Transformation
Simple, Complex, Compound
আমরা জানি, গঠনগতভাবে (Structurally) Sentence তিন প্রকার। যথা:
(i) Simple (সরল)
(ii) Complex (জটিল)
(iii) Compound (যৌগিক)
প্রায়োগিক ক্ষেত্রে একটি Simple Sentence - কে Complex বা Compound, একটি Complex Sentence - কে Simple বা Compound এবং একটি Compound Sentence - কে Simple বা Complex Sentence - এ রূপান্তরিত করা যায়। এ ধরনের Transformation করার আগে আমাদের প্রথমেই উপর্যুক্ত Sentence গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া দরকার। আমাদের বোঝা দরকার ‘গঠনগতভাবে’ বলতে কী বুঝায়। আসলে ‘গঠনগতভাবে’ বলতে আমরা একটি বাক্যে Clause - এর সংখ্যা ও ধরন বুঝিয়ে থাকি। সেদিক থেকে -
Simple Sentence: যে Sentence - এ একটি মাত্র Clause থাকে। যদিও একটি মাত্র Clause থাকলে তাকে আর Clause বলা হয় না বরং তাকে Sentence - ই বলা হয়ে থাকে।
Complex Sentence: যে Sentence - এ দুটি Clause থাকে। তবে Clause দুটি একটির ওপর আরেকটি নির্ভরশীল থাকে। একটির ওপর আরেকটি Clause নির্ভরশীল করতে হলে Clause দুটিকে একটি Sub - ordinate Conjunction দ্বারা যুক্ত করতে হয়।
Compound Sentence: যে Sentence - এ দুটি Clause থাকে। তবে Clause দুটিই স্বাধীন থাকে। উভয় Clause - কে স্বাধীন রাখার জন্য Clause দুটিকে একটি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত করতে হয়।
উপরের সংজ্ঞাগুলোর প্রেক্ষিতে তিনটি বিষয়ে আলোচনার অবকাশ থাকে।
(i) Clause কী?
(ii) Sub - ordinate Conjunction কী এবং কোনগুলো?
(iii) Co-ordinate Conjunction কী এবং কোনগুলো?
(iv) Finite verb
(v) Non - finite verb
Clause (বাক্যাংশ): Clause হলো একটি বাক্যের ততটুকু অংশ যতটুকুর মধ্যে একটি Subject ও একটি Finite Verb থাকে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে Subject টা উহ্য থাকতে পারে। মনে রাখতে হবে Subject উহ্য থাকা মানে Subject না থাকা নয়।
Sub - ordinating Conjunction: যেসব Conjunction দুটি Clause - কে যুক্ত করে, একটিকে অপরটির ওপর নির্ভরশীল করে তোলে তাদেরকে Sub - ordinating Conjunction বলে। Sub - ordinating Conjunction গুলো হলো - when, as, since, because, that, if, so that, who, which, what, where, though, although, as if, as though, while, till, until, unless ইত্যাদি।
Coordinating Conjunction: যেসব Conjunction দুটি Clause - কে যুক্ত করে উভয়টি স্বাধীন রাখে তাদেরকে Co-ordinating Conjunction বলে। Co-ordinating Conjunction গুলো হলো__ and, but, or, either - or, neither - nor, both এবং not only – but also ইত্যাদি।
Finite Verb (সমাপিকা ক্রিয়া): Finite Verb হলো একটি Verb এর সেই রূপ যার দ্বারা কোনো বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
উপরের সংজ্ঞাটির বাইরেও আমাদের মনে রাখা দরকার -
(i) Finite Verb - এর Subject থাকে।
(ii) Finite Verb - এর Tense থাকে।
(iii) Finite Verb Clause গঠন করতে পারে।
Nonfinite Verb (অসমাপিকা ক্রিয়া): Nonfinite Verb হলো একটি Verb - এর সেই রূপ যার দ্বারা কোনো বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না।
Nonfinite Verb - এর ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার -
(i) Nonfinite Verb - এর subject থাকে না।
(ii) Nonfinite Verb Tense প্রকাশ করে না।
(iii) Nonfinite Verb clause গঠন করতে পারে না।
তবে (iv) Nonfinite Verb Phrase গঠন করতে পারে।
তাই একটি Clause - এর Finite Verb - কে Nonfinite করলে Finite Verb এর Subject টি আর থাকে না তাকে হয় তুলে দিতে হয় আর তা সম্ভব না হলে Subject টিকে Object বা Possessive রূপে পরিবর্তন করতে হয়। তাতে Clause টি ভেঙ্গে Phrase হয়ে যায়। এবার লক্ষ করা যাক, Simple Complex Compound এর ক্ষেত্রে মূল করণীয়টা কী?
Simple ⇒ Complex/ Compound
Simple Sentence - কে Complex বা Compound করতে হলে একটি নতুন Clause গঠন করতে হয় এবং Complex করার জন্য Clause দুটিকে একটি Sub - ordinate Conjunction দ্বারা যুক্ত করতে হয় এবং Compound করার জন্য Clause দুটিকে একটি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত করতে হয়। যেমন:
Simple: Himel is a good student. (Simple)
Complex: Himel is a student who is good.
Compound: Himel is a student and he is good.
উপরের Simple Sentence টিতে একটি মাত্র Clause যদিও তাকে Clause বলা ঠিক নয়, কারণ কোনো Sentence - এ একটি মাত্র Clause থাকলে তাকে Clause বলা যায় না। তবুও সহজে বোঝার জন্য আমরা ধরে নিলাম একটি মাত্র Clause আছে যাতে একটি মাত্র Subject (Himel) এবং একটি মাত্র Finite Verb (is) রয়েছে। যদি আমরা Simple Sentence টি থেকে good শব্দটিকে বের করে নিই তাহলে Clause টি ঠিকই থাকে। তাই good শব্দটিকে ঘিরে আমরা একটি নতুন Clause গঠন করতে চাই।
তার জন্য আমাদের প্রয়োজন একটি Subject ও একটি Finite Verb। আমরা Himel - এর পরিবর্তে he এবং Verb হিসাবে ‘is’ ব্যবহার করলেই একটি নতুন Clause তৈরি হয়েছে। এখন দুটি Clause দাঁড়ালো - Himel is a student এবং He is good. Clause দুটিকে যুক্ত করার জন্য Compound এর ক্ষেত্রে and এবং Complex এর ক্ষেত্রে Relative Pronoun who ব্যবহার করা হয়েছে।
Complex/ Compound ⇒ Simple
একটি Complex বা Compound Sentence - কে Simple করতে হলে আমাদের মূল কাজটি হলো দুটি Clause - এর একটিকে ভেঙ্গে দেওয়া। আমরা একটি Clause - কে ভাঙতে চাইলে উক্ত Clause - এর Subject টিকে তুলে দিতে পারি বা ভিন্নরূপে বলতে পারি এবং Finite Verb টিকেও তুলে দিতে পারি বা Nonfinite করতে পারি। Complex বা Compound থেকে Simple করলে যেহেতু একটি Clause ভেঙ্গে দিতে হয় এবং একটি মাত্র Clause থাকে তাই Conjunctionটি ব্যবহারের আর প্রয়োজন হয় না।
Complex: Himel is a student who is good.
Compound: Himel is a student and he is good.
Simple: Himel is a good student.
উপরের Complex বা Compound Sentence টিকে Simple করার জন্য আমরা একটি Clause (who is good/ and he is good) ভেঙ্গে দিয়েছি এবং তাকে Conjunction হিসাবে ব্যবহৃত who/and উঠে গেছে।
Complex ⇒ Compound
Complex থেকে Compound এবং Compound থেকে Complex করার ক্ষেত্রে যেহেতু দুই ধরনের বাক্যেই দুটি করে Clause থাকে তাই কোনো Clause - কে ভাঙ্গার বা নতুন করে কোনো Clause গঠন করার প্রয়োজন হয় না। শুধু Conjunction পরিবর্তন করেই আমরা Complex থেকে Compound বা Compound থেকে Complex করতে পারি। তবে মনে রাখতে হবে, কোনো কোনো সময় একটি Clause - এর ভেতরে সামান্য কিছু পরিবর্তন হতে পারে।
Complex: Himel is a student who is good.
Compound: Himel is a student and he is good.
উপরের Complex Sentence টিতে ‘who’ Relative Pronoun টা একদিকে Pronoun - এর কাজ করেছে অর্থাৎ Clause - এর Subject হিসাবে ব্যবহৃত হয়েছে এবং অপরদিকে Conjunction হিসাবে কাজ করেছে অর্থাৎ দুটি Clause যুক্ত করেছে। তাই Complex থেকে Compound করার সময় ‘who’ এর বদলে ‘and’ কে Conjunction এবং ‘he’ কে pronoun হিসাবে ব্যবহার করা হয়েছে। আর Compound থেকে Complex করার জন্য and এবং he - এর বদলে who - কে ব্যবহার করা হয়েছে।
লক্ষ করলে দেখা যায় simple sentence এর linker গুলো হয় preposition যুক্ত না হয় to যুক্ত। complex থেকে simple করার জন্য subordinate clause এর subject ও verb কে পরিবর্তন করতে to যুক্ত linker এর সময় এক নিয়ম আবার preposition যুক্ত linker এর সময় আরেক নিয়ম অনুসরণ করি।
Preposition - যুক্ত linker দিয়ে simple করলে:
subject - টি possessive (my, his, her, their, our, your) হবে এবং verb এর ing হবে।
Complex: I cannot walk because I am weak.
Simple: I cannot walk because of (my) being weak. (subject এক হওয়ায় my না লিখলেও চলবে).
Complex: He could not come because I was not at home.
Simple: He could not come because of my not being at home.
Optional: sentence - টিতে subject + be + adjective থাকলে preposition - যুক্ত linker যোগ করে subject - এর possessive করতে হবে, be verb বাদ দিতে হবে এবং adjective - এর noun করতে হবে।
Complex: I could not come because I was ill.
Simple: I could not come because of (my) illness. (subject এক হওয়ায় my না লিখলেও চলবে)
তবে sentence - টি there is/ there are দিয়ে শুরু হলে তা বাদ যাবে এবং preposition - যুক্ত linker যোগ করলেই হবে।
Complex: I could not come because there was heavy fog.
Simple: I could not come because of heavy fog.
আবার, infinitive - যুক্ত linker দিয়ে simple করলে:
উভয় অংশের Subject এক হলে subject টি বাদ যাবে কিন্তু subject ভিন্ন হলে ২য় subject টি for যোগে object (me, him, her, us, you, them) হবে এবং verb এর মূল form বসবে।
Complex: I am so weak that I cannot walk.
Simple: I am too weak to walk.
উপরের বাক্যাংশ দুটির subject এক। তাই দ্বিতীয় subject বাদ দেয়া হয়েছে।
Complex: The load is so heavy that I cannot lift it.
Simple: The load is too heavy for me to lift.
উপরের বাক্যাংশ দুটির subject ভিন্ন the load ও I। তাই দ্বিতীয় subject টি for যোগ me হয়েছে।
Complex ⇒ Simple
Though/Although এর পরিবর্তে In spite of/ despite বসাতে হবে। এটি যেহেতু simple sentence তাই এ অংশের subject এক হলে বাদ যাবে আর ভিন্ন হলে possessive করতে হবে + *verb এর সাথে ing যোগ করে বাকি অংশ লিখতে হবে। অপর অংশ অপরিবর্তিত থাকবে।
(a) Although they are insolvent, they do not adopt any unfair means to become rich overnight. (Simple)
⇒ In spite of being insolvent, they do not adopt any unfair means to become rich overnight.
(b) Though cricket is a costly game, people of all classes enjoy playing it. [RB '2022]
⇒ In spite of being a costly game, people of all classes enjoy playing it.
(c) Though women have always worked within household, this is not counted as work. (simple)
⇒ In spite of women always working within household, this is not counted as work.
Note: Though/Although এর পর যদি there + be verb থাকে তবে there + be বাদ যাবে।
Though there was rain, he went to college. (simple)
⇒ In spite of rain, he went to college.
আর Though/Although এর পর be verb + adjective থাকলে be verb বাদ দিয়ে adjective টি noun করলে ভালো হয়।]
Though he was honest, he was blamed. (simple)
⇒ In spite of his honesty, he was blamed.
নিচের উদাহরণগুলো লক্ষ কর।
(a) Though I ordered half a bottle of champagne, I turned a trifle pale.
⇒ In spite of my ordering half a bottle of champagne, I turned a trifle pale.
(b) Though Bangladesh has limited natural resources, it has vast human resources.
⇒ In spite of having limited natural resources, Bangladesh has vast human resources.
(c) They will come though they have no car.
⇒ They will come in spite of having no car.
(d) Though it was very cold, he went out without warm clothes.
⇒ In spite of its being very cold, he went out without warm clothes.
(e) Though it exists, it is difficult to explain.
⇒ In spite of its existence, it is difficult to explain. [Verb এর পর কোনো শব্দ না থাকলে Verb টিকে Noun করা ভালো।]
Since/ as/ because যুক্ত complex sentence কে simple করার নিয়ম:
Since/as/because এর পরিবর্তে because of/for রাখতে হবে এবং উপযুক্ত নিয়মে পরিবর্তন করা হবে। যেহেতু for/ because of যোগ করলে বাক্যটি simple হয়ে যাবে তাই for/ because of যুক্ত বাক্যাংশের subject এক হলে বাদ যাবে, আর ভিন্ন হলে subject টি possessive করতে হবে (I < my, you < your, he < his, she < her, they < their, we < our) এবং *verb টির সাথে ing যোগ হবে। এবং অপর অংশ অপরিবর্তিত থাকবে।
Note: তবে since/as/because যুক্ত অংশে want to/ wanted to থাকলে because of/ for না বসিয়ে to বসাতে হবে এবং subject ও want to/ wanted to বাদ যাবে। কারণ, এখানে কারণ প্রকাশক বাক্যাংশটি উদ্দেশ্যসূচক।
(a) Since their physical health has started deteriorating, they need as much care as possible. (simple)
⇒ Because of their physical health having started deteriorating, they need as much care as possible.
(b) In work place, they prove their worth twice over men’s because/ since they want to survive. (simple)
⇒ In work place, they prove their worth twice over men’s to survive.
(c) They are an asset because they have experience and knowledge. (simple)
⇒ They are an asset because of their experience and knowledge.
(d) He could not come to college yesterday because he was ill.
⇒ He could not come to college yesterday because of his being ill.
(e) The farmers had to starve since crops did not grow well.
⇒ The farmers had to starve because of crops not growing well.
So....that যুক্ত complex sentence কে too....to বা enough to যোগে simple করার নিয়ম:
যদি প্রথম অংশ হ্যাঁ বোধক ও দ্বিতীয় অংশ না বোধক থাকে তবে too ......... to যোগে simple করতে হয়। অন্যান্য ক্ষেত্রে enough যোগে simple করতে হয়।
নিয়ম: so এর পরিবর্তে too বসবে + that বাদ + subject এক হলে বাদ যাবে; আর ভিন্ন হলে for যোগে object হবে + to + verb থেকে বাকি অংশ বসবে।
[Note: Modal auxiliary বাদ যাবে। কারণ to বা preposition এর পর কখনো modal auxilary বসে না। negative word বাদ যাবে কারণ too নিজেই negative অর্থ প্রকাশ করে।]
Enough: প্রথম অংশের পর enough বসবে এবং so বাদ যাবে + দ্বিতীয় অংশের subject এক হলে বাদ যাবে; আর ভিন্ন হলে for যোগে object হবে + to যোগে verb থেকে লিখতে হবে।
[Note: দ্বিতীয় অংশ negative word থাকলে তা to এর আগে বসবে modal auxiliary বাদ যাবে।]
নিচের উদাহরণগুলো লক্ষ কর।
(a) You are so short that you cannot touch the roof.
⇒ You are too short to touch the roof.
(b) The sailors’ throats were so dry that they could not speak.
⇒ The sailors’ throats were too dry for them to speak.
(c) The horse is so wild that the groom cannot control it.
(d) The food is so rich that a baby cannot digest it.
⇒ The food is too rich for a baby to digest it.
(e) Sabbir was so small that he could not chop wood well.
⇒ Sabbir was too small to chop wood well.
So that যুক্ত complex sentence কে simple sentence এ পরিণত করার নিয়ম:
প্রদত্ত sentence এর প্রথম থেকে so পূর্ব পর্যন্ত বসে + so থেকে may/might/can/could পর্যন্ত উঠে যায় + to বসে + প্রদত্ত Sentence এর বাকি অংশ বসে।
(a) Complex: He worked hard so that he could prosper in life.
Simple: He worked hard to prosper in life.
সমাধান: প্রদত্ত Sentence টির প্রথম থেকে He worked hard পর্যন্ত বসানো হয়েছে + নিয়ম অনুযায়ী so that থেকে he could পর্যন্ত উঠিয়ে দেয়া হয়েছে + নিয়ম অনুযায়ী to বসানো হয়েছে + বাকি অংশ অর্থাৎ prosper in life বসানো হয়েছে।
(b) Complex: I read more so that I can make a good result.
Simple: I read more in order to make a good result.
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) The students of RU started agitation so that they could protest the death of Zahirul Haque.
⇒ The students of RU started agitation to protest the death of Zahirul Haque.
(b) Hamidur Rahman experimented with basic horizontal and vertical forms so that he could bring out the concept of Bengali solidarity and unity.
⇒ Hamidur Rahman experimented with basic horizontal and vertical forms to bring out the concept of Bengali solidarity and unity.
(c) They left the village so that they could earn money.
⇒ They left the village to earn money.
(d) Ayesha Begum started begging so that she could feed herself and her husband.
⇒ Ayesha Begum started begging to feed herself and her husband.
(e) Many women now are entering outside workforce so that they can establish an individual identity.
⇒ Many women now are entering outside workforce to establish an individual identity.
When যুক্ত complex sentence কে simple করার নিয়ম:
(i) When + it + be + time থাকলে, when এর পরিবর্তে at/in/at (the age of) বসবে + it ও be verb বাদ যাবে + কমা বসবে + অন্য অংশ অপরিবর্তিত থাকবে। অবশ্য অন্য অংশ আগে লেখা যায় সেক্ষেত্রে কোনো কমা বসবে না।
(a) It was 1971 when Bangladesh achieved independence. (Simple)
⇒ In 1971 Bangladesh achieved independence.
(b) When it was daylight, he was awakened. (Simple)
⇒ At daylight, he was awakened.
Or, He was awakened at daylight.
(ii) When/While + subj + verb থাকলে, When/ While এর পরিবর্তে at the time of বসবে এবং subj এর possessive & verb এর সাথে ing যোগ হবে।
While he was reading, I was playing. (simple)
⇒ At the time of his reading, I was playing.
Relative clause যুক্ত complex sentence কে simple করার নিয়ম:
(a) Relative pronoun + be + adjective থাকলে: Relative pronoun ও be verb টি বাদ দিতে হবে এবং adjective টিকে তার নির্দেশিত noun টির আগে আনতে হবে।
A man who is frugal does not like to spend money without reasons. (Simple)
⇒ A frugal man does not like to spend money without reasons.
The farmers who are poor do not get loans on easy terms. (Simple)
⇒ The poor farmers do not get loans on easy terms.
The water which is pure is necessary for us. (Simple)
⇒ The pure water is necessary for us.
(b) Relative Pronoun + be verb + noun Phrase থাকলে: Relative pronoun ও be verb টিকে বাদ দিতে হবে এবং noun pharase টির আগে ও পরে কমা দিতে হবে। এটাকে appositive বলে।
Mr. Rahman who is a professor of Chemistry is known to me. (Simple)
⇒ Mr. Rahman, a professor of Chemistry, is known to me.
(c) Relative Pronoun + অন্য কোনো verb মূল verb হিসেবে থাকলে: + verb টির object/ modifier (সময়, স্থান, কারণ) উল্লেখ থাকলে ঐ verb টিকে present participle বা past participle করতে হবে। ঐ verb টির noun কাজটি করলে present participle আর কাজটি অন্য কেউ করলে past participle হবে।
Rahim who reads at NIC is known to me. (Simple)
⇒ Rahim reading at NIC is known to me.
The fan which was bought last year is now out of order. (Simple)
⇒ The fan bought last year is now out of order.
Relative Pronoun + অন্য কোনো verb মূল verb হিসেবে থাকলে: verb টির object/ modifier (সময়, স্থান, কারণ) না থাকলে verb টিকে present participle বা past participle করে noun টির আগে লিখতে হবে।
A dog which barks seldom bites. (Simple)
⇒ A barking dog seldom bites.
The window which has been broken should be repaired. (Simple)
⇒ The broken window should be repaired.
(d) Verb + why/when/where/ how/who থাকলে: Conjunctionগুলো বাদ দিতে হবে এবং the reason for (why), the time of (when), the place of (where), the manner of (how), the person (who) লিখে Subj - এর possessive করতে হবে এবং verb এর ing হবে।
Complex: I don't know when he will come.
Simple: I don't know the time of her coming.
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) The girl who is my sister got the first prize.
⇒ The girl, my sister, got the first prize.
(b) Jerry who was an orphan boy came to the orphanage at four.
⇒ Jerry, an orphan boy, came to the orphanage at four.
(c) I saw the man who was catching fish.
⇒ I saw the man catching fish.
(d) He sees his own garden which contains more pleasure for him.
⇒ He sees his own garden containing more pleasure for him.
(e) I found them all in a cabin which belonged to the orphanage.
⇒ I found them all in a cabin belonging to the orphanage.
Verb + noun clause যুক্ত complex sentence কে simple করার নিয়ম:
Verb + why/when/where/ how/who থাকলে: Conjunction গুলো বাদ দিতে হবে এবং the reason for (why), the time of (when), the place of (where), the manner of (how), the person (who) লিখে Subj - এর possessive করতে হবে এবং verb এর ing হবে।
Complex: I don't know when he will come.
Simple: I don't know the time of her coming.
Verb + that থাকলে: that বাদ দিতে হবে এবং পরবর্তী অংশকে Noun Phrase বানাতে হবে।
I know that he is honest.
⇒ I know about his honesty.
I am glad that he will come.
⇒ I am glad at his coming.
As soon as/ No sooner had যুক্ত complex থেকে simple করার নিয়ম:
As soon as/No sooner had বাদ দিয়ে at the very time of/ Immediately after বসাতে হবে + Subject এর possessive করতে হবে + Verb এর ing করে শেষ পর্যন্ত লিখতে হবে। মনে রাখবে than থাকলে তা বাদ দিয়ে কমা দিতে হবে।
Complex: No sooner had I gone out than the rain started.
Simple: Immediately after my going out, the rain started.
If যুক্ত বা Unless যুক্ত অংশের subject যদি এক হয় তবে simple করার জন্য if বা unless বাদ যাবে এবং তার পরিবর্তে without (negative হলে)/ by (affirmative হলে) বসবে + subject এর possessive + verb এর সাথে ing যোগ হবে। এবং অন্য অংশ যেখানেই থাকুক অপরিবর্তিত থাকবে।
1. Complex: If he does not take medicine, he will die.
⇒ Simple: Without taking medicine, he will die.
2. Complex: If you do not read attentively, you will fail.
⇒ Simple: Without reading attentively, you will fail.
লক্ষণীয়: Subject একই হলে simple করতে without/ by এর সাথে subject লিখতে হবে না
Subject ভিন্ন হলে simple করার সময় in case of ব্যবহার করতে হবে।
Complex: If you do not come, I will punish him.
Simple: In case of your not coming, I will punish him.
Cleft Sentence কে Simple করার নিয়ম:
Cleft Sentence কে simple করার সময় cleft sentence গঠনকারী শব্দসমূহ + Relative Pronoun + be verb টিকে বাদ দিয়ে বাকি অংশ লেখতে হয়। যেমন -
It is health which is wealth.
⇒ Health is wealth.
The reason why I have come here is to discuss my future with you.
⇒ I have come to discuss my future with you.
What we need now is food and shelter.
⇒ We need food and shelter now.
একটি simple sentence এর কোনো একটি অংশকে জোর দেওয়ার জন্য cleft sentence ব্যবহার করা হয়। Cleft Sentence Structure ব্যবহার করলে sentence টি complex হয়। সাধারণত "The reason Why, The thing that, It is .... that, What clause দিয়ে এ জাতীয় sentence শুরু হয়।
Compound ⇒ Simple
Not only... but also যুক্ত compound sentence কে simple করার নিয়ম:
Not only... but also যুক্ত compound sentence কে simple করার জন্য প্রথমে subj বাদ দিয়ে Not only এর পরিবর্তে besides বসিয়ে but also এর পূর্ব পর্যন্ত লিখতে হবে এবং কমা দিতে হবে। + not only এর পূর্বের অংশ + but also বাদ দিয়ে তার পরের অংশ বসবে।
Compound: He plays not only football but also cricket.
Simple: Besides football, he plays cricket.
Compound: Rahim not only ate rice but also drank coffee.
Simple: Besides eating rice, Rahim drank coffee.
But যুক্ত compound sentence কে simple করার নিয়ম:
প্রথমে In spite of/ despite বসাতে হবে। পরের অংশে subject থাকলে এ অংশের subject কে possessive করতে হবে তবে পরের অংশে subject না থাকলে subject টিকে বাদ দিবে + *verb এর সাথে ing যোগ করে বাকি অংশ লিখতে হবে+ But দিতে হবে + এর পর subject না থাকলে ১ম অংশ থেকে আনতে হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।
নিচের উদাহরণগুলো লক্ষ কর।
(a) Della bargained hard with the shopkeepers but could not save enough money.
⇒ In spite of bargaining hard with the shopkeepers, Della could not save enough money.
(b) Mr. Matin has vast knowledge but was not selected.
⇒ In spite of having vast knowledge, Mr. Matin was not selected.
(c) The bird was innocent but the ancient mariner shot it one day.
⇒ In spite of the bird being innocent, the ancient mariner shot it one day.
(d) Mr. Asif had good qualification but did not get a suitable job.
⇒ In spite of having good qualification, Mr. Asif did not get a suitable job.
(e) He has no peace of mind but has much riches.
⇒ In spite of having much riches he has no peace of mind.
(f) It rained heavily but there was no flood.
⇒ In spite of raining heavily, there was no flood.
(g) He cried aloud but I could not hear him.
⇒ In spite of his crying aloud, I could not hear him.
And যুক্ত compund sentence কে simple করার নিয়ম:
Subject ভিন্ন হলে প্রথম অংশে because of বসাতে হবে + subject কে possessive করতে হবে + verb এর সাথে ing যোগ করে বাকি অংশ লিখতে হবে + and বাদ দিতে হবে + বাকি অংশ অপরিবর্তিত থাকবে।
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) They gave food and water to the albatross and it became very tame.
⇒ Because of their giving food and water to the albatross, it became very tame.
(b) The albatross brought good luck and the sailors were pleased to see it.
⇒ Because of the albatross bringing good luck, the sailors were pleased to see it.
(c) His courtesy was instinctive and he did not utter “Thank you”.
⇒ He did not utter “Thank you” because of his courtesy being instinctive.
(d) The days had become cold and I often let him come inside the cabin.
⇒ I often let him come inside the cabin because of the days becoming cold.
(e) Jerry was very honest and the writer loved him very much.
⇒ Because of Jerry being very honest, the writer loved him very much.
তবে ২য় অংশের Subject যদি ১ম অংশের Object কে বুঝায় তবে, প্রথম অংশ + ২য় অংশের subject বাদ যাবে + verb এর সাথে ing যোগ করে বাকি অংশ লিখতে হবে।
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) I lived in a cabin and it belonged to the orphanage.
⇒ I lived in a cabin belonging to the orphanage.
(b) Mr Ahmed is a doctor and works in the Middle East.
⇒ Mr Ahmed is a doctor working in the Middle East.
(c) I saw a drunken porter and he lay on the floor.
⇒ I saw a drunken porter lying on the floor.
(d) I saw a girl and she was carrying water.
⇒ I saw a girl carrying water.
(e) I watched the train and it was leaving the station.
⇒ I watched the train leaving the station.
পরের অংশে subject না থাকলে, প্রথম অংশের subject বাদ যাবে + verb এর সাথে ing যোগ করে বাকি অংশ লিখতে হবে+ and বাদ দিতে হবে + ১ম অংশ থেকে subject আনতে হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) She closed the door and went back to work.
⇒ Closing the door, she went back to work.
(b) Della sold her hair and bought a platinum fob chain.
⇒ Selling her hair, Della bought a platinum fob chain.
(c) He finished the work and submitted the bill.
⇒ Finishing the work, she submitted the bill.
(d) The guest stood still and listened to the sailors.
⇒ Standing still, the guest listened to the sailors.
(e) She had read a book of mine and written to me about it.
⇒ Having read a book of mine, she had written to me about it.
Simple to Complex
Inspite of/ Despite যুক্ত simple বাক্যকে complex করার নিয়ম:
In spite of/ despite এর পরিবর্তে though/although বসবে + যদি কোনো possessive থাকে তবে তাকে subject করতে হবে; আর possessive না থাকলে অপর অংশের subject কে পুনরায় লিখতে + ing - যুক্ত verb টিকে tense অনুসারে লিখতে হবে + বাকি অংশ বসবে। অপর অংশ অপরিবর্তিত থাকবে।
In spite of dreaming about being a doctor, she now faces a life of household chores. [complex]
⇒ Though she dreamt about being a doctor, she now faces a life of household chores.
Note: কোনো ing - যুক্ত verb দেয়া না থাকলে একটি be verb tense অনুসারে বসবে + প্রদত্ত noun টিকে adjective করা সম্ভব হলে করতে হবে + বাকি অংশ বসবে
In spite of his poverty, he will give you financial help. (complex)
⇒ Though he is poor, he will give you financial help.
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) The boy seems to be lonely in spite of having many brothers and sisters.
⇒ The boy seems to be lonely though he has many brothers and sisters.
(b) The boy could not do well in the examination in spite of having good merit.
⇒ The boy could not do well in the examination though he had good merit.
(c) In spite of working very hard, she could not succeed.
⇒ Though she worked very hard, she could not succeed.
(d) Siraj is unhealthy in spite of being active.
⇒ Siraj is unhealthy though he is active.
(e) In spite of being not hungry, the lady did not mind asparagus.
⇒ Though the lady was not hungry, she did not mind asparagus.
For/ because of যুক্ত simple বাক্যকে Complex করার নিয়ম:
For/because of এর পরিবর্তে since/ as/ because বসবে + যদি কোনো possessive থাকে তবে তাকে subject করতে হবে; আর possessive না থাকলে অপর অংশের subject কে পুনরায় লিখতে + ing যুক্ত verb টিকে tense অনুসারে লিখতে হবে + বাকি অংশ বসবে। অপর অংশ অপরিবর্তিত থাকবে।
Note: কোনো verb না দেয়া থাকলে একটি be verb/ have verb tense অনুসারে বসবে + প্রদত্ত noun টিকে adjective করা সম্ভব হলে করতে হবে + বাকি অংশ বসবে।
Note: because যোগ করলে because যুক্ত অংশ (কারণ প্রকাশক অংশ) পরে বসাতে হয়।
(a) Because of our socioeconomic condition being poor, most people have no access to education. (complex)
⇒ Since our socioeconomic condition is poor, most people have no access to education.
(b) They are an asset because of their experience and knowledge. (complex)
⇒ They are an asset because they have experience and knowledge.
(c) Because of being intelligent, Sumi can win a scholarship.
⇒ Since Sumi is intelligent, she can win a scholarship.
(d) Mr. Zahed is very strong because of taking regular exercise.
⇒ Mr. Zahed is very strong as he takes regular exercise.
(e) Because of having merits, the boy is praised by all.
⇒ As the boy has merits, he is praised by all.
Participle যুক্ত অংশকে Complex করার নিয়ম:
Participle যুক্ত verb টির কাজ হওয়ার পর অন্য অংশের কাজটি হয়েছে বুঝালে:
participle যুক্ত অংশের শুরুতে when/ after বসবে + subject উল্লেখ থাকলে বসে; আর না থাকলে অপর অংশের subject টি পুনরায় লিখতে হবে + verb টি অপর অংশের tense অনুসারে বসবে। (*past participle থাকলে মূল verb টির past participle হবে এবং তার পূর্বে tense অনুসারে be verb বসবে।) অপর অংশ অপরিবর্তিত থাকবে।
Participle যুক্ত অংশ কারণ বুঝালে:
when না বসিয়ে since বসাতে হবে।
Being reassured, they returned home. (complex)
⇒ Since they were reassured, they returned home.
Ing যুক্ত verb যদি তার পূর্বের Noun/ Pronoun সম্বন্ধে তথ্য দেয় তবে:
প্রথম অংশ লিখবে + ঐ Ing যুক্ত verb টির পূর্বে who/ which/ that বসবে + verb টি অপর অংশের tense অনুসারে বসবে + বাকি অংশ
I saw a boy playing in the field.
⇒ I saw a boy who was playing in the field.
Preposition + সময় যুক্ত Simple কে Complex করার নিয়ম:
Preposition বাদ যাবে এবং তার পরিবর্তে when + it + be verb + সময় বসবে। বাকি অংশ অপরিবর্তিত থাকবে। অবশ্য when মাঝেও বসানো যায়।
We became independent in 1971. (complex)
⇒ We became independent when it was 1971.
There is often flood in Bangladesh in the rainy season.
⇒ There is often flood in Bangladesh when it is rainy season.
Too + to যুক্ত Simple Sentence কে Complex Sentence এ পরিণত করার নিয়ম:
প্রথমে too এর জায়গায় so বসে, এছাড়া to এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হয় না + that বসে + প্রথম subject আবারো বসে + tense অনুযায়ী cannot/could not বসে + to উঠে যায় + বাকি অংশ বসে।
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) He is too weak to move.
⇒ He is so weak that he cannot move.
(b) Jerry was too honest to show excuse.
⇒ Jerry was so honest that he could not show excuse.
(c) The scene of the accident is too terrible for me to describe it.
⇒ The scene of the accident is so terrible that I cannot describe it.
(d) The weather was too foul for us to go out for a walk.
⇒ The weather was so foul that we could not go out for a walk.
(e) The boy is too weak to walk.
⇒ The boy is so weak that he cannot walk.
Enough + to যুক্ত Simple Sentence কে Complex Sentence এ পরিণত করার নিয়ম:
Adjective এর পূর্বে so বসবে + enough to বাদ যাবে + নতুন subject বসবে + verb + বাকি অংশ বসবে।
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) He is strong enough to lift the load. (complex)
⇒ He is so strong that he can lift the load.
(b) She didn't run fast enough to catch the bus.
⇒ She didn’t run so fast that she could catch the bus.
(c) She was stupid enough to go out with him.
⇒ She was so stupid that she could go out with him.
(d) He is old enough to travel alone.
⇒ He is so old that he can travel alone.
(e) None are strong enough to win the World Cup.
⇒ None are so strong that they can win the World Cup.
(f) Some people are not assertive enough to ask for help.
⇒ Some people are not so assertive that they can ask for help.
উদ্দেশ্যমূলক Simple Sentence কে Complex করার নিয়ম:
প্রদত্ত Sentence এর প্রথম থেকে to এর পূর্ব পর্যন্ত বসে + so that বসে + প্রথম subject কর্তা পুনরায় বসে + tense অনুযায়ী may/can অথবা might/could বসে (present tense হলে may/can এবং past tense হলে might/could বসে + to এর পরের অংশ বসে।
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) Della sold her hair to buy a gift for Jim. (complex)
⇒ Della sold her hair so that she could buy a gift for Jim.
(b) He works hard to shine in life. (complex)
⇒ He works hard so that he may shine in life.
(c) I went to the field to enjoy the game.
⇒ I went to the field so that I could enjoy the game.
(d) Jerry refused to take the money to repair the broken axe handle at his own cost.
⇒ Jerry refused to take the money so that he could repair the broken axe handle at his own cost.
(e) The sailors gave the albatross food and water to tame it.
⇒ The sailors gave the albatross food and water so that they could tame it.
(f) I saved some money to buy a good house.
⇒ I saved some money so that I could buy a good house.
(g) They open a hospital to give free treatment to the poor.
⇒ They open a hospital so that they can give free treatment to the poor.
এক শব্দে Subject/ Object হলে Complex করার নিয়ম:
Simple sentence এর subject/object যদি এক শব্দের হয় অর্থাৎ extension করার যদি কোনো scope না থাকে তবে প্রথমে it is + লিখতে হবে + subject/ object এর যেটা গুরুত্বপূর্ণ তা লিখতে হবে + relative pronoun লিখতে হবে + বাকি অংশ।
Simple: Health is wealth.
Complex: It is health which is wealth.
Without/ By + Verb + ing যুক্ত Simple Sentence কে Complex করার নিয়ম:
By এর পরিবর্তে If এবং Without এর পরিবর্তে Unless বসবে + অপর অংশের Subject কে পুনরায় লিখতে হবে + verb টির ing বাদ যাবে এবং Tense অনুযায়ী বসবে। এবং অন্য অংশ যেখানেই থাকুক অপরিবর্তিত থাকবে।
1. Complex: If he does not take medicine, he will die.
⇒ Simple: Without taking medicine, he will die.
2. Complex: If you do not read attentively, you will fail.
⇒ Simple: Without reading attentively, you will fail.
Noun এর আগে/ পরে adjective/ participle/ appositive/ prepositional phrase - যুক্ত Simple Sentence কে Complex করার নিয়ম:
(a) Adjective + noun: এ ধরনের phrase কে complex করার জন্য noun টির পরে Relative pronoun + be verb (tense অনুসারে) + adjective টি লিখতে হবে।
The target of a frugal man is to save money for future. [DB'2021]
⇒ The target of a man who is frugal is to save money for future.
I need a red pen.
⇒ I need a pen which is red.
(b) কোনো noun এর পর appositive থাকলে তাকে complex করার জন্য noun ও appositive এর মাঝে Relative pronoun + be verb (tense) অনুসারে বসাতে হবে। কমা বাদ যাবে।
Rahman, a professor of chemistry, is known to me. (Complex)
⇒ Rahman who is a professor of chemistry is known to me.
(c) কোনো noun এর আগে বা পরে present participle থাকলে noun টির পর Relative pronoun + present participle - টি verb হিসাবে Tense অনুসারে বসাতে হবে।
Sohel reading at NIC is known to me. (complex)
⇒ Sohel who reads (is reading) at NIC is known to me.
(d) কোনো noun এর আগে বা পরে past participle থাকলে noun টির পরে Relative Pronoun + be verb (Tense অনুসারে) + মূল verb টি past participle হবে।
The window broken yesterday should be repaired. (Complex)
⇒ The window which was broken yesterday should be repaired.
The broken window should be repaired.
⇒ The window which has been broken should be repaired.
(e) Subject + verb + object + participle কে নিচের নিয়মে Complex করা যায়:
প্রথমে Subject + verb + that + object টি subject হবে + be verb টি অপর verb টির tense অনুসারে বসবে + বাকী অংশ।
I saw a man coming towards me. (complex)
⇒ I saw + that + a man + was + coming towards me.
(f) Subject + verb + object (past participle থাকলে) উপরের নিয়মেই করতে হবে তবে একটু পার্থক্য আছে। লক্ষ কর:
প্রথমে Subject + verb + that + object টি subject হবে + একটি অতিরিক্ত be verb অপর verb টির tense অনুসারে বসবে + মূল verb টির past participle হবে + বাকি অংশ।
I felt my leg broken. (Complex)
⇒ I felt that my leg was (had been) broken.
(g) Noun এর পরে prepositional phrase থাকলে noun এর পরে Relative pronoun + be verb (tense অনুসারে) + বাকি অংশ বসে।
Our Parliament House at Sher - e - Bangla Nagar in Dhaka is a magnificient building.
⇒ Our Parliament House which is at Sher - e - Bangla Nagar in Dhaka is a magnificient building.
Simple ⇒ Compound
উপরে আমরা Simple থেকে Complex করা শিখেছি। Simple থেকে Complex করতে পারলে Simple থেকে Compund করা জটিল বিষয় নয়। কারণ Compund ও Complex এর গঠন একই রকম; শুধু পার্থক্য হলো Conjunction এর ক্ষেত্রে। অর্থাৎ প্রথমে Complex গঠন করবে এবং Conjunction টি বাদ দিয়ে মাঝে and বসাতে হবে। মনে রাখবে though এর পরিবর্তে and না বসিয়ে but বসাতে হবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল কারণ প্রকাশক অংশ বা যে কাজটি আগে সম্পন্ন হয় সে কাজটি অবশ্যই প্রথমে লিখতে হবে। এছাড়াও, Subject বা Subject + Verb যদি এক হয় তবে তা দ্বিতীয়বার লিখতে হবে না।
(a) Realising it we should try to be emotionally balanced. [DinajB'2022]
⇒ We should realise it and try to be emotionally balanced.
(b) Because of dense fog, the writer delayed to return.
⇒ There was dense fog and the writer delayed to return.
(c) Because of being weak, the old man could not walk.
⇒ The old man was weak and could not walk.
(d) Because of being lazy, he could not pass the examination.
⇒ He was lazy and could not pass the examination.
(e) I was saved because of showing a true love for all living things.
⇒ I showed a true love for all living things and was saved. [Compound Sentence এ কারণ প্রকাশক অংশ আগে লিখতে হয়।]
(f) Because of being slow, I could not get the train.
⇒ I was slow and I could not get the train.
(g) Della became very nervous because of hearing Jim’s foot steps on the stair.
⇒ Della heard Jim’s foot steps on the stair and became very nervous.
(h) The other sailors blamed the old man because of killing the albatross.
⇒ The old sailor killed the albatross and the other sailors blamed him.
(i) Because of their being close to me, I can rely on them.
⇒ They are close to me and I can rely on them.
(j) In spite of being poor, he is honest.
⇒ He is poor but (he is) honest. [১ম অংশে he is থাকায় ২য় অংশে he is পুনরায় লেখা হয়নি।]
Complex ⇒ Compound
Conjunction টি বাদ দিয়ে মাঝে and বসাতে হবে। মনে রাখবে though এর পরিবর্তে and না বসিয়ে but বসাতে হবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, কারণ প্রকাশক অংশ বা যে কাজটি আগে সম্পন্ন হয় সে কাজটি অবশ্যই প্রথমে লিখতে হবে। এছাড়াও, Subject বা Subject + Verb যদি এক হয় তবে তা দ্বিতীয় বার লিখতে হবে না।
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
(a) Although I do not like gathering, I enjoy the activities of this day.
⇒ I do not like gathering but I enjoy the activities of this day.
(b) As love is divine, everybody wants to love. [CtgB '2022]
⇒ Love is divine and everybody wants to love.
(c) I was saved becasue I showed a true love for all living things.
⇒ I showed a true love for all living things and I was saved.
(d) Her husband is so old that he cannot work.
⇒ Her husband is very old and cannot work.
(e) Sakhina’s husband earns so small an amount of money that he cannot pay for children’s education.
⇒ Sakhina’s husband earns a very small amount of money and cannot pay for children’s education.
When যুক্ত Complex Sentence কে Compound এ পরিণত করার নিয়ম:
Compound করার জন্য when বাদ যাবে এবং কমা উঠে গিয়ে and বসবে।
Complex: When it was daylight, he was awakened.
Compound: It was daylight and he was awakened.
If যুক্ত Complex Sentence কে Compound এ পরিণত করার নিয়ম:
If যুক্ত Complex sentence কে Compound করার জন্য উভয় অংশের subject বাদ যাবে এবং মাঝে and বসবে। তবে উভয় অংশের subject you হলে or দিয়ে compound করতে হবে এবং দ্বিতীয় অংশে পুনরায় Subject লেখতে হবে না।
(a) If he does not take medicine, he will die.
⇒ He does not take medicine and he will die.
(b) If you do not read attentively, you will fail.
⇒ Read attentively or fail.
Compound ⇒ Complex
Compound Sentence কে Complex করার জন্য মূলত Compound Sentence এর Conjunction টিকে পরিবর্তন করতে হয়। নিচের নিয়মগুলো লক্ষ কর:
And যুক্ত Compound Sentence কে Complex এ পরিণত করার নিয়ম:
(i) Compound Sentence টির একটি অংশ কারণ বা সময় নির্দেশ করলে Complex Sentence এর শুরুতে Since/ As/ When ব্যবহার করতে হয় এবং মাঝের and উঠে গিয়ে কমা (,) বসে।
(a) The heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving love. [CtgB '2022]
⇒ As the heart is formed for love, it cannot be happy without the opportunity of giving and receiving love.
(b) As he loved his wife Mumtaj very much, he built it as a tomb of his dear wife.
⇒ He loved his wife Mumtaj very much and built it as a tomb of his dear wife.
(c) It was midnight and you were still outside home.
⇒ When it was midnight, you were still outside home.
(d) The man is a stranger and we should not believe him instantly.
⇒ As the man is a stranger, we should not believe him instantly.
(ii) Compound Sentence এর প্রথম অংশটি শর্ত প্রকাশ করলে Complex Sentence এর শুরুতে If বসে। এরপর Subject বসে এবং and উঠে গিয়ে কমা (,) বসে। আর কোনো পরিবর্তন হয় না।
(a) Practice regularly and you will have a good command of English.
⇒ If you practice regularly, you will have a good command of English.
(b) Listen to your teachers and you will do well in the exam.
⇒ If you listen to your teachers, you will do well in the exam.
Or যুক্ত Compound Sentence কে Complex এ পরিণত করার নিয়ম:
If + Subject + do not বসে এবং or উঠে গিয়ে কমা (,) বসে। আর কোনো পরিবর্তন হয় না।
Take him to the hospital now or he will die.
⇒ If you do not take him hospital now, he will die.
But যুক্ত Compound Sentence কে Complex এ পরিণত করার নিয়ম:
বাক্যের শুরুতে though/ although বসে এবং but উঠে গিয়ে কমা (,) বসে। আর কোনো পরিবর্তন হয় না।
(a) Bangladesh is a test playing country but its standard is not high. [RB '2022]
⇒ Though Bangladesh is a test playing country, its standard is not high.
(b) The king had a lot but he wanted more and more.
⇒ Though the king had a lot, he wanted more and more.
(c) It disturbed him but he did not know the reason.
⇒ Though it disturbed him, he did not know the reason.
0 Comments:
Post a Comment