এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st Paper Srijonshil question and answer pdf download
রাজশাহী বোর্ড
যুক্তিবিদ্যা
১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
[বিষয় কোড : ১২১]
সময়: ২ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।]
HSC Logic 1st Paper
Board Question Solution
Srijonshil
Question and Answer pdf download
১। [?]
এরিস্টটল
কপি
যোসেফ
জে. এস. মিল
ক. শব্দহত অর্থে যুক্তিবিদ্যা কী? ১
খ. যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নে কী হবে? এর স্বরূপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে চার জন যুক্তিবিদদের মধ্যে এরিস্টটলের সাথে প্রশ্নবোধক (?) চিহ্নিত বিষয়টির সম্পর্ক গভীর কেন? মূল্যায়ন কর। ৪
২। অবন্তী একজন শিক্ষক। তিনি সাহিত্য চর্চার পাশাপাশি ছবি আঁকেন। তিনি খুবই সঙ্গীত প্রিয় এবং সৌন্দর্য ও শিল্পবোধের প্রতি আগ্রহ প্রবল।
ক. দর্শন কী? ১
খ. ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা এক নয় কেন? বুঝিয়ে দাও। ২
গ. উদ্দীপকে অবন্তীর চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞান শাখার কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে নির্দেশিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা কর। ৪
৩। ছক-১: মানুষ, ফুল, জীব, সুন্দর, এবং, হায়
ছক-২: ফুল হয় সুন্দর মানুষ হয় জীব।
ক. 'Terminus' শব্দের অর্থ কী? ১
খ. ‘টি’ শব্দটি পদ নয় কেন? ২
গ. ছক-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ছক-১ ও ছক-২ এর মধ্যে তুলনামূলক পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪
৪। চিত্র-১: ধারণা + ধারণা = ?
চিত্র-২: উদ্দেশ্য + + বিধেয় = যুক্তিবাক্য
ক. নিরপেক্ষ পদ কী? ১
খ. রাজা-রানী কেন সাপেক্ষ পদ? ব্যাখ্যা কর। ২
গ. চিত্র-১ এ প্রশ্নবোধক (?) চিহ্নে কী হবে? ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-২ এর খালি ঘরে কী হবে? চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪
৫। চিত্র-১: (ক) সকল গরু হয় চতুষ্পদী
(খ) বিড়াল হয় সাদা বর্ণের প্রাণী
(গ) করিমের জন্ম হয় ৬ জানুয়ারি
(ঘ) সেলিম হয় খুবই ভোজন বিলাসী
চিত্র-২: ছাত্র, মানুষ
ক. উপলক্ষণ কী? ১
খ. জাত্যর্থের সাথে লক্ষণের সম্পর্ক কী? ২
গ. চিত্র-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়ের উদাহরণ নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-২ এর দুটি নির্দেশিত শ্রেণিবাচক পদের সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪
৬। দৃশ্যকল্প-১: সকল P হয় S
∴ কিছু S হয় P
দৃশ্যকল্প-২:
সকল M হয় N
সকল Q হয় M
∴ সকল Q হয় N
ক. প্রতিবর্তন কী? ১
খ. মধ্য পদ সিদ্ধান্তে থাকে না কেন? ২
গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আবর্তন করা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪
৭। ইমরানের বাড়ি টাঙ্গাইল জেলায় এবং রীমার গ্রামের বাড়ি শ্রীমঙ্গলের সাদীপুর। দুই জনই এমএ পাস করেছে। ইকবাল ইমরান ও রীমার ঘনিষ্ঠ বন্ধু। তবে ইমরান ও রীমা একে অপরের পরিচিত নন। ইকবাল ইমরান ও রীমার বাবা-মার সাথে যোগাযোগ করে দুইজনের বিয়ের ব্যবস্থা করে।
ক. প্রাকল্পিক সহানুমান কী? ১
খ. A-যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয় কেন? ২
গ. উদ্দীপকে ইকবালের ভূমিকা সহানুমানের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইমরান এবং রীমা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে মূল্যায়ন কর। ৪
৮। চিত্র-১: আকাশে লালচে ধূসর বর্ণের মেঘ, পুলিশের গাড়ির সাইরেন ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্প।
চিত্র-২: ডাক্তারের গাড়িতে অর্ধচন্দ্র চিহ্ন, সঠিক উত্তরের পাশে (✓) চিহ্নি ও গণিতে (+ -÷) চিহ্ন।
ক. সত্যতা কী? ১
খ. সত্যতা ও বৈধতা এক নয় কেন? ২
গ. উদ্দীপকে ছক-১ পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ছক-১ ও ছক-২ এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। ৪
৯। দৃশ্যকল্প-১ : শহরে যত মানুষ দেখা গেল তাদের কেউ আত্মকেন্দ্রিক নয়, সুতরাং সকল শহরবাসীই পরার্থবাদী।
দৃশ্যকল্প-২ : রাতে গাছের ডালকে কোনো প্রাণীর উপস্থিতি মনে করে কেউ ভয়ে চিৎকার দিল।
ক. পরীক্ষণ কী? ১
খ. পরীক্ষণে কি সবসময় সত্যতা নিশ্চিত করতে পারে? ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনো আন্তঃসম্পর্ক আছে কি? মূল্যায়ন কর। ৪
১০। চিত্র-১: ◭
সুনির্দিষ্ট ধারণা
নিরীক্ষণ-১
নিরীক্ষণ-২
সার্বিক ধারণা
চিত্র-২: ⧩
সার্বিক ধারণা
নিরীক্ষণ-২
নিরীক্ষণ-১
সুনির্দিষ্ট ধারণা
ক. অনুমান কত প্রকার ও কী কী? ১
খ. অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? বুঝিয়ে দাও। ২
গ. চিত্র-১ দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-১ ও চিত্র-২ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। ৪
সকল ভিক্ষুক হয় মানুষ
∴সকল ভিক্ষুক হয় ধনী
যুক্তি-২:
যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজে
বৃষ্টি হয়েছে
∴ মাটি ভিজেছে
ক. প্রতীক কী? ১
খ. যুক্তিবিদ্যায় আমরা প্রতীক ব্যবহার করি কেন? ২
গ. যুক্তি-১ এ নির্দেশিত উদাহরণটি কি বৈধ? প্রমাণ কর। ৩
ঘ. যুক্তি-২ কোন অনুমানের উদাহরণ? এর প্রতীকী রূপ দেখাও এবং উক্ত অনুমানের নিয়মগুলো বিশ্লেষণ কর। ৪
0 Comments:
Post a Comment