1. "I have a -- that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
A. desire
B. hope
✅ dream
D. wish
🎓 Answer Analysis:
এ উক্তিটি মার্টিন লুথার কিং এর যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ছিলেন। তিনি উক্তিটি করেন ১৯৬৩ সালের ২৮-এ আগষ্ট ওয়াশিংটন ডিসি-তে।
অতএব সঠিক উত্তর C.
2. Who wrote the two famous novels, 'David Copperfield' and 'The Tale of two Cities'?
A. Thomas Hardy
B. Jane Austen
C. George Eliot
✅ Charles Dickens
🎓 Answer Analysis:
Charles Dickens
(7 February 1812 – 9 June 1870)
★ দুটি বিখ্যাত উপন্যাস 'David Copperfield' এবং 'The Tale of two Cities'-এর রচয়িতা - Charles Dickens.
★ Charles Dickens ছিলেন - Victorian যুগের সবচেয়ে জনপ্রিয় ইংরেজ ঔপন্যাসিক।
★ তাঁর উলেখযোগ্য রচনাগুলো হলো - Sketches by Boz, The Old Curiosity Shop, Oliver Twist, Nicholas Nickleby, Barnaby Rudge, A Christmas Carol, Martin Chuzzlewit, A Tale of Two Cities, Great Expectations, Bleak House, Little Dorrit, Hard Times, Our Mutual Friend, The Pickwick Papers.
Thomas Hardy
(2 June 1840 – 11 January 1928)
★ Thomas Hardy ছিলেন একজন - ইংরেজ ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
★ Hardy ১৯১০ সালে - the Order of Merit পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
★ তাঁর প্রথম উপন্যাস হলো - ‘The Poor Man and the Lady’.
Jane Austen
(16 December 1775 – 18 July 1817)
★ Jane Austin ছিলেন - একজন ইংরেজ মহিলা ঔপন্যাসিক।
★ তাঁর বিখ্যাত উপন্যাস হলো - ‘Pride and Prejudice’.
George Eliot (মহিলা ঔপন্যাসিক)
(22 November 1819 – 22 December 1880)
★ George Eliot ছিলেন - ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক ও অনুবাদক এবং Victorian যুগের একজন প্রধান লেখক।
★ Mary Anne Evans-এর ছদ্মনাম ছিল - George Eliot.
★ তাঁর উল্লেখযোগ্য রচনা - ৭টি উপন্যাস। The Mill on the Floss Silas Marner, Middlemarch, এবং Daniel Deronda এদের মধ্যে অন্যতম।
অতএব সঠিক উত্তর D.
3. Who wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'?
A. Ben Johnson
B. Christopher Marlowe
C. John Dryden
✅ William Shakespeare
🎓 Answer Analysis:
William Shakespeare
(26 April 1564 – 23 April 1616)
★ 'The Tempest' and 'The Mid Summer Night's Dream' লিখেছিলেন - William Shakespeare.
★ তাকে প্রায়ই বলা হতো - ইংল্যান্ডের জাতীয় কবি এবং "Bard of Avon".
★ Shakespeare তাঁর অধিকাংশ পরিচিত কাজগুলো করেছিলেন - ১৫৮৯ থেকে ১৬১৩ সালের মধ্যে।
★ Shakespeare লিখেছেন- প্রায় ৩৮টি নাটক, ১৫৪টি সনেট, ২টি দীর্ঘ বর্ণনামূলক কবিতা এবং কিছু অন্যান্য কবিতা।
Ben Johnson
(11 June 1572 – 6 August 1637)
★ Ben Johnson ছিলেন - একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা।
★ তিনি সর্বাধিক পরিচিত ছিলেন তাঁর - Satirical plays, Particularly Volpone, The Alchemist, এবং Bartholomew Fair-এর জন্যে।
Christopher Marlowe
(26 February 1564–30 May 1593)
★ Christomer Marlow ছিলেন - Shakespeare-এর পরের বিখ্যাত Elizabethan ট্রেজেডি নাটক রচয়িতা।
★ Marlowe-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল - ১৯-এ মে ১৫৯৩ সালে।
★ Marlowe পরিচিত ছিলেন - একজন নাস্তিক (atheist) হিসেবে।
John Dryden
(9 August 1631 – 1 May 1700)
★ John Dryden ছিলেন - একজন প্রভাবান্বিত ইংরেজ কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক এবং নাট্যকার।
★ Walter Scott তাঁর নাম দিয়েছিলেন - "Glorious John."
অতএব সঠিক উত্তর D.
General Knowledge (GK) English Question Answer
4. What would have happened if-?
A. The bridge is broken
B. The bridge would break
✅ The bridge had broken
D. The bridge had been broken
🎓 Answer Analysis:
Third conditional অনুযায়ী if যুক্ত dependent clause-টি past perfect হলে অপর clause-টিও perfect conditional হবে।
সুতরাং সঠিক উত্তর C.
5. Explain the meaning of ‘Bring to pass’.
A. Cause to destroy
✅ Cause to happen
C. Cause to carry out
D. Cause to convince
🎓 Answer Analysis:
এখানে 'bring to pass' অর্থ ঘটানো।
তাই সঠিক উত্তর B.
6. Which of the following sentences is the correct one?
A. Paper is made of wood
✅ Paper is made from wood
C. Paper is made by wood
D. Paper is made on wood
🎓 Answer Analysis:
B. 'made from' - ব্যবহার করা হয় যখন উৎপাদিত বস্তুটির মধ্যে কাঁচামালের অস্তিত্ব থাকে না (এখানে paper-এর মধ্যে wood-এর অস্তিত্ব নেই);
A. 'made of' - ব্যবহৃত হয় তখন যখন উৎপাদিত বস্তুটিতে কাঁচামালের অস্তিত্ব থাকে;
C. 'made by' - ব্যবহৃত হয় agent/doer-এর ক্ষেত্রে;
D. 'made on' - ব্যাকরণগতভাবে সঠিক নয়।
সুতরাং সঠিক উত্তর B.
7. The word bounty is closest in meaning to -
✅ generosity
B. familiar
C. dividing line
D. sympathy
🎓 Answer Analysis:
‘bounty’ অর্থ সম্মান, উপহার। এখানে
A. generosity অর্থ - উদারতা;
B. familiar অর্থ - পরিচিত;
C. dividing line অর্থ - বিভাজনকারী রেখা;
D. sympathy অথ - সহানুভূতি।
তাই সঠিক উত্তর A.
৪. Which is the noun of the word 'beautiful'?
✅ Beauty
B. Beautify
C. Beauteous
D. Beautifully
🎓 Answer Analysis:
এখানে
A. Beauty (সৌন্দর্য) – noun;
B. Beautify – verb;
C. Beauteous – adjective;
D. Beautifully – Adverb;
তাই সঠিক উত্তর A.
9. Give the correct passive form of - 'My teacher embodies all the good qualities'.
A. All the good qualities are embodied by my teacher
✅ All the good qualities are embodied in my teacher
C. All the good qualities are embodied to my teacher
D. All the good qualities are embodied on my teacher
🎓 Answer Analysis:
Present indefinite tense-এর passive voice-এর structure হলো – Subject + be (is/am/are) + pp + preposition + object. এখানে A., C. ও D.-এর structure ঠিক আছে কিন্তু preposition হিসেবে ব্যবহৃত by, to ও on সঠিক নয়। কেননা 'embody' verb-টির পরে preposition হিসেবে 'in' ব্যবহারই সঠিক। আর B.-তে 'in' ব্যবহৃত হয়েছে।
সঠিক উত্তর B.
10. Choose the correct indirect speech – She asked me, "Are you happy in your new job?"
✅ She asked me if I was happy in my new job
B. She asked me if I have been happy my new job
C. She asked me whether I am happy in my new job
D. She asked me if I had been happy in my new job
🎓 Answer Analysis:
Reporting verb অনুযায়ী reported speech-এর পরিবর্তন হবে। এখানে A.-তে tense অনুযায়ী reported speech-এর পরিবর্তন হয়েছে এবং person পরিবর্তনও সঠিক হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে Interrogative sentence পরিবর্তনের সবগুলো নিয়মই মানা হয়েছে A. তে।
সুতরাং সঠিক উত্তর A.
11. The meaning of the word 'obese' is-.
✅ very fat
B. ugly
C. tardy
D. obnoxious
🎓 Answer Analysis:
very fat অর্থ - খুবই মোটা বা স্থূলকায়;
B. ugly অর্থ - কুৎসিত;
C. tardy অর্থ - খুব ধীর গতিসম্পন্ন;
D. obnoxious অর্থ - ঘৃণ্য।
Obese অর্থ খুব মোটা।
অতএব সঠিক উত্তর A.
12. A person who writes about his own life writes -.
A. a diary
B. a biography
✅ an autobiography
D. a chronicle
🎓 Answer Analysis:
Here,
C. An autobiography হলো - কোনো ব্যক্তির নিজে নিজেকে নিয়ে লেখা জীবনী।
A. A diary হলো - কোনো ব্যক্তি বা বস্তুর নিজস্ব তথ্যাবলির স্থায়ী দলিল।
B. A biography হলো - ইতিহাসের নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী যা অন্য কোনো ব্যক্তি কর্তৃক লিখিত।
D. A chronicle হলো - ছোট ছোট বাস্তব গল্পের সিরিজ বা ঘটনাপঞ্জি।
অতএব অর্থানুযায়ী সঠিক উত্তর C.
13. Which of the following sentences is correct?
✅ Why have you done this?
B. Why you had done this?
C. Why you have done this?
D. Why did you done this?
🎓 Answer Analysis:
Interrogative sentence-এ subject ও auxiliary verb-এর মধ্যে Inversion হয়, অর্থাৎ auxiliary ও principal verb-এর মধ্যে subject বসে। এখানে
A. সঠিক - কারণ এতে subject ও verb-এর inversion এবং মূল verb-এর p. p form ব্যবহার করা হয়েছে।
B. ও C. -এর মধ্যে - subject ও verb-এর মধ্যে inversion হয়নি; তাই এরা সঠিক নয়।
D. সঠিক নয় - কারণ interrogative sentence-এ যদি do, did, does প্রভৃতি auxiliary verb ব্যবহৃত হয়, তাহলে principal verb-এর base form ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর A.
14. What will be the correct preposition to complete the sentence?
"I am not good - translation."
A. in
B. about
C. with
✅ at
🎓 Answer Analysis:
'Good at' phrase-টির অর্থ ভালো, দক্ষ ইত্যাদি। Good শব্দটির পর অন্যান্য preposition-গুলো অর্থগত দিক দিয়ে প্রযোজ্য নয়।
সুতরাং সঠিক উত্তর D.
15. Fill in the blank with appropriate preposition.
'Hurry up! We have to go - five minutes.'
✅ in
B. on
C. by
D. for
🎓 Answer Analysis:
‘নির্দিষ্ট সময়ের মধ্যে’ বোঝাতে 'in' ব্যবহৃত হয়। পাঁচ মিনিটের মধ্যে যেতে হবে বোঝাতে এখানে in ব্যবহৃত হয়েছে।
এখানে সঠিক উত্তর A.
16. Identify the imperative sentence.
A. I shall go to college
B. Matin is singing a song
✅ Stand up
D. It has been raining since morning
🎓 Answer Analysis:
C. -তে - আদেশ করা হয়েছে;
A. ও B. দ্বারা - দুইটি কাজের সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে;
D.-তে - একটি অবস্থার বর্ণনা করা হয়েছে, যা assertive।
তাই সঠিক উত্তর C.
17. Fill in the gap with the suitable word :
To stay healthy, we must plan to have a balanced -.
✅ diet
B. food
C. drink
D. environment
🎓 Answer Analysis:
‘diet’ অর্থ সুষম খাদ্য। যেহেতু balanced শব্দটি adjective তাই শূন্যস্থানে diet শব্দটিই যুক্তিযুক্ত হবে।
অতএব সঠিক উত্তর A.
18. Choose the correct alternative and mark its letter on your answer sheet -
The rich should not look down - the poor.
A. at
B. for
C. towards
✅ upon
🎓 Answer Analysis:
‘Look down upon’ অর্থ ‘অবজ্ঞা করা’।
সুতরাং সঠিক উত্তর D.
19. I took a map with me, as I didn't want to - my way on the journey.
A. loose
B. lose
✅ lost
D. loss
🎓 Answer Analysis:
Infinitive 'to'-এর পরে সাধারণত verb-এর base/ present form ব্যবহার করা হয়। তাই
C. lose- verb-এর base/present form;
A. loose - adj.
B. lost - verb-এর past ও past participle রূপ D. loss - noun হওয়াতে এগুলো সঠিক নয়।
সুতরাং সঠিক উত্তর C.
20. Every driver must be held - his won actions.
✅ responsible for
B. responsible to
C. liable to
D. blamed for
🎓 Answer Analysis:
'responsible for'-র অর্থ ‘কোনো কাজের জন্যে দায়ী’। এখানে প্রদত্ত Sentence-টির অর্থ সম্পূর্ণ করতে A. সঠিক নির্বাচন।
21. 'Through thick and thin' means -.
✅ under all conditions
B. to make thick and thin
C. not clear in understanding
D. of great density
🎓 Answer Analysis:
এখানে ‘Through thick and thin’ মানে সুসময়ে বা দুঃসময়ে।
কাজেই সঠিক উত্তর A.
22. 'Prior to’ means-.
A. after
✅ before
C. immediately
D. during the period of
🎓 Answer Analysis:
এখানে
B. before অর্থ - পূর্বে;
A. after অর্থ - পরে/পরবর্তীকালে;
C. immediately অর্থ - তাৎক্ষণিকভাবে;
D. during the period of অর্থ - ঐ সময়কালীন।
যেহেতু Prior অর্থ ‘পূর্বে’। সুতরাং সঠিক উত্তর B.
23. Nobody knocked him down: it was an -.
A. incident
B. occurrence
✅ accident
D. event
🎓 Answer Analysis:
Incident, occurrence এবং event শব্দগুলো প্রায় synonymous যাদের অর্থ ‘ঘটনা’। কিন্তু 'accident' শব্দটির অর্থ ‘দূর্ঘটনা’ যা প্রদত্ত sentence-টির পূর্বাংশের অর্থ সম্পূর্ণ করতে প্রযোজ্য।
তাই সঠিক উত্তর C.
General Knowledge (GK) English Question Answer
Choose the correct alternative and mark its letter on your answer sheet.
24. Stockings are - socks.
✅ long
B. small
C. big
D. short
🎓 Answer Analysis:
★ Stocking হলো লম্বা মোজা।
কাজেই সঠিক উত্তর A.
25. Many students will now be starting to –– about their exams result.
✅ worry
B. reflect
C. has left
D. comment
🎓 Answer Analysis:
অর্থানুসারে এখানে সঠিক উত্তর A.
26. She told me his name after he -
a left
✅ had left
c has left
D. has been leaving
🎓 Answer Analysis:
After/beforeযুক্ত complex sentence-এর independent clause-টি past indefinite হলে dependent clause-টি past perfect হবে। এখানে
B. had left (past perfect) - সঠিক;
A. left (past indefinite) - ভুল;
C. has left (present perfect) - ভুল;
D.has been leaving (present perfect continuous) - ভুল;
অতএব সঠিক উত্তর B.
27. Climate is a - of the environment.
✅ state
B. situation
C. rand
D. size
🎓 Answer Analysis:
Climate হলো পরিবেশের এক ধরনের অবস্থা। কাজেই সঠিক উত্তর A.
28. I finally killed the fly - a rolled up newspaper -
A. byo with
C. through
D. from
🎓 Answer Analysis:
★ কোনো বস্তু ‘দ্বারা’ বোঝাতে with ব্যবহৃত হয়।
কাজেই সঠিক উত্তর B.
29. We must look pleased or else he'll be -
✅ dissatisfied
B. cross
C. happy
D. delighted
🎓 Answer Analysis:
এখানে or-যুক্ত sentence-এর প্রথম clause-টি positive এবং অর্থগত কারণে উপযুক্ত করার জন্য দ্বিতীয় clause-টির verb-টি অবশ্যই negative sense-এর হতে হবে।
সুতরাং সঠিক উত্তর A.
30. The man died - over eating.
A. by
B. of
C. for
✅ from
🎓 Answer Analysis:
‘রোগে মারা যাওয়া’ অর্থে 'of' এবং অন্যকিছুতে মারা যাওয়া অর্থে 'die'-এর পরে ‘from’ বসে।
সুতরাং সঠিক উত্তর D.
31. He advised me - smoking.
A. giving up
✅ to give up
C. in giving up
D. from giving up
🎓 Answer Analysis:
Advise-এর পরে in বা from preposition বসে না। A.-তে প্রদত্ত option-টি অর্থগত দিক দিয়ে প্রযোজ্য নয়।
সুতরাং সঠিক উত্তর B.
32. The expression 'after one's own heart ' means-.
A. To be in low spirit
B. With complete devotion
✅ To one's own liking.
D. To be in high spirit
🎓 Answer Analysis:
এখানে 'after one's own heart' অর্থাৎ কারো সর্বোত্তম পছন্দের অনুরূপ কিছু (of one’s own liking)।
সুতরাং সঠিক উত্তর C.
33. 'The day of my sister's marriage is drawing near'. The underlined word is a /an -.
A. adjective
B. verb
C. preposition
✅ adverb
🎓 Answer Analysis:
এখানে near শব্দটি A. adjective নয় কারণ এটি অন্য কোনো word-কে qualify করেনি; B. verb নয় কারণ এটি দ্বারা ক্রিয়ার কাজ সংঘটিত হয়নি; C. preposition নয়, কারণ এটি বাক্যের word সমূহের মধ্যে সমন্বয় করেনি; D. এটি একটি adverb, কারণ এটি অন্য একটি word (drawing)-কে modify করেছে।
তাই সঠিক উত্তর D.
34. Which of the following sentences is the correct one?
A. My father was in hospital during six weeks in summer.
B. In summer during six weeks my father was in hospital.
C. My father was in a hospital during six weeks in summer.
✅ My father was in hospital for six weeks during the summer.
🎓 Answer Analysis:
D. preposition (for) - এর সঠিক ব্যবহার হয়েছে।
A.-তে preposition (during) - এর ভুল প্রয়োগ;
B. preposition (during) - এর ভুল প্রয়োগ;
C. preposition (during) - এর ভুল প্রয়োগ;
তাই সঠিক উত্তর D.
35. He intends to - in the country for two months.
A. live
✅ stay
C. stop
D. halt
🎓 Answer Analysis:
নির্দিষ্ট সময়ের জন্যে কোথাও অবস্থান করা বোঝাতে এখানে B. সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উত্তর।
তাই সঠিক উত্তর B.
36. What are you so angry -?
A. about
B. at
C. with
✅ for
🎓 Answer Analysis:
‘কারণ’ বা ‘জন্যে’ বোঝাতে for ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর D.
37. The parents became extremely-when their son had not returned by eleven o'clock.
A. angry
B. annoyed
C. disturbed
✅ anxious
🎓 Answer Analysis:
এখানে উদ্বিগ্ন হওয়ার কথা বলা হচ্ছে।
তাই সঠিক উত্তর D.
38. 'I - remember the holiday I spent in your home.' She said.
A. ever
B. hardly
C. usually
✅ always
🎓 Answer Analysis:
এখানে একটা দিনের কথা সবসময় ‘always’ মনে পড়ে এমন ভাব প্রকাশ পাচ্ছে।
তাই সঠিক উত্তর D.
39. He knew it was a very - operation but he was determined to carry it out.
A. difficult
B. dangerous
✅ risky
D. troublesome
🎓 Answer Analysis:
Operation সাধারণত risky বা ঝুঁকিপূর্ণ হয়।
কাজেই সঠিক উত্তর C.
40. Misanthropist means-.
A. One who flirts with ladies
B. A person of narrow views
o A hater of mankind
D. One who belive that God is in everything
🎓 Answer Analysis:
Misanthropist অর্থ মানববিদ্বেষী অর্থাৎ someone who dislikes people in general. এখানে,
C. A hater of mankind অর্থ - মানববিদ্বেষী।
A. One who flirts with ladies অর্থ - যে মহিলাদের সাথে প্রেম-কৌতুক করে।
B. A person of narrow views অর্থ - নিচু দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ।
D. One who belive that God is in everything অর্থ - যে বিশ্বাস করে যে আল্লাহ সবকিছুতেই বিদ্যমান।
অর্থানুযায়ী সঠিক উত্তর C.
41. First language means the - language.
A. important
B. main
o natural
D. official
🎓 Answer Analysis:
শিশু জন্মের পর প্রাকৃতিকভাবে (naturally) প্রথম যে ভাষায় কথা বলতে শেখে তাই First language.
তাই সঠিক উত্তর C.
42. Shaheen would never have taken the job if he - what great impact it would make on his time.
A. knew
B. had been knowing
✅ had known
D. was knowing
🎓 Answer Analysis:
If যুক্ত sentence-এর একটি clause past perfect হলে অন্যটি past perfect conditional হবে।
তাই সঠিক উত্তর C.
43. She has - her hair a beautiful shade of brown.
A. colored
B. given
C. dried
✅ dyed
🎓 Answer Analysis:
এখানে,
D. dyed অর্থ - রঙ করা।
A. colored অর্থ - রঙিন।
B. given অর্থ - দেওয়া।
C. dried অর্থ - শুকনো।
বাক্যটিতে চুলে তামাটে রঙ করা বোঝাচ্ছে।
তাই সঠিক উত্তর D.
General Knowledge (GK) English Question Answer
Choose the correct alternative and mark its letter on your answer sheet :
44. There are - dangerous drivers.
A. a very lot of
B. Whom
C. very much of
✅ a lot of
🎓 Answer Analysis:
A lot of-এর আগে very বা much বসে না। Whom শব্দটি এখানে প্রযোজ্য নয়।
কাজেই সঠিক উত্তর D.
45. I have read the book-you lent me.
✅ that
B. whom
C. whose
D. what
🎓 Answer Analysis:
এখানে antecedent হলো book অর্থাৎ একটি বস্তু। অতএব whom হবে না। আবার book এখানে lent-এর object।
কাজেই সঠিক উত্তর A.
46. Water boils - you heat it to 100 Centigrade.
A. unless
B. until
✅ if
D. although
🎓 Answer Analysis:
এটি If + present + present গঠন অনুসারে হয়েছে। Scientific truth, universal truth প্রকাশ করতে এই গঠন অনুসরণ করা হয়।
সুতরাং সঠিক উত্তর C.
47. Tell me - that.
A. whom told you
B. that told you
✅ who told you
D. told you
🎓 Answer Analysis:
এখানে C. ছাড়া অন্য Clause-গুলো কোনো অর্থ প্রকাশ করে না।
কাজেই সঠিক উত্তর C.
48. I opened the door as soon as I - the bell.
A. have heard
B. was hearing
C. am heard
✅ heard
🎓 Answer Analysis:
As soon as যুক্ত sentence-এর দুইটি clause একই tense-এর হবে। তাই
D. heard - past indefinite-সঠিক;
A. have heard - present perfect-ভুল;
B. was hearing - past continuous-ভুল;
C. am heard - present tense-ভুল;
সুতরাং সঠিক উত্তর D.
49. I am looking for someone who - play the piano.
A. able to
B. is able
C. can be able to
✅ can
🎓 Answer Analysis:
Able-এর আগে be verb এবং পরে to বসাতে হয়। কিন্তু তার আগে can/could বসে না।
তাই সঠিক উত্তর D.
50. Don't make a noise while your father -
A. is being asleep
✅ is sleeping
C. asleep
D. has slept
🎓 Answer Analysis:
এটি clauses of time. clauses of time `when`? প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এগুলো when, whenever, while, before after, till, until, since, as, as soon as ইত্যাদি conjunctions দ্বারা সূচিত হয়। প্রশ্নের subordinate clause – এর শুরুতে while থাকায় clause টি continuous tense হবে।
অর্থাৎ সঠিক উত্তর হলো B.
0 Comments:
Post a Comment