এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, ঢাকা
সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. সামাজিক বিজ্ঞানের কনিষ্ঠতম শাখা কোনটি?
[ক] সমাজকর্ম
[খ] অর্থনীতি
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান
২. সমাজবিজ্ঞান বিভাগে প্রথম ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়?
[ক] ১৯৫৭-৫৮
[খ] ১৯৬১-৬২
[গ] ১৯৫৫-৫৬
[ঘ] ১৯২১-২২
৩. আল-বেরুনি কোন দেশের প্রখ্যাত পন্ডিত?
[ক] পারস্য
[খ] চীন
[গ] নেপাল
[ঘ] ইরান
৪. গুপ্ত যুগের রচনা কোনটি?
[ক] কামসূত্র
[খ] বেদ-সহিংতা
[গ] অর্থশাস্ত্র
[ঘ] বেতাল-বিংশতি
৫. বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধান পরিলক্ষিত হয়-
i. শিক্ষা ক্ষেত্রে
ii. ভাষার ক্ষেত্রে
iii. তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬. নব্যপ্রস্তর যুগের সূচনা হয় কত খ্রিষ্ট পূর্বে?
[ক] ৪,০০০ অব্দে
[খ] ৫,০০০ অব্দে
[গ] ৬,০০০ অব্দে
[ঘ] ৭,০০০ অব্দে
৭. ‘মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হলো সংস্কৃতি’- উক্তিটি কার
[ক] জোনসের
[খ] টেইলরের
[গ] ম্যাকাইভারের
[ঘ] ডুর্খেমের
৮. বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে কী বলে?
[ক] জীবাশ্মতত্ত্ব
[খ] সমাজতত্ত্ব
[গ] প্রত্নতত্ত্ব
[ঘ] গবেষণাতত্ত্ব
৯. পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন কোনটি?
[ক] গন্ধেশ্বরীর মন্দির
[খ] পরশুরামের প্রাসাদ
[গ] আনন্দ বিহার
[ঘ] বৈরাগীর ভিটা
১০. সিন্ধু সভ্যতা কখন ধ্বংসপ্রাপ্ত হয়?
[ক] ২৫০০ অব্দে
[খ] ২৬০০ অব্দে
[গ] ২৭০০ অব্দে
[ঘ] ২৮০০ অব্দে
১১. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
[ক] ধর্মপাল
[খ] গোপাল
[গ] অশোক
[ঘ] মহীপাল
১২. নৃগোষ্ঠী বলতে যা বোঝায়-
i. একই ধর্মের অনুসারী মানবগোষ্ঠী
ii. একই দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্যসম্পন্ন লোকের সমষ্টি
iii. মানবজাতির একটি উপরিভাগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. কত খ্রিষ্টাব্দে আরাকান রাজ্য বার্মার অন্তর্ভুক্ত হয়?
[ক] ১৪৭৭
[খ] ১৭৭৫
[গ] ১৭৮৪
[ঘ] ১৭৭৩
নিচের উদ্দীপকটি পড়ে ১৪নং প্রশ্নের উত্তর দাও :
গোজা ➜ আদাম ➜ [?] ➜ চাকমা সার্কেল
১৪. [?] স্থানে কোনটি বসবে?
[ক] মৌজা
[খ] গো--
[গ] পাড়া
[ঘ] এলাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
মারুফদের এলাকায় সরকার শস্যকর্তন মেশিন প্রদান করলেও অনেক কৃষক তা ব্যবহার করতে জানে না। ফলে তারা উক্ত মেশিন ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
১৫. অনুচ্ছেদে কোন তত্ত্বের ইঙ্গিত রয়েছে?
[ক] সাংস্কৃতিক ব্যবধান
[খ] শ্রম বিভাগ
[গ] শ্রেণিসংগ্রাম
[ঘ] বিচ্ছিন্নতাবোধ
১৬. উক্ত তত্ত্বের ফলে-
i. কৃষি উন্নয়ন ব্যাহত হচ্ছে
ii. কৃষকদের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে
iii. দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. কোনটি বাঙালির আশা-আকাঙক্ষার প্রতীক?
[ক] ১১ দফা
[খ] ৬ দফা
[গ] ২১ দফা
[ঘ] ১৪ দফা
১৮. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন-
[ক] ৩৫ জন
[খ] ৪০ জন
[গ] ২৫ জন
[ঘ] ৪৫ জন
[ক] ২০০টি দেশে
[খ] ১৮০টি দেশে
[গ] ১৮৮টি দেশে
[ঘ] ২২০টি দেশে
২০. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কত মিনিটের ছিল?
[ক] ১৩ মিনিট
[খ] ১৫ মিনিট
[গ] ১৮ মিনিট
[ঘ] ২০ মিনিট
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
শান্ত শীতের ছুটিতে যে প্রত্নতাত্ত্বিক স্থানে যায় সেটি কতগুলো ছোট পাহাড়ের সমন্বিত রূপ। এর দক্ষিণ অংশের নাম লালমাই এবং এটি ৮ম শতাব্দীতে রাজা বুদ্ধদেব কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে।
২১. উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের ইঙ্গিত রয়েছে?
[ক] ময়নামতি
[খ] উয়ারি বটেশ্বর
[গ] মহাস্থানগড়
[ঘ] পাহাড়পুর
২২. উক্ত প্রত্ননিদর্শনের ক্ষেত্রে বলা যায়-
i. সোমপুর বিহার এর অন্যতম প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ
ii. একটি বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন
iii. আনন্দ বিহার এর সর্ববৃহৎ বৌদ্ধ ধ্বংসস্তুপ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩. নগরায়ণ ও শিল্পায়নের সাধারণ প্রভাব হলো-
i. নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি
ii. সমাজ কাঠামোর পরিবর্তন
iii. সামাজিক গতিশীলতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. ’সেভ দ্যা চিলড্রেন’ কোন ধরনের বেসরকারি সংস্থা?
[ক] স্থানীয়
[খ] জাতীয়
[গ] আন্তর্জাতিক
[ঘ] স্থানীয় ও আন্তর্জাতিক
২৫. স্বনির্ভর আন্দোলন চালু হয় কত সালে?
[ক] ১৯৭০
[খ] ১৯৭৫
[গ] ১৯৮০
[ঘ] ১৯৮৫
২৬. কত সালে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু হয়?
[ক] ১৯৭১
[খ] ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪
২৭. জেএমবি নামক জঙ্গি সংগঠনটির প্রধান ছিল কে?
[ক] শায়খ আব্দুল সুফিয়ান
[খ] আব্দুল মান্নান
[গ] মুফতি হান্নান
[ঘ] বাংলা ভাই
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায়শই তার দেরি হয়। যানবাহন এর আধিক্য ও ধীরগতি এর কারণ।
২৮. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের কোন সমস্যাকে ইঙ্গিত করে?
[ক] পরিবেশ দূষণ
[খ] রাজনৈতিক বিশৃঙ্খলা
[গ] যানযট
[ঘ] কর্মহীনতা
২৯. এ ধরনের সমস্যার কারণ-
i. আর্থিক সংকট
ii. পরিকল্পিত নগরায়ণ
iii. অপরিকল্পিত শিল্পায়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] রi ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. স্থানীয় সরকারি সংস্থা হিসেবে তুমি যেটিকে মূল্যায়ন করবে-
i. BRDB
ii. BARD
iii. RDA
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [গ] ২ [ক] ৩ [ক] ৪ [ক] ৫ [গ] ৬ [ঘ] ৭ [ক] ৮ [ক] ৯ [ক] ১০ [ক] ১১ [ক] ১২ [ঘ] ১৩ [গ] ১৪ [ক] ১৫ [ক] ১৬ [ঘ] ১৭ [খ] ১৮ [ক] ১৯ [গ] ২০ [গ] ২১ [ক] ২২ [ঘ] ২৩ [খ] ২৪ [গ] ২৫ [খ] ২৬ [ঘ] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [খ] ৩০ [ক]
0 Comments:
Post a Comment