HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 2nd Paper mcq question and answer pdf download.

চূড়ান্ত মডেল টেস্ট-০২
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

[বিষয় কোড: ২৮৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 2nd Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১। ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ড কীরূপ পণ্য?
[ক] ধারণা
[খ] সংগঠন
✅ স্থান
[ঘ] ঘঁনা


২। নিচের কোনটি জরুরি পণ্য?
[ক] টিভি
[খ] ফ্রিজ
[গ] গাড়ি
✅ ঔষধ

৩। শপিং পণ্য কোনটি?
✅ মোবাইল ফোন
[খ] চাল
[গ] ডাল
[ঘ] রেইনকোট

৪। লোভনীয় পণ্যের বৈশিষ্ট্য কোনটি?
[ক] ব্র্যান্ড আনুগত্য
[খ] মূল্য বেশি
[গ] অত্যধিক প্রয়োজন
✅ তাৎক্ষনিক ক্রয় সিদ্ধান্ত

৫। সকল মানুষই কোন পণ্যের ক্রেতা?
[ক] শিল্প পণ্য
[খ] লোভণীয় পণ্য
✅ ভোগ্যপণ্য
[ঘ] বনজ পণ্য

৬। একটি পণ্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কতটি স্তর অতিক্রম করে?
[ক] তিনটি
[খ] চারটি
✅ পাচটি
[ঘ] সাতটি

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
ইডেন লি একটি সদ্য প্রতিষ্ঠিত কোম্পানি। কোম্পানিটি কাচা আম থেকে চিপস তৈরি করে বাজারে ছাড়ল। এ চিপস এক সময় বাজারে প্রচুর মুনাফা অর্জন করে তবে পরবতীর্তে চিপসটি বাজার হারায়।

৭। ইডেন লি এ চিপসটি প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করে কোন কোন স্তরে?
[ক] সুচনা স্তর
✅ প্রবৃদ্ধি স্তর
[গ] পূর্ণতা স্তর
[ঘ] পতন স্তর

৮। ইডেন লি এর চিপসটি বাজার হারায় যে কারণে-
i. বিক্রয় হ্রাস পায়
ii. মুনাফা হ্রাস পায়
iii. প্রতিযোগিতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
লাকী ট্রেডার্স বিভিন্ন গার্মেন্টস এ কাপড় সরবারহ করে। এটি সকল হিসাব করার পার মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে। লাকী ট্রেডার্স অর্থ আদায়ের উদ্দেশ্যে ক্রেতাদের ৫% বাট্টা দিচ্ছে।

৯। লাকী ট্রের্ডাস এর সরবরাহকৃত কাপড় কোন ধরনের পণ্য?
[ক] সুবিধা পণ্য
[খ] শপিং পণ্য
✅ শিল্প পণ্য
[ঘ] বিশিষ্ট্য পণ্য

১০। উদ্দীপকের লাকী ট্রেডার্স কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে?
✅ ব্যয় যোগ পদ্ধতিতে
[খ] চলতি হারভিত্তিক পদ্ধতিতে
[গ] ভ্যালুভিত্তিক পদ্ধতিতে
[ঘ] দরপত্রভিত্তিক পদ্ধতিতে

১১। লাকী ট্রের্ডাসের দ্রুত অর্থ আদায়ের উদ্দেশ্যে দেরয়া বাট্রা কোন ধরনের বাট্টা।
✅ নগদ বাট্টা
[খ] পরিমানগত বাট্টা
[গ] কার্যভিত্তিক বাট্টা
[ঘ] মৌসুমি বাট্টা

১২।বণ্টনপ্রাণীল
i. চাহিদা ও যোগানের সমতা বিধান করে
ii. উৎপাদককে বাজার তথ্য সরবরাহ করে
iii. পণ্য উৎপাদন বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩। নিচের কোন পক্ষটি পণ্য বণ্টন প্রাণালির সহায়ক পক্ষ?
[ক] পাইকার
[খ] খুচরা ব্যবসায়ী
✅ পরিবহন ব্যবসায়ী
[ঘ] আমদানিকারক

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
সাবিনা ওষুধালয় নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের নিকট তাদের ওষুধ ও সেবা পৌছে দিচ্ছে। এতে তারা মনে করেন সেবাগ্রহীতারা কম মুল্যে তাদের ওষুধ ও সেবা গ্রহণে সামর্থ্য হচ্ছে।

১৪। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বন্টন প্রাণলি ব্যবহার করছে।
✅ সরাসরি বিপণন
[খ] খুচরা ব্যবসায়ীর মাধ্যমেবণ্টন
[গ] পাইকারি ব্যবসায়ীর মাধ্যমেবণ্টন
[ঘ] অনলাইন বিপণন

১৫। সেবাগ্রহীতাদের সম্পকৃ প্রতিষ্ঠানটির মন্ত্রব্য সঠিক এর কারণ কী?
[ক] এরূপ বণ্টন প্রাণীলর ক্ষেত্রে ক্রেতা ও উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্ক বজায় থাকে
[খ] এক্ষেত্রে পণ্যের গুণগত মান সঠিক মাত্রায় থাকে
✅ এক্ষেত্রে কোনো মধ্যস্থ ব্যবসায়ীয় নেই
[ঘ] এরূপ অবস্থায় পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায়।

১৬। উৎপাদক ও ভোক্তার মধ্যকার সেতুবন্ধ হিসেবে কাজ করে কোনটি?
[ক] পণ্য
[খ] বাজার
✅ মধ্যস্থ ব্যবসায়ী
[ঘ] BSTI

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন -চূড়ান্ত মডেল টেস্ট-০২

১৭। কারা উৎপাদককে বাজার সম্পর্কে পূণাঙ্গ তথ্য প্রদান করে?
✅ মধ্যস্থ ব্যবসায়ী
[খ] ক্রেতারা
[গ] আমদানি ব্যবসায়ী
[ঘ] কমিটি

১৮। কোন ধরনের পাইকারি ব্যবসায়ী মালিকানা গ্রহণ করে?
✅ বণিক পাইকার
[খ] দালাল
[গ] প্রতিনিধি পাইকার
[ঘ] ট্রাক পাইকার

১৯। কৃষিপণ্য উৎপাদিত হয়
✅ মৌসুমভিত্তিক
[খ] সারাবছর
[গ] প্রথম ১৫ দিন
[ঘ] শুধু বর্ষা মৌসুমে

২০। পচনশীল পণ্য বিক্রয় করে কোন ধরনের পাইকার?
[ক] বহনকারী
✅ ট্র্যাক
[গ] ড্রপশিপারস
[ঘ] ডাকবাহী

২১। আঞ্চলিক পাইকার কোন ধরনের পাইকার
[ক] বণিক পাইকার
✅ বিবিধ পাইকার
[গ] উৎপাদকের পাইকার
[ঘ] দালাল ও প্রতিনিধি

২২। পাইকারি ব্যবসায়ের অন্তর্ভূক্ত হলো
i. ড্রপ শিপারস
ii. র‍্যাক জবারস
iii. ক্যাটাগরি কিলার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩। বাটা সু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান?
[ক] বিভাগীয় বিপণি
✅ বহুশাখা বিপণি
[গ] অটোমেটিক ভেডিং
[ঘ] প্রতিনিধি

২৪। চেইন স্টোর খুচরা ব্যবসায়ের কোন ধরনের শ্রেণিবিভাগের আওতাভুক্ত?
[ক] সেবার পরিমাপ
[খ] পণ্যসারি
[গ] তুলনামূলক মূল্য
✅ খুচরা সংগঠন

২৫। বাকিতে বিক্রয়ের মাধ্যমে নিচের কোন কাজটি সম্পাদিত হয়?
[ক] ব্যয় হ্রাস
[খ] ঝুকিহ্রাস
✅ অর্থসস্থান
[ঘ] মানোন্নয়নে

২৬। পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে কী বলে?
[ক] বিজ্ঞাপন
[খ] প্রচার
[গ] বিক্রয় প্রসার
✅ বিপণন

২৭। বিক্রয় প্রসার কোন ধরনের উদ্দীপনা সৃষ্টি করে?
[ক] দীর্ঘমেয়াদী
[খ] মধ্যমেয়াদী
✅ স্বল্পমেয়াদী
[ঘ] অনিদির্ষ্ট মেয়াদি

২৮। বিক্রয় প্রসারে নতুন পণ্য উপস্থাপন কৌশল কোনটি?
[ক] মূল্যহা্রস কুপণ
[খ] অর্থ ফেরত পদ্ধতি
✅ প্রদর্শণী
[ঘ] মেলা

২৯। সৌখিন বুটিক ১লা ফাল্গুন উপলক্ষে ২৫% ছাড়ের ঘোষনা দিয়েছে। এটি কিসের আওতায় পড়ে?
[ক] বিজ্ঞাপন
[খ] প্রত্যক্ষ বিপণন
✅ বিক্রয় প্রসার
[ঘ] প্রচার

৩০। কোনটি ভোক্তা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্ভূক্ত?
[ক] কমিশন
✅ বোনাস
[গ] প্রশিক্ষণ কার্যক্রম
[ঘ] নমুনা পণ্য বিতরণ

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide