এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও :
মাসুদ দরিদ্র কৃষকের ছেলে। কাজের সন্ধানে ঢাকায় আসে এবং একটি পোশাক কারখানায় কাজ নেয়। কিছুদিন পর সে গ্রামে পারিবারিকভাবে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে। তবে মাঝে মধ্যে সে গ্রামে বাবা-মার সাথে দেখা করার জন্য স্ত্রীসহ বেড়াতে যায়।
১. উদ্দীপকের মাসুদের পরিবারটি কোন ধরনের পরিবার?
[ক] মাতৃবাস
[খ] নয়বাস
[গ] পিতৃবাস
[ঘ] মাতুলবাস
২. উদ্দীপকের আলোকে বাংলাদেশে যৌথ পরিবার ভাঙার কারণ হচ্ছে-
i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
ii. আর্থিক অনটন
iii. নগরায়ণ ও শিল্পায়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩. বেকার কে?
[ক] প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক নয়
[খ] প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক
[গ] অপ্রাপ্তবয়স্ক, শিক্ষিত, কর্মে ইচ্ছুক
[ঘ] অপ্রাপ্তবয়স্ক, দক্ষ, কর্মে ইচ্ছুক
৪. গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি?
[ক] ভূমি
[খ] শিক্ষা
[গ] বংশমর্যাদা
[ঘ] পেশা
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
সুফিয়ান একটি সোয়েটার গার্মেন্টসে মেশিন অপারেটরের কাজ করে। ভবন ধ্বংসের কারণে সুফিয়ানসহ অন্যান্য শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। ফলে তাদের জীবনযাপন খুব দূর্বিষহ হয়ে পড়ে।
৫. সুফিয়ানদের কর্মহীনতা কোন ধরনের বেকারত্ব?
[ক] প্রচ্ছন্ন
[খ] প্রযুক্তিজনিত
[গ] আকস্মিক
[ঘ] মৌসুমি
৬. বিংশ শতকের কোন দশক হতে উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহৃত হয়?
[ক] চল্লিশের
[খ] পঞ্চাশের
[গ] ষাটের
[ঘ] সত্তরের
৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৭
[খ] ১৯৫৮
[গ] ১৯৫৯
[ঘ] ১৯৬০
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
কমল পটুয়াখালীতে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যেয়ে জানতে পারে তাদের সমাজ ব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। পাড়ার নেতা বা মাতববর নির্বাচিত হন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেখানে নারীদের কোনো ভূমিকা নেই।
৮. কমলের বন্ধু কোন এথনিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?
[ক] রাখাইন
[খ] সাঁওতাল
[গ] কোচ
[ঘ] খাসিয়া
৯. চাকমাদের গ্রাম প্রধানকে কী বলা হয়?
[ক] রাজা
[খ] কারবারী
[গ] হেডম্যান
[ঘ] মাঝি
১০. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা-
i. ভাষা আন্দোলনে নেতৃত্বদান
ii. দ্বি-জাতিভিত্তিক আন্দোলনে নেতৃত্বদান
iii. বাঙালির বাঁচার দাবি ছয়-দফা কর্মসূচি ঘোষণা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১নং প্রশ্নের উত্তর দাও :
রুমা ও রুনি একে অপরের সই। পরবর্তীতে রুমার সাথে রুনির ভাইয়ের বিয়ে হয়।
১১. উদ্দীপকের রুমা ও রুনির সম্পর্কে কোন জ্ঞাতি সম্পর্ককে নির্দেশ করে?
[ক] বৈবাহিক ও কাল্পনিক
[খ] জৈবিক ও কাল্পনিক
[গ] বৈবাহিক ও প্রথাগত
[ঘ] কাল্পনিক ও প্রথাগত
নিচের উদ্দীপকটি পড়ে ১২নং প্রশ্নের উত্তর দাও :
নাঈম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শীতের ছুটিতে গ্রামে গিয়ে দেখল গ্রামীণ দুস্থ ও মহিলা শ্রমিকরা এলাকার রাস্তাঘাট মেরামত ও নদী-নালা পুনঃখননের কাজ করছে। দিন শেষে তাদের পারিশ্রমিক হিসাবে টাকার পরিবর্তে বিশ কেজি করে গম দেওয়া হলো।
[ক] গ্রামীণ কৃষি ও শিল্প উন্নয়ন কর্মসূচি
[খ] সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি
[গ] কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি
[ঘ] স্বনির্ভর আন্দোলন কর্মসূচি
১৩. ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন ছিল?
[ক] ১৬৫
[খ] ১৬৭
[গ] ১৬৯
[ঘ] ১৭১
১৪. নিচের কোন জনগোষ্ঠী অস্ট্রালয়েড নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] চাকমা
[খ] কোচ
[গ] রাখাইন
[ঘ] সাঁওতাল
১৫. গ্রামীণ বাংলাদেশে ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে-
i. ইউনিয়ন পরিষদ
ii. রাজনৈতিক দলের সদস্যপদ লাভ
iii. উ’পাদন উপায়ে মালিকানা ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
রুবায়েতের মামা মবিন সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। ৭০ এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয়। এটাকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্র ও বলা হয়।
১৬. উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে?
[ক] ১৯৪৮ সালে কার্জন হলে জিন্নাহ প্রদত্ত ভাষণ
[খ] ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
[গ] কাগমারীতে প্রদত্ত মওলানা ভাসানীর ভাষণ
[ঘ] ছয়দফা উত্থাপনকালে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ
১৭. উক্ত ভাষণের স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয় কারণ-
i. এতে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার করা হয়
ii. এটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়
iii. এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
রিয়াজ সাহেব উপমহাদেশের একটি নগরের বেড়াতে গিয়ে দেখলেন সেখানকার রাস্তাগুলো বেশ প্রশস্ত, ভবনগুলো পোড়ানো শক্ত ইটের তৈরি। সেখানে পরিবেশসম্মত গোসলখানা ও পয়ঃপ্রণালী ব্যবস্থা এবং নির্দিষ্ট ব্যবধানে ল্যাম্প পোস্টের ব্যবস্থা আছে। সেখানে বড় প্রাসাদের পাশাপাশি মাঝারি ও ছোট আকারের আবাসিক ভবনও বিদ্যমান আছে।
১৮. উদ্দীপকের রিয়াজ সাহেবের বর্ণিত শহরটি কোন সভ্যতার নিদর্শনকে ঈঙ্গিত করে?
[ক] মহাস্থানগড়
[খ] সিন্ধু
[গ] উয়ারী বটেশ্বর
[ঘ] পাহাড়পুর
১৯. উদ্দীপকের শহরটির বড় প্রাসাদ ও ছোট-বড় ভবনগুলো প্রমাণ করে যে নগরটিতে-
i. পৌরসভার অস্তিত্ব ছিল
ii. প্রশাসন ব্যবস্থা ছিল
iii. সমাজিক স্তরবিন্যাস ছিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০. নিচের কোনটি প্রথাগত জ্ঞাতি সম্পর্কের উদাহরণ-
[ক] দেবর
[খ] দোস্ত
[গ] নাতি
[ঘ] পালকপুত্র
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
তমা একটি প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে গিয়ে দেখে, মন্দিরের দেয়ালে প্রায় দুই হাজার চিত্রফলক সেঁটে আছে। ফলকে নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায, যেমন- ধর্মীয বিভিন্ন দেব-দেবীর চিত্র, কলসী কাঁখে গ্রাম্য বধূ, সন্তান কোলে জননী, লাঙল কাঁধে কৃষক ইত্যাদি।
২১. উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে?
[ক] মহাস্থানগড়
[খ] পাহাড়পুর
[গ] উয়ারী বটেশ্বর
[ঘ] ময়নামতি
২২. উদ্দীপকের ফলকগুলোর মাধ্যমে কিসের চিত্র ফুটে উঠেছে?
i. গ্রামের মনুষের জীবনযাপন ব্যবস্থা
ii. বিভিন্ন পেশার অভিজ্ঞতা
iii. ধর্মীয় সম্প্রীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩. বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?
[ক] ১৯৮০
[খ] ১৯৮১
[গ] ১৯৮২
[ঘ] ১৯৮৩
২৪. কোনটির উপর ভিত্তি করে ই-গভর্ন্যান্স ব্যবস্থা চালু হয়েছে?
[ক] ATM ব্যবস্থা
[খ] মোবাইল ব্যাংকিং
[গ] ইন্টারনেট
[ঘ] তথ্য প্রযুক্তি
২৫. নিচে কোন সংস্কৃতি উপসংস্কতির বহির্ভূত?
[ক] বেদে
[খ] হিল্পি
[গ] হিজড়া
[ঘ] বাঙালি
২৬. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
[ক] নিয়ানডারথাল
[খ] হাইডেলবার্গ
[গ] ক্রোম্যাগনন
[ঘ] পিকিং
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
যোগাযোগ ব্যবস্থার উন্নতির মূলে চাকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যা পৃথিবীতে একটি নির্দিষ্ট যুগে উদ্ভাবিত হয়। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়। ব্যবসা বাণিজ্য প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
২৭. উদ্দীপকে চাকার আবির্ভাব কোন যুগকে নির্দেশ করে?
[ক] নব্য
[খ] লৌহ
[গ] তাম্র
[ঘ] প্রাচীন
২৮. উদ্দীপকের যুগটির বৈশিষ্ট্য হলো-
i. লেখার আবিষ্কার
ii. আগুনের ব্যবহার
iii. খাদ্য উৎপাদন অর্থনীতির উদ্ভব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৯. চাট্চী হলো গারো সমাজের-
[ক] ভাষার নাম
[খ] একটি অনুষ্ঠানের নাম
[গ] বৈবাহিক রীতির নাম
[ঘ] সর্ববৃহৎ গোত্রের নাম
৩০. পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন কোনটি?
[ক] গন্ধেশ্বরীর মন্দির
[খ] পরশুরামের প্রাসাদ
[গ] আনন্দ বিহার
[ঘ] বৈরাগীর ভিটা
উত্তরমালা: ১ [খ] ২ [ঘ] ৩ [ক] ৪ [ক] ৫ [গ] ৬ [গ] ৭ [ক] ৮ [ক] ৯ [গ] ১০ [খ] ১১ [গ] ১২ [গ] ১৩ [গ] ১৪ [ঘ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [খ] ২২ [ঘ] ২৩ [ক] ২৪ [ঘ] ২৫ [ঘ] ২৬ [গ] ২৭ [ক] ২৮ [ঘ] ২৯ [ঘ] ৩০ [ক]
0 Comments:
Post a Comment