HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.

ঢাকা কলেজ, ঢাকা
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম সভাপতি কে ছিলেন?
[ক] পেইরি বেসাইনি
[খ] ক্লদ লেভি স্ট্রস
[গ] অজিত কুমার সেন
[ঘ] ড. এ. কে. নাজমুল করিম

২. নিচের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ?
[ক] পার্লারে বিয়ের কনে সাজানো
[খ] অণু পরিবারের আধিক্য
[গ] কবিগানের লড়াই
[ঘ] আধুনিক ও বৈচিত্র্যময় পোশাক

৩. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক কে?
[ক] আল বেরুনী
[খ] আবুর ফজল
[গ] আবুল হোসেন
[ঘ] কৌটিল্য

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
[?]
ফেব্রুয়ারির ২১ তারিখ,
১৪৪ ধারা ভঙ্গ,
শহীদ হন সালাম, বরকতসহ আরও অনেকে।

৪. উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
[ক] ছয়দফা আন্দোলন
[খ] ভাষা আন্দোলন
[গ] মুক্তিযুদ্ধ
[ঘ] স্বৈরাচারী আন্দোলন

৫. উক্ত আন্দোলন যে কারণে ইতিহাসে গুরুত্বপূর্ণ তা হলো, এটি বাঙালির-
i. জাতীয়তাবোধ জাগ্রত করে
ii. ধর্মীয় চেতনা জাগ্রত করে
iii. অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. জুমচাষ কী?
[ক] সমতল ভূমিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাষ করা
[খ] জৈবসার ও কীটনাশক ব্যবহার করে চাষ করা
[গ] বলদ ও লাঙ্গলের সাহায্যে চাষ করা
[ঘ] পাহাড়ের ঢালে প্রাচীন পদ্ধতিতে চাষ করা


নিচের চিত্রটি লক্ষ করে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
চিত্র: কয়েকটি ছেলে-মেয়ের ছবি।

৭. উদ্দীপকে উল্লিখিত পরিবারটি কোন ধরনের?
[ক] অণু পরিবার
[খ] যৌথ পরিবার
[গ] বর্ধিত পরিবার
[ঘ] বহুপতড়বী পরিবার

৮. বর্তমানে এ ধরনের পরিবারের সংখ্যা বৃদ্ধি পাবার কারণ-
i. শিল্পায়ন ও নগরায়ণ
ii. ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ
iii. রাজনৈতিক প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. নিচের কোনটি Push factor এর উদাহরণ?
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে গ্রাম হতে আগমন
[খ] বিবাহের পর শহরে স্বামীর কর্মস্থলে নববধুর আগমন
[গ] নদীগর্ভে সর্বস্ব হারিয়ে জীবিকার তাগিদে নগরে আগমন
[ঘ] ব্যবসা বা চাকরির আশায় নগরে আগমন

১০. আগরতলা ষড়যন্ত্র মামলায় কয়জন আসামি ছিলেন?
[ক] ৩২ জন
[খ] ৩৩ জন
[গ] ৩৪ জন
[ঘ] ৩৫ জন

১১. শীলাদেবীর ঘাট কোথায় অবস্থিত?
[ক] মহাস্থানগড়
[খ] ময়নামতি
[গ] পাহাড়পুর
[ঘ] সোমপুর

১২. নগর সমাজের বৈশিষ্ট্য হলো-
[ক] শিক্ষাভিত্তিক স্তরবিন্যাস
[খ] ভূমিকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা
[গ] ধর্মীয় উৎসব-অনুষ্ঠানকে প্রাধান্য দেওয়া
[ঘ] জ্ঞাতি সম্পর্ক সুদৃঢ়

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা কলেজ

১৩. যাদের ভূমির পরিমাণ এমন যা দিয়ে নিজেদের ভরণপোষণ হয়, কিন্তু কোনো উদ্বৃত্ত থাকে না, তাদের বলা হয়-
[ক] ধনী কৃষক
[খ] প্রান্তিক কৃষক
[গ] বর্গাচাষী
[ঘ] দিনমজুর কৃষক

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
হিজলপুর এলাকায় কয়েকবছর আগে একটি ইপিজেড গড়ে উঠে। এখানে রপ্তানিযোগ্য বহুমুখী শিল্পপণ্য প্রক্রিয়াকরণ করা হয়। এলাকায় বহুলোকের কর্মসংস্থানের পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন ঘটে।

১৪. উদ্দীপকে সামাজিক পরিবর্তনে কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়েছে?
[ক] শিল্পায়ন
[খ] নগরায়ণ
[গ] তথ্য-প্রযুক্তি
[ঘ] রাজনৈতিক স্থিতিশীলতা

১৫. উক্ত পরিবর্তনের ফলে হিজলপুর এলাকায়-
i. পরিবেশ দূষণ হবে
ii. অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে
iii. যৌথ পরিবার বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. বৈবাহিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠা জ্ঞাতি সম্পর্ক হলো-
[ক] পিতা-মাতা
[খ] শ্বশুড়-শাশুড়ী
[গ] চাচাতো ভাই
[ঘ] ধর্মের ভাই

১৭. গ্রাম ও নগর সমাজের প্রধান পার্থক্য তৈরি হয়-
[ক] অর্থনৈতিক কর্মকান্ড-
[খ] রাজনৈতিক কর্মকান্ড-
[গ] ধর্মীয় কর্মকান্ড-
[ঘ] প্রাকৃতিক পরিবেশে

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
[?]
 ১৯৭২ সালে ত্রাণ কার্যক্রম পরিচালনা।
 সিলেটের শাল্লা গ্রামে যাত্রা শুরু হয়।
‘আড়ং’ নামক হস্তশিল্প প্রতিষ্ঠানের সাথে এর সম্পৃক্ততা দেখা যায়।

১৮. উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানটি নিচের কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করে?
[ক] স্বনির্ভর বাংলাদেশ
[খ] আশা
[গ] গ্রামীণ ব্যাংক
[ঘ] ব্র্যাক

১৯. উক্ত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে নিম্নের যে উক্তিটি প্রযোজ্য, তা হলো-
i. গ্রামীণ নারীদের ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা পালন
ii. সাধারণ জনগোষ্ঠীকে রাজনৈতিক কর্মকান্ড- উৎসাহিতকরণ
iii. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. নগর সমাজে জ্ঞাতি সম্পর্ক শিথিল হবার কারণ কোনটি?
[ক] পেশার বৈচিত্র্যতা
[খ] বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস
[গ] রাজনৈতিক প্রভাব
[ঘ] সামাজিক নিরাপত্তাহীনতা

২১. গ্রামীণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা কে?
[ক] ড. মুহাম্মদ আখতার হামিদ খান
[খ] ড. মুহাম্মদ ইউনূস
[গ] ড. ফজলে হাসান আবেদ
[ঘ] খুশী কবির

নিচের উদ্দীপকটি পড়ে ২২নং প্রশ্নের উত্তর দাও :
মিঠি বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। নাচকে তারা পবিত্র জ্ঞান করে। তাদের বিশ্বাস পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্য।

২২. উদ্দীপকে মিঠি কোন নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য?
[ক] চাকমা
[খ] গারো
[গ] সাঁওতাল
[ঘ] মণিপুরী

২৩. বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি কী?
[ক] ব্যবসায়
[খ] ক্ষুদ্রঋণ
[গ] কৃষি
[ঘ] পশু পালন

নিচের চিত্রটি দেখে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :

২৪. চিত্রটি কোন যুগকে নির্দেশ করছে?
[ক] প্রাচীন প্রস্তর যুগ
[খ] নব্য প্রস্তর যুগ
[গ] তাম্রযুগ
[ঘ] লৌহযুগ

২৫. ‘‘মানবসৃষ্ট সকল কিছুর সমষ্টিই হলো সংস্কৃতি।’- উক্তিটি কার?
[ক] ম্যাকাইভার
[খ] টেইলর
[গ] জোনস
[ঘ] বেকন

২৬. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ জরুরি, কেননা সমাজবিজ্ঞান-
i. সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে
iii. পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭নং প্রশ্নের উত্তর দাও :
শোভা রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে, ঢাকায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজে যোগ দেন। অবিবাহিত হবার কারণে কর্মস্থলের কাছাকাছি কোন বাসা ভাড়া নিতে তিনি ব্যর্থ হন। বর্তমানে কর্মস্থল হতে দূরে অবস্থিত মামার বাসা হতে তিনি যাতায়াত করেন।

২৭. নিচের উদ্দীপকটি একজন কর্মজীবী নারীর কোন সমস্যাকে নির্দেশ করছে?
[ক] যাতায়াত সমস্যা
[খ] আবাসন সমস্যা
[গ] ব্যবস্থাপনার অভাব
[ঘ] নেতিবাচক কর্মপরিবেশ

২৮. বাংলাদেশে কত সালে বাল্যবিবাহ নিরোধ আইন তৈরি হয়?
[ক] ১৯৮০
[খ] ১৯৮২
[গ] ১৯৯০
[ঘ] ১৯৯২

২৯. নিচের কোনটি ইভটিজিং?
[ক] পুরুষের তুলনায় নারীকে মজুরি কম দেওয়া
[খ] যৌতুকের দাবিতে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করা
[গ] কোন পুরুষ অশস্নীল অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো নারীকে উত্যক্ত করা
[ঘ] অষ্টম শ্রেণির মেয়েকে বিয়ে দেওয়া

৩০. সামাজিক পরিবর্তন হলো-
[ক] সমাজ কাঠামোর পরিবর্তন
[খ] মানবিক সম্পর্কের পরিবর্তন
[গ] বিভিন্ন সংগঠনের পরিবর্তন
[ঘ] বিভিন্ন প্রতিষ্ঠানের আন্তঃসম্পর্কের পরিবর্তন

উত্তরমালা: ১ [ঘ] ২ [গ] ৩ [ঘ] ৪ [খ] ৫ [ঘ] ৬ [ঘ] ৭ [ক] ৮ [ক] ৯ [গ] ১০ [ঘ] ১১ [ক] ১২ [ক] ১৩ [খ] ১৪ [ক] ১৫ [ক] ১৬ [খ] ১৭ [ক] ১৮ [ঘ] ১৯ [খ] ২০ [খ] ২১ [খ] ২২ [ঘ] ২৩ [গ] ২৪ [খ] ২৫ [গ] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [গ] ২৯ [গ] ৩০ [ক]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide