১. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
[ক] লুসাই
✅ গারো
[গ] কেওক্রাডাং
[ঘ] জয়ন্তিকা
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চুড়া গারো পাহাড় অবস্থিত- ময়মনসিংহে এবং এটি টারশিয়ারী যুগে সৃষ্টি।
২. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
[ক] শীতলক্ষ্যা
✅ বুড়িগঙ্গা
[গ] মেঘনা
[ঘ] তুরাগ
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ঢাকা শহরকে রক্ষা করার জন্য সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ নির্মাণ করা হয় তাই পরিচিত- ‘বাকল্যান্ড বাঁধ’ নামে।
◈ এ নামকরণ করা হয়- বাকল্যান্ডের নামানুসারে কারণ তার উদ্যোগে এবং ঢাকাবাসীর আর্থিক সহায়তায় এ বাঁধ নির্মিত হয়।
◈ ব্রিটিশ আমলে বুড়িগঙ্গা নদীর ভাঙন রোধে এ বাঁধ নির্মাণ করা হলেও একসময় এটি হয়ে উঠেছিলো- ঢাকাবাসীর বৈকালিক ভ্রমণ ও বিনোদনের প্রধানতম কেন্দ্র।
৩. বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?
[ক] প্রায় ৪৭৯৭ জন
[খ] প্রায় ৪৫৭২ জন
[গ] প্রায় ৯৭৯১ জন
[ঘ] প্রায় ৮২১২ জন
💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ অর্থনৈতিক সমীক্ষা-২০১০ অনুযায়ী দেশে ডাক্তার প্রতি জনসংখ্যা- ২,৭৭৩ জন।
৪. চলন বিল কোথায় অবস্থিত?
[ক] রাজশাহী জেলায়
[খ] রাজশাহী ও নওগাঁ জেলায়
✅ পাবনা ও নাটোর জেলায়
[ঘ] নাটোর ও নওগাঁ জেলায়
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ চলন বিল অবস্থিত- পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায়।
◈ বাংলাদেশের সর্ববৃহৎ বিল- চলন বিল।
◈ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে- আত্রাই নদী।
◈ বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস- চলনবিল।
◈ বর্তমানে নাটোর-সিরাজগঞ্জ সংযোগ সড়ক প্রতিষ্ঠিত হয়েছে- এ বিলের মধ্য দিয়ে।
৫. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
[ক] ২৪.৭ কিলোমিটার
[খ] ২১.০ কিলোমিটার
[গ] ১৯.৩ কিলোমিটার
✅ ১৬.৫ কিলোমিটার
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে- ১৯৫১ সালে।
◈ ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে- গঙ্গা নদীর উপর।
◈ ফারাক্কা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়- ৩০-এ জানুয়ারি ১৯৬১।
◈ ফারাক্কা বাঁধ নির্মাণ কাজ শেষ হয়- ১৯৭৪ সালে।
◈ ভারত ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু করে- ১৯৭৫ সালে।
◈ ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য- ৭,৩৬৩ ফুট ৬ ইঞ্চি।
◈ ভারত-বাংলাদেশ সীমামের প্রায় ১৮ কি. মি. উজানে নির্মিত হয়- ফারাক্কা বাঁধ।
◈ প্রচলিত তথ্য মতে, এটি বাংলাদেশ সীমান্ত থেকে- ১৬.৫ কিলোমিটার বা প্রায় ১০.২৫ মাইল দূরে অবস্থিত।
৬. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
[ক] কুড়িগ্রাম
[খ] নীলফামারী
[গ] ঠাকুরগাঁও
✅ লালমনিরহাট
৭. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
[ক] ৩৮০০ বর্গ কিলোমিটার
[খ] ৪১০০ বর্গ কিলোমিটার
[গ] ৫৮০০ বর্গ কিলোমিটার
[ঘ] ৬৯০০ বর্গ কিলোমিটার
সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs
৮. কিওক্রাডাং-এর উচ্চতা প্রায়-
[ক] ১০১০ মিটার
[খ] ১৫৩০মিটার
✅ ১২৩২ মিটার
[ঘ] ১৩৬৪ মিটার
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ কিওক্রাডাং-এর উচ্চতা- ১২৩২.৩ মিটার (সূত্র : বাংলা পিডিয়া)।
◈ এটি বাংলাদেশের- দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
◈ এটি বান্দরবান জেলা থেকে প্রায়- ৮০ কি.মি. দূরে রুমা উপজেলার রেমাক্রি ইউনিয়নের প্রাংসা মৌজায় অবস্থিত।
৯. বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-
[ক] ১৪ কোটি পাউন্ড
[খ] ১৩ কোটি পাউন্ড
[গ] ১০.৫ কোটি পাউন্ড
✅ ৯.৫ কোটি পাউন্ড
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ চা বাংলাদেশের- দ্বিতীয় অর্থকরী ফসল।
◈ চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান- দশম।
◈ চা রপ্তানিতে বাংলাদেশ- ১৫তম।
◈ ২০০৯ সালে দেশে চা উৎপাদিত হয়- ৬ কোটি ৬ লাখ ৬১ হাজার ৪৭৬ কেজি।
১০. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম-
[ক] এগার সিন্দুর এক্সপ্রেস
[খ] পারাবত এক্সপ্রেস
✅ উপকূল এক্সপ্রেস
[ঘ] সৈকত এক্সপ্রেস
১১. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
[ক] ১০০ বর্গমাইল
[খ] ৯০ বর্গমাইল
✅ ১৬০ বর্গমাইল
[ঘ] ৮০ বর্গমাইল
১২. একটি কাঁচা পাটের গাইটের ওজন-
[ক] ৩.৫ মন
[খ] ৪ মন
✅ ৪.৫ মন
[ঘ] ৫ মন
১৩. বাংলাদেশের বৃহত্তম হাওর-
[ক] পাথরচাওলি
[খ] হাইল
[গ] চলনবিল
✅ হাকালুকি
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পিরিচ আকৃতির বৃহৎ ভূ-গাঠনিক অবনমন- হাওর।
◈ বাংলাদেশের সর্ববৃহৎ হাওর- হাকালুকি হাওর।
◈ হাকালুকি হাওরের আয়তন- ২০,৪০০ হেক্টর।
◈ হাকালুকি হাওর অবস্থিত- সিলেট জেলার গোপালগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলায়।
১৪. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
✅ নেপালে জলাধার নির্মাণ
[খ] গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
[গ] বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
[ঘ] গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
১৫. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
✅ দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
[খ] দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
[গ] বন্যা নিয়ন্ত্রণে দু দেশের মধ্যে সহযোগিতা
[ঘ] দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মূলত ভারত ও বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও নদী সংক্রান্ত নানা সমস্যা দুরীকরণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ গঠিত হয়- যৌথ নদীকমিশন।
◈ যৌথ নদী কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়- ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৭২ সালের ২৫-২৬ জুন।
১৬. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিলো ১৯৭১ সালের -
✅ ২ মার্চ
[খ] ২৩ মার্চ
[গ] ১০ মার্চ
[ঘ] ২৫ মার্চ
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ আ. স. ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন- ২ মার্চ ১৯৭১।
◈ শেখ মুজিবুর রহমান তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন- ২৩ মার্চ ১৯৭১।
১৭. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
[ক] পার্বত্য চট্টগ্রাম
[খ] সিলেট
✅ রাজশাহী
[ঘ] রংপুর
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গম্ভীরা নামক লোকসঙ্গীতের প্রচলন রয়েছে- রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।
◈ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও এ সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতের মধ্যে উপস্থাপনই সারাদেশে সুপরিচিতির কারণ- গম্ভীরার।
◈ এ সঙ্গীতের মূল চরিত্র হলো- নানা ও নাতির কথোপকথন।
◈ এ কথোপকথনের মাঝে একটি বিশেষ সুরে গান আলাদা মাত্রা দান করেছে- গম্ভীরাকে।
১৮. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
[ক] ফখরুউদ্দিন মোবারক শাহ
✅ শামসুদ্দিন ইলিয়াস শাহ্
[গ] জালালুদ্দিন মুহাম্মদ আকবর
[ঘ] ঈসা খান
১৯. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
✅ জামালগঞ্জে
[খ] জকিগঞ্জে
[গ] বিজয়পুরে
[ঘ] রানীগঞ্জে
২০. মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিলো, তখন তার নাম ছিলো-
[ক] মহাস্থান
[খ] কর্ণসূবর্ণ
✅ পুন্ড্রনগর
[ঘ] রামাবতী
২১. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-
[ক] শায়েস্তা খান
[খ] নবাব সলিমুল্লাহ
[গ] মির্জা আহমেদ জান
✅ মির্জা গোলাম পীর
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মসজিদটি নির্মাণ করেন- মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)।
◈ পুরনো ঢাকার আরমানিটোলা এলাকায় অবস্থিত- তারা মসজিদ।
◈ অলঙ্করণ সমৃদ্ধ ঢাকা শহরের সুন্দর স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন- তারা মসজিদ।
◈ মসজিদটি এমনভাবে তৈরি যে, এর ভেতরটা সব সময় থাকে- শীতল।
◈ আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন- ১৯২৬ সালে।
◈ আলীজান বেপারী বহু অর্থ ব্যয়ে মসজিদটিকে অলঙ্কৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি- তারকাখচিত করেন।
◈ মসজিদটির ভেতরের আয়তন- ৩৩’ × ১১’। ’
◈ মসজিদটির মিনারের সংখ্যা- চার, দরজা মোট পাঁচটি। তিন গম্বুজবিশিষ্ট এ মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মিহরাব।
২২. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
[ক] রানীগঞ্জে
✅ বিজয়পুরে
[গ] টেকেরহাটে
[ঘ] বাগালীবাজারে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে- ১৯৫৭ সালে।
◈ এ চীনামাটিকে নামকরণ করা হয়- বিজয়পুর চীনামাটি।
◈ পরবর্তীতে এ অধিদপ্তর চীনা মাটির মজুদ আবিষ্কার করে- ১৯৬৫ সালে নওগাঁর পত্নীতলাতে, ১৯৭৬ সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাইটগাঁওতে, ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে এবং ১৯৯০ সালে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভুরাঙ্গায়।
সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs. GK-Bangladesh-Affairs-BCS-and-Govt-Job-Preparation.
২৩. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
[ক] ২ কোটি ৪০ লক্ষ একর
[খ] ২ কোটি ৫০ লক্ষ একর
[গ] ২ কোটি একর
[ঘ] ২ কোটি ২৫ লক্ষ একর
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ সঠিক উত্তর নেই।
২৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
✅ করতোয়া
[খ] গঙ্গা
[গ] ব্রহ্মপুত্র
[ঘ] মহানন্দা
২৫. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগি?
[ক] রাজশাহী
[খ] ফরিদপুর
[গ] রংপুর
✅ যশোর
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগি- যশোর জেলা।
◈ বিস্তীর্ণ সমভূমি, উর্বর মৃত্তিকা ও বৃষ্টিবহুল জলবায়ু একটি উৎকৃষ্ট কৃষি ভূমিতে পরিণত করেছে- বাংলাদেশকে।
২৬. ইউরিয়া সারের কাঁচামাল-
[ক] অপরিশোধিত তেল
[খ] ক্লিংকার
[গ] এমোনিয়া
✅ মিথেন গ্যাস
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের বেশির ভাগ সার কারখানাতেই ইউরিয়া সার উৎপন্ন হয়, যেগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়- প্রাকৃতিক গ্যাস।
◈ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান- মিথেন গ্যাস।
২৭. বাসস একটি-
✅ সংবাদ সংস্থার নাম
[খ] একটি প্রেস ক্লাবের নাম
[গ] একটি খবরের কাগজের নাম
[ঘ] একটি বিদেশী কোম্পানির নাম
২৮. বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-
[ক] ২৬ মার্চ
[খ] ১৬ ডিসেম্বর
[গ] ২১ ফেব্রুয়ারি
✅ ১৪ ডিসেম্বর
২৯. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
[ক] সিলেটের বনভূমি
[খ] পার্বত্য চট্টগ্রামের বনভূমি
✅ ভাওয়াল ও মধুপুরের বনভূমি
[ঘ] খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় অবস্থিত- ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
◈ প্রচুর শালগাছ রয়েছে- এ বনে।
◈ এখানে রয়েছে- কড়ই, শিরিষ, কাঁঠাল, হরিতকি, বয়রা ইত্যাদি বৃক্ষ।
◈ অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি- চট্টগ্রাম-রাঙ্গামাটি বনভূমি এবং একক হিসেবে বৃহত্তম সুন্দরবন।
৩০. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য-
[ক] ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
[খ] বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
[গ] ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
✅ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বুড়িগঙ্গা নদীর উপর ঢাকার পোস্তাগোলা নামক স্থানে নির্মিত হয়েছে- চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১।
◈ এটিই- প্রথম বুড়িগঙ্গা সেতু।
◈ সেতুর দৈর্ঘ্য- ৭৮০ মিটার।
◈ দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু নির্মিত হয়- ঢাকার বাবুবাজারে এবং এ সেতুর মাধ্যমে কেরানীগঞ্জের সাথে সড়ক যোগাযাগ প্রতিষ্ঠিত হয়েছে।
৩১. হরিপুরে তেল আবিষ্কৃত হয়-
[ক] ১৯৪৭ সালে
✅ ১৯৮৬ সালে
[গ] ১৯৮৫ সালে
[ঘ] ১৯৮৪ সালে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের পূর্বাঞ্চলের সিলেট শহর থেকে ২৪ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার হরিপুরে অবস্থিত- বাংলাদেশের প্রধান তেলক্ষেত্রটি।
◈ হরিপুর গ্যাসক্ষেত্রে খননকৃত সপ্তম কূপে তেল পাওয়া যায়- ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর।
◈ তেলের প্রকৃত স্তর পাওয়া গেছে- ভূগর্ভের প্রায় ২০০০ মিটার গভীরে।
◈ এ খনি থেকে তেল উত্তোলন করা হয়- দৈনিক ৩০০ ব্যারেল।
◈ এ খনি থেকে তেল উত্তোলন বন্ধ করা হয়- ১৯৯৩ সালে।
◈ হরিপুর তেলক্ষেত্র থেকে তেল উৎপাদন শুরু হয়- জানুয়ারি, ১৯৮৭।
৩২. মিশুকের স্থপতি কে?
✅ মোস্তফা মনোয়ার
[খ] হামিদুর রহমান
[গ] শামীম শিকদার
[ঘ] হামিদুজ্জামান খান
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে অবস্থিত- মিশুক।
◈ সাফ গেমসের মাসকট হিসেবে মিশুক তৈরি করেন- শিল্পী মোস্তফা মনোয়ার।
◈ মিশুক মূলত- হরিণ শাবকের ভাস্কর্য।
৩৩. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
[ক] ৯ : ৫
[খ] ১১ : ৭
✅ ১০ : ৬
[ঘ] ৮ : ৬
৩৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
✅ রংপুর
[খ] ময়মনসিংহ
[গ] টাঙ্গাইল
[ঘ] ফরিদপুর
৩৫. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
[ক] ২৫০ নটিক্যাল মাইল
✅ ২০০ নটিক্যাল মাইল
[গ] ২২৫ নটিক্যাল মাইল
[ঘ] ১০ নটিক্যাল মাইল
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য- ৫১৩৮ কি.মি.।
◈ বঙ্গোপসাগর তীরবর্তী দেশ হওয়ায় এ দেশের ভূখন্ডগত (রাজনৈতিক) সমুদ্রসীমা- ১২ নটিক্যাল মাইল (২২.২২ কি.মি.)।
◈ অর্থনৈতিক সমুদ্রসীমা বিস্তৃত- উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কি.মি.) পর্যন্ত।
৩৬. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
✅ মেঘনা
[খ] পদ্মা
[গ] ব্রহ্মপুত্র
[ঘ] যমুনা
৩৭. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো-
✅ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্ত্তত বন্ধ করা
[খ] ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
[গ] ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
[ঘ] বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
৩৮. বিকেএসপি হলো -
✅ একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
[খ] একটি সংবাদ সংস্থার নাম
[গ] একটি কিশোর ফুটবল টিমের নাম
[ঘ] একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (সংক্ষেপে বিকেএসপি) অবস্থিত- ঢাকা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সাভারের জিরানীতে।
◈ জাতীয় ক্ষেত্রে খেলাধুলার মানোন্নয়নে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে উচ্চ স্তরে নেয়ার উদ্দেশ্যে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব সেঙার্টস (BIS) নামক প্রকল্পের কাজ শুরু হয়- ১৯৭৬ সালে।
◈ ১৯৮৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় ও নাম পরিবর্তন করে রাখা হয়- ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’।
৩৯. মা ও মনি হলো -
[ক] একটি উপন্যাসের নাম
[খ] একটি প্রসাধনী শিল্পের নাম
✅ একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
[ঘ] একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মা ও মনি গোল্ডকাপ (১৪ বছরের নিচে) টুর্নামেন্ট ১৯৯২ সালের ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়- ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
◈ জেলাভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে খেলে- টাঙ্গাইল জেলা দল ২-১ গোলে ফেনী জেলা দলকে হারায়।
৪০. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ -এর বর্তমান নাম-
[ক] মালদ্বীপ
[খ] সন্দ্বীপ
✅ বরিশাল
[ঘ] হাতিয়া
সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs
৪১. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিলো-
[ক] ১৭ এপ্রিল, ১৯৭১
[খ] ২৬ মার্চ, ১৯৭১
[গ] ১১ এপ্রিল, ১৯৭১
[ঘ] ১০ জানুয়ারি, ১৯৭২
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মুজিবনগরে স্বাধীনতাপত্র ঘোষণা ও জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠিত হয়- ১০ এপ্রিল ১৯৭১ সালে।
◈ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে- ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
◈ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং ঘোষণাপত্রটি পাঠ করেন- বাংলাদেশ গণপরিষদের ক্ষমতাবলে ও তদধীনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি অধ্যাপক এম ইউসুফ আলী।
৪২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
[ক] ১৭ এপ্রিল, ১৯৭১
✅ ১৬ ডিসেম্বর ১৯৭২
[গ] ৭ মার্চ ১৯৭২
[ঘ] ২৬ মার্চ ১৯৭৩
৪৩. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
✅ মহাস্থানগড়ে
[খ] শাহজাদপুরে
[গ] নেত্রকোনায়
[ঘ] রামপালে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বিখ্যাত ‘শাহ সুলতান বলখী মাহীসাওয়ার’ ক্ষত্রীয় নরপতি পরশুরামকে পরাজিত করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন- মহাস্থানগড়ে।
◈ তাঁর মাজারটি বগুড়া শহর থেকে ১৩ কিমি দূরে- মহাস্থানের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত।
◈ মহাস্থানগড়ের প্রধান নির্শনগুলো হলো- বৈরাগী ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, সভাবাটি, শীলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ ইত্যাদি।
৪৪. পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিতি হচ্ছে-
✅ দু’টি উন্নত জাতের গমশস্য
[খ] দু’টি উন্নত জাতের ধানশস্য
[গ] দু’টি উন্নত জাতের ভুট্টাশস্য
[ঘ] দু’টি উন্নত জাতের ইক্ষু
৪৫. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলো-
[ক] ইংরেজরা
[খ] ওলন্দাজরা
[গ] ফরাসিরা
✅ পর্তুগিজরা
৪৬. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিলো?
✅ সোমপুর বিহার
[খ] ধর্মপাল বিহার
[গ] জগদ্দল বিহার
[ঘ] শ্রী বিহার
৪৭. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
[ক] লক্ষমণ সেন
[খ] ইলিয়াস শাহ
✅ আকবর
[ঘ] বিজয় সেন
৪৮. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
✅ বিজয়পুর
[খ] রানীগঞ্জে
[গ] টেকেরহাটে
[ঘ] বিয়ানী বাজারে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে- বিজয়পুরে।
৪৯. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
[ক] ১৮৯৭ সালে
[খ] ১৯০২ সালে
✅ ১৯২১ সালে
[ঘ] ১৯০৫ সালে
৫০. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন-
[ক] শায়েস্তা খান
[খ] নওয়াব সলিমুল্লাহ
✅ মির্জা আহমেদ জান
[ঘ] কান সাহেব আবুল হাসনাত
৫১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] চট্টগ্রামে
[খ] বগুড়ায়
✅ সোনারগাঁওয়ে
[ঘ] রামপালে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত- সোনারগাঁওয়ে।
৫২. ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাঁসি’, ‘মোহনবাঁশী’ ও ‘বীটজবা’ কি জাতীয় ফলের নাম?
[ক] পেয়ারা
✅ কলা
[গ] পেঁপে
[ঘ] জামরুল
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ অগ্নিশ্বর, কানাইবাঁসী, মোহনবাঁশী ও বীটজবা- উন্নত জাতের কলার নাম।
◈ বাংলাদেশে অন্যান্য জাতের কলা- অমৃতসাগর, মেহেরসাগর, সবরি, সিঙ্গাপুরী, চাঁপা ইত্যাদি।
৫৩. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?
[ক] ১৭০০ সালে
[খ] ১৭৭২ সালে
[গ] ১৭৬৫ সালে
✅ ১৭৯৩ সালে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ লর্ড কর্নওয়ালিস ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রথা চালুর মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন- ১৭৯৩ সালের ২২ মার্চ।
◈ লর্ড কর্নওয়ালিস ১৭৮৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৭৯৩ সালের ১০ অক্টোবর পর্যন্ত ছিলেন- বাংলার গভর্নর জেনারেল।
◈ তিনি ছিলেন- চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার ব্যবস্থার রূপকার।
◈ কর্নওয়ালিস ইটনে শিক্ষালাভ করে সৈন্যবিভাগে যোগ দান করেন- ১৭৫৬ সালে।
◈ মেজর জেনারেলের পদে পদোন্নতি লাভের পর তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ সৈন্যবাহিনীর একজন কমান্ডার হিসেবে নিয়োগ পান- ১৭৭৫ সালে।
৫৪. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
[ক] বাবর
✅ হুমায়ুন
[গ] আকবর
[ঘ] জাহাঙ্গীর
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন- ‘জান্নাতাবাদ’।
◈ বাবরের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন- জৌষ্ঠপুত্র হুমায়ন।
◈ তিনি সিঁড়ি থেকে পড়ে আহত হন এবং তিনদিন পর মারা যান- ১৫৫৬ সালের ২৭ ফেব্রুয়ারি।
৫৫. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
[ক] ড. রমেশচন্দ্র মজুমদার
[খ] ড. মাহমুদ হাসান
[গ] ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
✅ স্যার এ, এফ, রহমান
৫৬. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
[ক] শামীম সিকদার
[খ] সৈয়দ আব্দুল্লাহ খালেদ
✅ হামিদুজ্জামান খান
[ঘ] আবদুস সুলতান
৫৭. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
[ক] ১২০৬ খ্রিস্টাব্দে
[খ] ১২০ খ্রিস্টাব্দে
[গ] ১৫২৬ খ্রিস্টাব্দে
✅ ১৬১০ খ্রিস্টাব্দে
৫৮. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম-
[ক] নিঝুম দ্বীপ
[খ] সেন্টমার্টিন দ্বীপ
✅ দক্ষিণ তালপট্টি দ্বীপ
[ঘ] কুতুবদিয়া দ্বীপ
0 Comments:
Post a Comment