এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
খুলনা সরকারি মহিলা কলেজ
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
[ক] ইউনিসেফ
[খ] ইউনেস্কো
[গ] আইএলও
[ঘ] ওআইসি
২. অধ্যাপক ড. রঙ্গলাল সেন একজন-
[ক] রাষ্ট্রবিজ্ঞানী
[খ] সমাজবিজ্ঞানী
[গ] অর্থনীতিবিদ
[ঘ] বৈজ্ঞানিক
৩. বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের কারণে কোনটি হচ্ছে?
[ক] উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে
[খ] শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে
[গ] শিল্পায়নের গতি ত্বরান্বিত হচ্ছে
[ঘ] নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে
৪. নিচের কোনটি উপসংস্কৃতির বহির্ভূত?
[ক] বেদে
[খ] হিপ্পি
[গ] হিজড়া
[ঘ] বাঙালি
৫. নব্য প্রস্তর যুগকে কোন বিপ্লবের যুগ বলা হয়?
[ক] সবুজ বিপ্লব
[খ] কৃষি বিপ্লব
[গ] নবোপলীয় বিপ্লব
[ঘ] শিল্প বিপ্লব
৬. খোদার পাথর ভিটা কী?
[ক] খোদার পাথরের বাড়ি
[খ] খোদার পাথরের আখড়া
[গ] একটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম
[ঘ] একটি জেলার নাম
৭. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়-
[ক] ১৯১৮
[খ] ১৯২০
[গ] ১৯২১
[ঘ] ১৯২২
৮. রাখাইন পাড়ার নেতাকে কি বলা হয়?
[ক] হেডম্যান
[খ] কারবারি
[গ] মোড়ল
[ঘ] মন্ডল
৯. ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কারা সর্ববৃহৎ দল?
[ক] চাকমা
[খ] পাঙন
[গ] খাসিয়া
[ঘ] সাঁওতাল
১০. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের শাসন শোষণ চলেছিল কত বছর?
[ক] ১৭০
[খ] ১৮০
[গ] ১৯০
[ঘ] ২০০
১১. কত সালে গণঅভ্যুত্থান সংগঠিত হয়?
[ক] ১৯৬২
[খ] ১৯৬৬
[গ] ১৯৬৯
[ঘ] ১৯৭০
১২. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি?
[ক] বংশ মর্যাদা
[খ] পেশা
[গ] ভূমি
[ঘ] শিক্ষা
[ক] গ্রামের মানুষের মধ্যে
[খ] শহরের মানুষের মধ্যে
[গ] পল্লী এলাকার মানুষের মধ্যে
[ঘ] ক+খ উভয়ই
১৪. বিবাহের অন্যতম প্রধান শর্ত কী?
[ক] প্রস্তাব পাস
[খ] বয়ঃপ্রাপ্ত হওয়া
[গ] সিদ্ধান্ত গ্রহণ
[ঘ] স্পষ্টতা
১৫. মাতুল কেন্দ্রিকতা হলো-
[ক] মা-ছেলের সম্পর্ক
[খ] বাবা-ছেলের সম্পর্ক
[গ] চাচা-ভাতিজার সম্পর্ক
[ঘ] মামা-ভাগেড়ব সম্পর্ক
১৬. শিল্পায়ন ও নগরায়ণের ফলে বেড়ে গেছে-
i. পারিবারিক ভাঙন
ii. বিবাহ বিচ্ছেদ
iii. স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রভাবে কোন কর্মকান্ড- ব্যাপক পরিবর্তন দেখা যায়?
[ক] গণসচেতনতা
[খ] বনায়ন
[গ] রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
রবিউল মাস্টার্স পাস করে দু’বছর যাবৎ চাকরি খুঁজছে। কিন্তু যোগ্যত অনুযায়ী চাকরি পাচ্ছে না। ফলে সে হতাশ হয়ে পড়েছে।
১৮. উদ্দীপকে বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] জনসংখ্যাস্ফীতি
[খ] অপরাধ
[গ] বেকারত্ব
[ঘ] দারিদ্র্যতা
১৯. বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব হলো-
i. সামাজিক সমস্যার সৃষ্টি করে
ii. অপরাধ সৃষ্টি করে
iii. হতাশা ও ব্যর্থতার জন্ম দেয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?
[ক] ১৯৮০
[খ] ১৯৮১
[গ] ১৯৮২
[ঘ] ১৯৯২
২১. বাংলাদেশ প্রাচীন সভ্যতার-
[ক] আবাসভূমি
[খ] লীলাভূমি
[গ] পশ্চাদভূমি
[ঘ] প্রাণভূমি
২২. মঙ্গোলয়েড নৃগোষ্ঠী প্রধানত কোন বর্ণের?
[ক] সাদা
[খ] কালো
[গ] বাদামি
[ঘ] ধূসর
২৩. আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান এবং কেউ বৌদ্ধ। কিন্তু জাতিসত্তার বিচারে আমরা সকলেই-
[ক] আলাদা পরিচয়ে পরিচিত
[খ] একই পরিচয়ে পরিচিত
[গ] ভিন্ন ভিন্ন মতাবলম্বী
[ঘ] একই মতের অনুসারী
২৪. গ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। কারণ-
[ক] শিক্ষার প্রসার
[খ] বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার
[গ] অর্থনৈতিক সমৃদ্ধি
[ঘ] নগরায়ণের প্রসার
২৫. নব্যপ্রস্তর যুগে কৃষির আবিষ্কার হলই-
[ক] সংস্কৃতির সূচনা ঘটে
[খ] সভ্যতার সূচনা ঘটে
[গ] সভ্যতার বিকাশ ঘটে
[ঘ] সভ্য জীবনের সূচনা ঘটে
২৬. ‘পিতৃতান্ত্রিক পরিবারই আদিম পরিবার ছিল।’ কথাটি কার?
[ক] এম. নিমকফ
[খ] স্যার হেনরি মেইন
[গ] ম্যাকাইভার
[ঘ] টেইলর
২৭. সিন্ধু সভ্যতার জীবনী শক্তি কি ছিল?
[ক] শিল্প অর্থনীতি
[খ] কৃষি অর্থনীতি
[গ] ব্যবসা
[ঘ] পশু শিকার
২৮. বিখ্যাত পুন্ড্রনগর কোথায় অবস্থিত?
[ক] মহাস্থানগড়
[খ] ময়নামতি
[গ] পাহাড়পুর
[ঘ] লালমাই
২৯. বাংলাদেশে সম্পত্তির উত্তরাধিকার আইন কিসের ভিত্তিতে প্রণীত?
[ক] সমতা
[খ] সামাজিক রীতি
[গ] ধর্মের
[ঘ] উইল
৩০. কী আমাদের ব্যক্তিজীবনের জন্য গুরুত্বপূর্ণ?
[ক] খেলাধুলার শিক্ষা
[খ] পড়ালেখার শিক্ষা
[গ] ব্যবসায় শিক্ষা
[ঘ] সামাজিক শিক্ষা
উত্তরমালা: ১ [খ] ২ [খ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [গ] ৬ [গ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [ক] ১০ [গ] ১১ [গ] ১২ [গ] ১৩ [খ] ১৪ [খ] ১৫ [ঘ] ১৬ [ঘ] ১৭ [ঘ] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [ক] ২১ [খ] ২২ [গ] ২৩ [খ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [ক] ২৯ [গ] ৩০ [ঘ]
0 Comments:
Post a Comment