১. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
✅ নাফ
[খ] কর্ণফুলি
[গ] নবগঙ্গা
[ঘ] ভাগীরথী
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে- নাফ নদী।
◈ বান্দরবানের নাইখংছড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে- নাফ নদী।
◈ নাফ নদীর পতিত মুখ- বঙ্গোপসাগর।
◈ নাফ নদীর দৈর্ঘ্য- ৫৬ কি.মি. (সূত্র : বাংলা পিডিয়া)।
◈ নাফ নদীর প্রবাহিত জেলা- বান্দরবান ও কক্সবাজার।
২. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
[ক] চট্টগ্রাম
✅ সিলেট
[গ] ঢাকা
[ঘ] রাজশাহী
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ সিলেটে মাজারের সংখ্যা- ২৯০টি।
◈ বাংলাদেশে মোট মাজারের সংখ্যা- ৯৫০টি।
◈ চট্টগ্রামে মাজারের সংখ্যা- ৬০৯টি।
◈ ঢাকায় মাজারের সংখ্যা- ১০১টি।
◈ দেশের ৬৪টি জেলার মধ্যে মাজার নেই- বান্দরবান ও রাঙামাটি জেলায়।
৩. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
[ক] আবাসিক
✅ কৃষি
[গ] পরিবহন
[ঘ] শিল্প
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশ- কৃষিপ্রধান দেশ।
◈ কৃষিকার্যের জন্য অপরিহার্য- পানির ব্যবহার।
◈ বাংলাদেশের পানি সম্পদের চাহিদা বেশি সবচেয়ে- কৃষিখাতে।
৪. বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
[ক] ৮
[খ] ১০
[গ] ১২
[ঘ] ১৩
💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ বর্তমানে সরকারি মেডিকেল কলেজ- ১৯টি।
◈ সর্বশেষ প্রতিষ্ঠিত চারটি মেডিকেল কলেজ হলো- যশোর, পাবনা, নোয়াখালী ও কক্সবাজার মেডিকেল কলেজ।
৫. সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?
✅ নারিকেল জিঞ্জিরা
[খ] সোনাদিয়া
[গ] কুতুবদিয়া
[ঘ] নিঝুম দ্বীপ
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ‘জিঞ্জিরা’ শব্দটি উদ্ভূত- আরবি ‘জাজিরা’ থেকে।
◈ এর অর্থ- উপদ্বীপ।
◈ নারিকেলের আধিক্যের জন্য এর নাম হয়েছে- নারিকেল জিঞ্জিরা।
◈ এ দ্বীপটি অবস্থিত- কক্সবাজার জেলায়।
৬. ২০০০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে-
[ক] ২০০ মিলিয়ন
✅ ১২০ মিলিয়ন
[গ] ১০০ মিলিয়ন
[ঘ] ২৩০ মিলিয়ন
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ UNFPA-এর ২০১০-এর রিপোর্ট মতে, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা- ১৬ কোটি ৪৪ লাখ।
◈ অর্থনৈতিক সমীক্ষা-২০১০ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা- বর্তমানে ১৪ কোটি ৬১ লাখ।
৭. বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?
[ক] ৩০
[খ] ৩২
[গ] ৩৫
[ঘ] ৪০
💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিলো ১৫টি, দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা উন্নীত হয়- ৩০টিতে।
◈ সংরক্ষিত ৩০টি মহিলা আসন আরো ১০ বছরের জন্য বলবৎ করা হয়- ১৯৯০ সালে।
◈ সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে নারী আসন ৪৫-এ উন্নীত করা হয়- ১৬ মে ২০০৪।
৮. বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?
[ক] ৭৫%
✅ ৫৬%
[গ] ৩৫%
[ঘ] ৬০%
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ অর্থনৈতিক সমীক্ষা-২০১০ মতে ২০০৮-০৯ অর্থবছরে তৈরি পোশাক খাতে ৩৮.০২% এবং নিটওয়্যার খাতে ৪১.৩১%; উভয় খাত থেকে আসে- মোট রপ্তানির ৭৯.৩৩%।
৯. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
[ক] চট্টগ্রাম
[খ] খুলনা
✅ কক্সবাজার
[ঘ] রাজশাহী
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ কক্সবাজার জেলায় অবস্থিত হিমছড়ি হচ্ছে- বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি।
◈ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত- হিমছড়ি।
◈ পাহাড়বেষ্টিত সমুদ্রতট ও পাহাড় থেকে গড়িয়ে পড়া বিচ্ছিন্ন জলরাশি (ঝরণা) অনুপম সৌন্দর্যের প্রতিচ্ছবি করে তুলেছে- হিমছড়িকে।
১০. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন-
✅ র্যামফিল্ড ফুলার
[খ] লর্ড মিন্টো
[গ] লর্ড কার্জন
[ঘ] ওয়ারেন হেস্টিংস
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ১৯০৫ সালে বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভক্ত করলে নবগঠিত পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন- মি. র্যামফিল্ড ফুলার।
১১. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
[ক] নবাব সিরাজউদ্দৌলা
✅ নবাব মুর্শিদকুলি খাঁ
[গ] সুবাদার ইসলাম খান
[ঘ] নবাব শায়েস্তা খান
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ আওরঙ্গজেব দিলির সম্রাট হওয়ার পর মুর্শিদকুলি খাঁকে ঢাকার দেওয়ান করে পাঠান- ১৭০০ খ্রি:।
◈ স্বীয় ক্ষমতা বলে ভূমিবন্টন ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে যথেষ্ট পারদর্শিতা দেখান- মুর্শিদকুলি খাঁ।
◈ তিনি ১৭০১ সালে তার দপ্তর পশ্চিমবঙ্গের মকসুদাবাদে স্থানান্তর করেন- ঢাকা থেকে।
◈ কর্মদক্ষতার গুণে তিনি নায়েব সুবেদার এবং পরে বাংলা, বিহার, উড়িষ্যার সুবাদার পদে উন্নীত হন- ১৭১৭ সালে।
◈ তারই নাম অনুসারে মকসুদাবাদের নাম হয়- মুর্শিদাবাদ এবং তা বাংলার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে।
General Knowledge (GK) Bangladesh Affairs PDF Download.
১২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
[ক] দিনাজপুর
✅ পঞ্চগড়
[গ] জয়পুরহাট
[ঘ] লালমনিরহাট
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পঞ্চগড় জেলার একটি উপজেলা- তেঁতুলিয়া।
◈ দেশের সর্ব উত্তরের উপজেলা- তেঁতুলিয়া।
১৩. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
[ক] তিতুমীর
[খ] সৈয়দ আমহদ বেরেলভি
[গ] দুদু মিয়া
✅ হাজী শরীয়তউল্লাহ
১৪. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
[ক] ৪
[খ] ১৪
[গ] ৭
✅ ৩৩
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ব্রহ্মপুত্র-মেঘনা ও সম্মিলিত নদী অববাহিকার প্রায় ৩৩ শতাংশ অবস্থিত- বাংলাদেশে।
১৫. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
[ক] এক
[খ] দুই
[গ] তিন
✅ চার
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ভূ-উপগ্রহ হলো- আন্তর্জাতিক টেলিযোগাযোগ মাধ্যম।
◈ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত রাঙ্গামাটির বেতবুনিয়াতে অবস্থিত ভূ-উপগ্রহ কেন্দ্রটি হলো- দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।
◈ দেশের অন্যান্য ভূ-উপগ্রহ কেন্দ্রগুলো হলো- তালিবাবাদ (গাজীপুর) (স্থাপিত ১৯৮২ সালে), মহাখালী ভু-উপগ্রহ কেন্দ্র (স্থাপিত ১৯৯২ সালে) এবং সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র (স্থাপিত ১৯৯৭ সালে)।
১৬. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
✅ ৬ ঘন্টা
[খ] সাড়ে ৫ ঘন্টা
[গ] সাড়ে ৬ ঘন্টা
[ঘ] ৫ ঘন্টা
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গ্রিনিচ মানমন্দির অবস্থিত- লন্ডনে।
◈ বাংলাদেশের অবস্থান ৯০º ২৬’ দ্রাঘিমায় হওয়ায় এর স্থানীয় সময়- গ্রিনিচ সময় থেকে ৪ × ৯০ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা আগে।
১৭. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
[ক] অষ্টম
[খ] নবম
[গ] দ্বাদশ
[ঘ] চতুর্দশ
💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ ২০১০ সালের UNFPA- রিপোর্ট মতে বাংলাদেশ- বিশ্বের সপ্তম জনসংখ্যার দেশ।
সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs
১৮. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্তৃক?
[ক] গারো
✅ সাঁওতাল
[গ] খাসিয়া
✅ মারমা
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মারমা ও সাঁওতাল উভয়ই- পিতৃতান্তৃক।
◈ সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশের- আদিবাসী।
◈ বাংলাদেশের আদিবাসি জনগোষ্ঠি নয়- মারমা।
◈ খাসিয়া ও গারো উপজাতির পারিবারিক কাঠামো- মাতৃতান্তৃক।
১৯. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠিকে ঋন দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
[ক] কৃষি ব্যাংক
✅ গ্রামীণ ব্যাংক
[গ] সমবায় ব্যাংক
[ঘ] ইসলামী ব্যাংক
২০. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
[ক] আখের ছোবড়া
✅ বাঁশ
[গ] জারুল গাছ
[ঘ] নল-খাগড়া
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ রাঙ্গামাটির চন্দ্রঘোনা কাগজ কলের নাম- কর্ণফুলী পেপার মিলস।
◈ ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাগজ কল- কর্ণফুলী পেপার মিলস।
◈ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং এ বাঁশ ব্যবহার করে কাগজ তৈরি হয়- কর্ণফুলী পেপার মিলে, এ মিলের কাগজের মান বেশ উন্নত।
◈ প্রিন্টিং, রাইটিং, ডুপলিকেটিং, আজুরলেইড, পোস্টার, অফসেট ইত্যাদি কাগজসহ উৎপাদিত হয়- করোগেটেড বোর্ড ও বক্স, ওয়াটার প্রুফ পেপার ফোন এবং গাম ট্যাপ।
২১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
[ক] জয়নুল আবেদিন
✅ কামরুল হাসান
[গ] হামিদুর রহমান
[ঘ] হাশেম খান
২২. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিলো?
[ক] ২৬ মার্চ, ১৯৭১
✅ ১০ এপ্রিল, ১৯৭১
[গ] ৬ সেপ্টেম্বর, ১৯৭১
[ঘ] ১০ নভেম্বর, ১৯৭১
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মুজিবনগরে স্বাধীনতাপত্র ঘোষণা ও জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠিত হয়- ১০ এপ্রিল ১৯৭১।
◈ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে- ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
◈ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ গণপরিষদের ক্ষমতাবলে ও তদধীনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি- অধ্যাপক এম ইউসুফ আলী।
◈ ঘোষণাপত্রটি পাঠ করেন- অধ্যাপক এম ইউসুফ আলী।
২৩. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
✅ ১২ অক্টোবর, ১৯৭২
[খ] ১৬ ডিসেম্বর, ১৯৭২
[গ] ২৬ মার্চ, ১৯৭৩
[ঘ] ১৬ ডিসেম্বর, ১৯৭৩
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গণপরিষদের প্রথম অধিবেশন বসে- ১৯৭২ সালের ১০ এপ্রিল ।
◈ এ অধিবেশনে একটি সংবিধান কমিটি গঠন করা হয়- ৩৪ সদস্যবিশিষ্ট।
◈ এ কমিটির সভাপতি ছিলেন- আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন।
◈ কমিটির দায়িত্ব ছিলো- সংবিধানের খসড়া প্রণয়ন করা।
◈ কমিটি ৭১টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়- কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
২৪. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
[ক] এক রাজনৈতিক মতবাদের
[খ] এক সাংস্কৃতিক আন্দোলনের
✅ এক নতুন জাতীয় চেতনার
[ঘ] এক নতুন সমাজ ব্যবস্থার
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ নিখিল পাকিস্তানের শতকরা ৫৬ ভাগ জনগণের মুখের ভাষা বাংলাকে রাষ্টভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন- ভাষা আন্দোলন।
◈ ভাষা আন্দোলনে উন্মেষ ঘটে- এক নতুন জাতীয় চেতনার এবং এ চেতনাই ক্রমে ক্রমে বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়।
◈ ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের গণচেতনার- প্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ পদক্ষেপ।
২৫. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
[ক] টিএসপি
✅ ইউরিয়া
[গ] পটাশ
[ঘ] এমানিয়াম সালফেট
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ঘোড়াশাল সার কারখানা অবস্থিত- নরসিংদীতে।
◈ এ সার কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে উৎপন্ন করা হয়- ইউরিয়া সার।
◈ ঘোড়াশাল সার কারখানার পাশাপাশি অন্যান্য যেসব কারখানায় ইউরিয়া উৎপাদিত হয় তা হলো- চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, পলাশ সার কারখানা, যমুনা সার কারখানা, কর্ণফুলি সার কোম্পানি ও শাহজালাল সার কারখানা।
২৬. বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
[ক] ১৮ সেন্টিমিটার
[খ] ২০ সেন্টিমিটার
✅ ২৩ সেন্টিমিটার
[ঘ] ২৫ সেন্টিমিটার
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার নিষিদ্ধ করে- ২৩ সেন্টিমিটারের (প্রায় ৯ ইঞ্চি) কম দৈর্ঘ্যের রুই (কার্প) জাতীয় মাছ ধরা।
২৭. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
[ক] নারায়ণগঞ্জ
[খ] কক্সবাজার
[গ] চট্টগ্রাম
✅ খুলনা
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা অবস্থিত- খুলনা, মংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকায়।
◈ খুলনা শিপইয়ার্ড বর্তমানে- বাংলাদেশ নৌবাহিনীর অধীন।
◈ বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- খুলনা শিপইয়ার্ড লি.।
◈ বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে- ডেনমার্কে, ১৫ই মে, ২০০৮।
◈ বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটির নাম- স্টেলা মেরিন।
২৮. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
✅ মহানন্দা
[খ] ব্রহ্মপুত্র
[গ] কুমার
[ঘ] যমুনা
২৯. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
[ক] বাংলা ১৭০৬ সালে
✅ বাংলা ১১৭৬ সালে
[গ] বাংলা ১৩৭৬ সালে
[ঘ] ইংরেজি ১৮৭৬ সালে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ক্লাইভের দ্বৈতশাসন ব্যবস্থার কারণে দেশব্যাপী দুর্ভিক্ষের ফলে দেশে এক মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়- বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৬৮-৬৯)।
◈ এ বিপর্যয়ে প্রাণ হারায়- দেশের প্রায় এক-তৃতীয়াংশ লোক এবং অর্থনৈতিক মেরুদন্ড সম্পূর্ণরূপে ভেঙে পড়ে।
◈ ’৭৬ সালের এই ভয়াবহ অবস্থাই ইতিহাসে পরিচিত- ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে।
৩০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
✅ সিপাহী
[খ] ল্যান্স নায়েক
[গ] হাবিলদার
[ঘ] ক্যাপ্টেন
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ হামিদুর রহমান পশ্চিমবঙ্গের চবিবশ পরগনায় ডুমুরিয়া গ্রামে জন্মগ্রহন করেন- ২ ফেব্রুয়ারি ১৯৪৫ সালে।
◈ তিনি সদস্য ছিলেন- সেনাবাহিনীর।
◈ তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন- ৪নং সেক্টরে।
◈ তিনি শহীদ হন- ২৮ অক্টোবর ১৯৭১ সালে।
৩১. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
✅ পদ্মায়
[খ] বঙ্গোপসাগরে
[গ] ব্রহ্মপুত্রে
[ঘ] মেঘনায়
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ব্রহ্মপুত্র-যমুনা মূল জলধারাটি ৩টি স্থানে নাম ধারণ করেছে- ৪টি; তিববতে সানপো, আসামে ব্রহ্মপুর, ডিহং এবং বাংলাদেশে যমুনা।
◈ যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে- গোয়ালন্দে।
◈ এ মিলিত প্রবাহ পদ্মা নামে প্রবাহিত হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে- চাঁদপুরে এবং মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
৩২. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
✅ পঞ্চগড়
[খ] ঠাকুরগাঁও
[গ] দিনাজপুর
[ঘ] লালমনিরহাট
৩৩. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’- এটি কার ঘোষণা?
[ক] তিতুমীর
[খ] ফকির মজনু শাহ
✅ দুদু মিয়া
[ঘ] হাজী শরীয়তউল্লাহ
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ খাজনা আদায়ের জন্য জমিদারদের অত্যাচার রোধকল্পে জমির উপর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এ উক্তি করেন- দুদু মিয়া।
◈ হাজী শরীয়তউল্লাহর একমাত্র পুত্র দুদু মিয়া পিতার মৃত্যুর পর নেতৃত্ব গ্রহণ করেন- ‘ফরায়েজী আন্দোলনের’।
◈ ১৮৫৭ সালে সিপাহী বিপ্লবে বিদ্রোহীদের সমর্থন করায় তিনি গ্রেফতার হন এবং মুক্তি পান- ১৮৬০ সালে।
◈ তিনি মারা যান- ১৮৬২ সালে।
৩৪. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
[ক] কুড়িগ্রাম
[খ] নীলফামারী
[গ] পঞ্চগড়
✅ লালমনিরহাট
৩৫. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
[ক] বালেশ্বর
✅ হাড়িয়াভাঙ্গা
[গ] রূপসা
[ঘ] ভৈরব
৩৬. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
[ক] হামিদুর রহমান
[খ] তানভীর কবীর
✅ মইনুল হোসেন
[ঘ] নিতুন কুন্ডু
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিকে চির অনান রাখার উদ্দেশ্যে ঢাকা শহর থেকে প্রায় ২০ মাইল দূরে সাভারের নবীনগরে নির্মাণ করা হয়- জাতীয় স্মৃতিসৌধ।
◈ ৮৪ একর আয়তনের ওপর নির্মিত এ স্তম্ভের স্থপতি- মাইনুল হোসেন।
◈ ৭টি মিনার সম্মলিত এ স্তম্ভটির উচ্চতা- ১৫০ ফুট।
◈ ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়কে তুলনা করা হয়- সাতটি মিনারের সাথে।
◈ রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
◈ স্তম্ভটির সিংহভাগ কাজ সম্পন্ন হয় পরবর্তী সরকারের সময়ে এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর এর উদ্বোধন করেন- তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ।
৩৭. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] ঢাকা
[খ] ময়নামতি
[গ] রাজশাহী
✅ সোনারগাঁও
সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs
৩৮. প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
[ক] ময়নামতি
[খ] বিক্রমপুর
✅ মহাস্থানগড়
[ঘ] পাহাড়পুর
৩৯. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
[ক] নুরুল আমিন
[খ] লিয়াকত আলী খান
[গ] মোহাম্মদ আলী
✅ খাজা নাজিমুদ্দীন
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ খাজা নাজিমুদ্দীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন- ১৭ অক্টোবর ১৯৫১ থেকে ১৭ এপ্রিল ১৯৫৩ পর্যন্ত।
◈ নুরুল আমীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন- ৭ ডিসেম্বর ১৯৭১ থেকে ২০ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত।
৪০. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
✅ ১৯৫০ সালে
[খ] ১৯৪৮ সালে
[গ] ১৯৪৭ সালে
[ঘ] ১৯৫৪ সালে
৪১. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
[ক] কুষ্টিয়া
[খ] বগুড়া
[গ] কুমিল্লা
✅ চাঁপাইনবাবগঞ্জ
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা জেলার দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত ছিলো- গৌড় জনপদ।
◈ গৌড়ের রাজধানী ছিল- কর্ণসুবর্ণ।
◈ সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক বাংলার প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে নাম দেন- গৌড়।
◈ ষষ্ঠ শতকে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়- বঙ্গ ও গৌড় নামে।
৪২. আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিলো?
[ক] ১৯৬৫ সালে
✅ ১৯৬৬ সালে
[গ] ১৯৬৭ সালে
[ঘ] ১৯৬৮ সালে
৪৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
[ক] ১৯৫২ সালে
✅ ১৯৫৩ সালে
[গ] ১৯৫৪ সালে
[ঘ] ১৯৫৫ সালে
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ রাজশাহী শহরের তিন মাইল পূর্বদিকে প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে সমৃদ্ধ মতিহারে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৯৫৩ সালে।
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য- ড. ইতরাৎ হোসেন জুবেরী।
◈ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়।
◈ রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে- Calcutta University Commission বা স্যাডলার কমিশন।
৪৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ - গানটির সুরকার কে?
[ক] আবুদল লতিফ
[খ] আবদুল আহাদ
✅ আলতাফ মাহমুদ
[ঘ] মাহমুদুন্নবী
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ এ গানের প্রথম সুরকার ছিলেন- আব্দুল লতিফ।
◈ বর্তমানে যে সুরে গানটি গাওয়া হয়, তার সুরকার- আলতাফ মাহমুদ।
◈ গানটির গীতিকার- আব্দুল গাফফার চৌধুরী।
◈ প্রথম পর্যাযে কণ্ঠশিল্পী ছিলেন- আবদুল লতিফ এবং বর্তমানে সমবেত কন্ঠে গানটি গাওয়া হয়।
৪৫. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
[ক] হামিদুর রহমান
[খ] তানভির কবির
✅ মাইনুল হোসেন
[ঘ] মাযহারুল ইসলাম
৪৬. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
✅ সাত
[খ] আট
[গ] ছয়
[ঘ] পাঁচ
৪৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
✅ সিপাহী
[খ] ল্যান্সনায়েক
[গ] লেফটেন্যান্ট
[ঘ] ক্যাপ্টেন
৪৮. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
✅ ১৪ ডিসেম্বর
[খ] ১৩ ডিসেম্বর
[গ] ১২ ডিসেম্বর
[ঘ] ১১ ডিসেম্বর
৪৯. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
[ক] ১৬ ফেব্রুয়ারি
✅ ২৭ ফেব্রুয়ারি
[গ] ২ মার্চ
[ঘ] ৪ মার্চ
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের তোপে এরশাদ সরকার ১৯৯০ সালের ৪ ডিসেম্বর তার পদত্যাগের ঘোষণা দেয় ও সংসদ ভেঙে দেয়- ৬ ডিসেম্বর।
◈ অন্তর্বতীকালীন সরকারের অধীনেপঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি; এবং বিএনপি সর্বাধিক আসন লাভ করে।
◈ এ সংসদ বিলুপ্ত হয়- ২৪ নভেম্বর ’৯৫।
◈ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ৭ মার্চ ১৯৭৩ সালে।
৫০. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
[ক] বরাইল
✅ কৈলাস
[গ] কাঞ্চনজংঘা
[ঘ] গডউইন অস্টিন
💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ব্রহ্মপুত্র নদ তিববতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়ে তিববতে জাঙপো ও আসামে দিঙে নামে প্রবাহিত হয়ে প্রবেশ করেছে- বাংলাদেশে।
0 Comments:
Post a Comment