Word/ Phrase ব্যবহারের সহজ নিয়মগুলো জেনে নিন

Words/Phrases of Special Use

Was Born/ Is Born
How many people are born deaf? ~ Hundreds of people are born deaf every year.
How many children are born every year in Bangladesh? ~ Some 1500000 children.

জন্মগ্রহণ করা অর্থে, আমরা ‘bear’ verb এর Passive form ব্যবহার করি। তথ্যগুলো General truth হওয়ায় Present Simple Tense ব্যবহার করা হয়েছে।

কারো জন্মস্থান ও জন্ম - তারিখ লিখতে Past Simple Tense ব্যবহার করা হয়।
Bangabandhu Sheikh Mujibur Rahman is the father of nation. He was born in 1920 in Tungipara of Gopalganj district.

Kazi Nazrul Islam is our rebel poet. He was born in Churulia of West Bengal.
Where were your parents born? ~ My parents were born in Rajshahi.

এখন নিচের পাঠ্যাংশটি লক্ষ কর:
I'm from Paris. I lived there in my childhood. In fact, I left my birth place for higher education.
এখানে এটা বোঝা যাচ্ছে যে, যেখানে তুমি জন্মগ্রহণ করেছ সেখানে যদি না থাক তবে তুমি ‘be + from’ expression টি ব্যবহার করবে।

Have To
নিচের বাক্যগুলো লক্ষ কর:
Deforestation is a matter of great concern. We have to take immediate steps against cutting down trees at random.
We have to educate all and work hard to develop our country.
We have discussed for quite a long time. We can't take much time any more. We have to come to a conclusion.

উপরের বাক্যগুলোতে দেখা যাচ্ছে, বাধ্যবাধকতা আছে বা নাই এই অর্থ প্রকাশ করার জন্য have to ব্যবহার করা হয়েছে।

have got to এর have কে Subject এর পূর্বে বসিয়ে interrogative করা হয়।
Have you got to do it all again? ~ Yes, I’ve.

have to এর ক্ষেত্রে সাধারণত Subject এর পূর্বে do ব্যবহার করে Interrogative করা হয়। অবশ্য have কে Subject এর পূর্বে বসিয়েও interrogative করা যায়।
Do I have to pay the deposit immediately? ~ Yes, of course.
When have you to meet them? ~ At seven.

The negative of have got to এর ক্ষেত্রে have এর সাথে not ব্যবহার করে negative করা হয়।
I haven’t got to go till five. Please, don’t get angry. ~ It’s not fair.

The negative of have to এর ক্ষেত্রে সাধারণত do not ব্যবহার করে negative করা হয়। অবশ্য have এর সাথে not বসিয়েও negative করা যায়।
It doesn’t have to look so perfect. He had not to wait many months.

Would Rather/ Had Better
Would Rather:
বাক্যে তুলনা প্রকাশ করার জন্য would rather ব্যবহার করা হয়। অর্থাৎ দুটি কাজের মধ্যে কোন কাজটি অধিকতর পছন্দনীয় তা প্রকাশ করা হয়েছে। মনে রাখবে, would rather এর পর to উহ্য থাকে যাকে ইরেজিতে Bare infinitive বলা হয়।
To tell a lie is a great sin. We would rather die than tell a lie. Otherwise none will believe us.
I got a job at a bar. But I hate working at a bar. I would rather be a waiter than a barman.
Sohel is a very good natured boy. He would rather stay at home than mix with bad companies.
You would rather build your own house than live in a rented house. House rent has increased much now a days.

Past references বুঝাতে আমরা would rather plus a perfect infinitive form ব্যবহার করি:
I would rather wish you hadn't done that. (⇒ I wish you hadn't done that.)
The people would rather have died than let the Islamist come back into power.
Would rather কে negative করার জন্য আমরা rather এর পর not যোগ করি।
I would rather not say what he has done.

অনেক সময় Subject ভিন্ন হয়। এখানে, একজন চায় অন্য ব্যক্তি কাজটি করুক। এক্ষেত্রে would rather এর পর একটি finite clause ব্যবহার করা হয় এবং তার verb টি past subjunctive form হয়।
Don’t come today, I would rather you came tomorrow. (⇒ I would prefer you to come tomorrow.)

Had Better:
কোন বিশেষ পরিস্থিতি কি করা উচিত বা কি প্রত্যাশিত বা কি নির্দেশনা তা প্রকাশ করার জন্য had better ব্যবহার করা হয়। এর পর Verb এর base form বসে। লক্ষ কর:
Rina's dress looks very dirty. It is old enough. She had better buy a new dress.
We had better not go out today. A riot has broken out in our locality.
Sheela is suffering from tooth - ache. She had better see a dentist.
It is raining outside. You had better take an umbrella.
You had better consult with a doctor. The condition of your health may deteriorate.
Had I better write to him? He would be surely pleased.

মনে রাখবে, Negative করার জন্য had এর সাথে not যোগ করতে হয় এবং Interrogative এর ক্ষেত্রে had কে Subject এর পূর্বে লিখতে হয়। had better দেখতে Past হলেও এটা বর্তমান বা ভবিষ্যৎ কাজ প্রকাশ করে।

Let Alone
নিচের বাক্যগুলো লক্ষ কর:
A: Can you drive a bus?
B: Are you kidding? I can’t drive a car, let alone a bus.

‘অন্য একটি কাজের কথা তো ভাবাই যায় না’ এমন অভিব্যক্তি প্রকাশ করার জন্য Let alone ব্যবহার করা হয়েছে।

এখানে দ্বিতীয় কাজটি ঘটা প্রথম কাজটির চেয়েও অসম্ভব তা প্রকাশ করেছে। এভাবে অধিকতর অসম্ভব কাজটি Let alone যোগে পরে বসে। নিচের বাক্য দুটির পার্থক্য লক্ষ কর:
I can’t drive a car, let alone a bus. (Correct)
I can’t drive a car, let alone I drive a bus. (Incorrect)

প্রথম বাক্যে যার সাথে তুলনা করা হয়েছে শুধুমাত্র সেখান থেকে লেখা হয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যটিতে দেখা যাচ্ছে, পুরো বাক্য repeat করা হয়েছে। কিন্তু ইংরেজিতে repetition গ্রহণীয় নয়। তাই দ্বিতীয় বাক্যটি ভুল। নীচের বাক্যগুলো লক্ষ কর:
Rahman is a poor man. He cannot buy a shirt let alone a car.
The economical condition of Robi is very poor. He cannot afford one meal per day let alone square meals.
Our learners develop a very poor writing skill. They cannot write fairly well even in Bangla let alone in English.

What if/ As If/ As Soon As
What If
What if বিভিন্নভাবে ব্যবহার করা হয়। নিচের ব্যবহারগুলো লক্ষ কর:
Helmet should be used while driving a motorcycle. What if you were driving your bike and met a serious accident?
উপরের বাক্যগুলোতে, কোন কিছু ঘটার ভয় প্রকাশ করতে What if ব্যবহার করা হয়েছে।

বক্তা অন্যের মতামত জানার জন্য What if ব্যবহার করে।
A: I like the design for this ad, but it doesn’t look quite right.
B: What if we changed the background color to green?
A: Yes, I think that would be a good idea.

কোন একটি ঘটনা ঘটলে কি হতে পারত (যা আসলে ঘটেনি) তা প্রকাশ করতে What if ব্যবহার করা হয়। তাই What if এর অংশে Past Perfect এবং ফলাফল অংশে would/ could + verb লেখা হয়।
The little girl was crossing the road. A bus was passing by. As it came near the girl, the driver halted it. What if he wouldn't have stopped the bus?
এভাবে, What if আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি।

Phrases And Clauses ব্যবহারের সহজ নিয়ম pdf download

As If/ As Though
I feel as if I am dying.
I can't stand Rubel. He always acts as if her were smarter than everyone.
She talked to me as though she had not known me.

As if/ As though অর্থ যেন। উপরের বাক্যগুলোতে, কোন কিছুর মত এমন অভিব্যক্তি প্রকাশের জন্য As if/ As though ব্যবহার করা হয়েছে। এখানে আরও একটি বিষয় লক্ষনীয় as if যুক্ত অংশের Verb টি Present বা Past বা Past perfect Tense হতে পারে। নিচের বাক্যগুলো লক্ষ কর:
She looks as if she is rich. (এখানে মনে করা হয়, হয়তো সে ধনী)
Nobody likes Karim at all. He talks as though he knew everything. (এখানে মনে করা হয়, সে অবশ্যই ধনী নয়)

প্রথম বাক্যে তথ্যটি সত্য হতে পারে এই ধারণা থাকায় উভয় অংশ Present Tense হয়েছে। তবে দ্বিতীয় বাক্যে, তথ্যটি সত্য নয় এমন ধারণা থাকায় as if এর অংশ Past Tense এ লেখা হয়েছে। মনে রাখবে, formal style এ was এর পরিবর্তে were লেখা হয়। এবার নীচের উদাহরণটি দেখ:
I met Asif’s father yesterday. He talked to me as if he had known me earlier.

উপরের Text টিতে একটি অতীতের ঘটনার বর্ণনা দেয়া হয়েছে। তাই As if যুক্ত অংশ Past Perfect Tense এ লেখা হয়েছে।

As Soon As
কোন কিছু ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে এমন বুঝাতে আমরা as soon as ব্যবহার করি। এক্ষেত্রে as soon as এর আগের অংশে Future Simple Tense এবং পরের অংশে Present Simple Tense ব্যবহার করা হয়।
Play is delyed due to rain. It will resume as soon as the rain stops.

কোন কিছু ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বুঝাতে আমরা As soon as ব্যবহার করি। এক্ষেত্রে সাধারণত উভয় অংশে Present Simple/ Past Simple ব্যবহার করা হয়।
Give him the good news as soon as you meet him.
As soon as mother heard the news, she cried loudly. She lost her child in a car accident.
Panic seized me as soon as I heard his roaring voice.

তবে, প্রথম কাজটি অন্যটির উপর নির্ভরশীল নয় বা অন্যটি শুরু হবার পূর্বেই প্রথমটি ঘটেছে এমন বুঝাতে আমরা প্রথম কাজটিতে Past Perfect ব্যবহার করতে পারি। এবার নিচের উদাহরণগুলো দেখ:
As soon as Raihan had finished his exams, he flew to Cox’s Bazar for a month.

No Sooner Had/ Scarcely Had/ Hardly Had
একটি ঘটনা ঘটার সাথে সাথে অন্য একটি ঘটনা ঘটেছে এমন অভিব্যক্তির জন্য আমরা ‘No sooner had - - - - than/ Scarcely had - - - - when/ Hardly had - - - - - when’ ব্যবহার করি। এই Linker গুলো Negative sentence গঠন করে।
The students were loitering in the corridor. No sooner had they seen the teacher than they entered the classroom.
No sooner had Diamond jumped upon the table than the lighted candle fell on the papers. It caused a great damage of Newton's research works.

What's .... Like/ What Does .... Look Like
What's.....like:
What is Julie like?
She is reliable, pleasant and helpful. She is like a friend.
উপরের বাক্যগুলো জুলির আচরণ কেমন তা প্রকাশ করছে। এভাবে কোন ব্যক্তির ব্যবহার বা আচরণগত দিক কেমন তা প্রকাশ করার জন্য আমরা Be like ব্যবহার করি।

What Does …. Look Like
Rana: Hi, Robi what does a Pea - cock look like?
Robi: It's a very nice bird. It knows how to dance.

উপরের প্রথম বাক্যে ময়ুর দেখতে কেমন তা জানতে চাওয়া হয়েছে। এভাবে কেউ বা কিছু দেখতে কেমন তা জানতে চাওয়ার জন্য আমরা What does......look like ব্যবহার করি। নিচে আরো কিছু এ জাতীয় বাক্য দেওয়া হলো:
(i) Daughter: Mom, what does an albatroos look like?
Mother: My dear, an albatross is a very large white bird that lives in the Pacific and Southern Oceans.
(ii) Riaz: What does the frozen mountain peak look like?
Purnima: It looks like a white dome.

Use of Introductory 'There' & 'It'
USE of THERE
কোথাও কোন কিছু আছে বা ছিল প্রকাশ করার জন্য আমরা There দিয়ে বাক্য শুরু করি। এ ধরনের 'there' কে Introductory/ Preparatory 'there' বলে। নিচের বাক্যগুলো পড়।
There is a river in our village. There are so many fishes in the river. There are so many families who catch these fishes, sell them in the local market and earn their livelihood.

Passage - টিতে আমরা লক্ষ করি যে বাক্যগুলো 'there' দিয়ে শুরু হয়েছে কিন্তু 'there' কর্তা (subject) নয়। Subjects (কর্তাগুলো) হচ্ছে: river, fishes এবং families। বস্তুতপক্ষে এখানে 'there' এর কোন নিজস্ব অর্থ নেই।

Example:
Incorrect: A rumour about the house.
Correct: There is a rumour about the house.
Incorrect: Lot of fields were for playing.
Correct: Once there were a lot of fields for playing.
Incorrect: A good relation grew among them.
Correct: There grew a good relation among them.

Point to remember:
যদি 'be' এর পরে Noun টি singular হয় তাহলে Verb টিও singular হবে। যদি Noun টি plural হয় তাহলে Verb টিও plural হবে। যদি Noun টি list (তালিকা) সম্বলিত হয় তাহলে Verb টি তালিকার প্রথম Noun দ্বারা ঠিক হবে।

Example:
(i) In modern times, there has been a great change in the attitude of man regarding superstitious belief.
(ii) There lived a wise man but he was not well known to all.
(iii) Ther are many rivers in Bangladesh. The rivers abound wiht plenty of fishes.
(iv) There are some books, a flower vase and a clock on the table.

USE of IT
যখন that clause বা Wh Clause বা Infinitive কোন বাক্যের Subject (কর্তা) হয় তখন আমরা বাক্যটি অন্যভাবেও লিখতে পারি। এক্ষেত্রে শুরুতে 'it' ব্যবহার করে কাঠামোটিকে পরিবর্তন করতে পারি। এ ধরনের 'it' কে Introductory 'it' বলে। নিচের বাক্যগুলো পড়
(i) What he said is mysterious.
It is mysterious what he said.
(ii) To make noise here is prohibited.
It is prohibited to make noise here.
(iii) That Jerry is honest is known to all.
It is known to all that Jerry is honest.

আমরা It কে সময়, আবহাওয়া তাপমাত্রা ও দূরত্ব প্রকাশ করতেও ব্যবহার করতে পারি।
(i) It is ten miles from here.
(ii) It is a winter morning.

Would You/ Would You Mind/ Do You Mind
কাউকে কোন কিছু করতে বলার জন্য ভদ্ররীতি অনুযায়ী would you mind+ vingform বা do you mind + vingform বা would you + verb এর মূল Form আমরা ব্যবহার করি। লক্ষ কর:
The room appears to be suffocating. Would you mind opening the windows?
I cannot carry the box on my back. Would you mind taking the box into the room.

অনুমতি পাওয়ার জন্য আমরা নিমেণর Structure অনুসরণ করি।
Would you mind if I + past বা do you mind if I + present:
Would you mind if I turned on the light?
Do you mind if I sit here?

Be To
ভবিষ্যত বাধ্যবাধকতা বুঝাতে আমরা is to/ are to/ am to ব্যবহার করি। এবং অতীতে বাধ্যবাধকতা ছিল এমনটি বুঝাতে আমরা was to/ were to ব্যবহার করি। লক্ষ কর:
You are to leavethis room at once, and you are to travelby train to London. In London you are to pick upyour ticket from Mr Smith, and you are to flyto your destination alone.

Used to or Be/ Get used to
অতীতে কোন কাজ নিয়মিত করা হত কিন্তু এখন করা হয় না এমনটি বুঝাতে আমরা Used to ব্যবহার করি। এরপর Verb এর মূল Form বসে। লক্ষ কর:
Everybody disliked Rakib. He used to do many harmful activities.

কোন কিছুতে অভ্যস্থ বুঝাতে আমরা Be used to বা Get used to ব্যবহার করি। এটা অতীত, বর্তমান ও ভবিষ্যত বুঝাতে পারে। এর পর Noun বসে বা Verb এর সাথে ing যোগ করা হয়।
She lives in a very small village and hates traffic. She’snotused toit.
He was a salesman, so hewas used totravelling up and down the country.

But For
অতীতে কোন ‘একটি কাজ যদি না ঘটত’ এমন অভিব্যক্তির জন্য আমরা But for ব্যবহার করি। এটি simple sentence এবং perfect conditional প্রকাশ করে ।
(i) But for your timely intervention, I would have been assaulted by them. I was just a victim of circumstances.
(ii) But forthe traffic, I would have been here an hour ago.( If there had not been the traffic, I’d have been here an hour ago.)
(iii) They would have been badly injuredbut forthe fact that they were wearing seat belts.

I Wish
একটি ভিন্ন অতীত বা বর্তমান বা ভবিষ্যত কল্পনা করা বা আকাঙ্খা করা এমন অভিব্যক্তির জন্য আমরা I wish এই Structure ব্যবহার করি। এক্ষেত্রে আমরা ভবিষ্যতের কথা বলার জন্য পরের অংশের Verb এর সাথে could/would ব্যবহার করি। লক্ষ কর:
I don’t like my work. I wish I couldget a better job.
That’s a dreadful noise. I wish it wouldstop.
I always have to get home early. I wish my parents wouldlet me stay out later.

কিন্তু বর্তমানের কথা বলার জন্য আমরা পরের অংশের Verb এর Past form ব্যবহার করি। লক্ষ কর:
I don’t like this place. I wish I livedin somewhere more interesting.
These seats are very uncomfortable. I wish we were travellingfirst class.
Everyone wishes they hadmore free time.
John wishes he wasn’tso busy.
I wish it wasn’tso cold.

আবার অতীতের কথা বলার জন্য আমরা পরের অংশের Verb এর Past perfect ব্যবহার করি। লক্ষ কর:
I wish I had workedharder when I was at school.
Mary wishes she had listenedto what her mother told her.
I wish I hadn’t spentso much money last month.

It's High Time/ It's Time
যে কাজটি করার সময় দেরী হয়ে গেছে, এখনই কাজটি করা উচিত এমন অভিব্যক্তি প্রকাশ করার জন্য It's (high) time এই Structure টি আমরা ব্যবহার করি। এক্ষেত্রে পরের অংশের Verb এর past লেখা হয়। লক্ষ কর:
Nobody likes you here. It is high time you left this place.
It's high time I boughta new pair of jeans.
It's about time this road was completed. They've been working on it for months.

কিন্তু যদি মনে করা হয় কাজটি করার সময় এখনও পার হয়নি তাহলে নিমেণর Pattern অনুসরন করি। লক্ষ কর:
It's time (for you) to goto bed.
It's time to saygoodbye.
It's time for breakfast.

I Would Think/ I Would Imagine/ I'd Guess
আমরা যখন নিশ্চিত না হয়ে মতামত দেই বা ভদ্রতা বজায় রেখে মতামত প্রকাশ করি তখন Structure অনুসরণ করি। লক্ষ কর::
It’s very difficult I would imagine.
I would think that’s the right answer.

Would You Like.../ Would You Like To...
আমন্ত্রন জানানো বা প্রস্তাব দেয়ার জন্য আমরা ব্যবহার would you like+ noun/ would you like to + verb করি। লক্ষ কর:
Would you like to come tomorrow?
Would you like another drink?

Unless
আমরা Unless conjunction টি ব্যবহার করি ’যদি না’ অর্থ প্রকাশ করতে। মনে রাখবে, Unless অর্থ ‘যদি না’। তাই Unless যুক্ত বাক্য Negative।
(i) Unless it rains, we will go for the picnic.
(ii) The man was seriously injured in an accident. He would have died unless he had been taken to a nearby hospital.

As long as
As long as অর্থ ’যদি’ বা ’এই শর্তে যে’। লক্ষ কর:
(i) The poor will continue to suffer as long as they are illiterate. [CB '17; BB '2022]
(ii) You can borrow my book as long as you promise to return me.
(iii) As long as the room is clean, I don't mind which hotel we stay at.

**আমরা ভবিষ্যতের কথা বলতে গেলে Unless/As long as এর পরে will ব্যবহার করি না। বরং Present tense ব্যবহার করি।
I am not going out unless (it will stop raining) it stops raining.

In Case
আমরা সাধারণত সম্ভাব্য ভবিষ্যতের কোনো পরিস্থিতির কথা ভেবে আমাদের যা করা উচিত তা বলতে In case ব্যবহার করি। নিচের বাক্যগুলো লক্ষ কর:
(i) You should keep an extra key in case you lose the only one you have.
(ii) I will leave my mobile phone switched on in case Liza calls.
(iii) Take an umbrella in case it rains.
(iv) Tomorrow I will be very busy. So I'll say good bye now in case I don't see you again.

আমরা in case এর পরে will ব্যবহার করি না। বরং Present tense ব্যবহার করি। যেমন: I will leave my phone switched on in case Liza calls.

মনে রাখবে In case এবং if এর ব্যবহার এক নয়। দুটির ব্যবহারে সুক্ষণ পার্থক্য রয়েছে। নিচের তুলনাগুলো লক্ষ কর:

In case
We will buy some more food in case Raiyan comes. (এখানে বোঝানো হয়েছে যে সম্ভবত Raiyan আসবে তাই আমরা এখনই আরো কিছু খাবার কিনে রাখবো। তাহলে সে আসলেও আমাদের কাছে যথেষ্ট খাবার থাকবে।

If
We will buy some more food if Raiyan comes. এখানে বোঝানো হয়েছে যে সম্ভবত Raiyan আসবে; যদি সে আসে তাহলে আমরা আরো কিছু খাবার কিনবো। সে না আসলে, আমরা আর খাবার কিনবো না।

আমরা in case + past tense ব্যবহার করি, কেউ কেন কোনো একটা কাজ করেছিলো এমনটা বোঝাতে:
I left my phone switched on in case Liza called.
They came with me in case I lost the way.
** মনে রাখবে in case এবং in case of এক নয়। In case of ⇒ if

Neither/ Nor + Auxiliary Verb
আমরা ‘also not’বোঝাতে neither/nor+ auxiliary/modal verb + subject ব্যবহার করি ।
(i) A: They won't be enjoying a holiday this year.
B: Neither shall we.
(ii) I hate snakes. I can’t even look at a picture of a snake. ~ Neither can I.

Not Either
আমরা 'also not' বোঝাতে not....either ব্যবহার করি; কিন্তু আমরা auxiliary/ modal verb এবং subject এর ক্রম পরিবর্তন করি না।
I haven’t ever tasted caviar. ~ I haven’t either. (or Neither have I./Nor have I.)

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide