Punctuation: আমরা কথা বলার সময় কখনো থামি, কখনো স্বরের পরিবর্তন করি, কখনো অঙ্গভঙ্গি করি যাতে করে শ্রোতার কাছে বক্তব্য সুস্পষ্ট হয়। ঠিক একইভাবে লেখার ক্ষেত্রে এই ব্যাপারগুলো বুঝানোর জন্য Punctuations ব্যবহার করি।
ইংরেজি লেখার সময় আমরা যে Punctuations ব্যবহার করি তা নিম্নরূপ:
. ⇒ The 'Period', 'Full Stop' or 'Point'
! ⇒ The Exclamation Mark
; ⇒ The Semi Colon
“” ⇒ Inverted Commas
- ⇒ Hyphens and Dashes
, ⇒ The Comma
? ⇒ The Question Mark
: ⇒ The Colon
‘ ⇒ Apostrophe
() ⇒ Brackets and Parentheses
The Comma (,)
(a) স্বাধীন বাক্যাংশ:
দুটি স্বাধীন বাক্যাংশ যখন and বা or বা but দিয়ে যুক্ত থাকে তখন সাধারণত কোনো comma ব্যবহার করা হয় না। তবে উভয় অংশের subject ভিন্ন হলে আমরা comma ব্যবহার করি। লক্ষ কর:
They were friendly and invited us back to their flat. (Same subject)
The restaurant was at a good distance from the city centre, but we decided to go there. (Different subjects)
(b) Subordinate clauses কে আলাদা করা:
Main clause এর পূর্বে subordinate clause ব্যবহার করলে, মাঝে আমরা comma ব্যবহার করি। লক্ষ কর:
If you work hard, you will succeed.
Since he was ill, he did not come.
Though he worked hard, he failed.
If it rains, Rana will not go out.
(c) তালিকাবদ্ধ শব্দসমূহ:
And যুক্ত শব্দটি ছাড়া তালিকাবদ্ধ শব্দসমূহের প্রতিটির পর আমরা Comma ব্যবহার করে আলাদা করি। তবে American English এ and এর পূর্বেও Comma ব্যবহার করা হয়।
She spent the whole week watching videos, listening to CDs, reading detective novels and writing postcards to friends.
They’ve got apples, pears, bananas, and peaches. (American English)
This is the lightweight, portable and wireless version.
(d) Sentence Connectors কে আলাদা করা:
বাক্যের শুরুতে বা শেষে বা মাঝে Sentence Connector ব্যবহার করলে তা আমরা Comma ব্যবহার করে আলাদা করি। লক্ষ কর:
It doesn’t suit you, to be honest. To tell you the truth, I did the work.
It was, however, the best decision taken by the company.
Unfortunately, the proposal was turned down without any explanation.
I, therefore, pray and hope that you would be kind enough to grant my prayer.
(e) Tags ও responses:
Tags ও responses কে Comma ব্যবহার করে আলাদা করা হয়।
He is playing football, isn’t he?
I’m thirsty, aren't I?
Yes, thank you.
You live in Savar, don't you?
(f) Vocatives ও interjections:
Vocatives ও interjections কে Comma ব্যবহার করে আলাদা করা হয়।
Open the door, Rana.
Wow, what a beautiful bird it is!
Rahim, open the door.
Allah, give us peace and happiness.
(g) Reported speech:
Direct speech এ Reported speech ও Reporting verb এর অংশকে আলাদা করার জন্য আমরা Comma ব্যবহার করি।
He said, “Now it’s time for big changes.”
“I’m too old for that kind of thing,” she said.
Father said to him, "Read attentively."
(h) Letters:
চিঠিতে Address/ Salutation (সম্বোধন যেমন Dear Zahid, Dear Sir etc) ও Subscription/ Closing/ Signing off (সমাপ্তিসূচক যেমন Yours faithfully, yours ever etc) এর পর আমরা Comma ব্যবহার করি। তবে British English এ এই ব্যবহার এখন লক্ষ করা যায় না।
Dear Rumi, (addressing the recipient of the letter)
Yours sincerely, (signing off at the end of the letter)
(i) Numbers:
হাজার বা মিলিয়ন নির্দেশ করার জন্য আমরা Comma ব্যবহার করি।
7,340 (Seven thousand three hundred and forty)
The Semicolon (;)
(a) Independent clauses:
Coordinating conjunction ছাড়া দুটি Independent clauses কে যুক্ত করার জন্য আমরা semicolon ব্যবহার করি।
Abdominal exercises help prevent back pain; proper posture is also important. (এখানে and so ব্যবহার করার পরিবর্তে মাঝে semicolon ব্যবহার করা হয়েছে।)
The auditors made six recommendations; however, only one has been adopted so far. (এখানে but ব্যবহার করার পরিবর্তে semicolon ব্যবহার করা হয়েছে।)
To err is human; to forgive divine. (এখানে and ব্যবহার করার পরিবর্তে সেমিকোলন ব্যবহার করা হয়েছে।)
মনে রাখবে যেখানে Full stop ব্যবহার করা যায় কেবল সেখানেই আমরা Semi colon ব্যবহার করতে পারি।
The Colon (:)
(a) উদাহরণ বা কয়েকটি জিনিস পর পর উল্লেখের পূর্বে বা উপবিভাগ দেখানোর জন্য আমরা Colon ব্যবহার করি।
He visited three cities during his stay in the Maritimes: Halifax, Saint John and Moncton.
The History of Britain: A Personal View
His virtues are as follows: Sincerity, punctuality and truthfulness.
(b) Because এর পরিবর্তে Colon ব্যবহার করে আমরা কারণ প্রকাশক অংশ যুক্ত করতে পারি।
Their lobbying efforts were ultimately useless: the bill was soundly defeated.
(c) Clock time এর ক্ষেত্রে আমরা Colon ব্যবহার করতে পারি। I will be there at 4:30.
End Punctuation/ Full Stop (.)
(a) সাধারণত Assertive, Imperative ও Optative sentence এর শেষে আমরা Full stop ব্যবহার করি।
They’ve decided to ban him for three matches.
(b) নাটকীয় আবহ সৃষ্টি করার জন্য কখনো কখনো আমরা একটি শব্দকেও বাক্য হিসেবে দেখানোর জন্য Full stop ব্যবহার করি।
What must she be feeling now? Deep anxiety. Loneliness. Despair.
(c) পূর্বে সাধারণত চিঠিতে ঠিকানা ও তারিখ লেখার পর Full stop ব্যবহার করা হত কিন্তু এ ধরনের ব্যবহার এখন আর দেখা যায় না।
15 February 2017
The Headmaster
Rajdhani Ideal College
Rampura, Dhaka - 1219
(d) কারো নাম বা পদবী বা শিক্ষাগত যোগ্যতা সংক্ষেপে লিখতে Full stop ব্যবহার করা হয়। কিন্তু এখন এ ব্যবহার কম দেখা যাচ্ছে। Acronym এর সাথে কোনো End punctuation/ Full Stop ব্যবহার করা হয় না। সংক্ষেপিত অংশটি যদি একটি শব্দের মত উচ্চারিত হয় তখন তাকে Acronym বলে।
J.D. Power Richard
The annual lecture will be given by David James M.A.
(e) পত্রিকার headlines, বইয়ের নাম বা headings ও sub - headings এর পর আমরা কোনো Full stop ব্যবহার করি না।
Family lost in fishing boat
Lord of the Flies
(f) Decimal point বা clock time লিখতে আমরা Full stop ব্যবহার করি।
I will be there at 4.30.
Question Marks (?)
(a) প্রশ্নবোধক বাক্যের শেষে Question mark ব্যবহার করা হয়।
What are you doing?
(b) বক্তার বিস্ময়/ সন্দেহ প্রকাশ করতে অনেক সময় Assertive Sentence এর শেষেও Question mark ব্যবহার করা হয়।
He is honest?
Exclamation Marks (!)
(a) বিস্ময়মূলক বাক্য এবং interjections এর শেষে Exclamation mark ব্যবহার করা হয়।
What a nice coat!
Wow! Really?
Gosh! Does it cost that much?
Alas! The man is no more.
What a nice bird it is!
If I were a bird!
(b) সাধারণত আমরা একটি Exclamation mark ব্যবহার করি। তবে জোর প্রকাশ করার জন্য একাধিক exclamation markও ব্যবহার করি।
Will you all please be quiet!
Oh no!!! I don’t believe it!
(c) জোর প্রকাশ করার জন্য আমরা Imperative Sentence এও Exclamation mark ব্যবহার করি।
Stop! Push the door this way!
Quotation Marks ("")
(a) Quotation marks এর ব্যবহার বিভিন্ন রকম হয়। নর্থ আমেরিকায় উদ্ধৃত অংশের শুরুতে ও শেষে double quotation marks (“ ”) ব্যবহার করা হয়। তবে আমরা single quotation marks (‘ ’) ও ব্যবহার করি।
Mary replied, "This is the last cookie."
সাধারণত উদ্ধৃত বাক্যের Punctuation এর পর আমরা closing quotation mark ব্যবহার করি। আমরা reporting clause কে বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে commas ও full stops এর ব্যবহার লক্ষ কর।
The course tutor said to us, ‘Don’t waste your time in your first term here.’ (Comma এর পর উদ্ধৃত বাক্যের শুরুতে Beginning quotation mark এবং full stop এর পর closing quotation mark ব্যবহার করা হয়েছে।)
‘Don’t waste your time in your first term here,’ the course tutor said to us. (উদ্ধৃত বাক্যের শেষে comma এর পর closing quotation mark ব্যবহার করা হয়েছে।)
‘Don’t waste your time,’ the course tutor said to us, ‘in your first term here.’ (উদ্ধৃত বাক্যের প্রথম অংশ লেখার পর closing quotation mark ব্যবহার করে comma ব্যবহার করা হয়েছে।)
(b) Direct speech এর মধ্যে direct speech থাকলে মাঝের direct speech এ single quotation mark এবং অন্যটিতে double quotation mark ব্যবহার করা হয়।
David said, “He was getting really cross and kept shouting ‘Get out!’.”
(c) বাক্যের মধ্যে essays, short stories, short poems, songs, articles এর Title ব্যবহার করা হলে তাতে আমরা quotation marks ব্যবহার করি। তবে books, magazines, periodicals, newspapers, films, plays, long poems, long musical works, and television and radio programs এর নাম কোনো বাক্যে ব্যবহার করলে তাকে italic বা underline করতে হয়।
Once when I was sick, my father read me a story called "The Happy Flower," which was later made into a movie entitled Flower Child.
(d) কোনো ধারণা ব্যক্ত করার জন্য শব্দ বা পদ যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন তাকে quotation marks এর মধ্যে লেখি। অনেক সময় italic - ও ব্যবহার করা হয়।
I know you like the word "unique", but do you really have to use it ten times in one essay?
"Well" is sometimes a noun, sometimes an adverb, sometimes an adjective and sometimes a verb.
মনে রাখবে, Commas, Periods, Question marks, exclamation marks ও dashes যদি উদ্ধৃত বাক্যের অংশ হয় তবে তা quotation marks এর ভিতরে বসে। কিন্তু তা যদি উদ্ধৃত বাক্যের অংশ না হয় তবে তা quotation marks এর বাইরে বসে।
Where is your copy of "The Raven"?
"How cold is it outside?" my mother asked.
The Apostrophe (')
(a) আমরা Noun/Pronoun এর possessive করার জন্য apostrophe s (’s) ব্যবহার করি। তবে noun এর শেষে s যুক্ত থাকলে তার possessive case করার জন্য শুধু apostrophe ব্যবহার করি।
Laura’s brother is my classmate. (The noun "Laura’s" is in the possessive case)
He has his three sons' futures in mind.
In many suburbs, the houses' designs are too much alike.
This must be someone else’s room.
One’s responsibility is to one’s family.
Is this somebody’s jacket?
This is Ram's desk.
Father is blind to his son's fault.
(b) সংক্ষেপণ (contraction) করলে যে letter বাদ দেয়া হয় তার পরিবর্তে apostrophe বসে। আমরা formal, academic writing এ contraction ব্যবহার করি না।
I haven't seen my roommate for two weeks. (The verb "haven't" is a contraction of "have not")
It’s all right.
It’s nobody’s fault.
He's from Rajshahi.
(c) কোনো বর্ণ বা সংখ্যার Plural করতে apostrophe s (’s) ব্যবহার করতে হয়।
Cut the t’s and dot the i's.
There are 10 ten's in a hundred.
(d) Decade (দশক) বুঝাতে সালের সাথে apostrophe s (’s) ব্যবহার করতে হয়।
The student leaders of 80’s worked for the general students.
The Dash (-)
(a) Parenthetical (extra) information এর আগে ও পরে আমরা dash ব্যবহার করতে পারি। সাধারণত ঐ information এর উপর জোর দেয়ার জন্য dash ব্যবহার করি।
Our Head of Finance – who often loses his temper about travel expenses – was the calmest in the room.
(b) দুই বা ততোধিক Word এর সমন্বয়ে Compound word গঠনের ক্ষেত্রে Hyphen/Dash ব্যবহার করা হয়।
Self - centred persons can never be happy.
She is my mother - in - law.
I got seventy - three in Mathematics.
(c) Date লেখার ক্ষেত্রে আমরা Hyphen/ Dash ব্যবহার করতে পারি। মনে রাখবে, USA English এ প্রথমে month লেখা হয়।
30 - 7 - 1981 (UK)
7 - 30 - 1981 (USA)
Capitalization
(a) বাক্যের প্রথম letter টি Capital হয়।
Once there was a hare. He was walking beside a forest.
(b) কবিতার প্রতি পংক্তির প্রথম letter Capital হয়।
Tick, tock! Tick, tock!
Merrily sings the clock.
(c) বাক্যের মধ্যে কিছু উদ্ধৃত করা হলে বা প্রত্যক্ষ উক্তিতে প্রথম অক্ষরটি Capital letter হয়।
Father said to me, “Go to school.”
(d) Proper Noun বা Title (ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, দিন, মাস, নদী, পর্বত, পত্রিকা, জাহাজ বা কোনো কিছুর নিজস্ব নাম) এর প্রতিটি content word এর প্রথম Letter টি Capital letter হয়। grammatical word মাঝে থাকলে সাধারণত Capital হয় না। 16 December is the Victory Day of Bangladesh.
Pride and Prejudice by Jane Austen is my favourite novel.
(e) Proper Noun থেকে উৎপন্ন কোনো Adjective লিখতে হলে Capital Letter দিয়ে আরম্ভ করতে হয়।
I like Bangladeshi food.
(f) অফিসিয়াল পদমর্যাদা, শিক্ষাগত ডিগ্রিকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করলে Capital Letter হয়।
He lives in the USA. His brother lives in the UK. My mother is an MA.
(g) সৃষ্টিকর্তার নাম বা তাঁর পরিবর্তে যে Pronoun বসে তার প্রথম অক্ষর সর্বদাই Capital letter হয়:
Pray to God for His blessings.
(h) 'I' আমি অর্থে সব জায়গায় Capital letter হয়।
It is I who can do this work.
(i) সম্বোধন এর শুরুর letter টি Capital হয়:
Dear Sir, My dear mother
(j) মর্যাদাপূর্ণ title বা designation সব সময় Capital letter দিয়ে শুরু হয়।
The Principal of our college is famous for his literary talent.
(k) North, south, east, west যদি দিকের নাম না বুঝিয়ে কোনো ভৌগোলিক এলাকাকে বুঝায় তবে তার প্রথম Letter টি Capital দিয়ে শুরু হয়।
Where did you spend your life? ~ In the West.
The icecaps are melting in the North.
(l) শিক্ষাপ্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহ Capital Letter দিয়ে শুরু হয়।
I got A in Bangla.
(m) বস্তুর উপর ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করতে আমরা এর প্রথমে Capital Letter ব্যবহার করি। এটাকে ইংরেজিতে Personification বলা হয়।
Then came Death.
0 Comments:
Post a Comment