এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
হাজেরা-তজু ডিগ্রী কলেজ, চট্টগ্রাম
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন?
[ক] বাৎসায়ন
[খ] কৌটিল্য
[গ] আবুল ফজল
[ঘ] তুর্খেইম
২. সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন-
i. সামাজিক সমস্যা দূর করতে
ii. সমাজ সংস্কার করতে
iii. সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩. বাংলাদেশের গ্রামগুলো থেকে কেন মানুষ শহরে স্থানান্তরিত হচ্ছে?
[ক] গ্রামে কর্মসংস্থানের অভাব
[খ] গ্রামে জনসংখ্যা বেশি
[গ] গ্রামে শিক্ষার হার কম
[ঘ] গ্রামে স্তরবিন্যাস কম
৪. বাংলাদেশের গ্রামীণ সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে যে উপাদানের কারণে-
i. নগরায়ণ ও শিল্পায়ন
ii. শিক্ষার নিম্নহার
iii. আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
নিলয় অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার ফলে খুব অল্প সময়ের মধ্যে পাসপোর্ট পেয়ে যায়।
৫. উদ্দীপকে সমকালীন বাংলাদেশে সামাজিক পরিবর্তনের কীরূপ কারণের ইঙ্গিত রয়েছে?
[ক] অর্থনৈতিক কারণ
[খ] ধর্মীয় প্রভাব
[গ] প্রযুক্তিগত পরিবর্তন
[ঘ] রাজনৈতিক কারণ
৬. উক্ত কারণের ফলে-
i. যোগাযোগ সহজতর হয়েছে
ii. সেবার মান বৃদ্ধি পেয়েছে
iii. প্রাকৃতিক দুর্যোগ হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. নিচের কোনটি বিশ্বায়নের উদাহরণ-
[ক] এক্সরে মেশিনের সাহায্যে রোগ নির্ণয়
[খ] মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ
[গ] অন লাইনে ট্রেনের টিকিট কাটা
[ঘ] বাংলাদেশের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা
৮. তথ্যপ্রযুক্তির উপাদান কোনটি?
[ক] নগর, রাষ্ট্র, শহর
[খ] কম্পিউটার, ডিজিটাল টেলিফোন
[গ] নগরায়ণ, শিল্পায়ন, বিশ্বায়ন
[ঘ] উৎপাদন, বণ্টন
৯. নগরায়ণের ফলে সমাজেক বেকারত্ব বৃদ্ধি পায়
[খ] অপরাধ প্রবণতা হ্রাস পায়
[গ] সংহতি দৃঢ় হয়
[ঘ] বস্তির প্রসার ঘটে
১০. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে?
[ক] ইয়াহিয়া খান
[খ] আইয়ুব খান
[গ] মোনায়েম খান
[ঘ] জুলফিকার আলী ভুট্টো
১১. প্রাচীন প্রস্তর যুগের বাসিন্দারা খাদ্য সংগ্রহ অর্থনীতি নির্ভর ছিল। এর মাধ্যমে কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়?
[ক] এ যুগের মানুষ কৃষিকাজ শুরু করে
[খ] এ যুগের মানুষ পশুপালন করে
[গ] এ যুগের মানুষ স্থায়ীভাবে জীবনযাপন করতো
[ঘ] এ যুগের মানুষ যাযাবর জীবনযাপন করতো
১২. চুনিলাল খাদ্য সংগ্রহ অর্থনীতির স্থলে খাদ্য উৎপাদন অর্থনীতির প্রবর্তন করেন। চুনিলাল কোন যুগের মানুষ?
[ক] প্রাচীন প্রস্তর যুগ
[খ] লৌহ যুগ
[গ] নব্যপ্রস্তর যুগ
[ঘ] ব্রোঞ্জ যুগ
১৩. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
[ক] হাইডেলবার্গ মানুষ
[খ] ক্রোম্যাগনন মানুষ
[গ] পিকিং মানুষ
[ঘ] নিয়ানডারথাল মানুষ
১৪. বিবাহের দিন চাকমারা কী পূজা করে?
[ক] শিব পূজা
[খ] চুঙুলাংপূজা
[গ] মনসা পূজা
[ঘ] লক্ষ্মী পূজা
১৫. গারোদের মতে, চিকমাং কী?
[ক] পাহাড়
[খ] মৃত্যুর দেশ
[গ] গভীর অরণ্য
[ঘ] ঈশ্বরের দেশ
১৬. সাঁওতালদের গ্রাম দেবতার নাম-
[ক] তাতারা
[খ] মারাংবুরো
[গ] সালজং
[ঘ] মাইতে
১৭. বর্ণালী বিবাহের পর তার স্বামী গৌতমের কর্মস্থল রাঙামাটিতে গিয়ে সংসার শুরু করে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বর্ণালীর পরিবার হলো-
i. অণু পরিবার
ii. নয়াবাস পরিবার
iii. পিতৃবাস পরিবার
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i ও iii
১৮. কোনটি রোধ করা গেলে মাদকের প্রকোপ অনেক কমে যাবে?
[ক] মাদকের সহজলভ্যতা
[খ] মাদকের বিরুদ্ধে সচেতনতা
[গ] মাদকবিরোধী আইন প্রণয়ন
[ঘ] ধর্মীয় মূল্যবোধ তৈরি
সালমান বন্ধুকে বললো, সভ্যতার এক পর্যায়ে মানুষ অনুন্নত, ভোঁতা ও অমসৃন হাতিয়ারের পরিবর্তে সূক্ষ্ম, ধারালো ও মসৃণ হাতিয়ার তৈরি করতে শেখে। এ সময় উৎপাদন ব্যবস্থায় আসে বৈপ্লবিক পরিবর্তন।
১৯. সালমান বন্ধুকে কোন যুগের বর্ণনা দিলেন?
[ক] প্রাচীন প্রস্তর যুগ
[খ] ব্রোঞ্জযুগ
[গ] লৌহ যুগ
[ঘ] নব্য প্রস্তর যুগ
২০. সালমানের বর্ণনাকৃত যুগের বৈশিষ্ট্য হলো-
i. কৃষিকাজের সূচনা
ii. পশুপালন অর্থনীতির প্রবর্তন
iii. খাদ্য উৎপাদন অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১. রাজা পরশুরাম কার কাছে পরাজিত ও নিহত হন?
[ক] সুলতান আলাউদ্দীন
[খ] বখতিয়ার খলজি
[গ] সম্রাট আকবর
[ঘ] সুলতান বলখি মাহী সরওয়ার
২২. শীলাদেবী আত্ম রক্ষার্থে-
i. বিজয়ী শাসককে ছুরিকাঘাতে হত্যা করেন
ii. সুরমা নদীতে আত্ম বিসর্জন দেন
iii. করতোয়া নদীতে আত্ম বিসর্জন দেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৩. পুন্ড্রনগর কোন সভ্যতার প্রাচীন নগর?
[ক] উয়ারী বটেশ্বর
[খ] মহাস্থানগড়
[গ] পাহাড়পুর
[ঘ] ময়নামতি
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
শীতের ছুটিতে অপু তার বন্ধুবান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায় সেখানে খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল।
২৪. উদ্দীপকে অপুর বেড়াতে যাওয়া স্থানটি পাঠ্যপুস্তকের কোন সভ্যতাকে ইঙ্গিত করে?
[ক] মহাস্থানগড়
[খ] উয়ারী বটেশ্বর
[গ] পাহাড়পুর
[ঘ] ময়নামতি
২৫. উক্ত সভ্যতাটির ঐতিহাসিক গুরুত্ব হলো-
i. ধর্ম দ্বারা প্রভাবিত সমাজ ও সংস্কৃতি
ii. ধ্বংসাবশেষ এ মন্দির ও বিহারই বেশি
iii. স্থাপত্য নৃপতির মন্দির তৈরিতে অবদান রেখেছিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৬. সামাজিক উন্নয়ন মানুষের কোন ধরনের উন্ড়বয়নে বিশ্বাসী?
[ক] সামগ্রিক
[খ] স্বল্পমেয়াদি
[গ] আংশিক
[ঘ] তাৎক্ষণিক
নিচের ছকটি দেখে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
[?] আত্মসম্মান - অধীনতা থেকে - মুক্তি আত্মজীবিকা নির্বাহ।
২৭. অর্থনীতিবিদ মাইকেল পি.টোডারো-এর মতে, ‘?’ চিহ্নিত স্থানে কি বসবে?
[ক] উন্নয়ন
[খ] বিবর্তন
[গ] কর্মসংস্থান
[ঘ] স্বাধীনতা
২৮. অর্থনীতিবিদ গুনার মিরডাল এর মতে, উক্ত বিষয়টির মাধ্যমে সম্ভব-
i. শিক্ষার হার বৃদ্ধি
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
iii. দারিদ্র্য হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৯. গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭২
[খ] ১৯৫৩
[গ] ১৯৮৩
[ঘ] ১৯৮১
৩০. ক্ষুদ্র ঋণ মূলত কাদের মধ্যে বিতরণ করা হয়?
[ক] দুস্থ মহিলা
[খ] ব্যবসায়ী
[গ] শিল্পপতি
[ঘ] নব্য উদ্যোক্তা
উত্তরমালা: ১ [খ] ২ [ঘ] ৩ [ক] ৪ [খ] ৫ [গ] ৬ [ক] ৭ [ঘ] ৮ [খ] ৯ [ঘ] ১০ [খ] ১১ [ঘ] ১২ [গ] ১৩ [খ] ১৪ [ঘ] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [ঘ] ২১ [ঘ] ২২ [ক] ২৩ [খ] ২৪ [ঘ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [গ] ৩০ [ক]
0 Comments:
Post a Comment