HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শর্ট সাজেশন্স ২০২৪ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি)
শর্ট সাজেশন ২০২৪
সৃজনশীল প্রশ্ন

HSC ICT Short Suggestion 2024 pdf download
Srijonshil Question

অধ্যায়-১
১। কাজল কম্পিউটারের প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্যকেন্দ্রের মাধ্যমে সহজেই পেয়ে যায় এবং এভাবে একদিন মালয়েশিয়ার একটি কলসেন্টারে চাকুরী পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুনা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।
ক. যোগাযোগ প্রযু্ক্তি কী? ১
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বগ্রাম ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে। ৩
ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে তুমি কী একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪

২। রেদওয়ান প্রত্যন্ত গ্রামে মানি অর্ডারের মাধ্যমে তার মার কাছে টাকা প্রেরণ করে। কিন্তু টাকা পেতে মাকে সপ্তাহ খানেক অপেক্ষা করতে হয়। রেদওয়ান দ্রুতগতিতে টাকা প্রেরনের জন্য তার বন্ধু রোকনের পরামর্শ চাইলে রোকন অন্য একটি দ্রুততম পদ্ধতির কথা বলেন যার মাধ্যমে রেদওয়ান পরবর্তীতে মাকে টাকা পাঠান।
ক. ন্যানো টেকনোলজি কী? ১
খ. রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ব্যবহৃত উৎপলের প্রযুক্তিটিতে ICT এর কোন বিষয়টি প্রতিফলতি হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উৎপলের প্রাথমিক ও পরবর্তীতে টাকা পাঠানোর পদ্ধতির তুলনামুলক চিত্র বিশ্লেষণ কর। ৪

৩। বাংলাদেশ পাসপোর্ট অফিস মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদনকারী আঙুলের ছাপ সিগনেচার এবং মুখমন্ডলের ছবি সংগ্রহ করে ডেটাবেজ সংরক্ষন করে। কিন্তু ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির জন্য পাসপোর্ট অফিসের ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে।
ক. ক্রায়োসার্জারি কী? ১
খ. বিশ্বগ্রাম কর্মসংস্থানের সৃষ্টি করেছে ব্যাখ্যা কর। ২
গ. পাসপোর্ট অফিসে ডেটা সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের কর্মকান্ড থেকে তাদের মনোভাব মুল্যায়ন কর। ৪

৪। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র অনি বাল্য বিবাহ ও যৌতুকের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণধর্মী লেখা অনলাইনে প্রকাশ করে। তার বন্ধু সৌরভ অনাথ মেয়েদের প্রোফাইল একটি ওয়েব সাইটে প্রকাশ করে তাদের বিয়ের ব্যবস্থা করে। তাদের অপর বন্ধু শিশির বন্ধুদের অনুমতি না নিয়ে তাদের পারিবারিক প্রোগ্রামের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়।
ক. রোবটিক্স কী? ১
খ. Finger Print একটি প্রচলিত Biometrics পদ্ধতি ব্যাখ্যা কর্ ২
গ. অনির কার্যাকমের সাথে যুক্ত বিশ্বগ্রাম সংশিস্নষ্ট্য উপাদানগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. সৌরভ ও শিশিরের কাযক্রমে ICT ব্যবহারে নৈতিকতার প্রভাববিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। ৪

৫। বিখ্যাত শল্য চিকিৎসক প্রফেসর ডাক্তার চৌধুরী সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী নাগরিক। দেশে বিদেশের তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে বাব অনুভূতি সৃষ্টি করে শিক্ষার্থীদের হার্টের অপারেশন বোঝান। জনাব মাসুদ একজন সাধারণ মধ্যবিত্ত বাঙ্গালী। হঠাৎ তার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি খুব বিচলিত হন। তিনি তথ্য প্রযুক্তির কল্যাণে রিপোর্ট পাঠান। ডাক্তার চৌধুরী সিঙ্গাপুরে অবস্থান করেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করে।
ক. বিশ্বগ্রাম কী? ১
খ. পারেটর জীবন রহস্য উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে ব্যাখ্যা কর। ২
গ. প্রফেসর ডাক্তার চৌধুরীর পাঠদান পদ্ধতি ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘সন্তানের চিকিৎসায় জনাব মাসুদ এর পদক্ষেপ এ দেশের ভুক্তভোগী জনগনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত’ উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪

৬। মামুনের হাতে একটি টিউমার হওয়ায় সে ডাক্তার চৌধুরীর শরণাপন্ন হয়। তার পরামর্শ অনুযায়ী মামুন নিদির্ষ্ট তারিখে অপারেশন থিয়েটার উপস্থিত হলেন। মামুন দেখলেন ডাক্তার চৌধুরী একটি ভিআইপি করিডোর দিয়ে দুটি কক্ষে প্রবেশের পথে প্রথমটিতে সুইচ এ আঙুল স্থাপন করায় এবং দ্বিতীয়টিতে মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। ডাক্তার চৌধুরী অল্প সময়ে মধ্যে একটি বিশেষ পদ্ধতিতে ৪ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় মামুনের টিউমারের অপারেশন সম্পন্ন করলেন।
ক. ন্যানো টেকনোলজি কী? ১
খ. উন্নত জাতের বীজ তৈরিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিটি ব্যাখ্যা কর্ ২
গ. ডাক্তার মামুনের চিকিৎসায় কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. ডাক্তার চৌধুরীর দুটি কক্ষে প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? বিশ্লেষণসহ মতামত দাও। ৪

৭। রীমা তার বাবার সাথে নভোথিয়েটারে গেল। সেখানে সে মহাকাশ ভ্রমনের অনুভূতি উপভোগ করল। তার বাবা তাকে বলেন এটি একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে করা হয়েছে এবং এই নভোথিয়েটার আমাদের শিক্ষার উন্নয়নে সহায়ক হবে।
ক. রোবোটিক্স কী.? ১
খ. কম্পিউটার প্রোগ্রাম ভিত্তি যন্ত্র ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে কী প্রযুক্তি বর্ণিত হয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. মহাকাশ বিষয়ক জ্ঞান দানের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ কর। ৪
এইচএসসি আইসিটি সৃজনশীল প্রশ্নের উত্তরঃ অধ্যায়-১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি)
শর্ট সাজেশন ২০২৪
HSC ICT Short Suggestion 2024 pdf download
অধ্যায়-২
৮। শিক্ষা মন্ত্রণালয় হতে গ্রামের একটি কলেজকে দশটি কম্পিউটার, একটি প্রিন্টার ও একটি মডেম প্রদান করা হয়। অধ্যক্ষ মহোদয় সবগুলো কম্পিউটারে যেন প্রিন্টারও মডেম ব্যবহার করতে পারে এই ধরনের একটি নেটওয়ার্ক তৈরি করতে নিদের্শ দেন। প্রতিষ্ঠানটি 32kbps ইন্টারনেট স্পিড গ্রহণ করে। তবে নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলেও ভিডিও কনফারেন্স করা যাচ্ছে না।
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন কী? ১
খ. ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহন করা হয় কেন? ২
গ. অধ্যক্ষ মহোদয়ের চাহিদা মোতাবেক সর্বোচ্চ সুবিধা গ্রহণের জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা গ্রহণ করা যায় চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী ভিডিও কনফারেন্স করার জন্য কোন ধররে পদক্ষেপ গ্রহণ করা যায় বিশ্লেষণ কর। ৪

৯। একটি বেসরকারি কলেজের প্রতিটি বিভাগে কম্পিউটারের মাধ্যমে আলাদাভাবে কাজ করায় ডেটা আদান প্রদানে বিভিন্ন সমস্যা হয়। কলেজের অধ্যক্ষ সকল বিভাগকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় এনে অফিসের যাবতীয় কার্যক্রম এবং শিক্ষা/ পাঠদান অনলাইনে সম্পন্ন করতে পদক্ষেপ গ্রহণ করার আগ্রহ দেখালেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিলেন।
ক. ডেটা ট্রান্সমিশন স্পিড কী? ১
খ. জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে করা যায় তা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে পরিবর্তিত ব্যবস্থায় ডেটা সংরক্ষনের প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে কোন ধরনের নেটওর্য়াক ব্যবাহার করা হয়েছে? বিশ্লেষণ কর। ৪

১০। ICT Products একটি World Wide Company বিভিন্ন দেশ থেকে ডেটা কেন্দ্রিয়ভাবে গ্রহণ করে। ডেটা প্রক্রিয়াজাত করণের প্রয়োজনে তারা এমন একটি সিস্টেম গ্রহণ করলেন যেখানে Store Sofware Resource Share করা যায়। তাদের ম্যানেজমেন্ট নিয়মিত সিস্টেমটি এনালাইসিস করে ব্যবসার অবস্থা পর্যালোচনা করে এবং ব্যবসায় সম্প্রসারণে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করে। তথ্য আদান প্রদান নিবিঘ্ন করার জন্য তারা দুটি সিস্টেমের কথা চিন্তা করলেন। একটি সিস্টেমে তথ্য প্রেরণের সময় গ্রহণ বা গ্রহনের সময় প্রেরন করা যায় না। অন্য সিস্টেমটিতে তথ্য প্রেরণের সময় গ্রহণ বা গ্রহনের সময় প্রেরণ করা যায়।
ক. ইউনিকোড কী? ১
খ. 2G ও 3G এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? ব্যাখ্যা কর। ২
গ. কোম্পানিতে বর্তমানে ব্যবহৃত সিস্টেমটি কোন ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. কোন সিস্টেমটিকে গ্রহণ করা কোম্পানিটির জন্য যৌক্তিক হবে? বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ৪

১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটির ছাত্র তার গ্রামের প্রতিবেশী শুভকে তার বাসার ডিশ টিভি কিভাবে কাজ করে তা বুঝিয়ে বলল। নেটওয়ার্কের সুবিধা বর্ণনা করার ক্ষেত্রে E Banking ও এ ATM সেবা নিয়ে তারা আলোচনা করে।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. ন্যানো টেকনোলজি কিভাবে আমাদের উপকারে আসে? ব্যাখ্যা কর।
গ. শুভর বাসায় টিভির যে ট্রান্সমিশন মোড কাজ করে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী কি ধরনের নেটওর্য়াক স্থাপন করা উচিত? বিশ্লেষণ কর।

১২। মারুফ সাহেব একজন বিলবোর্ড ব্যবসায়ী। সে তার ছোট ভাই ফরহাদকে বলল আমার অফিসের কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযোগের জন্য যে ক্যাবল ব্যবহার করা হয়েছে তা অর্থ সাশ্রয়ী এবং সহজে স্থাপনযোগ্য। সে ফরহাদের অফিসে গিয়ে দেখল যে তার অফিসে সেদিন কোন কম্পিউটার কাজ করছে না। অনুসন্ধানে দেখা গেল একটি কম্পিউটারের সংযোগ ক্যাবল নষ্ট। পরের দিন তার বড় ভাইয়ের অফিস গিয়ে দেখল যে ঐ অফিসের সকল কম্পিউটারগুলো একটি কেন্দ্রিয় ডিভাইসের সাথে সংযুক্ত।
ক. মডেম কী?
খ. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান - প্রদান করা যায়? ব্যাখ্যা কর।
গ. মারুফ সাহেবের অফিসে ব্যবহৃত ক্যাবলটি কোন ধরনের ব্যাখ্যা কর।
ঘ. নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত ব্যবস্থাদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

১৩। একটি কলেজের AB-1, AB-2 এবং AB-3 ক্যাম্পাস তিনটির প্রতিটিতে অবস্থিত বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন প্রতিটি ক্যাম্পাসের আবার একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসেবে তার ব্যবহার করা হচ্ছেনা।
ক. Wi-Fi কী? ১
খ. ব্যান্ডউইথ ডেটা ট্রান্সফারের গতিতে কী ভুমিক রাখে- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক বর্ণিত AB-1 স্থানের নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের পরিস্থিতে নেটওয়ার্কের মাধ্যমে তার ব্যবহৃত না করার কারণ হিসেবে তোমার যুক্তি বিশ্লেষণ কর। ৪

১৪। রনি একদিন বাড়িতে বসে টিভিতে একটি গানের অনুষ্ঠান দেখছিল। অপর দিকে পাশের বাসায় রিয়াদ টিভিতে বসে লাইভ ক্রিকেট খেলা উপভোগ করছিল। তাদের টিভির সংযোগ একই প্রতিষ্ঠানের নিকট থেকে নেওয়া। রনির পাশেই তার বন্ধু রাজু রাউটার ব্যবহার করে ল্যাপটপে তারবিহীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করেছিল। রনি রাজুকে বলল তার ইন্টারনেট সংযোগটিতে দু্ই দিকেই ডেটা ট্রান্সমিশন হয় কিন্তু একই সময়ে নয়।
ক. মাইক্রোওয়েভ কী? ১
খ. ব্যান্ডউইডথ IMB বলতে কী বুঝ? ২
গ. রনি ও রিয়াদের টিভিতে অনুষ্ঠান সম্প্রচারে কোন ধরনের ক্যাবল ব্যবহৃত হয়েছে? তার ব্যবহার কতটা সুবিধাজনক? ব্যাখ্যা কর। ৩
ঘ. রাজুর ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি বিশ্লেষণ কর। ৪
এইচএসসি আইসিটি সৃজনশীল প্রশ্নের উত্তরঃ অধ্যায়-২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি)
শর্ট সাজেশন ২০২৪
HSC ICT Short Suggestion 2024 pdf download
অধ্যায়-৩
১৫। রাকিব স্যার শ্রেণিতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, আমি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। তিনি রাজুকে তার রোল জিজ্ঞেস করায় রাজু বললো তার রোল (2C)₁₆ । রাকিব স্যার মুচকি হেসে বললেন, বুঝেছি। আগামীকাল তোমরা (137)₁₀ কে রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিয়ে আসবে’।
ক. সংখ্যা পদ্ধতি কী? ১
খ. সংখ্যা পদ্ধতির বেজ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে রাজুর রোল নম্বারটি অকটালে প্রকাশ কর। ৩
ঘ. উদ্দীপকের বাড়ীর কাজটি রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর। ৪

১৬। রাফি কম্পিউটার ক্লাসে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাব করেছে। এই ধারণার ভিত্তিতে সে তার বয়স (21)₈ এবং রোল নম্বর (1101)₂ লিখে তার বন্ধু রাজুকে দেখাল।
ক. সংখ্যা পদ্ধতি কাকে বলে? ১
খ. 3D কোন ধরনের সংখ্যা। ব্যাখ্যা কর। ২
গ. রাফির বয়স Decimal এ কত বছর? ৩
ঘ. উদ্দীপকে ব্যবহৃত সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি কম্পিউটারে ব্যবহার করলে মেমরিতে কম জায়গা ধারণ করবে? বিশ্লেষণসহ যুক্তি দাও। ৪

১৭। F = X + XY + YZ
ক. বুলিয়ান চলক কী? ১
খ. ২-এর পরিপূরণ কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ফাংশনটি সরল কর। ৩
ঘ. উদ্দীপকের ফাংশনটিকে শুধু NAND গেইট দ্বারা বাস্তবায়ন কর। ৪

১৮। তৌহিদ দুটি সুইচ, একটি ব্যাটারি এবং একটি বাতি দিয়ে এমন একটি বর্তনি তৈরি করল যাতে দুটি সুইচ একত্রে অন বা অফ থাকলে বাতিটি জ্বলবে। উক্ত প্রজেক্টটি তার কালেজের বিজ্ঞান মেলায় উপস্থাপন করলো এবং পুরষ্কার পেল।
ক. লজিক গেইট কাকে বলে? ১
খ. আধুনিক কম্পিউটারে কাজের গতি বৃদ্ধিতে ২-এর পরিপূরক পদ্ধতি কিভাবে সহায়তা করতে পারে? ব্যাখ্যা কর। ২
গ. তৌহিদের তৈরি সার্কিটটির সত্যক সারণি অংকন কর। ৩
ঘ. তৌহিদের তৈরি লজিক গেইটটি ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটের জটিলতা কমায়- যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। ৪

১৯। বুলিয়ান অ্যালজেবরা বাস্তয়নের জন্য তিনটি মৌলিক গেইট তৈরি করা হয়। কিন্তু দেখা গেল এক প্রকার গেইট দিয়ে অন্য প্রকার গেইটের কাজ করা সম্ভব হয় না। তাই পরবতীতে একটি গেইট দিয়ে যেন তিনটি গেইট এর কাজ করা যায় এমন দুটি যৌগিক গেট তৈরি করা হলো।
ক. বুলিয়ান চলক কী? ১
খ. NOR গেইটের প্রয়োজনীয়তা- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লেখিত যৌগিক গেইট দুটি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের গেইট দুটিকে সর্বজনীন গেইট করা হয় কেন? কারণসহ বিশ্লেষণ কর। ৪
এইচএসসি আইসিটি সৃজনশীল প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি)
শর্ট সাজেশন ২০২৪
HSC ICT Short Suggestion 2024 pdf download
অধ্যায়-৪
২০। একটি গ্রুপ অব কোম্পানির আইটি বিভাগ নিজেদের ওয়েবসাইট তৈরির দায়িত্ব পেল। ওয়েব সাইটটির সমস্ত কাজ অর্থাৎ ওয়েব ডিজাইন থেকে শুরু করে পাবলিশিং পর্যন্ত সমস্ত কাজগুলো তাদের নিজেদের করতে হবে। ওয়েব সাইটটি তৈরি করা হয়েছিল HTML, CSS, Javascript, Oracle, php ইত্যাদি ব্যবহার করে। কোনোদিকে চিন্তা না করে তারা তাড়াতাড়ি হোস্টিং করে ফেললো। কিন্তু পরে তারা সমস্যাসর সম্মুখীন হলো। অবশেষে একজন বিশেষজ্ঞের পরামর্শে তাদের সমস্যাটি সমাধান হলো। অবশেষে কোম্পানির আইটি ম্যানেজার ওয়েবসাইটটি সার্ভারে আপলোড করলো।
ক. লোকাল ওয়েব পেইজ কী? ১
খ. ডোমেইন নেম কিনতে হয় কেন? ২
গ. আইটি ম্যানেজারের সর্বশেষ কাজটি কিভাবে সংঘঠিত হয় তা চিত্রের মাধ্যমে দেখাও। ৩
ঘ. কোম্পানিটির সমস্যা সমাধানে বিশেষজ্ঞ হিসাবে তোমার মতামত বিশ্লেষণ কর। ৪

২১। ঢাকা কলেজ ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এদেশের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী দেশে বিদেশে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা প্রতিনিয়ত তাদের প্রিয় প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানতে চায়। এছাড়া অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। এজন্য তাদেরকে অনেক কষ্ট করে প্রতিষ্ঠান থেকে ভর্তি আবেদন ফরম সংগ্রহ করতে হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিদ্ধান্ত নিয়েছেন উল্লিখিত সমস্যাগুলো দূর করতে তিনি প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইটটিতে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের তথ্য, বিভিন্ন বিভাগ, আসন সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের স্থির চিত্র, ভিডিও ক্লিপ, অনলাইন ভর্তি আবদেন ফরম এবং বিভিন্ন নোটিশ অন্তর্ভূক্ত থাকবে।
ক. ওয়েব ব্রাউজার কী?
খ. Text ডকুমেন্টকে কিভাবে HTML ডকুমেন্ট হিসেবে সংরক্ষন করা যায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ওয়েবসাইটটির গঠন কী হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ওয়েবসাইটটি কী ধরনের সুবিধা প্রদান করতে পারে? তোমার মতামত বিশ্লেষণ কর।

২২। বর্তমানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের তথ্যসমূহ নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে ইন্টারনেটের সাহায্যে সেই ওয়েবসাইটগুলো ব্রাউজ করা যায়। ওয়েবপেজকে সুন্দর ও আকর্ষনীয় করার জন্য গ্রাফিক্স অডিও ভিডিও ফাইল লিংক পেজে সংযুক্ত করা হয়ে থাকে। IPV-4 অনুসারে প্রতিটি ওয়েবসাইটের অদ্বিতীয় ঠিকানা থাকে। ফলে সার্চ ইঞ্জিনের মাধ্যমে দ্রুত খুজে পাওয়া যায়।
ক. TLD কী?
খ. ওয়েবপেজে ছবি সংযুক্ত ও হাইপারলিংক করার HTML সিনট্যাক্স উল্লেখ কর।
গ. উদ্দীপকের IP অনুসারে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম কীভাবে নিধারণ করা হয়?
ঘ. উদ্দীপকের ওয়েবসাইট তৈরিতে কোন কৌশলের ব্যবহার শ্রেয় ও কেন? ব্যাখ্যা কর।

২৩। জনাব জাকারিয়া একজন কলেজ অধ্যক্ষ। নিজের প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি ও হোস্টিং বাবদ খুব বেশি ব্যয় করতে রাজী নন। নিরাপত্তার বিষয়টি তার কাছে মুখ্য নয়। অপরদিকে হাবিবুর রহমান একটি প্রতিষ্ঠানের কর্ণধার। তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি ও হোস্টিং বাবদ লক্ষাধিক টাক ব্যয় করতে প্রস্তুত। তার কাছে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে নিদির্ষ্ট ডোমেইন প্রাপ্তি ওয়েবসাইটের গুণগত মান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষন বিষয়টি জরুরি।
ক. ডোমেইন কী?
খ. আদর্শ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো কী কী?
গ. হাবিবুর রহমান সাহেবের কাছে ওয়েবসাইটের নিরাপত্তার বিষয়টি কেন জরুরি? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুজনের ওয়েবসাইটের শক্তিশালী ও দূর্বল বিষয়গুলো তুলনামূলক আলোচনা কর। ৪

২৪। মোহন একটি ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখে ওয়েবসাইটটির প্রতিটি পেজে যেতে হলেই বারবার হোমপেজে আসতে হয়। আর হোম পেজটি নানা ধরনের নান্দনিক বিজ্ঞাপন সাজানো যাতে করে সবাই আকৃষ্ট হয় । প্রথমবার ব্যবহার করতে গিয়ে দেখে পেজটি লোড হতে বেশি সময় নেয়। তাছাড়া পেজটি দেখা গেলেও সকল ছবি ব্রাউজার প্রদর্শন করতে পারছে না। এতে সে বিরক্ত হয়।
ক. HTML ট্যাগ কী? ১
খ. ডোমেইন নেম রেজিষ্ট্রশন করতে হয় কেন? ২
গ. উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা কর ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত মতামত দাও। ৪

২৫। একটি কলেজের জন্য HTML এ একটি ওয়েব সাইট ডিজাইন করা হয়েছে। এ ওয়েব সাইটটিতে অনেকগুলো ওয়েব পেইজ আছে প্রথম পেইজটিকে হোম পেইজ বলা হয়। হোম পেইজের সাথে অন্য সবগুলো ওয়েব পেইজের লিংক রয়েছে।
ক. ওয়েব পেইজ কী? ১
খ. <b> ও </b> বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকে ওয়েবসাইটের হোম পেইজের সাথে অন্যান্য পেইজের কিভাবে লিংক স্থাপন করা হয়েছে বলে তুমি মনে কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত লিংক এর সাহায্যে কলেজের যাবতীয় তথ্যাদি পাওয়া সম্ভব বিশ্লেষণ কর। ৪

২৬। ম্যাডাম ক্লাশে একদিন এমন একটি ওয়েব পেইজ তৈরি করতে বললেন যার টাইটেল হবে Collage Information। বডিতে একই প্যারাগ্রাফে দুটি লাইন থাকবে এবং যাদের ফন্ট রং ও ফন্ট্র ধরন আলাদা হবে।
ক. ডেফিনিশন লিস্ট কী? ১
খ. ওয়েবে স্টোরি বোডিং এর ভূমিকা বলতে কী বুঝ?২
গ. উক্ত কাজটি কতভাবে করা যেতে পারে ব্যাখ্যা কর।৩
ঘ. উক্ত প্রোগ্রামটি HTML এ রচনা করো।

২৭। মাহমুদুল হাসান সাহেব ঐ কলেজের পচিশ বছর পূর্তি উপলক্ষে স্মরণীয় করে রাখার জন্য ওয়েবসাইট ভিত্তিক ম্যাগাজিন বের করার সিদ্ধান্ত নেন এবং সে মোতাবেক একটি নামকরা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করেন। তিনি ওয়েবপেইজের তিনটি নমুনা দেখান।
ক. ওয়েবসাইট কী?
খ. কোন প্রক্রিয়ায় স্থির ইমেজকে গতিশীল করা সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত ৩য় নমুনাটি চিহ্নিত কর ও ব্যাখ্যা কর।
ঘ. মাহমুদুল হাসানের ম্যাগাজিন প্রকাশের জন্য নমুনা-১ ও নমুনা-২ এর মধ্যে কোনটি অধিক যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও।
এইচএসসি আইসিটি সৃজনশীল প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি)
শর্ট সাজেশন ২০২৪
HSC ICT Short Suggestion 2024 pdf download
অধ্যায়-৫
২৮। কম্পিউটার সায়েন্সের ছাত্রী অনন্না সি ভাষায় কিছু উৎস কোড লিখল। ফাইলটি X নামে সংরক্ষন করলো। এরপর সে ফাইলটিকে কম্পাইল করে উৎস কোডকে অবজেক্ট কোডে পরিণত করল এবং অবজেক্ট কোডকে Y নামে সংরক্ষন করলো। কাজটি শেষ হলে অনন্নার ছোট বোন তামান্না তাকে জিজ্ঞাসা করলো কেন তুমি উৎস কোডকে অবজেক্ট কোডে রুপান্তর করলে?
ক. অনুবাদক প্রোগ্রাম কী?
খ. কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে দুটি পার্থক্য লেখ।
গ. তামান্নার প্রশ্নের উত্তর তুমি কীভাবে দিবে? ব্যাখ্যা কর।
ঘ. X ও Y ফাইল দুটির মধ্যে কোনটি অনন্নার জন্য অনুধাবন করা সহজ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

২৯। জনাব লতিফ উল্লাহ আশাশুনী হাই স্কুল এন্ড কলেজের কম্পিউটার শিক্ষক। তিনি যখন প্রোগ্রাম তৈরি করেন তখন তা ধাপে ধাপে করেন। কিন্তু তারপরও একটি সমস্যায় পড়তে হয়েছে তাকে। প্রত্যেক ছাত্র ছাত্রীর ওজন ও উচ্চতা তালিকা করার জন্য প্রোগ্রাম তৈরি করতে গিয়ে দেখেন একই নাম বারবার এসেছে। অবশ্য সম্প্রতি তিনি এমন একটি প্রোগ্রাম ব্যবহার করছেন যা ব্যবহারের ফলে কম্পিউটারে বারবার অনুবাদ করতে হয় না।
ক. অনুবদাক প্রোগ্রাম কী?
খ. হাই লেবেল ল্যাঙ্গুয়েজের সুযোগ সুবিধাগুলো লেখ।
গ. লতিফ উল্লাহ সাহেব যদি ১৮ কেজি ওজনের সব ছাত্রছাত্রীর ওজন বের করতে চান তাহলে তাকে কোন প্রোগ্রাম ব্যবহার করতে হবে।
ঘ. লতিফ উল্লাহ সম্প্রতি ব্যবহার করা প্রোগ্রামটির জনপ্রিয়তার কারনগুলো বিশ্লেষণ কর।

৩০। সাতনীর ওয়েল কোম্পানির শ্রমিকদের সাপ্তাহিক মজুরী হিসেব করার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেব কর্মকর্তাকে নিদের্শ দিলেন। তিনি বলে দিলেন যারা সপ্তাহে ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করবে তারা মজুরী ১০ টাকা হারে পাবে আর যারা ৪০ ঘন্টার অতিরিক্ত কাজ করবে তারা অতিরিক্ত কাজের জন্য ঘন্টা প্রতি ২০ টাকা হারে মজুরী পাবে। হিসেব কর্মকর্তা মজুরী হিসেবে করার জন্য একটি প্রোগ্রাম তৈরির অ্যালগরিদম লিখতে বললেন।
ক. অ্যালগরিদম কাকে বলে?
খ. কোনো প্রোগ্রাম রচনায় অ্যালগরিদম কীভাবে তৈরি করা হয় বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের নিয়ম অনুযায়ী অ্যালগরিদম লেখ।
ঘ. অ্যালগরিদমের নিয়ম বৈশিষ্ট্য ও যুক্তি বিশ্লেষণ কর।

৩১। ইসরাত আলী একদাশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র। শিক্ষক তথ্য ওযোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে পঞ্চম অধ্যায়ের ৩টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করছেন। কিন্তু ইসরাত ক্লাসে পড়া ভালোভাবে বুঝতে পারছেনা। তাই সে শিক্ষককে বিস্তারিত উদাহরণের মাধ্যমে বলতে বললো। শিক্ষক উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন।
ক. অ্যালগরিদম কী?
খ. অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে একটি পার্থক্য ব্যাখ্যা কর।
গ. ইসরাত আলী কিভাবে উক্ত সংখ্যার অ্যালগরিদম রচনা করবে? ব্যাখ্যা কর।
ঘ. অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট অঙ্কন করে দেখাও।

৩২। সজিব ও বেলাল সহপাঠী এবং তারা দুজনই একাদশ শ্রেণির ছাত্র। তারা দুজন কলেজ লাইব্রেরিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। বেলাল সাজিবকে জিজ্ঞেস করল আচ্ছা কম্পিউটার কী? তুমি কী বিস্তারিতভাবে কম্পিউটার সম্বন্ধে বলবে? তখন সজিব হ্যা সূচক মাথা নেড়ে বলল যে কম্পিউটার হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত রুপ। হার্ডওয়্যার হলো কম্পিউটারের সকল অংশ যেগুলো যন্ত্রপাতি সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আর সফটওয়্যার হলো সেই যন্ত্রপাতি যেগুলো প্রোগ্রামিংয়ের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আর সফটওয়্যার হলো সেই যন্ত্রপাতি দিয়ে কাজ আদায় করার প্রক্রিয়া। প্রোগ্রাম ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন নির্জীব। প্রকৃতপক্ষে সফটওয়্যার হলো কতগুলো নিদের্শনার সমষ্টি যেগুলো যথাসময়ে পালন করে হার্ডওয়্যারের যথাযথ কাজটি করে থাকে।
ক. কম্পিউটার প্রোগ্রামিং কী?
খ. একটি ভালো প্রোগ্রামের গুণাবলি সম্পর্কে সজিবের কাছ থেকে বেলাল যা জেনেছে ব্যাখ্যা কর।
গ. সজিবের মতে কম্পিউটারের প্রোগ্রামিং এ অ্যাসেম্বলি ভাষা কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
ঘ. উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধাজনক বিশ্লেষণ কর।

৩৩। ধাপ১: প্রোগ্রাম শুরু।
ধাপ২: দুটি সংখ্যা পড়।
ধাপ৩: দুটি সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ কর।
ধাপ৪: ফলাফল ছাপাও।
ধাপ৫: প্রোগ্রাম শেষ।
ক. কম্পাইল কী?
খ. আউটপুট ফাংশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের সমস্যাটির প্রবাহচিত্র ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি প্রোগ্রাম তৈরির ধাপের সাথে কীভাবে সম্পর্কিত বিশ্লেষণ কর।

৩৪। তন্ময় পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে পাঠ্য বই থেকে সি সম্বন্ধে তার বন্ধু সাজ্জাদের সাথে আলোচনা করছে। সে তার বন্ধুর উদ্দেশ্যে বলল যে, কম্পিউটারে সি হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা। ব্যবহারিক কর্মসূচি বা কাস্টমাইজড কর্মসূচির ন্যায় সি ও একটি প্রোগ্রাম।
ক. চলক কী?
খ. অনুবাদক বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ভাষা কীভাবে কাজ করে?
ঘ. উদ্দীপকে উল্লেখিত ভাষার সাথে নিম্ন স্তরের ভাষার তুলনামুলক বিশ্লেষণ কর।
এইচএসসি আইসিটি সৃজনশীল প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৫

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Suggestion) চূড়ান্ত সাজেশন্স ২০২৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি)
শর্ট সাজেশন ২০২৪
HSC ICT Short Suggestion 2024 pdf download
অধ্যায়-৬
৩৫। মোঃ আরিফুল ইসলাম স্যার ক্লাসে DBMS পড়াতে গিয়ে বললেন DBMS এ কার্যক্রম পরিচালিত হয় দুটি ভাগে। যথা-১. ফ্রন্টএন্ড এবং ২. ব্যাকএন্ড। ফ্রন্টএন্ড প্রিভিলেজ অনুযায়ী ডেটা ম্যানুলেশন এর কাজ করা হয় এবং ব্যাকএন্ড এ দায়িত্বে থাকেন একজন দক্ষ লোকতিনি ডেটাবেজের ডেট ডেফিনেশন ও ডেটা কন্ট্রোলের কাজ করেন।
ক. DBMS এর পূর্ণ রুপ কী? ১
খ. ডেটাবেজ রিলেশনের ক্ষেত্রে প্রাইমারি কি এবং ফরেন কী এর ডেটা টাইপ একই হওয়া প্রযোজন কেন? ২
গ. তোমাকে যদি উক্ত দক্ষ লোকের দায়িত্ব দেওয়া হয় তাহেল তোমার কাজগুলি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের উক্ত দুটি কার্যক্রমের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর। ৪

৩৬। স্বদেশ ইনফরমেশন টেকেনোলজি ওরাকল ডেটাবেজ দিয়ে বিভিন্ন ধরনের কর্পোরেট ডেটাবেজ তৈরি করে। একটি কর্পোরেট ডেটাবেজ তৈরির জন্য স্বদেশ আইটির সিইও (CEO) একটি মাস্টার টেবিল ও একটি ডিটেল টেবিলের স্ট্রাকচার তৈরি করে তার কোম্পানির নতুন একজন কর্মকর্তাকে এই টেবিলের মধ্যে MS-Access রিলেশন করতে বললেন।
ক. প্রাইমারি কী কাকে বলে? ১
খ. ডিস্ট্রিবিউটেড DBMS এ একাধিক ডেটাবেজ ব্যবহৃত হওয়ার সুবিধা বুঝিয়ে লেখ। ২
গ. নতুন কর্মকর্তা কাজটি কিভাবে করলো? ব্যাখ্যা কর। ৩
ঘ. নতুন কর্মকর্তা যে দুটি ফিল্ডের বেশি গুরুত্ব দিয়েছিল ডেটাবেজে তাদের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

৩৭। রেদওয়ান সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানের IT অফিসার। তিনি প্রতিষ্ঠানের ফাইল থেকে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্যাবলী সরবরাহ করে থাকেন। তিনি প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যসমূহ একটি ফাইলে সংরক্ষন করেন এবং নিয়ম মোতাবেক গ্রাহকদের সরবরাহ করেন। অত্যন্ত দায়িত্বশীল বলে ডেটা সিকিউরিটির জন্য তিনি ডেটাবেজ এনক্রিন্ট ও ডিক্রিপ্ট পদ্ধতি ব্যবহার করেন।
ক. DBMS কী? ১
খ. ইন্ডেক্সিং ডেটাবেজ সিস্টেমের কাজের গতি বৃদ্ধি করে ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে রেদওয়ান সাহেব কিভাবে গ্রাহকদের আর্থিক তথ্যাবলী সংরক্ষন করেন। ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে রেদওয়ান ডেটাবেজের কোন পদ্ধতি ব্যবহারে ডেটার নিরাপত্তা নিশ্চিত করেন বিশ্লেষণ কর। ৪

৩৮। Product Code  Product Name
01  Book
02  Pencil
03  Eraser

Product Code  Quantity
01  10
02  3
03  5
ক. ফরেন কি কাকে বলে? ১
খ. প্লেইন টেক্সট ও সাইফার টেক্সট এক নয় ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের টেবিলদ্বয়ের ব্যবহৃত কী গুলো নিদের্শ কর এবং এদের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ৩
ঘ. টেবিল দুটোর মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান আলোচনা কর এবং কোন কোন প্রোডাক্ট এর পরিমান দশ এর নীচে রয়েছে তাদের নাম ও কোডসহ প্রদর্শন করানোর জন্য SQL কমান্ড লিখ। ৪

৩৯। ডা. ইসরাত জাহান তার লুবনা জেনালের হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবা বাড়াতে চান। এজন্য তিনি রোগী ভর্তি, রোগীর প্যাথলজিক্যার টেস্ট রিপোর্ট এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি কম্পিউটারে সংরক্ষণ করবেন এবং প্রয়োজনে তাৎক্ষনিকভাবে তা দেখতেও পারবেন।
ক. ডেটাবেজ কী? ১
খ. MySQL বলতে কী বুঝায় ২
গ. উদ্দীপকে উল্লেখিত কার্য সম্পাদনে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? তা ব্যাখ্যা কর্ ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যবস্থা গ্রহনের ফলে হাসপাতলে পূর্বের তুলনায় কী সুবিধা পাওয়া যাবে? তা বিশ্লেষণ কর। ৪

৪০। হলিক্রস কলেজের লাইব্রেরিতে অসংখ্যা বই রয়েছে। প্রত্যেকটি বইয়ের টাইটেল, লেখক, প্রকাশক, মুল্য, প্রকাশনার বছর, আইএসবিএন নম্বর ইত্যাদি অনেক ডেটা সংরক্ষণ করার প্রয়োজন হয়। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে বই ধার নিতে পারেন। শিক্ষার্থীদের আইডি কার্ডে তাদের নাম, শ্রেণি, সেশন, বিভাগ, ঠিকানা, রোল নম্বর ইত্যাদি থাকে। আইসিটি বিষয়ের অধ্যাপক সুব্রত উপরোক্ত তথ্য সংরক্ষন করার জন্য একটি রিলেশনাল ডেটাবেজ ডিজাইন করেছেন।
ক. কুয়েরি ল্যাংগুয়েজ কী? ১
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্ত লিখ। ২
গ. উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী ও বইয়ের ডেটা সংরক্ষনের জন্য পৃথক ২টি টেবিল ও তাদের প্রয়োজনীয় ফিল্ড ও ডেটা টাইপ গুলোর নাম লিখ। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী টেবিল ও বই টেবিল রিলেশন তৈরি করে একটি সহজ রিলেশনাল ডেটাবেজ তৈরি কল। ৪

৪১। জেনারেল হাসপাতালে ডেটাবেজে রোগীদের তথ্য সংরক্ষনের জন্য দুটি ডেটা টেবিল ব্যবহার করে। একটিতে রোগীর নাম মোবাইল নাম্বার, জন্ম তারিখ এবং অন্যটিতে মোবাইল নাম্বার, রোগের বর্ণনা, ব্যবস্থপত্র ফিস সংরক্ষিত থাকে
ক. কুয়েরি ভাষা কী? ১
খ. ডেটাবেজ ইনডেক্স ফাইল স্বয়ংক্রিভাবে আপডেট হয় বুঝিয়ে লেখ। ২
গ. ডেটাবেজের ১ম টেবিলের ফিল্ডগুলোর ডেটাটাইপ ব্যাখ্যা কর। ৩
ঘ. টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪

৪২। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর আইডি নাম পিতার নাম ঠিকানা জন্ম তারিখ সেকশন ইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে।
ক, ডেটাবেজ কী? ১
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লিখ। ২
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা
কর। ৩
ঘ. উদ্দীপকের যে কোনো দুটি রেকর্ড সংযোজন করার জন্য SQL কমান্ড লিখে বিশ্লেষণ কর। ৪
এইচএসসি আইসিটি সৃজনশীল প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৬


এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি
শর্ট সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন
HSC ICT Short Suggestion 2024 pdf download mcq question


অধ্যায়-১
১। বিশ্ব গ্রাম ধারণাটির প্রবক্তা কে?
[ক] ডেমিয়েন ব্রডরিক
[খ] মার্শাল ম্যাকুলহান
[গ] জন ম্যাকর্থি
[ঘ] অ্যান্টোনিন আরচিউড

২। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?
[ক] গ্রামের সাথে শহরের সহজ যোগযোগ
[খ] ইন্টারনেট সুবিধার ব্যাকপ প্রসার
[গ] বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন
[ঘ] শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার

৩। আউটসোর্সিং কী?
[ক] নিদির্ষ্ট শ্রমত ঘন্টায় কাজ করা
[খ] ইন্টারনেটভিত্তিক কাজ
[গ] বিশেষ ব্রাউজিং সুবিধা
[ঘ] বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা

৪। কোনটি ক্রোয়োসাজারির সাথে সম্পর্কিত?
[ক] ফাজি লজিক
[খ] বিশেষ ধরনের গস্নাভস
[গ] নাইট্রোজেন
[ঘ] নেভিগেশন

৫। কোনটি রোবটের ব্যবহার?
[ক] জটিল সার্জারি চিকৎসায়
[খ] ব্যক্তির স্বাক্ষর শণাক্তকরণে
[গ] নতুন জাতের বীজ উৎপাদনে
[ঘ] টেনিস বলের আকৃতিতৈরিতে

৬। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
[ক] এক মাত্রিক
[খ] দ্বি মাত্রিক
[গ] ত্রিুমাত্রিক
[ঘ] বহুমাত্রিক

৭। কোনটি বায়ো ইনফরমেট্রিক্সর বৈশিষ্ট্য?
[ক] স্বল্প ডেটা সংক্ষরণ
[খ] জৈবিক ডেটার সমাহার
[গ] ন্যানো টেকনোলজির ব্যবস্থা
[ঘ] প্রযুক্তি নির্ভর নিরাপত্তা

৮। প্লেগারিজম কোন অরাধের সাথে জড়িত?
[ক] অন্যের লেখা চুরি
[খ] সফটওয়্যার পাইরেসি
[গ] কপিরাইট লংঘন
[ঘ] আইডেন্টিটি চুরি

৯। ভার্চুয়াল রিয়েলিটিতে অনুসরন করা হয়-
i. অভিকর্ষ নিয়ম
ii.কোনো ঘটনার প্রেক্ষক্ষতে বা ব্যক্তির তাৎক্ষনিক ক্রিয়া প্রতিক্রিয়ার নিয়ম
iii. যোযোগাগের নিয়ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০। ভার্চুয়াল রিয়েলিটিতে অনুসরণ করা হয়-
i. প্রাকৃতিক বৈশিষ্ট্যের নিয়ম
ii. যোগাযোগের নিয়ম
iii. গতিশীলতার নিয়ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়-
i. বিজ্ঞানের ব্যবহার বৃদ্ধি ও সহজীকরণে
ii. ইন্ডাস্ট্রিয়াল প্রসেসর সিমুলেশন সহজীকরণ
iii. বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রয়োগবিধি ও কার্যপদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২। ভার্চুয়াল রিয়েলিটিতে মাধ্যমে-
i. নেটওয়ার্কের মাধ্যমে একাধিক ব্যক্তি একই গেমে অংশগ্রহণ করতে পারে
ii. দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে নিমিত কার্টুন সব শ্রেণির মানুষের কাজে জনপ্রিয় করে তুলতে পারে
iii. বৈজ্ঞানিক কল্পকাহিনী বা পৌরণিক কাহিনীনির্ভর ছবি সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে পারে।

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩। কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্ববভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রুপায়নটি আসলে কী?
[ক] আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
[খ] ভার্চুয়াল রিয়েলিটি
[গ] ন্যানো প্রযুক্তি
[ঘ] বায়োইনফরমেটটিক্স

১৪। ভার্চুয়াল রিয়েলিটিতে পঞ্চাইন্দ্রিয়ের মধ্যে কমপক্ষে কয়টি ইন্দ্রিয় কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত হয়?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৫। ভার্চুয়াল রিয়েলিটিরঅন্য নাম কী?
[ক] হাইপার রিয়েলিটি
[খ] ভার্চুয়াল ইনভায়েরনমেন্ট
[গ] কম্পিউটার সিমুলেশন
[ঘ] ভার্চুয়াল অবজেক্ট

১৬। ভার্চুয়াল ওয়ার্ল্ড শব্দটি কীসের সাথে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ?
[ক] ইন্টারঅ্যাকটিভ ত্রিমাত্রিক ভার্চুয়াল পরিবেশের সাথে
[খ] বিমান চালনার সাথে
[গ] টেলিপ্রেজেন্সের ধারনার সাথে
[ঘ] ক্রিয়া প্রতিক্রিয়া ও তাৎক্ষণিক যোগাযোগের সাথে

১৭। কোন প্রযুক্তিতে কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন তৈরি করে ব্যবহারকারীর ইন্দ্রিয়ে সাহায্য বিমূতে হয়ে বা ধারনার একটি উদ্দীপক উপস্থাপন করা হয়?
[ক] আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
[খ] ভার্চুয়াল রিয়েলিটি
[গ] ন্যানোটেকনোলজি
[ঘ] বায়োমেট্রিক্স

১৮। বর্তমানে বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে?
[ক] তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরকারণে
[খ] তথ্য প্রযুক্তির কারণে
[গ] যোগাযোগ
[ঘ] ভার্চুয়াল রিয়েলিটির কারণে

১৯। বর্তমান যুগকে কী বলা হয়?
[ক] শিল্প যুগ
[খ] তথ্যপ্রযুক্তির যুগ
[গ] কৃষি যুগ
[ঘ] বাণিজ্যক যুগ

২০। বর্তমান বিশ্বে কিসে শিক্ষাদান সর্বোত্তম?
[ক] কম্পিউটারে
[খ] টেলিভিশনে
[গ] রেডিওতে
[ঘ] ক্যালকুলেটরে

২১। নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান?
[ক] সুপারকম্পিউটার
[খ] টেলিভিশন
[গ] ইন্টারনেট
[ঘ] ক্যালকুলেটর

২২। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকেকী বলে?
[ক] বৈশ্বিক ভিলেজ
[খ] ভিলেজ
[গ] Town ভিলেজ
[ঘ] বিশ্বসাহিত্য

২৩। কোনটি ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়?
[ক] মোবাইল ফোন
[খ] কম্পিউটার
[গ] টেলিভিশন
[ঘ] ইন্টারনেট

২৪। বর্তমানে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার প্রযুক্তির উন্নয়নের হার কী রকম?
[ক] নিমণ
[খ] উচ্চ
[গ] অতি উচ্চ
[ঘ] স্থবির

২৫। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার মধ দিয়ে টেলিযোগাযোগ ব্যবস্থার অগ্রযাত্রা শুরু হয়কোন সময়ে?
[ক] পঞ্চাশেরদশকে
[খ] ষাটের দশকে
[গ] সত্তরের দশকে
[ঘ] বিংশ শতাব্দীতে
এইচএসসি আইসিটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ অধ্যায়-১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি
শর্ট সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন
HSC ICT Short Suggestion 2024 pdf download mcq question
অধ্যায়-২
১। ডেটা কমিউনিকেশ কী?
[ক] দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়
[খ] মাধ্যমবহীন তথ্যের প্রবাহ
[গ] শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ
[ঘ] শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ

২। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে?
[ক] PAN
[খ] LAN
[গ] MAN
[ঘ] WAN

৩। টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?
[ক] কমলা
[খ] বাদামী
[গ] কাল
[ঘ] সাদা

৪। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতিকত?
[ক] 6900bps
[খ] 6900kps
[গ] 9600bps
[ঘ] 9600kps

৫। হটস্পট কী?
[ক] বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
[খ] তার যুক্ত ইন্টারনেট ব্যবস্থা
[গ] তারিবহীন ইন্টানেট ব্যবস্থা
[ঘ] বিশেষ ধরনের সফটওয়্যার

৬। একটি কেন্দ্রিয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে?
[ক] BUS
[খ] MESH
[গ] RING
[ঘ] STAR

৭। কোন IEEE টি Wi-Fi স্ট্যান্ডার্ড?
[ক] 802.11
[খ] 802.11u
[গ] 802.15
[ঘ] 802.16

৮। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?
[ক] সাশ্রয়ী ও সহজলভ্য
[খ] ইন্টারনেট সংযোগ লাগে না
[গ] এপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায়
[ঘ] তথ্যের গোপনীয়তা বাজায় থাকে

৯। কো এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
[ক] 100Mbps
[খ] 200Mbps
[গ] 2Gbps
[ঘ] 40Gbps

১০। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
[ক] হাব
[খ] সুইচ
[গ] রিপিটার
[ঘ] রাউটার

১১। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত?
[ক] 1mbps বা অধিক
[খ] 9600bps
[গ] 45-300 bps
[ঘ] 45bps

১২। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
[ক] হাব
[খ] মডেম
[গ] রাউটার
[ঘ] রিপিটার

১৩। MSB এর পূর্নরুপ হচ্ছে-
[ক] Most Suitable Bit
[খ] Most Significant Bit
[গ] Maximum Suitable Bar
[ঘ] Maximum Sigficant Bit

১৪। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫। কম্পিউটার নেটওয়াকিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

১৬। টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?
[ক] সাধারন
[খ] কো এক্সিয়াল
[গ] টুইস্টেড পেয়ার
[ঘ] ফাইবার অপটিক

১৭। ও নং কম্পিউটার নষ্ট হলে কোন কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে?
[ক] 1,3 এবং 6
[খ] 4 এবং 6
[গ] 1,3 এবং 6
[ঘ] 1.3,4 এবং 6

১৮। একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-
i. মোবাইল
ii. ওয়াকি টকি
iii. রেডিও

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৪৯২ ও৪৯৩ নং প্রশ্নের উত্তরদাওঃ
মোহনা লক্ষ্য করল তাদের এলাকার সবচেয়ে উচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তে অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোন বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা।

১৯। উদ্দীপকের উচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?
[ক] রেডিও ওয়েভ
[খ] টেরিন্ট্রিয়াল মাইক্রোওয়েভ
[গ] ইনফ্রারেড
[ঘ] স্যাটেলাইট মাইক্রোওয়েভ

২০। উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয়-
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১। ব্লুটুথ প্রযুক্তির আবিষ্কারক কোন কোম্পানি?
[ক] এরিকসন
[খ] নোকিয়া
[গ] স্যামসাং
[ঘ] সিমেন্স

২২। কোন নেটওয়ার্ক টপোলজিতে হোস্ট কম্পিউটার থাকে?
[ক] বাস টপোলোজি
[খ] রিং টপোলোজি
[গ] স্টার টপোলোজি
[ঘ] মেশ টপোলোজি

২৩। ইন্টারনেট আদিবাসীকে কী বলা হয়?
[ক] সিমপ্লেক্স
[খ] হাফ ডুপ্লেক্স
[গ] ফুল ডুপ্লেক্স
[ঘ] ব্রডকাস্ট

২৪। ফাইবার অপটিক ক্যাবলে আলোক রশ্মি কোন ঘটনার মাধ্যমে দ্রুত ডেটা প্রেরণ থাকে?
[ক] প্রতিসরণ
[খ] প্রতিফলন
[গ] পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ
[ঘ] পূর্ণঅভ্যন্তরীন প্রতিফলন
এইচএসসি আইসিটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ অধ্যায়-২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি
শর্ট সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন
HSC ICT Short Suggestion 2024 pdf download mcq question
অধ্যায়-৩
১। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক কতটি?
[ক] ২টি
[খ] ৮টি
[গ] ১০টি
[ঘ] ১৬টি

২। সংখ্যা প্রকাশের ক্ষুদ্রতম প্রতীককে কী বলে?
[ক] সংখ্যা
[খ] প্রতীক
[গ] চিহ্ন
[ঘ] অংক

৩। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন?
[ক] গটফ্রিজ লিবনিজ
[খ] আল জাবির
[গ] আল খোয়ারিজমি
[ঘ] আল হ্যাজেন

৪। ১৮৫৪ সালে কোন গণিতবিদ বাইনারি সংখ্যা পদ্ধতি ও এ সংক্রান্ত অ্যালজেবরার ব্যাখ্যা উপস্থাপন করেন?
[ক] জর্জ বুল
[খ] আল জাবির
[গ] আল খোয়ারিজমি
[ঘ] আল হ্যাজেন

৫। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?
[ক] ১ এবং ১
[খ] ০ এবং ১
[গ] ০ এবং ০
[ঘ] ২ এবং ১

৬। কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়।
[ক] বাইনারি
[খ] অক্টাল
[গ] দশমিক
[ঘ] হেক্সাডেসিম্যাল

৭। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে?
[ক] একটি মাত্র সংকেতের সমন্বয়ে
[খ] দুটি মাত্র সংকেতের সমন্বয়ে
[গ] তিনটি মাত্র সংকেতের সমন্বয়ে
[ঘ] চারটি মাত্র সংকেতের সমন্বয়ে

৮। মেশিন ল্যাঙ্গুয়েজ বিদ্যুৎ প্রবাহের কতটি সংকেতের সমন্বয়ে গঠিত হয়?
[ক] একটি
[খ] দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৯। ০ এবং ১-এ অঙ্ক দুইটির প্রত্যেকটিকে কী বলা হয়?
[ক] বিট
[খ] ডিজিট
[গ] বাইনারি
[ঘ] সংখ্যা

১০। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কোনটি?
[ক] ২
[খ] ৩
[গ] ৮
[ঘ] ১৬

১১। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে কতটি?
[ক] ২
[খ] ৪
[গ] ৮
[ঘ] ৬

১২। বাইনারি পদ্ধতিতে ৩ বিট দ্বারা মোট কতটি সংখ্যাকে প্রকাশ করা যায়?
[ক] ৪
[খ] ৬
[গ] ৮
[ঘ] ১০

১৩। বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন কোনটি?
[ক] ২
[খ] ১
[গ] ০ এবং ২
[ঘ] ০ এবং ১

১৪। বিদ্যুৎ প্রবাহ ও ভোল্ট দিয়ে নির্দেশ করে কী?
[ক] ১ বিট
[খ] ০ বিট
[গ] ১০ বিট
[ঘ] ১১ বিট

১৫। বাইনারি সংখ্যা ১১-এর পরের সংখ্যা কোনটি?
[ক] ১০
[খ] ১০০
[গ] ০
[ঘ] ০১

১৬। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয় কীভাবে?
[ক] অকটাল পদ্ধতিতে
[খ] দশমিক পদ্ধতিতে
[গ] বাইনারি পদ্ধতিতে
[ঘ] পূর্ণসংখ্যা পদ্ধতিতে

১৭। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
[ক] দশমিক
[খ] অকটাল
[গ] হেক্সাডেসিম্যাল
[ঘ] বাইনারি

১৮। বিট কী ধরনের একক?
[ক] মৌলিক
[খ] যৌগিক
[গ] সহ-মৌলিক
[ঘ] সহ-যৌগিক

১৯। কোনটি মৌলিক একক?
[ক] বাইনারি
[খ] অকটাল
[গ] বিট
[ঘ] বাইট

২০। ১১০০ সংখ্যাটিতে কতটি বিট আছে?
[ক] ২টি
[খ] ৪টি
[গ] ৮টি
[ঘ] ৩২টি

২১। অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক কতটি?
[ক] ২
[খ] ৮
[গ] ১০
[ঘ] ১৬

২২। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত?
[ক] ২
[খ] ৮
[গ] ১০
[ঘ] ১৬

২৩। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে?
[ক] গটফ্রিজ লিবনিজ
[খ] রাজা ৭ম চার্লস
[গ] আল খোয়ারিজমি
[ঘ] আল হ্যাজেন

২৪। এক বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৫। অকটাল পদ্ধতিতে ৭ এর পরের সংখ্যা কত?
[ক] ৮
[খ] ১০
[গ] ১৪
[ঘ] ১৬
এইচএসসি আইসিটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি
শর্ট সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন
HSC ICT Short Suggestion 2024 pdf download mcq question
অধ্যায়-৪
১। HTML ট্যাগগুলো কোনটির মধ্যে থাকে?
[ক] [] 
[খ] <>
[গ] ()
[ঘ] {}

২। কোনটি দুটি এ্যাঙ্গেল <> ব্রাকেটের মাঝে অবস্থিত থাকে?
[ক] C/C++
[খ] HTML
[গ] Java
[ঘ] basic

৩। নিচের কোনটি HTML tag এর সিনট্যাক্স?
[ক] <keyword>
[খ] <formatting>
[গ] <caseindependent>
[ঘ] < >

৪। HTML ট্যাগগুলো নিচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] Case Sensitive
[খ] Case independent
[গ] Lower casecharacter
[ঘ] Upper casecharacter

৫। HTML এ কত ধরনের tag ব্যবহার করে?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৬। কোন ট্যাগের Ending ট্যাগ প্রয়োজন হয় না?
[ক] Empty Tag
[খ] Container Tag
[গ] < HTML>
[ঘ] <Body>

৭। HTML এ Start ট্যাগ কোনটি?
[ক] <>
[খ] </>
[গ] <//>
[ঘ] [] 

৮। HTML এ Ending ট্যাগ কোনটি?
[ক] <>
[খ] </>
[গ] <//>
[ঘ] [] 

৯। নিচের কোনটি Empty ট্যাগ?
[ক] <Title>
[খ] <Block quote>
[গ] <LI>
[ঘ] <Meta>

১০। কোন ট্যাগে Ending ট্যাগের প্রয়োজন হয়না?
[ক] Container ট্যাগ
[খ] Empty ট্যাগ
[গ] HTML ট্যাগ
[ঘ] C/C++ ট্যাগ

১১। কোন ট্যাগের ক্ষেত্রে একটি Forward ব্যবহার করতে হয়?
[ক] starting ট্যাগ
[খ] Empty ট্যাগ
[গ] C/C++ ট্যাগ
[ঘ] Ending ট্যাগ

১২। কোনটি Continer ট্যাগ?
[ক] Title
[খ] BR
[গ] DD
[ঘ] DT

১৩। কোনটি Empty ট্যাগ?
[ক] <Title>
[খ] <DI>
[গ] <P>
[ঘ] <HR>

১৪। এলিমেন্ট দ্বারা কী করা হয়?
[ক] ডকুমেন্ট বর্ণনা দেওয়াহয়
[খ] ডকুমেন্টের নাম দেওয়া হয়
[গ] ডকুমেন্ট কেমন করে ওয়েবে প্রদর্শণ করবে তা ফরম্যাটিং করা হয়
[ঘ] ডকুমেন্ট কোন কমপাইলার কম্পাইল করবে তার বর্ণনা দেওয়া হয়

১৫। HTML ডকুমেন্টে সমস্ত Content ধারণ করে কোন ট্যাগ?
[ক] <body>
[খ] < HTML>
[গ] <Head>
[ঘ] <p>

১৬। HTML এ হেডিং এলিমেন্ট কোনটি?
[ক] <h1> থেকে <h6>
[খ] <head>
[গ] <p>
[ঘ] <title>

১৭। সবচেয়ে বড় হেডিং প্রদর্শিত হয় কোনটিতে?
[ক] h1
[খ] h4
[গ] h5
[ঘ] h6

১৮। HTML এ কমেন্টস লেখার সিনট্যাক্স কোনটি?
[ক] <!........>
[খ] <........>
[গ] <!........!>
[ঘ] <........!>

১৯। ওয়েব ব্রাউজারে কোনটি দেখা যায় না?
[ক] <p>
[খ] <br>
[গ] Comment
[ঘ] <hr>

২০। নিচের কোন ট্যাগে যেকোনো সংখ্যক স্পেস একটি স্পেস হিসাবে গণ্য হয়ে থাকে?
[ক] <p>
[খ] <hr>
[গ] <br>
[ঘ] <title>

২১। HTML এর ট্যাগ গুলো সাধারণত-
i. Empty tag
ii. Container tag
iii. Upper case

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২। Empty ট্যাগ হলো-
i. <br>
ii. <hr>
iii. <p>

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩। head section এর এলিমেন্ট হলো-
i. Head
ii. Meta
iii. Body

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪। Head section এর এলিমেন্ট হলো-
i. Link
ii. Meta
iii. Title

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫। HTML এলিমেন্টের বিভিন্ন অংশ হলো-
i. Start tag
ii. Element Content
iii. End Tag

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬। HTML এলিমেন্টের বিভিন্ন অংশ হলো-
i. Start tag
ii. Attribute
iii. End tag

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
এইচএসসি আইসিটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি
শর্ট সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন
HSC ICT Short Suggestion 2024 pdf download mcq question
অধ্যায়-৫
১।কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে
[ক] মেশিন ভাষা
[খ] উচ্চস্তরের ভাষা
[গ] অ্যাসেম্বলি ভাষা
[ঘ] চতুর্থ প্রজন্মের ভাষা

২। কোনটি সি ভাষার ফাংশন?
[ক] int
[খ] stdih
[গ] print f
[ঘ] for

৩। সি ভাষায় উপাত্ত গ্রহনের কমান্ড কোনটি?
[ক] main()
[খ] print f()
[গ] scan f()
[ঘ] getch()

৪। কোনটি সি ভাষায় ব্যবহৃত কী ওয়ার্ড?
[ক] img
[খ] for
[গ] select
[ঘ] href

৫। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর?
[ক] +
[খ] >=
[গ] AND
[ঘ] =

৬। for(i=1;i<8;i+=2)
কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?
[ক] ১২৩৪৫৬
[খ] ১৩৫৭
[গ] ২৪৬৮
[ঘ] ১২৩৪৫৬৭৮

৭। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা?
[ক] ১ম
[খ] ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ

৮। print f() এর সাহায্য ডেটা কোথায় পাঠানো হয়?
[ক] ইনপুট মান ইনপুট মাধ্যমে
[খ] আউটপুট মান আউটপুট মাধ্যমে
[গ] ইনপুটমান আউটপুট মাধ্যমে
[ঘ] আউটপুট মান ইনপুট মাধ্যমে

৯। 4GL বলতে বুঝায়-
[ক] অতি উচ্চস্তরের ভাষা
[খ] উচ্চস্তরের ভাষা
[গ] মধ্যম স্তরের ভাষা
[ঘ] নিম্নস্তরের ভাষা

১০। নিচের কোনটি সঠিক চলক?
[ক] 1test
[খ] test1
[গ] test@1
[ঘ] test-1

১১। C প্রোগ্রামিং ভাষায় Login integer চালক মেমোরিতে কত বাইট জায়গা নেয়?
[ক] ২বাইট
[খ] ৪বাইট
[গ] ৮বাইট
[ঘ] ১৬বাইট

১২। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৩। সকল ধনাত্বক ও ঋণাত্বক পূর্ণসংখ্যাকে কী বলা হয়.?
[ক] ক্যারেক্টর
[খ] ইন্টিজার
[গ] রিয়াল
[ঘ] ডাবল

১৪। তিনটি পূণসংখ্যা (a,b,c) কী বোর্ডের দ্বারা ইনপুট নেয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি?
[ক] scanf(“%d,%d%d”,%a,%c);
[খ] scanf(“%d,%d%d”,%a,%b%c);
[গ] scanf(“d,%d%d”,%a,%b%c);
[ঘ] scanf(“%d,%d%d”,%a,%b%);

১৫। ফ্লোচার্টে কত প্রকার?
[ক] ২
[খ] ৪
[গ] ৬
[ঘ] ৮

১৬। প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়?
[ক] গন্তব্য প্রোগ্রাম
[খ] উৎস প্রোগ্রাম
[গ] ভিজুয়াল প্রোগ্রাম
[ঘ] অনুবাদহ প্রোগ্রাম

১৭। সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়?
[ক] অ্যাসেম্বলি ভাষা
[খ] যান্ত্রিকভাষা
[গ] উচ্চস্তরের ভাষা
[ঘ] অতি উচ্চস্তরের ভাষা

১৮। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?
[ক] বৃত্ত
[খ] সামান্তরিক
[গ] আয়তক্ষক্ষত্র
[ঘ] রম্বস

১৯। নিচের কোনটি সঠিক চলক?
[ক] 1test
[খ] test1
[গ] test@
[ঘ] test-1

২০। C ভাষায় লেখা প্রোগ্রামকে কী কোড বলা হয়?
[ক] আসকি
[খ] সোর্স
[গ] অবজেক্ট
[ঘ] ইউনিট

২১। প্রত্যেকটি এট্রিবিউটি যে মান থাকে তাকে কী বলা হয়?
[ক] ভ্যালু
[খ] রেকর্ড
[গ] ফিল্ড
[ঘ] ডেটা

২২। সি প্রোগ্রামের ক্ষেত্রে-
i. প্রোগ্রাম কম্পাইন করার জন্য Alt এবং F9
ii. প্রোগ্রাম সেভ করার জন্য Alt এবং S কীদ্বয় একত্রে চাপতে হবে
iii. প্রোগ্রাম রান করার জন্য Clt এবং F9 কী দ্বয় একত্রে চাপতে হবে।

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
এইচএসসি আইসিটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইসিটি
শর্ট সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন
HSC ICT Short Suggestion 2024 pdf download mcq question
অধ্যায়-৬
১। তথ্যকে এবস্ট্রাকশন বা বিমূর্ত ধারণা কতটি ধাপে প্রকাশ করা হয়?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২। তথ্য এবস্ট্রাকশনের সবচেয়ে নিচের স্তর কোনটি?
[ক] গাঠনিক স্তর
[খ] যৌক্তিক স্তর
[গ] উপস্থাপন স্তর
[ঘ] ক্রিটিক্যাল স্তর

৩। তথ্য এবস্ট্রাকশনের ক্ষেত্রে কোন স্তরটি অন্যান্য স্তরের ভিত্তি?
[ক] গাঠনিক স্তর
[খ] যৌক্তিক স্তর
[গ] উপস্থাপনস্তর
[ঘ] ক্রিটিক্যাল স্তর

৪। অনলাইন ডেটা ডেটা ডিকশনারির কোন স্তরের অন্তুর্ভূক্ত?
[ক] গাঠনিক স্তর
[খ] যৌক্তিক স্তর
[গ] উপস্থাপনস্তর
[ঘ] ক্রিটিক্যাল স্তর

৫। ডেটাবেজ তথ্যের গঠন কোন স্তরে বিস্তারিতভাবে দেওয়া থাকে?
[ক] গাঠনিক স্তর
[খ] যৌক্তিক স্তর
[গ] উপস্থাপনস্তর
[ঘ] ক্রিটিক্যাল স্তর

৬। মূল ডেটা থাকে DBMS এর কোন স্তরে?
[ক] গাঠনিক স্তর
[খ] উপস্থাপনস্তর
[গ] যৌক্তিক স্তর
[ঘ] ক্রিটিক্যাল স্তর

৭। বিভিন্ন ডেটার মধ্যে রিলেশন কোন স্তরে থাকে?
[ক] ক্রিটিক্যাল স্তর
[খ] উপস্থাপন স্তর
[গ] যৌক্তিক স্তর
[ঘ] গাঠনিক স্তর

৮। একজন ব্যবহারকারী কীভাবে ডেটা দেখতে পাবে তা DBMS এর কোন স্তরে বলা থাকে?
[ক] ক্রিটিক্যাল স্তর
[খ] উপস্থাপন স্তর
[গ] যৌক্তিক স্তর
[ঘ] গাঠনিক স্তর

৯। ডেটাবেজ ম্যাজেমেন্ট সিস্টেমের কার্যক্রম কত ভাগে বিভক্ত?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১০। ডেটাবেজ ম্যানেজমেন্ট ইউজার অ্যাকসন কোথায় ঘটে?
[ক] ফ্রন্ট এন্ডে
[খ] ভিউতে
[গ] স্কিমাতে
[ঘ] ব্যাক এন্ড

১১। কম্পিউটার কীভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে?
[ক] ফিল্ড হতে
[খ] রেকর্ড হতে
[গ] টেবিল হতে
[ঘ] নির্দেশ হতে

১২। ডেটাবেজ ইউজার প্রিভিলেজ অনুযায়ী অ্যাকসেন করা যায় কিন্তু ডেটাবেজের কোনো পরিবর্তন হয় না কোনটি থেকে?
[ক] ফ্রন্ট এন্ড থেকে
[খ] ডেটা ভিউথেকে
[গ] ব্যাক এন্ড থেকে
[ঘ] টেবিল থেকে

১৩। তথ্যের ধারক কোনটি?
[ক] ফর্ম
[খ] রিপোর্ট
(গ টেবিল
[ঘ] ফ্রন্ট এন্ড

১৪। টেবিল থাকে ডেটাবেজের কোথায়?
[ক] ফ্রন্ট এন্ডে
[খ] ব্যাক এন্ডে
[গ] কুয়েরিতে
[ঘ] ভিউতে

১৫। ডেটাবেজের গঠন পরিবর্তন করা যায় কোনটি থেকে?
[ক] ফর্ম থেকে
[খ] রিপোর্ট থেকে
[গ] ব্যাক এন্ড থেকে
[ঘ] ভিউ থেকে

১৬। ইউজার তৈরি এবং ইউজার প্রিভিলেজ দেওয়া যায় কোনটি থেকে?
[ক] ফর্ম থেকে
[খ] রিপোর্ট থেকে
[গ] ব্যাক এন্ড থেকে
[ঘ] ভিউ থেকে

১৭। ব্যাক এন্ডের দায়িত্বে থাকে কে?
[ক] ডেটাবেজ ইউজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজ প্রোগ্রামার
[ঘ] সিস্টেম অ্যানালিস্ট

১৮। ডেটাবেজ অ্যাডিমিনিস্ট্রটর কে?
[ক] ডেটাবেজের সার্বিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তি
[খ] যে ডেটাবেজ তৈরি করেন
[গ] যে ডেটাবেজ ডিজাইন করেন
[ঘ] যে ডেটাবেজ ব্যবহার করে ন

১৯। ডেটাবেজের কাঠামো পরিবর্তন সংশোধন ইত্যাদি কাজ কে করে?
[ক] ডেটাবেজ ই্উজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজ প্রোগ্রামার
[ঘ] সিস্টেম অ্যানলিস্ট

২০। ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ প্রক্রিয়াকরণ ও সংরক্ষনের সমন্বয় কে করে?
[ক] ডেটাবেজ ই্উজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজ প্রোগ্রামার
[ঘ] সিস্টেম অ্যানলিস্ট

২১। ডেটাবেজ সিস্টেমে ডেটার ডেফি
[ক] ডেটাবেজ্ইউজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজ প্রোগ্রামার
[ঘ] সিস্টেম অ্যানালিক

২২। ব্যবহারকারীকে প্রবেশাধিকার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে কে?
[ক] ডেটাবেজ ইউজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজ গ্রোগ্রামার
[ঘ] সিস্টেম অ্যানালিস্ট

২৩। ডেটাবেজের ব্যাক আপ রাখা ও পুণঃস্থাপন (Recoveery)-
[ক] ডেটাবেজ ইউজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজ প্রোগ্রামা
[ঘ] সিস্টেম অ্যানালিক

২৪। ডেটাবেজের মেমোরি স্টোরেজ নির্ধারণ ও সম্প্রসারণ করে কে?
[ক] ডেটাবেজ ইউজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজাগ্রামা
[ঘ] সিস্টেম অ্যানালিক

২৫। ডেটাবেজ চালু (Start up) ও বন্ধ (Shut down) করে কে?
[ক] ডেটাবেজ ইউজার
[খ] ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
[গ] ডেটাবেজ প্রোগ্রামার
[ঘ] সিস্টেম অ্যানালিস্ট
এইচএসসি আইসিটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ অধ্যায়-৬
Share:

1 Comments:

  1. Anonymous7:18:00 PM

    This is the post are mostly help of them thanks you so much....?

    ReplyDelete

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide