HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর খুলনা সরকারি মহিলা কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.

খুলনা সরকারি মহিলা কলেজ
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
[ক] ইউনিসেফ
[খ] ইউনেস্কো
[গ] আইএলও
[ঘ] ওআইসি

২. অধ্যাপক ড. রঙ্গলাল সেন একজন-
[ক] রাষ্ট্রবিজ্ঞানী
[খ] সমাজবিজ্ঞানী
[গ] অর্থনীতিবিদ
[ঘ] বৈজ্ঞানিক

৩. বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের কারণে কোনটি হচ্ছে?
[ক] উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে
[খ] শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে
[গ] শিল্পায়নের গতি ত্বরান্বিত হচ্ছে
[ঘ] নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে

৪. নিচের কোনটি উপসংস্কৃতির বহির্ভূত?
[ক] বেদে
[খ] হিপ্পি
[গ] হিজড়া
[ঘ] বাঙালি

৫. নব্য প্রস্তর যুগকে কোন বিপ্লবের যুগ বলা হয়?
[ক] সবুজ বিপ্লব
[খ] কৃষি বিপ্লব
[গ] নবোপলীয় বিপ্লব
[ঘ] শিল্প বিপ্লব

৬. খোদার পাথর ভিটা কী?
[ক] খোদার পাথরের বাড়ি
[খ] খোদার পাথরের আখড়া
[গ] একটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম
[ঘ] একটি জেলার নাম

৭. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়-
[ক] ১৯১৮
[খ] ১৯২০
[গ] ১৯২১
[ঘ] ১৯২২

৮. রাখাইন পাড়ার নেতাকে কি বলা হয়?
[ক] হেডম্যান
[খ] কারবারি
[গ] মোড়ল
[ঘ] মন্ডল

৯. ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কারা সর্ববৃহৎ দল?
[ক] চাকমা
[খ] পাঙন
[গ] খাসিয়া
[ঘ] সাঁওতাল

১০. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের শাসন শোষণ চলেছিল কত বছর?
[ক] ১৭০
[খ] ১৮০
[গ] ১৯০
[ঘ] ২০০

১১. কত সালে গণঅভ্যুত্থান সংগঠিত হয়?
[ক] ১৯৬২
[খ] ১৯৬৬
[গ] ১৯৬৯
[ঘ] ১৯৭০

১২. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি?
[ক] বংশ মর্যাদা
[খ] পেশা
[গ] ভূমি
[ঘ] শিক্ষা

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -খুলনা সরকারি মহিলা কলেজ

১৩. কাদের মধ্যে প্রতিবেশীসুলভ মনমানসিকতা অত্যন্ত কম?
[ক] গ্রামের মানুষের মধ্যে
[খ] শহরের মানুষের মধ্যে
[গ] পল্লী এলাকার মানুষের মধ্যে
[ঘ] ক+খ উভয়ই

১৪. বিবাহের অন্যতম প্রধান শর্ত কী?
[ক] প্রস্তাব পাস
[খ] বয়ঃপ্রাপ্ত হওয়া
[গ] সিদ্ধান্ত গ্রহণ
[ঘ] স্পষ্টতা

১৫. মাতুল কেন্দ্রিকতা হলো-
[ক] মা-ছেলের সম্পর্ক
[খ] বাবা-ছেলের সম্পর্ক
[গ] চাচা-ভাতিজার সম্পর্ক
[ঘ] মামা-ভাগেড়ব সম্পর্ক

১৬. শিল্পায়ন ও নগরায়ণের ফলে বেড়ে গেছে-
i. পারিবারিক ভাঙন
ii. বিবাহ বিচ্ছেদ
iii. স্থানান্তর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রভাবে কোন কর্মকান্ড- ব্যাপক পরিবর্তন দেখা যায়?
[ক] গণসচেতনতা
[খ] বনায়ন
[গ] রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
রবিউল মাস্টার্স পাস করে দু’বছর যাবৎ চাকরি খুঁজছে। কিন্তু যোগ্যত অনুযায়ী চাকরি পাচ্ছে না। ফলে সে হতাশ হয়ে পড়েছে।

১৮. উদ্দীপকে বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] জনসংখ্যাস্ফীতি
[খ] অপরাধ
[গ] বেকারত্ব
[ঘ] দারিদ্র্যতা

১৯. বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব হলো-
i. সামাজিক সমস্যার সৃষ্টি করে
ii. অপরাধ সৃষ্টি করে
iii. হতাশা ও ব্যর্থতার জন্ম দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?
[ক] ১৯৮০
[খ] ১৯৮১
[গ] ১৯৮২
[ঘ] ১৯৯২

২১. বাংলাদেশ প্রাচীন সভ্যতার-
[ক] আবাসভূমি
[খ] লীলাভূমি
[গ] পশ্চাদভূমি
[ঘ] প্রাণভূমি

২২. মঙ্গোলয়েড নৃগোষ্ঠী প্রধানত কোন বর্ণের?
[ক] সাদা
[খ] কালো
[গ] বাদামি
[ঘ] ধূসর

২৩. আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান এবং কেউ বৌদ্ধ। কিন্তু জাতিসত্তার বিচারে আমরা সকলেই-
[ক] আলাদা পরিচয়ে পরিচিত
[খ] একই পরিচয়ে পরিচিত
[গ] ভিন্ন ভিন্ন মতাবলম্বী
[ঘ] একই মতের অনুসারী

২৪. গ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। কারণ-
[ক] শিক্ষার প্রসার
[খ] বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার
[গ] অর্থনৈতিক সমৃদ্ধি
[ঘ] নগরায়ণের প্রসার

২৫. নব্যপ্রস্তর যুগে কৃষির আবিষ্কার হলই-
[ক] সংস্কৃতির সূচনা ঘটে
[খ] সভ্যতার সূচনা ঘটে
[গ] সভ্যতার বিকাশ ঘটে
[ঘ] সভ্য জীবনের সূচনা ঘটে

২৬. ‘পিতৃতান্ত্রিক পরিবারই আদিম পরিবার ছিল।’ কথাটি কার?
[ক] এম. নিমকফ
[খ] স্যার হেনরি মেইন
[গ] ম্যাকাইভার
[ঘ] টেইলর

২৭. সিন্ধু সভ্যতার জীবনী শক্তি কি ছিল?
[ক] শিল্প অর্থনীতি
[খ] কৃষি অর্থনীতি
[গ] ব্যবসা
[ঘ] পশু শিকার

২৮. বিখ্যাত পুন্ড্রনগর কোথায় অবস্থিত?
[ক] মহাস্থানগড়
[খ] ময়নামতি
[গ] পাহাড়পুর
[ঘ] লালমাই

২৯. বাংলাদেশে সম্পত্তির উত্তরাধিকার আইন কিসের ভিত্তিতে প্রণীত?
[ক] সমতা
[খ] সামাজিক রীতি
[গ] ধর্মের
[ঘ] উইল

৩০. কী আমাদের ব্যক্তিজীবনের জন্য গুরুত্বপূর্ণ?
[ক] খেলাধুলার শিক্ষা
[খ] পড়ালেখার শিক্ষা
[গ] ব্যবসায় শিক্ষা
[ঘ] সামাজিক শিক্ষা

উত্তরমালা: ১ [খ] ২ [খ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [গ] ৬ [গ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [ক] ১০ [গ] ১১ [গ] ১২ [গ] ১৩ [খ] ১৪ [খ] ১৫ [ঘ] ১৬ [ঘ] ১৭ [ঘ] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [ক] ২১ [খ] ২২ [গ] ২৩ [খ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [ক] ২৯ [গ] ৩০ [ঘ]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide