সাধারণ জ্ঞান "বাংলাদেশ বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ৫

সাধারণ জ্ঞান "বাংলাদেশ বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ৫
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
[ক] জানুয়ারি ১০, ১৯৭৩
✅ ডিসেম্বর ১৬, ১৯৭২
[গ] নভেম্বর ৪, ১৯৭২
[ঘ] অক্টোবর ১১, ১৯৭২

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গণপরিষদের প্রথম অধিবেশন বসে- ১৯৭২ সালের ১০ এপ্রিল।
◈ এ অধিবেশনে গঠন করা হয়- ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান কমিটি।
◈ এ কমিটির সভাপতি ছিলেন- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন।
◈ এ কমিটির দায়িত্ব ছিলো- সংবিধানের খসড়া প্রণয়ন করা।
◈ কমিটি ৭১টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং কার্যকরী হয়- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।

২. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
[ক] অষ্টম
[খ] নবম
[গ] একাদশ
✅ দ্বাদশ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ১৯৯১ সালের ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রবর্তিত হয়- নতুন সরকার পদ্ধতি প্রক্রিয়াকরণের কার্যকরী অধ্যায়।
◈ তৎকালীন সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ২ জুলাই ’৯১ জাতীয় সংসদে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন বিল উত্থাপিত হলে বিনা ভোটাভুটিতে সংসদ কর্তৃক গৃহীত হয়- ৬ আগস্ট ১৯৯১ এবং সংসদীয় পর্যায়ক্রমিক ধারা অতিবাহিত করে ১৮ সেপ্টেম্বর প্রেসিডেন্টের অনুমোদন লাভের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়।

৩. বাংলাদেশে জেলার সংখ্যা কত?
[ক] ৩৬টি
[খ] ৫৪টি
✅ ৬৪টি
[ঘ] ৪৪টি

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় এক দশক বাংলাদেশের জেলার সংখ্যা ছিলো- ২০টি।
◈ সামরিক শাসক এরশাদ ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে জেলার সংখ্যা উন্নীত করে- ৬৪টিতে, যা এখনও বজায় রয়েছে।
◈ বাংলাদেশের বৃহত্তর জেলাগুলোর নাম- ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী।
◈ বাংলাদেশের উপকূলীয় জেলা- ১৯টি।
◈ বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর নাম- কক্সবাজার, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, গোপালগঞ্জ, যশোহর, ঝালকাঠি, খুলনা, লক্ষমীপুর, নড়াইল, নোয়াখালি, পিরোজপুর, সাতক্ষীরা, শরীয়তপুর ও পটুয়াখালি।

৪. বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
[ক] তিতুমীর
[খ] হাজী মোহাম্মদ মহসীন
✅ হাজী শরীয়তউল্লাহ
[ঘ] হাজী মোহাম্মদ দানেশ

৫. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
[ক] সোনারগাঁও
[খ] বিক্রমপুর
✅ পুন্ড্র
[ঘ] গোপালগঞ্জ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ প্রাচীন যুগে বাংলায় ছিলো না- অখন্ড কোনো রাজ্য।
◈ ভিন্ন ভিন্ন নামে খন্ডে খন্ডে বিভিন্ন জনপদে বিভক্ত ছিলো- সমগ্র বাংলা।
◈ বাংলার প্রাচীনতম জনপদ বগুড়া জেলায় অবস্থিত, যার নাম- মহাস্থানগড় (পুন্ড্রনগর)।
◈ এর অবস্থান- বগুড়া শহর থেকে ১০ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে।
◈ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন- ১৮৭৯ সালে।

৬. মুজিবনগর কোথায় অবস্থিত?
[ক] সাতক্ষীরায়
✅ মেহেরপুরে
[গ] চুয়াডাঙ্গায়
[ঘ] নবাবগঞ্জে

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মুজিবনগর অবস্থিত- খুলনা বিভাগের মেহেরপুর জেলায়।
◈ আনুষ্ঠানিকভাবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ শপথ গ্রহণ করে- ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
◈ বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবের পাড়া গ্রামের নাম পরিবর্তন করেই রাখা হয়- মুজিবনগর।

৭. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
[ক] রমনা পার্কে
[খ] পল্টন ময়দানে
✅ তৎকালীন রেসকোর্স ময়দানে
[ঘ] ঢাকা ক্যান্টনমেন্টে

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পাক বাহিনী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ভারতীয় মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
◈ রেসকোর্স ময়দানেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দান করেছিলেন- শেখ মুজিবুর রহমান।
◈ রেসকোর্স ময়দানের বর্তমান নাম- সোহরাওয়ার্দী উদ্যান।

৮. বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূ্যনতম বয়স কত?
[ক] ১৬ বছর
✅ ১৮ বছর
[গ] ২০ বছর
[ঘ] ২১ বছর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের সংবিধানের ১২২(২) অনুচ্ছেদের (খ)-তে বলা হয়েছে- ‘কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তাহার বয়স আঠার বৎসরের কম না হয়।’
◈ বাংলাদেশে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণের নূ্যনতম বয়স- ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার নূ্যনতম বয়স ৩৫ বছর।

৯. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
[ক] ২০
[খ] ২৫
[গ] ৩০
[ঘ] ৪০

💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিলো- ১৫টি।
◈ দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা উন্নীত হয়- ৩০টিতে।
◈ ১৯৯০ সালে সংরক্ষিত ৩০টি মহিলা আসন আরো ১০ বছরের জন্য বলবৎ করা হয়- ২০০০ সালে।
◈ ১৬ মে ২০০৪ পাসকৃত সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন উন্নীত করা হয়- ৪৫-এ।

১০. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
[ক] ৪.৫ কি.মি.
✅ ৪.৮ কি.মি.
[গ] ৫.২ কি.মি.
[ঘ] ৬.২ কি.মি.

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু- বঙ্গবন্ধু সেতু।
◈ এ সেতুর দৈর্ঘ্য- ৪.৮ কি.মি. ও প্রস্থ ১৮.৫ কি.মি.।
◈ এ সেতুর সঙ্যানের সংখ্যা- ৪৯টি এবং পিলার ৫০টি।
◈ বিশ্বব্যাংক এডিবি জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় তৈরি এ সেতুটির নির্মান কাজ শুরু হয় ১৯৯৪ সালের ১৬ অক্টোবর এবং উদ্বোধন করা হয়- ১৯৯৮ সালের ২৩ জুন।

১১. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
[ক] সাভারে
✅ চট্টগ্রামে
[গ] মংলায়
[ঘ] ঈশ্বরদীতে

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের প্রথম ইপিজেড- ‘চট্টগ্রাম ইপিজেড’ ১৯৮৩ সালে চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে প্রতিষ্ঠিত হয়।
◈ চট্টগ্রাম ইপিজেডের আয়তন- ৪৫৩ একর।
◈ বেপজা গভর্নর বোর্ডের চেয়ারপার্সন- বাংলাদেশের প্রধানমন্ত্রী।
◈ বাংলাদেশে বর্তমানে মোট ইপিজেড-এর সংখ্যা- ৮টি।
◈ জাতীয় সংসদে ‘বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ আইন’ পাসের মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংস্থা ‘বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’ আত্মপ্রকাশ করে- ১৯৮০ সালে।

১২. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
[ক] এস এম সুলতান
✅ জয়নুল আবেদিন
[গ] কামরুল হাসান
[ঘ] শফিউল আলম

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ১৯৪৩ সালে দুর্ভিক্ষের ওপর জয়নুলের আঁকা ছবির নাম- ‘ম্যাডোনা ৪৩’।
◈ বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা- জয়নুল আবেদিন।
◈ তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম- সংগ্রাম (গরু), ঝড়, মইটানা, গায়ের বধু, সাঁওতাল রমণী, মা ইত্যাদি।

১৩. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
[ক] নভেম্বর ১২, ১৯৯৭
✅ ডিসেম্বর ২, ১৯৯৭
[গ] ডিসেম্বর ১৬, ১৯৯৭
[ঘ] ডিসেম্বর ২৫, ১৯৯৭

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয়- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এ শান্তিচুক্তির মাধ্যমে।
◈ চুক্তির কিছু ধারা বাংলাদেশের প্রচলিত বিধি-বিধানের সাথে- অসামঞ্জস্য, যদিও সংবিধানে সরকারকে বিশেষ বিধান প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে।
◈ এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন- আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা।

১৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিলো?
[ক] ৯টি
✅ ১১টি
[গ] ১৫টি
[ঘ] ১৭টি

১৫. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
✅ ২৪০০ বর্গমাইল
[খ] ১৯৫০ বর্গমাইল
[গ] ৯২৫ বর্গমাইল
[ঘ] ২০০ বর্গমাইল

১৬. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
✅ ১৯৭২ সালে
[খ] ১৯৭৩ সালে
[গ] ১৯৭৪ সালে
[ঘ] ১৯৭৫ সালে

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে- ১৯৭২ সালের ১৮ এপ্রিল।
◈ বাংলাদেশ কমনওয়েলথের- ৩২তম সদস্য।

১৭. নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
[ক] ট্রপিক অব ক্যপ্রিকন
✅ ট্রপিক অব ক্যানসার
[গ] ইকুয়েটর
[ঘ] আর্কটিক সার্কেল

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ট্রপিক অব ক্যান্সারের বাংলা প্রতিশব্দ- কর্কটকান্তি রেখা।
◈ কর্কটক্রান্তি রেখা অবস্থিত- উত্তর গোলার্ধে ২৩.৫ উত্তর অক্ষাংশে।
◈ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে- কর্কট ক্রান্তি রেখা।

১৮. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা ছিলো নিম্নরূপ :
‘লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাসি এড়াতে পারবে না।’-এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিলো?
[ক] জেনারেল নিয়াজী
[খ] জেনারেল টিক্কা খান
✅ জেনারেল ইয়াহিয়া খান
[ঘ] জেনারেল হামিদ খান

💝প্রশ্ন বিশ্লেষণঃ
জেনারেল ইয়াহিয়া খান
◈ জেনারেল ইয়াহিয়া খান ছিলেন- সামরিক শাসক ও পাকিস্তানি প্রেসিডেন্ট।
◈ পাকিস্তানের প্রথম সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা তুলে দিয়ে পদত্যাগ করেন- ১৯৬৯ সালের ২৪ মার্চ।
◈ পাকিস্তান আমলে ১৯৭১ সালে বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন- জেনারেল টিক্কা খান।

১৯. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?
[ক] ৪২ জন
[খ] ৫৮ জন
✅ ৬৮ জন
[ঘ] ৬২ জন

 সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs 

২০. গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
[ক] মি. জে এইচ বি হেলেন
✅ লর্ড লিনলিথগো
[গ] লর্ড ক্লাইভ
[ঘ] ওয়ারেন হেস্টিংস

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশে গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত- ঢাকার সাভারে।
◈ এটি নানা গবেষণা কার্য পরিচালনা করে- গবাদি পশুর ওপর।
◈ বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয়- ৬ মে ১৯৯৫ সালে।

২১. বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?
✅ সিরাজগঞ্জ
[খ] দিনাজপুর
[গ] বরিশাল
[ঘ] ফরিদপুর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশে গো-চারণের জন্য বাথান রয়েছে- ২টি জেলায়; পাবনা ও সিরাজগঞ্জ।

২২. বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
✅ ২ ডিসেম্বর, ১৯৯৭
[খ] ৩ ডিসেম্বর, ১৯৯৭
[গ] ২২ ডিসেম্বর, ১৯৯৭
[ঘ] ৩ জানুয়ারি, ১৯৯৮

২৩. বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাবে অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
[ক] ২০০ মার্কিন ডলার
[খ] ২২৫ মার্কিন ডলার
[গ] ২৪০ মার্কিন ডলার
✅ ২৬০ মার্কিন ডলার

২৪. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
[ক] কয়লা
[খ] চুনাপাথর
[গ] সাদামাটি
✅ গ্যাস

২৫. বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
[ক] ১৬ বছর
✅ ১৮ বছর
[গ] ২০ বছর
[ঘ] ২১ বছর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের সংবিধানের ১২২(২) অনুচ্ছেদের (খ)-তে বলা হয়েছে- ‘কোন ব্যক্তি সংসদের নির্বাচনর জন্য নির্ধারিত কোনো নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তাহার বয়স আঠার বৎসরের কম না হয়।’

২৬. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
[ক] ১৬ শতাংশ
[খ] ২০ শতাংশ
✅ ২৫ শতাংশ
[ঘ] ৩০ শতাংশ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পরিবেশ বিশেষজ্ঞদের মত অনুসারে যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকা আবশ্যক- মোট ভূমির ২৫%।
◈ বর্তমানে বাংলাদেশ বনভূমির পরিমাণ- সরকারি হিসাব অনুযায়ী ১৭.৫০৫ (প্রায়)।
◈ পরিসংখ্যান পকেট বুক বাংলাদেশ-২০০৯ অনুযায়ী বর্তমানে বনভূমি- প্রায় ১৭%।
◈ FAO-এর মতে বাংলাদেশে বনভূমি রয়েছে- মোট ভূমির ১০% (প্রায়)।

২৭. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস-
✅ ১৪ ডিসেম্বর
[খ] ১৬ ডিসেম্বর
[গ] ২১ ডিসেম্বর
[ঘ] ২৩ ডিসেম্বর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ১৪ ডিসেম্বরকে পালন করা হয়- ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে।
◈ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের জয় নিশ্চিত দেখে পাকবাহিনী নির্বিচারে বহু বুদ্ধিজীবীদের হত্যা করে- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
◈ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ কাংংক্ষত বিজয় লাভ করে বলে ১৬ ডিসেম্বরকে পালন করা হয়- বিজয় দিবস হিসেবে।

২৮. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত-
[ক] পললগঠিত সমভূমি
✅ বরেন্দ্রভূমি
[গ] চলনবিল
[ঘ] পাহাড়পুর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশে করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বলা হয়- বরেন্দ্রভূমি।
◈ বরেন্দ্র ও মধুপুর গড়ের উৎপত্তি- প্লাইস্টোসিন উপযুগে।
◈ বরেন্দ্র ভূমির আয়তন- ৭,৩৮৭ বর্গ কি.মি. (সূত্র : বাংলা পিডিয়া) বা, ৯,৩২০ বর্গ কি. মি. (সূত্র : বাংলাদেশের ভূগোল ও পরিবেশ (প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব)।
◈ পদ্মানদী ও করতোয়া নদীর মধ্যবর্তী বিস্তীর্ণ উঁচু অঞ্চল পরিচিত- বরেন্দ্রভূমি নামে।

২৯. সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
[ক] প্রফেসর ড. আব্দুস সালাম
✅ প্রফেসর নরম্যান বোরলগ
[গ] ড. আব্দুর কাদের
[ঘ] ড. স্বামিনাথন

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ প্রফেসর নরম্যান এ বোরলগ একজন কৃষিবিজ্ঞানী হলেও তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন- ১৯৭০ সালে।
◈ গমের ওপর গবেষণায় তিনি কিছুদিন কাটান- ভারত ও পাকিস্তানে।

৩০. বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
[ক] আশি
✅ একাশি
[গ] ষাট
[ঘ] চৌষট্টি

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ‘ষাটগম্বুজ’ নাম হলেও এ মসজিদের গম্বুজসংখ্যা- ৮১টি; ওপরে ৭৭টি এবং চারকোণে ৪টি।
◈ বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদটি নির্মিত- সুলতানি আমলে।
◈ মসজিদের নির্মাণকাল বলে ধারণা করা হয়- পঞ্চদশ শতক, কারণ ঐ শতকেই খান জাহান আলী যশোর, খুলনায় ইসলাম প্রচার ও জনহিতকর কাজে আত্মনিয়োগ করেছিলেন।
◈ বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে বৃহত্তম- ‘ষাটগম্বুজ’।

৩১. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
[ক] রাজশাহী
[খ] নওগাঁ
[গ] বগুড়া
✅ নাটোর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ উত্তরবঙ্গের নাটোর জেলা শহর থেকে ৩ কি.মি. উত্তর-পূর্ব দিকে দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত- ‘উত্তরা গণভবন’।
◈ ৪৩ একর ভূমির ওপর স্থাপিত এ প্রাসাদের ভবনগুলো সর্বশেষ নির্মিত হয়- ১৮৯৭ সালে।
◈ এর নির্মাতা ছিলেন- রাজা প্রমদানাথ রায়।
◈ দেশবিভাগের পর রাজপরিবার ভারতে চলে গেলে ভবনটি অরক্ষিত হয়ে পড়ে- ১৯৪৭ সালে।
◈ অতঃপর তৎকালীন সরকার ১৯৫১ সালে প্রজাস্বত্ব আইন অনুযায়ী এটি অধিগ্রহণ করেন এবং ১৯৬৭ সালের ২৪ জুলাই ঘোষণা করেন- ‘গভর্নর হাউস’ হিসেবে।
◈ বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন- শেখ মুজিবুর রহমান।

৩২. বাংলাদেশের জাতীয় পাখি-
[ক] ময়না
[খ] কাক
[গ] শালিক
✅ দোয়েল

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের জাতীয় পাখি- দোয়েল।
◈ বিশ্বে এর প্রজাতি ও উপ-প্রজাতি আছে- ৩১০টি।
◈ Passeriformes বর্গের Muscieadae গোত্রের অন্তর্ভুক্ত Urdinae উপগোত্রের পাখি- দোয়েল।
◈ দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম- Copsychus Saularis.
◈ স্ত্রী-পুরুষের রং, আকার ও চেহারায়- প্রভেদ আছে।
◈ সুন্দর দোয়েলেরা হচ্ছে- সাধারণ দোয়েল (ম্যাগপাই রবিন), কালো দোয়েল (ইন্ডিয়ান রবিন), কালো পিঠ দোয়েল, থ্রাশ, হুইনচাট ইত্যাদি।

৩৩. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য-
✅ ৪.৮ কি.মি.
[খ] ৭.২ কি.মি.
[গ] ৬ কি.মি.
[ঘ] ৬.২ কি.মি.

৩৪. বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক কি?
[ক] বলাকা
[খ] শাপলা
[গ] নৌকা
[ঘ] রণতরী

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক- কাছিবেষ্টিত নোঙর ও এর উপর শাপলা।

৩৫. বাংলাদেশে জিডিপিতে পশুসম্পদের অবদান কত?
[ক] ২%
[খ] ১০%
[গ] ৬.৫%
[ঘ] ১৫%

💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১০ অনুসারে ২০০৯-১০ অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদের অবদান- ২.৬৭%।

৩৬. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] ময়মনসিংহে
[খ] বগুড়ায়
✅ সোনারগাঁওয়ে
[ঘ] রাঙামাটিতে

৩৭. বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুড়োদুধ আমদানি করা হয়?
[ক] ৫০০ কোটি টাকা
[খ] ৪০০ কোটি টাকা
[গ] ৩০০ কোটি টাকা
[ঘ] ১২৫ কোটি টাকা

৩৮. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
[ক] গরু
[খ] ছাগল
[গ] গয়াল
✅ রয়েল বেঙ্গল টাইগার

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের জাতীয় পশু- সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)।
◈ বাঘের আটটি উপ-প্রজাতির মধ্যে সুন্দরতম ও রাজকীয়- রয়েল বেঙ্গল টাইগার।
◈ বিড়াল পরিবারের বৃহত্তম সদস্য- বাঘ (Tiger)।
◈ বাঘের বৈজ্ঞানিক নাম- প্যানথেরা ট্রাইগ্রিস (Panthera tigris)।

৩৯. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
[ক] রাজশাহী
[খ] চট্টগ্রাম
[গ] সিলেট
✅ সাভার

৪০. রপ্তানি আয়ে বর্তমানে পশুসম্পদের অবদান কত?
[ক] ৮ ভাগ
[খ] ১০ ভাগ
[গ] ১২ ভাগ
[ঘ] ১৩ ভাগ

৪১. দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
[ক] ১ম
[খ] ২য়
✅ ৩য়
[ঘ] ৪র্থ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ২০০৯-১০ অর্থবছরে (মার্চ ২০১০ পর্যন্ত) চামড়া থেকে আয় হয়- ১৫৩ মিলিয়ন মার্কিন ডলার। (সূত্র : অর্থনৈতিক সমীক্ষা-২০১০)।
◈ দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান- ৩য়।
◈ চামড়া ও চামড়াজাত দ্রব্য প্রধানত রপ্তানি করা হয়- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, কোরিয়া, ভারত, বেলজিয়াম, পোল্যান্ড ইত্যাদি দেশে।

৪২. কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
[ক] ড. এস ডি চৌধুরী
[খ] ড. কাজী ফজলুর রহিম
✅ ড. ওসমান গণি
[ঘ] অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ড. ওসমান গণি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন- প্রথম উপাচার্য।
◈ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়- ১৮ই আগস্ট, ১৯৬১ সালে।

৪৩. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিলো।
[ক] ১৯টি
[খ] ৯টি
[গ] ৮টি
✅ ১১টি

৪৪. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
[ক] ১৯ শতাংশ
[খ] ১২ শতাংশ
[গ] ১৬ শতাংশ
[ঘ] ৯ শতাংশ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।

 সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs 

৪৫. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
✅ সেগুনবাগিচা
[খ] ধানমন্ডি
[গ] মগবাজার
[ঘ] বনানী

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ, ১৯৯৬ ঢাকার সেগুনবাগিচায়।
◈ এখানে রয়েছে- মোট ছয়টি গ্যালারি, যেখানে বিভিন্নভাবে ভাগ করে প্রদর্শিত হয়েছে বাংলার ঐতিহ্য আর ইতিহাস।

৪৬. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিলো?
[ক] তিন নম্বর সেক্টর
✅ দুই নম্বর সেক্টর
[গ] চার নম্বর সেক্টর
[ঘ] এক নম্বর সেক্টর

৪৭. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় হয়েছিলো?
[ক] ঢাকায়
[খ] নারায়ণগঞ্জে
✅ লাহোরে
[ঘ] করাচীতে

৪৮. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে ‘সকল সময়ে- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।’’ শূন্যস্থান পূরণ করুন।
✅ জনগণের সেবা করিবার
[খ] রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
[গ] সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
[ঘ] সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার

৪৯. মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেয়া হয়?
[ক] ৯ জন
✅ ৭ জন
[গ] ৮ জন
[ঘ] ১০ জন

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকৃত্রিম অবদান রাখার জন্য সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়, এরা হলেন- ল্যান্স নায়েক মুন্সী আব্দুল রব, সিপাহী মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ, সিপাহী হামিদুর রহমান, ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

৫০. বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূ্যনতম বয়স কত দরকার?
[ক] ৩০ বছর
✅ ২৫ বছর
[গ] ৩৫ বছর
[ঘ] ৪০ বছর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবশ্যক- জাতীয় সংসদের সদস্য হওয়া।
◈ সংসদ সদস্য হওয়ার নূ্যনতম বয়স ২৫ বছর, তাই প্রধানমন্ত্রী হওয়ার নূ্যনতম বয়স- ২৫ বছর।
◈ বাংলাদেশে রাষ্ট্রপতি হওযার জন্য নূ্যনতম বয়স- ৩৫ বছর।
◈ ভোটার হওয়ার জন্য নূ্যনতম বয়স- ১৮ বছর।
Post a Comment (0)
Previous Post Next Post