HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন রাজশাহী বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st Paper Srijonshil question and answer pdf download

রাজশাহী বোর্ড
যুক্তিবিদ্যা
১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
[বিষয় কোড : ১২১]
সময়: ২ঘন্টা ৩০ মিনিট               পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Logic 1st Paper
Board Question Solution
Srijonshil
Question and Answer pdf download

১। [?]
এরিস্টটল
কপি
যোসেফ
জে. এস. মিল
ক. শব্দহত অর্থে যুক্তিবিদ্যা কী? ১
খ. যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নে কী হবে? এর স্বরূপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে চার জন যুক্তিবিদদের মধ্যে এরিস্টটলের সাথে প্রশ্নবোধক (?) চিহ্নিত বিষয়টির সম্পর্ক গভীর কেন? মূল্যায়ন কর। ৪

২। অবন্তী একজন শিক্ষক। তিনি সাহিত্য চর্চার পাশাপাশি ছবি আঁকেন। তিনি খুবই সঙ্গীত প্রিয় এবং সৌন্দর্য ও শিল্পবোধের প্রতি আগ্রহ প্রবল।
ক. দর্শন কী? ১
খ. ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা এক নয় কেন? বুঝিয়ে দাও। ২
গ. উদ্দীপকে অবন্তীর চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞান শাখার কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে নির্দেশিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা কর। ৪

৩। ছক-১: মানুষ, ফুল, জীব, সুন্দর, এবং, হায়
ছক-২: ফুল হয় সুন্দর মানুষ হয় জীব।
ক. 'Terminus' শব্দের অর্থ কী? ১
খ. ‘টি’ শব্দটি পদ নয় কেন? ২
গ. ছক-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ছক-১ ও ছক-২ এর মধ্যে তুলনামূলক পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪

৪। চিত্র-১: ধারণা + ধারণা = ? 
চিত্র-২: উদ্দেশ্য + + বিধেয় = যুক্তিবাক্য
ক. নিরপেক্ষ পদ কী? ১
খ. রাজা-রানী কেন সাপেক্ষ পদ? ব্যাখ্যা কর। ২
গ. চিত্র-১ এ প্রশ্নবোধক (?) চিহ্নে কী হবে? ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-২ এর খালি ঘরে কী হবে? চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪

৫। চিত্র-১: (ক) সকল গরু হয় চতুষ্পদী
(খ) বিড়াল হয় সাদা বর্ণের প্রাণী
(গ) করিমের জন্ম হয় ৬ জানুয়ারি
(ঘ) সেলিম হয় খুবই ভোজন বিলাসী
 চিত্র-২: ছাত্র, মানুষ
ক. উপলক্ষণ কী? ১
খ. জাত্যর্থের সাথে লক্ষণের সম্পর্ক কী? ২
গ. চিত্র-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়ের উদাহরণ নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-২ এর দুটি নির্দেশিত শ্রেণিবাচক পদের সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪

৬। দৃশ্যকল্প-১: সকল P হয় S
∴ কিছু S হয় P

দৃশ্যকল্প-২:
সকল M হয় N
সকল Q হয় M
∴ সকল Q হয় N

ক. প্রতিবর্তন কী? ১
খ. মধ্য পদ সিদ্ধান্তে থাকে না কেন? ২
গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন করা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪

৭। ইমরানের বাড়ি টাঙ্গাইল জেলায় এবং রীমার গ্রামের বাড়ি শ্রীমঙ্গলের সাদীপুর। দুই জনই এমএ পাস করেছে। ইকবাল ইমরান ও রীমার ঘনিষ্ঠ বন্ধু। তবে ইমরান ও রীমা একে অপরের পরিচিত নন। ইকবাল ইমরান ও রীমার বাবা-মার সাথে যোগাযোগ করে দুইজনের বিয়ের ব্যবস্থা করে।
ক. প্রাকল্পিক সহানুমান কী? ১
খ. A-যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয় কেন? ২
গ. উদ্দীপকে ইকবালের ভূমিকা সহানুমানের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইমরান এবং রীমা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে মূল্যায়ন কর। ৪

৮। চিত্র-১: আকাশে লালচে ধূসর বর্ণের মেঘ, পুলিশের গাড়ির সাইরেন ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্প।
চিত্র-২: ডাক্তারের গাড়িতে অর্ধচন্দ্র চিহ্ন, সঠিক উত্তরের পাশে (✓) চিহ্নি ও গণিতে (+ -÷) চিহ্ন।
ক. সত্যতা কী? ১
খ. সত্যতা ও বৈধতা এক নয় কেন? ২
গ. উদ্দীপকে ছক-১ পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ছক-১ ও ছক-২ এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪

৯। দৃশ্যকল্প-১ : শহরে যত মানুষ দেখা গেল তাদের কেউ আত্মকেন্দ্রিক নয়, সুতরাং সকল শহরবাসীই পরার্থবাদী।
দৃশ্যকল্প-২ : রাতে গাছের ডালকে কোনো প্রাণীর উপস্থিতি মনে করে কেউ ভয়ে চিৎকার দিল।
ক. পরীক্ষণ কী? ১
খ. পরীক্ষণে কি সবসময় সত্যতা নিশ্চিত করতে পারে? ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনো আন্তঃসম্পর্ক আছে কি? মূল্যায়ন কর। ৪

১০। চিত্র-১:
সুনির্দিষ্ট ধারণা
নিরীক্ষণ-১
নিরীক্ষণ-২
সার্বিক ধারণা
চিত্র-২:
সার্বিক ধারণা
নিরীক্ষণ-২
নিরীক্ষণ-১
সুনির্দিষ্ট ধারণা
ক. অনুমান কত প্রকার ও কী কী? ১
খ. অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? বুঝিয়ে দাও। ২
গ. চিত্র-১ দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-১ ও চিত্র-২ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। ৪

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন -রাজশাহী বোর্ড ২০১৯

১১। যুক্তি-১: সকল মানুষ হয় ধনী
সকল ভিক্ষুক হয় মানুষ
∴সকল ভিক্ষুক হয় ধনী
যুক্তি-২:
যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজে
বৃষ্টি হয়েছে
∴ মাটি ভিজেছে
ক. প্রতীক কী? ১
খ. যুক্তিবিদ্যায় আমরা প্রতীক ব্যবহার করি কেন? ২
গ. যুক্তি-১ এ নির্দেশিত উদাহরণটি কি বৈধ? প্রমাণ কর। ৩
ঘ. যুক্তি-২ কোন অনুমানের উদাহরণ? এর প্রতীকী রূপ দেখাও এবং উক্ত অনুমানের নিয়মগুলো বিশ্লেষণ কর। ৪

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide