিক উত্তর D.
35. The author thinks that true learning will lead to -.
A. personal understanding of the ideas of writers
B. discovery of unknown world
C. revelation of the mysteries of the world
✅ better expressive powers
🎓 Answer Analysis:
প্রশ্নটি ভুলক্রমে সংযোজিত হয়েছে কেননা এর কোনো সঠিক নির্দেশনা নেই।
PSC হতে পাওয়া উত্তর হলো D.
36. Which of the following best describes the auother's attitude towards learning?
A. learning is not a matter of reading extensively
B. learning is not something to be
demonstrated in examinations
✅ learning is a matter of promoting creativity
in students
D. learning is a matter of memorization
🎓 Answer Analysis:
প্রশ্নটি ভুলক্রমে সংযোজিত হয়েছে কেননা এর কোনো সঠিক নির্দেশনা নেই।
PSC হতে পাওয়া উত্তর হলো C.
Questions 37 to 40 are incomplete sentences. Choose the one word or phrase that best completes the sentence.
37. The tree has been blown - by the strong wind.
A. away
B. up
✅ off
D. out
🎓 Answer Analysis:
প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো –
C. blow off – উপড়ে যাওয়া;
A. blow away – গুলি করে হত্যা করা;
B. blow up – বিস্ফোরিত হওয়া, উত্থিত হওয়া;
D. blow out – নিভে যাওয়া।
গাছ সাধারণত উপড়েই যায়।
সুতরাং সঠিক উত্তর C.
38. No one can - that he is clever.
A. defy
B. admire
✅ deny
D. denounce
🎓 Answer Analysis:
এখানে
C. deny অর্থ - অস্বীকার করা।
A. defy অর্থ - সাহসের সঙ্গে খোলাখুলি বাধা দেওয়া।
B. admire অর্থ - প্রশংসা করা।
D. denounce অর্থ - কাউকে অভিযুক্ত করা।
deny শব্দটি উপযুক্ত কেননা তাহলে No one can deny that he is clever বাক্যটির অর্থ দাঁড়ায় ’কেউই অস্বীকার করতে পারেনা যে সে চতুর; অন্য কোনো শব্দ দিয়ে এমন উপযুক্ত অর্থ পাওয়া সম্ভব নয়।
অতএব সঠিক উত্তর C.
39. A reward has been announced for the employees who - hard.
✅ have worked
B. has worked
C. will be work
D. have had worked
🎓 Answer Analysis:
Relative pronoun-এর পরে antecedent অনুসারে verb ব্যবহৃত হয়। এখানে antecedent হলো employees যা plural। সুতরাং verb-টিও plural হবে।
সঠিক উত্তর A.
40. To - the arrival of Spring, Bangladesh Television - a special function.
A. commemorate, launched
B. announce, telecast
✅ celebrate, organized
D. Welcome, sanctioned
🎓 Answer Analysis:
এখানে বসন্তের আগমনকে উদযাপন করার কথা বলা হচ্ছে।
তাই সঠিক উত্তর C.
* Read the following passage and answer questions number 41, 42, 43 and 44 that refers to the passage.
The gypsies are a tribe of strange people. They do not have any fixed home, but wander about from place to place and live in tents. They were originally natives of India. But as they reached England from Egypt, the English took them for Egyptians. This is why they came to be called gypsies. They were believed to possess strange powers. They could tell your fortune by reading the palm of your hand. It was thought they stole little children to train them in their way of life. Whenever a child got lost, it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial. But this attitude towards the gypsies has gardually changed.
41. The gypsies are people who-.
A. have settled way of life
B. came originally from Egypt to England
✅ are always on the move
D. steal children to train them in their way of life
🎓 Answer Analysis:
‘gypsies’ হলো তারা যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই। Gypsy অর্থ যাযাবর, বেদে। এরা সবসময় নাড়াচাড়ার মধ্যে থাকে।
সে হিসেবে সঠিক উত্তর C.
42. The gypsies like to live in tents because -
A. It is easy to hide stolen children in a tent
B. It is easy to read one's palm inside a tent.
C. It is easy to bring them from Egypt.
✅ It is easy to pitch them.
🎓 Answer Analysis:
‘gypsies’রা তাঁবুতে বাস করতে পছন্দ করে কারণ তাঁবু তৈরি করা সহজ।
অতএব সঠিক উত্তর D.
43. The English took them for Egyptian’s means-
A. The English took them to the Egyptians.
B. The English considered them to be Egyptians.
✅ The English were taken in by the Egyptians.
D. The English brought them as far as to Egypt.
🎓 Answer Analysis:
Passage থেকে জানা যায় যে ইংরেজরা gypsy-দেরকে মিশরীয় মনে করতো।
অতএব সঠিক উত্তর C.
44. Attitude towards the gypsies -
A. are still the same as before
B. have not much changed over the years
C. can change once they stop stealing children
✅ have shown signs of change
🎓 Answer Analysis:
Passage-এর শেষ লাইন থেকে জানা যায় যে gypsy-দের প্রতি মানুষের ব্যবহারে পরিবর্তন দেখা যাচ্ছে।
অতএব সঠিক উত্তর D.
General Knowledge (GK) English Question Answer
Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the originial pair.
45. Excite : Calm
a Restrain : Compose
B. Agitate : Trouble
c Upset : Purturb
o Stimulate : Cool down
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এর মধ্যে বিপরীত (opposite) সম্পর্ক বিদ্যমান; কেননা excite অর্থ হলো উত্তেজিত করা ও calm অর্থ হলো শান্ত করা। এখানে
D. -তে - opposite সম্পর্ক রয়েছে কারণ stimulate অর্থ হলো উত্তেজিত করা ও cool down অর্থ হলো শান্ত হওয়া। কিন্তু
A., B., এবং C. -তে প্রদত্ত pair of words-গুলোর মধ্যে - synonymous (সমার্থক) relation বিদ্যমান। তাই এগুলো সঠিক নয়;
তাই সঠিক উত্তর D.
46. Delay : Expedite
a Related : Halt
B. Block : Obstruct
c Drag : Procrastinate
✅ Detain : Dispatch
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ বিপরীত (opposite) সম্পর্ক বিদ্যমান কারণ delay-এর অর্থ হলো বিলম্বিত করা ও expedite অর্থ ত্বরান্বিত করা। এখানে
D. -তে - বিপরীত (opposite) সম্পর্ক বিদ্যমান কারণ detain অর্থ হলো আটক করা ও dispatch অর্থ হলো খালাস করা। কিন্তু
A., B., ও C. pairs of words - synonymous (সমার্থক)-তাই এগুলো সঠিক নয়;
তাই সঠিক উত্তর D.
47. Anarchy : Government
✅ Penury : Wealth
B. Chaos : Disorder
C. Monarch : Republic
D. Verbosity : Word
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এর সম্পর্কটি কোনো কিছুর অভাবে বা শূন্যতার পরিণতি প্রকাশ করছে; অর্থাৎ government-এর অভাবে anarchy (নৈরাজ্য) সৃষ্টি হয়।
A.-তে - সম্পদের (wealth) অভাবে দরিদ্রতা (penury) সৃষ্টি হয় বুঝিয়েছে। কিন্তু
B. সঠিক নয়; কারণ - এতে সমার্থক সম্পর্ক প্রকাশ করা হয়েছে;
C. সঠিক নয় কারণ - বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয়েছে;
D. সঠিক নয় কারণ - এতে সমার্থক সম্পর্ক প্রকাশ করা হয়েছে।
তাই সঠিক উত্তর A.
48. Vaccine : Prevent
a Wound : Heal
B. Victim : Attend
✅ Antidote : Counteract
D. Diagnosis : Cure
🎓 Answer Analysis:
প্রশ্নে প্রদত্ত pair of words-এ cause-effect বা কারণ-ক্রিয়া সম্পর্ক বিদ্যমান কারণ vaccine নিলে রোগ প্রতিরোধ হয়। এখানে
C. -তে - cause-effect সম্পর্ক বিদ্যমান কারণ antidote-এর কারণে counteract (প্রতিক্রিয়া) হয়। কিন্তু
A., B. ও D.-তে - cause-effect সম্পর্ক বিদ্যমান নয়; তাই এগুলো সঠিক নয়।
তাই সঠিক উত্তর C.
Questions 49 to 54 are incomplete sentences. You are to choose the one word or phrase that best completes the sentence.
49. - glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid.
A. Because
B. Since
✅ Although
D. If
🎓 Answer Analysis:
Though/Although অর্থ ‘যদিও’। Though/although যুক্ত sentence-এ দুইটি clause-এ সাধারণত কোনো contrast প্রকাশ করা হয়।
তাই এখানে সঠিক উত্তর C.
50. An intensive search was conducted by the detectives to locate those criminals who -
A. have had escaped
✅ had escaped
C. are escaping
D. have been escaping
🎓 Answer Analysis:
অতীতের দুইটি ঘটনা প্রকাশ করতে who, before, after ইত্যাদি যুক্ত sentence-এ independent clause-টি past indefinite হলে dependent clause-টি past perfect হবে।
সুতরাং সঠিক উত্তর B.
51. The intellectual can no longer be said to live - the margins of society.
A. against
✅ beyond
C. inside
D. before
🎓 Answer Analysis:
বাইরে বা সীমার অতীত বোঝাতে beyond ব্যবহৃত হয়।
এখানে সঠিক উত্তর B.
52. According to the conditions of my scholarship, after finishing my degree -.
A. my education will be employed by the
University
B. employment will be given to me by the
University
✅ the University will employ me
D. I will be employed of the Unversity
🎓 Answer Analysis:
এখানে C. -ই কেবল সঠিক অর্থ নির্দেশ করে।
কাজেই সঠিক উত্তর C.
53. If a substance is cohesive, it tends to -.
A. retain heat
B. bend without too much difficulty
✅ stick together
D. break easily
🎓 Answer Analysis:
'To'-এর পর সাধারণ verb-এর base form ব্যবহৃত হয়। এখানে প্রত্যেকটি option-এ base form ব্যবহৃত হলেও অর্থগত দিক দিয়ে C. উপযুক্ত।
54. He stopped his car- when the light turned red.
✅ abruptly
B. equitable
C. ambiguously
D. incisively
🎓 Answer Analysis:
এখানে হঠাৎ করে গাড়ি থামানোর কথা বলা হচ্ছে।
কাজেই সঠিক উত্তর A.
0 Comments:
Post a Comment