এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
সরকারি এম এম কলেজ, যশোর
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. ‘আকবরনামা’ প্রকাশিত হয় কোন আমলে?
[ক] মৌর্য আমলে
[খ] পাল আমলে
[গ] সেন আমলে
[ঘ] মুঘল আমলে
২. ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ বইটির রচয়িতা কে?
[ক] ড. এ. কে নাজমুল করিম
[খ] অধ্যাপক আফসার উদ্দীন
[গ] অধ্যাপক বজলুর রশিদ খান
[ঘ] ড. রঙ্গলাল সেন
৩. নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি?
[ক] সংসদ ভবন
[খ] রাজনীতি
[গ] নির্বাচন অফিস
[ঘ] আসবাবপত্র
৪. ড. পেরি বেসাইনির পরিচয়ের ক্ষেত্রে যেটি যথার্থ-
i. ইউনেস্কো বিশেষজ্ঞ
ii. ফরাসি সামাজিক বিজ্ঞানী
iii. সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার, মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিতে পাঠদান চলছে। কিন্তু এ যন্ত্রগুলো একবার বিকল হলে মেরামতের জন্য পর্যাপ্ত কারিগর নেই বলে পাঠদান বিঘ্নিত হয়।
৫. উদ্দীপকের সমস্যাটি নিচের কোন প্রত্যয়ের মাধ্যম ব্যাখ্যা করা যায়?
[ক] সংস্কৃতির পরিবর্তন
[খ] প্রযুক্তির উন্নয়ন
[গ] সংস্কৃতির ব্যবধান
[ঘ] শিক্ষার আধুনিকায়ন
৬. উদ্দীপকের উক্ত প্রত্যয়ের সাথে কোন মনীষী জড়িত?
[ক] ম্যাকাইভার
[খ] অগবার্ন
[গ] নিমকফ
[ঘ] নাজমুল করিম
৭. উয়ারী-বটেশ্বরে রৌপ্যমুদ্রায় যেটির ছাপচিহ্ন ছিল-
i. নৌকা
ii. ঘর
iii. ময়ুর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮. নিয়ানডারথাল মানব কোথায় পাওয়া যায়?
[ক] ফ্রান্স
[খ] বেলজিয়াম
[গ] ইতালি
[ঘ] জার্মানি
৯. ‘পরশুরামের প্রাসাদ’ কোথায় অবস্থিত?
[ক] মহাস্থানগড়ে
[খ] ময়নামতিতে
[গ] ওয়ারী-বটেশ্বরে
[ঘ] পাহাড়পুরে
১০. নৃগোষ্ঠীগত বৈশিষ্ট্য হলো-
i. মানবজাতির একটি উপবিভাগ
ii. উচ্চ বংশীয়
iii. স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১১. চাকমা সমাজে কোন সংগঠন প্রধানকে হেডম্যান বলা হয়?
[ক] পাড়া
[খ] আদাম
[গ] মৌজা
[ঘ] সার্কেল
১২. নিচের কোন জনগোষ্ঠী অস্ট্রালয়েড নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] চাকমা
[খ] কোচ
[গ] রাখাইন
[ঘ] সাঁওতাল
১৩. পাকিস্তান সরকার কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে স্বীকৃতি দেয়?
[ক] ১৯৪৮
[খ] ১৯৫২
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৬
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
‘‘ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে এ দেশ স্বাধীন। আমি এ দেশের জনগণকে আহবান জানাইতেছি যে, যে যেখানে আছ, যাহার যা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ কর’’।
১৪. উদ্দীপকের উক্তিটি কোন নেতার?
[ক] মওলানা ভাসানীর
[খ] বঙ্গবন্ধু শেখ মুজিবুরের
[গ] আইয়ুব খানের
[ঘ] খাজা নাজিমুদ্দিনের
[ক] ২৫ শে মার্চ
[খ] ২৬ শে মার্চ
[গ] ৭ই মার্চ
[ঘ] ২৩ শে জুন
১৬. গ্রাম সম্প্রদায়কে মুখ্য গোষ্ঠী হিসেবে বিবেচনা করেন কে?
[ক] কুলি
[খ] কিংসলে ডেভিস
[গ] স্যান্ডারসন
[ঘ] লোমিস
১৭. নগরজীবনের বৈশিষ্ট্য হচ্ছে-
i. কর্মের বৈচিত্র্য
ii. কৃষিভিত্তিক নয় এমন পেশা
iii. গভীর আন্তঃসম্পর্ক ভিত্তিক প্রতিবেশী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৮. গ্রাম সমাজে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হওয়ার কারণ-
[ক] নারীর ক্ষমতায়ন
[খ] শিক্ষা
[গ] অকৃষিজ পেশা
[ঘ] শিল্পায়ন ও নগরায়ণ
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
লীনা গরমের ছুটিতে রাজশাহীতে তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। ফিরে আসার সময় তার খুব খারাপ লাগছিল। কারণ ফুফু তাকে খুব যত্ন করেছেন। আর ফুফাতো বোন সম্পার সাথে তার সখ্য গড়ে উঠেছে।
১৯. লীনার ফুফুর সঙ্গে লীনার কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
[ক] রক্ত সম্পর্কিত
[খ] বিবাহ সম্পর্কিত
[গ] কাল্পনিক বন্ধন
[ঘ] প্রথাগত বন্ধন
২০. লীনা ও সম্পার মধ্যকার সম্পর্ককে বলা হয়-
[ক] প্যারালাল কাজিন
[খ] ক্রস কাজিন
[গ] হাফ-কাজিন
[ঘ] বন্ধুত্ব বন্ধন
২১. নয়াবাস রীতি বৃদ্ধি পাওয়ার উল্লেখযোগ্য কারণ-
i. ব্যবসাবাণিজ্য
ii. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি
iii. নতুন কর্মক্ষেত্র তৈরি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২২. কোনটির উপর ভিত্তি করে ই-গভর্ন্যান্স ব্যবস্থা চালু হয়েছে?
[ক] ইন্টারনেট
[খ] তথ্যপ্রযুক্তি
[গ] এটিএম ব্যবস্থা
[ঘ] মোবাইল ব্যাংকিং
২৩. প্রযুক্তি বলতে কী বোঝায়?
[ক] তথ্য সংরক্ষণ
[খ] যোগাযোগ প্রযুক্তি
[গ] বিজ্ঞানের প্রয়োগরীতি
[ঘ] কৃষি প্রযুক্তি
২৪. বাংলাদেশের সামাজিক পরিবর্তনের সাম্প্রতিক কারণ হলো-
i. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব
ii. বিশ্বায়নের প্রভাব
iii. প্রতিভাবান ব্যক্তির প্রভাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৫. কত সালে জনসংখ্যা সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা হয়?
[ক] ১৯৭৫
[খ] ১৯৭৬
[গ] ১৯৭৭
[ঘ] ১৯৭৮
২৬. পূর্ণ বেকারত্ব সৃষ্টির যুক্তিসংগত কারণ কোনটি?
[ক] কর্মদক্ষতার অভাব
[খ] কর্মক্ষমতার অভাব
[গ] কর্মসংস্থানের অভাব
[ঘ] ইচ্ছাকৃত বেকারত্ব
২৭. কত সালে যৌতুক বিরোধী আইন পাস হয়?
[ক] ১৯৭৯
[খ] ১৯৮৯
[গ] ১৯৯০
[ঘ] ১৯৮০
২৮. মানব উন্নয়ন সূচক কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
[ক] HIV
[খ] IDH
[গ] HDI
[ঘ] IHD
২৯. বাংলাদেশের পল্লি উন্নয়ন একাডেমী (BARD) এর প্রতিষ্ঠাতা কে?
[ক] ড. আখতার হামিদ খান
[খ] ফজলে হাসান আবেদ
[গ] ড. হোসনে আরা
[ঘ] শফিকুল ইসলাম
৩০. সামাজিক উন্নয়ন সূচক হলো-
i. প্রজনন হার
ii. জনসংখ্যার ঘনত্ব
iii. জনসংখ্যা বৃদ্ধির হার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [খ] ৪ [গ] ৫ [গ] ৬ [খ] ৭ [গ] ৮ [ঘ] ৯ [ক] ১০ [গ] ১১ [গ] ১২ [ঘ] ১৩ [খ] ১৪ [খ] ১৫ [গ] ১৬ [ক] ১৭ [ক] ১৮ [ঘ] ১৯ [ক] ২০ [খ] ২১ [খ] ২২ [খ] ২৩ [গ] ২৪ [ক] ২৫ [খ] ২৬ [গ] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [ক] ৩০ [খ]
0 Comments:
Post a Comment