এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.
আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. ‘আইন-ই-আকবরি’ গ্রন্থটির লেখক কে?
[ক] আল বেরুনি
[খ] ইবনে খালদুন
[গ] আবুল ফজল
[ঘ] নূর মোহাম্মদ
২. 'The Dynamics of Bangladesh Society' বইটির রচয়িতা কে?
[ক] ড. এ. কে নাজমুল করিম
[খ] অধ্যাপক আবসার উদ্দিন
[গ] অধ্যাপক ফজলুর রশিদ হক
[ঘ] অধ্যাপক রঙ্গলাল সেন
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। বাংলাদেশের সমাজবিজ্ঞানে তার অবদানের কারণে তাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়।
৩. উদ্দীপকে বাংলাদেশের কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে?
[ক] রঙ্গলাল সেন
[খ] মোকাররম হোসেন
[গ] অজিত কুমার সেন
[ঘ] এ. কে. নাজমুল করিম
৪. উক্ত সমাজবিজ্ঞানীর বইগুলো হলো-
i. সমাজবিজ্ঞান সমীক্ষণ
ii. সমাজবিজ্ঞান
iii. Chaging Society in India, Pakistan and
Bangladesh
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫. নিচের কোনটি উপসংস্কৃতির বহির্ভূত?
[ক] বেদে
[খ] হিন্দি
[গ] হিজড়া
[ঘ] বাঙালি
৬. সংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি কে প্রদান করেছেন?
[ক] অগবার্ন ও নিমকফ
[খ] ডুর্খেইম ওয়েবার
[গ] কার্ল মার্কস ও স্পেন্সার
[ঘ] অগাস্ট কোঁৎ ও ড্রেসলার
নিচের উদ্দীপকটি পড়ে ৭নং প্রশ্নের উত্তর দাও :
কাটাখালী গ্রামের কৃষকরা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ, সেচ, বীজবপন, ফসল কর্তন ইত্যাদি কার্যসম্পাদন করে। এতে কৃষি ফলন যেমন বেড়েছে তেমনি সময় ও শ্রমের সাশ্রয় হয়। কিন্তু যন্ত্র একবার বিকল হলে মেরামতের জন্য পর্যাপ্ত কারিগর নেই বলে কৃষিকাজ বিঘ্নিত হয়।
৭. উদ্দীপকের সমস্যাটি নিচের কোন প্রত্যয়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায়?
[ক] সংস্কৃতির পরিবর্তন
[খ] সংস্কৃতির ব্যবধান
[গ] প্রযুক্তির উন্নয়ন
[ঘ] কৃষির আধুনিকায়ন
৮. সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটি?
[ক] তাম্র
[খ] নবোপলীয়
[গ] পুরোপলীয়
[ঘ] ব্রোঞ্জ
৯. প্রত্নতত্ত্ব কী?
[ক] অতীত সমাজের বিবরণ
[খ] অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ
[গ] সংস্কৃতি সম্পর্কিত পাঠ
[ঘ] অতীত ঘটনাবলির বিবরণ
১০. বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে?
[ক] রাজশাহী
[খ] বগুড়া
[গ] নরসিংদী
[ঘ] কুমিল্লা
১১. সিন্ধু সভ্যতার সড়কবাতি, রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে যে, এখানে ছিল-
[ক] শক্তিশালী কেন্দ্রীয় শাসন
[খ] পর্যাপ্ত নাগরিক সুবিধা
[গ] বিভিন্ন শ্রেণির অস্তিত্ব
[ঘ] আধুনিক স্থাপত্যের সমাহার
আকিল শিক্ষা সফরে বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করে। নরসিংদী জেলায় অবস্থিত এই প্রত্নস্থানের দুর্গ নগর, গর্ত বসতি, ছাপাংকিল রৌপ্যমুদ্রা, তাম্র শাসন, লৌহ নির্মিত হস্তকুঠার ইত্যাদি দেখে সে চমকিত হয়।
১২. উদ্দীপকে কোন প্রত্নস্থানের কথা বলা হয়েছে?
[ক] ময়নামতি
[খ] পাহাড়পুর
[গ] উয়ারী-বটেশ্বর
[ঘ] মহাস্থনগড়
১৩. উদ্দীপকে বর্ণিত প্রত্ননিদর্শন থেকে প্রতীয়মান হয়, এখানে-
i. ভূমিতে ব্যক্তিমালিকানা ছিল
ii. ব্রোঞ্জ ও তামা শিল্পের অস্তিত্ব ছিল
iii. দ্রব্য বিনিময় প্রথার অস্তিত্ব ছিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৪. চাচ্চি হলো গারো সমাজের-
[ক] ভাষার নাম
[খ] একটি অনুষ্ঠানের নাম
[গ] বৈবাহিক রীতির নাম
[ঘ] সর্ববৃহৎ গোত্রের নাম
১৫. নিচের কোন জনগোষ্ঠী অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] চাকমা
[খ] কোচ
[গ] রাখাইন
[ঘ] সাঁওতাল
১৬. আদাম কী?
[ক] মারমাদের গ্রাম
[খ] গারোদের গ্রাম প্রধান
[গ] চাকমা পরিবারগুচ্ছ
[ঘ] খাসিযাদের গোত্র
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
বার্ষিক পরীক্ষা শেষে রাজু তার বাবার সাথে বান্দরবান বেড়াতে যায়। সেখানে সে দেখতে পায় পাহাড়ের গায়ে আগুন জ্বেলে পাহাড় পরিষ্কার করে স্থানীয়রা চাষাবাদ করে। এ পদ্ধতিতে তারা গর্ত করে একসাথে বিভিন্ন বীজ রোপন করে।
১৭. উদ্দীপকে বর্ণিত চাষ পদ্ধতিটির নাম কী?
[ক] হালচাষ
[খ] উদ্যান চাষ
[গ] জুম চাষ
[ঘ] খামার চাষ
১৮. এ সমাজের জনগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি?
[ক] পৃথক জীবনধারা
[খ] সমতলের ন্যায় চাষাবাদ
[গ] বাজারমুখী উৎপাদন
[ঘ] চাষাবাদে যন্ত্রের ব্যবহার
১৯. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কোন শাসকের পতন ঘটে?
[ক] ইয়াহিয়া খান
[খ] আইয়ুব খান
[গ] জুলফিকার আলী ভুট্টো
[ঘ] মোনায়েম খান
২০. ছয়দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়?
[ক] বঙ্গবন্ধু কর্তৃক ‘আমাদের বাঁচার দাবি’ আখ্যাযিত করার কারণে
[খ] আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা ছিল বলে
[গ] বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষণা করা হয় বলে
[ঘ] ছয় দফার প্রতি বাঙালিদের স্বতঃস্ফূর্ত জনসমর্থনের কারণে
২১. ‘অপারেশন সার্চ লাইট‘ হলো-
[ক] নিরস্ত্র নিরীহ পাকিস্তানিদের ওপর হামলা
[খ] নিরস্ত্র নিরীহ বাঙালির ওপর হামলা
[গ] পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপারেশন
[ঘ] বাঙালি ও পাকিস্তানিদের যুদ্ধ
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
মিতুলের মামা মবিন সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। ৭০ এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয়। এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়।
২২. উদ্দীপকে বাংলাদেশে ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে?
[ক] ১৯৪৮ সালে কার্জন হলে জিন্নাহ প্রদত্ত ভাষণ
[খ] ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
[গ] কাগমারীতে প্রদত্ত মাওলানা ভাসানীর ভাষণ
[ঘ] ছয়দফা উত্থাপনকালে অনানুষ্ঠানিক ঘোষণা
২৩. উক্ত ভাষণকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয়, কারণ-
i. এতে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার করা হয়
ii. এটি বাঙালি জাতিতে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়
iii. এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৪. বাংলাদেশে গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস কোনটি?
[ক] শিল্প কারখানা মালিকানা
[খ] ভূমি মালিকানা
[গ] উচ্চ পেশাগত অবস্থান
[ঘ] রাজনৈতিক দলের সদস্যপদ
২৫. বাংলাদেশের শহরে সমাজের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো-
i. সীমিত এলাকার ঘনবসতি
ii. অকৃষিজ পেশা
iii. জাঁকজমকপূর্ণ আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৬. সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?
[ক] মাতৃতান্ত্রিক
[খ] পিতৃবাস
[গ] নয়াবাস
[ঘ] মাতৃসূত্রীয়
২৭. নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে, জ্ঞাতি সম্পর্ক কয় প্রকার?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
২৮. বিশ্বায়নের প্রভাব কোনটি?
[ক] আন্তঃ রাষ্ট্রসমূহের নির্ভরশীলতা বৃদ্ধি
[খ] রাজনৈতিক বিশৃঙ্খলার ব্যাপকতা
[গ] দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
[ঘ] বাজার ব্যবস্থার সংকোচন
২৯. বিশ্বায়নের ফলে সমাজে-
[ক] ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে
[খ] সমতা প্রতিষ্ঠিত হয়
[গ] জ্ঞাতিসম্পর্ক সুদৃঢ় হয়
[ঘ] সংহতি বৃদ্ধি পায়
৩০. বেকার কে?
[ক] প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, কর্মে ইচ্ছুক নয়
[খ] প্রাপ্ত বয়স্ক, শিক্ষিত, কর্মে ইচ্ছুক
[গ] অপ্রাপ্তবয়স্ক, শিক্ষিত, কর্মে ইচ্ছুক
[ঘ] অপ্রাপ্তবয়স্ক, দক্ষ, কর্মে ইচ্ছুক
উত্তরমালা: ১ [গ] ২ [ক] ৩ [ঘ] ৪ [খ] ৫ [ঘ] ৬ [ক] ৭ [খ] ৮ [খ] ৯ [খ] ১০ [খ] ১১ [খ] ১২ [গ] ১৩ [ঘ] ১৪ [ঘ] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [খ] ২০ [খ] ২১ [খ] ২২ [খ] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ঘ] ২৭ [গ] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [খ]
0 Comments:
Post a Comment