HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর চট্টগ্রাম কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.

চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. ‘‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে’’-উক্তিটি কার?
[ক] Emile Purkheim
[খ] R.M. Maclver
[গ] Moeris Ginoberg
[ঘ] Auguste Comte

২. সমাজবিজ্ঞান হলো-
i. প্রাকৃতিক বিজ্ঞান
ii. তাত্ত্বিক বিজ্ঞান
iii. মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩. 'Positive Philasophy' গ্রন্থটি লিখেছেন-
[ক] Karl Marx
[খ] Charles Parcuin
[গ] Auguste Comte
[ঘ] Sigmund Freud

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
রাসেল বাংলাদেশের চাকমা উপজাতিদের নিয়ে গবেষণা করতে চায়। এ লক্ষ্যে সে দীর্ঘদিন তাদের সাথে অবস্থান করে এবং তাদের ভাষা, আচরণ, দৈনন্দিন কর্মকান্ড- অংশগ্রহণ করে।

৪. উদ্দীপকের রাসেল কোণ ধরনের গবেষণা পদ্ধতি ব্যবহার করেছে?
[ক] প্রত্যক্ষ অংশগ্রহণে ও পর্যবেক্ষণ পদ্ধতি
[খ] সামাজিক জরিপ পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] পরিসংখ্যান পদ্ধতি

৫. উক্ত পদ্ধতি সম্পর্কে নিচের কোনটি সঠিক?
[ক] নৃবিজ্ঞানে বহুল ব্যবহৃত হয়
[খ] সময়ের অপচয় কম হয়
[গ] প্রশ্নমালা প্রণয়ন করতে হয়
[ঘ] দলিল ও নথিপত্র যাচাই করা হয়

৬. কোনটি এমিল ভূর্খেইম রচিত গ্রন্থ?
[ক] Principles of Sociology
[খ] The Suicide
[গ] The Capital
[ঘ] The Protestant Ethie and the Sprite of Capitalism

৭. অগাস্ট কোঁৎ সমাজের বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন?
[ক] ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

৮. ডুর্খেইমের মতে আত্মকেন্দ্রিক আত্মহত্যা সংঘটিত হয়-
[ক] সমাজের সাথে ব্যক্তির সংহতির অভাব হলে
[খ] মাত্রাতিরিক্ত সামাজিক অনুশাসনের ফলে
[গ] সমাজে বিপর্যয় দেখা দিলে
[ঘ] যুদ্ধবিগ্রহ কালে

৯. সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন হলো-
[ক] ধর্ম
[খ] পরিবার
[গ] রাষ্ট্র
[ঘ] গণমাধ্যম

১০. "Culture is what we are" উক্তিটি কার?
[ক] Maclver
[খ] Herbert Spener
[গ] Emile Purkheim
[ঘ] E. B. Tylon

১১. ‘ভাষা কোন ধরনের সংস্কৃতি?
[ক] বস্তুগত
[খ] অবস্তুগত
[গ] গ্রামীণ
[ঘ] শহরে

১২. সংঘের বৈশিষ্ট্য হলো-
i. এর এক বা একাধিক উদ্দেশ্য থাকে
ii. নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত হয়
iii. মানুষ জন্মসূত্রে সদস্য হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. রানা তার খালাতো বোনকে বিবাহ করলো। এটি কোন ধরনের বিবাহ?
[ক] Levirate
[খ] Sorosate
[গ] Parallal Causine
[ঘ] Cross Causine

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -চট্টগ্রাম কলেজ

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
তনু তার পিতা-মাতা, দাবি এবং চাচা-চাচিকে নিয়ে এক সাথে বসবাস করে। পরিবারের সদস্যরা একে অন্যকে সহযোগিতা করে।

১৪. উদ্দীপকে তণুর পরিবারটি কোন ধরনের পরিবার?
[ক] একক
[খ] যৌথ
[গ] বর্ধিত
[ঘ] পিতৃসূত্রীয়

১৫. উক্ত পরিবার সাধারণত দেখা যায়-
[ক] গ্রামীণ সমাজে
[খ] শহরে সমাজে
[গ] শিল্প সমাজে
[ঘ] শিক্ষিত সমাজে

১৬. কাকে প্রাচ্যের সমাজবিজ্ঞানের অগ্রদূত বলা হয়?
[ক] কৌটিল্য
[খ] আবুল ফজল
[গ] আর কে মুখার্জি
[ঘ] বিনয় ঘোঘ

১৭. বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয় কেননা সমাজবিজ্ঞান-
i. সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে
iii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. কখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ চালু হয়?
[ক] ১৯৬৭ সালে
[খ] ১৯৬৮ সালে
[গ] ১৯৬৯ সালে
[ঘ] ১৯৭০ সালে

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
অনিক রাঙামাটি বেড়াতে গিয়ে দেখে পিঠে ঝুড়ি নিয়ে নেমে আসছে কয়েকজন নারী। আরা কয়েকজন নারী পাহাড়ের গায়ে কুপিয়ে লাগানো ফসল সংগ্রহ করছে। তাদের পোশাক-পরিচ্ছদ ও ভিন্ন।

১৯. উদ্দীপকে উল্লেখিত নারীদের কাজ দ্বারা জীবনের কোন দিক প্রকাশ পায়?
[ক] অর্থনৈতিক
[খ] সাংস্কৃতিক
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক

২০. জুম চাষের আরেকটি নাম?
[ক] উদ্যান চাষ
[খ] বাগান চাষ
[গ] পর্যায় চাষ
[ঘ] কৃষি

২১. সমতলবাসির সাথে পাহাড়বাসির কোন কোন ক্ষেত্রে পার্থক্য লক্ষণীয়?
i. অর্থনৈতিক
ii. সাংস্কৃতিক
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. দ্রাবিড়রা কোন সভ্যতার পত্তন করেছিল?
[ক] মিশরীয় সভ্যতা
[খ] চৈনিক সভ্যতা
[গ] সিন্ধু সভ্যতা
[ঘ] মায়া সভ্যতা

২৩. নিয়ানডারথাল মানবের ফসিল কোন দেশে পাওয়া গেছে?
[ক] সুইডেন
[খ] ইংল্যান্ড
[গ] জাপান
[ঘ] জার্মানি

২৪. সভ্যতার সূচনা হয় কী আবিষ্কারের মাধ্যমে?
[ক] লিপি
[খ] আগুন
[গ] কৃষি
[ঘ] চাকা

২৫. রাখাইনরা কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] ককেশীয়
[খ] মঙ্গোলীয়
[গ] নিগ্রো
[ঘ] অস্ট্রেলীয়

২৬. কার্ল মার্কসের মতে আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী সমাজের নাম কী?
[ক] দাস সমাজ
[খ] সামন্ত সমাজ
[গ] পুঁজিবাদী সমাজ
[ঘ] সমাজতান্ত্রিক সমাজ

২৭. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কী?
[ক] বৈষ্ণব
[খ] সর্বপ্রাণবাদ
[গ] জৈন
[ঘ] সাংসারেক

২৮. বঙ্গবঙ্গ কোন সালে রদ করা হয়
[ক] ১৯১০
[খ] ১৯১১
[গ] ১৯১২
[ঘ] ১৯১৩

২৯. ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন-
[ক] ৩২ জন
[খ] ৩৩ জন
[গ] ৩৪ জন
[ঘ] ৩৫ জন

৩০. ৬ দফা দাবির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো-
i. রাষ্ট্রপতি শাসিত সরকার
ii. আধা সামরিক বাহিনী
iii. সংসদীয় পদ্ধতির সরকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [খ] ২ [খ] ৩ [গ] ৪ [ক] ৫ [ক] ৬ [খ] ৭ [ক] ৮ [ক] ৯ [খ] ১০ [ক] ১১ [খ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [খ] ১৫ [ক] ১৬ [ক] ১৭ [খ] ১৮ [ঘ] ১৯ [ক] ২০ [গ] ২১ [ঘ] ২২ [গ] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [খ] ২৬ [খ] ২৭ [ঘ] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [গ]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide