HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর রাজশাহী কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.

রাজশাহী কলেজ, রাজশাহী
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. অগাস্ট কোৎ এর ‘Positive Philosophy’ গ্রন্থটি কয়টি খন্ডে রচিত?
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭

২. সামাজিক বিজ্ঞানের মধ্যে কোনটি নবীন?
[ক] অর্থনীতি
[খ] সমাজবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
[ঘ] নৃ-বিজ্ঞান

৩. সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ কোনটি?
[ক] প্রাকৃতিক বিপর্যয়
[খ] রাজনেতিক সংঘাত
[গ] অর্থনৈতিক বিপর্যয়
[ঘ] আর্য দ্রাবিড় সংঘর্ষ

৪. নিচের কোনটি উপসংস্কৃতি নয়?
[ক] বেদে
[খ] হিজরা
[গ] কুট্টি
[ঘ] বাঙালি

৫. ব্রোঞ্জ যুগের বৈশিষ্ট্য হলো-
i. আগুনের বহুমুখী ব্যবহার
ii. মুদ্রার প্রচলন হয়
iii. বাজার ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষাসফরে বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করে। কুমিল্লা জেলায় অবস্থিত এই প্রত্নস্থানের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ নির্মিত অলংকার, মৃৎপাত্র, অলংকৃত ইট প্রস্তর ও তামার ভাস্কর্য দেখে বিস্মিত হয়।

৬. উদ্দীপকে কোন প্রত্নস্থানের কথা বলা হয়েছে?
[ক] পাহাড়পুর
[খ] ময়নামতি
[গ] উয়ারি-বটেশ্বর
[ঘ] মহাস্থানগড়

৭. উদ্দীপকে বর্ণিত প্রত্ন নিদর্শন থেকে পরিলক্ষিত হয়, এখানে,
i. সুদক্ষ প্রশাসন ব্যবস্থা ছিল
ii. দ্রব্য বিনিময় প্রথা ছিল
iii. ধাতুর বহুমুখী ব্যবহার ছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. Strata বলতে কিসের বিভিন্ন স্তরকে বুঝায়?
[ক] আকাশের
[খ] পানির
[গ] বায়ুর
[ঘ] মাটির

৯. ককেশীয়দের দৈহিক বৈশিষ্ট্য-
i. গায়ের রং ণীত বর্ণ;
ii. মুখ সরু বা লম্বাকৃতির;
iii. চোখের রং হালকা কালো কিংবা বাদামী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ সাহেব এমন এক সমাজের কথা বলেন সেখানে একটি শ্রেণির কোন সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিল। তারা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার।

১০. উদ্দীপকে বর্ণিত সমাজের সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণটি খুঁজে পাওয়া যায়?
[ক] দাস
[খ] সামন্ত
[গ] এষ্টেট
[ঘ] জাতিবর্ণ

১১. উদ্দীপকে বর্ণিত সমাজের সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণের বেশিষ্ট্য হলো-
i. উৎপাদনমুখী ব্যবস্থা
ii. শ্রেণি দ্বন্দ্ব
iii. শিল্প ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে কয় দফাকে বোঝায়?
[ক] ছয়
[খ] এগার
[গ] একুশ
[ঘ] চল্লিশ

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -রাজশাহী কলেজ

১৩. ‘‘ক্ষমতা হচ্ছে কোন লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের নিমিত্তে অপরের আচরণকে নিয়ন্ত্রণ করা’’-সংজ্ঞাটি কার?
[ক] ডেভিড পোপেনো
[খ] কিংসলে ডেভিস
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] স্পেন্সার

১৪. পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
[ক] বিনোদন ব্যবস্থা
[খ] বিপদে সহায়তা
[গ] সন্তান জন্মদান ও লালনপালন
[ঘ] ধর্মীয় শিক্ষা দান

১৫. গ্রামীণ বাংলাদেশের ক্ষমতা লাভের উৎস হচ্ছে-
i. ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা;
ii. রাজনৈতিক দলের ক্ষমতা লাভ;
iii. উৎপাদন উপায়ের মালিকানা ও নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
দুই সন্তানের জননী ঝর্ণা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে তার ছোট বোন রিনার সাথে তার স্বামীর বিয়ে হয়।

১৬. উদ্দীপকে রিনার বিয়ে কোন ধরনের বিবাহকে নির্দেশ করে?
[ক] সরোরেট
[খ] বিপতিড়বক বিবাহ
[গ] লেভিরেট
[ঘ] বিধবা বিবাহ

১৭. উদ্দীপকে বর্ণিত বিবাহের সমাজতাত্ত্বিক গুরুত্ব হলো-
i. পাত্র পাত্রী নির্বাচনে জটিলতা
ii. শিশুর লালনপালন
iii. আত্মীয়তা সম্পর্কে রক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. নিরক্ষরতা কারণ হিসেবে দায়ী করা যায়;
i. আর্থিক অসচ্ছলতা
ii. দারিদ্র্য
iii. ত্রুটিপূর্ণ শিক্ষানীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়?
[ক] ১৯৮০
[খ] ১৯৮৫
[গ] ১৯৯০
[ঘ] ১৯৯৫

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
ক ও খ দুজনে সহপাঠী ‘খ’ লেখাপড়ায় সবসময়ই
ভালো রেজাল্ট করে। ক এর মামা একজন সরকারী আমলা। কিছুদিন পর ‘ক’ এর মামার অফিসে চাকুরি হয়। এতে খ এর মধ্যে হতাশা দেখা দেয়।

২০. উদ্দীপকের ‘ক’ চাকুরী হওয়ার ক্ষেত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে?
[ক] আমলাতান্ত্রিক জটিলতা
[খ] স্বজনপ্রীতি
[গ] দায়িত্ব কর্তব্যবোধ
[ঘ] রাজনেতিক প্রভাব

২১. উদ্দীপকে ‘খ’ এর স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন?
i. দুর্নীতি প্রতিরোধ
ii. সংকীর্ণ গোষ্ঠী স্বার্থ রক্ষা
iii. স্বজনপ্রীতি বন্ধ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. বিশ্বায়নের ইতিবাচক প্রভাব কোনটি?
[ক] বেকারত্ব
[খ] অপরাধ
[গ] বাজার ব্যবস্থার প্রসারণ
[ঘ] জনসংখ্যা বৃদ্ধি

২৩. অপারেশন সার্চ লাইটে কাদের উপর হামলা করা হয়?
[ক] নিরস্ত্র পাকিস্তানিদের
[খ] নিরস্ত্র বাঙালি
[গ] পাকিস্তানি শাসকগোষ্ঠীর
[ঘ] নৌবাহিনী কর্তৃক পাকিস্তানিদের

২৪. নব্য প্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলার কারণ হলো-
i. কৃষির আবিষ্কার
ii. ব্যবসায় বাণিজ্যের প্রসার
iii. বিনিময় প্রথার প্রচলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
 ১৯৮৩ সালে একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠিত হয় যেটি গ্রামীণ দরিদ্র ও অসহায় জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে ছেলেমেয়েদের শিক্ষাদান ও ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

২৫. উদ্দীপকে কোন বেসরকারি সংস্থার কথা বলা হয়েছে?
[ক] গ্রামীণ ব্যাংক
[খ] ব্র্যাক
[গ] আশা
[ঘ] প্রশিকা

২৬. বেসরকারি সংস্থাটি সমাজে যে ধরনের পরিবর্তন আনতে পারে তা হলো-
i. নিরক্ষরতা দূরীকরণ
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
iii. দারিদ্র বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি পড়ে ২৭নং প্রশ্নের উত্তর দাও :
সংস্কৃতি A. বস্তুগত B. অবস্তুগত

২৭. উদ্দীপকে উল্লেখিত B উপাদান হচ্ছে-
i. কলাকৌশল;
ii. প্রযুক্তি;
iii. কম্পিউটার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. গন্ধেশ্বরীর মন্দির কোথায় অবস্থিত?
[ক] পাহাড়পুর
[খ] মহাস্থানগড়
[গ] ময়নামতি
[ঘ] উয়ারি-বটেশ্বর

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
রছিদের পরিবারে মায়ের সিদ্ধান্তই সর্বগ্রাহ্র। রছিও বিয়ে করে স্বামী নিয়ে মায়ের বাড়ি উঠেছে।

২৯. উদ্দীপকের রছিদের পরিবার কোন সমাজের উদাহরণ?
[ক] খাসিয়া
[খ] মনিপুরী
[গ] সাঁওতাল
[ঘ] চাকমা

৩০. উদ্দীপকে উল্লিখিত পরিবারের বৈশিষ্ট্য-
i. সম্পত্তি উত্তরাধিকারী মায়ের দিক থেকে বর্তায়
ii. সম্পত্তি উত্তরাধিকারী পিতার দিক থেকে পুত্রের দিকে বর্তায়
iii. পরিবারে পিতামাতার উভয়ের সমান প্রাধান্য থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [গ] ২ [খ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [গ] ৬ [খ] ৭ [ঘ] ৮ [ঘ] ৯ [গ] ১০ [ক] ১১ [ঘ] ১২ [ক] ১৩ [খ] ১৪ [গ] ১৫ [গ] ১৬ [ক] ১৭ [ঘ] ১৮ [ক] ১৯ [ক] ২০ [খ] ২১ [ঘ] ২২ [গ] ২৩ [খ] ২৪ [ঘ] ২৫ [ক] ২৬ [ক] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [ক] ৩০ [খ]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide