এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd Paper MCQ question and answer pdf download.
সকল বোর্ড
যুক্তিবিদ্যা
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১২২]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Logic 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. পরিমাণের দিক থেকে কারণ ও কার্য কীরূপ?
[ক] ভিন্ন
[খ] বিপরীত
[গ] অসমান
[ঘ] সমান
২. কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পদ্ধতি হলো-
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] সহ-পরিবর্তন পদ্ধতি
[গ] যৌথ পদ্ধতি
[ঘ] পরীক্ষামূলক পদ্ধতি
৩. ‘সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে’-এটা কার মতবাদ ছিল?
[ক] টলেমি
[খ] কোপারনিকাস
[গ] এডিসন
[ঘ] নিউটন
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
সানি ও রাফি দুজন সহপাঠি। একদিন তারা আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিল। সানি বলল মিল তিন প্রকার আরোহের কথা বলেছেন। রাফি বলল কতকগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার মাধ্যমে একত্রিত করার প্রক্রিয়াকেও যুক্তিবিদ হিউয়েল প্রকৃত আরোহ বলে দাবি করেছেন।
৪. উদ্দীপকে রাফির বক্তব্যে কোন আরোহের পরিচয় পাওয়া যায়?
[ক] পূর্ণাঙ্গ আরোহ
[খ] সাদৃশ্যানুমান
[গ] ঘটনা সংযোজন
[ঘ] যুক্তিসাম্যমূলক আরোহ
৫. উদ্দীপকে রাফি যে আরোহের প্রতি ইঙ্গিত করেছে তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে যে তথ্য পাওয়া যায়-
i. এতে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ নেই
ii. এর সিদ্ধান্ত একটি বিশিষ্ট যুক্তিবাক্য
iii. নিরীক্ষণ অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৬. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি?
i. বিশ্লেষণ
ii. শৃঙ্খলযোজন
iii. অন্তর্ভুক্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭. ব্যতিরেকী পদ্ধতি মূলত-
[ক] নিরীক্ষণের পদ্ধতি
[খ] পরীক্ষণের পদ্ধতি
[গ] সংজ্ঞামূলক পদ্ধতি
[ঘ] যৌগিক পদ্ধতি
৮. শ্রেণিকরণ কোন ধরনের প্রক্রিয়া?
[ক] ব্যাবহারিক
[খ] বৈজ্ঞানিক
[গ] মানসিক
[ঘ] অবৈজ্ঞানিক
৯. সম্ভাবনার ভিত্তি কী?
[ক] বাস্তব অভিজ্ঞতা
[খ] সদর্থক দৃষ্টান্ত
[গ] নিরীক্ষণ
[ঘ] পরীক্ষণ
১০. জোয়ার-ভাটা ব্যাখ্যা করা হয় কোন নিয়মের অধীন?
[ক] মাধ্যাকর্ষণ নিয়মের অধীন
[খ] কার্যকারণ নিয়মের অধীন
[গ] অভেদ নিয়ম
[ঘ] বিকর্ষণ নিয়মের অধীন
উদ্ভিদবিদ্যার ক্লাসে দীপা ম্যাডাম রাজুকে উদ্ভিদের শ্রেণিবিন্যাস করতে বললেন। রাজু সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক উদ্ভিদ-এ দুই শ্রেণিতে বিন্যাস করল।
১১. রাজু কিসের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণিবিন্যাস করল?
[ক] উদ্ভিদের সাদৃশ্যের ভিত্তিতে
[খ] উদ্ভিদে পুষ্পের উপস্থিতি ও অনুপপত্তির ভিত্তিতে
[গ] উদ্ভিদে পুষ্পের উপস্থিতির ভিত্তিতে
[ঘ] উদ্ভিদে পুষ্পের অনুপস্থিতির ভিত্তিতে
১২. রাজুর করা উদ্ভিদের শ্রেণিবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি হলো-
i. প্রাকৃতিক শ্রেণিবিন্যাস
ii. কৃত্রিম শ্রেণিবিন্যাস
iii. ক্রমিক শ্রেণিবিন্যাস
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
১৩. কোনো ঘটনাকে আমরা আকস্মিক বলে ব্যাখ্যা করি কেন?
[ক] কার্য জানা থাকে না বলে
[খ] কারণ জানা থাকে না বলে
[গ] অনিশ্চিত বলে
[ঘ] জটিল বলে
১৪. সম্ভাবনা পরিমাপের মানদ--
i. কোনো বিষয়ের পূর্ণজ্ঞান
ii. কোনো বিষয় সম্পর্কে অজ্ঞতা
iii. কোনো বিষয় সম্পর্কে আংশিক জ্ঞান ও আংশিক অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
১৫. সহ-পরিবর্তন পদ্ধতিতে দুটি ঘটনার যেভাবে পরিবর্তন ঘটে তা হলো-
i. সমমুখী
ii. বিপরীতমুখী
iii. ভিন্নমাত্রিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৬. অধিকাংশ পদের কয়টি দিক থাকে?
[ক] ২
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
১৭. গায়ের রঙের ভিত্তিতে মানুষকে ‘সাদামানুষ’ ও ‘কালোমানুষ’ ভাগ করলে যে অনুপপত্তি ঘটে তার নাম কী?
[ক] সংকরবিভাগ অনুপপত্তি
[খ] গুণগত বিভাগ অনুপপত্তি
[গ] অব্যাপক বিভাগ অনুপপত্তি
[ঘ] অতিব্যাপক বিভাগ অনুপপত্তি
১৮. যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় পদের-
i. বিভেদক লক্ষণ
ii. উপক্ষণ
iii. আসন্নতম জাতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৯. প্রকৃত আরোহ হলো-
i. যুক্তিসাম্যমূলক আরোহ
ii. অবৈজ্ঞানিক আরোহ
iii. সাদৃশ্যমানুমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২০. ‘অন্ধকার হচ্ছে আলোর অভাব’- এ সংজ্ঞায় যে অনুপপত্তি ঘটেছে তার নাম কী?
[ক] রূপক সংজ্ঞা অনুপপত্তি
[খ] চক্রক সংজ্ঞা অনুপপত্তি
[গ] বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি
[ঘ] নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি
নিচের ছকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
মানুষ
সৎ মানুষ, সভ্য মানুষ, শিক্ষিত মানুষ।
২১. উক্ত বিভাগ প্রক্রিয়ায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] উল্লম্ফন বিভাগ
[খ] সংকর বিভাগ
[গ] গুণগত বিভাগ
[ঘ] অঙ্গগত বিভাগ
২২. উদ্দীপকের ছকে যে বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে তার কারণ-
[ক] একাধিক মূলসূত্র গ্রহণ
[খ] একই সময়ে একটি মূলনীতি গ্রহণ
[গ] মূলসূত্রের অনুপস্থিতি
[ঘ] অজাতিবাচক পদের বিভাজন
২৩. কাজ চালানো প্রকল্প হলো-
[ক] সাময়িক প্রকল্প
[খ] বর্ণনামূলক প্রকল্প
[গ] প্রকৃত প্রকল্প
[ঘ] ভ্রান্ত প্রকল্প
২৪. যুক্তিবিদ মিল যাকে আরোহের প্রাণকেন্দ্র বলে আখ্যায়িত করেছেন তার নাম কী?
[ক] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
[খ] আরোহমূলক উল্লম্ফন
[গ] কার্যকারণ নিয়ম
[ঘ] পর্যবেক্ষণ
২৫. যুক্তিসাম্যমূলক আরোহকে বলা হয়-
[ক] সরল গণনামূলক আরোহ
[খ] সহজগণনামূলক আরোহ
[গ] পূর্ণগণনামূলক আরোহ
[ঘ] জ্যামিতিক আরোহ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
রাজিবের বাবা একদিন হঠাৎ করে মারা গেলেন। পরিবারের কেউ তার এ মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিল না। রাজিব বলল, তার বাবা নিশ্চয়ই বিনা কারণে মারা যাননি। তাই এর কারণ তাকে জানতে হবে। এক সময় সে জানতে পারল তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন।
২৬. উদ্দীপকে উল্লিখিত অনুসন্ধান প্রক্রিয়ার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়?
[ক] ব্যতিরেকী পদ্ধতি
[খ] কার্যকারণ পদ্ধতি
[গ] অন্বয়ী পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি
২৭. উদ্দীপকে বর্ণিত কারণটি হলো-
i. বিশেষ কারণ
ii. একটি সর্বজনীন কারণ
iii. স্বতঃসিদ্ধ কারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
[ঘ] i ও iii
২৮. অপ্রকৃত আরোহ কয়টি?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] ছয়টি
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
তমাল নিয়মিত কলেজে ক্লাস করেছে, যেকোনো সমস্যায় শিক্ষকগণের পরামর্শ নিয়েছে এবং বাড়িতেও পড়া লেখায় যথেষ্ট সময় দিয়েছে। কিন্তু পরীক্ষায় ফেল করেছে। তার বন্ধুরা বলল তমাল অধিক পড়ালেখার কারণে ফেল করেছে।
২৯. তমালের বন্ধুদের গৃহীত প্রকল্পটি হলো-
[ক] সুনির্দিষ্ট প্রকল্প
[খ] বাস্তব প্রকল্প
[গ] আত্মবিরোধী প্রকল্প
[ঘ] অবৈধ প্রকল্প
৩০. উদ্দীপকের প্রকল্পটি কেন গ্রহণযোগ্য নয়?
[ক] স্ববিরোধিতার জন্য
[খ] অপর্যাপ্ততার জন্য
[গ] অস্পষ্টতার জন্য
[ঘ] অপ্রাসঙ্গিকতার জন্য
উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [খ] ৪ [গ] ৫ [ক] ৬ [ঘ] ৭ [খ] ৮ [গ] ৯ [ক] ১০ [ক] ১১ [ক] ১২ [ক] ১৩ [খ] ১৪ [ক] ১৫ [ক] ১৬ [ক] ১৭ [খ] ১৮ [গ] ১৯ [খ] ২০ [ঘ] ২১ [খ] ২২ [ক] ২৩ [ক] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [খ] ২৭ [ক] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [ক]
0 Comments:
Post a Comment