এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. ‘‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে’’-উক্তিটি কার?
[ক] Emile Purkheim
[খ] R.M. Maclver
[গ] Moeris Ginoberg
[ঘ] Auguste Comte
২. সমাজবিজ্ঞান হলো-
i. প্রাকৃতিক বিজ্ঞান
ii. তাত্ত্বিক বিজ্ঞান
iii. মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩. 'Positive Philasophy' গ্রন্থটি লিখেছেন-
[ক] Karl Marx
[খ] Charles Parcuin
[গ] Auguste Comte
[ঘ] Sigmund Freud
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
রাসেল বাংলাদেশের চাকমা উপজাতিদের নিয়ে গবেষণা করতে চায়। এ লক্ষ্যে সে দীর্ঘদিন তাদের সাথে অবস্থান করে এবং তাদের ভাষা, আচরণ, দৈনন্দিন কর্মকান্ড- অংশগ্রহণ করে।
৪. উদ্দীপকের রাসেল কোণ ধরনের গবেষণা পদ্ধতি ব্যবহার করেছে?
[ক] প্রত্যক্ষ অংশগ্রহণে ও পর্যবেক্ষণ পদ্ধতি
[খ] সামাজিক জরিপ পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] পরিসংখ্যান পদ্ধতি
৫. উক্ত পদ্ধতি সম্পর্কে নিচের কোনটি সঠিক?
[ক] নৃবিজ্ঞানে বহুল ব্যবহৃত হয়
[খ] সময়ের অপচয় কম হয়
[গ] প্রশ্নমালা প্রণয়ন করতে হয়
[ঘ] দলিল ও নথিপত্র যাচাই করা হয়
৬. কোনটি এমিল ভূর্খেইম রচিত গ্রন্থ?
[ক] Principles of Sociology
[খ] The Suicide
[গ] The Capital
[ঘ] The Protestant Ethie and the Sprite of Capitalism
৭. অগাস্ট কোঁৎ সমাজের বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন?
[ক] ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি
৮. ডুর্খেইমের মতে আত্মকেন্দ্রিক আত্মহত্যা সংঘটিত হয়-
[ক] সমাজের সাথে ব্যক্তির সংহতির অভাব হলে
[খ] মাত্রাতিরিক্ত সামাজিক অনুশাসনের ফলে
[গ] সমাজে বিপর্যয় দেখা দিলে
[ঘ] যুদ্ধবিগ্রহ কালে
৯. সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন হলো-
[ক] ধর্ম
[খ] পরিবার
[গ] রাষ্ট্র
[ঘ] গণমাধ্যম
১০. "Culture is what we are" উক্তিটি কার?
[ক] Maclver
[খ] Herbert Spener
[গ] Emile Purkheim
[ঘ] E. B. Tylon
১১. ‘ভাষা কোন ধরনের সংস্কৃতি?
[ক] বস্তুগত
[খ] অবস্তুগত
[গ] গ্রামীণ
[ঘ] শহরে
১২. সংঘের বৈশিষ্ট্য হলো-
i. এর এক বা একাধিক উদ্দেশ্য থাকে
ii. নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত হয়
iii. মানুষ জন্মসূত্রে সদস্য হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. রানা তার খালাতো বোনকে বিবাহ করলো। এটি কোন ধরনের বিবাহ?
[ক] Levirate
[খ] Sorosate
[গ] Parallal Causine
[ঘ] Cross Causine
তনু তার পিতা-মাতা, দাবি এবং চাচা-চাচিকে নিয়ে এক সাথে বসবাস করে। পরিবারের সদস্যরা একে অন্যকে সহযোগিতা করে।
১৪. উদ্দীপকে তণুর পরিবারটি কোন ধরনের পরিবার?
[ক] একক
[খ] যৌথ
[গ] বর্ধিত
[ঘ] পিতৃসূত্রীয়
১৫. উক্ত পরিবার সাধারণত দেখা যায়-
[ক] গ্রামীণ সমাজে
[খ] শহরে সমাজে
[গ] শিল্প সমাজে
[ঘ] শিক্ষিত সমাজে
১৬. কাকে প্রাচ্যের সমাজবিজ্ঞানের অগ্রদূত বলা হয়?
[ক] কৌটিল্য
[খ] আবুল ফজল
[গ] আর কে মুখার্জি
[ঘ] বিনয় ঘোঘ
১৭. বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয় কেননা সমাজবিজ্ঞান-
i. সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে
iii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮. কখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ চালু হয়?
[ক] ১৯৬৭ সালে
[খ] ১৯৬৮ সালে
[গ] ১৯৬৯ সালে
[ঘ] ১৯৭০ সালে
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
অনিক রাঙামাটি বেড়াতে গিয়ে দেখে পিঠে ঝুড়ি নিয়ে নেমে আসছে কয়েকজন নারী। আরা কয়েকজন নারী পাহাড়ের গায়ে কুপিয়ে লাগানো ফসল সংগ্রহ করছে। তাদের পোশাক-পরিচ্ছদ ও ভিন্ন।
১৯. উদ্দীপকে উল্লেখিত নারীদের কাজ দ্বারা জীবনের কোন দিক প্রকাশ পায়?
[ক] অর্থনৈতিক
[খ] সাংস্কৃতিক
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক
২০. জুম চাষের আরেকটি নাম?
[ক] উদ্যান চাষ
[খ] বাগান চাষ
[গ] পর্যায় চাষ
[ঘ] কৃষি
২১. সমতলবাসির সাথে পাহাড়বাসির কোন কোন ক্ষেত্রে পার্থক্য লক্ষণীয়?
i. অর্থনৈতিক
ii. সাংস্কৃতিক
iii. সামাজিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. দ্রাবিড়রা কোন সভ্যতার পত্তন করেছিল?
[ক] মিশরীয় সভ্যতা
[খ] চৈনিক সভ্যতা
[গ] সিন্ধু সভ্যতা
[ঘ] মায়া সভ্যতা
২৩. নিয়ানডারথাল মানবের ফসিল কোন দেশে পাওয়া গেছে?
[ক] সুইডেন
[খ] ইংল্যান্ড
[গ] জাপান
[ঘ] জার্মানি
২৪. সভ্যতার সূচনা হয় কী আবিষ্কারের মাধ্যমে?
[ক] লিপি
[খ] আগুন
[গ] কৃষি
[ঘ] চাকা
২৫. রাখাইনরা কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] ককেশীয়
[খ] মঙ্গোলীয়
[গ] নিগ্রো
[ঘ] অস্ট্রেলীয়
২৬. কার্ল মার্কসের মতে আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী সমাজের নাম কী?
[ক] দাস সমাজ
[খ] সামন্ত সমাজ
[গ] পুঁজিবাদী সমাজ
[ঘ] সমাজতান্ত্রিক সমাজ
২৭. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কী?
[ক] বৈষ্ণব
[খ] সর্বপ্রাণবাদ
[গ] জৈন
[ঘ] সাংসারেক
২৮. বঙ্গবঙ্গ কোন সালে রদ করা হয়
[ক] ১৯১০
[খ] ১৯১১
[গ] ১৯১২
[ঘ] ১৯১৩
২৯. ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন-
[ক] ৩২ জন
[খ] ৩৩ জন
[গ] ৩৪ জন
[ঘ] ৩৫ জন
৩০. ৬ দফা দাবির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো-
i. রাষ্ট্রপতি শাসিত সরকার
ii. আধা সামরিক বাহিনী
iii. সংসদীয় পদ্ধতির সরকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [খ] ২ [খ] ৩ [গ] ৪ [ক] ৫ [ক] ৬ [খ] ৭ [ক] ৮ [ক] ৯ [খ] ১০ [ক] ১১ [খ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [খ] ১৫ [ক] ১৬ [ক] ১৭ [খ] ১৮ [ঘ] ১৯ [ক] ২০ [গ] ২১ [ঘ] ২২ [গ] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [খ] ২৬ [খ] ২৭ [ঘ] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [গ]
0 Comments:
Post a Comment