বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা... যেন মানি ক্ষয় | সারমর্ম

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা... নিজের মনে না যেন মানি ক্ষয় | সারমর্ম

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা-
 বিপদে আমি না যেন করি ভয়।
 দুঃখ-তাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত¡না,
 দুঃখ যেন করিতে পারি জয়।
 সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, 
 সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা,
 নিজের মনে না যেন মানি ক্ষয়।
 
সারমর্ম: কবি সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করেন না। কবি কামনা করেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যেন যথাযথভাবে পালন করতে পারেন। বিপদ থেকে রক্ষা, দুঃখে সান্ত¡না, কর্মের ভার লাঘব ইত্যাদি তাঁর প্রত্যাশিত নয়। কবির কামনা বিপদে, দুঃখে, ভয়ে তাঁর মনোবল যেন অটুট থাকে।
Post a Comment (0)
Previous Post Next Post