HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৪ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Business Organization and Management 1st Paper Suggestion question and answer pdf download.

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
১ম পত্র
সাজেশন ২০২৪

HSC Business Organization and Management 1st Paper
Suggestion 2024
pdf download

সাজেশনটিতে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে। সাজেশনটি সেরা কলেজগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ টপিকের আলোকে তৈরি করা হয়েছে।

অধ্যায়-১
১. ব্যবসায়ের সঠিক সমীকরণ কোনটি? (অনুধাবন) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
[ক] B=SI+ SD+SID
[খ] B=SI+ SD+SDT
[গ] B=SI+ ST+SAT
[ঘ] B=SA+ ST+SAT
উত্তর: [গ]

২. কোনটিকে ব্যবসায় বলা যায়? (অনুধাবন) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] মানসিক প্রশান্তির জন্য গান করা
[খ] চাষির নিজস্ব খাদ্য উৎপাদন
[গ] পরিবহনের মাধ্যমে যাত্রীবহন
[ঘ] শ্রমিকের নিজস্ব পণ্য বহন
উত্তর: [গ]

৩. সংঘ ব্যবস্থা গড়ে ওঠে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের কোন যুগে? (জ্ঞান) [সোনার বাংলা কলেজ, বুড়িচং, কুমিল্লা]
[ক] আদিম
[খ] মধ্য
[গ] আধুনিক
[ঘ] ব্যবিলনীয়
উত্তর: [খ]

৪. কোন সময়কে শিল্প বিপ্লব কাল বলা হয়? (জ্ঞান) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] ১৬৫০-
১৭৫০
[খ] ১৭৫০-
১৮৫০
[গ] ১৮৫০-
১৯৫০
[ঘ] ১৯৫০-
২০৫০
উত্তর: [খ]

৫. বাংলাদেশ চীন থেকে বস্ত্র ক্রয় করে তা দ্বারা পোশাক প্রস্তুত করে আমেরিকায় রপ্তানি করে। এখানে পুনঃরপ্তানিকারক দেশ কোনটি? (প্রয়োগ) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] বাংলাদেশ
[খ] জাপান
[গ] ভারত
[ঘ] আমেরিকা
উত্তর: [ক]

৬. তানভীর ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে পুরনো ঢাকার ধোলাইখালে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মাসুমের উদ্যোগটি কোন শিল্পের আওতাভুক্ত? (প্রয়োগ) [নটর ডেম কলেজ, ঢাকা; বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
[ক] সেবা
[খ] যৌগিক
[গ] উৎপাদন
[ঘ] প্রজনন
উত্তর: [ক]

৭. উৎপাদনের বাহন কোনটি? (জ্ঞান) [বিএন কলেজ, ঢাকা]
[ক] শিল্প
[খ] বাণিজ্য
[গ] অর্থ
[ঘ] উৎপাদন কর্মী
উত্তর: [ক]

৮. কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? [ঢা. বো. ১৫]
[ক] প্রজনন
[খ] বিশ্লেষণ
[গ] নির্মাণ
[ঘ] সেবা পরিবেশক
উত্তর: [ক]

৯. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? [কু. বো. ১৬]
[ক] সংযোজন
[খ] যৌগিক
[গ] বিশ্লেষণ
[ঘ] নিষ্কাশন
উত্তর: [খ]

১০. হ্যাচারি কোন শিল্পের অন্তগর্ত? (জ্ঞান) [সরকারি সিটি কলেজ, রাজশাহী]
[ক] কৃষি
[খ] প্রজনন
[গ] নিষ্কাশন
[ঘ] সংযোজন
উত্তর: [খ]

১১. মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]
[ক] প্রজনন
[খ] নিষ্কাশন
[গ] নির্মাণ
[ঘ] সেবা পরিবেশক
উত্তর: [খ]

১২. সূর্য থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন কোন ধরনের শিল্প? (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] প্রজনন
[খ] নিষ্কাশন
[গ] প্রক্রিয়াভিত্তিক
[ঘ] সেবা পরিবেশক
উত্তর: [খ]

১৩. বিভিন্ন অংশ দিয়ে পূর্ণাঙ্গ উড়োজাহাজ প্রস্তুত কোন শিল্পের নির্দেশ করে? (অনুধাবন) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] সংযুক্ত
[খ] যৌগিক
[গ] সংযোজন
[ঘ] বিশ্লেষণ
উত্তর: [গ]

১৪. রেশম গুটি থেকে সুতা, রেশমি কাপড় ইত্যাদি প্রস্তুত উৎপাদন শিল্পের কোনটির অন্তর্ভুক্ত? (অনুধাবন) [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
[ক] প্রক্রিয়াভিত্তিক
[খ] যৌগিক
[গ] বিশ্লেষণ
[ঘ] সংযোজন
উত্তর: [ক]

১৫. কোন যুগে বিনিময় প্রথার উদ্ভব হয়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা; তেজগাও কলেজ, ঢাকা]
[ক] প্রাচীন
[খ] মধ্য
[গ] আধুনিক
[ঘ] প্রাগৈতিহাসিক
উত্তর: [ক]

১৬. মেহেদী গাছ কেটে আসবাবপত্র তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে। মেহেদীর কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] নির্মাণ
[খ] নিষ্কাশন
[গ] উৎপাদন
[ঘ] প্রক্রিয়াভিত্তিক
উত্তর: [গ]

১৭. গ্যাস, রেলওয়ে, হোটেল প্রভৃতি কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
[ক] প্রজনন
[খ] সেবা
[গ] উৎপাদন
[ঘ] নির্মাণ
উত্তর: [খ]

১৮. পণ্য ও সেবার চূড়ান্ত ভোগ ও ব্যবহার নিশ্চিত করা যায় কীভাবে? (অনুধাবন) [ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
[ক] প্রত্যক্ষ সেবার মাধ্যমে
[খ] আত্মকর্মসংস্থানের মাধ্যমে
[গ] শিল্পের মাধ্যমে
[ঘ] বাণিজ্যের মাধ্যমে
উত্তর: [ঘ]

১৯. কোনটি বাণিজ্য? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা; বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] মাছ চাষ
[খ] রাস্তা নির্মাণ
[গ] পণ্য পরিবহন
[ঘ] কয়লা উত্তোলন
উত্তর: [গ]

২০. ব্যবসায়ের সর্বশেষ স্তর কোনটি? (জ্ঞান) [কুমিল্লা কমার্স কলেজ]
[ক] শিল্প
[খ] বাণিজ্য
[গ] ট্রেড
[ঘ] বাণিজ্য ও ট্রেড
উত্তর: [খ]

২১. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? [কু. বো., চ. বো. ১৫]
[ক] জ্ঞানগত
[খ] ঝুঁকিগত
[গ] স্থলগত
[ঘ] কালগত
উত্তর: [ঘ]

২২. কোন বৈশিষ্ট্যটি কেবল প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
[ক] বিনিময় মূল্য
[খ] গুদামজাতকরণ
[গ] অস্পর্শনীয়তা
[ঘ] মুনাফা
উত্তর: [গ]

২৩. ‘গায়ক গানের মাধ্যমে অর্থ উপার্জন করে’- এটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?
(প্রয়োগ) [হামিদপুর আল হেরা কলেজ, যশোর]
[ক] শিল্প
[খ] বাণিজ্য
[গ] প্রত্যক্ষ সেবা
[ঘ] সহায়ক কার্যাবলি
উত্তর: [গ]

২৪. প্রাতিষ্ঠানিক কার্যাদি সম্পাদন এবং লক্ষ্য অর্জনের প্রধান উপায় কী? (অনুধাবন) [সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ]
[ক] পরিকল্পনা
[খ] নির্দেশনা
[গ] সংগঠন
[ঘ] ব্যবস্থাপনা
উত্তর: [ঘ]

২৫. সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? (জ্ঞান) [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] ৫
[খ] ৬
[গ] ৭
[ঘ] ৮
উত্তর: [গ]

২৬. ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? (জ্ঞান) [অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিল্লা]
[ক] মুনাফা অর্জন
[খ] উৎপাদন
[গ] গ্রাহকসেবা
[ঘ] ক্রয়
উত্তর: [খ]

২৭. সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব দেখা দেয়? (জ্ঞান) [ইউনিভারসিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] জার্মানিতে
[খ] যুক্তরাষ্ট্রে
[গ] জাপানে
[ঘ] ব্রিটেনে
উত্তর: [ঘ]

২৮. ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি? [ব. বো. ১৬]
[ক] মুনাফা
[খ] সমৃদ্ধি
[গ] শৃঙ্খলা
[ঘ] সুনাম
উত্তর: [ঘ]

২৯. পণ্য কেন প্যাকিং করা হয়? (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
[ক] চাহিদা বৃদ্ধির জন্য
[খ] পরিবহনের সুবিধার জন্য
[গ] বিক্রয়ের সুবিধার জন্য
[ঘ] গুদামজাতকরণের জন্য
উত্তর: [খ]

৩০. বিশ্লেষণ শিল্পের উদাহরণ হলো- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. ডিজেল
ii. সাবান
iii. আলকাতরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

৩১. ব্যবসায়ের প্রধান শাখা হলো- (অনুধাবন) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
i. বাণিজ্য
ii. শিল্প
iii. পরিবহন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৩২. বাণিজ্যের কাজ- (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
i. ব্যক্তিগত উপযোগ সৃষ্টি
ii. কেন্দ্রীভূত কর্ম
iii. সহায়ক উপযোগ সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

৩৩. অভ্যন্তরীণ বাণিজ্য হলো- (অনুধাবন) [কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা]
i. পাইকারি ব্যবসায়
ii. খুচরা ব্যবসায়
iii. রপ্তানি ব্যবসায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৩৪. সামাজিক ব্যবসায়ের সাফল্য পরিমাপের বিষয় হলো- (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
i. মুনাফার পরিমাণ
ii. নতুন ব্যবসায় সম্প্রসারণ
iii. সরকারের রাজস্ব বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৩৫. পণ্য গুদামে রাখার যুক্তিসঙ্গত কারণ হলো- (উচ্চতর দক্ষতা) [সরকারি বাঙলা কলেজ, ঢাকা]
i. মূল্য বৃদ্ধি পাবার আশায়
ii. সারা বছর চাহিদামতো পণ্য সরবরাহ করা
iii. অনেক পণ্য গুদামে রাখলে গুণগত মান বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
সজীব কেরানীগঞ্জের আটিবাজারে মুঁদি দোকান চালায়। সে ঢাকার নিউমার্কেট থেকে মালামাল কিনে এনে দোকানে বিক্রি করে। পুঁজির স্বল্পতায় বেশি মাল একসঙ্গে ক্রয় করতে পারে না। ফলে মালামাল ক্রয়ের জন্য তাকে প্রায়ই ঢাকায় যেতে হয়। এতে তার অনেক সমস্যা হচ্ছে। [ঢাকা সিটি কলেজ]

৩৬. সজীবের কাজ বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে? (প্রয়োগ)
[ক] স্থানগত প্রতিবন্ধকতা
[খ] রূপগত প্রতিবন্ধকতা
[গ] কালগত প্রতিবন্ধকতা
[ঘ] স্বত্বগত প্রতিবন্ধকতা
উত্তর: [ঘ]

৩৭. বারবার ঢাকায় যাবার ফলে সজীবের যে সমস্যা হতে পারে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পণ্যের ক্রয় মূল্য বৃদ্ধি
ii. যাতায়াত খরচ বৃদ্ধি
iii. সময় নষ্ট হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
বউ সাজানোর ক্ষেত্রে লুসি বিউটি পারলারের সাবিনার খ্যাতি চট্টগ্রাম জুড়ে। তার সেবা পাওয়ার জন্য দুই-তিন মাস আগে যোগাযোগ করে সাক্ষাৎকারের দিন নির্ধারণ করতে হয়। বধূকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সাজ সুবিধা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে দৃশ্যমান কোন বস্তুর বিনিময় ঘটে না। [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]

৩৮. উদ্দীপকে ব্যবসায়ের কোন শাখার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] শিল্প
[খ] বাণিজ্য
[গ] পণ্ঠতঞ্ঝপ্ট সৈবা
[ঘ] বিনিময়
উত্তর: [গ]

৩৯. উদ্দীপকে ব্যবসায়টির কোন বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি
[খ] রূপগত উপযোগ সৃষ্টি
[গ] লেনদেনের পৌরনঃপুণিকতা
[ঘ] অস্পর্শনীয় ও অবিচ্ছিন্ন
উত্তর: [ঘ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-২
৪০. ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কোনটি? [ব. বো. ১৫]
[ক] ক্রেতা
[খ] শ্রমিক-কর্মী
[গ] ঋণদাতা
[ঘ] প্রতিযোগী
উত্তর: [খ]

৪১. পানি ও মাটি কোন ধরনের পরিবেশের উপাদান? [সি. বো. ১৫]
[ক] প্রাকৃতিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সামাজিক
উত্তর: [ক]

৪২. ‘সমুদ্রসীমা’ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
[ক] রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] আন্তর্জাতিক
উত্তর: [ক]

৪৩. মনুষ্যসৃষ্ট সব উপাদান কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন) [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] অর্থনৈতিক পরিবেশ
[খ] সামাজিক পরিবেশ
[গ] রাজনৈতিক পরিবেশ
[ঘ] আইনগত পরিবেশ
উত্তর: [খ]

৪৪. ‘মানবসম্পদ’ কোন পরিবেশের উপাদান? [ঢা. বো. ১৬]
[ক] প্রাকৃতিক
[খ] অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] প্রযুক্তিগত
উত্তর: [খ]

৪৫. জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; দনিয়া কলেজ, ঢাকা]
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] আইনগত
উত্তর: [খ]

৪৬. ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান? [রা. বো., কু. বো. ১৬]
[ক] অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
[গ] সামাজিক
[ঘ] প্রাকৃতিক
উত্তর: [গ]

৪৭. বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠতে নিচের কোন উপাদান অধিক ভূমিকা রেখেছে? (প্রয়োগ) [ঢাকা কমার্স কলেজ]
[ক] প্রাকৃতিক ও রাজনৈতিক
[খ] অর্থনৈতিক ও আইনগত
[গ] আইনগত ও সামাজিক
[ঘ] সামাজিক ও অর্থনৈতিক
উত্তর: [ঘ]

৪৮. ‘সার্বভৌমত্ব’ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
[ক] আইনগত
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক
উত্তর: [গ]

৪৯. বাংলাদেশের মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাসে কোন পরিবেশের প্রভাব অধিক? (অনুধাবন) [রংপুর সরকারি কলেজ]
[ক] অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
[গ] সামাজিক
[ঘ] প্রাকৃতিক
উত্তর: [ক]

৫০. বাংলাদেশে পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ কী? [কু. বো. ১৫]
[ক] কাঁচামালের প্রাচুর্য
[খ] মূলধনের প্রাপ্যতা
[গ] সস্তা জনশক্তি
[ঘ] উন্নত প্রযুক্তি
উত্তর: [গ]

৫১. জনগণের জন্য ক্ষতিকর ইটের ভাটা নির্মাণ করায় এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে এলাকার চেয়ারম্যান তা বন্ধ করার উদ্যোগ নেন। এটি ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাবে হয়েছে? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] অর্থনৈতিক
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] আইনগত
উত্তর: [খ]

৫২. পরিবেশ ও মানব সম্পদকে রক্ষার জন্য অতীব জরুরি কোনটি? (অনুধাবন) [বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
[ক] অধিক খাদ্য উৎপাদন
[খ] রাসায়নিক সারের প্রয়োগ
[গ] খাদ্যে রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণ
[ঘ] প্রকৃতিনির্ভর উৎপাদশীলতা হ্রাস
উত্তর: [গ]

৫৩. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়- (অনুধাবন) [অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
i. মানুষের জীবনধারা ও আচার-আচরণ
ii. শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি
iii. ব্যবসা-বাণিজ্য ও শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৫৪. বাংলাদেশে অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে পদক্ষেপ হতে পারে- (উচ্চতর দক্ষতা) [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
i. শেয়ারবাজারকে গতিশীল করা
ii. জনগণকে সঞ্চয়ে আগ্রহী করা
iii. বিভিন্ন সামাজিক প্রতষ্ঠান স্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

৫৫. বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে গবেষণা অপ্রতুল হবার কারণ- (উচ্চতর দক্ষতা) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
i. কারিগরি জ্ঞানের অভাব
ii. কারিগরি জ্ঞান ব্যবহারের সীমাবদ্ধতা
iii. লাল ফিতার দৌরাত্ম্য না থাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও।
আনিলা হক একটি বুটিক প্রতিষ্ঠানের মালিক। সরকারি সাহায্য সহযোগিতায় এবং এনজিওগুলোর নিকট হতে সহজ শর্তে ঋণ পাওয়ায় ভালোভাবে ব্যবসায় পরিচালনা করে আসছেন। কিন্তু বর্তমান সময়ে রুচি ও চাহিদা পরিবর্তন হওয়ায় তিনি চিন্তিত।
[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী]

৫৬. আনিলা হকের সাফল্যে পরিবেশের কোন উপাদান মুখ্য ভূমিকা পালন করেছে? (প্রয়োগ)
[ক] রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] প্রযুক্তিগত
উত্তর: [গ]

৫৭. পরিবর্তিত পরিস্থিতিতে আনিলা হক করতে পারেন- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায় গুটিয়ে নিবেন
ii. চাহিদামাফিক পণ্য উৎপাদন করবেন
iii. পণ্যের গুণগত মান বৃদ্ধি করবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও।
‘ক’ দেশটিতে এখন আর হরতালের কোনো গুরুত্ব নেই। এ কারণে ব্যবসায় পরিবেশ উন্নত হয়েছে।
[বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]

৫৮. উদ্দীপকে মূলত কোন পরিবেশ সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
[ক] রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] আইনগত
উত্তর: [ক]

৫৯. উদ্দীপকের ব্যবসায় পরিবেশের যেসব উপাদানের উন্নতি হবে-
i. প্রাকৃতিক
ii. রাজনৈতিক
iii. অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৩
৬০. অন্যান্য ব্যবসায় সংগঠনের তুলনায় একমালিকানা ব্যবসায়ে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ বেশি কেন? (অনুধাবন) [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
[ক] স্বল্প মূলধন হওয়ায়
[খ] মালিক নিএজই বঞ্ঝবসাএয়র পরিচালক ও নিয়স্যক বএল
[গ] অসীম দায়ের কারণে
[ঘ] মুনাফার একক মালিকানা হওয়ায়
উত্তর: [খ]

৬১. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্বাবধান বা ব্যবস্থাপনা দরকার? (জ্ঞান) [জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল]
[ক] একমালিকানা
[খ] সমবায়
[গ] রাষ্ট্রীয়
[ঘ] কোম্পানি
উত্তর: [ক]

৬২. দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? [চ. বো. ১৬; ঢা. বো., ব. বো. ১৫]
[ক] পাবলিক লি.
[খ] একমালিকানা
[গ] সমবায়
[ঘ] প্রাইভেট লি.
উত্তর: [খ]

৬৩. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য? (জ্ঞান) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
[ঘ] সমবায়
উত্তর: [ক]

৬৪. কোন ধরনের ব্যবসায়ে মালিক একা মুনাফা ভোগ করে এবং মূলধন একাই সরবরাহ করে? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] একমালিকানা
[খ] যৌথ মূলধনী
[গ] অংশীদারি
[ঘ] সমবায় সমিতি
উত্তর: [ক]

৬৫. একমালিকানা ব্যবসায়ে যাবতীয় ঝুঁকি ও দায়-দায়িত্ব কাকে বহন করতে হয়?
(জ্ঞান) [রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ]
[ক] পরিচালনা পর্ষদকে
[খ] মালিককে
[গ] ব্যবস্থাপককে
[ঘ] অংশীদারদেরকে
উত্তর: [খ]

৬৬. একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [শহীদ রমিজউদ্দিন কলেজ, ঢাকা]
[ক] সহজ গঠন
[খ] একক মালিকানা
[গ] স্বল্প পুঁজির ব্যবসায়
[ঘ] একক মুনাফা ভোগ
উত্তর: [খ]

৬৭. কোন ব্যবসায়ে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি? [চ. বো. ১৫]
[ক] একমালিকানা ব্যবসায়
[খ] পাবলিক লিমিটেড কোম্পানি
[গ] অংশীদারি ব্যবসায়
[ঘ] প্রাইভেট লি. কো.
উত্তর: [ক]

৬৮. একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহির্ভূত কোনটি? [ঢা. বো. ১৫]
[ক] ঝুঁকির স্বল্পতা
[খ] ব্যক্তিসামর্থ্য
[গ] দ্রুত সিদ্ধান্ত
[ঘ] কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ
উত্তর: [খ]

৬৯. কোন ব্যবসায়ে মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
[ক] প্রাইভেট লি. কোম্পানি
[খ] পাবলিক লি. কোম্পানি
[গ] একমালিকানা
[ঘ] সমবায় সমিতি
উত্তর: [গ]

৭০. কী কারণে একমালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না? [চ. বো. ১৫]
[ক] অসীম দায়
[খ] আইনগত সত্তার অভাব
[গ] ক্ষুদ্র আয়তন
[ঘ] একক মালিকানা
উত্তর: [খ]

৭১. একজন স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ধরনের ব্যবসায় সর্বোত্তম? (জ্ঞান) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাফার কলেজ, নাটোর]
[ক] একমালিকানা ব্যবসায়
[খ] সমবায় সমিতি
[গ] প্রাইভেট লি. কোম্পানি
[ঘ] খুচরা ব্যবসায়
উত্তর: [ক]

৭২. শাকসবজি বা পচনশীল দ্রব্যের বেচা-কেনা কেন একমালিকানা ব্যবসায়ে বেশি পরিলক্ষিত হয়?
(অনুধাবন) [সরকারি এমএম সিটি কলেজ, খুলনা]
[ক] ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজন
[খ] স্বল্প পুঁজির বিনিয়োগ
[গ] আয়ুষ্কাল ক্ষণস্থায়ী
[ঘ] অত্যধিক মুনাফা
উত্তর: [ক]

৭৩. একমালিকানা ব্যবসায়ের সফলতার পিছনে কারণ হলো- (উচ্চতর দক্ষতা) [সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ; হাটহাজারী কলেজ, চট্টগ্রাম]
i. সিদ্ধান্ত দ্রুত গ্রহণ ও কার্যকর করা যায়
ii. এক্ষেত্রে মালিকের উৎসাহ অনেক বেশি থাকে
iii. মালিক প্রয়োজনে সহজে মূলধন সংস্থান করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

৭৪. একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ- (অনুধাবন) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. গঠনে সহজতা
ii. অল্প পুঁজি
iii. অসীম দায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও।
রাইয়ান ভালো ছবি আঁকতে পারে। সে ব্যবসায়ী হতে চায়। [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]

৭৫. রাইয়ানের জন্য কোন ধরনের ব্যবসায় উপযোগী হবে? (প্রয়োগ)
[ক] সমিতি
[খ] অংশীদারি
[গ] কোম্পানি
[ঘ] একমাীলকানা
উত্তর: [ঘ]

৭৬. রাইয়ানকে উপযুক্ত ব্যবসায়ী হতে হলে কোন পত্র সংগ্রহ করতে হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] নিবন্ধনপত্র
[খ] ট্রেড লাইসেন্স
[গ] চুক্তিপত্র
[ঘ] স্মারকলিপি
উত্তর: [খ]

উদ্দীপকটি পড়ো এবং ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও।
আরিফ বেইলী রোডে একটি ওষুধের দোকান দিল। ঐ এলাকায় ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকান ছিল। তার দোকানে ৩ জন লোক কর্মরত। দিন দিন তার ব্যবসায়টি সমৃদ্ধি লাভ করে। [ঢাকা সিটি কলেজ]

৭৭. আরিফের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] প্রাইভেট লি. কো.
[ঘ] যৌথ উদ্যোগে ব্যবসায়
উত্তর: [ক]

৭৮. আরিফের ব্যবসায় দিনে দিনে উন্নতির কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. বেইলী রোডে অবস্থান
ii. প্রতিযোগী না থাকা
iii. কর্মচারীর সংখ্যা বেশি হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও।
শাম্মা আক্তার একটা বুটিক প্রতিষ্ঠানের মালিক। তার কাজের বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি কাপড়ে বাংলা বর্ণমালা সুন্দরভাবে উপস্থাপন করেন। শাম্মা আক্তারের সাফল্য দেখে এখন অনেকেই এরূপ ডিজাইন করছে। তাই তিনি প্রতিযোগিতার সম্মুখীন।
[সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ]

৭৯. শাম্মা আক্তারের সাফল্যের মুখ্য কারণ কোনটি? (প্রয়োগ)
[ক] কর্মে স্বাধীনতা
[খ] একক সিদ্ধান্ত
[গ] একচেটিয়া ব্যবসায়
[ঘ] ব্যক্তিগত নৈপুণ্য
উত্তর: [ঘ]

৮০. প্রতিযোগিতায় সাফল্য অর্জনে শাম্মা আক্তার করতে পারেন- (উচ্চতর দক্ষতা)
i. নতুন নতুন বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা
ii. বাজারজাতকরণ প্রসার কার্যক্রম গ্রহণ
iii. পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৪
৮১. অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? [ব. বো. ১৬]
[ক] মূলধনের প্রাচুর্যতা
[খ] সততা
[গ] পারস্পরিক আস্থা ও বিশ্বাস
[ঘ] আইনগত সত্তা
উত্তর: [গ]

৮২. বিশ্বাস ও আস্থা কথাটি কোন ধরনের ব্যবসায় ক্ষেত্রে বেশি প্রযোজ্য? [চ. বো. ১৫]
[ক] অংশীদারি ব্যবসায়
[খ] যৈত্র^ মূলধনী কৈাজ্ঞক্সানি
[গ] সমবায় সমিতি
[ঘ] রাষ্ট্রীয় ব্যবসায়
উত্তর: [ক]

৮৩. কোন ব্যবসায় সংগঠনের পারস্পরিক প্রতিনিধিত্ব বিদ্যমান? [য. বো. ১৫]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
[ঘ] রাষ্ট্রীয়
উত্তর: [খ]

৮৪. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি নিচের কোনটি? [ঢা. বো., রা. বো. ১৬]
[ক] শরিকানা
[খ] চুক্তি
[গ] অর্থ
[ঘ] বিশ্বাসের সম্পর্ক
উত্তর: [খ]

৮৫. অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোনটি? [ব. বো. ১৫]
[ক] অংশীদারি পারস্পরিক আস্থা ও বিশ্বাস
[খ] লিখিত চুক্তিপত্র
[গ] নিবন্ধিত চুক্তিপত্র
[ঘ] আদালত
উত্তর: [ক]

৮৬. কোনটি অংশীদারি ব্যবসায়ের সুবিধা? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] অসীম দায়
[খ] চুক্তিবদ্ধ সম্পর্ক
[গ] ঝুঁকি বণ্টন
[ঘ] অধিক জনআস্থা
উত্তর: [গ]

৮৭. সীমিত অংশীদারি আইন কত সালের? (জ্ঞান) [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] ১৬০৭
[খ] ১৮০৭
[গ] ১৯০৭
[ঘ] ১৯১৮
উত্তর: [গ]

৮৮. যে অংশীদার ব্যবসায়ের শুধু মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশ নেয় না তাকে কী বলা হয়? (জ্ঞান) [সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ; নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ]
[ক] সক্রিয় অংশীদার
[খ] নামমাত্র অংশীদার
[গ] আপাতদৃষ্টিতে অংশীদার
[ঘ] নিষিক্রয় অংশীদার
উত্তর: [ঘ]

৮৯. অংশীদারি সংগঠন এর মূল উপাদান কী? (জ্ঞান) [মাইলস্টোন কলেজ, ঢাকা; সান্তাহার সরকারি কলেজ, বগুড়া]
[ক] মুনাফা অর্জন
[খ] চুক্তিবদ্ধ সম্পর্ক
[গ] সদস্য সংখ্যা
[ঘ] অধিক পুঁজি
উত্তর: [খ]

৯০. অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা; শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ; রংপুর সরকারি কলেজ]
[ক] চুক্তিপত্র
[খ] সদ্বিশ্বাস
[গ] সদস্যদের যোগ্যতা
[ঘ] সুসম্পর্ক
উত্তর: [ক]

৯১. কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ; দিনাজপুর সরকারি কলেজ]
[ক] সাধারণ
[খ] সীমিত
[গ] ঐচ্ছিক
[ঘ] বিশেষ
উত্তর: [খ]

৯২. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়? [রা. বো., দি. বো. ১৫]
[ক] চুক্তি লিখিত হলে
[খ] চুক্তিটি মৌখিক হলে
[গ] চুক্তিটি নিবন্ধিত হলে
[ঘ] নিবন্ধনের জন্য আবেদন করলে
উত্তর: [গ]

৯৩. কোন উপাদানের অভাবে নাবালক বিমা চুক্তি করতে পারে না? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] আইনগত সম্পর্ক
[খ] বিমাযোগ্য স্বার্থ
[গ] প্রিমিয়াম প্রদান
[ঘ] চুক্তি সম্পাদনের যোগ্যতা
উত্তর: [ঘ]

৯৪. মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশ নেয় এমন অংশীদারকে কী বলে? (জ্ঞান) [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] সক্রিয় অংশীদার
[খ] কর্মী অংশীদার
[গ] আচরণে অনুমিত অংশীদার
[ঘ] নামমাত্র অংশীদার
উত্তর: [খ]

৯৫. কোন শর্তসাপেক্ষে একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের অংশীদার বানানো যায়? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] মূলধন সরবরাহের শর্তে
[খ] দায় গ্রহণের শর্তে
[গ] মুনাফা প্রদানের শর্তে
[ঘ] বাড়তি যোগ্যতার শর্তে
উত্তর: [গ]

৯৬. রাহাত ও রাজন একত্রে একটি ব্যবসায় করে। সম্প্রতি তাদের মধ্যে চুক্তির বিলুপ্তি হয়েছে। ফলে ব্যবসায়ের কোন ধরনের বিলোপসাধন হবে? (প্রয়োগ) [মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
[ক] ঐচ্ছিক
[খ] বাধ্যতামূলক
[গ] বিজ্ঞপ্তি দ্বারা
[ঘ] আদালত কর্তৃক
উত্তর: [ঘ]

৯৭. অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য ২ জন রাখা সম্ভব না হলে কীভাবে বিলোপসাধন হবে? (অনুধাবন) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] আদালত কর্তৃক
[খ] বিজ্ঞপ্তি দ্বারা
[গ] বিশেষ ঘটনার প্রেক্ষিতে
[ঘ] বাধ্যতামূলক
উত্তর: [ঘ]

৯৮. অংশীদারি ব্যবসায় উদ্ভবের মূল কারণ-[ব. বো. ১৫]
i. পুঁজির স্বল্পতা দূরীকরণ
ii. দক্ষতার সমাবেশ ঘটানো
iii. অপেক্ষাকৃত বৃহদায়তন ব্যবসায় করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

৯৯. অংশীদারি ব্যবসায়ের সুবিধা হলো- [সি. বো. ১৫]
i. দলগত সিদ্ধান্ত
ii. চিরন্তন অস্তিত্ব
iii. ঝুঁকি বণ্টন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

১০০. অংশীদারি চুক্তিপত্র হতে পারে- [ঢা. বো. ১৬]
i. মৌখিক
ii. লিখিত
iii. নিবন্ধিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

১০১. অংশীদার ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে- (অনুধাবন) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা; মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
i. নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে
ii. একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে
iii. আইনের পরিবর্তনে ব্যবসায়ের উদ্দেশ্য অবৈধ বিবেচিত হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১০২. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধনের কারণ হলো- (অনুধাবন) [স্কলার্সহোম, সিলেট; বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম; তেজগাঁও কলেজ, ঢাকা]
i. অংশীদারের মৃত্যু
ii. ক্রমাগত লোকসান
iii. মালিকানা হস্তান্তর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও।
 ২০১০ সালে মি. শহীদ, মি. শামীম ও মি. শাহীন চুক্তিবদ্ধ হয়ে দুই বছরের জন্য ‘নাহার পোলট্রি ফার্ম’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য লাভ করলেও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। [চ. বো. ১৫]

১০৩. নাহার পোলট্রি ফার্মটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন?
[ক] সীমাবদ্ধ
[খ] ঐচ্ছিক
[গ] নির্দিষ্ট
[ঘ] অনির্দিষ্ট
উত্তর: [গ]

১০৪. উদ্দীপকে ফার্মটির উল্লিখিত সময়ের পর বিলোপসাধনের উপযুক্ত উপায় কী?
[ক] সকলে একমত হয়ে
[খ] বিশেষ ঘটনার প্রেক্ষিতে
[গ] বাধ্যতামূলকভাবে
[ঘ] আদালতের আদেশ অনুসারে
উত্তর: [খ]

উদ্দীপকটি পড়ো এবং ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও।
ফয়সাল, সামিন ও তারেক অংশীদারি ব্যবসায়ের সাথে জড়িত। ফয়সাল ও সামিন ব্যবসায় পরিচালনায় সক্রিয়। [চ. বো. ১৬]

১০৫. তারেক কোন ধরনের অংশীদার?
[ক] সীমিত দায় অংশীদার
[খ] নামমাত্র অংশীদার
[গ] নিষিক্রয় অংশীদার
[ঘ] প্রতিবদ্ধ অংশীদার
উত্তর: [গ]

১০৬. তারেকের দায় কোন প্রকৃতির?
[ক] অসীম
[খ] সীমিত
[গ] দায়হীন
[ঘ] মুনাফার সমান
উত্তর: [ক]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৫
১০৭. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা? (জ্ঞান) [ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
[ঘ] হোল্ডিং
উত্তর: [গ]

১০৮. কোনটি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য বহির্ভূত? (অনুধাবন) [ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
[ক] সদস্যদের অসীম দায়
[খ] পৃথক ও স্বাধীন সত্তা
[গ] শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা
[ঘ] মালিকানা ও ব্যবস্থাপনার ভিন্নতা
উত্তর: [ক]

১০৯. কোম্পানির অস্তিত্বের প্রকৃতির সাথে নিম্নের কোনটির মিল রয়েছে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি কলেজ]
[ক] স্বল্পমেয়াদি
[খ] চিরন্তন
[গ] মধ্যমেয়াদি
[ঘ] দীর্ঘস্থায়ী
উত্তর: [খ]

১১০. যৌথ মূলধনী কোম্পানির আইনগত বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [কুমিল্লা কমার্স কলেজ]
[ক] কৃত্রিম ব্যক্তিসত্তা
[খ] উদ্দেশ্যের নির্দিষ্টতা
[গ] জনগণের আস্থা
[ঘ] আমলাতান্ত্রিকতা
উত্তর: [ক]

১১১. কৈান কৈাজ্ঞক্সানি পরিচালনার জনঞ্ঝ কমপএপ্ট ২ জন পরিচালক থাকতে হবে? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] প্রাইভেট লিমিটড
[ঘ] পাবলিক লিমিটেড
উত্তর: [গ]

১১২. হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক থাকে? (জ্ঞান) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
[ক] ৪৯%
[খ] ৫১%
[গ] ৬০%
[ঘ] ৬১%
উত্তর: [খ]

১১৩. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়? (জ্ঞান) [সরকারি এম এম কলেজ, যশোর]
[ক] প্রাইভেট লিমিটেড
[খ] পাবলিক লিমিটেড
[গ] অসীম দায়সম্পন্ন
[ঘ] সাধারণ পরিমিত যৌথ মূলধনী
উত্তর: [খ]

১১৪. রাজকীয় বিশেষ ঘোষণা বলে প্রতিষ্ঠিত কোম্পানিকে কী বলে? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] সনদপ্রাপ্ত কোং
[খ] সংবিধিবদ্ধ কোং
[গ] নিবন্ধিত যৌথ মূলধনী কোং
[ঘ] অংশীদারি
উত্তর: [ক]

১১৫. কোনটিকে যৌথ মূলধনী কোম্পানির সংবিধান বলা হয়? (জ্ঞান) [অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
[ক] নিবন্ধনপত্র
[খ] স্মারকলিপি
[গ] বিবরণপত্র
[ঘ] প্রত্যয় পত্র
উত্তর: [খ]

১১৬. স্মারকলিপির শেষ ধারা বা অংশ কোনটি? (অনুধাবন) [বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা]
[ক] উদ্দেশ্য
[খ] দায়
[গ] মূলধন
[ঘ] সম্মতি
উত্তর: [ঘ]

১১৭. নিম্নলিখিত কোন কারণে মূলধন ধারায় পরিবর্তন আনা যায়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] মূলধন বৃদ্ধি
[খ] মূলধন হ্রাস
[গ] শেয়ার মূল্য বৃদ্ধি
[ঘ] বোনাস শেয়ার ইস্যু
উত্তর: [ক]

১১৮. পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন) [সরকারি সিটি কলেজ, রাজশাহী]
[ক] কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য
[খ] নিবন্ধনপত্র সংগ্রহের জন্য
[গ] শেয়ার বণ্টনের জন্য
[ঘ] দলিলপত্র প্রস্তুত করার জন্য
উত্তর: [ক]

১১৯. কোন সংগঠনটি বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে? (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] সমবায় সমিতি
[খ] প্রাইভেট লি. কোম্পানি
[গ] রাষ্ট্রীয় ব্যবসায়
[ঘ] পাবলিক লি. কোম্পানি
উত্তর: [ঘ]

১২০. কোম্পানির পরিচালক হতে হলে সাধারণত কোন শেয়ার ক্রয় করতে হয়? (জ্ঞান) [শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
[ক] সাধারণ
[খ] সঞ্চয়ী অগ্রাধিকার
[গ] বিলম্বিত
[ঘ] অংশগ্রহণকারী অগ্রাধিকার
উত্তর: [ক]

১২১. কোম্পানির মালিকদের কী বলা হয়? (জ্ঞান) [শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ]
[ক] কর্মী
[খ] পরিচালক
[গ] ব্যবস্থাপক
[ঘ] শেয়ারহোল্ডার
উত্তর: [ঘ]

১২২. কোম্পানি বিলোপসাধনকালে ঋণপত্র মালিকদের দাবি মিটানো হয় কখন? (জ্ঞান) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
[ক] সবার আগে
[খ] সবার শেষে
[গ] ঋণের দাবি মিটানোর পর
[ঘ] অগ্রাধিকার শেয়ারের দাবি মিটানোর পর
উত্তর: [ক]

১২৩. বাংলাদেশে বর্তমানে কয়টি শেয়ারবাজার রয়েছে? (জ্ঞান) [খিলগাঁও গালর্স স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ২
[খ] ৪
[গ] ৬
[ঘ] ৮
উত্তর: [ক]

১২৪. কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ জটিল ও সময়সাপেক্ষ হওয়ার কারণ হলো- (অনুধাবন) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
i. নানাবিধ নিয়ম-
কানুন পালন করতে হয়
ii. ব্যবস্থাপনায় অধিক লোক থাকে
iii. শেয়ারহোল্ডারদের সাধারণ সভা আহবান করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

১২৫. সনদ প্রাপ্ত কোম্পানি- (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
i. ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ii. মষ্কোভা কোম্পানি
iii. হাডসন বে কোম্পানি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১২৬. কোম্পানি গঠনের দলিলপত্র প্রণয়ন পর্যায়ে উদ্যোক্তাগণ যে গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন তা হলো- (অনুধাবন) [পটুয়াখালী সরকারি কলেজ]
i. স্মারকলিপি
ii. বিবরণপত্র
iii. পরিমেল নিয়মাবলি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

১২৭. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে কোন বিরোধ দেখা দিলে- (অনুধাবন) [সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা]
i. পরিমেল নিয়মাবলি সংশোধন করা যায়
ii. স্মারকলিপি বহাল থাকে
iii. স্মারকলিপি পরিবর্তিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১২৮. তৃশা কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। জনগণ বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে বিনিয়োগের জন্য আবেদন করে। তৃশা কোম্পানি উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আহবান জানায়- (প্রয়োগ) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
i. শেয়ার ক্রয়ের
ii. যন্ত্রপাতি ক্রয়ের
iii. ঋণপত্র ক্রয়ের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

উদ্দীপকটি পড়ো এবং ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও।
তিশা, ঐশী ও আরও তিন বান্ধবী মিলে একটি জুয়েলারি প্রতিষ্ঠান গড়ে তোলে। দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা থাকায় তারা বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করে তাদের ব্যবসায়ের প্রসার ঘটানোর সিদ্ধান্ত নেয়। [চ. বো. ১৫]

১২৯. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের?
[ক] অংশীদারি
[খ] হোল্ডিং কোং
[গ] পাবলিক লি.
[ঘ] প্রাইভেট লি.
উত্তর: [ক]

১৩০. উদ্দীপকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে যা করতে হবে তা হলো-
i. সদস্য সংখ্যা বৃদ্ধি
ii. কার্যারম্ভের অনুমতিপত্র গ্রহণ
iii. বিবরণপত্র প্রচারের ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব অমিত সাহা পয়সার হাটে কাপড়ের ব্যবসায় শুরু করেছিলেন। কিছুদিন পরে আরও দুই বন্ধুকে অংশীদার হিসেবে নিয়ে ব্যবসায় অনেক বড় করেছেন। অতঃপর বিভিন্ন দেশে শাড়ি রপ্তানিও করেছেন। তারা অতিরিক্ত মূলধন সংগ্রহ করার জন্য ব্যবসায়টিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে চাচ্ছেন।
[দি. বো. ১৫]

১৩১. জনাব অমিতের ব্যবসায়টি কোন ধরনের ছিল?
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথ মূলধনী
[ঘ] সমবায়
উত্তর: [ক]

১৩২. উদ্দীপকে বর্ণিত মি. অমিত ও তার বন্ধুদের পক্ষে কোম্পানি গঠনের প্রধান অন্তরায় হলো-
[ক] মূলধনের অভাব
[খ] ন্যূনতম মূলধন
[গ] আইনগত জটিলতা
[ঘ] কার্যারম্ভের অনুমতি সংগ্রহে বাধা
উত্তর: [গ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৬
১৩৩. উপমহাদেশে সমবায় আন্দোলন কত সালেএ শুরু হয়? (জ্ঞান) [বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ]
[ক] ১৮৯৫
[খ] ১৯০৪
[গ] ১৯১২
[ঘ] ১৯১৭
উত্তর: [ক]

১৩৪. কোন উদ্দেশ্যে সমবায় সমিতি গড়ে উঠে? (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
[ক] সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন
[খ] জনগণের কল্যাণে ভূমিকা রাখা
[গ] মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়ানো
[ঘ] সমাজের উন্নয়নে অবদান বজায় রাখা
উত্তর: [ক]

১৩৫. সদস্যদের কল্যাণ কোন সংগঠনের মূল উদ্যেশ্য? (অনুধাবন) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
[ক] অংশীদারি সংগঠন
[খ] একমালিকানা সংগঠন
[গ] সমবায় সংগঠন
[ঘ] কোম্পানি সংগঠন
উত্তর: [গ]

১৩৬. সমবায় অর্থ কী? (জ্ঞান) [শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ]
[ক] সম্মিলিত প্রচেষ্টা
[খ] আর্থিক উন্নতি
[গ] সমাজসেবা
[ঘ] স্বার্থ রক্ষা
উত্তর: [ক]

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি সাজেশন pdf download

১৩৭. সমবায় সমিতিতে সব সদস্যদের ভোটাধিকার সমান হওয়ার কারণ কী?
(অনুধাবন) [বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
[ক] সমবায় সাম্যের প্রতীক বলে
[খ] সততা সমবায়ের নীতি বলে
[গ] সদস্যদের নৈকট্যের কারণে
[ঘ] সমশ্রেণির জনগোষ্ঠী হওয়ার কারণে
উত্তর: [ক]

১৩৮. সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? [রা. বো. ১৫]
[ক] ২
[খ] ৭
[গ] ১০
[ঘ] ২০
উত্তর: [ঘ]

১৩৯. সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা; বিএন কলেজ, ঢাকা]
[ক] ৩%
[খ] ১৫%
[গ] ২০%
[ঘ] ২৫%
উত্তর: [গ]

১৪০. সমবায়ের অর্জিত মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়? [ঢা. বো., চ. বো. ১৫]
[ক] ৩%
[খ] ৫%
[গ] ১০%
[ঘ] ১৫%
উত্তর: [ক]

১৪১. সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? [ঢা. বো., সি. বো. ১৫]
[ক] চুক্তিপত্র
[খ] বিবরণপত্র
[গ] উপবিধি
[ঘ] স্মারকলিপি
উত্তর: [গ]

১৪২. সমবায় সমিতির সকল সদস্যদের ভোটাধিকার সমান হওয়া কোন নীতির প্রতিফলন? (জ্ঞান) [শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] সাম্য
[খ] সততা
[গ] নৈকট্য
[ঘ] সমশ্রণি
উত্তর: [ক]

১৪৩. সাংগঠনিক স্তর ভিত্তিতে সমবায় সমিতি কত প্রকার? [দি. বো. ১৫]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৬
উত্তর: [গ]

১৪৪. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কীভাবে বণ্টিত হয়? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] মূলধন অনুপাতে
[খ] ক্রয় অনুপাতে
[গ] বিক্রয় অনুপাতে
[ঘ] ভোগ অনুপাতে
উত্তর: [খ]

১৪৫. কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য সংখ্যা কত? (জ্ঞান) [আল-
হেরা একাডেমী স্কুল এন্ড কলেজ, পাবনা]
[ক] ৭ জন
[খ] ১০ জন
[গ] ১৫ জন
[ঘ] ২০ জন
উত্তর: [খ]

১৪৬. আম চাষিদের সমবায় সমিতি কোন ধরনের সমবায় সমিতি? (প্রয়োগ) [পিরোজপুর সরকারি মহিলা কলেজ]
[ক] ক্রয়
[খ] উৎপাদক
[গ] বিক্রয়
[ঘ] ভোক্তা
উত্তর: [খ]

১৪৭. কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে লিমিটেড যুক্ত হয়? (জ্ঞান) [শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] বিমা
[খ] সসীম দায়
[গ] অসীম দায়
[ঘ] বহুমুখী
উত্তর: [খ]

১৪৮. মতিন সাহেব সমপেশাজীবী আরও ২০ জন ব্যক্তিকে নিয়ে তিনি একটি সমিতি গঠন করেন। উৎপাদক বা পাইকারদের নিকট থেকে পাইকারি দরে পণ্য ক্রয় করে তারা সামান্য লাভে তা সদস্যদের নিকট বিক্রয় করেন। তাদের প্রতিষ্ঠিত সমিতিটি কোন ধরনের? (প্রয়োগ) [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকা]
[ক] উৎপাদক সমবায় সমিতি
[খ] কৃষক সমবায় সমিতি
[গ] ভোক্তা সমবায় সমিতি
[ঘ] চাকরিজীবী সমবায় সমিতি
উত্তর: [গ]

১৪৯. বার্ড-এর প্রতিষ্ঠাতা কে?
(জ্ঞান) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] ড. মুহাম্মদ ইউনূস
[খ] রাশেদা কে. চৌধুরী
[গ] ড. আখতার হামিদ খান
[ঘ] জহুরুল ইসলাম
উত্তর: [গ]

১৫০. সমবায় একাডেমির অন্যতম কাজ কোনটি? (জ্ঞান) [শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
[ক] প্রশিক্ষণ দান
[খ] মূলধন গঠন
[গ] পল্লী উন্নয়ন
[ঘ] নারীর ক্ষমতায়ন
উত্তর: [ক]

১৫১. বাংলাদেশের সমবায় সমিতিগুলো অদক্ষভাবে পরিচালিত হচ্ছে কেন? (অনুধাবন) [অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিল্লা]
[ক] মূলধনের অভাবে
[খ] উদ্দীপনার অভাবে
[গ] বিদেশি সাহায্যের অভাবে
[ঘ] সঠিক দিকনির্দেশনার অভাবে
উত্তর: [ঘ]

১৫২. সমবায় সমিতির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
i. পৃথক সত্তাবিশিষ্ট
ii. মুনাফা অর্জন মূল লক্ষ্য নয়
iii. নিবন্ধন বাধ্যতামূলক নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

১৫৩. বাংলাদেশের সমবায় সংগঠনের সাফল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ
ii. নির্বাহীদের উচ্চতর পারিশ্রমিক প্রদান
iii. সদস্যদের সমবেত প্রচেষ্টা ও কর্মদ্যোম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১৫৪. বাংলাদেশ সমবায় একাডেমি সমবায় উন্নয়নে যে অবদান রাখে তা হচ্ছে- (অনুধাবন) [ঢাকা সিটি কলেজ]
i. সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ দান
ii. সমবায়ের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্য পরিচালনা
iii. দৈশীয় ও আসবজট্টাতিক সৈমিনাএরর আএয়াজন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও।
মধুসূদন একজন জেলে। তিনি হাওর অঞ্চলের ৫৫ জন জেলেকে নিয়ে মাছের ন্যায্য দাম পাওয়ার উদ্দেশ্যে বিধি মোতাবেক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা তাদের অর্জিত ৯০ ভাগ মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করতে চাইলে একজন সদস্য তা আইনগতভাবে সম্ভব নয় বলে জানান। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

১৫৫. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] পাবলিক লি.
[খ] প্রাইভেট লি.
[গ] সমবায়
[ঘ] অংশীদারি
উত্তর: [গ]

১৫৬. সকল মুনাফা বণ্টনের আপত্তির কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সংরক্ষিত তহবিলে জমা
ii. উন্নয়ন তহবিলে জমা
iii. সদস্যদের দায় বৃদ্ধি

নিচের কোনটি ঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও।
রসুলপুর এলাকার ৫০টি পরিবারের কর্তাব্যক্তিরা একত্রিত হয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাওয়ার জন্য ‘প্রত্যাশা’ নামে একটি সমবায় সমিতি গঠন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্যসামগ্রী ক্রয় করে তা সদস্যদের মধ্যে বিক্রয় করেন। [কু. বো. ১৬]

১৫৭. উষ্টীপএক বণিট্টত সমবায় সমিতিটি কৈান ধরএনর?
[ক] উৎপাদক সমবায়
[খ] ক্রয় সমবায়
[গ] ভোক্তা সমবায়
[ঘ] বহুমুখী সমবায়
উত্তর: [গ]

১৫৮. উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি থেকে সদস্যগণ যেসব সুবিধা পাবে-
i. সদ্যসদের আয় বৃদ্ধি
ii. ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি
iii. বিপণন সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion 2024 pdf download.
অধ্যায়-৭
১৫৯. রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকারের মালিকানার সর্বনিম্ন পরিমাণ কত? (জ্ঞান) [সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
[ক] ৪৯%
[খ] ৫১%
[গ] ৮০%
[ঘ] ৯০%
উত্তর: [খ]

১৬০. কিছু পণ্যের উৎপাদন ক্ষমতা সরকারের নিকট রাখা জরুরি কেন? (অনুধাবন) [মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
[ক] গোপনীয়তা রক্ষার্থে
[খ] ক্ষমতা বৃদ্ধিতে
[গ] অধিক মুনাফা ভোগে
[ঘ] জাতীয় স্বার্থ রক্ষার্থে
উত্তর: [ঘ]

১৬১. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] জনকল্যাণ সাধন
[খ] অর্থবাজার নিয়ন্ত্রণ
[গ] ভারী শিল্প প্রতিষ্ঠা
[ঘ] মুনাফা অর্জন
উত্তর: [ক]

১৬২. কিসের মাধ্যমে সরকার একচেটিয়া ব্যবসায় রোধ করার উদ্যোগ নেয়? (অনুধাবন) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] একচেটিয়া ব্যবসায় বন্ধ করার মাধ্যমে
[খ] নিয়ন্ত্রণের মাধ্যমে
[গ] জাতীয়করণের মাধ্যমে
[ঘ] রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করার মাধ্যমে
উত্তর: [ঘ]

১৬৩. কোন সংগঠন ব্যবসায় বিকেন্দ্রীকরণে সহায়তা করে থাকে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি কলেজ]
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] রাষ্ট্রীয় ব্যবসায়
[ঘ] ব্যবসায় জোট
উত্তর: [গ]

১৬৪. নারায়ণগঞ্জ শহরের পানি ও স্যানিটেশন সেবা কত সালে ঢাকা ওয়াসার নিকট হস্তান্তর করা হয়? (জ্ঞান) [সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
[ক] ১৯৯৩
[খ] ১৯৯২
[গ] ১৯৯১
[ঘ] ১৯৯০
উত্তর: [ঘ]

১৬৫. WASA এর কার্যক্রম কয়টি মেট্রোপলিটন শহরে বিস্তৃত? (জ্ঞান) [ক্যান্ট.পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [গ]

১৬৬. বাংলাদেশে রেলওয়ের কয়টি জোন আছে? (জ্ঞান) [বঙ্গবন্ধু কলেজ, বেলফুলিয়া, খুলনা]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক]

১৬৭. বাংলাদেশে রেলওয়ে চালু হয়েছিল কোন আমলে?(জ্ঞান) [হামিদপুর আল-
হেরা কলেজ, যশোর]
[ক] মোগল আমলে
[খ] বৃটিশ আমলে
[গ] পাকিস্তানি আমলে
[ঘ] বাংলাদেশ আমলে
উত্তর: [খ]

১৬৮. কোন সেবাটি বাংলাদেশ ডাক বিভাগের মূল সার্ভিসের অন্তর্ভুক্ত? (জ্ঞান) [দনিয়া কলেজ, ঢাকা; কুমিল্লা কমার্স কলেজ]
[ক] মানি অর্ডার
[খ] ডাক জীবন বিমা
[গ] প্রাইজবন্ড বিক্রয়
[ঘ] সঞ্চয়পত্র
উত্তর: [ক]

১৬৯. বাংলাদেশের পাবলিক সেক্টরে সর্ববৃহৎ কর্পোরেশন কোনটি? (জ্ঞান) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
[খ] বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
[গ] ওয়াসা
[ঘ] বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
উত্তর: [ঘ]

১৭০. কোনটি জাতীয় পরিবহন সংস্থা? (জ্ঞান) [রংপুর সরকারি কলেজ]
[ক] বিটিসিএল
[খ] বিআরটিএ
[গ] বিসিআইসি
[ঘ] বিআরটিসি
উত্তর: [ঘ]

১৭১. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কয়টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত? (জ্ঞান) [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকা]
[ক] ৮৬
[খ] ৮৭
[গ] ৮৮
[ঘ] ৮৯
উত্তর: [গ]

১৭২. BRTC-এর অধীনে ঢাকায় কতটি বাস ডিপো রয়েছে?
(জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
[ক] দুই
[খ] পাঁচ
[গ] সাত
[ঘ] নয়
উত্তর: [গ]

১৭৩. বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন? (জ্ঞান) [মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা]
[ক] বাণিজ্য
[খ] বেসামরিক বিমান ও পর্যটন
[গ] শিল্প
[ঘ] সমবায়
উত্তর: [খ]

১৭৪. বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা) [ঢাকা কমার্স কলেজ]
[ক] সরকারি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা
[খ] বেসরকারি খাতের একচেটিয়া প্রবণতা রোধ
[গ] দেশে একচেটিয়া ব্যবসায় গড়ে তোলা
[ঘ] ব্যক্তিখাতে ব্যবসায় গঠনে উৎসাহ দেয়া
উত্তর: [খ]

১৭৫. হান্নান একজন সরকারি কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ কমানোর জন্য সুপারিশ করলেও তা কার্যকর করা হয়নি। এখানে মূল সমস্যা কোনটি? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] হিসাব গ্রহনে অনীহা
[খ] লাল ফিতার দৌরাত্ম্য
[গ] সহযোগিতার অভাব
[ঘ] রাজনৈতিক প্রভাব
উত্তর: [ক]

১৭৬. বাংলাদেশে কত সালের PPP নীতি কার্যকর রয়েছে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি মহিলা কলেজ]
[ক] ২০০১
[খ] ২০০৬
[গ] ২০১০
[ঘ] ২০১২
উত্তর: [গ]

১৭৭. রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য হলো- (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা; তেজগাঁও কলেজ, ঢাকা]
i. মুনাফা অর্জন
ii. সামাজিক কল্যাণ
iii. সম্পদের সুসম বন্টন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১৭৮. সরকার রাষ্ট্রীয় ব্যবসায়ের- (অনুধাবন) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
i. নিয়ন্ত্রক
ii. পরিচালনাকারী
iii. গঠনকারী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

১৭৯. বিআরটিসি দেশের পর্যটন শিল্পকে- (অনুধাবন) [সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
i. নিয়ন্ত্রণ করে
ii. সহায়তা করে
iii. উৎসাহিত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

১৮০. বিআরটিসি’র উদ্দেশ্য হলো- (অনুধাবন) [সরকারি সিটি কলেজ, রাজশাহী]
i. স্বল্প খরচে নিরাপদ ভ্রমণ
ii. নির্ভরযোগ্য পরিবহন সেবা
iii. স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন সেবা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

১৮১. PPP-এর সুবিধা হলো-
(অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. সরকারি ট্যাক্স সুবিধা ভোগ
ii. প্রকল্প বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুযোগ
iii. বেসরকারি দক্ষতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ১৮২ ও ১৮৩ নং প্রশ্নের উত্তর দাও।
সরকার শহরবাসীদের নিরাপদ পানি সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠান গঠন করেন। প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হবে এবং এর মুনাফা কীভাবে বণ্টন করা হবে তার জন্য জাতীয় সংসদে একটি আইন পাস করা হয়। [ঢা. বো. ১৬]

১৮২. উদ্দীপকের সংগঠনটি কোন প্রকৃতির?
[ক] সমবায়
[খ] রাষ্ট্রীয়
[গ] প্রাইভেট লি.
[ঘ] পাবলিক লি.
উত্তর: [খ]

১৮৩. প্রতিষ্ঠানটির মুনাফা কীভাবে বণ্টিত হবে?
[ক] সরকার ভোগ করে
[খ] দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ভোগ করে
[গ] জাতীয় কোষাগারে জমা হবে
[ঘ] প্রধানমন্ত্রীর তহবিলে জমা হবে
উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও।
তমাল কক্সবাজার বেড়াতে গিয়ে ভালো কোনো হোটেলে সিট না পেয়ে পরের দিন বাসায় ফিরে আসল।[নটর ডেম কলেজ, ঢাকা]

১৮৪. এখানে প্রথমত কোন প্রতিষ্ঠানের দুর্বলতা প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] হাউজ বিল্ডিং এন্ড ফিন্যান্স কর্পোরেশন
[খ] গৃহনির্মাণ সমিতি
[গ] বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
[ঘ] বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন সংস্থা
উত্তর: [গ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-৮
১৮৫. পেটেন্টে নিচের কোন বিষয়টি অন্তর্ভুক্ত? [ঢা. বো. ১৫]
[ক] কোনো পণ্যের লোগো
[খ] লেখকের সাহিত্যকর্ম
[গ] নতুন প্রযুক্তির আবিষ্কার
[ঘ] কোনো পণ্যের মান নির্ধারণ ও পরীক্ষা
উত্তর: [গ]

১৮৬. বর্তমানে আমাদের দেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে? [চ. বো., য. বো. ১৬]
[ক] ১৯০৯
[খ] ১৯১১
[গ] ১৯১৭
[ঘ] ১৯২১
উত্তর: [খ]

১৮৭. বিশ্বে কোন দেশে সর্বপ্রথম ট্রেডমার্ক ব্যবহৃত হয়? [সি. বো. ১৫]
[ক] যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] ইতালি
[ঘ] ফ্রান্স
উত্তর: [গ]

১৮৮. ট্রেডমার্ক আইন অনুযায়ী সর্বোচ্চ কত বছর পর্যন্ত নিবন্ধন কার্যকর হয়? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
[ক] ৫
[খ] ৭[গ] ১০
[ঘ] ৬০
উত্তর: [গ]

১৮৯. পণ্যকে সমজাতীয় অন্য পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? (জ্ঞান) [পটুয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] পেটেন্ট
[খ] ট্রেডমার্ক
[গ] কপিরাইট
[ঘ] নিবন্ধন
উত্তর: [খ]

১৯০. পুস্তক লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন কার্যকর? [চ. বো. ১৫]
[ক] বিমা আইন
[খ] ট্রেডমার্ক আইন
[গ] কপিরাইট আইন
[ঘ] পেটেন্ট আইন
উত্তর: [গ]

১৯১. কপিরাইট আইন ভঙ্গ করলে কোনটির মাধ্যমে প্রতিকার পাওয়া যায়? (অনুধাবন) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] শিল্প সমিতি
[খ] আদালত
[গ] নিবন্ধক
[ঘ] লেখক সমিতি
উত্তর: [খ]

১৯২. বাংলাদেশে বিমা আইন কত সালের? (জ্ঞান) [নটর ডেম কলেজ, ঢাকা]
[ক] ২০১০
[খ] ২০১১ 
[গ] ২০১২
[ঘ] ২০১৩
উত্তর: [ক]

১৯৩. কোনটি ঝুঁকি হ্রাসের উপায়? (জ্ঞান) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ব্যাংকিং
[খ] অর্থায়ন
[গ] বিমা
[ঘ] হিসাবরক্ষণ
উত্তর: [গ]

১৯৪. জীবন বিমা চুক্তিতে বয়স গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন) [বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া]
[ক] বিমাপত্র প্রদানের জন্য
[খ] বয়সের সাথে প্রিমিয়ামের প্রত্যক্ষ সম্পর্কের কারণ
[গ] মুনাফার পরিমাপ নির্ণয় করতে
[ঘ] মৃত্যুহার নির্ণয় করার জন্য
উত্তর: [খ]

১৯৫. কোন বিমার মাধ্যমে বিমা ব্যবসায়ের যাত্রা শুরু করা হয়? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] নৌ
[খ] অগ্নি
[গ] দুর্ঘটনা
[ঘ] জীবন
উত্তর: [ক]

১৯৬. বিমা করার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] পণ্ঠা^মিক আনু’’মানিকতা
[খ] প্রস্তাব দান
[গ] প্রস্তাব পর্যালোচনা
[ঘ] প্রস্তাব নির্বাচন
উত্তর: [খ]

১৯৭. নিচের কোনটি শব্দ দূষণ সৃষ্টি করে? (অনুধাবন) [ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ]
[ক] ইট পোড়ানো
[খ] বর্জ্য নির্গমন
[গ] বিমান উড্ডয়ন
[ঘ] পরিবহনের ধোঁয়া নির্গমন
উত্তর: [গ]

১৯৮. ঢাকার সদরঘাটে লঞ্চের ডেপু বাজানোতে নিম্নের কোন ধরনের দূষণ ঘটে? (প্রয়োগ) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
[ক] শব্দ
[খ] পানি
[গ] বায়ু
[ঘ] সামাজিক
উত্তর: [ক]

১৯৯. পানি দূষণের ফলে কোন রোগ হয়? (জ্ঞান) [রংপুর সরকারি কলেজ]
[ক] জন্ডিস
[খ] হাঁপানি
[গ] ডায়াবেটিস
[ঘ] জ্বর
উত্তর: [ক]

২০০. ISO-এর প্রধান অফিস কোথায় অবস্থিত?
(জ্ঞান) [মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা; সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] নিউইয়র্ক
[খ] জেনেভা
[গ] ইংল্যান্ড
[ঘ] টোকিও
উত্তর: [খ]

২০১. ISO-14000 কোনটির ভিত্তিতে গঠিত হয়?
(জ্ঞান) [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
[ক] পরিবেশ
[খ] ভোক্তা
[গ] সমাজ
[ঘ] সরকার
উত্তর: [ক]

২০২. বিএসটিআই কোন ধরনের কার্য সম্পাদন করে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি কলেজ]
[ক] পণ্য উৎপাদন
[খ] পণ্য মান সংরক্ষণ
[গ] পণ্য বণ্টন
[ঘ] পণ্য বিক্রয়
উত্তর: [খ]

২০৩. পণ্যের মান নিশ্চিতকরণের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? (জ্ঞান) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] বিএসটিআই
[খ] বেসিক
[গ] বিসিক
[ঘ] বিটাক
উত্তর: [ক]

২০৪. পেটেন্টের আবেদন গ্রহণ করলে রেজিস্ট্রার- (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
i. বিষয়বস্তু গোপন রাখেন
ii. আবেদনকারীকে নোটিশ দেবে
iii. আবেদন গ্রহণ বিষয়ে বিজ্ঞাপন দেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

২০৫. ট্রেডমার্কের মাধ্যমে অর্জিত হয়- (অনুধাবন) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. প্রতিযোগীর মুনাফা
ii. ব্যবসায়িক সুবিধা
iii. ব্যবসায়িক উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

২০৬. কপিরাইট আইনের অন্তর্ভুক্ত- [কু. বো. ১৬]
i. গল্প, প্রবন্ধ, কবিতা
ii. নাটক, চলচ্চিত্র
iii. মিউজিক্যাল কম্পোজিশন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২০৭. বিশ্ব উষ্ণতা বৃদ্ধির ফলে সম্ভাবনা বেড়ে যাচ্ছে- (অনুধাবন) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. বন্যা প্রবণতার
ii. রোগ বৃদ্ধির
iii. হিমালয়ের বরফ গলার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২০৮. যে প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে BSTI গড়ে তোলা হয়- (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
i. বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন
ii. সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ
iii. ন্যাশনাল স্ট্যান্ডার্ড বোর্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও ii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ২০৯ ও ২১০ নং প্রশ্নের উত্তর দাও।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাস্টবিন থেকে আবর্জনা সংগ্রহ করে শহর থেকে দূরে সেগুলো ফেলার ব্যবস্থা করত। CUET-এর কয়েকজন ছাত্র এমন একটি মেশিন আবিষ্কার করে, যার সাহায্যে বাসাবাড়ি থেকে সরাসরি সংগ্রহকৃত আবর্জনা তৎক্ষণাৎ শোধনের মাধ্যমে কিছু পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব হয় এবং বাকি বর্জ্য এমনভাবে বিনষ্ট করা হয়, যার ফলে পরিবেশ দূষণমুক্ত থাকবে। সিটি কর্পোরেশন এ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে CUET-এর ছাত্রদের সাথে একটি চুক্তি সম্পাদন করে।
[বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]

২০৯. সিটি কর্পোরেশনের সাথে সম্পাদিত চুক্তিটিকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] পেটেন্ট চুক্তি
[খ] কপিরাইট চুক্তি
[গ] ট্রেডমার্ক চুক্তি
[ঘ] ব্যবসায়িক চুক্তি
উত্তর: [ক]

২১০. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি দ্বারা কোন ধরনের পরিবেশ দূষণ প্রতিরোধ করা সম্ভব? (উচ্চতর দক্ষতা)
[ক] বায়ু, পানি
[খ] মাটি, শব্দ
[গ] বায়ু, শব্দ
[ঘ] বায়ু, মাটি
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও।
জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এ আবিষ্কারের অধিকার হস্তগত করার জন্য বৃটেনে অনেকেই চেষ্টা করেছে। কিন্তু ব্রিটিশ সরকার আইনগত সহায়তা দেয়ায় তা সম্ভব হয় নি।
[দিনাজপুর সরকারি মহিলা কলেজ]

২১১. জেমস ওয়াট কোন ধরনের আইনের সহায়তা পেয়েছেন? (প্রয়োগ)
[ক] বিমা
[খ] পেটেন্ট
[গ] কপিরাইট
[ঘ] ট্রেডমার্ক
উত্তর: [খ]

২১২. জেমস ওয়াটের এরূপ আইনি সহায়তা লাভের ফলে বৃটিশ সমাজে যে লাভ হয়েছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. নতুন আবিষ্কার উৎসাহিত হয়েছে
ii. ব্যবসায়ীরা আবিষ্কারকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ হয়েছে
iii. আবিষ্কারক আর্থিকভাবে লাভবান হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ২১৩ ও ২১৪ নং প্রশ্নের উত্তর দাও।
মি. রফিক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফটোগ্রাফীর উপর কোর্স করে দেশে এসে আবহমান বাংলার বিভিন্ন বিষয়কে তার ছবিতে তুলে এনেছেন। তিনি তার সৃষ্টি কর্মের গুরত্বপূর্ণ ছবিগুলো নিবন্ধন করেছেন।
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

২১৩. মি. রফিকের ফটোগ্রাফস্ নিবন্ধন কীসের অন্তর্গত? (প্রয়োগ)
[ক] পেটেন্ট
[খ] ট্রেডমার্ক
[গ] কপিরাইট
[ঘ] বিমা
উত্তর: [গ]

২১৪. মি. রফিক আইনগত ব্যবস্থা গ্রহণ করায় নিচের কোন সুবিধা পাবে- (উচ্চতর দক্ষতা)
i. আইনগত অধিকার
ii. ব্যক্তিগত অধিকার সংরক্ষণ
iii. অন্য কেউ নকল করলে ক্ষতিপূরণ প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-৯
২১৫. কর অবকাশ কোন ধরনের সহায়তা? [দি. বো., ব. বো. ১৫]
[ক] উদ্দীপনামূলক
[খ] সংরক্ষণমূলক
[গ] পরামর্শমূলক
[ঘ] সমর্থনমূলক
উত্তর: [ঘ]

২১৬. জনাব এম. আলম টঙ্গী বিসিক শিল্প এলাকায় ব্যবসায় স্থাপন করে কর অবকাশ সুবিধা পেলেন। এটি তার ব্যবসায়ের জন্য কোন ধরনের সহায়তা? [চ. বো. ১৫]
[ক] সামাজিক সহায়তা
[খ] উদ্দীপনামূলক সহায়তা
[গ] সমর্থনমূলক সহায়তা
[ঘ] সংরক্ষণমূলক সহায়তা
উত্তর: [গ]

২১৭. বিসিকের আঞ্চলিক কার্যালয় কয়টি? (জ্ঞান) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [খ]

২১৮. বিসিকের প্রধান কাজ বলতে কোনটি বোঝায়? (অনুধাবন) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ঋণ প্রদান
[খ] আইন প্রণয়ন
[গ] বিনিএয়াগ পরামশট্ট দান
[ঘ] কর নীতি বাস্তবায়ন
উত্তর: [গ]

২১৯. কোন প্রতিষ্ঠান হতে অবকাঠামোগত সুবিধা পাওয়া যায়? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] বিসিক
[খ] এসএমই ফাউন্ডেশন
[গ] রপ্তানি উন্নয়ন ব্যুরো
[ঘ] বিজিএমইএ
উত্তর: [ক]

২২০. কোনটি সরকারি শিল্প সহায়তার উৎস? (অনুধাবন) [দিনাজপুর সরকারি কলেজ]
[ক] ব্র্যাক
[খ] এফবিসিসিআই
[গ] বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি.
[ঘ] লিজিং কোম্পানি
উত্তর: [গ]

২২১. কোনটি সরকারি ঋণ সহায়তার উৎস? (অনুধাবন) [রংপুর সরকারি কলেজ]
[ক] বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
[খ] এফবিসিসিআই
[গ] ব্র্যাক
[ঘ] লিজিং কোম্পানি
উত্তর: [ক]

২২২. সাথী একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তিনি একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা গ্রহণ করলেন। প্রতিষ্ঠানটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। সাথী কোথা থেকে ঋণ গ্রহণ করেন? (প্রয়োগ) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] বিসিক
[খ] বেসিক ব্যাংক
[গ] এসএমই ফাউন্ডেশন
[ঘ] ব্র্যাক
উত্তর: [ক]

২২৩. কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সেবা প্রদান করে থাকে? [ঢা. বো. ১৫]
[ক] যুব অধিদপ্তর
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] শিল্প ও বণিক সমিতি
[ঘ] রপ্তানি উন্নয়ন ব্যুরো
উত্তর: [খ]

২২৪. SME-এর পূর্ণরূপ কী?
[সি. বো. ১৬; ব. বো. ১৫]
[ক] Small and Medium Enterprises
[খ] Small and Medium Entity
[গ] Short and Medium Entity
[ঘ] Short and Medium Enterprise
 উত্তর: [ক]

২২৫. শিল্প ও বণিক সভার কাজ কোনটি? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
[ক] ঋণদান
[খ] যন্ত্রপাতি সরবরাহ
[গ] পরামর্শ প্রদান
[ঘ] রাজনৈতিক সুবিধা প্রদান
উত্তর: [গ]

২২৬. কোনটি বেসরকারি সহায়তামূলক প্রতিষ্ঠান? (জ্ঞান) [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
[ক] রপ্তানি উন্নয়ন ব্যুরো
[খ] বাংলাদেশ বিনিয়োগ সংস্থা
[গ] শিল্প ও বণিক সমিতি
[ঘ] বাংলাদেশ ব্যাংক
উত্তর: [গ]

২২৭. ব্র্যাকের সকল কার্যক্রম কোন লক্ষ্যে পরিচালিত হচ্ছে? (জ্ঞান) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
[ক] শিল্প প্রতিষ্ঠায়
[খ] উদ্যোক্তা উন্নয়নে
[গ] ত্রাণ বিতরণে
[ঘ] পুনর্বাসনে
উত্তর: [খ]

২২৮. NGO শব্দ সংক্ষেপের পুরো কী? (জ্ঞান) [মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] National Govt. office
[খ] Non-Govt. office
[গ] National Govt. Organization
[ঘ] Non-Govt. Orgainzation
উত্তর: [ঘ]

২২৯. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
[গ] ১৯৭২
[ঘ] ১৯৭৫
উত্তর: [গ]

২৩০. বাংলাদেশে এনজিও বহির্ভূত প্রতিষ্ঠান কোনটি? [রা. বো. ১৫]
[ক] ব্র্যাক
[খ] ওয়াসা
[গ] আশা
[ঘ] প্রশিকা
উত্তর: [খ]

২৩১. ব্র্যাকের নিজস্ব ডেইরি ফার্ম ও বিপণন কেন্দ্র কোনটি? (জ্ঞান) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
[ক] পোলার
[খ] আড়ং
[গ] মিল্কভিটা
[ঘ] ঈগলু
উত্তর: [খ]

২৩২. বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কোনটি? (জ্ঞান) [মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
[ক] প্রশিকা
[খ] আশা
[গ] কোডেক
[ঘ] উদ্দীপন
উত্তর: [ক]

২৩৩. TMSS-এর পূর্ণরূপ কোনটি? [য. বো. ১৫]
[ক] ঠেঙ্গামারা মহিলা সোনালি সংঘ
[খ] ঠেঙ্গামারা মহিলা সম্প্রদায় সংঘ
[গ] ঠেঙ্গামারা মহিলা সম্প্রদায় সমিতি
[ঘ] ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ
উত্তর: [ঘ]

২৩৪. বিজিএমইএ-এর কাজ কোনটি? (অনুধাবন) [ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
[ক] তৈরি পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারককে সহযোগিতা করা
[খ] দেশের পাট ও পাটজাত শিল্পকে সহযোগিতা করা
[গ] সরকারকে পণ্য আমদানিতে সহায়তা করা
[ঘ] সার ও কীটনাশক উৎপাদনে সহায়তা করা
উত্তর: [ক]

২৩৫. BGMEA কোন ধরনের সেবা প্রদান করে? [য. বো. ১৫]
[ক] অবকাঠামোগত
[খ] আইনগত
[গ] তথ্যগত
[ঘ] আর্থিক
উত্তর: [গ]

২৩৬. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? (জ্ঞান) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] বাংলাদেশ
[খ] আফগানিস্তান
[গ] ভারত
[ঘ] নেপাল
উত্তর: [খ]

২৩৭. বাংলাদেশসহ আঞ্চলিক পরিবহন অবকাঠামো গঠনে কোন আন্তর্জাতিক সংস্থা বেশি সক্রিয়? (জ্ঞান) [সাভার ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা; আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা]
[ক] SAARC
[খ] BIMSTEC
[গ] ASEAN
[ঘ] WTO 
উত্তর: [খ]

২৩৮. SME ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো- (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. অর্থনৈতিক উন্নয়ন
iii. পণ্যমান নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

২৩৯. এসএমই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো- (অনুধাবন) [রাজশাহী সরকারি মহিলা কলেজ]
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. অর্থনৈতিক উন্নয়ন
iii. দারিদ্র্য দূরীকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ২৪০ ও ২৪১ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মনির নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করতে চান। তার এক বন্ধু তাকে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ সংগ্রহের পরামর্শ দিলেন। মনির জানতো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে সহায়তা করে থাকে। তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরুর চিন্তা করলেন। [দিনাজপুর সরকারি কলেজ]

২৪০. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে? (প্রয়োগ)
[ক] উদ্দীপনামূলক সেবা
[খ] সমর্থনমূলক সেবা
[গ] সংরক্ষণমূলক সেবা
[ঘ] আর্থিক সেবা
উত্তর: [খ]

২৪১. জনাব মনিরের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প হতে প্রাপ্ত সেবাসমূহ- (উচ্চতর দক্ষতা)
i. নতুন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের উদ্যোগ
ii. প্রশিক্ষণ গ্রহণের সুযোগ
iii. কাঁচামাল প্রাপ্তিতে সহায়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

উদ্দীপকটি পড়ো এবং ২৪২ ও ২৪৩ নং প্রশ্নের উত্তর দাও।
তপন সরকার একটি চাউল কল স্থাপন করতে চান। তিনি এসএমই ফাউন্ডেশনে ঋণের জন্য আবেদন করেন। [শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজার]

২৪২. এসএমই ফাউন্ডেশন কোন ধরনের ঋণ প্রদান করবে? (প্রয়োগ)
[ক] বন্ধকি
[খ] জামানতি
[গ] সুদমুক্ত
[ঘ] বন্ধকিমুক্ত
উত্তর: [ঘ]

২৪৩. এসএমই ফাউন্ডেশন কোন তহবিল থেকে তপনকে ঋণ প্রদান করবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ঋণকৃত
[খ] নিজস্ব
[গ] রিজার্ভ
[ঘ] বিদেশি
উত্তর: [খ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-১০
২৪৪. ষোড়শ শতকে Entrepreneur শব্দটি কোথায় ব্যবহার করা হতো? (জ্ঞান) [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
[ক] নির্মাণ ও পুরকৌশলে
[খ] বিজ্ঞাপনে
[গ] ব্যবসা-
বাণিজ্যে
[ঘ] উদ্ভাবন ও নির্বাচনে
উত্তর: [ক]

২৪৫. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি? (জ্ঞান) [সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] জনকল্যাণ
[খ] মুনাফা অর্জন
[গ] ব্যবসায় সম্প্রসারণ
[ঘ] ভবিষ্যৎ উন্নয়ন
উত্তর: [খ]

২৪৬. কোনটি ব্যবসায় উদ্যোগ? [রা. বো. ১৫]
[ক] বাড়ির আঙ্গিনায় বাগান করা
[খ] পাড়ায় পাঠাগার স্থাপন
[গ] হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা
[ঘ] ক্লাবে বার্ষিক ক্রীড়ার আয়োজন করা
উত্তর: [গ]

২৪৭. কোনটি বিনিয়োগ উদ্যোগক্তার জন্য অনুপ্রেরণামূলক হতে পারে? [ব. বো. ১৬]
[ক] শ্রমনীতি
[খ] করনীতি
[গ] রাজস্ব নীতি
[ঘ] শিল্পনীতি
উত্তর: [ঘ]

২৪৮. উদ্যোক্তার সামাজিক বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
[ক] ক্ষমতা
[খ] নেতৃত্ব
[গ] পেশাগত অভিজ্ঞতা
[ঘ] সরলতা
উত্তর: [খ]

২৪৯. উদ্যোক্তা কিসের মাধ্যমে দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয়সাধন করেন? (অনুধাবন) [সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা]
[ক] রাজনৈতিক সিদ্ধান্ত
[খ] সময়োপযোগী সিদ্ধান্ত
[গ] অনুমাননির্ভর সিদ্ধান্ত
[ঘ] বিচারমূলক সিদ্ধান্ত
উত্তর: [খ]

২৫০. ব্যবসায় বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি গ্রহণ করেন কে? [চ. বো. ১৫]
[ক] ব্যবস্থাপক
[খ] উদ্যোক্তা
[গ] বিমাকারী
[ঘ] সরকার
উত্তর: [খ]

২৫১. একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি? [সি. বো. ১৫]
[ক] কর্মসংস্থান
[খ] ঝুঁকি গ্রহণ
[গ] বিনিয়োগ
[ঘ] উদ্যোগ গ্রহণ
উত্তর: [ঘ]

২৫২. উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
[ক] ত্যাগী মনোভাব
[খ] স্বাধীনতা
[গ] নেতৃত্ব
[ঘ] আকর্ষণীয় ব্যক্তিত্ব
উত্তর: [খ]

২৫৩. কোনটি ব্যবসায় উদ্যোগের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ে? (অনুধাবন) [বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ]
[ক] চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা প্রাপ্তি
[খ] বেকার সমস্যার সমাধান
[গ] উৎপাদন বৃদ্ধি
[ঘ] উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি
উত্তর: [গ]

২৫৪. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা কোনটি? (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
[ক] রাজনৈতিক স্থিতিশীলতার অভাব
[খ] ঋণদানকারী প্রতিষ্ঠানের অভাব
[গ] ঝুঁকি গ্রহণকারী প্রতিষ্ঠানের অভাব
[ঘ] সৃজনশীল মেধার অভাব
উত্তর: [ক]

২৫৫. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সহায়তাদানকারী অন্যতম প্রতিষ্ঠান হলো- [দি. বো. ১৫]
[ক] বিসিক
[খ] বিএডিসি
[গ] ব্র্যাক
[ঘ] বিজিএমইএ
উত্তর: [গ]

২৫৬. ড. হোসনে আরা বেগম নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা? (জ্ঞান) [ঢাকা কমার্স কলেজ]
[ক] ভারতেশ্বরী হোমস
[খ] কুমুদিনী হাসপাতাল
[গ] টিএমএসএস
[ঘ] ব্র্যাক
উত্তর: [গ]

২৫৭. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্টের অন্তর্গত- [কু. বো. ১৬]
i. সৃজনশীল কাজ
ii. ঝুঁকি ও অনিশ্চয়তা
iii. মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৫৮. উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য হলো- (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
i. কৃতিত্বার্জনের তীব্র আকাঙ্ক্ষা
ii. মুনাফার লক্ষ্য
iii. উদ্ভাবন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

২৫৯. সফল উদ্যোক্তার গুণ হলো- (অনুধাবন) [ড. মাহাবুবর রহমান মোল্লা কলেজ, ঢাকা]
i. সৃজনশীল মানসিকতা
ii. সাফল্য অর্জনের স্পৃহা
iii. ঝুঁকি গ্রহণের মানসিকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৬০. একজন শিল্পোদ্যোক্তা যে ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে- [য. বো. ১৫]
i. বাণিজ্যিক উন্নয়নে
ii. জাতীয় উন্নয়নে
iii. শিল্পের উন্নয়নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৬১. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান হলো- (অনুধাবন) [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. দক্ষতা বৃদ্ধি
iii. বাজার সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৬২. TMSS সমৃদ্ধশালী মহিলা সমাজ গঠন করে- (অনুধাবন) [খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
i. দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
ii. স্ব-কর্ম সৃষ্টির মাধ্যমে
iii. শিক্ষার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ২৬৩ ও ২৬৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাতুল তার চাকরির পাশাপাশি নিজ বাড়িতে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। কিন্তু বেশি সময় দেয়া সম্ভব নয় বলে তিনি এ ব্যবসায়টি তার ছোট ভাই সদ্য ডিগ্রি পাস করা পিতুলের কাছে হস্তান্তর করেন। জনাব রাতুল তার চাকরিস্থলের পাশে নতুন করে একটি স্টেশনারি দোকান দেন। এতে তিনি সফল হন। [ঢা. বো. ১৬]

২৬৩. ব্যবসায়ের পরিবর্তনে জনাব রাতুলের কোন গুণটি লক্ষণীয়?
[ক] ঝুঁকি গ্রহণের মানসিকতা
[খ] নমনীয়তা
[গ] স্বাধীনচেতা মনোভাব
[ঘ] সৃজনশীলতা
উত্তর: [খ]

২৬৪. উদ্দীপকে রাতুলের কর্মকান্ড দেশে-
i. নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়
ii. আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়
iii. চাকরির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ২৬৫ ও ২৬৬ নং প্রশ্নের উত্তর দাও।
মিসেস শাহানারা যুব অধিদপ্তরের একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ব্যাংক হতে ১ লক্ষ টাকা ঋণ নেন এবং এলাকার বেকার মেয়েদের সংগঠিত করে একটি তৈরি পোশাক কারখানা গড়ে তোলেন। [য. বো. ১৬]

২৬৫. উদ্দীপকে মিসেস শাহানারা কর্তৃক তৈরি পোশাক কারখানা গড়ে তোলাকে কী বলে?
[ক] ব্যবসায় উদ্যোগ
[খ] আত্মকর্মসংস্থান
[গ] ব্যবসায়
[ঘ] উদ্যোগ
উত্তর: [ক]

২৬৬. ব্যবসায় পরিচালনায় মিসেস শাহানারাকে কোন ধরনের সমস্যা মোকাবিলা করতে হতে পারে?
[ক] কর্মী নিয়োগ
[খ] অর্থসংস্থান
[গ] বিপণন
[ঘ] প্রশিক্ষণ
উত্তর: [গ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-১১
২৬৭. কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযুক্তির মাধ্যম কোনটি? [চ. বো. ১৫]
[ক] এটিএম কার্ড
[খ] KYC ফরম
[গ] মডেম
[ঘ] টেলেক্স
উত্তর: [গ]

২৬৮. কোন প্রযুক্তিটি ব্যবসায়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়? [য. বো. ১৫]
[ক] TOMA
[খ] TCM
[গ] GSM
[ঘ] CDMA
উত্তর: [গ]

২৬৯. ই-কমার্সের মূল মাধ্যম কী? [চ. বো. ১৫]
[ক] ইন্টারনেট
[খ] টেলিভিশন
[গ] টেলিফোন
[ঘ] রেডিও
উত্তর: [ক]

২৭০. ঢাকায় বসবাসরত মি. রিপন অনলাইনে Utshob.com থেকে ২০,০০০ টাকার একটি ঘড়ি ক্রয় করেন। এক্ষেত্রে ই-কমার্সের কোন পদ্ধতির প্রতিফলন হয়েছে? (উচ্চতর দক্ষতা) [বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া]
[ক] B2B
[খ] B2C
[গ] C2B
[ঘ] C2G
উত্তর: [খ]

২৭১. বিশ্বের কোন কোম্পানি সর্ব প্রথম ই-বিজনেস প্রয়োগ করে? (জ্ঞান) [ঝালকাঠি সরকারি কলেজ]
[ক] Apple
[খ] Amazan.com
[গ] Dell
[ঘ] IBM
উত্তর: [খ]

২৭২. ক্রেতা ও ভোক্তা বিবেচনায় ই-রিটেইলিং নিচের কোনটি? [ঢা. বো. ১৫]
[ক] B2B
[খ] B2C
[গ] B2E
[ঘ] B2G
উত্তর: [খ]

২৭৩. ATM শব্দের পূর্ণরূপ কী? [রা. বো., সি. বো., ব. বো. ১৫]
[ক] All Time Movement
[খ] Allows Take Money
[গ] All Time Money Supply
[ঘ] Automated Teller Machine
উত্তর: [ঘ]

২৭৪. ব্যাংক হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলনের মাধ্যমে পণ্য ক্রয়ে নিচের কোন আধুনিক ব্যাংকিং সেবার কার্যক্রম সাহায্য করবে? [ঢা. বো. ১৫]
[ক] ATM কার্ড
[খ] ডেবিট কার্ড
[গ] ক্রেডিট কার্ড
[ঘ] মোবাইল ব্যাংকিং
উত্তর: [গ]

২৭৫. ডেবিট ও ক্রেডিট কার্ড কোন কাজটি করার জন্য ব্যবহৃত হয়? (জ্ঞান) [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
[ক] লেনদেন পরিশোধের জন্য
[খ] ব্যবসায় বৃদ্ধির জন্য
[গ] অধিক আয়ের জন্য
[ঘ] খবরাখবর নেয়ার জন্য
উত্তর: [ক]

২৭৬. বাংলাদেশে মোবাইল ব্যাংকিং প্রথা সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে? [কু. বো. ১৫]
[ক] ডাচ-বাংলা ব্যাংক
[খ] জনতা ব্যাংক
[গ] যমুনা ব্যাংক
[ঘ] ঢাকা ব্যাংক
উত্তর: [ক]

২৭৭. UCash ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর কোন ধরনের সেবায় অন্তর্ভুক্ত? (অনুধাবন) [ঢাকা সিটি কলেজ]
[ক] ই-মার্কেটিং
[খ] ই-রিটেইলিং
[গ] হোম ব্যাংকিং
[ঘ] মোবাইল ব্যাংকিং
উত্তর: [ঘ]

২৭৮. আফরা নিজের মোবাইল নম্বরের সাথে একটি ডিজিট বাড়িয়ে হিসাব খোলেন। এটি কোন ধরনের আধুনিক প্রযুক্তি? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] এম ক্যাশ
[খ] ই-ক্যাশ
[গ] এম ব্যাংকিং
[ঘ] বিকাশ
উত্তর: [গ]

২৭৯. বর্তমানে মোবাইল ব্যাংক যে সুবিধা দিচ্ছে- [সি. বো. ১৫]
i. নিরাপদে অর্থ প্রেরণ
ii. উত্তোলন সুবিধা
iii. বিদ্যুৎ বিল পরিশোধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৮০. ই-কমার্সের অন্তর্ভূক্ত বিষয়গুলো হচ্ছে- [কু. বো.১৫]
i. ইন্টারনেট মার্কেটিং
ii. মোবাইল বাণিজ্য
iii. মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৮১. ই-রিটেইলিং পদ্ধতিতে ব্যবসায় করার জন্য প্রয়োজন- [ঢা. বো. ১৬]
i. ইন্টারনেট সংযোগ
ii. নিজস্ব ওয়েবসাইট
iii. সরবরাহকারী চ্যানেল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

২৮২. ই-ব্যাংকিং বলতে বোঝায়- (অনুধাবন) [তেজগাঁও কলেজ, ঢাকা]
i. অর্থ জমাদান
ii. অর্থ উত্তোলন
iii. অর্থ স্থানান্তর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]

২৮৩. ডেবিট কার্ডের সুবিধা হলো- (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. ঋণ সুবিধা প্রদান
ii. বিভিন্ন সেবা সুবিধা এর বিল প্রদান
iii. ফান্ড ট্রান্সফার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

২৮৪. ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সঠিক- (অনুধাবন) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. টাকা উত্তোলন করা যায়
ii. টাকা জমা দেয়া যায়
iii. ক্রেডিট লিমিট দেয়া থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং ২৮৫ ও ২৮৬ নং প্রশ্নের উত্তর দাও।
বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান H&M এর গ্রাহকদেরকে এখন দোকানে এসে পণ্য পছন্দ করে কিনতে হয় না। তারা বাসায় বসে ইন্টারনেটে ফরমায়েশ দিয়েই পণ্য কিনতে পারে। [নটর ডেম কলেজ, ঢাকা]

২৮৫. H&M এর এ ধরনের বিক্রয়কে কী বলে? (প্রয়োগ)
[ক] ই-বিজনেস
[খ] ই-কমার্স
[গ] ই-মার্কেটিং
[ঘ] ই-রিটেইলিং
উত্তর: [ঘ]

২৮৬. এ ধরনের বিক্রয়ে গ্রাহকদের যেসব সুবিধা হয়েছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. তাদের সময় সাশ্রয় হয়েছে
ii. বাকিতে পণ্য কেনার সুযোগ সৃষ্টি হয়েছে
iii. ২৪ ঘমবার যৈ কৈাএনা সময় ফরমাএয়শ দৈয়া যাএণছ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর এবং সাজেশন পিডিএফ ডাউনলোড।
HSC Business Organization and Management 1st Paper (mcq) Multiple Choice Suggestion pdf download.
অধ্যায়-১২
২৮৭. যে জ্ঞানবোধ ও আচরণকে সমাজ অনুকরণীয় মনে করে তাকে কী বলে? (জ্ঞান) [ঢা. বো. ১৫]
[ক] নৈতিকতা
[খ] মূল্যবোধ
[গ] সামাজিকতা
[ঘ] রীতি-নীতি
উত্তর: [খ]

২৮৮. কোনটি ব্যবসায়িক নৈতিকতার সাথে জড়িত? (অনুধাবন) [পিরোজপুর সরকারি মহিলা কলেজ]
[ক] বোনাস প্রদান
[খ] শ্রমিক ছাঁটাই
[গ] দূষণ প্রতিরোধ
[ঘ] সম্পদ বৃদ্ধি
উত্তর: [গ]

২৮৯. ব্যবসায়ে নৈতিকতা বলতে কী বোঝায়? (অনুধাবন) [রংপুর সরকারি কলেজ]
[ক] উচিত-অনুচিত মেনে চলা
[খ] নিয়ম-রীতির অনুশীলন করা
[গ] সবাইকে শ্রদ্ধা করা
[ঘ] বিচার-বুদ্ধি অনুযায়ী কাজ করা
উত্তর: [ক]

২৯০. ব্যবসায় নৈতিকতার ধরন কোনটি? [কু. বো. ১৫]
[ক] উৎপাদনে সাধারণ উপকরণ ব্যবহার
[খ] দীর্ঘ সময়ের জন্য পণ্য মজুদ রাখা
[গ] ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়
[ঘ] কারখানার বর্জ্য নদীতে ফেলা
উত্তর: [গ]

২৯১. ‘Country costs nothing’ প্রবাদটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? (জ্ঞান) [ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা]
[ক] মূল্যবোধ
[খ] শিষ্টাচার
[গ] নৈতিকতা
[ঘ] সামাজিক দায়িত্ব
উত্তর: [খ]

২৯২. কোনটি ব্যবসায়িক শিষ্টাচারের অন্তর্ভূক্ত নয়? (জ্ঞান) [নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ]
[ক] বিনয়ী
[খ] সততা ও ন্যায়নীতি
[গ] মিশুক
[ঘ] সহমর্মিতাবোধ
উত্তর: [গ]

২৯৩. নীতিবোধ মূলত কিসের ওপর প্রতিষ্ঠিত? (জ্ঞান) [ব. বো. ১৬; চ. বো. ১৫]
[ক] মানুষের মনোভাবের
[খ] সত্য ও ন্যায়ের
[গ] মানুষের আচরণের
[ঘ] সামাজিক সংস্কৃতির
উত্তর: [খ]

২৯৪. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কোনটি বোঝায়? (অনুধাবন) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
[ক] অতিরিক্ত মুনাফা নিয়ে মানসম্মত পণ্য বিক্রয়
[খ] পণ্য বিক্রয়ে ছাড়
[গ] ক্রেতাদের সম্মান করা
[ঘ] সমাজের কল্যাণকর কাজে অংশ নেয়া
উত্তর: [ঘ]

২৯৫. অনন্ত জনগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে তা তাদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে। অনন্তের কাজের মধ্যে কী রয়েছে? (প্রয়োগ) [শহীদ রমিজউদ্দিন কলেজ, ঢাকা]
[ক] সামাজিক দায়বদ্ধতা
[খ] সামাজিক উন্নয়ন
[গ] চিন্তাশীলতা
[ঘ] জনকর্মচারীর উন্নয়ন কাজ
উত্তর: [ক]

২৯৬. আজাদ ভবিষ্যতে পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা জেনেও ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। আজাদ কীসের প্রতি দায়িত্ব পালন করেছে? (প্রয়োগ) [শহীদ রমিজউদ্দিন কলেজ, ঢাকা]
[ক] রাষ্ট্রের
[খ] সমাজের
[গ] ক্রেতার
[ঘ] শ্রমিকদের
উত্তর: [খ]

২৯৭. ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে ব্যবসায়ীরা নিচের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? [রা. বো. ১৫]
[ক] ভোক্তা
[খ] সরবরাহকারী
[গ] কর্মী
[ঘ] মালিক
উত্তর: [ক]

২৯৮. যথাসময়ে ব্যাংক ঋণ পরিশোধ করার মাধ্যমে একজন ব্যবসায়ী কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন? [ঢা. বো. ১৫]
[ক] ক্রেতা
[খ] বিনিয়োগকারী
[গ] সরকার
[ঘ] সমাজ
উত্তর: [খ]

২৯৯. নিয়মিত কর প্রদান ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভূক্ত? [কু. বো. ১৫]
[ক] কর্মী
[খ] বিনিয়োগকারী
[গ] রাষ্ট্র ও সরকার
[ঘ] সমাজ
উত্তর: [গ]

৩০০. দাতব্য চিকিৎসালয় স্থাপন দ্বারা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন বোঝায়? [ঢা. বো. ১৬]
[ক] শ্রমিক-কর্মী
[খ] সরকার
[গ] ক্রেতা ও ভোক্তা
[ঘ] সাধারণ জনগণ
উত্তর: [ঘ]

৩০১. ব্যবসায় প্রতিষ্ঠানের কোন কার্যক্রমটিকে সরকারের প্রতি দায়িত্ব পালন করা হয়েছে বলে গণ্য করা হবে? [ব. বো. ১৫]
[ক] রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলা
[খ] শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপন করা
[গ] রাস্তাঘাট উন্নয়নে সহায়তা করা
[ঘ] ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা
উত্তর: [ক]

৩০২. কোনো স্থানে কারখানা স্থাপনের পূর্বে কোন দফতরের ছাড়পত্র প্রয়োজন? (জ্ঞান) [শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
[ক] স্বাস্থ্য অধিদফতর
[খ] পরিবেশ অধিদফতর
[গ] শ্রম মন্ত্রণালয়
[ঘ] কোম্পানি নিবন্ধক
উত্তর: [খ]

৩০৩. কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে? [সি. বো. ১৫]
[ক] ভাইরাস
[খ] নাইট্রোজেন
[গ] অক্সিজেন
[ঘ] ব্যাকটেরিয়া
উত্তর: [খ]

৩০৪. কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে? [সি. বো. ১৫]
[ক] ভাইরাস
[খ] নাইট্রোজেন
[গ] অক্সিজেন
[ঘ] ব্যাকটেরিয়া
উত্তর: [খ]

৩০৫. জনাব মিজান ন্যায্য মুনাফা অর্জনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাগান হতে সরাসরি রাসায়নিকমুক্ত আম সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। এতে তার প্রচুর মুনাফা অর্জিত হয়। উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে জনাব মিজানের সফলতার কারণ- [চ. বো. ১৫]
i. নৈতিকতা
ii. পরিবেশ সংরক্ষণ
iii. সামাজিক দায়বদ্ধতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ]

৩০৬. সরকারের প্রতি ব্যবসায়ের দায়িত্ব হতে পারে- (অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
i. শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা
ii. সময়মতো কর প্রদান করা
iii. সরকারি নীতি অনুসরণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ]

উদ্দীপকটি পড়ো এবং ৩০৭ ও ৩০৮ নং প্রশ্নের উত্তর দাও।
আলফা ব্যাংক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। তাদের এ পদক্ষেপ দেশের ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও ব্যাংকটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যৌতুক, সামাজিক কুপ্রথা ও মাদকাসক্তির বিরুদ্ধে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। [ঢা. বো. ১৬]

৩০৭. আলফা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম নিচের কোনটির অন্তর্গত?
[ক] ব্যবসায় নৈতিকতা
[খ] ব্যবসায় মূল্যবোধ
[গ] ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
[ঘ] প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন
উত্তর: [গ]

৩০৮. টেলিভিশন চ্যানেলে জনকল্যাণমূলক বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে আলফা ব্যাংক যা করতে চাচ্ছে তা হলো-
i. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
ii. মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা
iii. দারিদ্র্য নিরসন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং ৩০৯ ও ৩১০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আবির একজন শিল্পপতি। তিনি বিশেষ ব্যবস্থার মাধ্যমে কারখানার বর্জ্য সংরক্ষণ করেন এবং সার উৎপাদনের ব্যবহার করে লাভবান হন।
[ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজ]

৩০৯. জনাব আবির পরিবেশের কোন উপাদানটি সংরক্ষণ করেছেন? (প্রয়োগ)
[ক] বায়ু
[খ] পানি
[গ] মাটি
[ঘ] শব্দ
উত্তর: [খ]

৩১০. জনাব আবির কর্তৃক যেসব সামাজিক দায়িত্ব পালিত হচ্ছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পরিবেশদূষণ রোধ
ii. উৎপাদন বৃদ্ধি
iii. মুনাফা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ]
Share:

2 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide