এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
-ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. কোচ উপজাতিরা বাস করে যেসব জেলায়-
[ক] মানিকগঞ্জ, গোপালগঞ্জ
[খ] নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল
[গ] মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ
[ঘ] নড়াইল ও ঝিনাইদহ
২. উৎসবের দিন চাকমারা মন্দিরে গিয়ে কী করে?
[ক] নৃত্যু করে
[খ] গান করে
[গ] বুদ্ধের মূর্তির সামনে ফুল অর্পণ করে
[ঘ] ঢাক বাজায়
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
দীপু রাজশাহীতে বেড়াতে গিয়ে একটি উপজাতির সাক্ষাৎ পায়। যারা ভারতবর্ষের আদিম অধিবাসীদের অন্যতম। ব্রিটিশ সরকার এদের জন্য একটি এলাকা নির্ধারণ করে দেয়।
৩. দীপু রাজশাহীতে কোন উপজাতির সাক্ষাৎ লাভ করে?
[ক] মণিপুরি
[খ] সাঁওতাল
[গ] রাখাইন
[ঘ] কোচ
৪. উক্ত উপজাতি সম্পর্কে বলা যায়-
i. এরা ১৮৫৫ সালে মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করে
ii. উক্ত বিদ্রোহে দশ হাজার বিদ্রোহী নিহত হয়
iii. এরা মঙ্গোলয়েড নৃগোষ্ঠীর আওতাভুক্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫. কে ৬ দফার নিন্দা করেছিল?
[ক] টিক্কা খান
[খ] আইয়ুব খান
[গ] ইয়াহহিয়া খান
[ঘ] রাও ফরমান আলী
৬. কেন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে?
[ক] বাঙালিদের নিজস্ব চেতনার প্রতি অধিকমনোযোগ থাকায়
[খ] বাঙালি চেতনা জাগ্রত করতে পাকিস্তানের সহযোগিতা
[গ] পাকিস্তানিদের বিভিন্নভাবে শোষণ
[ঘ] কালের আবর্তে সাধারণ পরিক্রমায়
৭. কবে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
[ক] ১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি
[খ] ১৯৬৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি
[গ] ১৯৬৯ সালের ২৩ মার্চ
[ঘ] ১৯৬৯ সালের ২৫ মার্চ
৮. শহরে পিতামাতার শিক্ষাই গড়ে তোলে সন্তানের@
i. মূল্যবোধ
ii. কুসংস্কার
iii. দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
কবির-স্ত্রী মৃত্যুর পর জ্যোস্নাকে বিয়ে করে। জ্যোস্নার পূর্বে বিয়ে হয়নি। এটাই ওর প্রথম বিয়ে। তারপরও জ্যোস্নার ব্যবহারে সকলে সন্তুষ্ট।
৯. কবিরের বিবাহটি কোন ধরনের-
[ক] বিপত্নীক
[খ] শালিকা বিবাহ
[গ] বহির্বিবাহ
[ঘ] অন্তর্বিবাহ
১০. সাধারণত এ ধরনের বিবাহ হয়-
i. প্রথম স্ত্রীর মৃত্যুর পর
ii. আত্মীয়তা রক্ষার জন্য
iii. প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. গ্রামের জনগণ কী ধরনের পানি সকল কাজে ব্যবহার করতেন?
[ক] কূপের
[খ] টিউবওয়েলের
[গ] পুকুরের
[ঘ] বিলের
১২. কোন সংস্থা সরকারের অনুমতি নিয়ে সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করেছে?
[ক] ব্র্যাক
[খ] আশা
[গ] গ্রামীণ ব্যাংক
[ঘ] প্রশিকা
১৩. কত সালে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়?
[ক] ১৯৮০ সালে
[খ] ১৯৮১ সালে
[গ] ১৯৮২ সালে
[ঘ] ১৯৮৪ সালে
১৪. মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট করে দেয়-
i. ব্যাকটেরিয়া
ii. রাসায়নিক যৌগ
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
শারীরিক বিপর্যয় - Drug - [?]
১৫. [?] চিহ্নিত স্থানে কোনটি প্রযোজ্য?
[ক] সামাজিক বিপর্যয়
[খ] মানসিক বিপর্যয়
[গ] রাসায়নিক বিপর্যয়
[ঘ] স্নায়ুবিক বিপর্যয়
১৬. উক্ত Drug এর কারণে সংঘটিত হয়-
i. পারিবারিক অশান্তি
ii. অপরাধ প্রবণতা
iii. যুব সমাজের অধঃপতন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. দেশের অধিকাংশ জায়গায় সুষম অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে যার ফলে-
i. শিল্পায়নের
ii. সংস্কৃতির
iii. নগরায়ণের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮. বাংলাদেশের সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়-
[ক] জনসংখ্যার প্রভাবে
[খ] বিশ্বায়নের প্রভাবে
[গ] রাজনৈতিক প্রভাবে
[ঘ] বেকার সমস্যা বৃদ্ধির প্রভাবে
[ক] জ্ঞাতিভিত্তিক
[খ] ধর্মভিত্তিক
[গ] পারিবারিক ভিত্তিক
[ঘ] গণতান্ত্রিক
২০. বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্প্রতি কিসের জন্ম রহস্য আবিষ্কার করেছে?
[ক] ধানের
[খ] আদি পাটের
[গ] ইক্ষুর
[ঘ] আখের
২১. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়?
[ক] ১৯১৭
[খ] ১৯১৯
[গ] ১৯২১
[ঘ] ১৯৫৭
২২. মানুষকে কোনটির সাথে ভারসাম্য রক্ষা করে চলতে হয়?
[ক] প্রাকৃতিক পরিবেশ
[খ] সামাজিক পরিবেশ
[গ] প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ
[ঘ] রাজনৈতিক পরিবেশ
২৩. মার্কসবাদে বিশ্বাসী ছিলেন কে?
[ক] রাধাকমল মুখার্জী
[খ] এম.এন.রায়
[গ] ডি.এল. মজুমদার
[ঘ] নির্মল কুমার বসু
২৪. ধর্মের কাজ হলো-
i. মানুষের আচরণ নিয়ন্ত্রণ
ii. সামাজিক নিয়ন্ত্রণ
iii. অর্থনৈতিক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
আজ পবিত্র ঈদুল আজহার নামাজের পর সামি তার বাবা, মা এবং অন্যান্যদের সাথে কোলাকুলি করে। পরে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের বাড়ির উঠানে হালাল টাকা দ্বারা ক্রয় করা পশু জবাই করে। পশুর মাংস গরীবদের মাঝে বিলি করে, তাদের আত্মীয়দের বাড়িতে বাড়িতে মাংস পৌঁছায়ে দেয় দুপুরে সকলে একত্রে খাবার খায়।
২৫. ঈদের এ কোলাকুলিকে কী বলা হয়?
[ক] লৌকিকতা
[খ] আন্তরিকতা
[গ] সংস্কৃতি
[ঘ] অভ্যাস
২৬. মুসলমানদের সংস্কৃতির অংশ হতে পারে-
i. রোজা
ii. নামাজ
iii. যাকাত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭. সংকীর্ণ অর্থে সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় কোনটি?
[ক] মানুষের জীবন প্রণালি
[খ] কাব্য
[গ] ধ্যানধারণা
[ঘ] শিল্পকলা
২৮. প্রত্নতত্ত্বকে কোন বিজ্ঞানের উপশাখা বলা যায়?
[ক] পদার্থবিজ্ঞান
[খ] নৃবিজ্ঞান
[গ] রসায়ন
[ঘ] সামাজিক বিজ্ঞান
২৯. উয়ারী-বটেশ্বর যে ধরনের নগরী ছিল-
i. বাণিজ্য নগরীর কেন্দ্রস্থল
ii. প্রশাসনিক নগরীর কেন্দ্রস্থল
iii. অত্যাধুনিক নগরীর কেন্দ্রস্থল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. সিন্ধুবাসীদের লিখন পদ্ধতি ছিল-
[ক] বাম থেকে ডানে
[খ] উপরের দিকে
[গ] ডান থেকে বামে
[ঘ] নিচের দিকে
উত্তরমালা: ১ [খ] ২ [গ] ৩ [খ] ৪ [ক] ৫ [খ] ৬ [গ] ৭ [ক] ৮ [খ] ৯ [ক] ১০ [খ] ১১ [ক] ১২ [ঘ] ১৩ [খ] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [ঘ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [খ] ২০ [খ] ২১ [ক] ২২ [ক] ২৩ [খ] ২৪ [ক] ২৫ [গ] ২৬ [ঘ] ২৭ [ক] ২৮ [ঘ] ২৯ [ঘ] ৩০ [গ]
0 Comments:
Post a Comment